শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

The Sun in Astrology


  LEARN VEDIC AND MODIFIED KP ASTROLOGY RULLINGS

             LESSON 2   -   ( PART 1) 

  The  Result of sun with different houses in Astrology




জ্যোতিষ শাস্ত্রে প্রতিভার কারক গ্রহ রবি নির্দেশ করে  নাম - যশ, আপনি কি জানেন আপনার জন্মছকে রবির অবস্থান কি নির্দেশ করছে ?

জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে জানতে বা শিখতে চাইলে প্রথমেই যে বিষয়গুলি জানা প্রয়োজন তা হল রাশি, ভাব ও গ্রহদের কারকতা সম্পৰ্কে পরিষ্কার ধারণা l এরপর প্রয়োজন গ্রহদের ভাৱস্থিতির ফল, আজ আলোচনার বিষয় হল রবি বা সূর্যদেব বিভিন্ন ভাবের সহিত সম্পর্কিত হলে কি কি ফল দিতে পারে l

প্রিয় পাঠকবর্গের কাছে একান্ত অনুরোধ যে নিম্নলিখিত দ্বাদশ ভাবের সহিত সম্পর্কিত গ্রহদের যে বৈশিষ্ট্যাবলী দেওয়া হল তা সাধারণ বৈশিষ্ট, এই বৈশিষ্ট সকল অন্যান্য সম্পর্কিত গ্রহদের বৈশিষ্টের দ্বারা প্রভাবিত হয়ে সম্পূর্ণ নতুন বৈশিষ্টাবলী গঠন করে l উক্ত কারণে এই সাধারণ বৈশিষ্টাবলীকে কেউ final result বলে গণ্য করবেন না l আলোচ্য sub heading লক্ষ্য করুন --- যেমন লগ্ন ভাবের সহিত রবির সংযোগের ফলাফল l এক্ষেত্রে লগ্নের সহিত রবি কি কি ভাবে সংযুক্ত হতে পারে ?

   * রবি যদি লগ্নভাবে অবস্থিত গ্রহ হয়

  * রবি যদি লগ্নভাবে অবস্থিত গ্রহের নক্ষত্রপতি হয়

  * রবি যদি লগ্নের ভাবাদিপতি হয়

  * রবি যদি লগ্নভাবের সাবপতি গ্রহ হয়

  * রবি যদি লগ্নভাবের নক্ষত্রপতি গ্রহ হয়

  * রবি যদি লগ্নভাবের সাবপতি গ্রহের নক্ষত্রপতি বা সাবপতি গ্রহ হয়

  * রবি যদি লগ্নভাবের সাবপতি গ্রহের সহিত পেক্ষা দ্বারা সম্পর্কিত হয়

  * লগ্নভাবের সাবপতি গ্রহটি যদি রবির নক্ষত্রপতি বা সাবপতি গ্রহ হয়

  * লগ্নভাবের সাবপতি গ্রহটি যে গ্রহের নক্ষত্রে অবস্থিত, সেই গ্রহের নক্ষত্রে যদি রবি অবস্থিত হয়

অনুরূপে প্রত্যেকটি ভাবের সহিত গ্রহদের সংযোগ একইভাবে বিচার্য l তাহলে এবার বুঝতে পারছেন যে কোনও একটি ভাবে এক বা একাধিক গ্রহ থাকলেই বা কোনও গ্রহ না থাকলেও সেই ভাবের বৈশিষ্ট কিভাবে নির্ণীত হয় l সুতরাং আপনার লগ্নে বা রাশিতে শনি বা রাহু বসে আছে, তার মানে সব গেলো - তা নয়, তারা বৈশিষ্ট নির্ধারণের একটা অংশ মাত্র l সঠিক অর্থে একটি ভাবের ফলাফল অনেকগুলি/একাধিক গ্রহের সমন্বয়ে গঠিত বা একটি গ্রহ অনেক ভাবের ফলাফল নির্ধারক l অতএব নিম্নলিখিত সাধারণ বৈশিষ্ট দেখে কখনো প্রভাবিত হবেন না l

 লগ্নভাবের সহিত রবির সংযোগের ফলাফল

রবি অশুভ বা পীড়িত না হলে সুস্বাস্থ, রোগপ্রতিরোধ ক্ষমতা ও জীবনীশক্তি প্রদান করে l জাতক জাতিকার স্বভাব চরিত্রের মধ্যে রাজকীয় চালচলন, গাম্ভীর্য ও ব্যক্তিত্ব প্রকাশ পায় l নাম-যশ-খ্যাতির দিকে ঝোক থাকে এবং তা পেয়েও থাকে, সাংগঠনিক শক্তি, আভিজাত্য প্রবল থাকে l সম্মানকে শ্রেষ্ঠ জ্ঞান করে, রাশভারী হয় l অন্যেরা সহজেই এদের দ্বারা প্রভাবিত হয় এবং তার শ্রেষ্টত্ব স্বীকার করে l এরা উচ্চাভিলাসী হয়, নিজের উপর যথেষ্ট আত্মবিশ্বাস থাকে l এরা আশাবাদী হয়, ইচ্ছাশক্তি প্রবল থাকে, জাঁকজমক প্রিয় ও বাবুয়ানি ভাব থাকে l রবি বৃহস্পতি বা শুক্র বা মঙ্গলের সাথে শুভভাবে যুক্ত হলে শুভফল প্রদান করে, তবে বৃহস্পতি বা মঙ্গল দ্বারা পীড়িত হলে আড়ম্বরপ্রিয় ও বৃথাগর্বী হয় l রাহুযুক্ত রবি সম্মানহানি ও পিতৃপক্ষের সহিত শত্রুতা নির্দেশ করে l

দ্বিতীয় ভাবের সহিত রবির সংযোগের ফলাফল

রবি যদি পীড়িত না হয় তবে সত্যভাষী, সন্মানীয় কথাবার্তা, আভিজাত্যপূর্ণ কথাবার্তা ও ব্যাক্তিত্বপূর্ণ কথা বলবে l গম্ভীর স্বরে কথা বলবে l তবে রবি যদি বৃহস্পতি বা মঙ্গল দ্বারা পীড়িত হলে কথায় বাহ্যিক আড়ম্বরতা, গর্ব, অহংকার প্রকাশ পায় l এরা মুখ থেকে যে কথা বলে ফেলবে তা পালনের জন্যে চেষ্টা করবে অর্থাৎ কথার দাম রাখার চেষ্টা করবে l

     সাধারণত গরম, ঝাল, টাটকা খাবার পছন্দ করে, আর্থিক ব্যাপারে যশ-সন্মান পায় l অর্থের আভিজাত্য এবং অর্থের কারণে বাবুয়ানি ভাব, আর্থিক স্বচ্ছলতা থাকে l কথবার্তায় ও চালচলনে অর্থের দাপট প্রকাশ পায় l সাধারণত নিজের কৃতিত্বে অর্থলাভে সক্ষম হয় l এদের হাতে প্রচুর অর্থ আসলেও রাজকীয় চালচলন ও বাবুয়ানির জন্যে প্রভূত অর্থ ব্যয় করে l

তৃতীয় ভাবের সহিত রবির সংযোগের সাধারণ ফলাফল

রবি যদি অশুভ বা পীড়িত না হয় তবে জাতকের মধ্যে তেজস্বীতা, দৃঢ়মনোভাব, আত্মবিশ্বাস, আশাবাদী ও ইচ্ছাশক্তি প্রবল হয় l নাম-যশ-খ্যাতির দিকে ঝোক থাকে l উচ্চাভিলাষ ও আত্মপ্রত্যয় প্রবল থাকে l ব্যক্তিত্বের স্বার্থে আত্মীয়স্বজনের সঙ্গে বিশেষ অন্তরঙ্গতা পছন্দ করে না l তবে আত্মীয়স্বজন ও কনিষ্ঠদের কাছ থেকে শ্রদ্ধাসন্মান পেয়ে থাকে l আত্মীয়স্বজন তাকে ভয় করে চলে l কনিষ্ঠদের প্রতি যথেষ্ট কর্তব্যপরায়ণ হয় তবে সম্পর্ক বিশেষ গাঢ় হয় না l রবি শুভ যুক্ত হলে নাম-যশ-খ্যাতি ও উচ্চতর যোগাযোগ শুভ হয় আর অশুভ ভাবে সম্পর্ক যুক্ত হলে মস্তিষ্কের স্নায়ুজ ব্যাধি নির্দেশ করে l অতিরিক্ত আত্মগর্বের কারণে লোকের সঙ্গে মিশতে চায় না বা পারে না এবং আত্মীয়স্বজনের সহিত বনিবনা হয় না l

চতুর্থ ভাবের সহিত রবির সংযোগের ফলাফল

জাতকের মধ্যে বংশজ মর্যাদা জ্ঞান প্রবল হয় সাধারণত আভিজাত্য অট্টালিকায় বসবাস বা মর্যাদাপূর্ণ পরিবারে জন্মগ্রহণ নির্দেশ করে l পরিবারে তিনিই কর্তা হন, তার নির্দেশে সংসার বা পরিবার পরিচালিত হয় l নির্দিষ্ট নিয়মাবলী বা শৃঙ্খলা পরিবারের মধ্যে লক্ষ্য করা যায় l গৃহবাড়িতে জাঁকজমকভাব পরিলক্ষিত হয় l ওরা মুক্তপরিবেশে খোলামেলাভাবে বসবাস করতে চায় l সাধারণত পৈতৃক সম্পত্তিতে বসবাস নির্দেশ করে l পিতৃপুরুষের গৌরবে গৌরবান্বিত হয় l সাধারণ লোকের পূজ্য হন বা গন্যমান্য ব্যাক্তি হন l সরকারি সূত্রে গৃহলাভ বা সরকারি গৃহে বসবাস নির্দেশ করে l

বিদ্যাশিক্ষার মধ্যে সাধারণত বিজ্ঞান বিভাগ, চিকিৎসাশাস্ত্র, medicine নিয়ে পড়াশোনা নির্দেশ করে l

পঞ্চম ভাবের সহিত রবির সংযোগের ফলাফল

জাতকের মধ্যে উদ্ভাবনী শক্তি, সৃষ্টিধর্মী ক্ষমতা প্রবল থাকে, সাধারণত পুত্রসন্তান নির্দেশ করে এবং সন্তানের নাম, যশ, খ্যাতির দিকে ঝোক থাকে l সন্তান আভিজাত্যপূর্ণ, ব্যাক্তিত্ববান ও রাজকীয় চালচলনের হয়, সন্তান পিতার উপর প্রভাব বিস্তার করে l সাধারণত ব্যাক্তিত্ব ক্ষুন্ন হওয়ায় কারণে প্রেমে লিপ্ত হতে চায় না তবে প্রেম করলে খোলামেলা প্রেম করে থাকে এবং প্রেম করলে সন্মান, গুন, ব্যাক্তিত্ব দেখে প্রেম করে l এরা আনন্দপূর্ণ, বিলাসী ও উদার হয়, একনিষ্ঠ ভালোবাসা পছন্দ করে l সুচিকিৎসা ও সুস্বাস্থ লাভ করে l রোগপ্রতিরোধ ক্ষমতা ও জীবনীশক্তি ভালো হয় l

ষষ্ঠ ভাবের সহিত রবির সংযোগের ফলাফল

রবিপ্রভাবিত রোগভোগ যেমন --- চোখের সমস্যা, শিরঃপীড়া বা মাথার সমস্যা, হৃদরোগ প্রভৃতি ঘটতে দেখা যায় l তবে এই যোগ স্বাস্থ্যের পক্ষে অনুকূল নয় l জীবনীশক্তি দুর্বল হয় l আবার এই যোগই সরকারি কর্মচারী নির্দেশ করে l এছাড়া পিতৃপক্ষের সহিত শত্রুতা, সরকারের সহিত মামলা বা উচ্চপদস্থ কর্মচারীরা সহিত মামলা নির্দেশ করে l জাতকজাতিকার শত্রুপক্ষও হয় বিশেষ নামকরা l জাতককে সন্মান প্রতিষ্ঠা পাওয়ার জন্যে যথেষ্ট শ্রম দিতে হয় l

সপ্তম ভাবের সহিত রবির সংযোগের ফলাফল

আভিজাত্যপূর্ণ বনেদি বংশে বা উচ্চকূলে বিবাহ নির্দেশ করে l partner/জীবনসঙ্গী খুব ভাবগম্ভীর, ব্যাক্তিত্বপূর্ণ হয় ফলে স্ত্রী বা স্বামীর সহিত বিশেষ মিশতে চায় না বা পারে না, ফলে বনিবনার অভাব থাকে l তবে এদের মধ্যে partner এর প্রতি একনিষ্ঠতা দেখা যায় l সপ্তম ভাবের সহিত অশুভ রবির প্রভাবে জীবনসঙ্গী একটু গর্বিত, অহংকারী ও আত্মসম্মানবোধ প্রবল হওয়ার কারণে বিবাহিত জীবনে ego সংক্রান্ত কারণে লড়াই হেতু অসুখী বিবাহিত জীবন নির্দেশ করে l সাধারণত উপযুক্ত বয়সে বিবাহ নির্দেশ করে এবং স্বামী -স্ত্রীর মধ্যে বয়সের পার্থক্য বজায় থাকে l ব্যবসা করলে সন্মানীয় বা উচ্চপদস্থ ব্যাক্তির সহিত লেনদেন বা partnership নির্দেশ করে l অশুভ রবি উচ্চপদস্থ ব্যাক্তির সহিত শত্রুতা বা প্রতিদ্বন্দ্বিতা নির্দেশ করে l

অষ্টম ভাবের সহিত রবির সংযোগের ফলাফল

অপবাদ, অপযশ, সম্মানহানি নির্দেশ করে l রবির অশুভ প্রভাবে হিংসা, বৃথাগর্ব, আত্মঅহংকার, লোকদেখানো রাজকীয় চালচলন, যোগ্যতা থাকলেও সঠিক মূল্যায়ন বা মর্যাদা না পাওয়া, উপকার না করতে পারার জন্যে নিজেকে ছোট মনে করা, সম্মানের সহিত বা নিজেকে সবজান্তা ভাব দেখিয়ে অন্যায় পথের সুযোগ নেওয়া নির্দেশ করে l রোগপ্রতিরোধ ক্ষমতা ও জীবনীশক্তি কম হয় l চক্ষুরোগ, মস্তিষ্কপীড়া, হৃদরোগ বা হৃদযন্ত্রের গোলযোগ নির্দেশ করে l পিতার দুর্ঘটনা বা পিতার মৃত্যুর আশঙ্খা, পিতৃকুল থেকে কোনোপ্রকার দুঃখ প্রাপ্তি হতে পারে l জাতকের সন্মানীয় মৃত্যু বা মৃত্যুর দ্বারা সন্মান প্রাপ্তি নির্দেশ করে l

নবম ভাবের সহিত রবির সংযোগের ফলাফল

জাতক সৎ, শৃঙ্খলাপ্রিয়, আদেশানুগ্রাহী, সম্মানকে শ্রেষ্ঠ জ্ঞান করে মর্যাদাবোধ ও ব্যাক্তিত্ববোধ প্রবল হয় l জাতক উচ্চবংশের সন্মানীয় পরিবারের হয়, বংশ মর্যাদাবোধ প্রবল হয় l ধর্মের ব্যাপারে উদার হয়, বিচার শক্তি প্রবল হয় l জাতক আইন, রাজকার্য ও রাজনৈতিক ব্যাপারে আগ্রহী হয় এবং এই সকল বিষয়ে সন্মানীয় পদ পেতে পারে l এই যোগ আন্তর্জাতিক যোগাযোগ, সরকারি সংযোগ, সরকারি উচ্চপদ, শাসনকার্যের সহিত যুক্ত কার্য নির্দেশ করে l জাতক আত্মপ্রতিষ্ঠার বিষয়ে আগ্রহী হয়, উচ্চপদস্থ ব্যাক্তির সাহচর্য নির্দেশ করে l এই যোগ বিজ্ঞান বিভাগে, চিকিৎসা সংক্রান্ত পড়াশোনা নির্দেশ করে,  উচ্চাকাঙ্খা প্রবল হয় l রবি অশুভ গ্রহ যুক্ত বা দৃষ্ট হলে বংশগত দোষে বিপর্যয় নির্দেশ করে l

দশম ভাবের সহিত রবির সংযোগের ফলাফল

জাতক সরকারি সংস্থায় উচ্চপদে নিযুক্ত থাকতে পারেন l জাতকের মধ্যে সাংগঠনিক ক্ষমতা থাকতে দেখা যায় l জাতক জীবনে সুপ্রতিষ্ঠা ও সামাজিক মর্যাদা পেয়ে থাকেন l নাম, যশ, খ্যাতি ও প্রতিষ্ঠার দিকে ঝোক থাকে এবং তিনি তা পেয়েও থাকেন l বংশমর্যাদাবোধ প্রবল হয়, জাতকের মধ্যে নানা গুণাবলী প্রকাশ পায় এবং তিনি প্রশংসাও পেয়ে থাকেন l দ্বায়িত্বপূর্ণ পদ পেয়ে থাকেন l আভিজাত্য, বাবুয়ানি এদের মধ্যে লক্ষ্য করা যায় l Medical line এ কাজ, বিজ্ঞান বিভাগে কাজ, ঔষধ সংক্রান্ত কাজ ও স্বর্ণবস্তু সংক্রান্ত কর্ম নির্দেশ করে l

একাদশ ভাবের সহিত রবির সংযোগের ফলাফল

জাতকের সহজেই রোগমুক্তি ঘটে, জীবনীশক্তি প্রবল হয়, এবং জাতক সুচিকিৎসাও পেয়ে থাকেন l উচ্চ আভিজাত্যপূর্ণ শুভাকাঙ্খীর অনুগ্রহে উন্নতি লাভ ঘটে, জাতকের উচ্চাশা পূর্ণ হয় l

দ্বাদশ ভাবের সহিত রবির সংযোগের ফলাফল

জাতক নৈতিক দায়িত্ব কর্তব্যের বিষয়ে উদাসীন হন, দেখনদারী বাবুয়ানির জন্যে অতিরিক্ত ব্যায় করে থাকেন ফলে অনেক সময় দুর্দশাগ্রস্থ অবস্থা হয় l আশানুরূপ প্রতিষ্ঠালাভে অসমর্থ হন, বংশগত রোগভোগ আক্রান্ত হতে পারেন, সরকারি হাসপাতাল নির্দেশ করে l চক্ষুপীড়া, হৃদরোগ বা মস্তিষ্কের রোগে শয্যাশায়ী হতে পারেন l

This is one of the stage of how to learn Vedic and Modified KP Astrology.


If you want to know more about Astrology lesson ---

Please comments and to get early notifications --- follow and share this article.


শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০

Rullings of education in KP Astrology

         LEARN KP ASTROLOGY 

    (  Education in Astrology)

           Lesson 3   ( part - 1)

Rullings of education in KP Astrology

জ্যোতিষে বিদ্যাশিক্ষার বিচার করা হয় মূলত চতুর্থ ভাব ও বুধ হতে ---

শিক্ষা সংক্রান্ত বিষয়ে যে সব প্রশ্ন ওঠে তা হল ---

* জাতক বিদ্যাশিক্ষায় মনোযোগী হবে কি না?

* জাতকের বিদ্যাশিক্ষার সম্ভবনা আছে কি না?

* জাতকের প্রাথমিক না উচ্চশিক্ষা --- কোনটা হবে?

* জাতক বিদ্যাশিক্ষায় বৃত্তি লাভ করবে কি না?

* জাতক উচ্চশিক্ষার জন্যে বিদেশ যাবে কি না?

* জাতক কোন বিষয়ে উচ্চশিক্ষা লাভ করবে?

চতুর্থ ভাব হতে যে যে বিষয়ের বিচার করা হয় তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হল --- মাতা, জমি-বাড়ী, গাড়ি ও প্রাথমিক শিক্ষা l প্রত্যেকটি বিষয়ের বিচারের জন্যে চতুর্থ ভাবষ্ফুটের সাবলর্ড গ্রহটিকে পর্যবেক্ষণ করতে হয় l চতুর্থ ভাবষ্ফুটের সাবলর্ড গ্রহ ও তাহার সহিত সম্পর্কিত গ্রহদের নির্দেশনা থেকে উপরিউক্ত বিষয়গুলির বিচার করা হয় l

এক্ষেত্রে আলোচ্য বিষয় বিদ্যাশিক্ষা, বিদ্যাশিক্ষার কারক গ্রহ বুধ ও বৃহস্পতি l অর্থাৎ চতুর্থ ভাবষ্ফুটের সাবলর্ড গ্রহটি বুধ বা বৃহস্পতি হলে অথবা সাবলর্ড গ্রহটি বুধ বা বৃহস্পতির নক্ষত্রে অবস্থিত হলে বা গ্রহটির সাবপতি বুধ বা বৃহস্পতি হলে অথবা চতুর্থ ভাবষ্ফুটের সাবলর্ড গ্রহটি কোনওপ্রকারে বুধ বা বৃহস্পতির সহিত সম্পর্কিত হলে, বিদ্যাশিক্ষার নির্দেশক হয় l চতুর্থ ভাব হতে প্রাথমিক শিক্ষা, নবম ভাব হতে উচ্চশিক্ষার বিচার করা হয় l

4 th cuspal sublord  ও 9 th cuspal sublord গ্রহ কোনোপ্রকারে বুধের সহিত সম্পর্কিত হয়ে 11 th cuspal sublord গ্রহের সহিত সম্পর্কিত হলে অর্থাৎ 4 -11/ 4-9-11 র নির্দেশক হলে জাতকের বিদ্যাশিক্ষায় সাফল্য লাভ হয় l

চতুর্থ ভাবের সহিত ষষ্ঠ ভাব এবং একাদশ ভাবের সম্পর্ক থাকলে জাতক বিদ্যাশিক্ষায় বিশেষ কৃতিত্ব অর্জন করতে পারবে l চতুর্থ, নবম  ও একাদশ ভাবের সহিত কোনও ভাবে সম্পর্কিত গ্রহ বিদ্যাদান করে l

 4 th cuspal sublord গ্রহের নির্দেশক কোনও প্রকারে 4, 11, 3, 5, 8 হলে জাতকের বিদ্যার্জনে সাময়িক বিরতি আসতে পারে l কারণ ---

*  3 য়, 5 ম, 8ম ভাবস্থ গ্রহ

* 3 য়, 5 ম, 8ম ভাবপতির নক্ষত্রস্থিত গ্রহ

* 3 য়, 5 ম, 8ম ভাবস্থ গ্রহের নক্ষত্রে অবস্থিত গ্রহ

* 3 য়, 5 ম, 8ম  ভাব নির্দেশক গ্রহের দশান্তর্দশায় জাতকের বিদ্যাশিক্ষায় বিরতি আসতে পারে l 3 য়, 5 ম, 8ম ভাব নির্দেশক গ্রহ বিদ্যাশিক্ষায় বাধা প্রদান করে l




Related House and planet for education


বিদ্যাশিক্ষার বিচার হয় মূলত 4 th ভাব ও বুধ থেকে l কিন্তু শিক্ষা সংক্রান্ত বিষয়ের আলোচনার জন্যে বুধ ছাড়াও বৃহস্পতি, চন্দ্রকেও পর্যবেক্ষণ করার প্রয়োজন হয় l চন্দ্র, বুধ, বৃহস্পতি হল বিদ্যাকারক গ্রহ l এছাড়াও প্রত্যেকটি গ্রহই বিদ্যাশিক্ষার সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত l

শিক্ষা ক্ষেত্রে গ্রহদের কি ভূমিকা  ---

চন্দ্র --- শিক্ষার ইচ্ছা, শিক্ষা গ্রহণ করার ক্ষমতা, স্মৃতিশক্তি

বৃহস্পতি --- উচ্চশিক্ষা ও জ্ঞানলাভ

রবি --- মেধা, প্রতিভা, বিদ্যা শিক্ষার ক্ষেত্রে সন্মান

শুক্র --- শুক্র হল শুভগ্রহ, যদি বিদ্যাশিক্ষার সহিত যুক্ত ভাবগুলির ও একাদশ ভাবের নির্দেশক হয় সেক্ষেত্রে কলা, শিল্প, রসায়নবিদ্যা প্রভৃতি বিষয়ে আগ্রহ ও সাফল্য প্রদান করে l

মঙ্গল --- মঙ্গল যদি বিদ্যাশিক্ষার সহিত সম্পর্কিত ভাবগুলির ও একাদশের নির্দেশক  হয় সেক্ষেত্রে বিদ্যার্থীর পূর্ণ উদ্যম ও উদ্দীপনার মাধ্যমে স্বীয় প্রচেষ্টায় বিদ্যার্জনে সাফল্য লাভ করে ও ইঞ্জিনিয়ারিং শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করে l

শনি --- প্রথাগত শিক্ষায় শনির গুরুত্ব না থাকলেও শনি যদি বিদ্যাশিক্ষার সহায়ক ভাব ও একাদশ ভাবের নির্দেশক হয় তবে জাতক ধৈর্য,পরিশ্রম ও একাগ্রতার দ্বারা বিদ্যার্জনে সাফল্য লাভ করতে সক্ষম হন l শুভ শনি জাতকের অধ্যাত্বিকতা ও দর্শন শাস্ত্রের অধ্যয়নে বিশেষ সহায়ক l

বিদ্যাশিক্ষার ক্ষেত্রে রাহুর গুরুত্ব  ---

রাহু --- বিদ্যাশিক্ষার ক্ষেত্রে সবচাইতে ক্ষতিকারক অথচ গুরুত্বপূর্ণ  গ্রহটির নাম রাহু l যদি বিদ্যাশিক্ষার সহায়ক ভাবগুলির নির্দেশক হয়ে অশুভ স্পন্দন যুক্ত হয়            ( বিশেষত অষ্টম বা দ্বাদশের) বা অশুভ ভাবের নির্দেশক হয়ে বুধ বা চন্দ্রের সহিত সম্পর্কিত হয় তবে বিদ্যাশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক, চাঞ্চল্য ও বিশৃঙ্খলার কারক গ্রহ হিসাবে জাতককে বিদ্যাশিক্ষায় মনোনিবেশ করতে বাধা প্রদান করে এবং অসৎ সঙ্গদোষে বিদ্যার্জনে চ্ছেদও ঘটতে পারে l আর শুভ হলে অর্থাৎ বিদ্যাশিক্ষার সহযোগী ভাবের ও একাদশের জোরালো নির্দেশক হলে ইঞ্জিনিয়ারিং শাখায় বিশেষ করে ইলেকট্রিক, ইলেক্ট্রনিক্স, কম্পিউটার নিয়ে উচ্চশিক্ষার সহায়ক হয়ে ওঠে যদি শুভ শনি বা বৃহস্পতি দ্বারা নিয়ন্ত্রিত হয় l বর্তমান বিজ্ঞানের অগ্রগতির যুগে রাহু ব্যাতিত সকল অগ্রগতি অচল তবে রাহু যেমন সাফল্য দেয় ঠিক সাফল্যের পাশাপাশি জাতককে কিছু দোষত্রুটিও ফ্রি হিসাবে দিয়ে দেয় যা তাঁদের ক্ষেত্রে সুখশান্তির অন্তরায় হয়ে দাঁড়ায় l

কেতু --- কারকতা প্রধানত বাধাপ্রদান হলেও বিদ্যাশিক্ষার সহায়ক ভাবগুলির শুভ নির্দেশক ও একাদশের নির্দেশক হলে অঙ্কশাস্ত্রে, জ্যোতিষ শাস্ত্রে অসাধারণ বুৎপত্তি প্রদান করে l


এবার দেখা যাক বিদ্যাশিক্ষার সঙ্গে যুক্ত বিভিন্ন ভাবের ভূমিকা ---

লগ্নভাব = সবচাইতে গুরুত্বপূর্ণ এবং মূল খুঁটিস্বরূপ l লগ্ন জাতকের কৃতিত্বের ও প্রতিষ্টার কারক, লগ্নের sublord নির্দেশ করে জাতক অলস না পরিশ্রমী l

দ্বিতীয় ভাব = মুখমন্ডল অর্থাৎ বাকস্থান, চতুর্থ ভাবের একাদশ স্থান বা চতুর্থ ভাবের পূর্তিস্থান l

তৃতীয়ভাব = বিদ্যাশিক্ষার ক্ষেত্রে পড়াশোনায় মনোযোগ, পারিপার্শ্বিক অবস্থা, স্মৃতিশক্তি, একাগ্রতা, ও উদ্যম নির্দেশ করে l তৃতীয় ভাব চতুর্থ ভাবের দ্বাদশ স্থান হিসাবে বিদ্যাশিক্ষার বিরতি সূচক l বিশেষ বিষয়ে আগ্রহ বা পত্রাচার মাধ্যমে বিদ্যাশিক্ষার নির্দেশকও l

চতুর্থ ভাব = প্রাথমিক শিক্ষা, স্মৃতিমূলক বিদ্যা, বিদ্যালয় বা কলেজে নিয়মিত উপস্হিতির মাধ্যমে শিক্ষালাভ নির্দেশ করে l

পঞ্চমভাব = বুদ্ধি, সৃষ্টিমূলক কর্ম, সৃজনশীলতা নির্দেশ করে l

ষষ্ঠভাব = উপচয় ভাব, শ্রমের নির্দেশক, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য নির্দেশ করে l

নবম ভাব = উচ্চতর পর্যায়ের শিক্ষা, স্নাতকোত্তর পর্যায়ের বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, গবেষণা নির্দেশ করে l

একাদশ ভাব = প্রচেষ্টায় সাফল্য, ইচ্ছাপূরণ নির্দেশ করে l

অর্থাৎ জাতকের বিদ্যাশিক্ষার বিচারের ক্ষেত্রে লগ্ন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ট, নবম ও একাদশ ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ l


একজন সংগীত শিল্পীর

সংগীতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভাবসমূহ ---

দ্বিতীয় ভাব = মুখমন্ডল অর্থাৎ বাকস্থান, পঞ্চমভাবের দশমস্থান বা

পঞ্চমভাব = বুদ্ধি, সৃষ্টিমূলক কর্ম, সৃজনশীলতা, কল্পনা, শিল্পীসুলভ প্রতিভা, খেলাধুলা, গানবাজনা, রুচি ও সৌন্দর্যবোধ প্রভৃতি

একাদশভাব = প্রচেষ্টার সাফল্য, ইচ্ছাপূরণ

তৃতীয়ভাব = মনোযোগ, একাগ্রতা, স্মৃতিশক্তি, মানসিক প্রবণতা নির্দেশ করলেও সংগীত চর্চার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হল তৃতীয় ভাব নির্দেশিত শরীরের অংশে গলা

দশম ভাব = কর্ম, জীবিকা, পেশা, নাম- যশ -খ্যাতি

বর্তমান সময়কালে শিশুসন্তান বিশেষত কন্যাসন্তানের ক্ষেত্রে ( পুত্রসন্তানের ক্ষেত্রে option গুলি একটু পৃথক আর আলোচনাও অন্যত্র করা যাবে ) পিতামাতার ঐকান্তিক ইচ্ছা থাকে শিশুকাল থেকেই বিদ্যাশিক্ষার পাশাপাশি তাকে নাচ শেখানো বা গান শেখানো বা সাঁতার শেখানো সঙ্গে অঙ্কন শিক্ষা তো আছেই যদিও অঙ্কন শিক্ষা বর্তমানে বিদ্যাশিক্ষা চর্চার একটি অন্যতম প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে এবং  বর্তমানে নিউক্লিয়ার ফ্যামিলির কনসেপ্টে সন্তানের মানসিক বিকাশের ক্ষেত্রে অঙ্কনের গুরুত্ব অস্বীকার করার কোনো অবকাশ নেই l তবে অন্য দৃষ্টিকোণ থেকে পর্যবেক্ষণ করলে আপনি কি অস্বীকার করতে পারবেন যে অধিকাংশ পিতামাতাই তাদের জীবনের অপূর্ণ ইচ্ছাগুলিকে সন্তানের মধ্যে দিয়ে পরিপূরণে উদ্যোগী হন বা  সাফল্যের শিখরে পৌঁছে দেওয়ার নিমিত্তে সন্তানকে রোবট কল্পনা করে বা পরীক্ষা নিরীক্ষার উদ্দেশ্যে সন্তানকে গিনিপিক বানিয়ে সাফল্যের ইঁদুর দৌঁড়ে সামিল করে দেন l সাফল্যের পিছনে ছুটতে গিয়ে সন্তানের ইচ্ছা, চাহিদা, আবদার, ভালোবাসা নামক শব্দগুলির সাথে শৈশবটাও হারিয়ে যায় l বেশিরভাগ ক্ষেত্রেই পিতামাতা সাফল্যের তাড়নায় একটি শিশুর দৃষ্টিকোণ থেকে সন্তানের ভালোলাগা বা চাহিদার হিসাব করতে ব্যার্থ হন ফলস্বরূপ সন্তান অবাধ্য, বিদ্যাশিক্ষায় অমনোযোগী, মানসিক অবসাদ, জেদী, behavioral problem , সামাজিক মাধ্যমে অতিরিক্ত আসক্তি, একাকিত্ব বোধ প্রভৃতি সমস্যার সূত্রপাত l

অতঃপর পিতামাতার ছোটাছুটি শুরু হয় মনোবিদের কাছে ( psychiatrist ) নয়তো জ্যোতিষীর কাছে l শুরু হয় counseling, test, medicine ---

আর জ্যোতিষীর ক্ষেত্রে সমস্যা আরো জটিল  --- অধিকাংশ পিতামাতাই সরাসরি জ্যোতিষী মহাশয়ের নিকট আবেদন করে বসেন যেভাবেই হোক সমস্যার সমাধান করে দিন l

মজাটা এখানেই --- " কি ভাবেন  একজন জ্যোতিষীকে ---  মানুষ না ঈশ্বরের সমতুল্য কোনো ব্যাক্তি না কি ঈশ্বরেরও উর্দ্ধে "

একজন জ্যোতিষীও মানুষ --- জ্যোতিষ শাস্ত্র চর্চাটা তার কাছে একপ্রকার সাধনা, তিনিও সর্বশক্তিমান স্রষ্টা ঈশ্বরে সমর্পিত...

একজন জ্যোতিষীর প্রাথমিক ও প্রধান কাজই হল জাতকের রাশিচক্র অঙ্কন স্বাপেক্ষে তার ভবিষ্যত জীবনের সঠিক রূপরেখা নির্দেশ করে সাফল্য প্রাপ্তির নিমিত্তে প্রারব্ধ কর্মফল স্বাপেক্ষে প্রাপ্ত বৈশিষ্ট্যাবলী (গুণাবলীকে) নির্দেশ করা ও তার সঠিক প্রয়োগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির জন্যে প্রয়োজনীয় counseling করা l

অর্থাৎ একজন অভিজ্ঞ জ্যোতিষী অনায়াসেই কোনো জাতকের জন্মবৃত্তান্ত বা প্রশ্ন স্বাপেক্ষে তার ভবিষ্যত জীবনের সাফল্য প্রাপ্তির পথ বা দিকটি নির্দেশ করতে পারেন l

আসুন দেখা যাক কিভাবে ---

ধরা যাক একটি কন্যা সন্তান l জন্মের পরেই সকল পিতামাতাই স্বচেষ্ট হয়ে ওঠেন ডাক্তারের পরামর্শ মতন সন্তানকে সুস্থ স্বাভাবিক ভাবে বড় করে তুলতে এবং এটি প্রত্যেক পিতামাতারই অবশ্যকর্তব্য l ইতিমধ্যে সন্তানকে ঘিরে শুরু হয়ে যায় পিতামাতার স্বপ্ন দেখা, সন্তানকে মানুষ করার পাশাপাশি তাকে সফল দেখতে কে না চায় ? অবচেতন স্বত্তায় নিজেদের অপরিপূর্ণ ইচ্ছাগুলি সন্তানের মধ্যে দিয়ে সাফল্যমন্ডিত করার এক সুপ্ত প্রয়াস পিতামাতার মধ্যে সৃষ্টি হয় l অর্থাৎ ভালো লেখাপড়া, গানবাজনা, নাচ, খেলাধুলা সবেতেই সন্তানকে সফল হতে হবে l সাফল্য - আরো সাফল্য - আরো আরো সাফল্যের তাড়নায় সন্তানের লড়াইটা কখন যেন পিতামাতার লড়াইয়ে রূপান্তরিত হয়ে যায় l ফলস্বরূপ সন্তানের ভালোলাগা- মন্দলাগা বিষয়গুলি আর প্রাধান্য পায় না, এমতবস্থায় পিতামাতারও আর একটি শিশুর দৃষ্টিকোণ থেকে সন্তানের পছন্দ - অপছন্দ, ভালোলাগা- মন্দলাগা র বিষয়গুলিকে গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করেন না l জানতেই চান না বা জানার আর অবকাশই থাকে না যে সন্তান কোন বিষয়ে সাবলীল বা কোন বিষয়টার সাথে তার ভালোলাগার প্রলেপ জড়িয়ে আছে, ফলস্বরূপ হতাশা, মানসিক অবসাদ...

আলোচনাটি যেহেতু জ্যোতিষ শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে তাই আমি আলোচনাটি জ্যোতিষের মধ্যেই সীমাবদ্ধ রাখছি ---

আপনি চাইছেন সন্তান নাচ শিখুক, গান শিখুক, সাঁতার শিখুক এবং অঙ্কনেও পারদর্শী হোক, এর সাথে সাথে লেখাপড়ায়ও rank করুক l

যদি বলি কেন ? সন্তানকে সাফল্যের শিখরে পৌঁছে দেওয়ার জন্যে না কি আপনাদের অপরিপূর্ণ ইচ্ছাগুলোকে সফলতার সাথে পূর্ণ হতে দেখার জন্যে না কি সন্তানের সাফল্যে অন্যদের comments শুনে আত্মতৃপ্তি লাভের উদ্দেশ্যে --- কোনটা সঠিক না কি সবকটিই ?

এক্ষেত্রে একটি কথা কিন্তু আমাদের সবসময় মনে রাখা উচিত সফল মানুষ হওয়ার চাইতেও জরুরি প্রকৃত মানুষ হওয়া l

ফিরে আসি পূর্বোক্ত আলোচনায়---

প্রথমে আসি বিদ্যাশিক্ষায় সাফল্যের জন্যে কি প্রয়োজন ---

বিদ্যাশিক্ষার বিচার করা হয় চতুর্থ ভাব ও নবম ভাব হতে l চতুর্থ ভাব নির্দেশ করে প্রাথমিক শিক্ষা এবং নবম ভাব নির্দেশ করে উচ্চশিক্ষা l সহায়ক ভাব হিসাবে দ্বিতীয় ভাব,  তৃতীয় ভাব, পঞ্চম ভাব, ষষ্ঠ ভাব ও একাদশ ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে l

দ্বিতীয় ভাব = মুখমন্ডল অর্থাৎ বাকস্থান, চতুর্থ ভাবের একাদশ স্থান বা চতুর্থ ভাবের পূর্তিস্থান l

তৃতীয়ভাব = বিদ্যাশিক্ষার ক্ষেত্রে পড়াশোনায় মনোযোগ, পারিপার্শ্বিক অবস্থা, স্মৃতিশক্তি, একাগ্রতা, ও উদ্যম নির্দেশ করে l তৃতীয় ভাব চতুর্থ ভাবের দ্বাদশ স্থান হিসাবে বিদ্যাশিক্ষার বিরতি সূচক l বিশেষ বিষয়ে আগ্রহ বা পত্রাচার মাধ্যমে বিদ্যাশিক্ষার নির্দেশকও l

চতুর্থ ভাব = প্রাথমিক শিক্ষা, স্মৃতিমূলক বিদ্যা, বিদ্যালয় বা কলেজে নিয়মিত উপস্হিতির মাধ্যমে শিক্ষালাভ নির্দেশ করে l

পঞ্চমভাব = বুদ্ধি, সৃষ্টিমূলক কর্ম, সৃজনশীলতা নির্দেশ করে l

ষষ্ঠভাব = উপচয় ভাব, শ্রমের নির্দেশক, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য নির্দেশ করে l

নবম ভাব = উচ্চতর পর্যায়ের শিক্ষা, স্নাতকোত্তর পর্যায়ের বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, গবেষণা নির্দেশ করে l

একাদশ ভাব = প্রচেষ্টায় সাফল্য, ইচ্ছাপূরণ নির্দেশ করে l

এবার আসি গ্রহ সম্পর্কে ---

বিদ্যাশিক্ষার কারক গ্রহ বুধ, এছাড়া বৃহস্পতি ও চন্দ্রের ভূমিকা অপরিসীম l প্রসঙ্গক্রমে বলে রাখি বিদ্যাশিক্ষার ক্ষেত্রে প্রতিটি গ্রহেরই কোনো না কোনো ভূমিকা থাকে l


চন্দ্র --- শিক্ষার ইচ্ছা, শিক্ষা গ্রহণ করার ক্ষমতা, স্মৃতিশক্তি

বৃহস্পতি --- উচ্চশিক্ষা ও জ্ঞানলাভ

রবি --- মেধা, প্রতিভা, বিদ্যা শিক্ষার ক্ষেত্রে সন্মান

শুক্র --- শুক্র হল শুভগ্রহ, যদি বিদ্যাশিক্ষার সহিত যুক্ত ভাবগুলির ও একাদশ ভাবের নির্দেশক হয় সেক্ষেত্রে কলা, শিল্প, রসায়নবিদ্যা প্রভৃতি বিষয়ে আগ্রহ ও সাফল্য প্রদান করে l

মঙ্গল --- মঙ্গল যদি বিদ্যাশিক্ষার সহিত সম্পর্কিত ভাবগুলির ও একাদশের নির্দেশক  হয় সেক্ষেত্রে বিদ্যার্থীর পূর্ণ উদ্যম ও উদ্দীপনার মাধ্যমে স্বীয় প্রচেষ্টায় বিদ্যার্জনে সাফল্য লাভ করে ও ইঞ্জিনিয়ারিং শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করে l

শনি --- প্রথাগত শিক্ষায় শনির গুরুত্ব না থাকলেও শনি যদি বিদ্যাশিক্ষার সহায়ক ভাব ও একাদশ ভাবের নির্দেশক হয় তবে জাতক ধৈর্য,পরিশ্রম ও একাগ্রতার দ্বারা বিদ্যার্জনে সাফল্য লাভ করতে সক্ষম হন l শুভ শনি জাতকের অধ্যাত্বিকতা ও দর্শন শাস্ত্রের অধ্যয়নে বিশেষ সহায়ক l

রাহু --- বিদ্যাশিক্ষার ক্ষেত্রে সবচাইতে ক্ষতিকারক অথচ গুরুত্বপূর্ণ  গ্রহটির নাম রাহু l যদি বিদ্যাশিক্ষার সহায়ক ভাবগুলির নির্দেশক হয়ে অশুভ স্পন্দন যুক্ত হয়            ( বিশেষত অষ্টম বা দ্বাদশের) বা অশুভ ভাবের নির্দেশক হয়ে বুধ বা চন্দ্রের সহিত সম্পর্কিত হয় তবে বিদ্যাশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক, চাঞ্চল্য ও বিশৃঙ্খলার কারক গ্রহ হিসাবে জাতককে বিদ্যাশিক্ষায় মনোনিবেশ করতে বাধা প্রদান করে এবং অসৎ সঙ্গদোষে বিদ্যার্জনে চ্ছেদও ঘটতে পারে l আর শুভ হলে অর্থাৎ বিদ্যাশিক্ষার সহযোগী ভাবের ও একাদশের জোরালো নির্দেশক হলে ইঞ্জিনিয়ারিং শাখায় বিশেষ করে ইলেকট্রিক, ইলেক্ট্রনিক্স, কম্পিউটার নিয়ে উচ্চশিক্ষার সহায়ক হয়ে ওঠে যদি শুভ শনি বা বৃহস্পতি দ্বারা নিয়ন্ত্রিত হয় l বর্তমান বিজ্ঞানের অগ্রগতির যুগে রাহু ব্যাতিত সকল অগ্রগতি অচল তবে রাহু যেমন সাফল্য দেয় ঠিক সাফল্যের পাশাপাশি জাতককে কিছু দোষত্রুটিও ফ্রি হিসাবে দিয়ে দেয় যা তাঁদের ক্ষেত্রে সুখশান্তির অন্তরায় হয়ে দাঁড়ায় l

কেতু --- কারকতা প্রধানত বাধাপ্রদান হলেও বিদ্যাশিক্ষার সহায়ক ভাবগুলির শুভ নির্দেশক ও একাদশের নির্দেশক হলে অঙ্কশাস্ত্রে, জ্যোতিষ শাস্ত্রে অসাধারণ বুৎপত্তি প্রদান করে l

আমরা তাহলে কি দেখতে পেলাম ---

বিদ্যাশিক্ষায় সাফল্য = 4+9+11+বুধ

4 th cuspal sublord  ও 9 th cuspal sublord গ্রহ কোনোপ্রকারে বুধের সহিত সম্পর্কিত হয়ে 11 th cuspal sublord গ্রহের সহিত সম্পর্কিত হলে অর্থাৎ 4 -11/ 4-9-11 র নির্দেশক হলে জাতকের বিদ্যাশিক্ষায় সাফল্য লাভ হয় l

চতুর্থ ভাবের সহিত ষষ্ঠ ভাব এবং একাদশ ভাবের সম্পর্ক থাকলে জাতক বিদ্যাশিক্ষায় বিশেষ কৃতিত্ব অর্জন করতে পারবে l চতুর্থ, নবম  ও একাদশ ভাবের সহিত কোনও ভাবে সম্পর্কিত গ্রহ বিদ্যাদান করে l

আপনি সন্তানকে গানও শেখাতে চান অর্থাৎ

সংগীতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভাবসমূহ ---

দ্বিতীয় ভাব = মুখমন্ডল অর্থাৎ বাকস্থান, পঞ্চমভাবের দশমস্থান বা

পঞ্চমভাব = বুদ্ধি, সৃষ্টিমূলক কর্ম, সৃজনশীলতা, কল্পনা, শিল্পীসুলভ প্রতিভা, খেলাধুলা, গানবাজনা, রুচি ও সৌন্দর্যবোধ প্রভৃতি

একাদশভাব = প্রচেষ্টার সাফল্য, ইচ্ছাপূরণ

তৃতীয়ভাব = মনোযোগ, একাগ্রতা, স্মৃতিশক্তি, মানসিক প্রবণতা নির্দেশ করলেও সংগীত চর্চার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হল তৃতীয় ভাব নির্দেশিত শরীরের অংশে গলা

দশম ভাব = কর্ম, জীবিকা, পেশা, নাম- যশ -খ্যাতি

এবার আসা যাক সংগীতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ গ্রহ  সম্পর্কে ---



Rullings of education in KP র পরবর্তী অংশ  lesson 3  (part 2) তে প্রকাশিত হবে


If you want to know more about Astrology lesson ---

Please comments and to get early notifications --- follow and share the article.










বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০

Cuspal sublord and their significance (Lesson 1/ part 1)

 MODIFIED KP ASTROLOGY

       Astrology Learning

     Lesson 1 ---  ( Part -1)





 Cuspal Sublord and their significance : ---

1 + 1 =

লগ্নের sublord লগ্নের significator হলে (KP Astrology- র ক্ষেত্রে) জাতক স্বাস্থ্যের ব্যাপারে যত্নবান হবে l রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে l স্বচেষ্টায় সাফল্য লাভ হবে l

সনাতন বা বৈদিক Astrology র ক্ষেত্রে ধরতে হবে লগ্নপতি লগ্নে অবস্থিত/থাকলে জাতক স্বাস্থ্যের ব্যাপারে যত্নবান হবে l রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে l স্বচেষ্টায় সাফল্য লাভ হবে l

     ***   ( আমি KP Astrology - র rullings  বলছি, আপনারা প্রথমটার মত সব rullings- এর জন্যে --- সনাতন বা বৈদিক জ্যোতিষের ক্ষেত্রে sublord এর জায়গায় ভাবপতি ধরে নেবেন  )



1 + 2 =

লগ্নের sublord দ্বিতীয় ভাবের ( 2-nd house) নির্দেশক/ significator হলে জাতক স্বপ্রচেষ্টায় অর্থ উপার্জন করতে পারবে l পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে l অর্থবিত্ত পরিবারে জন্মগ্রহণ করবে l

1 + 3 =

লগ্নের sublord তৃতীয় ভাবের নির্দেশক হলে জাতকের সুন্দর মানষিক বিকাশ হবে l ছোটোখাটো ভ্রমণ হবে l ভাই-বোন, আত্মীয় পরিজনদের সঙ্গে সুসম্পর্ক থাকবে l জাতক কৌতূহল প্রিয় - যে কোনও ব্যাপারে মানষিক ঝোক, উদ্যম থাকবে l জাতক হিসেবি ও সতর্ক এবং সন্দেহপ্রবন হবেন l গ্রহটি বুধ হলে জাতক চঞ্চল, মঙ্গল হলে সাহসী, শনি হলে ধৈর্যবান হবেন l

1 + 4 =

জাতকের শিক্ষার প্রতি ঝোক থাকবে, নিজেস্ব সম্পত্তি হবে, পৈতৃক সম্পত্তি থাকবে l মাতার সহিত সুসম্পর্ক থাকবে, নিজেস্ব গাড়ি হবে l জাতকের মধ্যে দয়া, মায়া, স্নেহ, মমতা থাকবে l

1 + 5 =

জাতকের খেলাধুলার প্রতি ও ফাটকা জাতীয় বিষয়ে আগ্রহ থাকবে l জাতক সৌখিনতাপ্রিয়, বিলাসী, রোমান্টিক, moody, সুন্দরের পূজারী, সুস্বাস্থের অধিকারী ও সুন্দর দেখতে হবে l জাতকের শিল্পী সুলভ মানসিকতা থাকবে l কোনও ব্যাপারে চিন্তা বা বিশেষ মাথাব্যাথা থাকবে না l

1+6=

জাতক শারীরিক অসুস্থতায় ভুগবে, রোগপ্রতিরোধ ক্ষমতাকে কম হবে, রুগ্ন চেহারা হবে l

অন্যথায় জাতক হবে পরিশ্রমী ও প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে সর্বদা জয়লাভের আকাঙ্খী এবং শত্রু নাশকারী l 

1+7=

জাতক নারী- পুরুষ নির্বিশেষে সকলের সাথে মিশতে ভালোবাসবে l জাতক জীবন সঙ্গী/সঙ্গিনীর বাধ্য হবে l ব্যাবসায় partner নির্দেশ করে l সকলের সাথে সুসম্পর্ক থাকবে l

1+8=

জাতক জীবনে বহু বাধাবিঘ্নের সম্মুখীন হবে, প্রতিকূল জীবনযাত্রার সম্মুখীন হবে, কষ্টকর,  কঠোর পরিশ্রমের জীবন হবে l এই যোগ অস্ত্রাঘাত, অপারেশন, দুর্ঘটনা, আত্মহত্যা, মানষিক অবসাদ, হতাশা, দুশ্চিন্তা, শারীরিক প্রতিবন্ধকতা, অপরাধ মূলক মানসিকতা, জীবনে বদনাম, মৃত্যুতুল্য অনুভূতি, প্রতারক হওয়ার যোগ, গুপ্তবিদ্যায় আগ্রহ, অন্যের ক্ষতি সাধনের মানসিকতা নির্দেশ করে l

1+9=

জাতকের গুরুজন বা পিতার সহিত সুসম্পর্ক থাকবে l জাতক ধার্মিক, সৎ, উচ্চাদর্শ যুক্ত, সাত্ত্বিক, উদার, ন্যায়নীতি পরায়ণ, হবে l গুরুজনদের শ্রদ্ধা ও সন্মান করবে, অন্যকে শাসন ও নিয়ন্ত্রণ করবে, দূরে ঘুরতে যাওয়ার মানসিকতা থাকবে l উচ্চশিক্ষা, গবেষণা প্রভৃতি ব্যাপারে আগ্রহ থাকবে l আন্তর্জাতিক ব্যাপার বা রাজনৈতিক ব্যাপারের সাথে যুক্ত থাকবে l জাতক জ্ঞানী হবেন, অবচেতন মনের বিকাশ হবে, আধ্যাত্মিক চেতনার বিকাশ ও intution power ভাল থাকবে l

1+10=

জাতক নাম, যশ, খ্যাতির অধিকারী হবেন l সমাজে প্রতিষ্ঠা পাবেন, কর্মের ব্যাপারে মর্যাদা প্রাপ্তি হবে l জাতক সন্মান জনক কর্মে লিপ্ত হবেন এবং জনপ্রিয় হবেন l

1+11=

জীবনে সকল ব্যাপারে সাফল্য পাবে, নিজের ব্যাপারে লাভবান হবেন l জাতক জীবনে উন্নতি করতে পারবে l জাতকের জীবনের বিবিধ আশা আকাঙ্খা পূরণ হবে, সৌভাগ্যের অধিকারী হবে, শারীরিক সুস্থতা থাকবে l সহজে রোগমুক্তি হবে, সুচিকিৎসা লাভ করবে, জীবনে অন্যের সাহায্য পাবে, তার জীবনে শুভ ঘটনা ঘটবে l

1+12=

শুভ সম্পর্কে আবদ্ধ হলে বাইরে বা বিদেশে সাফল্য নির্দেশ করে l জীবনে বিবিধ পরিবর্তন নির্দেশ করে, নিঃসঙ্গ বা একাকী থাকতে পছন্দ করে, ত্যাগ মূলক মানসিকতা, মোক্ষের প্রতি আসক্তি জন্মায় l গুপ্ত শত্ৰু ও ষড়যন্ত্রের জন্যে ক্ষতিগ্রস্ত হতে পারে l এই যোগ দূরযাত্রা, বন্দিদশা, চ্ছেদমূলক বিষয়, জেল হাজতবাস, চিকিৎসার জন্যে হসপিটালে ভর্ত্তি, রোগাক্রান্ত হওয়া, দুস্থ অবস্থা বা জীবনে ব্যার্থতা বা অসাফল্য নির্দেশ করে l শরীরের কোনও অঙ্গের চ্ছেদ বা নাশ হতে পারে l এই যোগ আত্মত্যাগ বা বেঁচে না থাকার মানসিকতা, নিজেকে অন্যদের থেকে বিচ্ছিন্ন রাখার প্রচেষ্টা বা জীবিত থাকাকালীন সমাজে মৃত বলে প্রচার নির্দেশ করে l


If you want to know more about Astrology lesson ---

Please comments and to get early notifications --- follow and share the article.







বুধবার, ২১ অক্টোবর, ২০২০

প্রশ্ন জ্যোতিষ --- Prediction in Medical Astrology --- Heart disease

                         সংশোধিত কৃষ্ণমূর্তি পদ্ধতির আলোকে রোগবিচার

          --- প্রশ্ন জ্যোতিষ ---

 CASE STUDY ---  HEART DISEASE IN ASTROLOGY

 আলোচ্য প্রশ্নছকটি অঙ্কন করা হয়েছিল এক ভদ্রমহিলার প্রশ্ন সাপেক্ষ, ভদ্রমহিলার  তার পিতার সুস্থতা সাপেক্ষ l এক্ষেত্রে জাতিকার পিতামাতা উত্তরভারত ভ্রমণে গিয়ে অসুস্থ হয়ে পড়ায় উদয়পুরে (রাজস্থান)এক নার্সিংহোমে ICU তে admit হয় l জাতিকার প্রশ্ন ছিল  --- পিতা কি সুস্থতা অর্জন করতে পারবে এবং কবে কলকাতায় ফিরবে ?

ভাবস্ফুট পদ্ধতির অনুশাসন অনুসারে সর্বপ্রথম আমাদের দেখতে হবে উল্লেখিত প্রশ্নের সাথে অঙ্কিত রাশিচক্রের নির্দেশনামা সামঞ্জস্যপূর্ণ কি না ?

চন্দ্র মনের কারক গ্রহ হওয়ার কারণে প্রধানত চন্দ্রের নির্দেশনামাকে প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকতেই হবে অন্যথায় প্রশ্নের উত্তর দেওয়া ঠিক হবে না l






আলোচ্য রাশিচক্রে চন্দ্র তুলারাশিতে বৃহস্পতির নক্ষত্রে ও বুধের সাবে অবস্থিত l চন্দ্র রবির সাথে সহাবস্থান করছে এবং চন্দ্র বৃহস্পতির সঙ্গে 30 ডিগ্রী পেক্ষায় আবদ্ধ l চন্দ্রের নক্ষত্র ও সাবে কোনো গ্রহ নেই l অতএব চন্দ্র --- বুধ, বৃহস্পতি, শুক্র ও রবির সাথে সম্পর্কযুক্ত l আবার চন্দ্র শনির সাথে 72 ডিগ্রী পেক্ষায় আবদ্ধ l

এবার পর্যবেক্ষণ করা যাক চন্দ্র ও চন্দ্রের সঙ্গে সম্পর্কিত গ্রহদের নির্দেশনামা l চন্দ্রের নির্দেশনামায় উপরের সারির 10, 11 স্পন্দন সাপেক্ষে তলার সারির 7, 9, 2, 5, 8 স্পন্দন নির্দেশ করে --- পিতার গুরুতর অসুস্থতার কারণে জাতিকার উৎকণ্ঠা l

Disease in Astrology - তে

10th house =শারীরিক নিরাপত্তা

11th house = সাফল্য বা ইচ্ছাপূরণ

9th house = পিতা

2nd house = অসুস্থতা বা বিপদ-আপদ/ মারক ভাব

5th house = রোগ নিরাময় (6 ভাব নির্দেশ করে রোগভোগ, 5 ভাব তার দ্বাদশ স্থান অর্থাৎ রোগমুক্তি)

7th house = দ্বাত্মক রাশির ক্ষেত্রে মারক- বাধক অর্থাৎ পারমায়ুর দিক থেকে বিপদসূচক

8th house= গুরুতর অসুস্থতা

চন্দ্রের সহিত সম্পর্কিত রবিও একই ঘটনা নির্দেশ করে l সময়ের নির্দেশক দশাপতি বৃহস্পতির নির্দেশনামায় উপরের সারির 1, 4, 10, 11, 12 স্পন্দন সাপেক্ষে তলার সারির 2, 5, 8 (4, 8) স্পন্দন নির্দেশ করে রোগ নিরাময়ের ক্ষেত্রে সমস্যা এবং অন্তর্দশাপতি বুধের উপরের সারির 6++, 9+ স্পন্দন সাপেক্ষে তলার সারির 3, 12 স্পন্দন নির্দেশ করে জাতক অসুস্থতার কারণে নিজ গৃহপরিবেশ হতে দূরবর্তী স্থানে চিকিসাধীন l চন্দ্রের সহিত সম্পর্কিত গ্রহসকলের নির্দেশনামায় 4, 8 স্পন্দন নির্দেশ করে জাতক অসুস্থতার কারণে শয্যাশায়ী l অতএব চন্দ্রের নির্দেশনামা পর্যবেক্ষণ করে বোঝা যায় যে জাতকের অসুস্থতা সম্পর্কিত প্রশ্নটি সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে l

                      Prediction in Medical Astrology --- Heart disease

এক্ষেত্রে সর্বাগ্রে প্রয়োজন জাতকের রোগটি নিরুপন করা l এর জন্যে সর্বপ্রথম লগ্নস্ফুটের সাবলর্ড এবং তৎপরে ষষ্ঠ ভাবষ্ফুটের সাবলর্ডকে পরীক্ষা করা প্রয়োজন l লগ্নস্ফুটের সাবলর্ড রাহু, শনির ঘর কুম্ভরাশিতেরাহুর নক্ষত্রে বৃহস্পতির সাবে অবস্থিত l রাহু অন্তর্দশাপতি বুধের সাথে 120 ডিগ্রী পেক্ষাতে আবদ্ধ l বুধ - চন্দ্রের সঙ্গেও সম্পর্কিত এবং তুলারাশিতে অবস্থান হেতু জাতকের একাধিক রোগভোগের সম্ভাবনা বিদ্যমান l বৃশ্চিকে অবস্থিত দশাপতি বৃহস্পতি, তুলারাশিতে অবস্থিত রবি এবং রাহুর নক্ষত্রে নৈসর্গিক রাশিচক্রের তৃতীয় ভাব মিথুন রাশিতে অবস্থানকারী মঙ্গল( প্রতিটি গ্রহই দশাপতি বৃহস্পতি এবংচন্দ্রের সঙ্গে সম্পর্কিত) এবং তুলারাশিতে অধিপতি শুক্র ও রাহুর অবস্থানপতি শনিকে পর্যালোচনা করলে দেখা যায় যে জাতকের মূলত heart- এর সমষ্যা,খাদ্যগ্রহন সংক্রান্ত হজমের সমষ্যা, sugar ও ঠাণ্ডাজনিত সমষ্যা বিদ্যমান l অতঃপর ষষ্ঠভাবষ্ফুটের সাবলর্ড কেতুকে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে কেতু সিংহরাশিতে অবস্থিত হেতু রবির প্রতিনিধি l রবি এবং সিংহরাশি heart - এর কারক/ নির্দেশক l সিংহরাশিতে অবস্থিত শনি, লগ্নস্ফুটের সাবলর্ড রাহু ও ষষ্ঠ ভাবষ্ফুটের সাবলর্ড কেতুর সঙ্গে সম্পর্কিত এবং গ্রহসকলের নির্দেশনামা পর্যবেক্ষণ করলে বোঝা যায় যে জাতকের রোগসকল দীর্ঘদিনের l

এখন জাতকের শারীরস্বাস্থ বিষয়ক ব্যাপারে কতটা উন্নতি হবে এটা বিচারের জন্যে লগ্নস্ফুটের সাবলর্ড এর বলাবল পরীক্ষা করা প্রয়োজন l অঙ্কিত প্রশ্নছকে লগ্নস্ফুটের সাবলর্ড রাহু l রাহু শনির ঘর কুম্ভরাশিতে নিজ নক্ষত্রে এবং দশাপতি বৃহস্পতির সাবে অবস্থিত l রাহুর নক্ষত্রে অবস্থিত গ্রহ মঙ্গল l অতএব রাহু প্রত্যক্ষভাবে শনি, বৃহস্পতি ও মঙ্গলের সাথে সম্পর্কিত l এছাড়া রবির সঙ্গে 106 degree পেক্ষা, শুক্রের সঙ্গে 150 degree পেক্ষা ও বুধের সঙ্গে 120 degree পেক্ষাতে আবদ্ধ l অর্থাৎ লগ্নস্ফুটের সাবলর্ড রাহু প্রায় সকল গ্রহের সাথেই প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে সম্পর্কিত l রাহুর নির্দেশনামায় উপরের সারির 2, 11 স্পন্দন সাপেক্ষ তলার সারির 1, 5, 11 স্পন্দন জাতকের রোগ নিরাময়ের প্রতিশ্রুতি মনে হলেও, জাতকের বর্তমান বয়স 71+ সাপেক্ষে  11 স্পন্দন ততটা শুভফল প্রদান করতে সমর্থ হবে না l রাহুর সাবপতি বৃহস্পতির তলার সারিতে 2, 5, 8 স্পন্দন জাতকের রোগনিরাময়ের ক্ষেত্রে বাধাস্বরূপ l আবার রাহুর রাশ্যধিপতি শনির নির্দেশনামায় উপরের সারির জোরালো 8 -এর স্পন্দন সাপেক্ষে তলার সারির 4, 6, 10 স্পন্দন জাতকের কষ্টদায়ক পরিস্থিতিতে শয্যাসায়ী থাকারই নির্দেশক l রাহুর নক্ষত্রে অবস্থিত গ্রহ মঙ্গলের তলার সারিতে 1, 11 স্পন্দন থাকলেও রাহুর সঙ্গে সম্পর্কিত গ্রহ সকলের নির্দেশনামা পর্যবেক্ষণ করলে বোঝা যায় যে জাতক বর্তমান পরিস্থিতিতে সাময়িক সুস্থতা পেয়ে বাড়ি ফিরলেও সম্পূর্ণ সুস্থতা লাভ সম্ভবপর নয় l বর্তমানে জাতকের বৃহস্পতির দশা, বুধের অন্তর্দশা ও শনির প্রত্যন্তর দশা চলছে l পরবর্তী বৃহস্পতির দশা, কেতুর অন্তর্দশা জাতকের শরীরস্বাস্থ সংক্রান্ত বিষয়ে চরম অশুভ l

এবার দেখা যাক জাতক কবে প্রত্যাবর্তন করবে? বিচারকালীন সময়ে চন্দ্র তুলারাশিতে বৃহস্পতির নক্ষত্রে আসীন, চন্দ্র যখন গোচরে শনির রাশিতে মঙ্গল ও রাহুর নক্ষত্র অতিক্রম কালে শনি যখন কেতুর নক্ষত্র, বুধের সাব ও শনির সাব-সাব অতিক্রম করবে এবং দশাপতি বৃহস্পতি বুধের নক্ষত্রে শনির সাবে ও শনির সাব-সাবে আসবে সেই সময়কালে অর্থাৎ নভেম্বরের 17 -18 তারিখে ফিরে আসবে l

এবার জাতকের কিছু পূর্ব ঘটনা পর্যালোচনা করা যাক, অঙ্কিত প্রশ্নছকের যথার্থতা নিরুপনের জন্যে l এক্ষেত্রে লগ্নের সাবলর্ড রাহু দশাপতি বৃহস্পতির সঙ্গে সম্পর্কিত এবং রবির সাথে সম্পর্কিত, রবি বৃহস্পতির নক্ষত্রে l এক্ষেত্রে বৃহস্পতি গৃহপালিত জীব গরুকে নির্দেশ করে এবং রবি সরকারি কর্ম নির্দেশ করে আবার রাহুর রাশ্যধিপতি শনি অধঃস্তন কর্মচারী নির্দেশ করে l অর্থাৎ গ্রহসকল ও তাঁদের নির্দেশনামা পর্যবেক্ষণ করলে বোঝা যায় যে জাতক একজন সরকারি দুগ্দ্ধকেন্দ্রের উচ্চপদস্থ কর্মচারী ছিলেন l আবার দশাপতি বৃহস্পতির নির্দেশনামায় উপরের সারির 10, 11 সাপেক্ষে তলার সারির 2, 5, 8 স্পন্দন ও সম্পর্কিত গ্রহসকলের নির্দেশনামা পর্যবেক্ষণ করলে বোঝা যায় যে জাতক বর্তমান সময়কালেও শেয়ার সংক্রান্ত কর্মকান্ডে আগ্রহী ও যুক্ত l

এবার আসা যাক সপ্তম ভাবষ্ফুটের সাবলর্ড চন্দ্রের পর্যবেক্ষণে l সপ্তম ভাবষ্ফুটের সাবলর্ড থেকে partner বা স্ত্রী বিচার্য l চন্দ্র বৃহস্পতির নক্ষত্রে, বুধের সাবে ও শুক্রের ঘর তুলারাশিতে অবস্থিত l এক্ষেত্রে বুধের নির্দেশনামার উপরের সারির 6 স্পন্দন সাপেক্ষে তলার সারির 3, 12 স্পন্দন ও চন্দ্রের সহিত সম্পর্কিত অন্যান্য গ্রহসকলের নির্দেশনামা পর্যবেক্ষণ করলে বোঝা যায় যে জাতকের স্ত্রীর নার্ভ সংক্রান্ত সমস্যা বিদ্যমান l


সিদ্ধান্ত: ---

উপরিউক্ত পর্যালোচনা থেকে পরিষ্কার যে সংশোধীত কৃষ্ণমূর্তি পদ্ধতির (ভাবস্ফুট পদ্ধতি) অনুশাসন অনুসারে অঙ্কিত প্রশ্নচ্ছককে যথাযথ ভাবে বিশ্লেষণ করে অনেক তথ্য উদ্ধার করা সম্ভবপর, যেগুলি জোতিষ শাস্ত্রের অন্য অনুশাসন অনুসারে সম্ভবপর নয় l

If you know more about Astronlogy ---  please comments  and to get early notification   ---  follow and share the article.



রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

WHO WILL WIN BY ELECTION

Astrological Prediction ---Who will win by election 

নির্বাচনে লড়াই করা যাবে কি না ? লড়াই করলে জেতার সম্ভবনা কতটা ?







উপরিউক্ত প্রশ্নটি পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করা একজন প্রতিদ্বন্ধীর l 

   অঙ্কিত প্রশ্নছকটি যে রাজনীতি সম্পর্কিত, প্রথমেই তা পরীক্ষা করা প্রয়োজন l এক্ষেত্রে চন্দ্র রাশিচক্রের কুম্ভরাশিতে রাহুর নক্ষত্রে ও রবির সাবে অবস্থিত l চন্দ্র বুধের সহিত (সহাবস্থান ও 18 ডিগ্রী পেক্ষায় আবদ্ধ) সম্পর্কিত l চন্দ্রের নক্ষত্রে রাহু অবস্থিত অর্থাৎ চন্দ্র ও রাহু পরস্পর নক্ষত্র বিনিময় যোগে আবদ্ধ l

প্রশ্নছকটি যেহেতু প্রতিদ্বন্ধিতামূলক এবং প্রশ্নকর্তা একজন প্রার্থী তাই অঙ্কিত প্রশ্নছকের লগ্নষ্ফুটের সাবলর্ডটি  নির্দেশ করবে প্রশ্নকর্তাকে এবং সপ্তম ভাবষ্ফুটের সাবলর্ড নির্দেশ করবে তার প্রতিদ্বন্দ্বীকে l

চন্দ্রের উপরের সারির 4+,  9++ স্পন্দন সাপেক্ষে তলার সারির 3, 9, 6 ( 4, 8) এর স্পন্দন স্থানীয় স্তরে রাজনীতিতে প্রতিদ্বন্ধিতা নির্দেশ করে l

রবি  3 - 9. =  রাজনীতিতে প্রতিদ্বন্ধিতা,

রবি  -  রাহু - 9 ভাব= রাজনীতি,

6 ভাব নির্দেশ করে প্রতিদ্বন্ধিতায় জয়লাভ ( 7= প্রতিদ্বন্দ্বী,  7 ভাব এর দ্বাদশ স্থান 6 ভাব )

4 - 8 নির্দেশ করে অবচেতন স্বত্তায় স্থানীয় এলাকায় মান- সন্মাম হানির আশঙ্খা l

দশাপতি রাহুও প্রায় একই ঘটনার ইঙ্গিতবহ l অন্তর্দশাপতি রবির উপরের সারির স্পন্দন 5++, 8+, 9+++ সাপেক্ষে তলার সারিতে 1+, 7+, 11+ এর স্পন্দন নির্দেশ করে যে জাতক অবচেতন স্বত্তায় নিজের জয় সম্পৰ্কে আশাবাদী হলেও, আশঙ্খা করছেন নির্বাচনের সময় ঝামেলা ও সম্মানহানির l

এরূপ আশঙ্খার কারণ কি ?

অন্তর্দশাপতি রবি মঙ্গলের সহিত সম্পর্কিত ও 9+++ সাপেক্ষে 4 - 8 এর নির্দেশক l

এবার আসা যাক প্রতিদ্বন্ধিতার ফলাফলে ---

 Astrology  - তে এই ধরণের প্রতিদ্বন্ধিতামূলক প্রশ্নচ্ছকের ক্ষেত্রে কেবলমাত্র লগ্নস্পুটের সাবলর্ড গ্রহটির বলবত্তা বা প্রশ্ন সাপেক্ষে ইচ্ছাপূরণের সম্ভবনা দেখলেই হবে না l প্রশ্নকর্ত্তার প্রতিদ্বন্দ্বীরও অর্থাৎ সপ্তম ভাবষ্ফুটের সাবলর্ড গ্রহটিকেও পর্যবেক্ষণ করে উভয়ের বলবত্তা সাপেক্ষে যে বেশি বলবান হবে (ঘটনার সহিত সম্পর্কিত দশান্তর্দশা সাপেক্ষে ) - সেই প্রতিদ্বন্ধিতায় জয়লাভ করবে l

এখন লগ্নস্ফুট ও সপ্তম ভাবস্ফুট - উভয়েরই সাবলর্ড গ্রহটি হল শনি, অর্থাৎ একই গ্রহ l তাহলে জয়- পরাজয়ের নিষ্পত্তি কিভাবে হবে ?

এমত অবস্থায় আমরা লগ্নস্ফুট ও সপ্তম ভাবষ্ফুটের নক্ষত্রপতি ও তাঁদের সহিত সম্পর্কিত গ্রহসকলের তুল্যমূল্য বলবত্তা দেখবো l

লগ্নস্ফুটের সাবলর্ড শনি, নিজ নক্ষত্রে রবির সাবে --- মঙ্গলের নিষ্কৃয় শক্তির ঘর বৃশ্চিকে অবস্থিত l শনির নক্ষত্রে অবস্থিত গ্রহগুলি হল রবি ও কেতু, মঙ্গলের রাশি মেষে শুক্র এবং চন্দ্র ও বুধ কুম্ভরাশিতে সহাবস্থান যোগে আবদ্ধ l অর্থাৎ শনি  --- রবি, চন্দ্র, শুক্র, কেতু, বুধ ও মঙ্গলের সহিত সম্পর্কিত l

শনির সহিত সম্পর্কিত গ্রহ সকলের নির্দেশনামা পর্যবেক্ষণ করলে বোঝা যায় যে প্রশ্নকর্তা ও তার প্রতিদ্বন্দ্বী উভয়েই magnetic personality - র l লগ্নের সহিত সম্পর্কিত শুক্রের নির্দেশনামায় উপরের সারির 2+ স্পন্দন সাপেক্ষে তলার সারির 2 - 8 স্পন্দন ও সম্পর্কিত রবি ও চন্দ্রের স্পন্দন নির্দেশ করে জাতকের চোখের সমস্যা l শুক্র - মঙ্গলের রাশিতে 2 - 4 - 8 - 10 এর নির্দেশক, উভয়েই জলরাশিতে অবস্থিত শনি ও বৃহস্পতির সহিত সম্পর্কিত l স্পন্দন সাপেক্ষে শুক্র হরমোনের নির্দেশক, মঙ্গল নির্দেশ করে blood, শনি নির্দেশ করে বংশজ, বৃহস্পতি নির্দেশ করে gland, কর্কট রাশি নির্দেশ করে heart l অর্থাৎ জাতকের উচ্চ রক্তচাপ (high blood pressure) ও suger এর সমস্যা বর্তমান এবং পরবর্তীতে heart এর সমস্যা আসবে l

এবার আসা যাক নির্বাচনের ফলাফলে l আমরা চন্দ্রের নির্দেশনামা পর্যবেক্ষণকালে দেখেছি যে জাতক অবচেতন স্বত্তায় নিজ জয় সম্পর্কে প্রত্যয়ী বা আশাবাদী l কিন্তু লগ্নস্ফুট ও সপ্তম ভাবষ্ফুটের সাবলর্ড গ্রহের সহিত সম্পর্কিত গ্রহসকলের নির্দেশনামা পর্যবেক্ষণ করে নির্বাচনের ফলাফল সম্পর্কে কি সিদ্ধান্তে উপনীত হবেন ?

--- উভয় প্রার্থীর  মধ্যে প্রাপ্ত ভোটের সংখ্যা কি সমান - সমান হবে ? তা তো হবার নয় --- তাহলে কি ঘটবে ?




সিদ্ধান্ত : ---

Election result in Astrology

Who will win by election --- 

এবার আমরা দেখবো রাহু ও কেতুর সহিত সম্পর্কিত গ্রহসকলের তুল্য- মূল্য বলাবলের প্রতি l

রাহু চন্দ্রের নক্ষত্রে বৃহস্পতির সাবে উপরের সারির 9+ স্পন্দন সাপেক্ষে 3, 9, 6, 5 এর নির্দেশক l রাহুর নক্ষত্রে অবস্থিত গ্রহ চন্দ্র ও বুধের স্পন্দনও প্রায় অনুরূপ l

দেখা যাক কেতুকে --- কেতু শনির নক্ষত্রে বৃহস্পতির সাবে, উপরের সারির 5+, 10++ স্পন্দন সাপেক্ষে তলার সারির 1' 5, 11 স্পন্দনের নির্দেশক l কেতু নক্ষত্রপতি শনির নক্ষত্রে অবস্থিত রবি জোরালোভাবে 1, 11 স্পন্দনের নির্দেশক, শনি নিজেও 1, 11 স্পন্দনের নির্দেশক l রবি অন্তর্দশাপতি, অর্থাৎ সবদিক বিশ্লেষণ করে এটা স্পষ্ট হয় যে নির্বাচনের ফলাফল জাতকের অনুকূলে হওয়া সম্ভব নয় l অর্থাৎ জাতকের প্রতিদ্বন্ধী বেশ ভালো ভোটের ব্যাবধানেই জিতবে l


Comment box এ আপনার মূল্যবান মতামত জানাবেন l 

Next article ---

Promotion of service

Astrology on election

Saturn - the most powerful planet

Astrology lesson (learning Astrology)

Astrological discussion on a travel chart


                                        ---   সবাই সুস্থ ও ভালো থাকুন   ---


Please share and follow the article.











রবিবার, ১১ অক্টোবর, ২০২০

বিড়াল রাস্তা কাটলে গাড়ি দাঁড়িয়ে যায় --- কারণ কি ?

INTERESTING FACTS ABOUT ASTROLOGY --- 

when a cat across the road then people stop their car --- why ?



                 ( If you want to translate in other language please go to the bottom of the page and click on Google translate but there were a possibility of some mistake.)


আপনি রাস্তা দিয়ে হাঁটছেন/ যাচ্ছেন হটাৎ দেখলেন আপনার  সামনেএকটি গাড়ি বা একাধিক গাড়ি হটাৎই দাঁড়িয়ে গেল l আপনি ভাবছেন কি হলো, রাস্তা ফাঁকা অথচ গাড়ি দাঁড়িয়ে গেলো --- সামনের গাড়িটা কি খারাপ হয়ে গেছে? বা দেখলেন আপনার সামনে রাস্তায় একটা বিড়াল cross করলো আর ঠিক তার আগেই একটা গাড়ি এসে দাঁড়িয়ে গেল, পরের কোনো গাড়ি চলে যাওয়ার পর গাড়িটা আবার engine start করে চলতে শুরু করলো l কখনো-সখনো দেখা যায় যে পরপর গাড়ি দাঁড়িয়ে গেলো, অপর দিক থেকে বা পিছন থেকে কোনো গাড়ি পার না হওয়া অবধি কেউই যেতে রাজি নয় l আপনি ঘটনাটা দেখে মনে-মনে হাসতে শুরু করলেন আর ভাবলেন আরে এই বিজ্ঞানের যুগে এসেও এদের মনে এত সংস্কার l ঘটনাটা আপনার অবচেতন স্বত্তায় সংরক্ষিত হয়ে রইল l আবার কখনও দেখলেন আপনার সামনে কোন বিড়াল রাস্তা পার হওয়া স্বত্তেও কোনো গাড়ি থামলো না, এ ঘটনাটি কিন্ত আপনার মনে সেরকমভাবে কোনো রেখাপাত করলো না l তবে আপনার সামনে রাস্তায়  কোন বিড়াল পার হওয়ার ঘটনা ঘটলেই আপনার মনের স্মৃতির মনিকোঠা থেকে উপরিউক্ত ঘটনাগুলো মনে পড়বেই l আর কখনো-সখনো আপনার মনে এ প্রশ্ন উঠতেই পারে যে বিড়ালের রাস্তা পার করা/রাস্তা কাটা কি তবে খারাপ? আর যারা গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে তারা সকলেই কি কুসংস্কারাচ্ছান্ন? কই অন্য কোনো জীবজন্তু রাস্তা পার করলেও প্রথম গাড়িটা তো থামে না? কিন্তু কখনও কি ভেবে দেখেছেন যে এর পিছনে কি কারণ আছে বা কি এর ব্যাখ্যা?

এবার আমি আপনাকে প্রশ্ন করবো --- আপনি কি জ্যোতিষশাস্ত্রকে বিশ্বাস করেন?
আগুনে ঘি পড়লে যা হয় --- আপনি লাফিয়ে উঠলেন ধুর মশাই, এক কুসংস্কারকে আরেক কুসংস্কার দিয়ে ব্যাখ্যা  --- এ কোন পাগলের পাল্লায় পড়লাম l

আমি জোতিষ শাস্ত্র সম্পর্কে জানবার চেষ্টা করে বুঝেছি এর গভীরতা এর ব্যাপকতা --- সমুদ্রের ন্যায় অতলস্পর্শী l জ্যোতিষ শাস্ত্রকে জানতে গিয়ে জানলাম নিজেকে তবুও সামান্য প্রচেষ্টা রইল ঘটনাটির জ্যোতিষিক ব্যাখ্যার l

Astrological point of views

Event Astrology

আমার পর্যবেক্ষণে --- বিড়াল একটি মাংসাশী গৃহপালিত জীব l জ্যোতিষে বিড়ালের নির্দেশক হলো মঙ্গল - (মাংসাশী জীব), বৃহস্পতি - (গৃহপালিত জীব), এবং ভাব হলো ষষ্ট (6) ভাব l
গাড়ির নির্দেশক হলো চতুর্থ (4)ভাব, গ্রহ শুক্র, চর শক্তি এবং দ্বিপদ বা চতুস্পদ রাশি (যথাক্রমে দ্বিপদ যান ও চতুস্পদ যানের  ক্ষেত্রে) l
যখন আপনি গাড়ি চালাচ্ছেন অর্থাৎ আপনার উদ্দেশ্যই হল কোনো কার্যের নিমিত্তে কারো সহিত যোগাযোগ l
অর্থাৎ ভাব ও রাশিগত দিক থেকে
1, 3, 9, 12 -  বুধ
এখানে 1 = লগ্ন বা জাতক বা গাড়িচালক
3 - 9 = যোগাযোগ
12 = গৃহ হতে দূরবর্তী স্থান

বিড়াল রাস্তা cross করার অর্থ আপনার গতি বাধাপ্রাপ্ত হল l অর্থাৎ 3 - 8 - বুধ - শুক্র
তাৎক্ষণিক ঘটনাটির নিরিখে চন্দ্র সাপেক্ষে সেই মুহূর্তের স্পন্দন আসবে ---

3-9-12-8-4-5-(10)-(11)---মঙ্গল-শুক্র -বুধ

ঘটনাটির সাপেক্ষে যদি আপনি দাঁড়িয়ে যান তবে মনে করে দেখুন --- ঘটনাটির কিছু সময়কাল পূর্বে আপনার অবচেতন স্বত্তায় ভ্রাতৃস্থানীও কারোর বা সন্তান বা মাতৃস্থানীও কারোর শরীরস্বাস্থ্য সংক্রান্ত, বা গৃহ পরিবার সংক্রান্ত সমষ্যা অথবা পূর্বের কোনো ভ্রমণের স্মৃতি রোমন্থন করছিলেন --- কি ঠিক তো ?
এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে কই সবাই তো দাঁড়ায় না  --- কিছু মানুষ ( কুসংস্কারাছন্ন ?) দাঁড়ায় মাত্র l এক্ষেত্রে কেবলমাত্র চন্দ্রের নির্দেশনামায় উপরিউক্ত স্পন্দন আসলে আপনি দাঁড়াবেন না কিন্তু স্পন্দনগুলো যদি লগ্নের সহিত সম্পর্কিত হয় তবে আপনি নিশ্চিত দাঁড়াবেন l

এরূপ ঘটনায় আপনি মাঝেমাঝেই দাঁড়িয়ে যান, তবে সবসময় নয় l আপনার হাতটা খুলুন --- যে অংশটাকে তালু বলে আপনার হাতের সেই অংশটা বেশ মাংস্বল/ মোটা --- বেশ শক্ত অথবা নরম তুলতুলে গদির মত l এবার আঙ্গুলগুলো দেখুন অনুপাতে তালুর তুলনায় বেশ ছোট l যদি আপনার তালুটি নরম তুলতুলে মাংস্বল হয় আর আঙ্গুলগুলোও লম্বা-লম্বা হয় তবে আপনার পক্ষে হেঁটে রাস্তা পার হওয়াও যথেষ্ট সমস্যাদায়ক l

রাশিচক্রে দেখুন আপনার অধিকাংশ গ্রহই চর - পৃথ্বী/ অগ্নি রাশি এবং সক্রিয় শক্তির ঘরে অবস্থিত l
     ---  কিন্তু প্রত্যেক দিনই তো গাড়ি নিয়ে বেরোই --- সবদিন ঘটে না কেন?

Astrological horoscope  সাপেক্ষে গ্রহদের transit কালে যখন আপনার দশান্তর্দশা ও লগ্ন সাপেক্ষেAstrological spondon গুলি আসবে , কেবলমাত্র তখনই আপনি ঘটনার স্বাক্ষী হবেন  --- নচেৎ নয় l
অর্থাৎ জীবনের সকল ঘটনাকেই জ্যোতিষশাস্ত্রের সঠিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করা সম্ভবপর l মানবজীবনের দৈনন্দিন স্পন্দনগুলি শেয়ার বাজারের শেয়ারের স্পন্দন তুল্য --- transit ও দশান্তর্দশা সাপেক্ষে কখনও উঠছে কখনও নামছে l বিশ্বের সকল ঘটনার রূপ - রস - ছন্দ এই স্পন্দনের মধ্যেই নিহিত l পরবর্তী সময়ে কোনো সংস্থার শেয়ারের chart নিয়ে আলোচনা করার ইচ্ছা রইল l আমার মনে হয় জ্যোতিষশাস্ত্রকে অবিশ্বাস করে দূরে সরিয়ে রাখার চাইতে জীবনে চলার পথে জ্যোতিষ শাস্ত্রটির সঠিক প্রয়োগ দ্বারা আমরা আমাদের ভবিষ্যতের সম্ভাব্য রূপরেখা অঙ্কন করতে পারি --- তাহাতে আমাদের লাভ বইকি ক্ষতি কিছু নেই l 

Astrological views

এবার আসা যাক ঘটনার ব্যাখ্যায় ---


অর্থাৎ when a cat across the road then people stop their car --- why ? 
উপরিউক্ত গ্রহ ও স্পন্দনের সমন্বয়ে সৃষ্ট স্পন্দন 3 - 4 - 8 - মঙ্গল - শুক্র - বুধ নির্দেশ করে car accident বা গাড়ির কোনো ক্ষতির সম্ভবনা --- যা আপনার কাছে অনভিপ্রেত l অর্থাৎ অবচেতন স্বত্তায় এই স্পন্দনই নির্দেশ পাঠায় থামার জন্যে l আমরা জানি মন ( কালপুরুষ রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট সাধারণ মনের নির্দেশক  # ) একজন বিশ্বস্ত ভৃত্য কিন্তু খারাপ প্রভু l
স্পন্দনগুলি যদি লগ্নের সহিত সম্পর্কিত না হয় তবে অবচেতন স্বত্তায় থামার ইচ্ছা হলেও আপনি থামবেন না, আর স্পন্দনগুলি লগ্নের সহিত সম্পর্কিত হলে আত্মা আপনাকে নির্দেশ দেবে থামার জন্যে  l উদাহরণ স্বরূপ বলা যায় যে  --- suger এর পেশেন্টরা মিষ্টির দোকানের সামনে গেলে তাদের অবচেতন স্বত্তায় মিষ্টি খাওয়ার ইচ্ছা জাগে, কিন্তু তারা সাধারণত মিষ্টি খান না  l এক্ষেত্রে আত্মা মনের উপর কতৃত্ব করে --- ইচ্ছা বা আবেগকে প্রশমিত করলো l

ABOUT ASTROLOGY --- 

when a cat across the road then people stop their car ---

আপনি রাস্তা দিয়ে হাঁটছেন/ যাচ্ছেন হটাৎ দেখলেন আপনার  সামনেএকটি গাড়ি বা একাধিক গাড়ি হটাৎই দাঁড়িয়ে গেল l আপনি ভাবছেন কি হলো, রাস্তা ফাঁকা অথচ গাড়ি দাঁড়িয়ে গেলো --- সামনের গাড়িটা কি খারাপ হয়ে গেছে?

বা দেখলেন আপনার সামনে রাস্তায় একটা বিড়াল cross করলো আর ঠিক তার আগেই একটা গাড়ি এসে দাঁড়িয়ে গেল, পরের কোনো গাড়ি চলে যাওয়ার পর গাড়িটা আবার engine start করে চলতে শুরু করলো l

কখনো-সখনো দেখা যায় যে পরপর গাড়ি দাঁড়িয়ে গেলো, অপর দিক থেকে বা পিছন থেকে কোনো গাড়ি পার না হওয়া অবধি কেউই যেতে রাজি নয় l

আপনি ঘটনাটা দেখে মনে-মনে হাসতে শুরু করলেন আর ভাবলেন আরে এই বিজ্ঞানের যুগে এসেও এদের মনে এত সংস্কার l
ঘটনাটা আপনার অবচেতন স্বত্তায় সংরক্ষিত হয়ে রইল l

আবার কখনও দেখলেন আপনার সামনে কোন বিড়াল রাস্তা পার হওয়া স্বত্তেও কোনো গাড়ি থামলো না, এ ঘটনাটি কিন্ত আপনার মনে সেরকমভাবে কোনো রেখাপাত করলো না l তবে আপনার সামনে রাস্তায়  কোন বিড়াল পার হওয়ার ঘটনা ঘটলেই আপনার মনের স্মৃতির মনিকোঠা থেকে উপরিউক্ত ঘটনাগুলো মনে পড়বেই l

আর কখনো-সখনো আপনার মনে এ প্রশ্ন উঠতেই পারে যে বিড়ালের রাস্তা পার করা/রাস্তা কাটা কি তবে খারাপ?

আর যারা গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে তারা সকলেই কি কুসংস্কারাচ্ছান্ন?

কই অন্য কোনো জীবজন্তু রাস্তা পার করলেও প্রথম গাড়িটা তো থামে না?

কিন্তু কখনও কি ভেবে দেখেছেন যে এর পিছনে কি কারণ আছে বা কি এর ব্যাখ্যা?

এবার আমি আপনাকে প্রশ্ন করবো --- আপনি কি জ্যোতিষশাস্ত্রকে বিশ্বাস করেন?

আগুনে ঘি পড়লে যা হয় --- আপনি লাফিয়ে উঠলেন ধুর মশাই, এক কুসংস্কারকে আরেক কুসংস্কার দিয়ে ব্যাখ্যা  --- এ কোন পাগলের পাল্লায় পড়লাম l

আমি জোতিষ শাস্ত্র সম্পর্কে জানবার চেষ্টা করে বুঝেছি এর গভীরতা এর ব্যাপকতা --- সমুদ্রের ন্যায় অতলস্পর্শী l
জ্যোতিষ শাস্ত্রকে জানতে গিয়ে জানলাম নিজেকে তবুও সামান্য প্রচেষ্টা রইল ঘটনাটির জ্যোতিষিক ব্যাখ্যার l

Astrological point of ভিউস  ---

আমার পর্যবেক্ষণে --- বিড়াল একটি মাংসাশী গৃহপালিত জীব l
জ্যোতিষে বিড়ালের নির্দেশক হলো মঙ্গল - (মাংসাশী জীব), বৃহস্পতি - (গৃহপালিত জীব), এবং ভাব হলো ষষ্ট (6) ভাব এবং নবম ভাব ...  এক্ষেত্রেও বৃহস্পতির একটি সংযোগ পরিলক্ষিত হয়  ...

গাড়ির নির্দেশক হলো চতুর্থ (4)ভাব, গ্রহ শুক্র, চর শক্তি এবং দ্বিপদ বা চতুস্পদ রাশি (যথাক্রমে দ্বিপদ যান ও চতুস্পদ যানের  ক্ষেত্রে) l

যখন আপনি গাড়ি চালাচ্ছেন অর্থাৎ আপনার উদ্দেশ্যই হল কোনো কার্যের নিমিত্তে কারো সহিত যোগাযোগ l

অর্থাৎ ভাব ও রাশিগত দিক থেকে
1, 3, 9, 12 -  বুধ

এখানে 1 = লগ্ন বা জাতক বা গাড়িচালক
3 - 9 = যোগাযোগ
12 = গৃহ হতে দূরবর্তী স্থান

বিড়াল রাস্তা cross করার অর্থ আপনার গতি বাধাপ্রাপ্ত হল l
অর্থাৎ 3 - 8 - বুধ - শুক্র

তাৎক্ষণিক ঘটনাটির নিরিখে চন্দ্র সাপেক্ষে সেই মুহূর্তের স্পন্দন আসবে ---

3-9-12-8-4-5-(10)-(11)---মঙ্গল-শুক্র -বুধ

ঘটনাটির সাপেক্ষে যদি আপনি দাঁড়িয়ে যান তবে মনে করে দেখুন --- অধিকাংশ ক্ষেত্রেই ঘটনাটির কিছু সময়কাল পূর্বে আপনার অবচেতন স্বত্তায় ভ্রাতৃস্থানীও কারোর, বিশেষ বন্ধু স্থানীয় কারোর বিশেষ বিষয়ে বা সন্তান বা মাতৃস্থানীও কারোর শরীরস্বাস্থ্য সংক্রান্ত, বা গৃহ পরিবার সংক্রান্ত সমষ্যা অথবা পূর্বের কোনো ভ্রমণের স্মৃতি রোমন্থন করছিলেন --- কি ঠিক তো ?

এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে কই সবাই তো দাঁড়ায় না  --- কিছু মানুষ ( কুসংস্কারাছন্ন ?) দাঁড়ায় মাত্র l এক্ষেত্রে কেবলমাত্র চন্দ্রের নির্দেশনামায় উপরিউক্ত স্পন্দন আসলে আপনি দাঁড়াবেন না কিন্তু স্পন্দনগুলো যদি লগ্নের সহিত সম্পর্কিত হয় তবে আপনি নিশ্চিত দাঁড়াবেন l

এরূপ ঘটনায় আপনি মাঝেমাঝেই দাঁড়িয়ে যান, তবে সবসময় নয় l আপনার হাতটা খুলুন --- যে অংশটাকে তালু বলে আপনার হাতের সেই অংশটা বেশ মাংস্বল/ মোটা --- বেশ শক্ত অথবা নরম তুলতুলে গদির মত l এবার আঙ্গুলগুলো দেখুন অনুপাতে তালুর তুলনায় বেশ ছোট l যদি আপনার তালুটি নরম তুলতুলে মাংস্বল হয় আর আঙ্গুলগুলোও লম্বা-লম্বা হয় তবে আপনার পক্ষে হেঁটে রাস্তা পার হওয়াও যথেষ্ট সমস্যাদায়ক l

রাশিচক্রে দেখুন আপনার অধিকাংশ গ্রহই চর - পৃথ্বী/ অগ্নি রাশি এবং সক্রিয় শক্তির ঘরে অবস্থিত l

     ---  কিন্তু প্রত্যেক দিনই তো গাড়ি নিয়ে বেরোই --- সবদিন ঘটে না কেন?

Astrological horoscope  সাপেক্ষে গ্রহদের transit কালে যখন আপনার দশান্তর্দশা ও লগ্ন সাপেক্ষেAstrological spondon গুলি আসবে , কেবলমাত্র তখনই আপনি ঘটনার স্বাক্ষী হবেন  --- নচেৎ নয় l

অর্থাৎ জীবনের সকল ঘটনাকেই জ্যোতিষশাস্ত্রের সঠিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করা সম্ভবপর l মানবজীবনের দৈনন্দিন স্পন্দনগুলি শেয়ার বাজারের শেয়ারের স্পন্দন তুল্য --- transit ও দশান্তর্দশা সাপেক্ষে ছন্দবদ্ধভাবে কখনও উঠছে কখনও নামছে অর্থাৎ প্রত্যেক ব্যক্তির wheels of destiny র গ্রহ ও ভাবসন্নিবেশ সময়ের নিরিখে দশান্তর্দশা ও গোচর স্বাপেক্ষে পরস্পরের সহিত সম্পর্কিত হয়ে অবচেতন স্বত্তায় অসংখ্য ঘটনার স্পন্দন সৃষ্টি করছে কিন্তু ঘটনা সেইসকলই ঘটছে যা উক্ত মুহূর্তে জাতক / জাতিকার লগ্নবিন্দুর সহিত সম্পর্কিত গ্রহ ও ভাবের সমন্বয়ে সৃষ্ট স্পন্দনের সহিত সামঞ্জস্যপূর্ণ তথাপি ঘটনার নিয়ন্ত্রণ থাকে balance wheel এর উপর বা বকলমে balance wheel of trio এর উপর l বিশ্বের সকল ঘটনার রূপ - রস - ছন্দ এই স্পন্দনের মধ্যেই নিহিত l আমার মনে হয় জ্যোতিষশাস্ত্রকে অবিশ্বাস করে দূরে সরিয়ে রাখার চাইতে জীবনে চলার পথে জ্যোতিষ শাস্ত্রটির সঠিক প্রয়োগ দ্বারা আমরা আমাদের ভবিষ্যতের সম্ভাব্য রূপরেখা অঙ্কন করতে পারি --- তাহাতে আমাদের লাভ বইকি ক্ষতি কিছু নেই l

Astrological views

এবার আসা যাক ঘটনার ব্যাখ্যায় ---

অর্থাৎ when a cat across the road then people stop their car --- why ?

উপরিউক্ত গ্রহ ও স্পন্দনের সমন্বয়ে সৃষ্ট স্পন্দন 3 - 4 - 8 - মঙ্গল - শুক্র - বুধ নির্দেশ করে car accident বা গাড়ির কোনো ক্ষতির সম্ভবনা --- যা আপনার কাছে অনভিপ্রেত l অর্থাৎ অবচেতন স্বত্তায় এই স্পন্দনই নির্দেশ পাঠায় থামার জন্যে l আমরা জানি মন ( কালপুরুষ রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট সাধারণ মনের নির্দেশক  # ) একজন বিশ্বস্ত ভৃত্য কিন্তু খারাপ প্রভু l

স্পন্দনগুলি যদি লগ্নের সহিত সম্পর্কিত না হয় তবে অবচেতন স্বত্তায় থামার ইচ্ছা হলেও আপনি থামবেন না, আর স্পন্দনগুলি লগ্নের সহিত সম্পর্কিত হলে আত্মা আপনাকে নির্দেশ দেবে থামার জন্যে  l
উদাহরণ স্বরূপ বলা যায় যে  --- suger এর পেশেন্টরা মিষ্টির দোকানের সামনে গেলে অধিকাংশ ক্ষেত্রেই তাদের অবচেতন স্বত্তায় মিষ্টি খাওয়ার একটি সুপ্ত ইচ্ছা জাগ্রত হয় , কিন্তু সকলেই বা সবসময় তারা সাধারণত মিষ্টি খান না    ---  লক্ষ্য করে দেখুন এক্ষেত্রে আত্মা মনের উপর কতৃত্ব করে --- ইচ্ছা বা আবেগকে প্রশমিত করলো l শক্তি ও প্রকৃতির এই লীলাভূমিতে সকল ঘটনাই স্পন্দনের খেলা মাত্র ...  🙏🙏🙏


 পরবর্তী আলোচনার বিষয় ---

          চাকুরীতে প্রমোশন সংক্রান্ত বিষয়ে
         
          নির্বাচনে জয় - পরাজয় সম্পর্কিত বিষয়ে
          
          রবির দ্বাদশ ভাৱস্থিতির ফলাফল



আপনাদের আগ্রহ ও comments  আমাকে বিভিন্ন বিষয়ে লিখতে উৎসাহিত করবে আর পরবর্তী লেখাগুলোতে প্রশ্নের বিষয়ে আলোকপাত করবো l আর অবশ্যই পরবর্তী বিষয় সম্পর্কে সবার আগে notification পাওয়ার জন্যে follow  তে click করবেন ও share করবেন l


                                            ---  সবাই সুস্থ ও ভালো থাকুন  ---


বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০

ZODIAC SIGN IN ASTROLOGY

রাশিচক্রের বিভিন্ন রাশির কারকতা

HOW TO KNOW ZODIAC SIGN IN ASTROLOGY


    কালপুরুষ রাশিচক্রের গঠন ও উপাদান






           Vedic Astrology, Astrology prediction, Astrology horoscope, Astrology online, Zodiac sign, Astrological sign, Astrology, horoscope, Birth chart বা Astrology সংক্রান্ত যে কোনো আলোচনার ক্ষেত্রে যে প্রশ্নগুলো সাধারণ মানুষের মনে উঠে আসে বা যে প্রশ্নগুলোর সম্মুখীন জোতিষীদের হতে হয়, তার অন্যতম প্রশ্ন হলো  ---  আমরা জোতিষ বিশ্বাস করবো কেন? কোন যুক্তিতে?

            জোতিষীরা বলেন যে গ্রহ নক্ষত্রের প্রভাব ও প্রতিক্রিয়া জীবন ও জগতের উপর বর্তায় l --- ঠিক কথা, কিন্তু রাশিচক্রটাই তো মাত্র কয়েকটি রেখা আর কয়েকটি গ্রহ নিয়ে গঠিত যার সবটাই কাল্পনিক l অতএব এই সব কাল্পনিক বিষয়বস্তুর মধ্যে বাস্তব জীবনের মূল্যায়ন কিভাবে সম্ভব? রাশিচক্রের গঠন বা বিভাজনের সপক্ষে যুক্তি কোথায়? এটা তো একটা কল্পনা মাত্র l

              আমরা যারা এই জোতিষ শাস্ত্রটিকে বিশ্বাস করি বা না করি, প্রত্যেকেই মানবো যে শাস্ত্রটি অতি প্রাচীন এবং হাজার হাজার বছর ধরে এটির নিয়মিত চর্চা চলে আসছে l কোন পরিকল্পনা বা নির্দিষ্ট ভাবনা চিন্তা বা যুক্তি ছাড়া কেবলমাত্র কাল্পনিক বিষয়বস্তুর উপর নির্ভর করে কোন শাস্ত্রের চর্চা দীর্ঘদিন সম্ভব? না তা সম্ভবপর নয় l এবং জোতিষশাস্ত্রটিওযুক্তি ও পরিকল্পনাহীন কেবলমাত্র কল্পনা প্রসূত কোন শাস্ত্র নয় l আমার মনে হয় যে কোন যুক্তিবাদী মানুষ নিরপেক্ষ মন নিয়ে যদি নিম্নলিখিত আলোচিত অংশ আন্তরিকতার সঙ্গে পড়েন তবে তিনিও রাশিচক্রের এই কল্পনাকে মেনে নিতে পারবেন l





কালপুরুষ রাশিচক্রটি দ্বাদশ ভাব/ঘর, সাতটি গ্রহ, তিনটি শক্তি ও চারটি উপাদানের সমন্বয়ে গঠিত l রাশিচক্রে তিনটি পর্যায় বর্তমান l মেষ রাশি থেকে কর্কটরাশি পর্যন্ত 120 ডিগ্রি --- প্রথম পর্যায়, সিংহ রাশি থেকে বৃশ্চিক রাশি পর্যন্ত 120 ডিগ্রী --- দ্বিতীয় পর্যায়, ধনু রাশি থেকে মীন রাশি পর্যন্ত 120 ডিগ্রী  --- তৃতীয় পর্যায়l


তিনটি পর্যায়কে লক্ষ্য করলে দেখা যাবে যে প্রতিটি পর্যায়ের শুরু অগ্নি উপাদান দিয়ে আর শেষ জল উপাদান দিয়ে l প্রতিটি পর্যায়ের উপাদান এক হলেও শক্তি ভিন্নরূপ l

অগ্নির প্রধান বৈশিষ্ট হলো ঔজ্জ্বল্য বা তাপ বিকিরণ করা, অগ্নি শ্রেণীর জাতক অর্থাৎ কালপুরুষ রাশিচক্রের প্রথম, পঞ্চম, নবম(পঞ্চম ভাব নির্দেশ করে মন মানসিকতা, নবম ভাব নির্দেশ করে উচ্চ স্তরের মানসিকতা) বা মেষ, সিংহ, ধনু রাশিতে যাদের বেশিরভাগ গ্রহ, লগ্ন ও রাশি থাকবে তাহাদের বৈশিষ্ট হলো অভিনব প্রচেষ্টার মধ্যে দিয়ে মৌলিক চিন্তাধারাকে এগিয়ে নিয়ে যাওয়া l বহুমুখী প্রতিভার অধিকারী হয়েও এরা অর্থের বিষয়ে আগ্রহী নয় l হটকারিতা, আবেগ, প্রচন্ড উচ্চাকাঙ্খা এদের প্রধান বৈশিষ্ট l

যে সকল জাতকের অধিকাংশ গ্রহ, লগ্ন, রাশি কালপুরুষ রাশিচক্রের দ্বিতীয়, ষষ্ট, দশম ভাব অর্থাৎ বৃষ, কন্যা, মকর রাশিতে অবস্থিত(দ্বিতীয় ভাব নির্দেশ করে অর্থ, ষষ্ট ভাব নির্দেশ করে শ্রম, দশম ভাব নির্দেশ করে কর্ম) তাদের প্রধান বৈশিষ্ট হলো অনাগত ভবিষ্যতের জন্য ক্রমাগত অর্থ উপার্জন l পার্থিব ভোগসুখ লাভের জন্যে শারীরিক শক্তিকে কাজে লাগিয়ে বাঁধাধরা জীবন যাপনে বেশি আগ্রহী l

যে সকল জাতকের অধিকাংশ গ্রহ, লগ্ন, রাশি কালপুরুষ রাশিচক্রের তৃতীয়, সপ্তম, একাদশ ভাবে অর্থাৎ মিথুন, তুলা, কুম্ভ রাশিতে অবস্থিত তাদের প্রধান বৈশিষ্ট হবে সংস্কার মুক্ত, বুদ্ধিমান, অধ্যাবসায়ী, প্রতিভাবান, নিজ সংকল্পে স্হিরচিত্ত l এদের চিন্তাধারা হবে বাস্তবধর্মী ও বিজ্ঞানসম্মত, কল্পনার স্থান সেখানে নেই l তৃতীয় ভাব নির্দেশ করে আগ্রহ, সাহস, যোগাযোগ, সপ্তম ভাব নির্দেশ করে জাতক ব্যাতিত অন্য সকল ব্যাক্তিবর্গ, একাদশ ভাব নির্দেশ করে সাফল্য এবং মনের ইচ্ছা পূরণ l অর্থাৎ প্রতিভা, বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বাস্তব সাফল্যের পথে অগ্রসর হবে l

আর যে সকল জাতকের অধিকাংশ গ্রহ, লগ্ন, রাশি কালপুরুষ রাশিচক্রের চতুর্থ, অষ্টম, দ্বাদশ ভাব অর্থাৎ কর্কট, বৃশ্চিক ও মীন রাশিতে অবস্থিত তারা হলেন জল শ্রেণীর জাতক l চতুর্থ ভাব নির্দেশ করে মাতা, সাধারণ মানসিকতা, গৃহ, অষ্টম ভাব নির্দেশ করে অলৌকিক বিষয়, গুপ্ত বিষয়, দ্বাদশ. ভাব নির্দেশ করে মোক্ষ লাভ, মুক্তি l জল শ্রেণীর জাতক হন বন্ধুবৎসল, অমায়িক l বিলাসিতা, রুচি ও সৌন্দর্যবোধ এর প্রতি এদের অমোঘ আকর্ষণ l ব্যক্তিগত জীবনে এরা হবেন অত্যন্ত রুচিশীল, শান্ত, ঘরোয়া, ও মার্জিত স্বভাবের l ভালো খাওয়া দাওয়ার ও ভোগবিলাসের প্রতি আকর্ষণ থাকলেও সবসময় পরিশ্রমের প্রতি থাকে অনীহা l এদের মানসিক গঠন সর্বদাই রহস্যময় l এদের সবসময় পরিচালিত করে কাজকর্ম করাতে হয় l




Zodiac Sign in Astrology

Know yourself  ---

এবার আসা যাক রাশিচক্রের চিহ্ন সম্পর্কে  -------------

রাশিচক্রের প্রথম রাশি মেষ চিহ্ন ভেড়া বা রামছাগল l অধিপতি মঙ্গল, চর - অগ্নি l আপাতদৃষ্টিতে শান্তশিষ্ট, দৈহিক ক্ষমতা বেশি না হলেও দৃঢ়তা ও ব্যক্তিত্বের উপস্থিতি তার মধ্যে বর্তমান l প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন সে তার হটকারী একরোখা আক্রমণাত্মক মেজাজ ও প্রতিপক্ষকে পরাজিত করার মানসিকতার জোরে নিজের শ্রেষ্টত্ব প্রমানে সচেষ্ট l মেষ রাশির জাতকের বৈশিষ্টই হলো স্বাধীনচেতা মনোভাব, জেদি,  দৃঢ়তা ও ব্যাক্তিত্বের সমাহার l তবে প্রায়সই সুস্থির ও সুপরিকল্পিত ভাবে কাজকর্ম ও প্রতিষ্ঠা তাদের আসে না এবং অনেক সময় কাজ অর্ধসমাপ্ত পর্যায়ে ফেলে রেখে তারা অন্য কোন লক্ষের পথে অগ্রসর হয় অর্থাৎ যোগ্যতা থাকা স্বত্তেও বাস্তব জীবনের সাফল্য অনেক্ষেত্ৰই তাদের অধরা থাকে l

রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ, চিহ্ন ষlড়, অধিপতি শুক্র, স্থির - পৃথ্বী l খুব শান্তশিষ্ট ও সংযত ভাবে তারা তাদের পরিকল্পনা মাফিক পথে দৈহিক পরিশ্রমকে কাজে লাগিয়ে ভবিষ্যতের সুখ স্বাচ্ছন্দ ও প্রতিষ্ঠা অর্জন করতে চায় l অর্থাৎ বৃষ রাশির জাতকের বৈশিষ্টই হবে অনাগত ভবিষতের জন্যে সঞ্চয়, পরিশ্রমী, নিজের নিরাপত্তা ও ভোগসুখের ব্যাপারে আগ্রহী, আত্মকেন্দ্রিক, স্থিরসংকল্প --- সে তার নির্দিষ্ট পথেই চলবে l

তৃতীয় রাশি মিথুন, চিহ্ন নারী ও পুরুষ পরস্পর ভাব আদানপ্রদানে রত l অধিপতি বুধ, দ্বাত্মক - বায়ু l যথেষ্ট প্রতিভাবান, অনুসন্ধিৎসু, মেধাযুক্ত, বুদ্ধিজীবী শ্রেণী, অন্যথায় ধুর্ত ও প্রতারক l মিথুন রাশির জাতক হবেন তীক্ষ্ণ মেধা সম্পন্ন এবং প্রখর বুদ্ধিমান l তবে অসাধারণ বাগ্মিতা, উপস্থিত বুদ্ধি, অস্থিরতা,  ইগো ও প্রতিটি বিষয়ে চুলচেরা বিশ্লেষণ তাদের অন্যতম বৈশিষ্ট l

চতুর্থ রাশি কর্কট, চিহ্ন কাঁকড়া, অধিপতি চন্দ্র, চর - জল l কাঁকড়া সর্বদাই চঞ্চল, উদ্দেশ্যবিহীন l বাস্তব জগতের মূল্যায়নে অসমর্থ l কল্পনা ও ভাবের আধার স্বরূপ তাদের মনকে বোঝা দুস্কর l ভাবের সাগরে সে যেন কিছু খুজে চলেছে l জ্যোতিষশাস্ত্রে চন্দ্র মনের কারক গ্রহ - কল্পনারও l স্বাভাবিকভাবেই চন্দ্রের ন্যায় ক্রমাগত পরিবর্তনশীল কল্পনা ও মানসিকতাই তার প্রধান বৈশিষ্ট l অর্থাৎ কল্পনা ও অনুভুতিস্বাপেক্ষ বিষয় তাকে সর্বদাই আকর্ষণ করবে এবং কল্পনা ও ভাবপ্রবণতাকে কেন্দ্র করে গঠিত শিল্পকলা ও সাহিত্য সৃষ্টি তার কাছে অসম্ভব নয় l তবে তারা প্রায়শইবাস্তব জগতের মূল্যায়নে অপারদর্শী আর অবচেতন স্বত্তায় কল্পনার জগৎ অঙ্কনকারী তাদের সঠিক মূল্যায়ন করা বাn বুঝে ওঠা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব l চন্দ্রের কলার হ্রাসবৃদ্ধির ন্যায় কর্কট রাশির জাতক জাতিকার পরিবতনশীল কল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মন মানসিকতার তল খুঁজে পাওয়া সাধারণের অসাধ্য হলেও আদতে কর্কটের জাতক জাতিকা হন অনুভূতি, স্পর্শকাতরতা ভাবপ্রবণতার আধার l

পঞ্চম রাশি সিংহ, চিহ্ন সিংহ, অধিপতি রবি, স্থির - অগ্নিl সিংহের ন্যায় গাম্ভীর্য, আভিজাত্য, রাজকীয় স্বভাব, বহুমুখী প্রতিভা ও আদর্শের সংমিশ্রনে জাতক সর্বদাই শীর্ষে পৌছাতে আগ্রহী এবং সর্বদাই স্বতন্ত্রতা বজায়ে স্বচেষ্ট l সিংহ রাশির জাতকের বৈশিষ্টই হলো স্থির - অগ্নি উপাদানের বৈশিষ্টে সমৃদ্ধ ও অনুপ্রাণিত হয়ে সে সমাজে নিজেকে উজ্জ্বল করে অপরকে অনুপ্রাণিত ও পরিচালিত করতে সক্ষম হবে l সিংহের জাতক হন সিংহের ন্যায় পৌরুষ দীপ্ত,  -  অকারণে চঞ্চলতা, হাঁকডাক তার পছন্দ নয় l বহুমুখী প্রতিভা সম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী সিংহ রাশির  জাতকের একটি নেগেটিভ বৈশিষ্ট হলো  --- যদি তার পরিবারে বা পরিচিত মহলে বা কর্মস্থলে কেউ তার নেতৃত্বের বা বক্তব্যের বিরোধিতা করে তবে সে তৎক্ষণাৎ নিজেকে গুটিয়ে নেবে ও নিষ্ক্রিয় হয়ে সরে যাবে অর্থাৎ আত্মসম্মান বিসর্জন দিয়ে কোন কাজে সে আগ্রহী নয় l

ষষ্ঠ রাশি কন্যা, চিহ্ন একটি কুমারী মেয়ে, অধিপতি বুধ, দ্বাত্মক - পৃথ্বী l জাতক হবেন অতি সতর্ক ও বিষয়ী এবং নিজ প্রয়োজন সম্পর্কে সচেতন l লক্ষপূরণ ও কার্যসিদ্ধির জন্যে যেকোনো কৌশল প্রয়োগ করতে দ্বিধা বোধ তার নেই, নীতির ধার সে ধারে না --- জাতক সম্পূর্ণ বাস্তববাদী l এক্ষেত্রে অধিপতি বুধ তার মিথুন রাশির স্বীয় বালকস্বভাব অনুসন্ধিৎসাকে ত্যাগ করে উপাদানের পরিপূর্ণতায় পরিণত বোধবুদ্ধি ও মেধাকে কৌশলের মাধ্যমে ব্যবহার করে নিজ নিরাপত্তা ও ভবিষ্যৎকে সুরক্ষিত করাই তার প্রধান অভিপ্রায় l প্রত্যেকের সাথে তাদের অভিরুচি মাফিক ব্যবহার ও নিজ স্বার্থসিদ্ধি এবং আত্মকেন্দ্রিক ভোগসুখ ও সাফল্যের অভিপ্রায়ীর উদাহরণ কন্যা রাশির জাতক l

সপ্তম রাশি তুলা, চিহ্ন তুলা বা দাঁড়িপাল্লা, অধিপতি শুক্র, চর - বায়ু l তুলা বা দাঁড়িপাল্লা সমতার নির্দেশক --- এই রাশির জাতকের প্রধান বৈশিষ্টই হবে যে কোন পরিবেশ ও পরিস্থিতিতে মানিয়ে নেওয়া l রাশির উপাদানের বৈশিষ্ট অনুসারে শুক্রের কারকতায় সমৃদ্ধ রাশির জাতক সর্বদাই চেষ্টা করবেন দয়া, মায়া, মমতা, সহানুভূতির মাধ্যমে সকলকে সুখী রেখে জীবনকে উপভোগ করতে l প্রেম - ভাতৃত্ব, শান্তি ও সৌন্দর্যের পূজারী জাতকের অন্যতমগুণাবলীই হবে অনুভূতি প্রবণতা ও রুচিশীলতা l

অষ্টম রাশি বৃশ্চিক, চিহ্ন কাঁকড়া বিছা, অধিপতি মঙ্গল, স্থির - জল l বৃশ্চিক রাশির জাতক হবেন আত্মবিশ্বাসী, শান্ত অথচ মানসিক দিক থেকে দৃঢ়চেতা l তাকে বুঝে উঠা বড়ই কঠিন l আঘাতপ্রাপ্ত জাতক সুযোগের অপেক্ষায় থাকেন এবং উপযুক্ত সময়ে প্রতিপক্ষকে পিছন থেকে আক্রমণ করতে পিছপা হন না l অর্থাৎ প্রতিপক্ষ কখনোই তার প্রকৃতিকে বুঝে উঠতে পারবে না l অর্থাৎ মঙ্গলের স্বাভাবিক আক্রমণাত্মক, হটকারী মানসিকতা --- স্থির জলের ও অষ্টম ভাবের বৈশিষ্টের সমন্বয়ে পরিবর্তিত হওয়ায় জাতক হয়ে উঠবেন গভীর ভাবে আত্মবিশ্বাসী, স্থির, সংযত অথচ প্রতিশোধস্পৃহার ইচ্ছা তার অবচেতন স্বত্তায় বিদ্যমান থাকবেই l কোনো কাজেই এরা স্বক্রিয় ভূমিকা নিতে আগ্রহী নয়, সবসময় এদের পরিচালিত করে কাজকর্ম করাতে হয় l

নবম রাশি ধনু, চিহ্ন ঘোড়ার উপর আরোহী, হাতে তীর ধনুক বা অর্শ্বারোহী ধনুর্ধর --- যার নিম্নাংশ অর্শ্ব ও উর্ধাংশ ধনুর্ধর, দ্বাত্মক অগ্নি l গঠন বৈশিষ্ট থেকেই বোঝা যায় যে সে কল্পনাবিলাসী নয়, বাস্তব আদর্শবাদী l অর্শ্ব গতির প্রতীক আর তীরধনুক নির্দেশ করে স্থির লক্ষ্য বা নিশানা l রাশিচক্রে নবম ভাব নির্দেশ করে ভাগ্য, ধর্ম, উচ্চস্তরের মানসিকতা বা সাধনা l নবম ভাবের সহিত চিহ্ন ও উপাদান দ্বাত্মক অগ্নির বৈশিষ্টের সমন্বয়ে সমৃদ্ধ জাতকের বৈশিষ্টই হবে নিজের আদর্শের দিকে লক্ষ্য রেখে সব কিছুর মূল সত্যানুসন্ধান এবং উচ্চাভিলাষ, আভিজাত্যের সহিত আদর্শের জন্যে তিনি হয়ে উঠবেন সকলের অনুপ্রেরণা l

দশম রাশি মকর, চিহ্ন কুমীর, অধিপতি শনি, চর পৃথ্বী l প্রতীক চিহ্ন থেকেই বোঝা যায় মকর রাশির জাতকের প্রধান বৈশিষ্টই হলো একাগ্রতা, নিয়মানুবর্তিতা, বাস্তবতা, শৃংখলাপরায়ণতার মাধ্যমে জাগতিক ভোগসুখকে করায়ত্ত করার প্রয়াসী l খেয়াল করে দেখুন রাশিচক্রের অন্য দুটি পৃথ্বী রাশি অর্থাৎ বৃষের শুক্রের মার্জিত ভাব ও রুচিশীলতা বা কন্যার বুধের বুদ্ধিমত্তা বা কৌশল এখানে অনুপস্থিত বরং শনির শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, কঠোরতা এখানে উপস্থিত l আবার মকরের ঠিক বিপরীত রাশি কর্কটের কল্পনার বিপরীতধর্মী শনির কঠোর বাস্তবতা দৃশ্যমান l

একাদশ রাশি কুম্ভ, চিহ্ন স্কন্ধে জলপূর্ণ কলসি নিয়ে দন্ডায়মান পুরুষ, অধিপতি শনি, স্থির বায়ু l একাদশ ভাব নির্দেশ করে সাফল্য, ইচ্ছাপূরণ l রাশিটি জাগতিক ভোগসুখের সর্বোচ্চ বিন্দুর পরবর্তী রাশি হওয়ায় জাতকের মধ্যে সতর্কতা, একাগ্রতা, আত্মবিশ্বাস, সংযম ও নিজের লক্ষ্যের প্রতি আগ্রহী হন l শনির কারকতায় কঠোর পরিশ্রমী অথচ সদাসতর্ক যাতে কলসির জল না পড়ে যায় l স্থির বায়ু অর্থাৎ সাফল্যকামী জাতক শত সাফল্যেও ভাবলেসহীন --- সে কাজে বিশ্বাসী ফলে নয় l

রাশিচক্রের শেষ রাশি মীন, চিহ্ন দুটি মৎস পাশাপাশি বিপরীতে অবস্থানরত, অধিপতি বৃহস্পতি, দ্বাত্মক জল l প্রতীক চিহ্ন থেকেই বোঝা যায় যে জাতকের মধ্যে দুটি বিপরীত স্বত্বা বিদ্যমান l দ্বাদশ ভাব নির্দেশ করে মুক্তি বা মোক্ষ, দ্বাত্মক জল ও বৃহস্পতির বৈশিষ্টের সংমিশ্রনে জাতকের কল্পনায় ও অবচেতন স্বত্তায় মুক্তির আস্বাদ গ্রহণের ইচ্ছা থাকলেও সে জানে এই মুক্তি তার পুনরায় আগমনেরই নামান্তর l অর্থাৎ জাতক জ্ঞানী, উদার, অন্তর্মুখী, ধার্মিক অথচ দ্বিস্বত্তার অধিকারী l

এই হলো সাধারণ ভাবে --- দ্বাদশ রাশির জাতকের সাধারণ বৈশিষ্ট l


কালপুরুষ রাশিচক্রের যে কোন রাশির বৈশিষ্টাবলীর বিপরীত বৈশিষ্টযুক্ত হবে ঠিক তার বিপরীত রাশিটি l যেমন মেষ সাপেক্ষে তুলা বা কন্যা সাপেক্ষে মীন l

আমার পর্যবেক্ষণে এই ব্রহ্মণ্ডের সকল সৃষ্টিই দুটি বিপরীত গুণাবলী বা বৈশিষ্টযুক্ত l একটি অপরটির পরিপূরক l উদাহরণস্বরূপ দিন - রাত্রি, নারী - পুরুষ, উত্তরমেরু - দক্ষিণমেরু, ইলেকট্রন - প্রোটন প্রভৃতি l অর্থাৎ এই রাশিচক্রের বৈশিষ্টাবলীও তার ব্যাতিক্রম নয় l

আলোচ্য কালপুরুষ রাশিচক্রের গঠনের এটি একটি রূপমাত্র বা কেবলমাত্র একটি দৃষ্টিকোণ থেকে অনুসন্ধানকৃত l পরবর্তী লেখায় অন্যান্য দৃষ্টিকোণ থেকে পর্যবেক্ষণ আলোচনা করার ইচ্ছা রইলো l

এবার আসি রাশি কাকে বলে ---

জন্মকালীন সময়ে অঙ্কিত রাশিচক্রে চন্দ্রের অবস্থান স্বাপেক্ষে জাতকের রাশি নির্ণীত হয় l অর্থাৎ যদি কারোর birth chart এ চন্দ্র ধনু  রাশিতে অবস্থান করে তবে তার জন্মরাশি হবে ধনু বা জাতকের ধনুরাশির l

এক্ষেত্রে প্রত্যেক জোতিষ অনুরাগী শ্রদ্ধেয় ব্যক্তি নিজ ছকে  ---দ্বাদশ রাশির জাতকের সাধারণ বৈশিষ্ট  মিলিয়ে দেখতে পারেন --- আংশিকভাবে মিলবেই l সম্পূর্ণ বৈশিষ্টাবলীর জন্যে জাতকের পূর্ণ chart/ birth chart অঙ্কন ও দ্বাদশ ভাব স্বাপেক্ষে চন্দ্রের সহিত অন্যান্য গ্রহের সম্পর্ক ও তাদের নির্দেশনামা পর্যবেক্ষণের প্রয়োজন l





আমার মনে হয় প্রাচীনকালে মুনিঋষিদের অনুসন্ধিসু মন নিয়ে গ্রহ নক্ষত্রদের পর্যবেক্ষণ ও মানবজীবনে গ্রহ নক্ষত্রের প্রভাব সম্বন্ধিত জোতিষ শাস্ত্রকে সম্পূর্ণ অবজ্ঞা করার অবকাশ আর নেই l যদি নিরপেক্ষ মন নিয়ে বিচার করা যায় তবে আমরা বলতে পারি যে বিজ্ঞানকে বিশ্বাস করার পাশাপাশি জোতিষশাস্ত্রকে মেনে চললে কোনো ক্ষতি নেই বরং লাভ আছে কারণ বিজ্ঞান যদি বর্তমান হয় তবে জোতিষ হলো অতীত, বর্তমান ও ভবিষ্যত l এ প্রসঙ্গে একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে বর্তমান সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে একজন সুপ্রতিষ্ঠিত ব্যাক্তি যে ভাবে একদিকে তার বহুব্যাস্ত কর্মক্ষেত্রকে ও অপরদিকে তার পরিবারকে সামলান ( কারণ উভয়ই তার কাছে অপরিহার্য --- যে পক্ষকেই অবহেলা করুক তাতে তার সমূহ ক্ষতি), ঠিক একইভাবে আমরা আধুনিক বিজ্ঞান মনস্ক ব্যাক্তিবর্গ যদি জোতিষকে মেনে চলি তাতে আমাদের ক্ষতি নেই বরং লাভই আছে l

To get more article and notifications ---

Please click on the follow button and share the article .

I am waiting for your valuable comments.


                                     ---    সবাই সুস্থ ও ভালো থাকুন  ---