রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

দ্বিতীয় ভাবের সহিত বুধের সংযোগের সাধারণ ফলাফল ---

 দ্বিতীয় ভাবের সহিত বুধের সংযোগের সাধারণ ফলাফল ---

জাতক বাকপটু হয়, যে কোনো বিষয়ে গুছিয়ে পুঙ্খানুপুঙ্খ সুন্দরভাবে বর্ণনা করতে পারে l বুদ্ধিমত্তার সাথে বিবেচনাপূর্বক কথা বলে l কথাবার্তায় উপস্থিত বুদ্ধির পরিচয় পাওয়া যায় l দ্রুত কথা বলে --- গলার স্বর সাধারণত পাতলা হয় l কোনো কথা গোপন রাখতে পারে না --- এক কথায় পেট পাতলা বলা যায় l

বুধ পীড়িত হলে বা অশুভ স্পন্দনযুক্ত হলে কথা বাড়িয়ে বলার প্রবণতা থাকে l মুখে কোনো কথা আটকায় না --- ভীষণ খোলামেলা কথা বলবে l এছাড়া বাকজনিত সমস্যা, তোতলামি, কথা জড়িয়ে যাওয়া প্রভৃতি সমস্যা আসতে পারে l বানিয়ে বলার প্রবণতা থাকে l

এই শ্রেণীর জাতকদের একাধিক উপায়ে উপার্জন থাকতে দেখা যায় l বাক্য ব্যবহারের মাধ্যমে উপার্জন হতে পারে l সঞ্চয়ের ক্ষেত্রে কখনোই এক জায়গায় একসঙ্গে অনেক অর্থ রাখে না l শুভ স্পন্দনযুক্ত রবি সম্পর্কিত হলে সরকারি ক্ষেত্রে বিনিয়োগ নির্দেশ করে l চঞ্চলতার বা অস্থিরতার কারণে অর্থব্যয় নির্দেশ করে l

সাধারণত মিশ্রজাতীয় খাবার খেতে এবং বারবার খেতে পছন্দ করে l


তোতলামির কারণ কি ?

                                তোতলামি

দ্বিতীয় ভাবের সহিত বুধের সংযোগের ফলাফল প্রসঙ্গে আমরা একটু তোতলামি সম্পর্কে আলোকপাতের চেষ্টা করি l আমরা জানি তোতলামি একপ্রকার বাক সমস্যা l তোতলামির ক্ষেত্রে কথা আটকে যায় বা কোনো কোনো সময় একই কথা (অক্ষর) বারংবার উচ্চারিত হয় l ফলস্বরূপ জাতক জাতিকা হীনমণ্যতায় ভোগে বা মানসিক অবসাদের শিকার হয় l সামাজিক ক্ষেত্র বা কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় l

তোতলামির বিভিন্ন কারণ থাকলেও মূল কারণ কথা বলার ক্ষেত্রে প্রয়োজনীয় জিহ্বা, গলার পেশী প্রভৃতি নিয়ন্ত্রণকারী নার্ভের অনিয়ন্ত্রিত কর্মকান্ড যে বিষয়টি মস্তিস্ক থেকে নিয়ন্ত্রিত হয় l

দ্বিতীয় ভাব নির্দেশ করে মুখমন্ডল ও ইন্দ্রিয়সকল l

তৃতীয় ভাব নির্দেশ করে যোগাযোগ, গলা

অষ্টম ভাব নির্দেশ করে সমস্যা

বুধ বাকশক্তি ও যোগাযোগের কারক গ্রহ, বুধ যদি কেতু বা শনির সহিত সম্পর্কিত হয়ে দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, অষ্টম ভাব বা দ্বাদশ ভাবের নির্দেশক হয় বা স্পন্দন যুক্ত এবং লগ্নও উক্ত গ্রহসকলের সহিত সম্পর্কিত হয় তবে তোতলামির  ন্যায় বাক সমস্যা দেখা দেয় l

2 + বুধ = বাক্য (যোগাযোগের অন্যতম একটি মাধ্যম)

3 + 8 + বুধ = যোগাযোগের সমস্যা

2 + 3 + 8 + বুধ + কেতু = বাকসমস্যা (তোতলামি)

অর্থাৎ মূল সূত্রটি হবে ---

2 + 3 + 8 / 12 - বুধ - কেতু / শনি + বায়ু রাশি + বৃষ রাশি / মেষ রাশি

মূলতঃ বাল্যকালে অর্থাৎ শিক্ষা গ্রহণের প্রাক্কালে যদি উক্ত স্পন্দনযুক্ত গ্রহের সহিত সম্পর্কিত গ্রহের দশান্তর্দশা চলে এবং ধীরগতি সম্পন্ন গ্রহ গোচরকালীন সময়ে উক্ত স্পন্দন যুক্ত গ্রহের নক্ষত্র দিয়ে অগ্রগমন করে তখন সাময়িক সময়কালের জন্যে সমস্যা আসলেও তা পরবর্তী অনুকূল সময়কালে রোগমুক্তি ঘটে তবে শনি সম্পর্কিত হলে রোগের দীর্ঘসূত্রীতা নির্দেশ করে l

শনি সম্পর্কিত হওয়ার অর্থ পরিবারের মা - বাবা বা অন্য কারোর এই সমস্যা ছিল অর্থাৎ বংশগত সমস্যা এবং নিরাময়ের সম্ভবনা খুবই কম l

This is one of the stage of how to learn Vedic and Modified KP Astrology.

If you want to know more about Astrology lesson ---

Please comments and to get early notifications --- follow and share this article.





