বুধবার, ২১ অক্টোবর, ২০২০

প্রশ্ন জ্যোতিষ --- Prediction in Medical Astrology --- Heart disease

                         সংশোধিত কৃষ্ণমূর্তি পদ্ধতির আলোকে রোগবিচার

          --- প্রশ্ন জ্যোতিষ ---

 CASE STUDY ---  HEART DISEASE IN ASTROLOGY

 আলোচ্য প্রশ্নছকটি অঙ্কন করা হয়েছিল এক ভদ্রমহিলার প্রশ্ন সাপেক্ষ, ভদ্রমহিলার  তার পিতার সুস্থতা সাপেক্ষ l এক্ষেত্রে জাতিকার পিতামাতা উত্তরভারত ভ্রমণে গিয়ে অসুস্থ হয়ে পড়ায় উদয়পুরে (রাজস্থান)এক নার্সিংহোমে ICU তে admit হয় l জাতিকার প্রশ্ন ছিল  --- পিতা কি সুস্থতা অর্জন করতে পারবে এবং কবে কলকাতায় ফিরবে ?

ভাবস্ফুট পদ্ধতির অনুশাসন অনুসারে সর্বপ্রথম আমাদের দেখতে হবে উল্লেখিত প্রশ্নের সাথে অঙ্কিত রাশিচক্রের নির্দেশনামা সামঞ্জস্যপূর্ণ কি না ?

চন্দ্র মনের কারক গ্রহ হওয়ার কারণে প্রধানত চন্দ্রের নির্দেশনামাকে প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকতেই হবে অন্যথায় প্রশ্নের উত্তর দেওয়া ঠিক হবে না l






আলোচ্য রাশিচক্রে চন্দ্র তুলারাশিতে বৃহস্পতির নক্ষত্রে ও বুধের সাবে অবস্থিত l চন্দ্র রবির সাথে সহাবস্থান করছে এবং চন্দ্র বৃহস্পতির সঙ্গে 30 ডিগ্রী পেক্ষায় আবদ্ধ l চন্দ্রের নক্ষত্র ও সাবে কোনো গ্রহ নেই l অতএব চন্দ্র --- বুধ, বৃহস্পতি, শুক্র ও রবির সাথে সম্পর্কযুক্ত l আবার চন্দ্র শনির সাথে 72 ডিগ্রী পেক্ষায় আবদ্ধ l

এবার পর্যবেক্ষণ করা যাক চন্দ্র ও চন্দ্রের সঙ্গে সম্পর্কিত গ্রহদের নির্দেশনামা l চন্দ্রের নির্দেশনামায় উপরের সারির 10, 11 স্পন্দন সাপেক্ষে তলার সারির 7, 9, 2, 5, 8 স্পন্দন নির্দেশ করে --- পিতার গুরুতর অসুস্থতার কারণে জাতিকার উৎকণ্ঠা l

Disease in Astrology - তে

10th house =শারীরিক নিরাপত্তা

11th house = সাফল্য বা ইচ্ছাপূরণ

9th house = পিতা

2nd house = অসুস্থতা বা বিপদ-আপদ/ মারক ভাব

5th house = রোগ নিরাময় (6 ভাব নির্দেশ করে রোগভোগ, 5 ভাব তার দ্বাদশ স্থান অর্থাৎ রোগমুক্তি)

7th house = দ্বাত্মক রাশির ক্ষেত্রে মারক- বাধক অর্থাৎ পারমায়ুর দিক থেকে বিপদসূচক

8th house= গুরুতর অসুস্থতা

চন্দ্রের সহিত সম্পর্কিত রবিও একই ঘটনা নির্দেশ করে l সময়ের নির্দেশক দশাপতি বৃহস্পতির নির্দেশনামায় উপরের সারির 1, 4, 10, 11, 12 স্পন্দন সাপেক্ষে তলার সারির 2, 5, 8 (4, 8) স্পন্দন নির্দেশ করে রোগ নিরাময়ের ক্ষেত্রে সমস্যা এবং অন্তর্দশাপতি বুধের উপরের সারির 6++, 9+ স্পন্দন সাপেক্ষে তলার সারির 3, 12 স্পন্দন নির্দেশ করে জাতক অসুস্থতার কারণে নিজ গৃহপরিবেশ হতে দূরবর্তী স্থানে চিকিসাধীন l চন্দ্রের সহিত সম্পর্কিত গ্রহসকলের নির্দেশনামায় 4, 8 স্পন্দন নির্দেশ করে জাতক অসুস্থতার কারণে শয্যাশায়ী l অতএব চন্দ্রের নির্দেশনামা পর্যবেক্ষণ করে বোঝা যায় যে জাতকের অসুস্থতা সম্পর্কিত প্রশ্নটি সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে l

                      Prediction in Medical Astrology --- Heart disease

এক্ষেত্রে সর্বাগ্রে প্রয়োজন জাতকের রোগটি নিরুপন করা l এর জন্যে সর্বপ্রথম লগ্নস্ফুটের সাবলর্ড এবং তৎপরে ষষ্ঠ ভাবষ্ফুটের সাবলর্ডকে পরীক্ষা করা প্রয়োজন l লগ্নস্ফুটের সাবলর্ড রাহু, শনির ঘর কুম্ভরাশিতেরাহুর নক্ষত্রে বৃহস্পতির সাবে অবস্থিত l রাহু অন্তর্দশাপতি বুধের সাথে 120 ডিগ্রী পেক্ষাতে আবদ্ধ l বুধ - চন্দ্রের সঙ্গেও সম্পর্কিত এবং তুলারাশিতে অবস্থান হেতু জাতকের একাধিক রোগভোগের সম্ভাবনা বিদ্যমান l বৃশ্চিকে অবস্থিত দশাপতি বৃহস্পতি, তুলারাশিতে অবস্থিত রবি এবং রাহুর নক্ষত্রে নৈসর্গিক রাশিচক্রের তৃতীয় ভাব মিথুন রাশিতে অবস্থানকারী মঙ্গল( প্রতিটি গ্রহই দশাপতি বৃহস্পতি এবংচন্দ্রের সঙ্গে সম্পর্কিত) এবং তুলারাশিতে অধিপতি শুক্র ও রাহুর অবস্থানপতি শনিকে পর্যালোচনা করলে দেখা যায় যে জাতকের মূলত heart- এর সমষ্যা,খাদ্যগ্রহন সংক্রান্ত হজমের সমষ্যা, sugar ও ঠাণ্ডাজনিত সমষ্যা বিদ্যমান l অতঃপর ষষ্ঠভাবষ্ফুটের সাবলর্ড কেতুকে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে কেতু সিংহরাশিতে অবস্থিত হেতু রবির প্রতিনিধি l রবি এবং সিংহরাশি heart - এর কারক/ নির্দেশক l সিংহরাশিতে অবস্থিত শনি, লগ্নস্ফুটের সাবলর্ড রাহু ও ষষ্ঠ ভাবষ্ফুটের সাবলর্ড কেতুর সঙ্গে সম্পর্কিত এবং গ্রহসকলের নির্দেশনামা পর্যবেক্ষণ করলে বোঝা যায় যে জাতকের রোগসকল দীর্ঘদিনের l

এখন জাতকের শারীরস্বাস্থ বিষয়ক ব্যাপারে কতটা উন্নতি হবে এটা বিচারের জন্যে লগ্নস্ফুটের সাবলর্ড এর বলাবল পরীক্ষা করা প্রয়োজন l অঙ্কিত প্রশ্নছকে লগ্নস্ফুটের সাবলর্ড রাহু l রাহু শনির ঘর কুম্ভরাশিতে নিজ নক্ষত্রে এবং দশাপতি বৃহস্পতির সাবে অবস্থিত l রাহুর নক্ষত্রে অবস্থিত গ্রহ মঙ্গল l অতএব রাহু প্রত্যক্ষভাবে শনি, বৃহস্পতি ও মঙ্গলের সাথে সম্পর্কিত l এছাড়া রবির সঙ্গে 106 degree পেক্ষা, শুক্রের সঙ্গে 150 degree পেক্ষা ও বুধের সঙ্গে 120 degree পেক্ষাতে আবদ্ধ l অর্থাৎ লগ্নস্ফুটের সাবলর্ড রাহু প্রায় সকল গ্রহের সাথেই প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে সম্পর্কিত l রাহুর নির্দেশনামায় উপরের সারির 2, 11 স্পন্দন সাপেক্ষ তলার সারির 1, 5, 11 স্পন্দন জাতকের রোগ নিরাময়ের প্রতিশ্রুতি মনে হলেও, জাতকের বর্তমান বয়স 71+ সাপেক্ষে  11 স্পন্দন ততটা শুভফল প্রদান করতে সমর্থ হবে না l রাহুর সাবপতি বৃহস্পতির তলার সারিতে 2, 5, 8 স্পন্দন জাতকের রোগনিরাময়ের ক্ষেত্রে বাধাস্বরূপ l আবার রাহুর রাশ্যধিপতি শনির নির্দেশনামায় উপরের সারির জোরালো 8 -এর স্পন্দন সাপেক্ষে তলার সারির 4, 6, 10 স্পন্দন জাতকের কষ্টদায়ক পরিস্থিতিতে শয্যাসায়ী থাকারই নির্দেশক l রাহুর নক্ষত্রে অবস্থিত গ্রহ মঙ্গলের তলার সারিতে 1, 11 স্পন্দন থাকলেও রাহুর সঙ্গে সম্পর্কিত গ্রহ সকলের নির্দেশনামা পর্যবেক্ষণ করলে বোঝা যায় যে জাতক বর্তমান পরিস্থিতিতে সাময়িক সুস্থতা পেয়ে বাড়ি ফিরলেও সম্পূর্ণ সুস্থতা লাভ সম্ভবপর নয় l বর্তমানে জাতকের বৃহস্পতির দশা, বুধের অন্তর্দশা ও শনির প্রত্যন্তর দশা চলছে l পরবর্তী বৃহস্পতির দশা, কেতুর অন্তর্দশা জাতকের শরীরস্বাস্থ সংক্রান্ত বিষয়ে চরম অশুভ l

এবার দেখা যাক জাতক কবে প্রত্যাবর্তন করবে? বিচারকালীন সময়ে চন্দ্র তুলারাশিতে বৃহস্পতির নক্ষত্রে আসীন, চন্দ্র যখন গোচরে শনির রাশিতে মঙ্গল ও রাহুর নক্ষত্র অতিক্রম কালে শনি যখন কেতুর নক্ষত্র, বুধের সাব ও শনির সাব-সাব অতিক্রম করবে এবং দশাপতি বৃহস্পতি বুধের নক্ষত্রে শনির সাবে ও শনির সাব-সাবে আসবে সেই সময়কালে অর্থাৎ নভেম্বরের 17 -18 তারিখে ফিরে আসবে l

এবার জাতকের কিছু পূর্ব ঘটনা পর্যালোচনা করা যাক, অঙ্কিত প্রশ্নছকের যথার্থতা নিরুপনের জন্যে l এক্ষেত্রে লগ্নের সাবলর্ড রাহু দশাপতি বৃহস্পতির সঙ্গে সম্পর্কিত এবং রবির সাথে সম্পর্কিত, রবি বৃহস্পতির নক্ষত্রে l এক্ষেত্রে বৃহস্পতি গৃহপালিত জীব গরুকে নির্দেশ করে এবং রবি সরকারি কর্ম নির্দেশ করে আবার রাহুর রাশ্যধিপতি শনি অধঃস্তন কর্মচারী নির্দেশ করে l অর্থাৎ গ্রহসকল ও তাঁদের নির্দেশনামা পর্যবেক্ষণ করলে বোঝা যায় যে জাতক একজন সরকারি দুগ্দ্ধকেন্দ্রের উচ্চপদস্থ কর্মচারী ছিলেন l আবার দশাপতি বৃহস্পতির নির্দেশনামায় উপরের সারির 10, 11 সাপেক্ষে তলার সারির 2, 5, 8 স্পন্দন ও সম্পর্কিত গ্রহসকলের নির্দেশনামা পর্যবেক্ষণ করলে বোঝা যায় যে জাতক বর্তমান সময়কালেও শেয়ার সংক্রান্ত কর্মকান্ডে আগ্রহী ও যুক্ত l

এবার আসা যাক সপ্তম ভাবষ্ফুটের সাবলর্ড চন্দ্রের পর্যবেক্ষণে l সপ্তম ভাবষ্ফুটের সাবলর্ড থেকে partner বা স্ত্রী বিচার্য l চন্দ্র বৃহস্পতির নক্ষত্রে, বুধের সাবে ও শুক্রের ঘর তুলারাশিতে অবস্থিত l এক্ষেত্রে বুধের নির্দেশনামার উপরের সারির 6 স্পন্দন সাপেক্ষে তলার সারির 3, 12 স্পন্দন ও চন্দ্রের সহিত সম্পর্কিত অন্যান্য গ্রহসকলের নির্দেশনামা পর্যবেক্ষণ করলে বোঝা যায় যে জাতকের স্ত্রীর নার্ভ সংক্রান্ত সমস্যা বিদ্যমান l


সিদ্ধান্ত: ---

উপরিউক্ত পর্যালোচনা থেকে পরিষ্কার যে সংশোধীত কৃষ্ণমূর্তি পদ্ধতির (ভাবস্ফুট পদ্ধতি) অনুশাসন অনুসারে অঙ্কিত প্রশ্নচ্ছককে যথাযথ ভাবে বিশ্লেষণ করে অনেক তথ্য উদ্ধার করা সম্ভবপর, যেগুলি জোতিষ শাস্ত্রের অন্য অনুশাসন অনুসারে সম্ভবপর নয় l

If you know more about Astronlogy ---  please comments  and to get early notification   ---  follow and share the article.



কোন মন্তব্য নেই: