Astrological Prediction ---Who will win by election
নির্বাচনে লড়াই করা যাবে কি না ? লড়াই করলে জেতার সম্ভবনা কতটা ?
উপরিউক্ত প্রশ্নটি পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করা একজন প্রতিদ্বন্ধীর l
অঙ্কিত প্রশ্নছকটি যে রাজনীতি সম্পর্কিত, প্রথমেই তা পরীক্ষা করা প্রয়োজন l এক্ষেত্রে চন্দ্র রাশিচক্রের কুম্ভরাশিতে রাহুর নক্ষত্রে ও রবির সাবে অবস্থিত l চন্দ্র বুধের সহিত (সহাবস্থান ও 18 ডিগ্রী পেক্ষায় আবদ্ধ) সম্পর্কিত l চন্দ্রের নক্ষত্রে রাহু অবস্থিত অর্থাৎ চন্দ্র ও রাহু পরস্পর নক্ষত্র বিনিময় যোগে আবদ্ধ l
প্রশ্নছকটি যেহেতু প্রতিদ্বন্ধিতামূলক এবং প্রশ্নকর্তা একজন প্রার্থী তাই অঙ্কিত প্রশ্নছকের লগ্নষ্ফুটের সাবলর্ডটি নির্দেশ করবে প্রশ্নকর্তাকে এবং সপ্তম ভাবষ্ফুটের সাবলর্ড নির্দেশ করবে তার প্রতিদ্বন্দ্বীকে l
চন্দ্রের উপরের সারির 4+, 9++ স্পন্দন সাপেক্ষে তলার সারির 3, 9, 6 ( 4, 8) এর স্পন্দন স্থানীয় স্তরে রাজনীতিতে প্রতিদ্বন্ধিতা নির্দেশ করে l
রবি 3 - 9. = রাজনীতিতে প্রতিদ্বন্ধিতা,
রবি - রাহু - 9 ভাব= রাজনীতি,
6 ভাব নির্দেশ করে প্রতিদ্বন্ধিতায় জয়লাভ ( 7= প্রতিদ্বন্দ্বী, 7 ভাব এর দ্বাদশ স্থান 6 ভাব )
4 - 8 নির্দেশ করে অবচেতন স্বত্তায় স্থানীয় এলাকায় মান- সন্মাম হানির আশঙ্খা l
দশাপতি রাহুও প্রায় একই ঘটনার ইঙ্গিতবহ l অন্তর্দশাপতি রবির উপরের সারির স্পন্দন 5++, 8+, 9+++ সাপেক্ষে তলার সারিতে 1+, 7+, 11+ এর স্পন্দন নির্দেশ করে যে জাতক অবচেতন স্বত্তায় নিজের জয় সম্পৰ্কে আশাবাদী হলেও, আশঙ্খা করছেন নির্বাচনের সময় ঝামেলা ও সম্মানহানির l
এরূপ আশঙ্খার কারণ কি ?
অন্তর্দশাপতি রবি মঙ্গলের সহিত সম্পর্কিত ও 9+++ সাপেক্ষে 4 - 8 এর নির্দেশক l
এবার আসা যাক প্রতিদ্বন্ধিতার ফলাফলে ---
Astrology - তে এই ধরণের প্রতিদ্বন্ধিতামূলক প্রশ্নচ্ছকের ক্ষেত্রে কেবলমাত্র লগ্নস্পুটের সাবলর্ড গ্রহটির বলবত্তা বা প্রশ্ন সাপেক্ষে ইচ্ছাপূরণের সম্ভবনা দেখলেই হবে না l প্রশ্নকর্ত্তার প্রতিদ্বন্দ্বীরও অর্থাৎ সপ্তম ভাবষ্ফুটের সাবলর্ড গ্রহটিকেও পর্যবেক্ষণ করে উভয়ের বলবত্তা সাপেক্ষে যে বেশি বলবান হবে (ঘটনার সহিত সম্পর্কিত দশান্তর্দশা সাপেক্ষে ) - সেই প্রতিদ্বন্ধিতায় জয়লাভ করবে l
এখন লগ্নস্ফুট ও সপ্তম ভাবস্ফুট - উভয়েরই সাবলর্ড গ্রহটি হল শনি, অর্থাৎ একই গ্রহ l তাহলে জয়- পরাজয়ের নিষ্পত্তি কিভাবে হবে ?