Rullings of first house in Astrology


Rullings of first house in Astrology


 লগ্নভাব --- শরীরস্বাস্থ ( সাধারণ সূত্রাবলী)

1) সুস্বাস্থ --- 1+5+11+রবি/ মঙ্গল/ বৃহস্পতি

2) দেহকষ্ট যোগ --- 1+6/1+8/1+12

3) খুঁতযুক্ত শারীরিক গঠন --- 1+8+শনি/ শনি- কেতু

4) দুর্ঘটনা জনিত কারণে অঙ্গহানী বা শারীরিক ক্রুটি --- 1+8+12+ শনি- কেতু

5) নাম  যশ খ্যাতি প্রতিপত্তি --- 1+10+11+রবি

6) অপযশ/ দুর্নাম --- 1+8+রবি

7) চিরসুখী/ সাফল্য যোগ --- 1+11+ বৃহস্পতি-শুক্র

8) চিরদুঃখী/ আসাফল্য যোগ --- 1+8+12+শনি

9) ধার্মিক/ দার্শনিক যোগ --- 1+5+9+বৃহস্পতি- শনি/ বৃহস্পতি- কেতু/ শনি- কেতু

10) সন্ন্যাসী/ ত্যাগী যোগ --- 1+5+9+12+ বৃহস্পতি- শনি-কেতু

13) দুশ্চরিত্র যোগ --- 1+5+8+ শুক্র- রাহু- মঙ্গল

14) চরিত্রহীন --- 1+5+8+রাহু- শুক্র- কেতু- মঙ্গল

মানসিকতা এবং স্বভাবচরিত্র

1) 1+5+শুক্র --- জাতক জাতিকা আরামপ্রিয়, বিলাসী, আমুদে, রোমান্টিক, সখ সৌখিনতাপ্রিয়  হয় l প্রেমিক সুলভ আচরণ করে l

2) 1+3+ বুধ/ চন্দ্র --- জাতক জাতিকা চঞ্চল স্বভাবযুক্ত, সদাপরিবর্তনশীল ছটফটে মানসিকতার হয় l এদের মধ্যে বিশ্লেষণী ক্ষমতা বেশি থাকে l

3) 1+3+ শনি --- জাতক জাতিকা ধীরস্থির, শান্ত, ধৈর্যশক্তিসম্পন্ন ও ধীশক্তিযুক্ত হয় l

4) 1+3+ মঙ্গল --- জাতক জাতিকা সাহসী, পরাক্রমী ও উদ্দমী হয় l

5) 1+4+ চন্দ্র --- জাতক জাতিকার মধ্যে দয়া, মায়া, মমতা, স্নেহ, মায়া, মমতা স্নেহ, সহানুভূতি থাকে l

6) 1+5+9+ শুক্র --- জাতক জাতিকা বিনয়ী ও ভদ্র হয় l

7) 1+5+9+ বৃহস্পতি --- জাতক জাতিকা উদার, ধার্মিক জ্ঞানী, আদর্শবাদী ও নীতিপরায়ণ হয় l

দৈহিক গঠন

1) 1+5+ শুক্র --- আকর্ষণীয় দেখতে

2) লম্বাটে চেহারা --- 1+ শনি/ রাহু+ বায়ুরাশি

3) মাঝারি গঠন --- 1+ রবি- মঙ্গল+ স্থিররাশি

4) বেঁটে/ short hight --- 1+8+কেতু

5) ভারী/ স্থূল/ মোটাসোটা চেহারা --- 1+ বৃহস্পতি- চন্দ্র+ জলরাশি

6) কুৎসিত গঠন --- 1+5+8/1+8+ শনি+ রাহু 

This is one of the stage of how to learn Vedic and Modified KP Astrology.

If you want to know more about Astrology lesson ---

Please comments and to get early notifications --- follow and share this article.




আমরা ভাগ্যের হাতের ক্রীড়নক --- কথাটা কি আদৌ যুক্তিযুক্ত ?


আমরা ভাগ্যের হাতের ক্রীড়নক  --- কথাটা কি আদৌ যুক্তিযুক্ত ?

বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে জ্যোতিষ

 আসুন একটা গল্প বলি  --- দুই বন্ধু ছোটবেলা থেকেই এক স্কুলে একই ক্লাসে পড়াশোনা করতো, দুজনেই লেখাপড়ায় ভালো ছিল l উচ্চমাধ্যমিকের পর প্রথম বন্ধু প্রথম চান্সেই BE তে পড়ার সুযোগ পেয়ে গেলো আর দ্বিতীয় বন্ধু প্রথম প্রচেষ্টায় rank ভালো না হওয়ায়, দ্বিতীয় বারের প্রচেষ্টায় একই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়ে গেলো --- দুজনেই chemical engineering এর ছাত্র ছিল l যথারীতি course complete এর পর দুজনেই ভালো চাকরি পেয়ে গেলো --- প্রথম বন্ধু নিজ শহরেই চাকরি পেয়ে গেলেও দ্বিতীয় বন্ধু চাকরি পেয়ে বিদেশে চলে গেলো l দুজনেই লেখাপড়ায় যথেষ্ট সাফল্য পেলেও বিবাহ পরবর্তী জীবনে প্রথম বন্ধু ক্রমাগত কর্মপরিবর্তন, ক্ষেত্রবিশেষে কর্মরতা স্ত্রীর গৃহে বসবাস ও পারিবারিক অশান্তির আবহে বর্তমানে কর্মহীন এবং অসুস্থ পিতামাতার দেখভালের দায়িত্ব সামলানোর সাথে সাথে শারীরিক ও মানসিক ভাবে চূড়ান্ত হতাশাগ্রস্থ, অপরদিকে দ্বিতীয় বন্ধু বিদেশে প্রতিষ্ঠিত এবং যথেষ্ট সুখে - শান্তিতে সংসারধর্ম পালন করছে l

এবার প্রশ্ন হল --- কেন এমন বিপরীত ঘটনা ঘটলো ?

যখন দুই বন্ধুই সম্পন্ন পরিবারে জন্মগ্রহণ করেছিল এবং একসাথে একই বিষয় নিয়ে উচ্চশিক্ষা লাভ করেছিল তার অর্থ তাঁদের রাশিচক্রে basic একটা মিলতো ছিলই l কি মনে হয় ?

Astrological point of view থেকে পর্যবেক্ষণ করলে ঘটনার ব্যাখ্যা কি হবে ?

--- এখানে দুটি পর্যায় দেখা যাচ্ছে, প্রথমটি প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা অবধি আর দ্বিতীয় পর্যায়টি শিক্ষা পরবর্তী জীবন l এবার  দেখা যাক ঘটনার বিশ্লেষণ ---

*** একটি বিষয় নিশ্চিত যে দুজনেরই লগ্নের বলবত্তা বর্তমান অর্থাৎ লগ্ন একাদশ ভাবের সহিত প্রত্যক্ষ ভাবে সম্পর্কিত --- 1+11

*** বিদ্যাশিক্ষায় সাফল্য --- 4+9+11+ বুধ- বৃহস্পতি

 # চতুর্থ ভাব বিন্দুর সাবপতি যদি বুধের সহিত সম্পর্কিত হয়ে 4,9,11 ভাবের নির্দেশক হয় এবং বৃহস্পতির সহিত সম্পর্ক্যযুক্ত হয় তবে বিদ্যাশিক্ষায় সাফল্য নির্দেশ করে অর্থাৎ সম্পর্কিত ভাববিন্দুর সাবপতিকে ধরে বিচারে অগ্রসর হবো

## সনাতন পদ্ধতির ক্ষেত্রে ঘটনার সহিত সম্পর্কিত ভাবকে ধরে অগ্রসর হবো

### তবে সর্বদাই আমরা যে কোনো ঘটনা স্বাপেক্ষে, লগ্নবিন্দুর সাবপতির নিদেশনামা ও সম্পর্কিত গ্রহদের নিদেশনামা পর্যবেক্ষণ করবো কারণ ঘটনা সম্পর্কিত ভাববিন্দুর সাবপতির নির্দেশনামা ঘটনার সম্ভবনার নির্দেশ করলেও যদি তা লগ্নবিন্দুর সহিত সম্পর্কিত না হয় তবে ঘটনার পরিস্থিতি তৈরী হলেও ঘটনা ঘটবে না l

অনুরূপ ভাবে নিম্নলিখিত ঘটনাবলী আপনারা মিলিয়ে নিতে পারবেন

*** Chemical engineer --- 9+10+11+ বুধ- বৃহস্পতি+(শুক্র - মঙ্গল- 4+5+8)

              9 = উচ্চশিক্ষা, 4 = প্রাথমিক বা সাধারণ শিক্ষা, 10 = কর্মমুখী শিক্ষা, 11 = সাফল্য,

               বুধ --- বিদ্যাশিক্ষার কারক গ্রহ, বিদ্যাশিক্ষার ক্ষেত্রে নির্দেশ করে তাৎক্ষণিক বিচার বিশ্লেষণ ক্ষমতা ও বুদ্ধি

              বৃহস্পতি --- জ্ঞান ও উচ্চশিক্ষা

         -    4+5+8+ শুক্র- মঙ্গল --- chemical engineering এর নির্দেশক

এই অবধি প্রথম পর্যায় --- যেখানে দুই বন্ধুর জীবন মোটামুটি একই খাতে প্রবাহিত হয়েছে, ব্যাতিক্রমটায় পরে আসছি l

দ্বিতীয় পর্যায়, শিক্ষা পরবর্তী জীবন ---

*** দ্বিতীয় বন্ধু চাকরি পেলো বিদেশে  --- 10+6+11+9+12+রাহু+(4+5+8+শুক্র+ মঙ্গল)

*** 10+6+11 = কর্মপ্রাপ্তি

*** 9+12+10+11+ রাহু = বিদেশে কর্মপ্রাপ্তি

*** শান্তিপূর্ণ বিবাহিত জীবন = 1+5+7+11+ শুক্র

*** বিদেশে স্থায়ী বসবাস = 3+8+11+12+ মঙ্গল - কেতু

এবার আমরা পর্যবেক্ষণ করি প্রথম বন্ধুর জীবনের উল্লেখযোগ্য ঘটনাবলীর দিকে ---

*** প্রথম বন্ধুর স্ত্রী কর্মরতা = 7+10+2+8+11

জাতকের রাশিচক্র স্বাপেক্ষে 7 = স্ত্রী, 10 = কর্ম, 8 = সপ্তমের দ্বিতীয় ভাব অর্থাৎ স্ত্রীর অর্থ আবার স্ত্রীর অর্থ সংসারে জমা হওয়ার মানে জাতকের বিনা পরিশ্রমে প্রাপ্তিও নির্দেশ করে, 2 = স্ত্রীর উপার্জন জাতকের অর্থভাবকেও প্রভাবিত করে ফলস্বরূপ জাতকের আর্থিক সাফল্য = 2+11

*** কর্মহানি = 10+8+12 ( কে পি তে 9+5+12 অর্থাৎ কর্মপ্রাপ্তির 1+6+10 ভাবের দ্বাদশ ভাব সমূহ)

জাতকের কর্মপ্রাপ্তি ও কর্মহানি পর্যায়ক্রমে ঘটার অর্থ ---  বিবাহ পরবর্তী দশান্তর্দশায় বিশেষত অন্তর্দশাপতি গ্রহ ও সম্পর্কিত গ্রহগুলি উপরিউক্ত স্পন্দনের জোরালো নির্দেশক এবং একাদশ ভাব স্বাপেক্ষে দ্বাদশ ভাবের স্পন্দন অবশ্যই জোরালো এবং লগ্নের সহিত সম্পর্কিত l

*** সাংসারিক অশান্তি = 7+4+12+ মঙ্গল- রাহু

*** বিবাহের পর ভাগ্য বিপর্যয় = 7+9+12- শুক্র

###   দুই বন্ধুর ক্ষেত্রেই কন্যাসন্তান = 5+ শুক্র, এখানে 5 + শুক্র  --- এর অর্থ হলো শুক্র পঞ্চম ভাবের অন্যতম জোরালো ফলদাতা

    প্রথম বন্ধুর ক্ষেত্রে ঘটনা স্বাপেক্ষে মূল প্রভাবক গ্রহ ও ভাবসকল ---

শুক্র, রাহু, মঙ্গল, শনি

2, 10, 9, 11, 6, 5, 12, 3, 8, 7, 4

 দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে ---

শুক্র, রাহু, মঙ্গল, শনি

2, 7, 8, 10, 11, 12, 9, 4, 3, 5, 6

দুই বন্ধুর ক্ষেত্রে প্রভাবক গ্রহসকল এক হলেও ঘটনাবলীর বিশ্লেষণ করলে দেখবেন দুজনের গ্রহদের বলবত্তার পার্থক্য বর্তমান l উদাহরণ স্বরূপ দ্বিতীয় বন্ধুর সুখী বিবাহিত জীবনযাপনে সক্ষম এবং কর্মজীবনেও অসাধারণ সাফল্য পেয়েছে অর্থাৎ শুক্র শুভ ফলদাতা l

প্রথম বন্ধুর ক্ষেত্রে যোগ্যতা অনুযায়ী প্রার্থিত সাফল্য না পাওয়া বা বিবাহের পর ভাগ্য বিপর্যয় অর্থাৎ জাগতিক ভোগসুখের কারক গ্রহ শুক্র শুভ ফলদাতা নয় বা বলা যায় শুক্রের সহিত সম্পর্কিত গ্রহসকলের নির্দেশনামা ততটা শুভ নয় l

দ্বিতীয় বন্ধু বিদেশে কর্মরত ও প্রতিষ্ঠিত অর্থাৎ রাহুর নিদেশনামা ও রাহুর সহিত সম্পর্কিত গ্রহসকলের নির্দেশনামা তুলনামূলক ভাবে শুভ এক্ষেত্রে মঙ্গল অতটা শুভ বলা যাবে না কারণ বিদেশে স্থায়ী বসবাসের কারণ মঙ্গল - কেতু l

প্রথম বন্ধুর ক্ষেত্রে সাংসারিক অশান্তির অন্যতম কারণ মঙ্গল - রাহু হলেও , মঙ্গলের একগুঁয়েমির থেকেও রাহুর আমিত্ব, স্বীয় স্বার্থ চরিতার্থ করার আকাঙ্খা ও মানিয়ে চলার অক্ষমতা মূলতঃ দায়ী l এরূপ ক্ষেত্রে জাতকের বৃদ্ধাঙ্গুলির নমনীয়তা পরিলক্ষিত হবে না এবং করতল ও অঙ্গুলির অনুপাতও সামঞ্জস্যপূর্ণ হবে না l

দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রবিশেষে স্ত্রীর গৃহে বসবাস ও চূড়ান্ত মানসিক হতাশার অন্যতম কারণ কেতু আবার দ্বিতীয় বন্ধুর বিদেশে স্থায়ী বসবাসের কারণ এবং একাকিত্ব ও নিরাপত্তাহীনতার অজানা আশঙ্খার কারণও কেতু  --- এবিষয়টি যে সকল ব্যাক্তি কর্মসূত্রে বিদেশে বসবাস করেন এবং  নিকটবর্তী স্থানে স্বীয় community - র লোকজন বা বন্ধুবান্ধব কম থাকে একমাত্র তারাই অনুভব করতে পারবেন একাকিত্বর অর্থ l 

পর্যবেক্ষণের ফলস্বরূপ একটি বিষয় নিঃসন্দেহে বলা যায় যে মূল প্রভাবক গ্রহের মধ্যে শুক্র ও মঙ্গল জোরালোভাবে কেতুর সহিত সম্পর্ক্যযুক্ত অর্থাৎ দশান্তর্দশা পতি গ্রহসকল অবশ্যই কেতু, শনি ও রাহুর সহিত জোরালো ভাবে সম্পর্কিত এবং ফলাফলের নিয়ন্ত্রকও উক্ত গ্রহসকল l

সিদ্ধান্ত ---

# দ্বিতীয় বন্ধুর বিদ্যাশিক্ষার সময় একবছর নষ্ট হলো কেন ?

দশান্তর্দশা তুলনামূলক শুভ হলেও ( দশান্তর্দশাপতি গ্রহসকল ষষ্ট, অষ্টম ও দ্বাদশ ভাবের তুলনায় একাদশ ভাবের জোরালো স্পন্দন যুক্ত) প্রত্যন্তর দশাপতি বিদ্যাশিক্ষার স্বাপেক্ষে অশুভ স্পন্দন যুক্ত এবং লগ্নবিন্দুর সাবপতি গ্রহের সহিত সম্পর্কিত slow moving planet টি নিশ্চয় উক্ত সময়কালে জাতকের রাশিচক্র স্বাপেক্ষে কোনো অশুভ গ্রহের নক্ষত্র দিয়ে transit করছিলো ( অশুভ গ্রহ অর্থে --- রাশিচক্র স্বাপেক্ষে এমন কোনো গ্রহ যার নির্দেশনামায় 9-12/9-4-12 র স্পন্দনযুক্ত এবং গ্রহটি অবশ্যই বুধ ও বৃহস্পতির সহিত সম্পর্কিত)

ঠিক একই ভাবে বিবাহ পরবর্তী জীবনে দ্বিতীয় বন্ধু শুভ দশান্তর্দশা অর্থাৎ দশান্তর্দশা পতি গ্রহসকল শুভ স্পন্দন যুক্ত এবং সম্পর্কিত গ্রহসকলও তুলনামূলক শুভ স্পন্দন যুক্ত হওয়ায় এবং slow moving planet ও তুলনামূলক শুভ স্পন্দন যুক্ত নক্ষত্র দিয়ে transit করায় জাতক মোটামুটি সাফল্যের সহিত শান্তিপূর্ণ জীবনযাপনে সমর্থ হয়েছেন

প্রথম বন্ধুর ক্ষেত্রে বিবাহ পরবর্তী দশান্তর্দশা পতি গ্রহসকল নিশ্চিত ভাবেই শুক্র, মঙ্গল, রাহু, শনি ও কেতুর সহিত সম্পর্কযুক্ত এবং 5-9-12, 4-7-12 - মঙ্গল- রাহু, 7-9-12-শুক্র, 5-11 - শুক্র, 7-2-8-10-11, 10-6-11-4 ভাবের স্পন্দন যুক্ত এবং  5 বা 11 ভাবের স্পন্দন স্বাপেক্ষে জোরালোভাবে 12 বা 6 ভাবের স্পন্দন যুক্ত এবং slow moving planet এর transit ও উক্ত স্পন্দন যুক্ত নক্ষত্র দিয়ে হয়েছে l

ঘটনাসমূহের পর্যবেক্ষণের ফলাফল স্বরূপ বোঝা যায় যে দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে শুক্র, রাহু, শনি তুলনামূলক শুভ     ( 11/5-11/9-11 ভাবের স্পন্দন যুক্ত) এবং মঙ্গল ও কেতু তুলনামূলকভাবে 6/8/12 ভাবের স্পন্দন যুক্ত এবং প্রথম বন্ধুর ক্ষেত্রে মঙ্গল কিছুটা শুভ/ সহায়ক স্পন্দন যুক্ত হলেও শুক্র, কেতু, শনি বা রাহু সহায়ক/ শুভ স্পন্দন স্বাপেক্ষে অতিরিক্ত অশুভ ভাবের স্পন্দন যুক্ত এবং বিবাহ পরবর্তী জীবনে চাকুরী বা শান্তিপূণ জীবনের অনুকূল স্পন্দন যুক্ত গ্রহের দশান্তর্দশাও  খুব একটা পায় নি l

বিষয়টিকে কিভাবে দেখবেন  ---

 দুই বন্ধুর ক্ষেত্রে ঘটনা স্বাপেক্ষে ফলদাতা গ্রহসকল একই কিন্তু সম্পর্কিত ভাব স্বাপেক্ষে ফলাফলের বৈপরীত্য অর্থাৎ ফলাফলের ক্ষেত্রে রাশিচক্রে গ্রহের অবস্থানের থেকেও গ্রহের সহিত সম্পর্কিত ভাবসকল ও সম্পর্কিত গ্রহ, ঘটনাবলী ও তার ফলাফলকে মূলত নিয়ন্ত্রণ করে l অর্থাৎ বিদ্যাশিক্ষা লাভ অবধি দুই বন্ধুর দশান্তর্দশাপতি গ্রহসকল ভিন্ন হলেও প্রায় একই স্পন্দন যুক্ত ছিল কিন্তু পরবর্তী দশাপতি গ্রহরা সম্পর্কিত গ্রহদের স্পন্দন বা নির্দেশক স্বাপেক্ষে পৃথক ফলদানে সমর্থ হয়েছে l

যেমন ধরুন দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে রাহুর নির্দেশনামা হওয়া উচিত 10,6,9,11,12 এবং রাহু প্রতক্ষ্য ও পরোক্ষ ভাবে বুধ, বৃহস্পতি, শুক্র, মঙ্গল,  শনি ও কেতুর সহিত সম্পর্কিত --- এক্ষেত্রে শুভফল লাভের নিমিত্তে রাহুর নির্দেশনামার 6 বা 12 ভাবের স্পন্দন অপেক্ষা 11 ভাবের স্পন্দন অনেক জোরালো l আবার প্রথম বন্ধুর ক্ষেত্রে রাহুর নির্দেশনামা হওয়া উচিত 7,4,12,10,8,11,9 এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মঙ্গল, শুক্র, বুধ, বৃহস্পতি, কেতু ও শনির সহিত সম্পর্কিত --- এক্ষেত্রে 11 ভাবের স্পন্দন অপেক্ষা 12 ভাবের স্পন্দন অনেক বেশি জোরালো কারণ কর্মের ক্ষেত্রে একজায়গায় স্থিতি না দিয়ে বারংবার চ্ছেদ ও পরিবর্তন ঘটাচ্ছে অর্থাৎ উন্নতি বা প্রত্যাশিত সাফল্য অধরা থাকছে 12 ভাবের স্পন্দনের কারণে আবার নতুন কর্ম পেয়ে যাচ্ছে মানে 10 ভাব স্বাপেক্ষে 11 ভাবের উপস্থিতি থাকলেও ততটা জোরালো নয় l অর্থাৎ দশান্তর্দশা পতি গ্রহ রাহুর সহিত সম্পর্কিত হলে গোচর স্বাপেক্ষে এইরূপ ফল আসতে বাধ্য l

দুই বন্ধুর নিয়ন্ত্রক বা প্রভাবক গ্রহ ও ভাবের এত মিল স্বত্বেও ফলাফলের এই বৈপরীত্যকে কি বলবেন --- এককথায়  জন্মসময়ের পার্থক্য জনিত গ্রহসন্নিবেশের ফলাফল বলে দেবেন নাকি কর্মফল বা ভাগ্য বলে এড়িয়ে যাবেন ?  পূর্বজন্মের অর্জিত কর্মফল (+/-) এক্ষেত্রে ঘটনাসমূহের নিয়ন্ত্রক নয় তো  --- কি মনে হয় ?

অর্থাৎ সর্বক্ষেত্রে আমিত্বের অহংকার নয় কর্মফল বা ভাগ্য বা সময়  --- যে ভাবেই ভাবুন না কেন, সর্বশক্তিমান স্রষ্টার ইচ্ছাকে মান্যতা দেওয়া ছাড়া গতি নেই l


This is one of the stage of how to learn Vedic and Modified KP Astrology.

If you want to know more about Astrology lesson ---

Please comments and to get early notifications --- follow and share this article.















RULLINGS OF FORTH HOUSE IN ASTROLOGY --- CAR, EDUCATION & PROPERTY

  RULLINGS OF FORTH HOUSE IN ASTROLOGY --- CAR, EDUCATION & PROPERTY


  চতুর্থ ভাব --- বাহন বা গাড়ি (সাধারণ সূত্রাবলী)

বাহন কারক গ্রহ শুক্র অর্থাৎ চতুর্থ ভাব ও শুক্র হতে বাহন বিচার্য এবং এর সাথে চররাশির সংযোগ প্রত্যাশিত

1) 4+11+শুক্র=বাহন বা গাড়ি লাভ বা প্রাপ্তি

2) 4+ শুক্র+ শনি= পুরানো গাড়ি

3) 4+শুক্র+ শনি/ রাহু= মালবাহী গাড়ি

4) 4+শুক্র+ বৃহস্পতি= বড় গাড়ি

5) 4+শুক্র+ মঙ্গল+ শনি= গাড়ির যন্ত্রাংশ

6) 4+10+ শুক্র+ শনি= গাড়ির ব্যবসা

7) 4+শুক্র+ বুধ= একাধিক গাড়ি

8) 4+শুক্র+ চন্দ্র+ জলরাশি= জলযান

    স্টিমারের ক্ষেত্রে এর সঙ্গে মঙ্গলের একটা সংযোগ আবশ্যক (মঙ্গল ---  ইঞ্জিন নির্দেশ করে)

     জাহাজের ক্ষেত্রে বৃহস্পতি ও শুক্রের সংযোগ( বৃহস্পতি বৃহৎ অর্থে আর শুক্র সৌখিনতার জন্যে আবার পণ্য পরিবহনকারী জাহাজের ক্ষেত্রে শনি ও রাহুর একটা সংযোগ প্রয়োজন)

      সাবমেরিনের ক্ষেত্রে শনি, মঙ্গল, বুধ ও রাহুর সংযোগ প্রয়োজন --- শনি অর্থে সাবমেরিন যেহেতু জলের নিচে দিয়ে চলে, মঙ্গল অর্থে সাবমেরিন যেহেতু প্রতিরক্ষা সংক্রান্ত জলযান, আর বুধ- রাহু নির্দেশ করে  কম্পিউটার নিয়ন্ত্রিত ও জ্বালানি বিষয়ে l

9) 4+শুক্র+ বুধ+ বায়ুরাশি= বায়ুযান

10) 4+শুক্র+ পৃথ্বীরাশি=স্থলযান

     রেলগাড়ির ক্ষেত্রে এর সঙ্গে শনি ( বৃহৎ ও লোহার ট্রাকের উপর চলার জন্যে), মঙ্গল - বুধ (ইলেকট্রিক ইঞ্জিনের জন্যে) এর সংযোগ আবশ্যক

11) 4+11+12+শুক্র= গাড়ি ক্রয়

12) 4+12+শুক্র= গাড়ি বিক্রয়

13) 4+3+শুক্র+ মঙ্গল+8= গাড়ি এক্সিডেন্ট

14) 4+3+12+শুক্র+(মঙ্গল- বুধ)= গাড়ি বিকল হয়ে যাওয়া/ বিগড়ে যাওয়া

15) 4+ 3+8+শুক্র+ চন্দ্র= গাড়ির তেল ফুরিয়ে যাওয়া

16) 3+8+12+ শুক্র+ চন্দ্র= Fuel ট্যাংক লিক

17) 4+5+11+শুক্র+ শনি= এসি গাড়ি

18) 4+5+6+11+ শুক্র+মঙ্গল= sports car

19) 4+3+10+শুক্র+ রাহু= গাড়ির দালালি


     বিদ্যাশিক্ষার বিচার (সাধারণ সূত্রাবলী )


1) বিদ্যাশিক্ষায় সাফল্য --- 4+11/4+9+11/9+11+ বুধ

2) বিদ্যাশিক্ষা হবে না --- 4+8/4+8+12+ বুধ

3) পড়াশোনায় চ্ছেদ/ ফেল করবে/ শাখা পরিবর্তন করবে --- 4+12/4+9+12+ বুধ

4) পড়াশোনার/ উচ্চশিক্ষার জন্যে বিদেশযাত্রা --- 3+9+11+12+ বুধ+ বৃহস্পতি+ রাহু

5) মূর্খ/ নিরক্ষর --- 4+8+12+বুধ+ শনি

6) কর্মমুখী শিক্ষা --- 9+10+11/4+10+11+ বুধ

7) ফেল করা --- 4+12+বুধ

8) পরীক্ষায় ভালো rank --- 4+10+11+ বুধ

9) বিধ্যশিক্ষায় খারাপ পরিবেশ ---3+ 4+12+ বুধ+ রাহু

10) বিদ্যালয়ে যাবে না --- 3+4+8+ বুধ+ শনি

11) প্রতিযোগিতা মূলক পরীক্ষায় সাফল্য --- 4+6+11+ বুধ

12) অসুস্থতার কারণে বিদ্যাশিক্ষায় বাধা --- 4+6/4+6+12+ বুধ

13) দারুন প্রতিভাবান/ মেধা --- 4+3+5/9+3+5+ বুধ+ বৃহস্পতি

14) অর্থনৈতিক কারণে বিদায় বাধা --- 2+4+12+ বুধ

15) চঞ্চলতার কারণে বিদায় বাধা --- 4+3+8/12+ বুধ+ চন্দ্র

16) অলসতার কারণে/ উদাসীনতার জন্যে বিদ্যায় বাধা --- 3+4+8+ বুধ + শনি/ কেতু

17) প্রেমের কারণে বিদ্যায় বাধা --- 4+5+8/12+ বুধ+ শুক্র

18) লেখার গতি ভালো না --- 4+3+8+ বুধ+ শনি

19) লেগেপড়ে থাকার ক্ষমতা --- 4+3+ বুধ+ শনি

20) মুখস্ত বিদ্যা --- 3+4+ বুধ

21) পরীক্ষার সময় নকল করা --- 4+3+8+11+ বুধ+ কেতু


       জমিবাড়ি/ বিষয়সম্পত্তি ( সাধারণ সূত্রাবলী)

1) জমিবাড়ি ক্রয় --- 4+11+ মঙ্গল

2) বাসস্থান পরিবর্তন --- 3+4+12+ মঙ্গল

3) promotor --- 3+4+10+ মঙ্গল+ রাহু+ শনি

4) construction ব্যবসা --- 4+8+7+10+মঙ্গল+ শনি

5) construction goods supplier --- 3+4+8+7+10+ শনি - মঙ্গল

6) জমি বাড়ি বিক্রয় --- 4+12+ মঙ্গল

7) সম্পত্তি নিয়ে বিবাদ/ মামলা মোকদ্দমা --- 4+8+ মঙ্গল - রাহু

8) সম্পত্তি থেকে বঞ্চিত হওয়া --- 4+12/ 4+8+12+ মঙ্গল- রাহু

Location of property

1)(4+ মঙ্গল)+শুক্র --- সৌখিন বাড়ি

2)(4+  মঙ্গল)+রবি --- অভিজাত বাড়ি/ বনেদি বাড়ি/ রাজকীয় বাড়ি

3) (4+ মঙ্গল)+বৃহস্পতি --- বড় বাড়ি

4) (4+  মঙ্গল)+শনি --- পুরানো বাড়ি/ পিতৃগৃহে বসবাস

5)(4+ মঙ্গল)+ চন্দ্র --- জলা জায়গায় বাড়ি

6) (4+ মঙ্গল)+ বুধ --- একাধিক বাড়ি

7) (4+ মঙ্গল)+ রাহু/ কেতু+6= ভাড়াবাড়ি

8) 4+11+ মঙ্গল --- নিজ বাড়ি/ পাকাবাড়ি

9) 4+11 +12+ মঙ্গল --- জমি কিনে বাড়ি করা


                             মাতা বা মাতৃভাবের বিচার সূত্র

1) মাতার সহিত সুসম্পর্ক --- 1+4+ চন্দ্র

2) মাতার অসুস্থতা --- 4+6/4+8+ চন্দ্র

3) মায়ের সহিত জাতকের শত্রুতার সম্পৰ্ক --- 1+4+6/1+4+8+ চন্দ্র

4) মাতার উন্নতি --- 4+11+ চন্দ্র

5) মাতৃহানী --- 4+8+12+ চন্দ্র

6) মাতার সম্পত্তি --- 4+11+ মঙ্গল+ চন্দ্র

7) বিমাতা --- 4+7+12+ চন্দ্র


This is one of the stage of how to learn Vedic and Modified KP Astrology.

If you want to know more about Astrology lesson ---

Please comments and to get early notifications --- follow and share this article.


GENERAL RULLINGS OF FIFTH HOUSE --- LOVE & CHILDREN

 ASTROLOGY RULLINGS

GENERAL RULLINGS OF FIFTH HOUSE --- LOVE & CHILDREN

পঞ্চম ভাব --- সন্তান বিচার ( সাধারণ সূত্রাবলী)

                          PART --- 1

1) সন্তান হওয়ার যোগ--- 5+11+ বৃহস্পতি

2) সন্তান প্রাপ্তিতে বাধা --- 5+8/12+ বৃহস্পতি

3) সন্তান হওয়ার সম্ভবনা কম --- 5+8+শনি+ কেতু

4) অস্ত্রপ্রচারের মাধ্যমে (Cesarean case) সন্তান লাভ --- 5+8+11+বৃহস্পতি+(মঙ্গল+ রবি কেতু)

5) Normal delivery --- 5+11+বৃহস্পতি

6) Miscarriage --- 5+8+12+বৃহস্পতি+ মঙ্গল

7) একাধিক সন্তান --- 5+11+বৃহস্পতি+বুধ

8) যমজ সন্তান --- 5+11+বৃহস্পতি+ বুধ+ অশ্বিনী নক্ষত্র/ দ্বাত্মক রাশি

9) Delivery difficulties --- 5+8+11+ বৃহস্পতি+ শনি+ মঙ্গল

10) বিকলাঙ্গ সন্তান --- 5+8+11+বৃহস্পতি+ শনি (একাদশ ভাব অষ্টমের তুলনায় দুর্বল হবে এবং বৃহস্পতিও দুর্বল হবে --- অশুভ না বলে দুর্বল বলাই শ্রেয়)

