বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

Rullings of Astrology --- Job related Rullings

  Rullings of Astrology     ---   Job related Rullings

 ( কর্মভাব   বিচারের   সাধারণ  সূত্রাবলী )


1) চাকুরী প্রাপ্তি --- 6+10+11

2) সরকারি চাকুরী প্রাপ্তি --- 6+10+11+রবি

3) বেসরকারী চাকরি প্রাপ্তি --- 5+6+10+11

4) বেসরকারী সংস্থায় উচ্চপদে আসীন --- 5+6+10+9+11

5) সাফল্যের সহিত কর্মপরিবর্তন --- 10+11+12

6) কর্ম পরিবর্তন বা কর্মে অসাফল্য --- 10+12

7) চাকরি চলে যাওয়া/ কর্মস্থান বন্ধ হয়ে যাওয়া --- 10+8

8) কর্মসূত্রে দূরে থাকা --- 6/10+9+12

9) কর্মসূত্রে বিদেশে থাকা --- 6+10+11+9+12+ (3+8+মঙ্গল - কেতু)

10) চাকরিতে উন্নতি ( promotion) --- 6+10+11+9     (এক্ষেত্রে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে নবম ভাব তো দশম ভাব অর্থাৎ কর্মভাবের দ্বাদশ স্থান হেতু কর্মের ব্যয়স্থান অর্থাৎ কর্মের ক্ষেত্রে অশুভ ভাব তাহলে এক্ষেত্রে নবম ভাব ব্যবহারের গুরুত্ব কোথায় ?)

11) চাকরিতে বদলি --- 10+12+3+11

12) কর্মহীনতা বা বেকারত্ব --- 10+5+12/10+8+12/10+5+8+12


দশম ভাবের সহিত সঙ্গে রবির সংযোগে বৃত্তি নির্ণয়ের ক্ষত্রে সাধারণ ফলাফল ---

10+ রবি ---

সন্মানীয় কর্ম / উচ্চপদস্থ কর্ম/ সরকারের সঙ্গে যুক্ত কর্ম/ মর্যাদাপূর্ণ কর্ম বা কর্মের কারণে নাম, যশ, খ্যাতি, সন্মান ও প্রতিষ্ঠা প্রাপ্তি l নিচুমানের কাজ এরা করতে পারে না l

রবি সাধারণত জীবনে স্থায়ীপদ নির্দেশ করে এবং সর্বপ্রকার সরকারি চাকুরী বা কর্ম নির্দেশ করে l

লাল বা কমলা রঙের দ্রব্য, তামা, সোনা, জুয়েলারী দ্রব্য, মূল্যবান ধাতু - রত্ন, ঔষধ, চাল, গম, লঙ্কা, গোলমরিচ নিয়ে কাজ, medical service, মন্ত্রী, শাসক, শুল্ক বিভাগে কর্ম নির্দেশ করে l

দশম ভাবের সহিত রবি ও অন্যান্য গ্রহ সংযোগের ফলাফল ---

রবি - চন্দ্র - বুধ/ শুক্র  --- বস্ত্র বিভাগ

রবি - চন্দ্র - শুক্র+ জলরাশি --- পরিবহন সংস্থা( জলযান সম্বন্ধীয়)

রবি- মঙ্গল- বুধ --- শল্য চিকিৎসক/ প্রতিরক্ষা বিভাগে ইঞ্জিনিয়ার/ সরকারি ছাপাখানার কর্মী

রবি - শুক্র --- jewellery

রবি- শুক্র - শনি --- পশমের দ্রব্য/ পরচুলা নিয়ে কাজ

রবি - বুধ --- ডাক্তার

রবি- শুক্র - বৃহস্পতি --- প্রসূতি বিশেষজ্ঞ/ শিশুরোগ বিশেষজ্ঞ

রবি - মঙ্গল --- শল্য চিকিৎসক

রবি - শনি --- দন্তরোগ বিশেষজ্ঞ

রবি - শুক্র --- চক্ষুরোগ বিশেষজ্ঞ

রবি - শুক্র - মঙ্গল - শনি --- যৌনরোগ বিশেষজ্ঞ


বিদেশযাত্রা

ভারতীয় উপমহাদেশের ( Indian sub continents) জনসাধারণের একাংশের অবচেতন স্বত্তায় বিদেশে বসবাস তথা বিদেশে প্রতিষ্ঠা পাওয়ার একটা সুপ্ত ইচ্ছা/ আকাঙ্খা থাকে l

প্রথমে দেখা যাক বিদেশে গমনের সম্ভাব্য কারণ কি কি হতে পারে ?