এমত অবস্থায় আমরা লগ্নস্ফুট ও সপ্তম ভাবষ্ফুটের নক্ষত্রপতি ও তাঁদের সহিত সম্পর্কিত গ্রহসকলের তুল্যমূল্য বলবত্তা দেখবো l
লগ্নস্ফুটের সাবলর্ড শনি, নিজ নক্ষত্রে রবির সাবে --- মঙ্গলের নিষ্কৃয় শক্তির ঘর বৃশ্চিকে অবস্থিত l শনির নক্ষত্রে অবস্থিত গ্রহগুলি হল রবি ও কেতু, মঙ্গলের রাশি মেষে শুক্র এবং চন্দ্র ও বুধ কুম্ভরাশিতে সহাবস্থান যোগে আবদ্ধ l অর্থাৎ শনি --- রবি, চন্দ্র, শুক্র, কেতু, বুধ ও মঙ্গলের সহিত সম্পর্কিত l
শনির সহিত সম্পর্কিত গ্রহ সকলের নির্দেশনামা পর্যবেক্ষণ করলে বোঝা যায় যে প্রশ্নকর্তা ও তার প্রতিদ্বন্দ্বী উভয়েই magnetic personality - র l লগ্নের সহিত সম্পর্কিত শুক্রের নির্দেশনামায় উপরের সারির 2+ স্পন্দন সাপেক্ষে তলার সারির 2 - 8 স্পন্দন ও সম্পর্কিত রবি ও চন্দ্রের স্পন্দন নির্দেশ করে জাতকের চোখের সমস্যা l শুক্র - মঙ্গলের রাশিতে 2 - 4 - 8 - 10 এর নির্দেশক, উভয়েই জলরাশিতে অবস্থিত শনি ও বৃহস্পতির সহিত সম্পর্কিত l স্পন্দন সাপেক্ষে শুক্র হরমোনের নির্দেশক, মঙ্গল নির্দেশ করে blood, শনি নির্দেশ করে বংশজ, বৃহস্পতি নির্দেশ করে gland, কর্কট রাশি নির্দেশ করে heart l অর্থাৎ জাতকের উচ্চ রক্তচাপ (high blood pressure) ও suger এর সমস্যা বর্তমান এবং পরবর্তীতে heart এর সমস্যা আসবে l
এবার আসা যাক নির্বাচনের ফলাফলে l আমরা চন্দ্রের নির্দেশনামা পর্যবেক্ষণকালে দেখেছি যে জাতক অবচেতন স্বত্তায় নিজ জয় সম্পর্কে প্রত্যয়ী বা আশাবাদী l কিন্তু লগ্নস্ফুট ও সপ্তম ভাবষ্ফুটের সাবলর্ড গ্রহের সহিত সম্পর্কিত গ্রহসকলের নির্দেশনামা পর্যবেক্ষণ করে নির্বাচনের ফলাফল সম্পর্কে কি সিদ্ধান্তে উপনীত হবেন ?
--- উভয় প্রার্থীর মধ্যে প্রাপ্ত ভোটের সংখ্যা কি সমান - সমান হবে ? তা তো হবার নয় --- তাহলে কি ঘটবে ?
সিদ্ধান্ত : ---
Election result in Astrology
Who will win by election ---
এবার আমরা দেখবো রাহু ও কেতুর সহিত সম্পর্কিত গ্রহসকলের তুল্য- মূল্য বলাবলের প্রতি l
রাহু চন্দ্রের নক্ষত্রে বৃহস্পতির সাবে উপরের সারির 9+ স্পন্দন সাপেক্ষে 3, 9, 6, 5 এর নির্দেশক l রাহুর নক্ষত্রে অবস্থিত গ্রহ চন্দ্র ও বুধের স্পন্দনও প্রায় অনুরূপ l
দেখা যাক কেতুকে --- কেতু শনির নক্ষত্রে বৃহস্পতির সাবে, উপরের সারির 5+, 10++ স্পন্দন সাপেক্ষে তলার সারির 1' 5, 11 স্পন্দনের নির্দেশক l কেতু নক্ষত্রপতি শনির নক্ষত্রে অবস্থিত রবি জোরালোভাবে 1, 11 স্পন্দনের নির্দেশক, শনি নিজেও 1, 11 স্পন্দনের নির্দেশক l রবি অন্তর্দশাপতি, অর্থাৎ সবদিক বিশ্লেষণ করে এটা স্পষ্ট হয় যে নির্বাচনের ফলাফল জাতকের অনুকূলে হওয়া সম্ভব নয় l অর্থাৎ জাতকের প্রতিদ্বন্ধী বেশ ভালো ভোটের ব্যাবধানেই জিতবে l
Comment box এ আপনার মূল্যবান মতামত জানাবেন l
Next article ---
Promotion of service
Astrology on election
Saturn - the most powerful planet
Astrology lesson (learning Astrology)
Astrological discussion on a travel chart
--- সবাই সুস্থ ও ভালো থাকুন ---
Please share and follow the article.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন