মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

Cuspal Sublord and their significance (Lesson 1 --- Part -4 )

 

Modified KP Astrology  

        Astrology Rullings

       Lesson 1 ---  ( Part -4 )

Modified KP Astrology Rullings





 Cuspal Sublord and their significance of sixth  house : ---

1 + 1 =

লগ্নের sublord লগ্নের significator হলে (KP Astrology- র ক্ষেত্রে) জাতক স্বাস্থ্যের ব্যাপারে যত্নবান হবে l রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে l স্বচেষ্টায় সাফল্য লাভ হবে l

সনাতন বা বৈদিক Astrology র ক্ষেত্রে ধরতে হবে লগ্নপতি লগ্নে অবস্থিত/থাকলে জাতক স্বাস্থ্যের ব্যাপারে যত্নবান হবে l রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে l স্বচেষ্টায় সাফল্য লাভ হবে l

     ***   ( আমি KP  ও  Modified KP Astrology - র rullings  বলছি, আপনারা প্রথমটার মত সব rullings- এর জন্যে --- সনাতন বা বৈদিক জ্যোতিষের ক্ষেত্রে sublord এর জায়গায় ভাবপতি ধরে নেবেন  )


6+1=

জাতক শারীরিক অসুস্থতায় ভুগবে, রোগপ্রতিরোধ ক্ষমতাকে কম হবে, রুগ্ন চেহারা হবে l

6+2 =

বাঁধাধরা স্থায়ী কাজের মাধ্যমে অর্থলাভ, অর্থের ব্যাপারে ঋণ পাবে/ঋণগ্রস্থ হবে, অর্থের ব্যাপারে পরিশ্রমী হবে শ্রমিক বা শ্রমবিভাগ থেকে অর্থলাভ, প্রতিযোগিতা মূলক বিষয় থেকে অর্থলাভ, অর্থের বিষয়ে/কারণে শত্রুতা নির্দেশ করে l

6+3 =

আত্মীয়স্বজন বা প্রতিবেশীর সঙ্গে শত্রুতা, ভাইবোনের সঙ্গে শত্রুতা, কর্মের যোগাযোগ, নিকট স্থানে ভ্রমণ করতে গিয়ে অসুস্থ হয়ে পরা, মানষিক দ্বন্দ্ব, মানষিক উদ্বিগ্নতা, ভ্রাতাভগ্নির অসুস্থতা, বীরত্ব প্রদান করতে গিয়ে শত্রুতা, অপরকে অহেতুক সন্দেহ করা বা সন্দেহবাতিক মানসিকতা( বুধ+ 3+6) l তৃতীয় ভাব যে যে অঙ্গপ্রতঙ্গ নির্দেশ করে যেমন গলা, ফুসফুস, নাক, কান, ঘাড়  - প্রভৃতি ক্ষেত্রের রোগভোগ নির্দেশ করে l

6+4 =

এই যোগে মাতার স্বাস্থহানী, মায়ের সঙ্গে শত্রুতা বা মায়ের দ্বারা শত্রুতা, জমিজমা সংক্রান্ত ব্যাপারে মামলা-মোকদ্দমা, প্রতিযোগিতামূলক বিষয়ে বা চাকরি সংক্রান্ত বিষয়ে পড়াশোনা নির্দেশ করে l এছাড়া ভাড়াবাড়িতে থাকা, গৃহে চুরি বা ভৃত্যদের থাকবার ঘর, জমি বাড়ি নিয়ে শত্রুতা, বাড়ি, গাড়ি, পুকুর, জায়গা-জমি লিজ বা নেওয়া  নির্দেশ করে l

6+5 =

এই যোগে সন্তানের স্বাস্থ্য খারাপ হবে, জাতক বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত হবেন, মহিলা দ্বারা বা কতৃক শত্রুতা নির্দেশ করে l প্রেমজ সম্পর্কে চ্ছেদ বা শত্রুতা, সন্তানের সঙ্গে শত্রুতা-মামলা মোকদ্দমা, ভাড়াটিয়ার সহিত প্রেম, প্রেমের কারণে শত্রুতা, ভৃত্য বা কর্মচারীর সহিত প্রেম,(5+6+শনি), শিল্পকলা, মেধা, শিল্প, ক্রীড়া প্রভৃতি বিষয়ে প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা নির্দেশ করে l পঞ্চম ভাব যে সকল অঙ্গপ্রতঙ্গ নির্দেশ করে সেইসকল অঙ্গপ্রতঙ্গে ব্যাধি বা রোগভোগ যেমন পেটের রোগ, লিভার, পাকস্থলী, পিত্ত, অগ্ন্যাশয় সংক্রান্ত সমস্যা, মানষিক রোগ নির্দেশ করে l

6+6=

এই যোগে রোগ, শত্রুতা, মামলা মোকদ্দমা, প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা নির্দেশ করে l এছাড়া বাঁধাধরা কর্ম নির্দেশ করে l

6+7=

এই যোগে ব্যবসা ক্ষেত্রে দ্বন্দ্ব, ব্যাবসায়িক প্রতিদ্বন্দ্বিতা, ব্যাবসায়িক শত্রুতা, ব্যাবসার কারণে ঋণ, ব্যাবসায় ক্ষতি, কোনও ব্যাক্তির সাথে প্রকাশ্যে শত্রুতা, বিবাহের ব্যাপারে মানষিক দ্বন্দ্ব, স্ত্রীর সহিত শত্রুতা, বিবাহ বিচ্ছেদ, স্ত্রীর সহিত মামলা মোকদ্দমা, স্বামী বা স্ত্রীর শারীরিক অসুস্থতা বা রুগ্ন স্বামী বা স্ত্রী লাভ/প্রাপ্তি, স্বামী বা স্ত্রীর শারীরিক অসুস্থতার কারণে দাম্পত্য অশান্তি, ব্যাবসায়িক অংশীদারের সাথে শত্রুতা প্রভৃতি নির্দেশ করে l

6+8=

এই যোগে মামলা মোকদ্দমা বা ষড়যন্ত্রে লিপ্ত হওয় বা জড়িয়ে পড়া, কোনও প্রকার দীর্ঘমেয়াদি জটিল, স্থায়ী ও দুরারোগ্য কঠিন ব্যাধি, রোগের কারণে অস্ত্রপ্রচার, তান্ত্রিক ক্রিয়াকলাপ দ্বারা রোগগ্রস্থ হওয়া, ভাড়া সংক্রান্ত কারণে বিপদগ্রস্থ হওয়া, বিষাক্ত কীটপতঙ্গ বা দংশক প্রাণী দ্বারা আক্রান্ত হওয়া, শত্রুতার সৃষ্টি হওয়া বা শত্রু দ্বারা ক্ষতি, বিপদগ্রস্থ হওয়া, আঘাতে ক্ষত সৃষ্টি হওয়া নির্দেশ করে l

6+9=

এই যোগে পিতার অসুস্থতা, পিতার সহিত ঝামেলা বা শত্রুতা বা মতের অমিল, কোনও উচ্চপদে উপনীত হওয়ার জন্যে প্রতিযোগিতা মূলক ভাবে অংশগ্রহণ করা, কোনও অপরিচিত ব্যাক্তি বা বিদেশি ব্যাক্তি, উচ্চপদস্থ ব্যাক্তির সহিত শত্রুতা, ধর্মীয় ব্যাপারে দ্বন্দ্ব বা মতপার্থক্য, উচ্চশিক্ষা বা গবেষণার ক্ষেত্রে নিরলস পরিশ্রম, বংশানুক্রমিক রোগব্যাধি প্রভৃতি নির্দেশ করে l

6+10=

এই যোগে বাধাধরা কর্ম বা চাকুরী নির্দেশ করে l এছাড়া কর্মস্থলে শত্রুতা, কর্মের কারণে ঋণ, কর্মের কারণে শত্রুতা, কর্মের সঙ্গে ভাড়া দেওয়া বা নেওয়ার ব্যাপার, কর্মের কারণে অসুস্থতা, অতিরিক্ত পরিশ্রম, রোগব্যাধি চিকিৎসার সঙ্গে যুক্ত কর্ম, কর্মসংক্রান্ত কারণে মামলা মোকদ্দমা, কর্মে পরিশ্রমের কারণে অসুস্থতা নির্দেশ করে l

6+11=

এই যোগে খেলাধুলা, প্রতিযোগিতা মূলক ব্যাপারে সাফল্য, মামলা মোকদ্দমায় জয়লাভ, ইলেক্শনে জয়লাভ বা সাফল্য, শত্রুজয়, ভৃত্যের থেকে সাহায্য বা ভৃত্যের সাহায্যে সাফল্য প্রাপ্তি, বাঁধাধরা কর্মে উন্নতি, ঋণ শোধ, শত্রুতা বা দ্বন্দ্ব সফলতার কারণ হয়ে দাঁড়াতে পারে, সফলতা জীবনে শত্রুতার কারণ হতে পারে l

6+12=

এই যোগে রোগব্যাধির কারণে শয্যাশায়ী অবস্থা, hospitalisation, ব্যার্থ শ্রম, অসাফল্য, শত্রুদ্বারা ক্ষতি, ঋণগ্রস্থ অবস্থা, শত্রুতার কারণে ক্ষতি, বিদেশে গিয়ে অসুস্থ হয়ে পড়া, ঋণ পরিশোধ, ভৃত্যের সাথে বিচ্ছেদ, প্রতিযোগিতা মূলক ব্যাপারে অসাফল্য বা পরাজয়, দেউলিয়া হয়ে যাওয়া, ব্যাধির কারণে অঙ্গহানি, মামলায় বা ভোটে পরাজয় এবং অপরকে ধার দেওয়া নির্দেশ করে l


 Cuspal Sublord and their significance of seventh house : ---


7+1 =

জাতক নারী- পুরুষ নির্বিশেষে সকলের সাথে মিশতে ভালোবাসবে l জাতক জীবন সঙ্গী/সঙ্গিনীর বাধ্য হবে l ব্যাবসায় partner নির্দেশ করে l সকলের সাথে সুসম্পর্ক থাকবে l

7+2 =

ব্যাবসার মাধ্যমে উপার্জন নির্দেশ করে l বিবাহ সূত্রে আয়/আর্থিক উন্নতি,  partner সূত্রে আয় বা অর্থপ্রাপ্তি নির্দেশ করে l বিবাহে পরিবারের মতামত থাকবে l আর্থিক কারণে কোনও ব্যাক্তির সাথে লেনদেন সম্পৰ্ক তৈরী হবে l

7+3 =

এই যোগে দেখেশুনে বিবাহ বা বিজ্ঞাপনের মাধ্যমে বিবাহ, চুক্তি বা সই এর মাধ্যমে বিবাহ, বিবাহের যোগাযোগ, এজেন্সী ব্যবসা, ভাইবোনের বিবাহ, ব্যাবসায়িক যোগাযোগ, লেনদেন বা কোনও ব্যাক্তির সহিত টেলিফোন, ডাকযোগেরবা ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ বাণিজ্যিক যোগাযোগ প্রভৃতি নির্দেশ করে l জাতক জনসংযোগ মূলক কর্মের সাথে যুক্ত থাকতে পারে বা জাতকের জনসংযোগ ক্ষমতা ভালো হয় l এই যোগ স্ত্রী বা ব্যাবসায়িক পার্টনারের সাথে সব বিষয়ে খোলাখুলি আলোচনা নির্দেশ করে l ব্যাবসায় কাস্টমারের সহিত সুসম্পর্ক ও যোগাযোগ নির্দেশ করে l স্ত্রী সহ ভ্রমণ, break journey, পার্টনার এর মত বা সিদ্ধান্ত মেনে নেওয়া ও আত্মীয়পরিজন বা জ্ঞাতির মধ্যে বিবাহ নির্দেশ করে l

7+4  =

এই যোগে ব্যাবসার জায়গা, ব্যাবসার কারণে গৃহ নির্মাণ,  গৃহে ব্যবসা, ব্যাবসায়িক প্রতিষ্ঠান নির্দেশ করে l মাতা বা মাতৃস্থানীয়া কারোর ব্যবসা, পড়াশোনা/বিদ্যাশিক্ষা সংক্রান্ত ব্যবসা, বাসস্থানের নিকটবর্তী এলাকায় বিবাহ যোগ, জায়গা জমি, গাড়ি  বাড়ি সংক্রান্ত ব্যবসা, অন্যের সম্পত্তি, স্বামী বা স্ত্রীর সম্পত্তি নির্দেশ করে l মাতার সহিত বৌমা/জামাইয়ের সুসম্পর্ক থাকবে

7+5 =

এই যোগে অন্যের সান্নিধ্যে মানসিক শান্তি ও আনন্দ, কারো সাথে প্রেমজ সম্পৰ্ক বা প্রেমজ বিবাহ, সুন্দর বিবাহিত জীবন বা সুখী দাম্পত্য জীবন, বিবাহিত জীবনে রোমান্টিকতা, পুনর্মিলন, স্ত্রী সূত্রে লাভ, বিপরীত লিঙ্গের প্রতি তীব্র আকর্ষণ, প্রেম নিবেদন, নিজেস্ব পছন্দে বিবাহ, বিবাহিত জীবনে মানসিক ও শারীরিক তৃপ্তি লাভ, বিবাহিত জীবনে পর্যাপ্ত রোমান্স, অপরের ভালোবাসা লাভ, সন্তানের বিবাহ, জাতক মিশুকে হবে অর্থাৎ অপরের সাথে খুব সহজেই মিশতে পারবে এবং সকলেই পছন্দ করবে l সন্তানের সহিত মাতাপিতার সম্পর্ক ভালো থাকবে l

7+7=

এই যোগে নিজের থেকে অধিক যোগ্যতা সম্পন্ন বা ক্ষমতা সম্পন্ন বা শারীরিক সুস্থতা সম্পন্ন পার্টনার লাভ এবং সুন্দর শুভ দাম্পত্য জীবন নির্দেশ করে l

7+8=

এই যোগে জীবনসঙ্গী থেকে নৈরাশ্য বা হতাশা নির্দেশ করে l বিরক্ত প্রদানকারী জীবনসঙ্গী, উশৃঙ্খল-বর্বর-অত্যাচারী-দুষ্টবুদ্ধি সম্পন্ন জীবনসঙ্গী, বেশি বয়সে বিবাহ, বিবাহে বাধা, বিবাহ না হওয়া, বিবাহ নিয়ে দুশ্চিন্তা, মানষিক চাপ বা চাপে পড়ে বা কোনও প্রকার কেলেঙ্কারির কারণে বিবাহ, অসবর্ণ বিবাহ, বিবাহিত জীবনে অশান্তি-কলহ-মারামারি-রক্তপাত, জীবনসঙ্গীর শারীরিক খুঁত, কুৎসিত জীবনসঙ্গী, দাম্পত্য কলহ, বিবাহিত জীবনে দুর্ঘটনা, বৈধব্য যোগ, অসামাজিক বিবাহ, গোপন বিবাহ, বিকলাঙ্গ স্বামী বা স্ত্রী লাভ, বিবাহিত জীবনে কোনোপ্রকার প্রতিবন্ধকতা বা অপরিপূর্ণতা নির্দেশ করে l এছাড়া কোনও ব্যাক্তি দ্বারা ষড়যন্ত্র-ক্ষতি বা প্রতিদ্বন্ধির ক্ষতি বা ব্যাবসায় ক্ষতি নির্দেশ করে l

7+9=

এই যোগে দেখেশুনে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ, জীবনসঙ্গী ধার্মিক, সৎ, শিক্ষিত ও উচ্চ আদর্শের হবে l এই যোগে বিজাতীয় বা অন্য ধর্মের স্বামী বা স্ত্রী প্রাপ্তি হয়, বয়সের তুলনায় বড় স্বামী বা স্ত্রী লাভ নির্দেশ করে l দেশের মধ্যে দূরবর্তী স্থানে বিবাহ নির্দেশ করে l জীবনসঙ্গীর সহিত পিতার সুসম্পর্ক গুরুস্থানীয় কারো বিবাহ নির্দেশ করে l এই যোগে স্বামী স্ত্রীর দূরভ্রমণ ও আন্তর্জাতিক বাণিজ্য নির্দেশ করে l

7+10=

এই যোগে ব্যবসা নির্দেশ করে l এছাড়া স্বামী বা স্ত্রীর ব্যাক্তিগত কর্ম, কর্মসূত্রে বিবাহ, বিবাহের কারণে সমাজে নাম যশ প্রাপ্তি, আভিজাত্যপূর্ণ বনেদি বংশে বিবাহ এবং কর্মে অংশীদার নির্দেশ করে l

7+11=

এই যোগে বিবাহ হওয়ার মত শুভ পরিস্থিতি বা বিবাহ হওয়া  নির্দেশ করে l বিবাহিত জীবনে সফলতা ও সৌভাগ্য নির্দেশ করে l জীবনসঙ্গী দ্বারা সাহায্য ও উপকৃত হওয়া নির্দেশ করে l স্থায়ী বন্ধু ও উপকারী বন্ধু লাভ, মন মতো স্বামী বা স্ত্রী লাভ, সুখকর দাম্পত্য বা বিবাহিত জীবন, অটুট দাম্পত্য সম্পর্ক, স্বামী - স্ত্রীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পৰ্ক, স্বামী বা স্ত্রীর সুস্বাস্থ, সাফল্য, উন্নতি এছাড়া বাণিজ্যিক সাফল্য নির্দেশ করে l

7+12=

এই যোগে দূরে বিবাহ, বিদেশে বিবাহ, বিবাহ বিচ্ছেদ, পালিয়ে গিয়ে বিবাহ, অসুস্থ স্বামী বা স্ত্রী লাভ নির্দেশ করে l জীবনসঙ্গী নিরুদ্দেশ হয়ে যাওয়া, পালিয়ে যাওয়া, কিডন্যাপ হওয়া, মারা যাওয়া নির্দেশ করে l স্বামী বা স্ত্রীর অসুস্থতা, শারীরিক বা মানষিক আকর্ষণহীন বিবাহিত জীবন, জীবনসঙ্গীর কারণে ব্যায় বা ক্ষতি নির্দেশ করে l জীবনসঙ্গীর দ্বারা গুপ্ত শত্রুতা, অসুস্থ স্বামী বা স্ত্রী লাভ, বিবাহিত জীবনে উভয়ের মধ্যে দূরত্ব, bed separation, জীবনসঙ্গীর দূরবর্তী অঞ্চলে অবস্থান প্রভৃতি নির্দেশ করে l

আরও দেখুন ---

Fortuna point --- আপনার সৌভাগ্যের দিশারী

https://modifiedkpastrology.blogspot.com/2020/12/fortuna-point.html


This is one of the stage of how to learn Vedic and Modified KP Astrology.


If you want to know more about Astrology lesson ---

Please comments and to get early notifications --- follow and share this article.






Cuspal sublord and their significance (Lesson 1 --- Part 5)

                              

Modified KP Astrology  

        Astrology  Rullings

       Lesson 1 ---  ( Part -5 )

Modified KP Astrology Rullings





 Cuspal Sublord and their significance of eight house : ---

1 + 1 =

লগ্নের sublord লগ্নের significator হলে (KP Astrology- র ক্ষেত্রে) জাতক স্বাস্থ্যের ব্যাপারে যত্নবান হবে l রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে l স্বচেষ্টায় সাফল্য লাভ হবে l

সনাতন বা বৈদিক Astrology র ক্ষেত্রে ধরতে হবে লগ্নপতি লগ্নে অবস্থিত/থাকলে জাতক স্বাস্থ্যের ব্যাপারে যত্নবান হবে l রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে l স্বচেষ্টায় সাফল্য লাভ হবে l

     ***   ( আমি KP  ও  Modified KP Astrology - র rullings  বলছি, আপনারা প্রথমটার মত সব rullings- এর জন্যে --- সনাতন বা বৈদিক জ্যোতিষের ক্ষেত্রে sublord এর জায়গায় ভাবপতি ধরে নেবেন  )

8+1 =

জাতক জীবনে বহু বাধাবিঘ্নের সম্মুখীন হবে, প্রতিকূল জীবনযাত্রার সম্মুখীন হবে, কষ্টকর,  কঠোর পরিশ্রমের জীবন হবে l এই যোগ অস্ত্রাঘাত, অপারেশন, দুর্ঘটনা, আত্মহত্যা, মানষিক অবসাদ, হতাশা, দুশ্চিন্তা, শারীরিক প্রতিবন্ধকতা, অপরাধ মূলক মানসিকতা, জীবনে বদনাম, মৃত্যুতুল্য অনুভূতি, প্রতারক হওয়ার যোগ, গুপ্তবিদ্যায় আগ্রহ, অন্যের ক্ষতি সাধনের মানসিকতা নির্দেশ করে l

8+2 =

এই যোগে জাতক কম কথা বলবে, কথায় জড়তা/আড়ষ্ট ভাব থাকবে l অর্থ প্রাপ্তিতে বাধা, টাকা আটকে থাকা, অর্থ নষ্ট হওয়া, ঠিকমতো আয় না হওয়া, অর্থ নিয়ে গন্ডগোল নির্দেশ করে l দৃষ্টিশক্তির সমস্যা, চোখের সমস্যা, কম দেখা, গলার সমস্যা, বাক সমস্যা, মুখের গঠন কুৎসিত বা বিকৃত হতে পারে l দাঁতের সমস্যা, দাঁত ভেঙে যাওয়া, দাঁত পড়ে যাওয়া, মুখে কাঁটা দাগ, কালো দাগ/ছোপ, পোড়া দাগ, গুটি বসন্তের দাগ, আর্থিক সমস্যা, বলপূর্বক টাকা আদায় করা, মৃতের ধন প্রাপ্তি বা মৃত্যুসূত্রে অর্থলাভ, বীমার অর্থ ও অসামাজিক ক্রিয়াকলাপের মাধ্যমে অর্থলাভ নির্দেশ করে l

8+3 =

এই যোগে ছোট ভাইবোন, আত্মীয়স্বজন, প্রতিবেশীর বিপদ বা তাঁদের সহিত সম্পর্কের অবনতি বা তাঁদের দ্বারা ক্ষতি নির্দেশ করে l প্রমাণপত্র নষ্ট হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, বুদ্ধির ভুলে ক্ষতি, documents এর কারণে বিপদে পড়া, movement এ বাধা, যোগাযোগে বাধাবিঘ্ন, মানষিক আঘাত, মনোকষ্ট, মনের ব্যাধি, দুর্বল স্মৃতিশক্তি, হীন মনোবল, উদ্দমে বাধা, মানষিক আগ্রহের অভাব, কানে না শোনা বা তৃতীয় ভাব নির্দেশিত অঙ্গপ্রতঙ্গের রোগভোগ বা অপারেশন নির্দেশ করে l এছাড়া ভ্রাতাভগ্নির বা আত্মীয়পরিজনের কোনোরূপ ক্ষতি, প্রতিবন্ধকতাময় অবস্থা, অস্ত্রপ্রচার বা অপঘাতজনিত ফাঁড়া নির্দেশ করে l

8+4 =

এই যোগে বিদ্যালাভে/বিদ্যাশিক্ষায় বাধাবিঘ্ন, গৃহ, বাড়ি বাসস্থানের সমস্যা, সাংসারিক বা পারিবারিক অশান্তি, মামলা-মোকদ্দমা, বাহন লাভে বাধা, বাহনের ক্ষয়ক্ষতি, বাহন দুর্ঘটনা, বাহন নিয়ে বিপদে পড়া, পুরাতন বাহন বা বাড়ি লাভ মনে, মায়ের দুর্ঘটনা বা বিপদ, মায়ের কারণে অশান্তি, নিজ সম্পত্তি প্রাপ্তিতে বাধা, গৃহ থেকে বিতাড়িত, মায়ের অপারেশন, আঘাত প্রাপ্তি, বক্ষজো পীড়া, heart surgery, উত্তরাধিকার সূত্রে বা উইল সূত্রে সম্পত্তি প্রাপ্তি, অসামাজিক এলাকায় বসবাস, ভাঙাচোরা জীর্ণ অস্বাস্থকর দুর্গন্ধযুক্ত পরিবেশে বসবাস, বিপদজনক বাড়িতে বসবাস, গৃহে দুর্ঘটনা, ভূমিকম্পে ক্ষতি, যানবাহনের যন্ত্র বিকল হয়ে যাওয়া প্রভৃতি নির্দেশ করে l

8+5 =

এই যোগে সন্তান প্রাপ্তিতে বাধা, পেটে অস্ত্রপ্রচার, পেটে কষ্ট, stomach, pancreas প্রভৃতির সমস্যা, সিজারিয়ান বেবি অর্থাৎ অপেরেশনের মাধ্যমে সন্তান লাভ, অবৈধ সন্তান, মনোকষ্ট, মানসিক ব্যাধি, অবসাদ, অপবিত্রতা, চারিত্রিক দোষ, যৌন আকর্ষণ, অবৈধ মেলামেশা, নেশার প্রতি আসক্তি, অবৈধ ক্রিয়াকলাপ, গোপন প্রণয়, শিল্পচর্চা-খেলাধুলায় বাধাবিঘ্ন, বেকারত্ব, অন্যের সম্পত্তিলাভ, হটাৎ প্রাপ্তি, বিনাপ্রচেষ্টায় প্রাপ্তি, ফাটকা-লটারি হতে লাভ, যৌতুক লাভ, সন্তানের কষ্ট, সন্তান অবাধ্য-অমানুষ, সন্তানের বিপদ-দুর্ঘটনা বা দুর্ভাগ্য, প্রেমে বাধা-অশান্তি, গুপ্ত প্রেম, প্রেমের কারণে মানসিক দুশ্চিন্তা, প্রেম না হওয়া, বয়সে ছোট কারোর সাথে সম্পর্ক, সন্তান না হওয়া, দেরিতে সন্তান প্রাপ্তি, মাদক দ্রব্য সেবন, নিজেকে নিম্নস্তরে নামিয়ে ফেলা, চূড়ান্ত যৌনতাবোধ নির্দেশ করে l

8+6 =

এই যোগে মামলা মোকদ্দমা বা ষড়যন্ত্রে লিপ্ত হওয় বা জড়িয়ে পড়া, কোনও প্রকার দীর্ঘমেয়াদি জটিল, স্থায়ী ও দুরারোগ্য কঠিন ব্যাধি, রোগের কারণে অস্ত্রপ্রচার, তান্ত্রিক ক্রিয়াকলাপ দ্বারা রোগগ্রস্থ হওয়া, ভাড়া সংক্রান্ত কারণে বিপদগ্রস্থ হওয়া, বিষাক্ত কীটপতঙ্গ বা দংশক প্রাণী দ্বারা আক্রান্ত হওয়া, শত্রুতার সৃষ্টি হওয়া বা শত্রু দ্বারা ক্ষতি, বিপদগ্রস্থ হওয়া, আঘাতে ক্ষত সৃষ্টি হওয়া নির্দেশ করে l

8+7 =

এই যোগে জীবনসঙ্গী থেকে নৈরাশ্য বা হতাশা নির্দেশ করে l বিরক্ত প্রদানকারী জীবনসঙ্গী, উশৃঙ্খল-বর্বর-অত্যাচারী-দুষ্টবুদ্ধি সম্পন্ন জীবনসঙ্গী, বেশি বয়সে বিবাহ, বিবাহে বাধা, বিবাহ না হওয়া, বিবাহ নিয়ে দুশ্চিন্তা, মানষিক চাপ বা চাপে পড়ে বা কোনও প্রকার কেলেঙ্কারির কারণে বিবাহ, অসবর্ণ বিবাহ, বিবাহিত জীবনে অশান্তি-কলহ-মারামারি-রক্তপাত, জীবনসঙ্গীর শারীরিক খুঁত, কুৎসিত জীবনসঙ্গী, দাম্পত্য কলহ, বিবাহিত জীবনে দুর্ঘটনা, বৈধব্য যোগ, অসামাজিক বিবাহ, গোপন বিবাহ, বিকলাঙ্গ স্বামী বা স্ত্রী লাভ, বিবাহিত জীবনে কোনোপ্রকার প্রতিবন্ধকতা বা অপরিপূর্ণতা নির্দেশ করে l এছাড়া কোনও ব্যাক্তি দ্বারা ষড়যন্ত্র-ক্ষতি বা প্রতিদ্বন্ধির ক্ষতি বা ব্যাবসায় ক্ষতি নির্দেশ করে l

8+8=

এই যোগে জাতকের জীবনে দুঃখ দুর্দশা হতাশা এবং সাফল্যে বাধা আসবে l জাতক অসামাজিক ক্রিয়াকলাপ এবং ঝঞ্ঝাটপূর্ণ পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়বে l কোনোপ্রকার মানষিক বা শারীরিক আঘাতপ্রাপ্তির সম্ভবনা থাকবে l অতিরিক্ত মদ্যপান, বংশগত রোগ, ক্রনিক রোগ, জটিল রোগ,পঙ্গুত্ব বা অপেরেশনের কারণে সুখশান্তিহীন জীবনযাপন করবে l জাতকের জীবনে বদনাম হবে এবং জাতক ষড়যন্ত্রের শিকার হতে পারেন l এই যোগে জাতকের জীবনে তান্ত্রিক প্রক্রিয়ায় ভৌতিক উপদ্রব হতে পারে l

শুভ হলে জাতক দীর্ঘায়ু হন l

8+9 =

এই যোগে জাতক গুরুজন কতৃক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারেন l উচ্চশিক্ষায় বাধা থাকবে l কোনও অপরিচিত ব্যাক্তি বা বিদেশি ব্যাক্তির দ্বারা বিপদগ্রস্থ হতে পারেন l ধর্মীয় কারণে, রাজনৈতিক কারণে বা আইনগত কারণে জাতকের বিপদে পড়ার সম্ভবনা থাকবে l এই যোগে জাতক পূর্বজন্মের কৃতকর্মের ফল ভোগ করবে l পিতার মৃত্যু, পিতার বিপদ, পিতার অপারেশন বা দারিদ্র যোগ নির্দেশ করে l এই যোগে আন্তর্জাতিক কোনও সংস্থার কোপদৃষ্টিতে জাতক ক্ষতিগ্রস্ত হতে পারেন l

8+10 =

এই যোগে জাতক জীবনে পছন্দসই কর্ম পাবে না l এই যোগ নির্দেশ করে বেকারত্ব, কর্মের কারণে প্রবল দুশ্চিন্তা, কর্মের স্থলে বাধা, অসামাজিক কর্মের কারণে বদনাম, পদোন্নতিতে বাধা, ঘুষ নেওয়া, গুপ্তপথে উপার্জন, ফাটকা বা জুয়ায় লাভবান এবং গুপ্ত বিদ্যা দ্বারা উপার্জন নির্দেশ করে l

8+11 =

এই যোগে জাতক অপরের থেকে বিশেষ সাহায্য পাবে l বিনাপরিশ্রমে অর্থপ্রাপ্তিযোগ --- কোনও প্রকার বন্ড বা সম্পত্তির মালিকানা প্রাপ্তি, মৃত্যুর সঙ্গে সম্পর্কযুক্ত অর্থ অর্থাৎ উইলের সম্পত্তি, জীবনবীমার টাকা, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বা অর্থ প্রাপ্তি, গুপ্তধন প্রাপ্তি নির্দেশ করে l অপরপক্ষে অষ্টম ভাব যদি বেশি জোরালো হয় তবে বাধাবিঘ্নের মধ্যে দিয়ে প্রাপ্তি ঘটবে বা প্রাপ্তিতে বাধা সৃষ্টি হবে l

8+12 =

জ্যোতিষ শাস্ত্রে যতপ্রকার যোগ আছে তার মধ্যে সবচাইতে অশুভ প্রভাবযুক্ত যোগ এইটি l এই সংযোগ জাতকের জীবনে করুন পরিণতির সৃষ্টি করে l জাতক অন্যায় কাজে লিপ্ত হয়ে পড়েন, প্রিয়জনের অকালমৃত্যু, আত্মহত্যা, অপঘাত নির্দেশ করে l ব্যাধির কারণে জাতকের কোনও অঙ্গে স্থায়ী পঙ্গুত্ব সৃষ্টি হতে পারে l এই যোগ জাতকের দীর্ঘস্থায়ী বা স্বল্পস্থায়ী কারাবাস/জেলখাটা নির্দেশ করে l এই যোগ জাতকের অকালমৃত্যু বা আত্মহত্যার নির্দেশক l আবার এই যোগে জাতক নিজে তন্ত্রক্রিয়ার মাধ্যমে অপরের ক্ষতি করা বা মেরে ফেলার চেষ্টার মানসিকতা থাকে l অপরদিকে জাতকের উপরেও তন্ত্রক্রিয়ার কারণে সর্বপ্রকার ক্ষতি বা খুন হয়ে যাওয়া, অকালমৃত্যু বা আত্মহত্যা নির্দেশ করে l 


This is one of the stage of how to learn Vedic and Modified KP Astrology.


If you want to know more about Astrology lesson ---

Please comments and to get early notifications --- follow and share this article.

General rullings of marriage in Astrology --- বিবাহ বিচারের সূত্রাবলি

    General rullings of marriage in Astrology          

  সপ্তম ভাব --- বিবাহ বিচারের সাধারণ সূত্রাবলি

বিবাহ বিচার করা হয় সপ্তম ভাব হতে আর বিবাহের কারক গ্রহ হল শুক্র অর্থাৎ সাধারণভাবে সপ্তমভাবের সহিত শুক্র সম্পর্কিত হলে তবেই বিবাহ বিচারে অগ্রসর হওয়া উচিত l বিবাহের সাধারণ সূত্র --- 2+7+11 -শুক্র এবং নিম্নলিখিত সকল সাধারণ সূত্রাবলীর ক্ষেত্রে সপ্তম ভাবের সহিত শুক্র সম্পর্কিত ধরে নেওয়া ---


                               Part  -  l 

 

1) বিবাহ হবে কি না ?    7+11+ শুক্র

2) বিবাহ হবে না ---    7+8+ শনি

3) দেরিতে বিবাহ ---    7+8+11+ শনি

4) স্ত্রীর শরীরস্বাস্থ খারাপ হবে --- 7+8

5) স্ত্রী short hight বা বেঁটে --- 7+8+কেতু

6) প্রেমজ বিবাহ --- 5+7+11 বা 5+7+11+ শুক্র

7) প্রেম কেটে যাবে বা দূরবর্তী প্রেম --- 5+12 বা 5+7+12

8) যোগাযোগের মাধ্যমে দূরবর্তী প্রেম --- 5+7+3+12

9) যোগাযোগের মাধ্যমে সামাজিক বিবাহ --- 7+9+3+11

10) প্রেম হবেই না --- 5+8+ শনিবার কেতু

11) বিবাহ বিচ্ছেদ --- 7+6+12 বা 7+8+12 বা 7+6+8

12) সাময়িক বিচ্ছেদ বা বিচ্ছেদের পর মিলন --- 7+12+11

13) স্ত্রী অসুস্থ --- 7+6+12+ শনি  বা 7+8+ শনি বা 7+6+8+ শনি

14) মধুর দাম্পত্য জীবন --- 1+5+7+11

15) partner দূরে থাকবে বা দূরবর্তী partner এর সঙ্গে বিবাহ --- 7+12

16) বিবাহের স্থান ---

                                  নিকটে --- 7+4/10

                                  দূরে --- 7+12 বা 7+9

17) বিদেশে বিবাহ --- 7+11+3+9+12

18) একাধিক বিবাহ --- 7+11+ বুধ

19)  বিধবার সহিত বিবাহ --- 7+ 11+বুধ+ শনি+ শুক্র

20) অসবর্ণ বিবাহ --- 7+8+ রাহু

21) বয়স্কা স্ত্রী --- 7+8+ শনি

22) স্বজাতিতে বিবাহ --- 7+ শুক্র - বৃহস্পতি

23) বিবাহিত জীবনে অবৈধ সম্পৰ্ক --- 7+5+8+ শুক্র - রাহু/ শুক্র - মঙ্গল/ মঙ্গল - রাহু

24) সন্তানযুক্ত জাতকের সঙ্গে অবৈধ সম্পর্ক --- 7+5+8+ বৃহস্পতি+( রাহু+শুক্র/ রাহু+ মঙ্গল/ শুক্র+ মঙ্গল)

25)  Relative এর সঙ্গে অবৈধ সম্পর্ক --- 7+5+3+8+ শুক্র - রাহু/ শুক্র - মঙ্গল/ মঙ্গল - রাহু

26) বাড়ির মধ্যে Relative এর সঙ্গে অবৈধ সম্পর্ক --- 7+5+3+8+4+ শুক্র - রাহু/ শুক্র - মঙ্গল/ মঙ্গল - রাহু

27) স্ত্রী কর্মরতা/ কর্মস্থলের সহকর্মীর সহিত বিবাহ --- 7+10

28) বিবাহ সূত্রে নগদ প্রাপ্তি --- 2+7+শুক্র+ বৃহস্পতি/ 2+7+11+ শুক্র+ বৃহস্পতি

29) বিবাহসূত্রে আসবাবপত্র প্রাপ্তি --- 4+5+7+ শুক্র+ শনি+ স্থিররাশি

30) বিবাহ সূত্রে গাড়ি/ বাহন প্রাপ্তি --- 4+7+8+ 11+শুক্র+ চররাশি+ দ্বীপদ / চতুস্পদ রাশি 

31) বিবাহ সূত্রে অলংকার প্রাপ্তি --- 2+5+7+11+ শুক্র+ রবি

32) জাতক জাতিকার বয়সের পার্থক্য ---

    *** same age বা close difference --- 7+ চন্দ্র+ বুধ (এক বছরের মধ্যে)

   *** young partner --- 7+ রাহু/ মঙ্গল/ শুক্র( difference 2-5 yrs)

   *** age difference 5-8 yrs --- 7+ রবি/ বৃহস্পতি

  *** age difference 8+ ---7+ শনি

  33) অপরিণত অবস্থায় বিবাহ --- 7+8+11+ চন্দ্র+ বুধ+ শুক্র

34) গোপনে বিবাহ --- 7+11+8+ শুক্র+ কেতু

35) বিবাহের পর চূড়ান্ত সাংসারিক অশান্তি --- 7+4+8/12+রাহু/ মঙ্গল

36) বিবাহের পর ভাগ্য বিপর্যয় --- 7+9+12+শুক্র


                                বিবাহ ভাগ্য

জাতক জাতিকার বিবাহ পরবর্তী জীবন কেমন হবে  ----  খুব ছোট এবং সহজ একটি প্রশ্ন কিন্তু উত্তরের মধ্যেই নিহিত জীবনের সুখ ও শান্তি নামক দুটি মহার্ঘ বিষয়ের প্রাপ্তিযোগের হিসেবনিকেশ,

দেখা যাক সাধারণ ফলাফল কি বলে ---

1) সপ্তমপতি লগ্নে অবস্থান করলে --- অনুগত স্বামী বা স্ত্রী ( জাতিকার chart স্বাপেক্ষে বলা যায় যে জাতিকার শাড়ির আঁচল বড় হবে)

2) সপ্তমপতি দ্বিতীয়ে অবস্থান করলে --- স্বচ্ছল পরিবারে বিবাহ নির্দেশ করে

3) সপ্তমপতি তৃতীয়ে অবস্থান করলে --- নিকট আত্মীয় পরিজন বা সংবাদপত্রে বিজ্ঞাপন বা যোগাযোগের মাধ্যমে বিবাহ

4) সপ্তমপতি চতুর্থে অবস্থান করলে --- গৃহসুখ, দাম্পত্যসুখ, চরিত্রবতী/ চরিত্রবান অনুগত স্বামী/ স্ত্রী লাভ নির্দেশ করে

5) সপ্তমপতি পঞ্চমে অবস্থান করলে --- দাম্পত্য জীবনে প্রেম প্রীতি ও ভালোবাসার আধিক্য পরিলক্ষিত হয়

6) সপ্তমপতি ষষ্ঠে অবস্থান করলে --- স্বাস্থহীনতা ও শত্রুতার সম্পৰ্ক নির্দেশ করে

7) সপ্তমপতি সপ্তমে অবস্থান করলে --- দাম্পত্য জীবনে কামভাব প্রবল হয়, যদি মঙ্গল বা শুক্র থাকে বা দুটি গ্রহই থাকে তবে কামজ ভালোবাসার আধিক্য পরিলক্ষিত হয়

8) সপ্তমপতি অষ্টমে অবস্থান করলে --- দাম্পত্য জীবনে মানষিক বৈষম্য নির্দেশ করে

9) সপ্তমপতি নবমে অবস্থান করলে --- ভাগ্যবতী/ ভাগ্যবান জীবনসঙ্গী নির্দেশ করে

10) সপ্তমপতি দশমে অবস্থান করলে --- সাংসারিক ও পারিবারিক সুখলাভ নির্দেশ করে

11) সপ্তমপতি একাদশে অবস্থান করলে --- বিবাহের পর ভাগ্যোদয় ও সুখলাভ নির্দেশ করে

12) সপ্তমপতি দ্বাদশে অবস্থান করলে --- বিচ্ছেদ প্রবণতা ও উভয়ের মধ্যে শারীরিক ও মানষিক দূরত্ব নির্দেশ করে

উপরিউক্ত ফলাফল---  সম্পর্কিত ভাব সকল ও গ্রহের সংযুক্তির উপর নির্ভরশীল এবং জ্যোতিষ শিক্ষার্থীদের / অনুরাগীদের জন্যে প্রাথমিক পাঠ সুতরাং পাঠকবর্গ অনুগ্রহ করে প্রভাবিত হবেন না কারণ প্রতিটি রাশিচক্রের গ্রহ ও ভাবের নিদেশনামার উপর সুনির্দিষ্ট ফলাফল নির্ভর করে l

আরও দেখুন ---

Fortuna point --- আপনার সৌভাগ্যের দিশারী

https://modifiedkpastrology.blogspot.com/2020/12/fortuna-point.html


This is one of the stage of how to learn Vedic and Modified KP Astrology.


If you want to know more about Astrology lesson ---

Please comments and to get early notifications --- follow and share this article.




                      


জ্যোতিষের গুরুত্বপূর্ণ যোগ --- গুরুসৌরি যোগের ফলাফল

  How to learn Astrology

গুরুসৌরি যোগের ফলাফল




গুরুসৌরি যোগ

জ্যোতিষ শাস্ত্রে বৃহস্পতিকে দেবগুরু বলে অভিহিত করা হয় l গুরু অর্থে বৃহস্পতি এর সৌরি অর্থে সূর্যপুত্র শনিকে উল্লেখ করা হয়েছে l বৃহস্পতি জ্যোতিষ শাস্ত্রে জ্ঞান, প্রজ্ঞা, শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, সততা, ন্যায় নীতি, প্রভু, ঈশ্বর প্রভৃতি নির্দেশ করে l বৃহস্পতির শুভ প্রভাব না থাকলে ঈশ্বর বা super natural energy সম্পর্কে কোনও জ্ঞান জন্মাবে না l আমাদের মধ্যে বৃহস্পতি জ্ঞানের আলো প্রজ্জলিত করে মুক্তির পথ প্রদর্শন করে l

অপরদিকে সৌরি অর্থাৎ সূর্যপুত্র শনি ধ্বংসজ্ঞাপক বলে আমাদের মধ্যে দুঃখ কষ্ট প্রদান করে প্রতিমুহূর্তে উপলব্ধি করায় যে ঈশ্বর বলে একটি শক্তি রয়েছে সুতরাং ভোগসর্বস্ব জীবনযাপন না করে ঈশ্বরের শরণাপন্ন হয়ে ঈশ্বর উপলব্ধির মাধ্যমে মোক্ষের পথ অনুসন্ধান করায় l শনি দার্শনিক তার লক্ষ্য মোক্ষ লাভের প্রতি l বৃহস্পতি ও শনি সম্পর্কে সম অর্থাৎ কেউ কারো শত্ৰু নয় l

সুতরাং রাশিচক্রে বৃহস্পতি ও শনি পরস্পর সহাবস্থান বা দৃষ্টির মাধ্যমে সম্পর্কযুক্ত হলে জাতকজাতিকা দার্শনিক চিন্তাভাবনা অধিকারী ও ধার্মিক হবেন l সংসারের প্রতি এদের আসক্তি কম থাকে l এই যোগে জাতকের মধ্যে ন্যায়পরায়ণতা, ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস, কর্তব্য পরায়ণতা, নিয়মশৃঙ্খলা, মায়া রুপী জগতের প্রতি উদাসীনতা প্রভৃতি বৈশিষ্ট দেখা যায় l জাতক সবার সুখদুঃখে পাশে এসে দাঁড়ায়, এই যোগে জাতক সন্ন্যাসী মনোভাবাপন্ন হয়ে থাকেন l

গুরুসৌরি যোগ লগ্ন, পঞ্চম, অষ্টম, নবম ও দ্বাদশে শুভ ফল প্রদান করে এবং কর্কট, বৃশ্চিক, ধনু কুম্ভ ও মীন রাশিতেও শুভ ফল প্রদান করে l

দ্বাদশ ভাবে সৃষ্ট গুরুসৌরি যোগের ফলাফল

লগ্নে গুরুসৌরি যোগের ফলাফল

জাতক ধার্মিক, দার্শনিক মনোভাবাপন্ন, ভক্তি শ্রদ্ধা বিশ্বাসে প্রতি অনুরাগী, গুরুজনদের কথা মান্য করে চলবে l এছাড়া গুরুভক্তি ও ঈশ্বরে বিশ্বাসী হবে l

দ্বিতীয়ে গুরুসৌরি যোগের ফলাফল

এই যোগে নির্দেশ করে ধনসঞ্চয়, সত্যভাষী, মৌনতা পালন l জাতকের দাঁত বড় বড় হবে l

তৃতীয়ে গুরুসৌরি যোগের ফলাফল

এই যোগ নির্দেশ করে ধৈর্য, আগ্রহ ও সঞ্চয় মূলক মানসিকতা l

চতুর্থে গুরুসৌরি যোগের ফলাফল

এই যোগ নির্দেশ করে দর্শনশাস্ত্র, কলা বিভাগে বিদ্যাশিক্ষা, পুরানো বড় বাড়ি, আসবাবপত্র, কাঠের বাড়ি, দেবমন্দির প্রভৃতি l

পঞ্চমে গুরুসৌরি যোগের ফলাফল

পুত্র সন্তান লাভ, তবে সন্তানের স্বাস্থ্যের সমস্যা থাকবে l এই যোগে ধার্মিক ও ভাগ্যবান সন্তান লাভ, পবিত্র প্রেম ও প্রেমে একনিষ্ঠতা, পূজাপার্বন ও দেবদেবীর মন্দির নির্দেশ করে l

ষষ্ঠে গুরুসৌরি যোগের ফলাফল

এই যোগে সায়াটিকা বাত ও শ্বাসকষ্ট নির্দেশ করে l

সপ্তমে গুরুসৌরি যোগের ফলাফল

এই যোগে সৎ, মহৎ, ধার্মিক স্ত্রী লাভ, একটু বেশি বয়সে বিবাহ, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী জাতিকা বা জাতকের উপর কতৃত্ব করবে l

অষ্টমে গুরুসৌরি যোগের ফলাফল

এই যোগে ধর্মচর্চা, গুপ্তবিদ্যা, দর্শন শাস্ত্র বিষয়ক জ্ঞান নির্দেশ করে l

নবমে গুরুসৌরি যোগের ফলাফল

এই যোগে দেবদেবীর মন্দির, দার্শনিক চিন্তাভাবনা, গুরুগিরি, পূজা অর্চনা, দর্শন শাস্ত্র, ধার্মিকতা, ঈশ্বরের প্রতি বিশ্বাস ভক্তি, সততা নির্দেশ করে l জাতক মানবিক, মহৎ, নিয়মনিষ্ঠ, শৃংখলাপরায়ণ, ধৈর্যবান হয় এবং সাহিত্যের অনুরাগী ও সাহিত্য শাখায় বিদ্যাশিক্ষা নির্দেশ করে l

দশমে গুরুসৌরি যোগের ফলাফল

এই যোগে গুরুগিরি, পুরোহিত, পূজাপার্বন, দার্শনিক তুল্য মানসিকতা নির্দেশ করে l

একাদশে গুরুসৌরি যোগের ফলাফল

এই যোগে মিতব্যয়িতা বা সঞ্চয়মুলক মানসিকতা ও গুপ্তবিদ্যায় সাফল্য এবং উপার্জন নির্দেশ করে l

দ্বাদশে গুরুসৌরি যোগের ফলাফল

এই যোগ মোক্ষলাভ বিষয়ে শুভ, ত্যাগমূলক মানসিকতা ও আত্মত্যাগ নির্দেশ করে l


আরও দেখুন ---

Fortuna point --- আপনার সৌভাগ্যের দিশারী

https://modifiedkpastrology.blogspot.com/2020/12/fortuna-point.html


This is one of the stage of how to learn Vedic and Modified KP Astrology.


If you want to know more about Astrology lesson ---

Please comments and to get early notifications --- follow and share this article.




সকলেই ভালো বক্তা কিন্তু সবাই সুবক্তা নন

         জ্যোতিষ শাস্ত্র ও জ্যোতিষী

আমার পর্যবেক্ষণে একজন জোতিষীর প্রথম ও প্রধান কাজ হল জাতক জাতিকার রাশিচক্র অঙ্কন স্বাপেক্ষে তার positive ও negative গুণাবলী/ বৈশিষ্টগুলিকে নির্ণয় করে জাতক জাতিকার জীবনপথের সঠিক দিশা প্রদান করা অর্থাৎ কোন পথে তার সাফল্য আসবে আর কোন বিষয়গুলি তার সাফল্যের পথে অন্তরায়,  সেগুলিকে পরিহার করার উপদেশ প্রদান করা l মূলতঃ জাতক জাতিকার রাশিচক্রের গতিপ্রকৃতি অনুসারে তাকে counseling করা ও সাফল্যের গতিপথ দর্শানোই প্রথম কাজ l প্রতিকার বর্তমান আলোচনার বিষয়বস্তু নয় বলে আমি প্রসঙ্গটি আলোচনার মধ্যে রাখছি না l 

এবার দেখা যাক একজন জ্যোতিষীর রাশিচক্রে কি ধরণের গ্রহ ও ভাবের সন্নিবেশ থাকা প্রয়োজন --- প্রথমত ভাবের ক্ষেত্রে 4+9+10+ (5+8+11) এবং গ্রহ হিসাবে বৃহস্পতি, বুধ ও শুক্রের প্রাথমিক সংযোগ থাকা বাধ্যতামূলক l একজন জ্যোতিষীর প্রাথমিক কর্তব্য এবং কাজই হল মানুষের তথা সমাজের সেবা করা --- সেবামূলক কর্ম হিসাবে 5+8+11 ভাবের স্পন্দন অনস্বীকার্য l এছাড়া 4 ও 9 ভাব নির্দেশ করে শিক্ষা, সাধনা ও উচ্চস্তরের মানসিকতা আর 10 ভাব নির্দেশ করে কর্ম l যেহেতু জ্যোতিষ শাস্ত্র আর পাঁচটা বিষয়ের মতো নয় অর্থাৎ জ্যোতিষ শাস্ত্রকে জানা বা শেখা একপ্রকার সাধনারই সমতুল্য তাই প্রত্যেক জোতিষীর ক্ষেত্রেই শনি অন্যতম ফলদাতা গ্রহ l

এক্ষেত্রে গ্রহ হিসাবে বৃহস্পতি নির্দেশ করে শাস্ত্র সম্পর্কিত জ্ঞান, বুধের কাজ সেই জ্ঞানকে বুদ্ধি ও বিশ্লেষণের মাধ্যমে ব্যাক্ত করা এর শুক্রের কাজ--- বিষয়কে সুন্দরভাবে উপস্থাপন করা l

তাহলে অন্যান্য গ্রহের কি অবদান কোথায় ?

এইরূপ স্পন্দনের সহিত শনি ও কেতুর সংযোগ একজন জ্যোতিষীকে আধ্যাত্মিক ও দার্শনিক মানসিকতা সম্পন্ন করে তুলবে যার ঐকান্তিক প্রচেষ্টাই হবে শাস্ত্রের গভীরে পৌঁছনো ও যে কোনো বিষয়ের মূল অনুসন্ধান আর এই কারণেই একজন জ্যোতিষীর জন্মছকে মুলা নক্ষত্রের গুরুত্ব অসীম l

আসা যাক মঙ্গল গ্রহ সম্পর্কে --- উপরিউক্ত স্পন্দনের সহিত মঙ্গলের সংযোগ একজন জ্যোতিষীকে আকর্ষণ করে  তন্ত্রের প্রতি l

জ্যোতিষে রবি ও চন্দ্র সম্পর্কে নতুন করে বলার কিছু নেই আর রাহু যদি উক্ত স্পন্দনের সহিত সম্পর্কিত হয়  ফলাফলটা আমি আর বললাম না --- এটা অনুমান স্বাপেক্ষ তবে যদি কারোর রবি - রাহু সম্পর্ক থাকে আর 11 জোরালো হয় --- তার চোখে - চোখ রেখে কথা বলার ক্ষমতা সাধারণ মানুষের পক্ষে একপ্রকার অসম্ভব l

এবার আসা যাক মানসিকতা সম্পর্কে ---

বর্তমানে জ্যোতিষ শাস্ত্রের অনেকগুলি ধারা প্রচলিত থাকলেও অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক জোতিষীই সনাতন পদ্ধতিকেই বেশি প্রাধান্য দেন যদিও তারা অন্যান্য ধারা সম্পর্কে যথেষ্ট প্রাজ্ঞ এবং ওয়াকিবহাল l কেন এমন হয় ? যে ব্যাক্তির রাশিচক্রে শনি অত্যন্ত জোরালো --- তিনি কখনই প্রাচীন মতধারাকে ছাড়তে পারেন না আর শনির উপর শুক্র ও বুধ প্রাধান্য বিস্তার করলে তিনি নতুন মতধারাকেও গ্রহণ করতে সক্ষম হবেন l

তবে একটা কথা অনস্বীকার্য যে জ্যোতিষ শাস্ত্রের বর্তমান ধারাগুলির মধ্যে প্রায় প্রতিটি ধারাই সনাতন জ্যোতিষ থেকেই এসেছে এবং সনাতন জ্যোতিষ না জানলে বা মান্যতা না দিলে অন্য কোনো ধারায় ফলাদেশ করা প্রায় অসম্ভব l


                  অষ্টমপতি দ্বাদশে বা দ্বাদশপতি অষ্টমে অবস্থিতির ফলাফল


জ্যোতিষ শাস্ত্রে যতপ্রকার যোগ আছে তার মধ্যে সবচাইতে অশুভ প্রভাবযুক্ত যোগ এইটি l এই সংযোগ জাতকের জীবনে করুন পরিণতির সৃষ্টি করে l জাতক অন্যায় কাজে লিপ্ত হয়ে পড়েন, প্রিয়জনের অকালমৃত্যু, আত্মহত্যা, অপঘাত নির্দেশ করে l ব্যাধির কারণে জাতকের কোনও অঙ্গে স্থায়ী পঙ্গুত্ব সৃষ্টি হতে পারে l এই যোগ জাতকের দীর্ঘস্থায়ী বা স্বল্পস্থায়ী কারাবাস/জেলখাটা নির্দেশ করে l এই যোগ জাতকের অকালমৃত্যু বা আত্মহত্যার নির্দেশক l আবার এই যোগে জাতক নিজে তন্ত্রক্রিয়ার মাধ্যমে অপরের ক্ষতি করা বা মেরে ফেলার চেষ্টার মানসিকতা থাকে l অপরদিকে জাতকের উপরেও তন্ত্রক্রিয়ার কারণে সর্বপ্রকার ক্ষতি বা খুন হয়ে যাওয়া, অকালমৃত্যু বা আত্মহত্যা নির্দেশ করে l 

 --- কি নিজের chart এ এই যোগ আছে কি না ভাবছেন ?

*** যাক বাবা বেঁচে গেছি  --- আমার chart এ নেই

*** কি ব্যাপার নিজের chart টা হাতে ধরা অবস্থায় হটাৎ অন্যমনস্ক হয়ে কি ভাবছেন --- অজানা আশঙ্খার কালো মেঘে মুখটা ছেয়ে গেছে মনে হচ্ছে...

কি ভাবছেন একে তো সবচাইতে অশুভ যোগ তার উপর আবার গ্রহটি শনি  ---  না আর কোনো আশাই রইল না

*** কি শনির সাথে আবার রাহু/ কেতু

এই ধরণের যোগ একলক্ষতে একটা হওয়ার সম্ভবনাও কম l আর chart এ এই ধরণের যোগ থাকলে চিন্তিত হওয়ার বা হতাশ হওয়ার কোনো কারণ নেই l

প্রথমত chart এ কোনো ভাবে অবস্থিত গ্রহকে দেখে উৎসাহিত বা হতাশ হওয়ার কোনো কারণ নেই l ... লগ্নে বৃহস্পতি আমায় দেখে কে?

... লগ্নে শনি  --- হতাশ লাগছে

... না ভেবে দেখুন ---

*** ভাবে যে গ্রহটি বসে আছে, সেই গ্রহটি কোনো না কোনো গ্রহের নক্ষত্রে আছে  --- যদি না নিজ নক্ষত্রে থাকে, তবে নক্ষত্রপতি গ্রহটি কোনো না কোনো ভাবে বসে আছে, আবার নক্ষত্রপতি গ্রহের নক্ষত্রেও কোনো গ্রহ থাকতে পারে,

*** আবার দেখুন ভাবস্থিত গ্রহটির নক্ষত্রেও এক বা একাধিক গ্রহ থাকতে পারে আবার নাও থাকতে পারে,

*** ভাবস্থিত গ্রহটির রাশিচক্রে আরো একটি ঘর থাকতে পারে (চন্দ্র ও রবি ব্যাতিত বাকি পাঁচটি গ্রহের) আর গ্রহটি রাহু/কেতু হলে যে রাশিতে অবস্থিত হবে  --- সেই রাশির অধিপতি গ্রহের প্রতিনিধিত্ব করবে, সেক্ষেত্রেও রাশির অধিপতি গ্রহের আরেকটি ঘর থাকবে (চন্দ্র ও রবি ব্যাতিত)

*** আর পর থাকছে দৃষ্টি দ্বারা সম্পর্কিত গ্রহ

 --- কি বুঝলেন ভাবস্থিত গ্রহ কি ভাবের ফল একাই প্রদান করে ?

ধরুন মীন লগ্ন, দ্বাদশপতি শনি অষ্টমে বৃহস্পতির নক্ষত্রে, লগ্নপতি ও দশম পতি বৃহস্পতি নবমে শনির নক্ষত্রে, পঞ্চমপতি চন্দ্র স্বগৃহে বৃহস্পতির নক্ষত্রে, দ্বিতীয় ও নবম পতি মঙ্গল তৃতীয় চন্দ্রের নক্ষত্রে l.....

দ্বাদশ পতি শনি অষ্টমে দেখেই প্রথমেই আতঙ্কিত তারপর চিন্তা করবেন তুলায় শনি কি ফল দেয়, তুলায় শনি বলবান/ ভালো কি না ?

এক্ষত্রে দেখুন অষ্টমে অবস্থিত শনি দ্বাদশ পতি হলেও একাদশ পতি --- 8+12+11 - শনি

শনি বৃহস্পতির নক্ষত্রে,লগ্ন ও দশম পতি বৃহস্পতি নবমে শনির নক্ষত্রে

8+12+11+1+10+9 - শনি - বৃহস্পতি

তৃতীয় অবস্থিত মঙ্গল চন্দ্রের নক্ষত্রে বৃষ রাশিতে অর্থাৎ শুক্রের অপর ঘর বলে শনির সহিত সম্পর্কিত

স্বক্ষেত্রস্থ চন্দ্র শনির সাথে সম্পর্কিত, উভয়েই বৃহস্পতির নক্ষত্রে অবস্থিত বলে

বুধ চতুর্থ পতি ও সপ্তম পতি নবমে বৃহস্পতির নক্ষত্রে

পঞ্চম পতি রবি লগ্নে শনির নক্ষত্রে অর্থাৎ শনির সাথে সম্পর্কিত

শিক্ষা সংক্রান্ত চতুর্থ ও নবম ভাবের বিচার দেখুন

4+9+10+11+5+8- বুধ-রবি- বৃহস্পতি- মঙ্গল-শনি

কর্মভাবের বিচার অর্থাৎ দশম ভাব স্বাপেক্ষে

10+1+11+12+5+8+9-রবি-বৃহস্পতি-মঙ্গল শনি বুধ

1+10+(5+8+11)+9+12-রবি-মঙ্গল -বৃহস্পতি-বুধ-শনি

তাহলে কি পেলেন  --- শনি দ্বাদশ পতি অষ্টমে,  সাধারণ ফল অত্যন্ত খারাপ কিন্তু কি পেলেন জাতক একজন ডাক্তার l

কি বুঝলেন  --- আমার মীন লগ্ন,  অষ্টমে শনি --- কি ফলাফল হবে বা কি হতে পারে  --- এই ধরণের প্রশ্ন অবান্তর l ফলাদেশের জন্যে সার্বিক chart, দশান্তর্দশা ও transit অত্যন্ত গুরুত্বপূর্ণ l

সুতরাং অকারণে বিভ্রান্ত হবেন না বা কাউকে বিভ্রান্ত করবেন না l


                                 

                                




  সকলেই ভালো বক্তা কিন্তু সবাই সুবক্তা নন


দ্বিতীয় ভাবের সহিত রবির সংযুক্তির ফলাফল

জাতক গাম্ভীর্যপূর্ণ, উচ্চস্বরে, কথা বলবে, কথাবার্তায় অহংকার প্রকাশ পাবে তবে স্পষ্টবক্তা ও সততার সাথে কথা বলবে l

দ্বিতীয় ভাবের সহিত চন্দ্রের সংযুক্তির ফলাফল

জাতক জাতিকা সরলতাপূর্ণ, দয়া-মায়া- মমতাপূর্ণ কথাবার্তা বলবে তবে পরনির্ভরশীলতা থাকবে অর্থাৎ অপরের মত মেনে নেবে l

দ্বিতীয় ভাবের সহিত মঙ্গলের সংযুক্তির ফলাফল

জাতক জাতিকা উগ্র কথাবার্তা, মেজাজী, চিৎকার করে কথাবার্তা, ঝগড়াঝাটি, আদেশপূর্বক কথাবার্তা, অন্যকে তোয়াক্কা না করে কথাবার্তা বা উচিত কথা মুখের উপর বলে দেবে তবে জাতক হবেন স্পষ্টবাদী l

দ্বিতীয় ভাবের সহিত বুধের সংযুক্তির ফলাফল

জাতক জাতিকার কথাবার্তায় চঞ্চলতা প্রকাশ পাবে, দ্রুত কথা বলবে, বালকসুলভ অথচ যুক্তিপূর্ণ কথাবার্তা বলবে l অধিক বা অতিরিক্ত কথা বলবে l

দ্বিতীয় ভাবের সহিত বৃহস্পতির সংযুক্তির ফলাফল

জাতক জাতিকা কথার দাম রাখবে, সৎ কথা বলবে আর কথার মধ্যে বুদ্ধি, যুক্তি ও জ্ঞানের প্রভাব থাকবে l

দ্বিতীয় ভাবের সহিত শুক্রের সংযুক্তির ফলাফল

জাতক জাতিকা গুছিয়ে সুন্দর করে মিষ্টি সুরে টেনে টেনে কথা বলবে l কথার মধ্যে ভালোবাসা, রোমান্টিকতা প্রকাশ পাবে l

দ্বিতীয় ভাবের সহিত শনির/কেতুর সংযুক্তির ফলাফল

জাতক জাতিকা কম কথা বলবে, পুরানো দিনের কথা বলবে, কথা গোপন করবে, বাকজড়তা থাকবে, কথা বলতে বলতে জড়িয়ে যাবে এবং অন্যকে নিরুৎসাহিত করার কথা বলবে l

দ্বিতীয় ভাবের সহিত রাহুর সংযুক্তির ফলাফল

জাতক জাতিকা মিথ্যা কথা বলবে, ঝগড়াঝাটি করবে এবং কথার মধ্যে গালিগালাজের ব্যবহার থাকবে l

 --- মোটামুটি এই হল দ্বিতীয় ভাবের সহিত সম্পর্কিত গ্রহের বাক্য সংক্রান্ত ফলাফল l এবার আপনি কি বলবেন ?

 --- হ্যাঁ, আমার দ্বিতীয়ে শুক্র  --- মোটামুটি মিলছে

 --- না না, আমার দ্বিতীয় শুক্র  --- মিললো না --- আমি তো চিৎকারও করি আবার কথায় slangs ও ব্যবহার করি

 --- আমার দ্বিতীয়ে শুক্র  --- কথাতো বেশি বলতে ইচ্ছা করে না তবে ভালো খাবারদাবার বা সুন্দর পোশাকপরিচ্ছদ বা ফ্যাশন সংক্রান্ত ব্যাপারে আমি স্বাবলীল l

 --- আমার দ্বিতীয়ে কোনো গ্রহ নেই তবে শুক্রের কারকতার সাথে অনেকটাই মিলে গেলো --- কি ব্যাপার ?

কেন এমন হয় ? কারণ একটাই --- কেবলমাত্র ভাবস্থ গ্রহই ভাবের একমাত্র ফলদাতা নয় l ভাবস্থ গ্রহের সহিত সম্পর্কিত সকল গ্রহই উক্ত ভাবের ফলদাতা l

যেমন ধরুন সফল রাজনৈতিক ব্যাক্তিত্বদের ক্ষেত্রে --- অনেকেই আছেন যাদের বক্তব্য দলমত নির্বিশেষে সকলেই শুনতে পছন্দ করেন l আবার অনেক নেতা আছেন যার বক্তব্য নিজ দলের লোকজনদেরই মনোগ্রাহী হয় না l কেন ?

সুবক্তার ক্ষেত্রে বুধ অত্যন্ত প্রয়োজনীয় একটি গ্রহ l তবে কি বুধকে দ্বিতীয় ভাবস্থ গ্রহ হতে হবে বা দ্বিতীয় পতি হতে হবে ?

 --- না তার কোনো প্রয়োজন নেই, বুধকে হতে হবে দ্বিতীয়ভাবের নির্দেশক গ্রহ এবং অবশ্যই লগ্ন, সপ্তম, তৃতীয়, নবম ও একাদশের সহিত সম্পর্কিত বা নির্দেশক l

অর্থাৎ বুধ - 2+3+9+1+7+10+11

 --- এখানে বুধের প্রয়োজনীয়তা কোথায়

বুধকে প্রয়োজন যে কোনো বিষয়ের উপর দখল, উপস্থিত বুদ্ধি ও তাৎক্ষণিক বিশ্লেষণ ক্ষমতার জন্যে l বুধ slow starter কিন্তু একবার শুরু করলে অনায়াসে এক বিষয় থেকে অন্য বিষয়ে switch করা বা বক্তব্যের মধ্যে বিশেষ বিষয়কে highlight করা বা সুকৌশলে বিতর্কিত বিষয়বস্তুকে এড়িয়ে যাওয়ার technic বুধের করায়ত্ত l তথাপি জনগণকে বক্তব্যের মাধমে আটকে রাখা বা মোহিত করে রাখার ক্ষমতা বুধের নেই l তার জন্যে প্রয়োজন বৃহস্পতি --- যে বুধের প্রতিটি বক্তব্যের/বিষয়ের মধ্যে অভিজ্ঞতা বা জ্ঞানের মাধ্যমে পরিপূর্ণতা দেয় l

এরপরেও জনমোহনী ক্ষমতা তার অধরা --- কারণ বুধ-বৃহস্পতির সমন্বয়ে জাতক যুক্তিপূর্ণ বক্তব্যকে সুন্দরভাবে প্রকাশ করতে পারলেও বক্তব্যের মাধুর্য ও সুন্দর উপস্থাপনা থাকবে না --- যদি না শুক্রের সংযোগ থাকে l

আশা করি এবার বোঝাতে পারলাম যে কেন রাজনীতিবিদরা অনেকই বক্তা কিন্তু সকলেই সুবক্তা নন l


আর এতক্ষনে আপনিও বুঝে গেছেন গ্রহের ফল বা তার শুভত্ব - অশুভত্ব সম্পূর্ণটাই সম্পর্কিত ভাবগুলির উপর নির্ভরশীল  --- কেবলমাত্র ভাবস্থ গ্রহকে বিচারের আওতায় আনবো তা সম্ভবপর নয় l

এক্ষত্রে আরেকটি বিষয় খেয়াল রাখা প্রয়োজন যে  বিচারকালীন দশান্তর্দশাকে বিশেষ গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করা প্রয়োজন l 


আরও দেখুন ---

Fortuna point --- আপনার সৌভাগ্যের দিশারী

https://modifiedkpastrology.blogspot.com/2020/12/fortuna-point.html


This is one of the stage of how to learn Vedic and Modified KP Astrology.


If you want to know more about Astrology lesson ---

Please comments and to get early notifications --- follow and share this article.

Rullings of Astrology --- 2nd house

l

Rullings of Astrology --- 2nd house

অর্থভাব বা ধনভাবের বিচারের সাধারণ সূত্রাবলি


দ্বিতীয় ভাব থেকে অর্থের পাশাপাশি বাক্য ও খাদ্যের বিচার করা হয় ---

*** 2+ 11=  আর্থিক সৌভাগ্য বা সাফল্য যোগ 

*** 2+ 11- বৃহস্পতি= আর্থিক অবস্থা ভালো

*** 2+11 - শুক্র= আর্থিক স্বচ্ছলতা সর্বদা থাকবে(বিলাসিতা পূর্ণ)

*** 2+11- রবি= অর্থের কারণে সামাজিক মান-সন্মান পাবে

*** 2+11 - রাহু= যে কোনও উপায়ে আয় করবে(প্রয়োজনে প্রতারণা করতেও পিছপা হবে না)

*** 2+11- শনি= আর্থিক দিক থেকে ভালো অবস্থা(সঞ্চয়ী ও মিতব্যয়ী)

*** 2+11-চন্দ্র= আয়ের ওঠাপড়া লেগেই থাকবে বা updown থাকবে

*** 2+11 - বুধ= একাধিক উপায়ে উপার্জন

*** 2+11-কেতু=গুপ্তপথে বা গুপ্তভাবে উপার্জন

*** 2+11 - মঙ্গল=আয়ের ব্যাপারে উদ্যোগী হয় বা ঝুঁকি নিতে ভালোবাসে

                            ব্যয়যোগ

*** 2+12= অর্থব্যয় নির্দেশ করে(বিনিয়োগ বা আর্থিক অসাফল্য)

*** 2+8+12= Bad Investment

*** 2+12- রবি=আভিজাত্যের কারণে ব্যয়

*** 2+12- চন্দ্র= মাতার কারণে ব্যয়

***2+12 - মঙ্গল= হটাৎই প্রয়োজনের অতিরিক্ত ব্যয় বা হঠকারিতার কারণে ব্যয়

***2+12 - বুধ= দুর্বল সিদ্ধান্তের কারণে ব্যয় বা চঞ্চলতার কারণে ব্যয়

***2+12 - বৃহস্পতি= ধর্মীয় কারণে ব্যয়

*** 2+12 - শুক্র= বিলাসিতার কারণে ব্যায় বা মহিলাদের জন্যে ব্যয়

***2+12 - শনি=অর্থকষ্ট বা আর্থিক অনটন

***2+12 - রাহু= আর্থিক কারণে প্রতারিত হওয়া বা নেশার কারণে অর্থনষ্ট

*** 2+12 - কেতু= অর্থ হারিয়ে যাওয়ার কারণে অর্থনষ্ট বা অর্থকষ্ট

*** 2+8= অর্থক্ষতি বা দারিদ্রযোগ (আয়ে বাধা/ আয় না হওয়া/ টাকা আটকে থাকা/অর্থকষ্ট)

*** 2+12 -রাহু-শনি=প্রতারক দ্বারা অর্থনাশ

*** 2+6+12+11= ঋণযোগ অর্থাৎ ঋণ পাবে আর 2-11 র দশান্তর্দশায় ঋণমুক্ত হবে l


                      দ্বিতীয় ভাব: বাক্যের বিচার

দ্বিতীয় ভাবের সহিত রবির সংযুক্তির ফলাফল

জাতক গাম্ভীর্যপূর্ণ, উচ্চস্বরে, কথা বলবে, কথাবার্তায় অহংকার প্রকাশ পাবে তবে স্পষ্টবক্তা ও সততার সাথে কথা বলবে l

দ্বিতীয় ভাবের সহিত চন্দ্রের সংযুক্তির ফলাফল

জাতক জাতিকা সরলতাপূর্ণ, দয়া-মায়া- মমতাপূর্ণ কথাবার্তা বলবে তবে পরনির্ভরশীলতা থাকবে অর্থাৎ অপরের মত মেনে নেবে l

দ্বিতীয় ভাবের সহিত মঙ্গলের সংযুক্তির ফলাফল

জাতক জাতিকা উগ্র কথাবার্তা, মেজাজী, চিৎকার করে কথাবার্তা, ঝগড়াঝাটি, আদেশপূর্বক কথাবার্তা, অন্যকে তোয়াক্কা না করে কথাবার্তা বা উচিত কথা মুখের উপর বলে দেবে তবে জাতক হবেন স্পষ্টবাদী l

দ্বিতীয় ভাবের সহিত বুধের সংযুক্তির ফলাফল

জাতক জাতিকার কথাবার্তায় চঞ্চলতা প্রকাশ পাবে, দ্রুত কথা বলবে, বালকসুলভ অথচ যুক্তিপূর্ণ কথাবার্তা বলবে l অধিক বা অতিরিক্ত কথা বলবে l

দ্বিতীয় ভাবের সহিত বৃহস্পতির সংযুক্তির ফলাফল

জাতক জাতিকা কথার দাম রাখবে, সৎ কথা বলবে আর কথার মধ্যে বুদ্ধি, যুক্তি ও জ্ঞানের প্রভাব থাকবে l

দ্বিতীয় ভাবের সহিত শুক্রের সংযুক্তির ফলাফল

জাতক জাতিকা গুছিয়ে সুন্দর করে মিষ্টি সুরে টেনে টেনে কথা বলবে l কথার মধ্যে ভালোবাসা, রোমান্টিকতা প্রকাশ পাবে l

দ্বিতীয় ভাবের সহিত শনির/কেতুর সংযুক্তির ফলাফল

জাতক জাতিকা কম কথা বলবে, পুরানো দিনের কথা বলবে, কথা গোপন করবে, বাকজড়তা থাকবে, কথা বলতে বলতে জড়িয়ে যাবে এবং অন্যকে নিরুৎসাহিত করার কথা বলবে l

দ্বিতীয় ভাবের সহিত রাহুর সংযুক্তির ফলাফল

জাতক জাতিকা মিথ্যা কথা বলবে, ঝগড়াঝাটি করবে এবং কথার মধ্যে গালিগালাজের ব্যবহার থাকবে l

দ্বিতীয় ভাব : খাদ্য

*** 2+রবি= জাতক ঝাল, গরম ও টাটকা খাবার খেতে পছন্দ করবে

*** 2+চন্দ্র= জাতক তরল পানীয়, ঠান্ডা জাতীয় খাবার খেতে পছন্দ করবে

*** 2+মঙ্গল= জাতক টাটকা, ঝাল, মসলাদার খাবার গরম গরম খেতে পছন্দ করবে

*** 2+বুধ= জাতক টক জাতীয় খাবার বা মিশ্র জাতীয় খাবার খেতে পছন্দ করবে

*** 2+বৃহস্পতি= জাতক জাতিকা ফল, শাকসবজি, মিষ্টি ও ফ্যাট জাতীয় খাবার খেতে পছন্দ করবে

*** 2+শুক্র= জাতক জাতিকা মিষ্টি জাতীয় খাবার, সৌখিন খাবার ও fast food জাতীয় খাবার পছন্দ করবে

*** 2+শনি= জাতক জাতিকা বাসি- পচা-ঠান্ডা- পানসে খাবার খেতে পছন্দ করবে বিশেষত পান্তা ভাত অতি পছন্দের খাবার হবে

*** 2+রাহু= জাতক মদ, মাংস, মসলাদার খাবার পছন্দ করবে তবে কোনও খাবারের প্রতিই তার অরুচি থাকবে না

*** 2+কেতু= প্রধানত খাবারের প্রতি অনীহা থাকবে বা সামান্য খাবার হলেই তার চলে যাবে l খাদ্যে বিষক্রিয়া হতে পারে বা মাদক জাতীয় খাবার বা চুরি করে খাওয়াও নির্দেশ করে l

দ্বিতীয় ভাব : নেশা

2+5+8- শুক্র-রাহু-চন্দ্র+ জলরাশি= সুরাপান

2+5+8-শুক্র-কেতু-মঙ্গল-শনি+বায়ুরাশি= smoking বা ধূম্ৰপান

2+5+8-শুক্র-রাহু= পান খাওয়ার নেশা

2+5+8-রাহু/কেতু=drug এর নেশা

2+5+8-রাহু/কেতু-রবি= medicine সংক্রান্ত নেশা


                                  --- ঋণ সম্পর্কিত সূত্রাবলী ---

ধার দেওয়ার ক্ষেত্রে ---

অর্থ ধার দেওয়ার ক্ষেত্রে একজন অর্থ ধার দেবে আর অপর জন( প্রাপক) অর্থ গ্রহণ করবেঅর্থাৎ দাতার ব্যায় এবং প্রাপকের আয়(প্রাপ্তি)

1+12+2- বৃহস্পতি+7+5+8

ঋণ দানের ক্ষেত্রে জাতকের অর্থ বিনিয়োগ বোঝায় ---

1+12+2-বৃহস্পতি

এবং প্রাপকের অর্থ প্রাপ্তি বোঝায় ---

7+5+8+2- বৃহস্পতি

এক্ষেত্রে

 2-বৃহস্পতি= অর্থ

1 স্বাপেক্ষে 12= জাতকের ব্যায়

7= প্রাপক

5= 7-ম ভাবের একাদশ ভাব অর্থাৎ প্রাপকের প্রাপ্তি

8= বিনা পরিশ্রমে আয়


ধার নেওয়ার ক্ষেত্রে ---

1+7+6+8+11+2- বৃহস্পতি

ঋণদাতা অর্থ দেবে অর্থাৎ বিনিয়োগ করবে ---

7+6+2- বৃহস্পতি( 6-স্ঠ ভাব 7 - ম ভাবের দ্বাদশ ভাব অর্থাৎ ব্যায়স্থান)

জাতকের বিনাপরিশ্রমে অর্থ প্রাপ্তি ঘটবে ---

1+2-বৃহস্পতি+11+8


ঋণ পরিশোধের ক্ষেত্রে ---

জাতকের অর্থ ব্যায় হবে এবং প্রাপকের অর্থ লাভ হবে

1+12+7+5+2- বৃহস্পতি (?)

সম্পূর্ণ ক্ষেত্রে যদি ব্যাঙ্কের সহিত লেনদেন হয় তবে উপরিউক্ত স্পন্দনের সহিত 3+9+বুধ- বৃহস্পতির স্পন্দন আসবে

আর লেনদেন মহাজন সম্পর্কিত হলে 2+8+11+10+বৃহস্পতি-শনি- মঙ্গলের স্পন্দন পরিলক্ষিত হবে

যদি অর্থপ্রাপ্তি অর্থাৎ ঋণ নেওয়ার জন্যে কোনো অলংকার/ গৃহ সম্পত্তি/ bond জমা রাখতে হয় তবে  2- শুক্র/ 4- মঙ্গল/ 2-8 - বৃহস্পতি স্পন্দনের সহিত শনি ও বুধের জোরালো সংযোগ/ সম্পর্ক পরিলক্ষিত হবে...



                                             মানুষ মিথ্যা কথা বলে কেন ?

প্রথমত মানুষ মিথ্যা কথা কখন বলে ? এক কথায় বলতে গেলে প্রায় সবাইকেই পরিবেশ- পরিস্থিতি বা প্রয়োজন অনুসারে মিথ্যা কথা বলতে হয় l সাধারণত ছোট বয়সে অনুসন্ধিৎসা থেকে বাচ্চারা মিথ্যা বলে থাকে, যেমন কোনো বাচ্চাকে যদি কোনো জিনিস দেখিয়ে তার মা বলে " বাবা আমি একটু আসছি, তুমি এটা ধরবে না " --- শিশুটি অনুসন্ধিৎসার কারণে বস্তুটি ধরবেই অথচ মায়ের উত্তরে সর্বদাই না বলবে l কিছু মানুষ পেশাগত কারণে মিথ্যার ব্যবহারকে প্রায় শিল্পের পর্যায়ে নিয়ে যান কিন্তু তারা সবক্ষেত্রেই মিথ্যা বলেন না বা আত্মীয়স্বজন বা প্রিয়জনকে সাধারণত মিথ্যা বলেন না আবার দেখবেন একজন জ্যোতিষী (এটি প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য) তার খুব নিকটাত্মীয় বা কোনো প্রিয়জনের রাশিচক্র পর্যবেক্ষণ কালে যদি অত্যন্ত অশুভ কোনো সংকেত পান তথাপি উক্ত ব্যাক্তির আত্মবিশ্বাস রক্ষার্থে সত্যকথাটি কি বলতে পারেন ? না, তা সম্ভবপর নয় অথচ অন্যের উপকার হেতু বা অন্যের স্বার্থ রক্ষার্থে এটুকু প্রয়োজন l

 আর যে সকল জাতক মিথ্যা ভাষণে অভ্যস্থ অর্থাৎ কথায় কথায় মিথ্যাচারণ করে  --- সেটি তাদের চারিত্রিক বৈশিষ্ট এবং করে মূলতঃ নিজ স্বার্থের কারণে l মিথ্যাভাসন একটি অভ্যাস কোনো রোগ নয় l

কেন এমন হয় ?

কথা আমরা বলি, কিন্তু কি উদ্দেশ্যে ?

নিশ্চয়ই অপর ব্যাক্তির সহিত যোগাযোগ বা ভাব আদানপ্রদানের উদ্দেশ্যে l

তাহলে বাক্য বা কথোপকপন কোন ভাব থেকে বিচার্য ?

কথা বলা বা বাক্য --- দ্বিতীয় ভাব থেকে বিচার্য কিন্তু কথা যখন ভাব আদানপ্রদানের মাধ্যম হয় তখন তৃতীয় ভাব হতে বিচার্য l

ভাব না হয় বোঝা গেলো, কারক গ্রহ কে ?

অবশ্যই বুধ

এবার দেখা যাক মিথ্যা ভাষণের জন্যে কোন গ্রহ গুরুত্বপূর্ণ l শনি ? শনি- মঙ্গল ?

না , মূল গ্রহটি হলো রাহু এবং ক্ষেত্রবিশেষে শনি l

লক্ষ্য করুন বুধের কারকতায় --- বালক গ্রহ, দৈত্ব স্বত্বা বিশিষ্ট অর্থাৎ মনে এক, মুখে বা কার্যক্ষেত্রে আরেক অথচ অসাধারণ উপস্থিত বুদ্ধি ও তাৎক্ষণিক বিচার বিশ্লেষণ ক্ষমতার অধিকারী কিন্তু বালকত্ব দোষে অভিজ্ঞতার অভাব স্পষ্ট  l কি দাড়ালো --- বুধ সহজেই অন্য গ্রহের দ্বারা পরিচালিত হয়ে দুস্টু বুদ্ধির প্রয়োগ কৌশলকে বাস্তবায়িত করতে স্বচেষ্ট হবে l তাহলে এই অন্য গ্রহ কোনগুলি ?

মূলতঃ অশুভ স্পন্দনযুক্ত রাহু এবং শনি l রাহুর উদ্দেশ্য হলো যে কোনো উপায়ে জাগতিক ভোগসুখকে চরিতার্থ করা, তার জন্যে যে কোনো অসৎ উপায় অবলম্বনেও রাহু পিছপা নয় l

*** (রাহু কে আর কি তার চারিত্রিক বৈশিষ্ট  --- এটা না হয় পরে কোনসময় আলোচনা করা যাবে)

অর্থাৎ বুধ - রাহু বা বুধ - শনি

2+3+8/12+ বুধ - রাহু বা বুধ - শনি বা বুধ - রাহু - শনি

এবার আশা যাক কোন ভাব থেকে দেখবো ?

দ্বিতীয় ভাববিন্দুর সাবপতির নিদেশনামা থেকে না কি তৃতীয় ভাববিন্দুর সাবপতির নির্দেশনামা থেকে ?

দেখবো লগ্নবিন্দুর সাবপতির নিদেশনামা স্বাপেক্ষে কারণ মিথ্যাভাসন জাতকের একটি অভ্যাস তবে বিষয়টির তারতম্য ঘটে দশান্তর্দশা ও গোচর ফলের উপর l

অর্থাৎ লগ্নবিন্দুর সাবপতি গ্রহটি যদি বুধের সহিত প্রত্যক্ষ ভাবে সম্পর্কিত হয়ে রাহু বা শনির সহিত সম্পর্কিত হয়ে 2+3+8/12 ভাবের স্পন্দনযুক্ত হয় এবং বুধ, রাহু বা শনিও উপরিউক্ত স্পন্দন যুক্ত হয় তবে জাতক মিথ্যাভাসনে অভ্যস্থ হবে l



                জ্যোতিষ শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে তোতলামির কারণ

দ্বিতীয় ভাবের সহিত বুধের সংযোগের ফলাফল প্রসঙ্গে আমরা একটু তোতলামি সম্পর্কে আলোকপাতের চেষ্টা করি l আমরা জানি তোতলামি একপ্রকার বাক সমস্যা l তোতলামির ক্ষেত্রে কথা আটকে যায় বা কোনো কোনো সময় একই কথা (অক্ষর) বারংবার উচ্চারিত হয় l ফলস্বরূপ জাতক জাতিকা হীনমণ্যতায় ভোগে বা মানসিক অবসাদের শিকার হয় l সামাজিক ক্ষেত্র বা কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় l

তোতলামির বিভিন্ন কারণ থাকলেও মূল কারণ কথা বলার ক্ষেত্রে প্রয়োজনীয় জিহ্বা, গলার পেশী প্রভৃতি নিয়ন্ত্রণকারী নার্ভের অনিয়ন্ত্রিত কর্মকান্ড যে বিষয়টি মস্তিস্ক থেকে নিয়ন্ত্রিত হয় l

দ্বিতীয় ভাব নির্দেশ করে মুখমন্ডল ও ইন্দ্রিয়সকল l

তৃতীয় ভাব নির্দেশ করে যোগাযোগ, গলা

অষ্টম ভাব নির্দেশ করে সমস্যা

বুধ বাকশক্তি ও যোগাযোগের কারক গ্রহ, বুধ যদি কেতু বা শনির সহিত সম্পর্কিত হয়ে দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, অষ্টম ভাব বা দ্বাদশ ভাবের নির্দেশক হয় বা স্পন্দন যুক্ত এবং লগ্নও উক্ত গ্রহসকলের সহিত সম্পর্কিত হয় তবে তোতলামির  ন্যায় বাক সমস্যা দেখা দেয় l

2 + বুধ = বাক্য (যোগাযোগের অন্যতম একটি মাধ্যম)

3 + 8 + বুধ = যোগাযোগের সমস্যা

2 + 3 + 8 + বুধ + কেতু = বাকসমস্যা (তোতলামি)

অর্থাৎ মূল সূত্রটি হবে ---

2 + 3 + 8 / 12 - বুধ - কেতু / শনি + বায়ু রাশি + বৃষ রাশি / মেষ রাশি

মূলতঃ বাল্যকালে অর্থাৎ শিক্ষা গ্রহণের প্রাক্কালে যদি উক্ত স্পন্দনযুক্ত গ্রহের সহিত সম্পর্কিত গ্রহের দশান্তর্দশা চলে এবং ধীরগতি সম্পন্ন গ্রহ গোচরকালীন সময়ে উক্ত স্পন্দন যুক্ত গ্রহের নক্ষত্র দিয়ে অগ্রগমন করে তখন সাময়িক সময়কালের জন্যে সমস্যা আসলেও তা পরবর্তী অনুকূল সময়কালে রোগমুক্তি ঘটে তবে শনি সম্পর্কিত হলে রোগের দীর্ঘসূত্রীতা নির্দেশ করে l

শনি সম্পর্কিত হওয়ার অর্থ পরিবারের মা - বাবা বা অন্য কারোর এই সমস্যা ছিল অর্থাৎ বংশগত সমস্যা এবং নিরাময়ের সম্ভবনা খুবই কম l




আরও দেখুন ---

Fortuna point --- আপনার সৌভাগ্যের দিশারী

https://modifiedkpastrology.blogspot.com/2020/12/fortuna-point.html


This is one of the stage of how to learn Vedic and Modified KP Astrology.


If you want to know more about Astrology lesson ---

Please comments and to get early notifications --- follow and share this article.






Rullings of Astrology - 3rd house

  কি না --- প্রথমেই তা নির্ণয় করা প্রয়োজন  l কোনোরূপ ভাবে সম্পর্কিত হলে আমরা বিচার্য বিষয়ে অগ্রসর হতে পারি l 

3+11+ মঙ্গল = ভাইয়ের সাথে সুসম্পর্ক ( 1 + 3 ও একই ফল নির্দেশ করে তবে সেক্ষেত্রে 6-8-12 র সংযোগ থাকা চলবে না)

3+8+ মঙ্গল = ভাইয়ের সঙ্গে খারাপ সম্পর্ক বা বিরোধ

3+8- মঙ্গল+ রাহু = ভাইয়ের সহিত ঝগড়া বা মারামারি বা ভাইয়ের দুর্ঘটনা

1+3+8+ মঙ্গল = ভাইয়ের দ্বারা ক্ষতি

3+11+ মঙ্গল = ভাইয়ের দ্বারা উন্নতি বা ভাইয়ের উন্নতি


ভ্রমণ সংক্রান্ত Rullings 

ভ্রমণের কারক গ্রহ বুধ অর্থাৎ প্রতিটি rullings এর ক্ষেত্রে বুধের একটি সংযোগ অবশ্যই থাকবে l

3+12+11+ বুধ = ছোটোখাটো ভ্রমণ

3+8+12+11+ বুধ = ভ্রমণে বিপদ

3+8 বা 3+4+8+ বুধ =ভ্রমণে যেতে না পারা

3+12+11+ বুধ - বৃহস্পতি-শনি= জঙ্গলে ভ্রমণ

3+12+11+ বুধ - চন্দ্র= জলপথে ভ্রমণ

3+12+11+ বুধ - মঙ্গল= মরুভূমিতে ভ্রমণ

3+12+11+9+8+ বুধ-বৃহস্পতি- শনি= পাহাড়ে ভ্রমণ ( বৃহস্পতি বৃহতের নির্দেশক, শনি কষ্টসাধ্য, 9 ভাব= উচ্চতা এবং 8 ভাব= শারীরিক ক্লেশ বা কষ্টসাধ্য  বিষয়ের নির্দেশক )

3+12+11+5+9  বুধ - বৃহস্পতি= ধর্মীয় স্থানে ভ্রমণ

3+12+11+ বুধ-শুক্র = রোমান্টিক স্থানে ভ্রমণ

3+12+11+ বুধ - শনি= ঐতিহাসিক স্থানে ভ্রমণ

3+12+11+5+8+6+ বুধ - রবি- বৃহস্পতি= চিকিৎসার কারণে ভ্রমণ

 আবার যোগাযোগের কারক গ্রহও বুধ ---

3+9+8- বুধ= যোগাযোগে বাধা

3+9+11- বুধ= যোগাযোগে সাফল্য

3+8- বুধ= আত্মীয়দের সহিত খারাপ সম্পর্ক বা আত্মীয় দ্বারা ক্ষতি বা আত্মীয়দের বিপদ

3+11- বুধ= আত্মীয় দ্বারা সাফল্য বা আত্মীয়দের সাফল্য

উপরিউক্ত সূত্রগুলি সাধারণ, যখন আমরা কোনো বিষয়ে অনুসন্ধানে অগ্রসর হবো তখন কিভাবে এগুলো পাবো ?

How to creat rullings in Astrology 

এবার আমরা দেখি rullings কিভাবে তৈরি হয় --- ধরা যাক চিকিৎসার কারণে ভ্রমণ

তাহলে চিকিৎসা অর্থে নিশ্চয় জাতক অসুস্থ  ---

1= জাতক

6= রোগভোগ অর্থাৎ 1+6= জাতকের অসুস্থতা

চিকিৎসা অর্থে জাতক ভিন্ন অপর ব্যাক্তি অর্থাৎ 7 ভাব doctor নির্দেশ করে,

রোগভোগ= 6 ভাব,

হাসপাতাল=12 ভাব, 

এবং 5 ভাব হল --- 7 ভাবের 11 স্থান অর্থাৎ ডাক্তারের সাফল্য

 , 8 ভাব = operation বা চিকিৎসা, গুরুতর অসুস্থতা বা জটিল রোগ নির্দেশ করে,

11 ভাব = সাফল্য

5+8+11 - রবি = চিকিৎসা

3 ভাব = ভ্রমন,

 3+9 = চিকিৎসার কারণে doctor বা hospital এর সহিত যোগাযোগ এবং দূরবর্তী স্থানে চিকিৎসার জন্যে ভ্রমণ এবং কারক গ্রহ বুধ l

চিকিৎসার ক্ষেত্রে 5-11 - বৃহস্পতি  নির্দেশ সুস্থতা বা আরোগ্য

Operation এর কারক গ্রহ মঙ্গল এবং কেতু,

--- কেতুকে দেখে কি ভাবছেন যে এখানে কেতুর প্রয়োজনীয়তা কোথায় তাই তো?

স্বাভাবিক ভাবেই কেতু মানেই অজানা রোগ/ গোপন রোগ/ সুষুম্নাকান্ডের সমস্যা/ জীবাণু আক্রমণ বা সংক্রমণ বা রোগ ধরতে না পারা

কোনও ব্যাক্তি যখন অস্ত্রাঘাতে মারা যান বা আহত হন তখন কারক গ্রহ নিশ্চয় মঙ্গলের সঙ্গে রাহুকে যুক্ত করেন তাহলে doctor কতৃক operation এর সময়  ধারালো অস্ত্রপ্রয়োগের( এক্ষেত্রে doctor operation নিমিত্তে  যে ধারালো অস্ত্রপ্রয়োগ তা রোগীর জীবন বাঁচানোর জন্যে --- তাই ধারালো surgical instruments এর জন্যে মঙ্গল-রাহু নয় মঙ্গলের সাথে কেতু অপরিহার্য) মাধ্যমে কোনও ব্যাক্তি সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে কেতুর সংযোগ অবশ্যম্ভাবী l

12 ভাব নির্দেশ করে hospital , 5+11- বৃহস্পতি নির্দেশ করে সুস্থতা

এখন মনে প্রশ্ন আসাটাই স্বাভাবিক যে জাতক কখন অসুস্থ হবেন ?

যখন 6-12/6-8-12 ভাবের সহিত সম্পর্কিত গ্রহের দশান্তর্দশা চলবে ? --- না  জাতকের হয়তো অসুখের সম্ভবনা দেখা দেবে কিন্তু অসুস্থ হবেই বলা  অনুচিত l

তাহলে কখন অসুস্থ হবেন ?

যখন দশান্তর্দশা লগ্নের সহিত সম্পর্কিত হবে এবং transit ও ঘটনার স্বাপেক্ষে সমর্থন করবে তখন জাতক অসুস্থ হবেন আর পরবর্তী সময়ে ( দশান্তর্দশায়) যখন 11 ভাবের স্পন্দন বা 5-11 ভাবের স্পন্দন জোরালো হলে জাতক সুস্থতা অর্জন করবেন  l এক্ষেত্রে মারক-বাধককে অতন্ত্য গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করা অত্যন্ত জরুরি l

আর রোগভোগ নির্ণয়ের ক্ষেত্রে ষষ্ট ভাব এবং লগ্ন ভাবের সহিত সম্পর্কিত গ্রহসকল ও ভাব সকলকে সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারলে রোগভোগ সম্পর্কিত সম্যক ধারণা অবশ্যই পাওয়া সম্ভব l এটি সকল পদ্ধতির ক্ষেত্রেই প্রযোজ্য তবে রাশিচক্রটি অঙ্কিত হওয়া উচিত সঠিক সময় অনুযায়ী --- যে বিষয়টিকে অধিকাংশ ক্ষেত্রেই সঠিক গুরুত্ব দেওয়া হয় না l

রোগভোগের ক্ষেত্রে শনি সম্পর্কিত হলে ক্রনিক রোগভোগ বা দীর্ঘকালীন রোগভোগ, কেতু- বুধ সম্পর্কিত হলে রোগ ধরা না পড়া বা রোগের ভুল চিকিৎসার সম্ভবনা থেকেই যায় l

রোগভোগের ক্ষেত্রে সঠিক doctor এর অধীনে চিকিৎসা পাওয়া বা সঠিক doctor এর খোঁজ পাওয়া বা যোগাযোগ হওয়া সবটাই জাতকের ভাগ্যের সহিত সম্পর্কিত l

এবার প্রশ্ন উঠবে এগুলো আমরা কোথায় পাবো ?

আপনি যে বিষয় সম্পর্কিত প্রশ্ন অনুসন্ধান বা পর্যবেক্ষণ করতে চান সেই ভাব থেকেই অনুসন্ধান শুরু করা উচিত l কারণ গ্রহ ভাবের combination এসেছিলো 1+3+12+11+5+8+6- রবি-বৃহস্পতি- মঙ্গল- কেতু -বুধ

6+(5+8+11)-রবি-বৃহস্পতি নির্দেশ করে  চিকিৎসা

আবার দেখুন উক্ত গ্রহসকল ও ভাবের নির্দেশনামা অন্য দৃষ্টিকোণ থেকে কি নির্দেশ করছে ?

***   3 - বুধ নির্দেশ করে লেখা অর্থাৎ জাতক রোগভোগ ও চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে লেখালেখিতে স্বাবলীল/ স্বাচ্ছন্দ l

***   আবার 6+(5+8+11)+12-রবি-বৃহস্পতি নির্দেশ করে চিকিৎসা

3- মঙ্গল নির্দেশ করে ভাই

6- বুধ- কেতু নির্দেশ করে ভুল চিকিৎসা বা এমন রোগ যা সঠিক ভাবে নির্ণয় করা যাচ্ছে না

অর্থাৎ ভাইয়ের সঠিক রোগ ধরা যাচ্ছে না বা ভাই ভুল চিকিৎসার শিকার l

তাহলে কি দাঁড়ালো ? রোগ সংক্রান্ত অনুসন্ধান ষষ্ঠ ভাব থেকেই করা প্রাসঙ্গিক l আবার প্রশ্ন হতে পারে জাতকের রোগের সম্ভবনা আছে না কি জাতক সত্যসত্যই রোগাক্রান্ত হবেন কি না ?

অর্থাৎ জাতকের রোগভোগ বা রোগাক্রান্ত হওয়া কে নির্দেশ করবে --- ষষ্ট ভাব না কে জাতকের লগ্ন ?

নিশ্চই লগ্ন  --- তাহলে আমরা কি দেখলাম  --- লগ্নের মধ্যে কোনও ঘটনার স্পন্দন না থাকলে তা ঘটবে না l দশান্তর্দশা ও transit নির্দেশ করে ঘটনার প্রকৃতি ও সময়কাল l এই কারণেই বলা হয় লগ্নের মধ্যেই নিহিত জীবনের সকল ঘটনাবলী l 


আরও দেখুন ---

Fortuna point --- আপনার সৌভাগ্যের দিশারী

https://modifiedkpastrology.blogspot.com/2020/12/fortuna-point.html


This is one of the stage of how to learn Vedic and Modified KP Astrology.


If you want to know more about Astrology lesson ---

Please comments and to get early notifications --- follow and share this article.






শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

শুক্রের কারকতা --- Venus in Astrology

Venus in Astrology / শুক্রের কারকতা

জাগতিক সুখের কারক গ্রহ শুক্র আপনার রাশিচক্রে কোথায় অবস্থিত ? কতটা সুখের মুখ আপনি দেখলেন ? কি বলছে আপনার জন্মছক ?

জাগতিক সুখের কারক গ্রহ শুক্র আপনার রাশিচক্রে কোথায় অবস্থিত ? কতটা সুখের মুখ আপনি দেখলেন ? কি বলছে আপনার জন্মছক ?

প্রিয় পাঠকবর্গের কাছে একান্ত অনুরোধ যে নিম্নলিখিত দ্বাদশ ভাবের সহিত সম্পর্কিত গ্রহদের যে বৈশিষ্ট্যাবলী দেওয়া হল তা সাধারণ বৈশিষ্ট, এই বৈশিষ্ট সকল অন্যান্য সম্পর্কিত গ্রহদের বৈশিষ্টের দ্বারা প্রভাবিত হয়ে সম্পূর্ণ নতুন বৈশিষ্টাবলী গঠন করে l উক্ত কারণে এই সাধারণ বৈশিষ্টাবলীকে কেউ final result বলে গণ্য করবেন না l আলোচ্য sub heading লক্ষ্য করুন --- যেমন লগ্ন ভাবের সহিত শুক্রের সংযোগের ফলাফল l এক্ষেত্রে লগ্নের সহিত শুক্র কি কি ভাবে সংযুক্ত হতে পারে ?

   * শুক্র যদি লগ্নভাবে অবস্থিত গ্রহ হয়

  * শুক্র যদি লগ্নভাবে অবস্থিত গ্রহের নক্ষত্রপতি হয়

  * শুক্র যদি লগ্নের ভাবাদিপতি হয়

  * শুক্র যদি লগ্নভাবের সাবপতি গ্রহ হয়

  * শুক্র যদি লগ্নভাবের নক্ষত্রপতি গ্রহ হয়

  * শুক্র যদি লগ্নভাবের সাবপতি গ্রহের নক্ষত্রপতি বা সাবপতি গ্রহ হয়

  * শুক্র যদি লগ্নভাবের সাবপতি গ্রহের সহিত পেক্ষা দ্বারা সম্পর্কিত হয়

  * লগ্নভাবের সাবপতি গ্রহটি যদি শুক্রের নক্ষত্রপতি বা সাবপতি গ্রহ হয়

  * লগ্নভাবের সাবপতি গ্রহটি যে গ্রহের নক্ষত্রে অবস্থিত, সেই গ্রহের নক্ষত্রে যদি শুক্র অবস্থিত হয়

অনুরূপে প্রত্যেকটি ভাবের সহিত গ্রহদের সংযোগ একইভাবে বিচার্য l তাহলে এবার বুঝতে পারছেন যে কোনও একটি ভাবে এক বা একাধিক গ্রহ থাকলেই বা কোনও গ্রহ না থাকলেও সেই ভাবের বৈশিষ্ট কিভাবে নির্ণীত হয় l সুতরাং আপনার লগ্নে বা রাশিতে শনি বা রাহু বসে আছে, তার মানে সব গেলো - তা নয়, তারা বৈশিষ্ট নির্ধারণের একটা অংশ মাত্র l সঠিক অর্থে একটি ভাবের ফলাফল অনেকগুলি/একাধিক গ্রহের সমন্বয়ে গঠিত বা একটি গ্রহ অনেক ভাবের ফলাফল নির্ধারক l অতএব নিম্নলিখিত সাধারণ বৈশিষ্ট দেখে কখনো প্রভাবিত হবেন না অর্থাৎ স্বীয় জন্মছকে শুক্রের অবস্থানের সহিত তুলনা করে বৈশিষ্ট সমূহ মেলাতে যাবেন না কারণ ভাবস্থ গ্রহের ফলাফল গ্রহটির সহিত সম্পর্কিত অন্যান্য গ্রহসকল ও ভাবসমুহের সমন্বয়ে নির্ধারিত হয় l 

***  নিম্নলিখিত বৈশিষ্ট সমুহ মূলত জ্যোতিষ শিক্ষার্থীদের বিচারে অগ্রসর হওয়ার জন্যে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ মাত্র l 

লগ্নভাবের সহিত শুক্রের সংযোগের ফলাফল

এই যোগে জাতকজাতিকা রোমান্টিক,  সুন্দরের পূজারী হয় l এরা সখ সৌখিনতাপ্রিয়, আরামপ্রিয়, বিলাসী, ও আদুরে হয় l এরা হাসিখুশি, বিনয়ী, নম্রভদ্র ও শান্তশিষ্ট হয়, কারো সাথে ঝগড়া বিবাদ পছন্দ করে না --- সর্বদা শান্তি কামনা করে এবং শান্তি রক্ষা করে চলে l এরা সর্বদা ভালোবাসার মধ্যে ডুবে থাকতে চায়, অপরকে সঠিক ভালোবাসে এবং অন্যের কাছ থেকে ভালোবাসা প্রত্যাশাও করে l প্রেম প্রেম বাতিক থাকে l কখনও জ্ঞানতো কাউকে দুঃখ দিতে চায় না l এদের মুগ্ধ ব্যবহার সহজেই অন্যকে আকর্ষণ করে ফলে সহজেই এরা লোকপ্রিয় হয় l এরা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে l মায়া, মমতা, স্নেহ, প্রীতি,প্রেম-  ভালোবাসা, রসবোধ এদের চরিত্রের অন্যতম বৈশিষ্ট l এরা মিশুকে প্রকৃতির, সাজগোজ প্রিয়, সর্বদা আনন্দ স্ফূর্তি পছন্দ করে l কামনা বাসনাময় ভোগকেন্দ্রিক জীবনযাপন পছন্দ করে l দয়ালু ও অমায়িক হয়, সব কিছুর মধ্যে আনন্দ সুখ খুঁজে বার করার চেষ্টা করে l এরা লৌকিক ব্যবহারে পটু ও সামাজিক হয় l শিল্প কলার প্রতি ঝোক থাকে এবং শিল্পীসুলভ আচরণের অধিকারী হয় l

শুক্রের প্রভাবে জাতক জাতিকা সাধারণত সুশ্রী, মিষ্টি আকর্ষণীয় চেহারার অধিকারী হয়, লাবণ্যময় দৈহিক গঠন, সুন্দর মুখশ্রী, উত্তেজক চেহারা, আকর্ষণীয় চাউনি, মিষ্টি হাসি, মধুর কণ্ঠস্বর, টোলযুক্ত গাল, কোঁকড়ানো কেশ, বাক মাধুর্য সহজেই অন্যকে মুগ্ধ করে l এদের শারীরিক অভিব্যক্তির মধ্যে সৌন্দর্য প্রকাশ পায় l এরা শারীরিক সৌন্দর্যের প্রতি যত্নবান হয় l এদের মধ্যে যথেষ্ট পরিমানে আকর্ষণী ক্ষমতা থাকে এবং এরা অবচেতন স্বত্তায় সর্বদাই চায় অন্যেরা যেন এদের সৌন্দর্যের প্রশংসা করে l শুক্র অশুভ গ্রহ বা ভাবযুক্ত না হলে সুখ স্বাচ্ছন্দময় জীবনযাপন নির্দেশ করে l

দ্বিতীয় ভাবের সহিত শুক্রের সংযোগের ফলাফল

এই যোগে জাতক জাতিকার সুমিষ্ট কণ্ঠস্বর, বাক মাধুর্য, সুমিষ্ট ব্যবহার, আকর্ষণীয় চোখ, সুন্দর দাঁতের গঠন, মিষ্টি হাসি, সুন্দর মুখমন্ডল নির্দেশ করে l সুন্দর রত্ন, মূল্যবান ধাতু ও অলংকারের প্রতি আকর্ষণ এদের অন্যতম বৈশিষ্ট l মিষ্টি জাতীয় খাবার, সৌখিন খাবার, fast food পছন্দ করেl এরা সদালাপী, নম্রভাষী, একটু টেনে শিল্পীসুলভ ভঙ্গিতে কথা বলে l সাধারণত গান, বাজনা, অভিনয়, শিল্পকলা ও সৌন্দর্য সংক্রান্ত বিষয়ে কথা বলতে পছন্দ করে l

শুক্র অশুভ না হলে আর্থিক সুখ সাচ্ছন্দ নির্দেশ করে l এদের জীবনে কখনও অর্থের অভাব হয় না, সহজেই অর্থ উপার্জনে সমর্থ হয় l বিলাসিতা, সখ সৌখিনতা, সাজপোশাক ও অলংকারের জন্যে অর্থব্যয় করে l

তৃতীয় ভাবের সহিত শুক্রের সংযোগের ফলাফল

এই যোগ জাতক জাতিকার ভগ্নি নির্দেশ করে l এরা সৌন্দর্য বিলাসী মানসিকতা, আধুনিকতার প্রতি ঝোক ও ভ্রমণ বিলাসী হয় l সুন্দর সুন্দর স্থানে ঘুরে বেড়াতে ভালোবাসে l লেখালেখি করলে শিল্পকলা, নাটক, সংগীত, অভিনয়, সিনেমা প্রভৃতি বিষয়ের উপর লেখালেখি পছন্দ করে l জাতক জাতিকা সাহিত্যিক, কবি, চিত্রকর, বাদ্যযন্ত্রবাদক, নৃত্যশিল্পী (শুক্র+বুধ) হতে পারে l জাতক জাতিকার ভাবভঙ্গি মনোহর হয়, হাতের লেখা সুন্দর হয়, হস্তশিল্পের সহিত যুক্ত থাকতে পারে l এদের হাত ও হাতের আঙ্গুল সুন্দর হয় l

চতুর্থ ভাবের সহিত শুক্রের সংযোগের ফলাফল

শুক্র অশুভ না হলে সুখে শান্তিতে জীবনযাপন নির্দেশ করে এবং জাতক জাতিকা গৃহপরিবেশে সুখশান্তি কামনা করে l এই যোগে সুন্দর, মনোরম, নিরিবিলি, শান্তিপূর্ণ ও পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বসবাস নির্দেশ করে l জাতক জাতিকার বাসগৃহ বিলাসবহুল ও আকর্ষণীয় হয় l ঘরবাড়ির ব্যাপারে বিশেষ স্বাচ্ছন্দ ও সৌন্দর্য্য লক্ষ্য করা যায় l সুন্দর বাড়ি বানানোর প্রতি ঝোক থাকে l ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর থাকে, ঘর নানাপ্রকার সৌখিন দ্রব্য দিয়ে সাজানো থাকে l বাড়ির সামনে ফুলের বাগান নির্দেশ করে l জাতক জাতিকার বাসগৃহ সুন্দর আসবাবপত্র দিয়ে সাজানো থাকে l এই যোগ বাহন নির্দেশ করে, সঙ্গে বুধের সম্পর্ক থাকলে একাধিক গাড়ি, বৃহস্পতির সম্পর্কে বড় গাড়ি, শনির সম্পর্কে পুরাতন গাড়ি, রবির সম্পর্কে branded company র গাড়ি প্রভৃতি নির্দেশ করে l শিক্ষা সংক্রান্ত বিষয়ে শিল্প, অঙ্কন, স্থাপত্য, জীববিজ্ঞান, রসায়ন শাস্ত্র, কম্পিউটার, ইলেকট্রনিক্স ইঞ্জিনারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট, ট্রাভেল এন্ড ট্যুরিজম, ফ্লিম, ফটো, অভিনয় প্রভৃতি বিষয়ে বিদ্যাশিক্ষা নির্দেশ করে l এরা গৃহপরিবেশে অতিথি আপ্যায়ন পছন্দ করে l বাড়িতে ঝুলবারান্দা ও দোলনা থাকে l বাসগৃহের নিকটবর্তী স্থানে সিনেমা হল, রেস্টুরেন্ট, এয়ারপোর্ট, বিউটি পার্লার থাকতে পারে l

পঞ্চম ভাবের সহিত শুক্রের সংযোগের ফলাফল

 এই যোগে জাতক জাতিকা আরামপ্রিয়, আমোদপ্রিয়, রুচিশীল, আদুরে হয় l সর্বদা ভালোবাসার মধ্যে ডুবে থাকতে চায়, অপরকে সঠিক ভালোবাসে এবং অন্যের কাছ থেকেও সঠিক ভালোবাসা কামনা করে l এদের মধ্যে রসবোধ ভালো থাকে l সাজগোজ প্রিয় হয়, সর্বদা আনন্দ স্ফূর্তি উৎসব পছন্দ করে, চলাফেরার মধ্যে স্টাইল ও শিল্পী সুলভ আচরণ দেখতে পাওয়া যায় l এই যোগে প্রেমজ সুখ নির্দেশ করে l জাতক জাতিকা সুশ্রী হয়, শরীরের সৌন্দর্যের প্রতি যত্নবান হয় এবং এদের মধ্যে একটা স্নিগ্ধ আকর্ষণী ক্ষমতা থাকে l এদের শারীরিক অভিব্যাক্তি সহজেই অন্যকে আকর্ষণ করে এবং এরা তা উপভোগও করে l এরা শিল্পকলা, অভিনয়, গানবাজনা, অঙ্কন প্রভৃতি বিষয়ের সঙ্গে যুক্ত থাকতে পারে l

শুক্র অশুভ হলে অতিরিক্ত যৌন সুখলাভের আকাঙ্খা থাকে l শারীরিক অভিব্যক্তির মধ্যে কামনা বাসনা, যৌনতার লক্ষণ প্রকাশ পায় l oposite sex এর প্রতি সহজেই আকর্ষিত হয় l

ষষ্ট ভাবের সহিত শুক্রের সংযোগের ফলাফল

এই যোগে অমিতাচার ও আমোদপ্রিয়তার কারণে শারীরিক অসুস্থতা নির্দেশ করে l রোগভোগের মধ্যে রসযুক্ত চর্মরোগ, চক্ষুরোগ, সুগার বা ডায়াবেটিস, থাইরয়েড, শুক্রজাত পীড়া, যৌনরোগ, হরমোন সংক্রান্ত ব্যাধি, অন্তঃক্ষরা গ্রন্থির রোগ, টনসিল, গলার রোগ, মূত্রাশয়- কিডনি -প্রোস্টেট গ্লান্ড -গর্ভাশয়- জরায়ু-ও স্ত্রী রোগ শুক্র নির্দেশ করে l প্রেমের ব্যাপারে ঝামেলা ও মহিলা দ্বারা শত্রুতা নির্দেশ করে l

সপ্তম ভাবের সহিত সম্পর্কিত শুক্রের ফলাফল

এই যোগে বিবাহ নির্দেশ করে l শুক্র পীড়িত বা অশুভ না হলে সুখী দাম্পত্য জীবন নির্দেশ করে l পরিণত বয়সের আগে অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে 18-28 বছরের মধ্যে বিবাহ নির্দেশ করে l স্বামী - স্ত্রীর মধ্যে বয়সের পার্থ্যক কম হয় l জাতক জাতিকা জীবনসঙ্গীর উপর অতিরিক্ত আসক্তি পরায়ণ হয় l এরা সর্বদাই oposite sex এর প্রতি আকর্ষিত হয় এবং মিশতে ভালোবাসে l

জাতক জাতিকার জীবনসঙ্গী সুশ্রী, কমনীয়, আকর্ষণীয়, নম্র ভদ্র, শান্তিপ্রিয় ও সাজগোজ প্রিয় হয় l এরা সৌখিনতা প্রিয়, আমুদে, বিলাসী, রুচিশীল ও মিশুকে হয় l মনোমুগ্ধকর ব্যবহারের অধিকারী ও সর্বদা আনন্দ স্ফুর্তির মধ্যে থাকতে পছন্দ করে l

শুক্র পীড়িত বা অশুভ হলে বিবাহিত জীবনে sexual dissatisfaction জনিত কারণে দাম্পত্য জীবন অশান্তিপূর্ণ হয় l জীবনসঙ্গীর কাম উত্তেজনা ভালো হয় না l

অষ্টম ভাবের সহিত শুক্রের সংযোগের ফলাফল

এই যোগ সর্বপ্রকার ভোগ ও সুখসাধনের মধ্যে দিয়ে ধ্বংস নির্দেশ করে l মাদকাসক্তি, যৌনাসক্তি, মাত্রাতিরিক্ত রতিক্রিয়া জনিত ক্ষয়, অবৈধ সম্পৰ্ক, যৌনপ্রেম নির্দেশ করে l সামাজিক বদনাম, যৌনঘটিত প্রতারণা বা ষড়যন্ত্রের শিকার ও তৎসংক্রান্ত কারণে আত্মহত্যার মানসিকতা, চারিত্রিক দোষ, লাম্পট্য, sexual harassment, নারী ঘটিত গুপ্ত কারণে মৃত্যু, জোর করে যৌন আনন্দ উপভোগ, যৌন অত্যাচার, ধর্ষণ, raging, যৌনকষ্ট প্রভৃতি নির্দেশ করে l শুক্র শনি দ্বারা পীড়িত বা অশুভ হলে যৌন তৃপ্তিতে বাধা নির্দেশ করে l শুক্র - মঙ্গল ও রাহু দ্বারা পীড়িত বা অশুভ হলে বলপূর্বক যৌন নিপীড়ণের মাধ্যমে আনন্দ নির্দেশ করে l

শুক্র পীড়িত বা অশুভ হলে অমিতাচার, আমোদপ্রিয়তা, বিলাসিতা ও অতিরিক্ত ভোগজনিত কারণে স্বাস্থহানী নির্দেশ করে l

রোগভোগের মধ্যে ডায়াবেটিস, থাইরয়েড, শুক্রজাত পীড়া, যৌনরোগ, হরমোন সংক্রান্ত ব্যাধি, অন্তঃক্ষরা গ্রন্থির রোগ, মূত্রাশয়, কিডনি, প্রোস্টেট গ্লান্ড, গর্ভাশয়, জরায়ু এবং যৌনাঙ্গে রোগ নির্দেশ করে l

নবম ভাবের সহিত সম্পর্কিত শুক্রের ফলাফল

এই যোগে জাতক ধার্মিক প্রকৃতির হবে l স্ত্রী পুত্র নিয়ে সুখের সংসার হবে l সৎকর্ম, অথিতিপরায়ণ এবং ধনসম্পদের মালিকানা থাকবে l শান্ত মেজাজ, সহানুভূতিশীলতার জন্যে সকলের কাছে শ্রদ্ধা পাবে l

দশম ভাবের সহিত শুক্রের সংযোগের ফলাফল

এই যোগে জাতক বিলাসিতাপূর্ণ কর্ম, সৌখিনতাপূর্ণ কর্ম, সৌন্দর্যপূর্ণ ও রুচিশীল কর্মে নিযুক্ত থাকবে l আরামপ্রদ কর্ম পছন্দ করবে l কর্মে বেশি পরিশ্রম থাকবে না  l জাতক জাতিকা তার সামাজিক শিষ্ট ব্যবহার, মধুর স্বভাবের কারণে অতি অল্প দিনের মধ্যেই কর্মে প্রতিষ্ঠা ও সন্মান অর্জন করে থাকে l

শুক্রের প্রভাবে জাতক জাতিকা শিল্পী, অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা, flim photo নিয়ে কাজ, সৌখিন দ্রব্য, বিনোদন মূলক দ্রব্য, প্রসাধনী সামগ্রী, খাদ্যদ্রব্য সংক্রান্ত বিষয়, হোটেল- বার-রেস্টুরেন্ট ব্যবসা, অলংকার ও রত্নের ব্যবসা, বস্ত্রদ্রব্য, সুগন্ধিদ্রব্য, ফুলফল বিক্রেতা, আসবাবপত্র বিক্রেতা, কাঁচ-প্লাস্টিক নিয়ে কাজ, beauty parlor, উপহার সামগ্রীর ব্যবসা,কেমিকেল, রং, ঔষধ, চন্দন কাঠ, তেল, পেট্রল জাত দ্রব্য, চিনি-দুধ-মিষ্টি নিয়ে কাজ নির্দেশ করে l

একাদশ ভাবের সহিত শুক্রের সংযোগের ফলাফল

জাতক সৌখিন হয়, সুন্দরের প্রতি আকৃষ্ট হয়, ভালো ব্যাবসায়ী, সঙ্গীতজ্ঞ, কলাবিদ্যায় পারদর্শী হয় অর্থাৎ জাতক গুণবান, রূপবান, ধনবান, বিদ্যান এবং ভ্রমণপ্রিয় হবেন l জাতক ভালো অভিনেতা হতে পারে এবং মহিলাদের দ্বারা উপকৃত হন এবং সাফল্য পান l গৃহে আনন্দ উৎসব লেগেই থাকবে l সাধারণত কন্যা সন্তানের পিতা হন l

দ্বাদশ ভাবের সহিত শুক্রের সংযোগের ফলাফল

এই যোগে অতিরিক্ত আমোদপ্রমোদের ব্যাপারে ক্ষতি, অবনতি, স্বাস্থহানী হতে পারে l স্ত্রীলোকের কারণে, বিলাসব্যসনে জাতকের ব্যায় হয় l স্ত্রীলোকের দ্বারা গুপ্তশত্রুতা, ক্ষতি হওয়াও অসম্ভব নয় l গুপ্ত প্রণয়ের স্বাস্থক্ষয় অপব্যয় বা স্ত্রীলোকের দ্বারা জাতক সর্বশান্ত হতে পারে l প্রেমের ব্যাপারে ব্যর্থতা ও বিচ্ছেদ নির্দেশ করে l অলংকার, জুয়েলারি দ্রব্য, বাহন চুরি হয়ে যাওয়া বা বিক্রয় হয়ে যাওয়া নির্দেশ করে l নারী ঘটিত কারণে জেল হাজতবাস নির্দেশ করে l

দ্বাদশ ভাবে শুক্রের অবস্থান থেকে জ্যোতিষশাস্ত্রে শয্যাসুখ বিচার করা হয় l দ্বাদশ ভাব বিচ্ছেদ স্থান, প্রতীক চিহ্ন শেষশয্যা l দৈহিক সুখের মাধ্যমেই আমাদের ব্রহ্মবীর্যের ক্ষয় হয় এবং মোক্ষলাভ থেকে বঞ্চিত হয়ে আমরা মৃত্যুর মুখে পতিত হই l এই কারণে দ্বাদশ ভাব থেকে শয্যাসুখ বা যৌনসুখ বিচার করা হয় l

This is one of the stage of how to learn Vedic and Modified KP Astrology.

If you want to know more about Astrology lesson ---

Please comments and to get early notifications --- follow and share this article.





Fortuna point --- আপনার সৌভাগ্যের দিশারী

   FORTUNA POINT বা সৌভাগ্য বিন্দু

আপনি কি জানেন আপনার সৌভাগ্য কখন --- কোন দিক থেকে উদয় হবে --- দেখুন আপনার সৌভাগ্য বিন্দু কি বলছে?



জ্যোতিষ সম্পর্কিত কৃষ্ণমূর্তি পদ্ধতির একটি অন্যতম বিষয় হল Fortuna point l এই Fortuna point থেকে জাতকের সৌভাগ্য কোন ভাব থেকে উদয় হবে তা জানা যায় l বর্তমান পরিস্থিতিতে মানুষ আজ মানসিক ও অর্থনৈতিক দিক থেকে বিপর্যস্থ  --- সঙ্গে যুক্ত হয়েছে সন্তানের বিদ্যাশিক্ষা সংক্রান্ত সমস্যা, চাকুরী সংক্রান্ত সমস্যা,সাংসারিক সমস্যা প্রভৃতি l কখন হবে আপনার হতাশার অবসান আর কোন দিক থেকে হবে আপনার সৌভাগ্যের সূচনা  --- তা নির্দেশ করে ফরচুনা (Fortuna)l  Fortuna র অপর নাম হল Pars Fortuna --- এটি রাশিচক্রের অন্যতম বিশেষ বিন্দু ও সাফল্যের দিশারী l Fortuna র অর্থ হল সৌভাগ্য l

Fortuna নির্ণয়ের পদ্ধতি ---

আমাদের জন্ম রাশিচক্র 12টি ভাব, নয়টি গ্রহ ও লগ্নবিন্দু নিয়ে গঠিত l সর্বপ্রথম রাশিচক্রের লগ্ন বিন্দুর sign, degree, minute এর সহিত চন্দ্রের sign, degree, minute যোগ করে তার থেকে রবির sign, degree, minute বিয়োগ করতে হবে l যদি লগ্নবিন্দু ও চন্দ্রের sign, degree, minute এর যোগফল রবি অপেক্ষা কম হয় তবে লগ্নবিন্দু ও চন্দ্রের যোগফলের সহিত 12 sign যোগ করে নিতে হবে l জ্যোতিষ মতে মেষ রাশিকে 0 sign ধরে পরবর্তী রাশিগুলিকে যথাক্রমে 1,2,3,4, --- হিসাবে, লগ্নবিন্দু/ লগ্নস্ফুট ও চন্দ্রোষ্ফুটের যোগফল থেকে রবিষ্ফুটের বিয়োগফলকে sign- degree-minute এ convert করলে যে স্ফুট আমরা পাবো, তাহাই Fortuna point বা সৌভাগ্য বিন্দু l এবার দেখতে হবে বিয়োগফলের স্ফুটটি কোন sign/ রাশিতে পড়েছে অর্থাৎ আপনার জন্ম রাশিচক্রের কোন ভাবে অবস্থিত এবং উক্ত ভাব থেকেই বিচার্য কোন বিষয়কে কেন্দ্র করে হবে আপনার ভাগ্যোদয় ?

উদাহরণ স্বরূপ ধরা যাক কোনও জাতকের জন্ম লগ্নস্ফুট মেষ রাশির 16° 37´, চন্দ্রস্ফুট বৃষ রাশির 11° 45´ এবং রৰিস্ফুট কন্যা রাশির 13° 46´

অর্থাৎ জাতকের Fortuna Point বা সৌভাগ্য বিন্দু হবে ধনু রাশির 14° 26´

এক্ষেত্রে জাতকের লগ্ন অনুসারে নবম ভাবে অবস্থিত Fortuna Point, নবম ভাব নির্দেশ করে ভাগ্য অর্থাৎ ভাগ্যের সহায়তা জাতক অনুকূল দশান্তর্দশায় সর্বদাই পাবেন l বিশেষ করে উচ্চশিক্ষার মাধ্যমে সাফল্য প্রাপ্তি নির্দেশ করছে l 

দ্বাদশ ভাব স্বাপেক্ষে Fortuna Point/সৌভাগ্য বিন্দু কিরূপ ফল প্রদান করে ?

*** সৌভাগ্য বিন্দু লগ্নে অবস্থিত হলে জাতক স্বীয় প্রচেষ্টায় উন্নতির শিখরে পৌঁছাবে l

*** সৌভাগ্য বিন্দু দ্বিতীয়ে অবস্থিত হলে জাতকের অর্থনৈতিক অবস্থা ভালো হবে l পরিবারের সাথে সুসম্পর্ক থাকবে l ধনসম্পত্তির মালিক হবে l ভালো বক্তৃতা দেবার ক্ষমতা থাকবে l

*** সৌভাগ্য বিন্দু তৃতীয়ে অবস্থিত হলে জাতক খুব অল্প সময়ের মধ্যে উচ্চমহলের সাথে যোগাযোগের মাধ্যমে জীবনে উন্নতি করবে l কোনও বিখ্যাত ব্যাক্তির সহিত যোগাযোগ ঘটে l এজেন্সি মূলক ব্যবসা থেকে বা ভাইবোনের সাহায্যে ভাগ্যোন্নতি ঘটে l

*** সৌভাগ্য বিন্দু চতুর্থে অবস্থিত হলে জাতকের প্রাথমিক শিক্ষায় উন্নতি ঘটে l মায়ের সহিত সুসম্পর্ক থাকে এবং মাতৃসূত্রে সম্পত্তি লাভ হয় l

*** সৌভাগ্য বিন্দু পঞ্চমে অবস্থিত হলে জাতক সন্তান সুখে সৌভাগ্যশালী হন l শেয়ার ও ফাটকা মূলক বিষয়াদি হতে লাভবান হতে পারেন l এছাড়া নাচ, গান, অভিনয়, ছবি আঁকা, শিল্প চর্চা প্রভৃতি বিষয়ে সাফল্য নির্দেশ করে l

*** সৌভাগ্য বিন্দু ষষ্ঠে অবস্থিত হলে জীবনে চাকুরীর মাধ্যমে উন্নতি l সহজেই লোন প্রাপ্তির সম্ভবনা l

*** সৌভাগ্য বিন্দু সপ্তমে অবস্থিত হলে জাতকের বিবাহের পর উন্নতি নির্দেশ করে l ব্যবসায়িক সাফল্য বা অংশীদারি ব্যাবসায় সাফল্য নির্দেশ করে l

*** সৌভাগ্য বিন্দু অষ্টমে অবস্থিত হলে জাতক উত্তরাধিকার সূত্রে লাভবান হন, বৈবাহিক সূত্রে প্রাপ্তি নির্দেশ করে, অপরিচিত ব্যাক্তির কাছ থেকে সাহায্য প্রাপ্তি, উইল সূত্রে প্রাপ্তিযোগ, বিনা পরিশ্রমের লাভবান হওয়া নির্দেশ করে l

*** সৌভাগ্য বিন্দু নবমে অবস্থিত হলে পিতার সহিত সুসম্পর্ক, জীবনে ভাগ্যের সহায়তা পাওয়া, উচ্চশিক্ষার মাধ্যমে, গুরুগিরির দ্বারা ও দার্শনিক সুলভ মানসিকতা জাতকের জীবনে সাফল্য আনয়ন করে l নবমে Fortuna র অর্থ হল ভাগ্যস্থানে ভাগ্যদেবী অর্থাৎ না চাইতেও জাতক জীবনে অনেক কিছু পেয়ে যায় এবং ঈশ্বরের আশীর্বাদ বা কৃপা বা অনুগ্রহ পেয়ে থাকেন --- যা তিনি অন্তরে অনুভব করেন l

*** সৌভাগ্য বিন্দু দশমে অবস্থিত হলে জাতক কর্মের মাধ্যমে নাম, যশ, খ্যাতি লাভ করবে l উচ্চপদস্থ ব্যাক্তির আনুকূল্য পাবে l জনপ্রিয়তা পাবে l

*** সৌভাগ্য বিন্দু একাদশে অবস্থিত হলে জাতক সর্বক্ষেত্রেই সফলতা পাবে বিশেষ করে বন্ধুদের সহায়তা জীবনে সাফল্যের অন্যতম সহায়ক হয়ে ওঠে l

*** সৌভাগ্য বিন্দু দ্বাদশে অবস্থিত হলে জাতক জন্মস্থান হতে দূরবর্তী স্থানে বা বিদেশে সাফল্য পান এবং বিনিয়োগে সাফল্য আসে l

এবার প্রশ্ন হল জাতক কখন পাবে সাফল্য ?

প্রথমেই দেখা যাক Fortuna Point, ধনু 14° 26´ অর্থাৎ Fortuna Point এর নক্ষত্রপতি ও সাবপতি উভয়েই শুক্র  l তাহলে জাতক কি শুক্রের দশা ও শুক্রের অন্তর্দশায় সাফল্য পাবে  --- না তার কোনও সম্ভবনা নেই কারণ জাতকের জন্ম চন্দ্রের দশায়, জাতকের শুক্রের দশা পাওয়ার সম্ভবনা এ জীবনে খুবই কম আর পেলেও সেই বয়সে সাফল্য পাওয়া  --- নৈব নৈব চ l Fortuna Point বা সৌভাগ্য বিন্দুর ফলাদেশের নিয়ম হল Fortuna Point এর নক্ষত্রপতি ও সাবপতির দশান্তর্দশায় জাতক জাতিকা সাফল্য পাবে --- যা এই জাতকের ক্ষেত্রে প্রায় অবাস্তব ব্যাপার এবং Fortuna Point এর ফলাদেশ না মেলার অন্যতম কারণ এটাই l এর ফলস্বরূপ জ্যোতিষশাস্ত্রের উপর মানুষের আস্থা হারিয়ে ফেলা l

আরও দেখুন ---How to learn Modified KP Astrology ?

https://modifiedkpastrology.blogspot.com/2020/11/how-to-learn-astrology.html

তাহলে আমরা Fortuna Point সংক্রান্ত ফলাদেশ কিভাবে করবো ?

প্রথমেই আসি গ্রহরা কিভাবে ফল দেয় এবং একটি গ্রহ কিভাবে অন্যান্য গ্রহদের সহিত সম্পর্কিত হয় ---আর আমরা একটি গ্রহের বলবত্তা বা শুভত্ব -অশুভত্ব কি ভাবে বুঝবো আর গ্রহটিই বা কিভাবে ফল দেবে ?

        একটি গ্রহ তা নৈসর্গিক শুভ বা অশুভ, নীচস্থ বা তুঙ্গস্থ যাই হোক না কেন - বিচার সর্বদা নিরপেক্ষ হতে হবে l শনি, রাহু মানেই অশুভ আর বৃহস্পতি মানেই শুভ তা কেন ? একটি বিষয় সর্বদাই মনে রাখবেন যে কোনো অঙ্কিত রাশিচক্রে প্রত্যেকটি গ্রহেরই কিছু শুভত্ব কিছু অশুভত্ব আছে, চূড়ান্ত শুভ বা অশুভ গ্রহ বলে কিছু হওয়া সম্ভবপর নয় l

   * সর্বপ্রথম দেখতে হবে বিচার্য গ্রহটি কোন গ্রহের নক্ষত্রে আছে, উক্ত নক্ষত্রপতির নক্ষত্রে আর কোনো গ্রহ আছে কি না ?

   * বিচার্য গ্রহটির নক্ষত্রে কোনো গ্রহ আছে কি না ?

   * বিচার্য গ্রহটি কোন কোন গ্রহদের সহিত পেক্ষা/দৃষ্টি .(সনাতন দৃষ্টি ও Western Aspects) আবদ্ধ ?

 *** সংশোধিত কৃষ্ণমূর্তি পদ্ধতির ক্ষেত্রে এর সঙ্গে যুক্ত হবে

   * বিচার্য গ্রহটি কোন কোন ভাবের সাবপতি ?

  * বিচার্য গ্রহটির নক্ষত্রে অবস্থিত গ্রহ কোন কোন ভাবের সাবপতি ?

  * বিচার্য গ্রহটির সাবে অবস্থিত গ্রহটি কোন কোন ভাবের সাবপতি ?

    অর্থাৎ একটি গ্রহের শুভত্ব-অশুভত্ব নির্ণয় করতে হলে বা গ্রহটির সঠিক নিদেশনামা পর্যবেক্ষণ করতে হলে অনেকগুলি পর্যায়কে বিচারের আওতায় আনতে হয় l

    ধরা যাক বিচার্য গ্রহটি বৃহস্পতি কন্যা রাশিতে, চন্দ্রের নক্ষত্রে শুক্রের সাবে অবস্থিত l চন্দ্রের নক্ষত্রে রবি আর বৃহস্পতির নক্ষত্রে চন্দ্র ও শনি অবস্থিত l বৃহস্পতি দ্বিতীয় ও একাদশ ভাবের সাবপতি, চন্দ্র পঞ্চম ও অষ্টম ভাবের সাবপতি, শুক্র দ্বাদশ ভাবের সাবপতি l

তাহলে বৃহস্পতি 2,11 র নির্দেশক হওয়া স্বত্তেও কি কেবলমাত্র শুভ ফলদাতা গ্রহ ? না তা নয়, কারণ বৃহস্পতির নক্ষত্রপতি চন্দ্র 5, 8 এবং সাবপতি শুক্র 12 ভাবের স্পন্দনযুক্ত/নির্দেশক l বৃহস্পতি যেহেতু চন্দ্র, শুক্র, বুধ, শনি, রবির সহিত সম্পর্কিত (বুধের অপর রাশি মিথুনে কোনো গ্রহ অবস্থিত হলে তাও বৃহস্পতির সঙ্গে সম্পর্কিত হতো এবং বৃহস্পতির সঙ্গে পেক্ষা দ্বারা যুক্ত গ্রহরাও সম্পর্কিত হতো) সেহেতু বৃহস্পতিকে আমরা কখনোই কেবলমাত্র শুভ ফলদাতা গ্রহ বলতে পারি না, কারণ সম্পর্কিত গ্রহ চন্দ্র 8 এর এবং শুক্র 12 এর নির্দেশক হওয়ায় বৃহস্পতির নির্দেশনামায় 2,11 স্পন্দন স্বাপেক্ষে 8,12 স্পন্দনও উপস্থিত l এরূপে যেকোনো রাশিচক্রের প্রায় প্রত্যেকটি গ্রহই অধিকাংশ গ্রহের সহিত সম্পর্কিত l সুতরাং প্রত্যেকটি গ্রহের মধ্যেই শুভাশুভ ফলদানের ক্ষমতা আছে - কোনো গ্রহই সম্পূর্ণ শুভ বা অশুভ হয় না বা সম্ভবপর নয় l এরূপে বৃহস্পতি যেমন অশুভ হতে পারে ঠিক একইভাবে রাহু বা শনি শুভ ফলদাতা গ্রহ হতেই পারে l

এবার আসি উপরিউক্ত জাতকের রাশিচক্রের গ্রহসন্নিবেশ সম্পর্কে, জাতকের মেষ লগ্ --- ,লগ্নে শনি শুক্রের নক্ষত্রে, দ্বিতীয় চন্দ্র নিজ নক্ষত্রে, পঞ্চমে শুক্র নিজ নক্ষত্রে এবং কেতু রবির নক্ষত্রে, ষষ্ঠে রবি, বুধ ও বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে, নবমে লগ্নপতি মঙ্গল কেতুর নক্ষত্রে, একাদশে রাহু বৃহস্পতির নক্ষত্রে l

দেখুন Fortuna Point এর নক্ষত্রপতি ও সাবপতি শুক্র, তাহলে শুক্রের সহিত সম্পর্কিত গ্রহগুলিকে দেখা দরকার l শনি শুক্রের নক্ষত্রে, শুক্রের নক্ষত্রে অন্য কোনও গ্রহ নেই, শুক্রের রাশিতে চন্দ্র,  শুক্র কেতুযুক্ত,  --- রবির রাশিতে, শনির রাশিতে রাহু অর্থাৎ শুক্রের সহিত সম্পর্কিত গ্রহরা হল শনি, কেতু, চন্দ্র ও রাহু l

শুক্রের নক্ষত্রে শনি অর্থাৎ শনির দশা বা অন্তর্দশা অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাহু শনির রাশিতে অর্থাৎ শনির প্রতিনিধি, রাহু বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির ফল রাহু প্রদান করবে l চন্দ্রের দশায় জাতকের জন্ম হলে সাফল্য পাওয়ার সময় কোনগুলি ?

 রাহু - বৃহস্পতি,

 রাহু - শনি,

রাহু  - কেতু

রাহু - শুক্র

রাহু - চন্দ্র

বৃহস্পতি - শনি

বৃহস্পতি - কেতু

বৃহস্পতি - শুক্র

বৃহস্পতি - চন্দ্র

শনি - শনি

শনি - কেতু

শনি -শুক্র

শনি - চন্দ্র

শনি - রাহু

শনি - বৃহস্পতি

এগুলি হল সম্ভাব্য দশান্তর্দশা, গ্রহের নির্দেশনামা ও গোচর স্বাপেক্ষে ফলাদেশ করলে তা মিলতে বাধ্য lগ্রহের নির্দেশনামা নির্দেশ করবে কোন দিক থেকে সাফল্য আসবে আর দশান্তর্দশা নির্দেশ করবে অনুকূল সময় l

আরও দেখুন ---

ভাবস্ফুট পদ্ধতির অনুশাসন অনুসারে একটি বিবাহ বিচার 

How to predict marriage in  Astrology  ---By Biswajit Paul

https://modifiedkpastrology.blogspot.com/2020/09/modified-kp-astrology-prediction-on.html

This is one of the stage of how to learn Vedic and Modified KP Astrology.

If you want to know more about Astrology lesson ---

Please comments and to get early notifications --- follow and share this article.







শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

Cuspal sublord and their significance (Lesson 1/part 3)

Modified KP Astrology  

        Astrology  Rullings

       Lesson 1 ---  ( Part -3 )

Modified KP Astrology Rullings





 Cuspal Sublord and their significance of forth house : ---

1 + 1 =

লগ্নের sublord লগ্নের significator হলে (KP Astrology- র ক্ষেত্রে) জাতক স্বাস্থ্যের ব্যাপারে যত্নবান হবে l রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে l স্বচেষ্টায় সাফল্য লাভ হবে l

সনাতন বা বৈদিক Astrology র ক্ষেত্রে ধরতে হবে লগ্নপতি লগ্নে অবস্থিত/থাকলে জাতক স্বাস্থ্যের ব্যাপারে যত্নবান হবে l রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে l স্বচেষ্টায় সাফল্য লাভ হবে l

     ***   ( আমি KP  ও  Modified KP Astrology - র rullings  বলছি, আপনারা প্রথমটার মত সব rullings- এর জন্যে --- সনাতন বা বৈদিক জ্যোতিষের ক্ষেত্রে sublord এর জায়গায় ভাবপতি ধরে নেবেন  )

 4 +1=

জাতকের শিক্ষার প্রতি ঝোক থাকবে, নিজেস্ব সম্পত্তি হবে, পৈতৃক সম্পত্তি থাকবে l মাতার সহিত সুসম্পর্ক থাকবে, নিজেস্ব গাড়ি হবে l জাতকের মধ্যে দয়া, মায়া, স্নেহ, মমতা থাকবে l

4+2=

এই যোগ জমি-জায়গা, বাড়ি, গাড়ি থেকে উপার্জন নির্দেশ করে l মায়ের থেকে অর্থলাভ, গৃহপালিত পশুপাখি, জীবজন্তু, খামার, মজুত শস্য  থেকে আয়, পুকুর - জলাশয় থেকে আয় নির্দেশ করে l মূল্যবান আসবাবপত্র নির্দেশ করে l

4+3=

বাসস্থান বা বাসগৃহের পরিবর্তন হবে, ভ্রাতা ভগ্নির বিদ্যাশিক্ষা, গৃহ ও বাহনের ক্ষেত্রে শুভ l জমি বাড়ি ঘর প্রভৃতির দালালি নির্দেশ করে l বিদ্যাশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট আগ্রহ ও কৌতূহলী মানসিকতা থাকবে l বাড়িঘর তৈরির ব্যাপারে আগ্রহ থাকবে l এই যোগে ভাতৃসম্পত্তি, জ্ঞাতির গৃহ, ভ্রাতার বাহন প্রভৃতি নির্দেশ করে l সাংবাদিকতা, হিসাবশাস্ত্র, গণিত প্রভৃতি বিষয়ে বিদ্যাশিক্ষা নির্দেশ করে l পাড়াপ্রতিবেশী বা বাড়ির আশেপাশের পরিবেশ নির্দেশ করে, বাড়িতে জলের পাইপ/লাইন, ইলেকট্রিক কানেকশন, টেলিভিশন, কেবল লাইন কানেকশন, ইন্টারনেট কানেকশন প্রভৃতির নির্দেশক l বাড়ির পাশে রাস্তা, ড্রেন প্রভৃতি নির্দেশ করে l ভ্রাতাভগ্নির সাথে মাতার সম্পৰ্ক, গৃহে দীর্ঘকালীন জ্ঞাতি বা আত্মীয়স্বজনের উপস্থিতি নির্দেশ করে l

4+4=

এই যোগে স্থাবর সম্পত্তি, বাড়ি, গাড়ি, জায়গাজমি প্রভৃতি নিজেস্ব ও সুরক্ষিত থাকবে l জাতক  স্বক্ষেত্রে বা জন্মকালীন এলাকায় বসবাসের পক্ষপাতী হবে l এই যোগ মাতার স্বাস্থ্য ও জাতকের বিদ্যাশিক্ষার ক্ষেত্রে শুভ l

4+5=

এই যোগে জাতক সৌখিন বাড়িগাড়ি, সৌখিন দ্রব্যাদি, আসবাবপত্র, বস্ত্রাদি ব্যবহার করবে l মনোরঞ্জন মূলক পুস্তকাদি পাঠ, শিক্ষাগ্রহণ, শিল্পকলায় আকর্ষণ থাকবে এবং উক্ত বিষয়ে পঠন পাঠন নির্দেশ করে l শেয়ার মার্কেট, অভিনয় নিয়ে পড়াশোনায় আগ্রহী হবে l গৃহে সৌখিনতার ছাপ থাকবে, সুন্দর বেডরুম, ব্যালকনি, বাথরুম, সন্তানদের কক্ষ, গৃহজ সুখশান্তি নির্দেশ করে l এই যোগ ফুলের বাগান, হোটেল, বিশ্রামাগার, ডান্সিং হল, গৃহে মন্দির নির্মাণ, পার্ক, সুইমিং পুল, বার ও রেস্টুরেন্ট, সিনেমা হল, টিভি, music system, এয়ার কন্ডিশনার প্রভৃতি নির্দেশ করে l

4+6=

এই যোগে মাতার স্বাস্থহানী, মায়ের সঙ্গে শত্রুতা বা মায়ের দ্বারা শত্রুতা, জমিজমা সংক্রান্ত ব্যাপারে মামলা-মোকদ্দমা, প্রতিযোগিতামূলক বিষয়ে বা চাকরি সংক্রান্ত বিষয়ে পড়াশোনা নির্দেশ করে l এছাড়া ভাড়াবাড়িতে থাকা, গৃহে চুরি বা ভৃত্যদের থাকবার ঘর, জমি বাড়ি নিয়ে শত্রুতা, বাড়ি, গাড়ি, পুকুর, জায়গা-জমি লিজ বা নেওয়া  নির্দেশ করে l

4+7=

এই যোগে ব্যাবসার জায়গা, ব্যাবসার কারণে গৃহ নির্মাণ,  গৃহে ব্যবসা, ব্যাবসায়িক প্রতিষ্ঠান নির্দেশ করে l মাতা বা মাতৃস্থানীয়া কারোর ব্যবসা, পড়াশোনা/বিদ্যাশিক্ষা সংক্রান্ত ব্যবসা, বাসস্থানের নিকটবর্তী এলাকায় বিবাহ যোগ, জায়গা জমি, গাড়ি  বাড়ি সংক্রান্ত ব্যবসা, অন্যের সম্পত্তি, স্বামী বা স্ত্রীর সম্পত্তি নির্দেশ করে l মাতার সহিত বৌমা/জামাইয়ের সুসম্পর্ক থাকবে

4+8=

এই যোগে বিদ্যালাভে/বিদ্যাশিক্ষায় বাধাবিঘ্ন, গৃহ, বাড়ি বাসস্থানের সমস্যা, সাংসারিক বা পারিবারিক অশান্তি, মামলা-মোকদ্দমা, বাহন লাভে বাধা, বাহনের ক্ষয়ক্ষতি, বাহন দুর্ঘটনা, বাহন নিয়ে বিপদে পড়া, পুরাতন বাহন বা বাড়ি লাভ , মায়ের দুর্ঘটনা বা বিপদ, মায়ের কারণে অশান্তি, নিজ সম্পত্তি প্রাপ্তিতে বাধা, গৃহ থেকে বিতাড়িত, মায়ের অপারেশন, আঘাত প্রাপ্তি, বক্ষজো পীড়া, heart surgery, উত্তরাধিকার সূত্রে বা উইল সূত্রে সম্পত্তি প্রাপ্তি, অসামাজিক এলাকায় বসবাস, ভাঙাচোরা জীর্ণ অস্বাস্থকর দুর্গন্ধযুক্ত পরিবেশে বসবাস, বিপদজনক বাড়িতে বসবাস, গৃহে দুর্ঘটনা, ভূমিকম্পে ক্ষতি, যানবাহনের যন্ত্র বিকল হয়ে যাওয়া প্রভৃতি নির্দেশ করে l

4+9=

এই যোগে উচ্চশিক্ষালাভ, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, পিতৃ-মাতৃ সাহচর্যলাভ, ধর্ম, দর্শন, রাজনীতি, শাসন বিভাগ, আইন প্রভৃতি বিষয় নিয়ে পড়াশোনা করা ও পিতৃগৃহে বসবাস নির্দেশ করে l

4+10=

এই যোগে বাসস্থানের নিকটবর্তী এলাকায় কর্ম, বিদ্যাশিক্ষা মূলক কর্ম, শিক্ষকতা মূলক কর্ম, professional course বা কর্মমুখী প্রশিক্ষণ নির্দেশ করে l এই যোগে কর্মস্থল, কর্মের প্রতিষ্ঠান, কারখানা, বাহন সংক্রান্ত কর্ম, গৃহ হতে কর্ম, কৃষিকাজ, জমি-জায়গা-ঘর-বাড়ি-খামার-খনি-জলাশয়-পুকুর-কূপখনন সংক্রান্ত কর্ম নির্দেশ করে l

4+11

এই যোগে গৃহ, বাড়ি, ভূমি, বাসস্থান বা সম্পত্তি লাভ, সুন্দর/ভালো পরিবেশে বসবাস, সাধারণ শিক্ষায় সাফল্য ও উন্নতি, মায়ের সুস্বাস্থ বা মায়ের সহিত সুসম্পর্ক, বাহনলাভ, গৃহ, ভূমি, সম্পত্তি সংক্রান্ত আয়, গৃহস্থালির প্রয়োজনীয় উপকরণ লাভ, সাংসারিক উন্নত ও পৈতৃক সম্পত্তি লাভ -4 + 11 + শনি নির্দেশ করে l

4+12

এই যোগে বাসগৃহ বা বাসস্থান পরিবর্তন, বাসস্থান বা গৃহসম্পত্তির অপচয় বা ক্ষয়ক্ষতি, সম্পত্তি বিক্রয় করা, সম্পত্তি দান করা, গৃহ সম্পত্তি নষ্ট হয়ে যাওয়া, বাসস্থান ত্যাগ করা, অন্যের সম্পত্তি ছিনিয়ে নেওয়া বা দখল হয়ে যাওয়া, মাতার অসুস্থতা, বাড়ির পিছনে ব্যায়, গাড়ি বা আসবাবপত্রের কারণে ব্যায়, বিদ্যাশিক্ষায় চ্ছেদ বা ব্যার্থতা, বিদ্যাশিক্ষার কারণে দূরগমন বা বিদেশ ভ্রমণ, মাতার থেকে দূরে থাকা, মাতৃহানি, মায়ের সহিত মানষিক দূরত্ব/বিচ্ছেদ, মাতা নিরুদ্দেশ হয়ে যাওয়া, সারাজীবন জমি বাড়ি না হওয়া, বাহন চুরি যাওয়া (4+12+শুক্র+কেতু), গৃহস্থালির দ্রব্যাদি হারিয়ে যাওয়া বা বিক্রি করে দেওয়া, স্থানপরিবর্তন বা জন্মস্থান হতে অন্যত্র দূরে কোথায় চলে যাওয়া, গৃহসম্পত্তি বিক্রি করে দেওয়া নির্দেশ করে l


 Cuspal Sublord and their significance of fifth house : ---

5+1=

জাতকের খেলাধুলার প্রতি ও ফাটকা জাতীয় বিষয়ে আগ্রহ থাকবে l জাতক সৌখিনতাপ্রিয়, বিলাসী, রোমান্টিক, moody, সুন্দরের পূজারী, সুস্বাস্থের অধিকারী ও সুন্দর দেখতে হবে l জাতকের শিল্পী সুলভ মানসিকতা থাকবে l কোনও ব্যাপারে চিন্তা বা বিশেষ মাথাব্যাথা থাকবে না l

5+2=

সঙ্গীত, চলচ্চিত্র, অভিনয়, খেলাধুলা যে কোনো বিনোদনমূলক বিষয় থেকে অর্থলাভ, আয়ের সাচ্ছন্দ, সন্তান থেকে অর্থলাভ, সুন্দর মুখমন্ডল-নেত্র-বাচনভঙ্গি নির্দেশ করে l শিল্পের ব্যাপারে কণ্ঠের প্রয়োগ যেমন --- আবৃত্তিকার, সংগীতশিল্পী, ঘোষক, সংবাদপাঠক, উপস্থাপক প্রভৃতি নির্দেশ করে l ফাটকামূলক বিষয় থেকে অর্থলাভ, আর্থিক স্বাচ্ছন্দ, অর্থ নিয়ে বিশেষ চিন্তিত না হওয়া নির্দেশ করে l

5+3=

এই যোগে প্রেমজ যোগাযোগ, প্রেমজ সম্পৰ্ক থেকে মানষিক প্রশান্তি নির্দেশ করে l জাতক ছোটদের প্রিয় হবে এবং ভালোবাসবে, শিশুসুলভ মানসিকতা ও আচরণ যুক্ত হবে l অঙ্কনশিল্প, নাচ, গানবাজনা, অভিনয়, চলচ্চিত্র প্রভৃতি বিষয়ে আগ্রহ ও আকর্ষণ থাকবে l এই যোগ উপস্থিত বুদ্ধি, বিশ্লেষণী ক্ষমতা,  মনের প্রফুল্লময় অবস্থা, হাতের কারুকার্য, হাতের খেলা, তাস, লটারি, ফাটকামূলক খেলা প্রভৃতি নির্দেশ করে l জাতক ভাইদের প্রতি স্নেহশীল ও যত্নবান হয়, শিশুদের নিয়ে সময় কাটাতে পছন্দ করবে l সন্তানের সহিত যোগাযোগ, লটারি বা ফাটকামূলক বিষয়ের প্রতি ঝোক বা আগ্রহ, ভাই বোনের দ্বারা মানষিক তৃপ্তি বা আনন্দলাভ নির্দেশ করে l অনেক সময় অশুভ যোগে মানষিক রোগ নির্দেশ করে l

5+4=

এই যোগে জাতক সৌখিন বাড়িগাড়ি, সৌখিন দ্রব্যাদি, আসবাবপত্র, বস্ত্রাদি ব্যবহার করবে l মনোরঞ্জন মূলক পুস্তকাদি পাঠ, শিক্ষাগ্রহণ, শিল্পকলায় আকর্ষণ থাকবে এবং উক্ত বিষয়ে পঠন পাঠন নির্দেশ করে l শেয়ার মার্কেট, অভিনয় নিয়ে পড়াশোনায় আগ্রহী হবে l গৃহে সৌখিনতার ছাপ থাকবে, সুন্দর বেডরুম, ব্যালকনি, বাথরুম, সন্তানদের কক্ষ, গৃহজ সুখশান্তি নির্দেশ করে l এই যোগ ফুলের বাগান, হোটেল, বিশ্রামাগার, ডান্সিং হল, গৃহে মন্দির নির্মাণ, পার্ক, সুইমিং পুল, বার ও রেস্টুরেন্ট, সিনেমা হল, টিভি, music system, এয়ার কন্ডিশনার প্রভৃতি নির্দেশ করে l

5+5=

এই যোগে জাতক আরামপ্রিয়, রোমান্টিক, বিলাসী, সখ সৌখিনতা প্রিয়, আকর্ষণী ক্ষমতার অধিকারী হবে l জাতকের শিল্প কলার প্রতি ঝোক থাকবে ও প্রেমিক সুলভ আচরণ করবে, সর্বদা অপরের প্রতি আকর্ষণ অনুভব করবে l জাতকের মনে সদা প্রেম ভালোবাসা থাকবে, সামাজিকতা ও রুচিবোধের অধিকারী হবে l বুদ্ধি ভালো হবে, কর্মের প্রতি বিশেষ ঝোক থাকবে না l এই যোগে সন্তানলাভ নির্দেশ করে l জাতক আনন্দ স্ফূর্তি করে জীবন কাটাতে পছন্দ করবে, বুদ্ধি ভালো হবে, ঝুঁকিপূর্ণ বিষয়ে আগ্রহ থাকবে, সুন্দরের প্রতি আকর্ষণ অনুভব করবে, খেলাধুলার প্রতি ঝোক, প্রখর বুদ্ধি, অনুভূতি শক্তি ভালো হবে, artistik nature, গান বাজনা আনন্দ উৎসবের প্রতি ঝোক, ও পূজা পার্বনের দিকে ঝোক থাকবে l

5+6=

এই যোগে সন্তানের স্বাস্থ্য খারাপ হবে, জাতক বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত হবেন, মহিলা দ্বারা বা কতৃক শত্রুতা নির্দেশ করে l প্রেমজ সম্পর্কে চ্ছেদ বা শত্রুতা, সন্তানের সঙ্গে শত্রুতা-মামলা মোকদ্দমা, ভাড়াটিয়ার সহিত প্রেম, প্রেমের কারণে শত্রুতা, ভৃত্য বা কর্মচারীর সহিত প্রেম,(5+6+শনি), শিল্পকলা, মেধা, শিল্প, ক্রীড়া প্রভৃতি বিষয়ে প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা নির্দেশ করে l পঞ্চম ভাব যে সকল অঙ্গপ্রতঙ্গ নির্দেশ করে সেইসকল অঙ্গপ্রতঙ্গে ব্যাধি বা রোগভোগ যেমন পেটের রোগ, লিভার, পাকস্থলী, পিত্ত, অগ্ন্যাশয় সংক্রান্ত সমস্যা, মানষিক রোগ নির্দেশ করে l

5+7=

এই যোগে অন্যের সান্নিধ্যে মানসিক শান্তি ও আনন্দ, কারো সাথে প্রেমজ সম্পৰ্ক বা প্রেমজ বিবাহ, সুন্দর বিবাহিত জীবন বা সুখী দাম্পত্য জীবন, বিবাহিত জীবনে রোমান্টিকতা, পুনর্মিলন, স্ত্রী সূত্রে লাভ, বিপরীত লিঙ্গের প্রতি তীব্র আকর্ষণ, প্রেম নিবেদন, নিজেস্ব পছন্দে বিবাহ, বিবাহিত জীবনে মানসিক ও শারীরিক তৃপ্তি লাভ, বিবাহিত জীবনে পর্যাপ্ত রোমান্স, অপরের ভালোবাসা লাভ, সন্তানের বিবাহ, জাতক মিশুকে হবে অর্থাৎ অপরের সাথে খুব সহজেই মিশতে পারবে এবং সকলেই পছন্দ করবে l সন্তানের সহিত মাতাপিতার সম্পর্ক ভালো থাকবে l

5+8=

এই যোগে সন্তান প্রাপ্তিতে বাধা, পেটে অস্ত্রপ্রচার, পেটে কষ্ট, stomach, pancreas প্রভৃতির সমস্যা, সিজারিয়ান বেবি অর্থাৎ অপেরেশনের মাধ্যমে সন্তান লাভ, অবৈধ সন্তান, মনোকষ্ট, মানসিক ব্যাধি, অবসাদ, অপবিত্রতা, চারিত্রিক দোষ, যৌন আকর্ষণ, অবৈধ মেলামেশা, নেশার প্রতি আসক্তি, অবৈধ ক্রিয়াকলাপ, গোপন প্রণয়, শিল্পচর্চা-খেলাধুলায় বাধাবিঘ্ন, বেকারত্ব, অন্যের সম্পত্তিলাভ, হটাৎ প্রাপ্তি, বিনাপ্রচেষ্টায় প্রাপ্তি, ফাটকা-লটারি হতে লাভ, যৌতুক লাভ, সন্তানের কষ্ট, সন্তান অবাধ্য-অমানুষ, সন্তানের বিপদ-দুর্ঘটনা বা দুর্ভাগ্য, প্রেমে বাধা-অশান্তি, গুপ্ত প্রেম, প্রেমের কারণে মানসিক দুশ্চিন্তা, প্রেম না হওয়া, বয়সে ছোট কারোর সাথে সম্পর্ক, সন্তান না হওয়া, দেরিতে সন্তান প্রাপ্তি, মাদক দ্রব্য সেবন, নিজেকে নিম্নস্তরে নামিয়ে ফেলা, চূড়ান্ত যৌনতাবোধ নির্দেশ করে l

 5+9=

এই যোগে ধর্মে মতি, দৈব আশীর্বাদ, স্বপ্নে ঈশ্বর দর্শন, মনের পবিত্রতা, উচ্চ আদর্শ, বেদ, সাহিত্য, দর্শন প্রভৃতি বিষয়ে আকর্ষণ, জাতক ধার্মিক হবে ও ঈশ্বরের প্রতি ভক্তি, বিশ্বাস, পূজার্চনা আগ্রহী হবে l শিল্প বা ক্রীড়া মূলক বিষয় নিয়ে উচ্চশিক্ষা নির্দেশ করে l নিজের থেকে বয়সে বড় কারো সাথে প্রেম বা গুরু বা বসের সাথে প্রেমজ সম্পর্ক হতে পারে l পুত্রের উচ্চশিক্ষা, দীক্ষা নেওয়া, বিদেশি ব্যাক্তির সহিত প্রেম, আধ্যাত্মিক চিন্তাভাবনার বিকাশ, শিল্পসংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক কোনও যোগাযোগ নির্দেশ করে l

5+10=

এই যোগে শিল্পকলা, অভিনয়, সৌখিন জাতীয় কাজ, বিনোদন মূলক দ্রব্য ও জুয়েলারি/অলংকার দ্রব্য বিষয়ক কাজ, ফাটকামূলক কাজ, বেকারত্ব, আরামদায়ক কাজ, ঝুঁকিপূর্ণ কাজ, গান বাজনা ছবি আঁকা ও নৃত্য বিষয়ক কাজ নির্দেশ করে l সন্তানের কর্ম, পূজার্চনা, জ্যোতিষশাস্ত্র, বুদ্ধিমত্তা সংক্রান্ত কর্ম নির্দেশ করে l কর্মের প্রতি বিশেষ ঝোক থাকে না l এছাড়াও fashion designing, hotel, bar, restaurant, beauty parlor, সর্বপ্রকার খেলাধুলা, দেবমূর্তি নির্মাণ, পূজার দ্রব্যাদি, ফুল-ফল বিক্রেতা, মনোরঞ্জনমূলক দ্রব্য, প্রসাধন সামগ্রী, ম্যাসাজ, ফিজিওথেরাপি, ঔষধ ও কৌতুক বিষয়ক কাজ নির্দেশ করে l জাতক সমাজসেবী ও জনগণের প্রিয় হয় l

5+11=

এটি মূলত সন্তান প্রাপ্তির যোগ l রোগমুক্তি, সুস্বাস্থ, আশাপূরণ, মানষিক স্ফূর্তি, প্রেমজ সাফল্য, শিল্পকলা ও ক্রিয়াদি মূলক যে কোনও বিষয়ে সাফল্য, সন্তানের উন্নতি, সন্তানের সহিত সুসম্পর্ক, ভোগবিলাস প্রাপ্তি, ফাটকা মূলক বিষয়ে প্রাপ্তি, বুদ্ধির বিকাশ ও যৌন তৃপ্তি নির্দেশ করে l

5+12=

এই যোগে সন্তান বিচ্ছেদ, সন্তান হানি, সন্তান হারিয়ে যাওয়া, সন্তানের বিদেশযাত্রা বা দূর গমন, miscarriage, প্রেমবিচ্ছেদ,সন্তানের সহিত মানষিক দূরত্ব, সন্তান কিডন্যাপ হওয়া, সন্তানের কারণে ক্ষতি, অবনতি, সন্তান নষ্ট করে ফেলা, ভ্রূণ নষ্ট, সন্তানের অসুস্থতা, সন্তানের নিঃসঙ্গ অবস্থা প্রভৃতি নির্দেশ করে l এছাড়া প্রেমজ ব্যাপারে মনের টান হারিয়ে ফেলা, সঠিক ভালোবাসা ও যত্ন না পাওয়া এবং উদাসীন প্রকৃতি নির্দেশ করে l

This is one of the stage of how to learn Vedic and Modified KP Astrology.


If you want to know more about Astrology lesson ---

Please comments and to get early notifications --- follow and share this article.