1) উচ্চশিক্ষার জন্যে

2) স্কলারশিপ সহ উচ্চশিক্ষার জন্যে

3) কর্মের কারণে ---

কর্মের কারণে বিদেশযাত্রার ক্ষেত্রে বেশ কয়েকটি বিভাগ পরিলক্ষিত হয় যেমন ---

ক) উচ্চশিক্ষিত ব্যাক্তি  বিশেষতঃ প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক প্রভৃতি যারা উচ্চশিক্ষার পর কর্মসূত্রে বিদেশে যান

খ) যে সকল ব্যাক্তি উচ্চশিক্ষার কারণে বিদেশে যান এবং শিক্ষান্তে কর্মের কারণে বিদেশেই থেকে যান

গ) সরকারী কর্মে বিদেশযাত্রা

ঘ) সাধারণ শিক্ষিত ব্যাক্তি যারা মূলতঃ non technical ও সহায়ক সাধারণ কর্মী হিসাবে বিদেশে যেতে চান

ঙ) ভ্রমণের উদ্দেশ্যে


এবার দেখা যাক বিদেশযাত্রা সম্পর্কিত কি ধরণের প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হয় ?

1) উচ্চশিক্ষার জন্যে সন্তানের বিদেশযাত্রার যোগ আছে কি না ?

2)  বিদেশে scholarship সহ উচ্চশিক্ষার যোগ আছে কি না ?

3) বিদেশে চাকুরীর যোগ আছে কি না ?

4) 


প্রথমে আমরা দেখি বিদেশযাত্রার/ বিদেশভ্রমণের জন্যে কোন কোন ভাবের প্রয়োজন ?


তৃতীয় ভাব = চতুর্থ ভাব নির্দেশ করে বাসস্থান ও দেশ, বিদেশযাত্রা অর্থে বাসস্থান তথা দেশত্যাগ নির্দেশ করে

নবম ভাব = দূরভ্রমণ, বিদেশগমন

দ্বাদশ ভাব = পরিবার হতে বিচ্ছিন্নতা

একাদশ ভাব = ইচ্ছাপূরণ, সাফল্য

চতুর্থ ভাব = প্রাথমিক শিক্ষা

নবম ভাব = উচ্চশিক্ষা

লগ্ন ভাব = জাতক

দশম ভাব = কর্ম

তাহলে কি পেলাম আমরা ---

12+3+9+11

অর্থাৎ দ্বাদশ ভাববিন্দুর সাবপতি গ্রহটি 3, 9,12,11 ভাবের স্পন্দনযুক্ত হলে জাতকের বিদেশে ভ্রমণ হতে পারে

উপযুক্ত পর্যবেক্ষণ স্বাপেক্ষে সহজেই অনুভূত হয় যে বিদেশে যাত্রার ক্ষেত্রে নবমভাব সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ l

কিন্তু কেন ?

প্রথমতঃ প্রাথমিক শিক্ষার উদ্দেশ্যে বিদেশযাত্রা ব্যাতিক্রমই বলা যায় l স্বল্পসংখ্যক রাজপরিবারের সন্তান ও সম্ভ্রান্ত পরিবারের সন্তানের ক্ষেত্রেই এই সম্ভবনা দেখা যায় l

মূলতঃ উচ্চশিক্ষার উদ্দেশ্যেই শিক্ষার্থী বা জাতক বিদেশে গমন করেন অর্থাৎ নবম ভাবের স্পন্দন জোরালো হওয়াটাই স্বাভাবিক কারণ নবম ভাব উচ্চশিক্ষা নির্দেশ করে l

কিন্তু বিদেশে উচ্চশিক্ষায় সাফল্য তখনই আসবে যদি নবম ভাবের সহিত একাদশ ভাবের স্পন্দনও জোরালো হয় l

এ পর্যন্ত তো না হয় বোঝা গেলো কিন্তু অনেকেই বিদেশে scholarship পেয়ে উচ্চশিক্ষা করেন ---

সেক্ষেত্রে জোরালো একাদশ ভাবের স্পন্দনের সহিত অষ্টম ভাবের একটি স্পন্দনও পরিলক্ষিত হবে

অর্থাৎ scholarship পেয়ে বিদেশে উচ্চশিক্ষা  --- 9+3+12+11+8+বুধ- বৃহস্পতি

আবার গবেষণা মূলক উচ্চশিক্ষার জন্যেও অষ্টমভাবের স্পন্দন প্রয়োজন কিন্তু গ্রহ হিসাবে শনির একটি সংযোগ আবশ্যক l

এতো গেলো উচ্চশিক্ষার জন্যে বিদেশ গমন কিন্তু উচ্চশিক্ষার বিষয় কিভাবে বুঝবো ?

উপরিউক্ত স্পন্দনের সহিত সম্পর্কিত অন্যান্য গ্রহ ও ভাবের স্পন্দন স্বাপেক্ষে উচ্চশিক্ষার বিষয় বিচার্য...



                                                     ---  কর্মের কারণে বিদেশযাত্রা ---

অনেকেই আছেন যারা উচ্চশিক্ষার পর বিদেশে চাকুরী পেয়ে যান অর্থাৎ কর্মপ্রাপ্তি ঘটে ---

কর্মের বিচার করা হয় দশম ভাব হতে কিন্তু বিদেশে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে দ্বাদশ ভাবকেই বিশেষ গুরুত্ব দিতে হবে অর্থাৎ দ্বাদশ ভাববিন্দুর সাবপতি গ্রহটির নির্দেশনামা 10+6+11+3+9+12 হলে জাতক বিদেশে কর্ম করবেন l

তবে বিচার কেবলমাত্র দ্বাদশ ভাবকেন্দ্রিক নয়, সম্পূর্ণ বিষয় পরে আলোচনা করছি l






সেনাবাহিনীর অফিসার

সরকারি চাকুরী প্রাপ্তির নির্দেশনামা ---

কর্ম দশম ভাব হতে বিচার্য অর্থাৎ 10 ভাব = কর্ম

6 ভাব= চাকুরী অর্থে বাঁধাধরা কর্ম

11 ভাব= প্রাপ্তিযোগ বা সাফল্য

অতএব সরকারি কর্মপ্রাপ্তি= 6+10+11 - রবি

এবার দেখা যাক সেনাবাহিনীর অফিসার পদে চাকুরীর জন্যে কি কি যোগ্যতার প্রয়োজন ?

প্রথমত জাতক জাতিকাকে চূড়ান্ত ভাবে শারীরিক সক্ষম হতে হবে অর্থাৎ লগ্নবিন্দুর সাবপতি গ্রহটিকে মঙ্গল  / বৃহস্পতি / রবির সহিত প্রত্যক্ষ ভাবে সম্পর্কিত হতে হবে এবং 1-5-11 এর নির্দেশক হতে হবে l

কেবলমাত্র শারীরিক সক্ষমতা থাকলেই হবে না অফিসার পদের জন্যে বিদ্যাশিক্ষায় অত্যন্ত ভাল হওয়া প্রয়োজন অর্থাৎ নবম ভাববিন্দুর সাবপতি গ্রহটির নির্দেশনামা হওয়া উচিত --- 9+4+6+11+ (10)+বৃহস্পতি - বুধ - মঙ্গল 

সেনাবাহিনীর চাকরি অর্থাৎ নিরাপত্তা বিভাগ নির্দেশ করে মঙ্গল

চাকুরী ক্ষেত্রে উচ্চপদনির্দেশ করে বৃহস্পতি এবং নবম ভাব= 9+ বৃহস্পতি

সেনাবাহিনীর চাকুরীর ক্ষেত্রে প্রধান বৈশিষ্টই হল দেশের এবং জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করা অর্থাৎ নিজে বিপদের সম্মুখীন হয়েও অপরের নিরাপত্তা নিশ্চিত করা 

অর্থাৎ 5+7+8

অর্থাৎ লগ্নবিন্দুর সাবপতি গ্রহটি যদি মঙ্গল বা রবি বা বৃহস্পতি হয় বা উক্ত গ্রহত্রয়ের সহিত প্রত্যক্ষ ভাবে সম্পর্কিত হয় এবং উপরিউক্ত গ্রহসকল 1+6+9+10+11+5+7+8 ভাবের নির্দেশক হয় বা স্পন্দনযুক্ত হয় তৎসহ দশান্তর্দশাও উক্ত গ্রহদের সহিত সম্পর্কিত হয় এবং দশম ভাববিন্দুর সাবপতি গ্রহটির নির্দেশনামাও অনুরূপ হয় তবেই জাতকের সেনাবাহিনীর অফিসার পদে চাকুরী প্রাপ্তির সম্ভবনা

1+6+9+10+11+5+7+8+ রবি- মঙ্গল - বৃহস্পতি

এখানে প্রশ্ন আসতেই পারে যে কর্ম দশম ভাব থেকে বিচার্য তাহলে লগ্ন স্বাপেক্ষে বিচারের যৌক্তিকতা কোথায় ?

ধরে নিলাম, দশম ভাব থেকে বিচারে প্রয়োজনীয় সকল ভাবের স্পন্দন ও গ্রহের সম্পর্ক আমরা পেয়ে গেলাম এবং দশান্তর্দশাও কর্মপ্রাপ্তির অনুকূল তাহলে কি আমরা বলতে পারি যে জাতকের কর্মপ্রাপ্তি হবেই --- না তা বলা সম্ভবপর নয় l

দেখা গেলো উপরিউক্ত বিষয়সমূহ অনুমোদনের পরও দশম ভাববিন্দুর সাবপতি গ্রহটি লগ্নবিন্দুর সাবপতি গ্রহটির সহিত সম্পর্কিত নয় বা লগ্নবিন্দুর সাবপতি গ্রহটি এবং সম্পর্কিত গ্রহদের নির্দেশনামা নির্দেশ করে জাতকের শারীরিক কোনো প্রতিবন্ধকতাকে  l এবার বলুন তাহলে কি ঘটবে ?

অর্থাৎ জাতকের চাকরী পাওয়ার সম্ভবনা সৃষ্টি হলেও জাতক কিন্তু চাকরী পাবে না l


মন্দিরের পুরোহিত

একজন পুরোহিতের প্রধান কাজ হল ঈশ্বর বিশ্বাসী মানুষের সহিত ঈশ্বরের বা সৃষ্টিকর্তার বা আরাধ্য দেবতার সংযোগ সাধন করা এবং ঈশ্বরের সেবা করা l

কর্ম বিচার্য দশম ভাব থেকে 

পুরোহিত= 9+ বৃহস্পতি

শনি নির্দেশ করে জনগন

3+9+ বুধ= যোগাযোগ

 5 - ম( পঞ্চম ভাব) ভাব নির্দেশ করে পবিত্র ও ধার্মিক ক্রিয়াকলাপ, অধিষ্ঠাত্রী ও প্রতিষ্ঠিত দেবদেবী, মন্দির, পূজা আর্চা, মন্ত্রতন্ত্র

8 - ম ( অষ্টম ভাব) ভাব নির্দেশ করে অধ্যাত্বিকতা, অতীন্দ্রিয় ক্ষমতা, ভাবসমাধি, তন্ত্রমন্ত্র, গূঢ়বিষয়( occult)

12 - শ( দ্বাদশ ভাব) ভাব নির্দেশ করে মোক্ষ, মুক্তি, গূঢ়বিষয়, অতীন্দ্রিয় চিন্তাভাবনা

7-8 = অন্য / অপর ব্যাক্তিকে পরিষেবা দেওয়া

ঈশ্বর বা সৃষ্টিকর্তা = 5+9+8+12+ বৃহস্পতি- কেতু- শনি

অর্থাৎ মন্দিরের পুরোহিত 10+3+7+5+9+8+12+ বৃহস্পতি- কেতু - শনি



This is one of the stage of how to learn Vedic and Modified KP Astrology.

If you want to know more about Astrology lesson ---

Please comments and to get early notifications --- follow and share this article.