11) Premature baby --- 5+8+11+বৃহস্পতি+ চন্দ্র+বুধ

12) সন্তানজনিত কষ্ট --- 5+8+11+বৃহস্পতি+ শনি

13) সন্তানের দুর্ঘটনা --- 5+8+11+বৃহস্পতি+ শনি+ মঙ্গল

14) অবাধ্য সন্তান --- 5+11+ বৃহস্পতি+ 8+ রাহু

15) দত্তক নেওয়া --- 5+8+শনি/শনি- কেতু+(5+7+11)


          প্রেম সম্পর্কিত সাধারণ সূত্রাবলী

                        PART --- 1

1) প্রেম বা প্রেমজ সম্পর্ক  --- 5+11+শুক্র

2) প্রেম কেটে যাওয়া বা প্রেমজ বিচ্ছেদ --- 5+12+ শুক্র

3) প্রেমজ বিবাহ --- 2+5+7+11+ শুক্র

4) প্রেমজ সাফল্য --- 1+5+7+11+ শুক্র

5) অবৈধ প্রেম --- 5+8+11+ শুক্র - রাহু/ মঙ্গল

6) আত্মীয়ের সাথে প্রেম --- 3+5+11+ শুক্র - বুধ

7) কাজের লোক/ মহিলার সহিত প্রেম --- 5+6+11+ শুক্র - শনি

8) ভাড়াটিয়ার সহিত প্রেম --- 5+6+4+11+ শুক্র- শনি

9) একাধিক প্রেমজ সম্পর্ক --- 5+11+ শুক্র+ বুধ

10) 18) প্রেম হবে না --- 5+8+ শনি - কেতু/ শনি ( পঞ্চম ভাবের সহিত শুক্রের কোনো সম্পর্ক থাকবে না)


                          PART --- 2

11) social media র মাধ্যমে প্রেম --- 5+11+ 3+9+ শুক্র+ বুধ+ রাহু

12) দূরবর্তী এলাকায় প্রেম --- 5+11+9+ শুক্র

13) নিকটবর্তী এলাকায় প্রেম --- 5+11+4/10+ শুক্র

14) ব্ল্যাকমেল করে প্রেম --- 5+8+11+শুক্র - কেতু  - মঙ্গল

15) যৌনতার কারণে প্রেম --- 5+8+11+শুক্র- মঙ্গল/শুক্র- রাহু/ শুক্র - রাহু -মঙ্গল

16) কর্মক্ষেত্রের সহকর্মীর সহিত প্রেম --- 5+11+10+ শুক্র- শনি

17) সহানুভূতি প্রদান করতে গিয়ে  প্রেমে পড়া --- 5+11+ শুক্র -( 1+5+7+12/8+চন্দ্র - শুক্র)

18) গোপন প্রেম --- 5+8+11+ শুক্র - কেতু

19) প্রেম হবে না --- 5+8+ শনি - কেতু/ শনি ( পঞ্চম ভাবের সহিত শুক্রের কোনো সম্পর্ক থাকবে না)

20) প্রেমের কারণে ভাগ্যোন্নতি --- 5+11+9+শুক্র - বৃহস্পতি

21) প্রেমের কারণে ভাগ্য বিপর্যয় --- 5+9+8/12+ শুক্র - শনি

22) নির্মল প্রেম --- 5+11+ 9+ শুক্র - চন্দ্র

23) ইগোর কারণে প্রেম --- 5+11+ শুক্র+( 3+8+ বৃহস্পতি - চন্দ্র)

24) সহপাঠীর সাথে প্রেম --- 5+11+শুক্র+ 4/9+ বুধ

25) বিদেশী ব্যাক্তির/ মহিলার সহিত প্রেম --- 5+ 11+9+12+ শুক্র - রাহু

26) প্রেমের কারণে গৃহত্যাগ/ পালিয়ে যাওয়া --- 5+11+শুক্র+ (3+4+8/12+ মঙ্গল - কেতু)

27) ভিন্ন জাতিতে প্রেম --- 5+11+ শুক্র + ( 8+9+ বৃহস্পতি - রাহু )

28) স্বার্থের কথা ভেবে প্রেম --- 5+11+ শুক্র+ (5+7+8+11+ বুধ+ রাহু/ শনি)

29) প্রেমজ হতাশার কারণে মানসিক অবসাদ --- 5+6/12  শুক্র+(3+5+8+ চন্দ্র+ শনি)

30)  ঐশ্বরিক প্রেম --- 5+11+ 9+শুক্র+ চন্দ্র+বৃহস্পতি+( 3+8+9+5+12+শনি+ বৃহস্পতি+ কেতু+বুধ)


*** 

PART ---1 for as usual and PART --- 2 for Horary Astrology


This is one of the stage of how to learn Vedic and Modified KP Astrology.

If you want to know more about Astrology lesson ---

Please comments and to get early notifications --- follow and share this article.



Role of an Astrologer in social media

একজন জাতিকা যার ছোটবেলা চরম অনটনের মধ্যে কেটেছে --- মাতা অসুস্থ, " মাতৃসুখ " শব্দটির অর্থ বুঝে ওঠার আগেই বিদ্যাশিক্ষার নিমিত্তে হোস্টেল নিবাসী l
কি বলবেন চতুর্থ ভাব পীড়িত না কি চতুর্থ ভাবপতি পীড়িত না কি চন্দ্র পীড়িত না কি চতুর্থ ভাবের সহিত সম্পর্কিত সকল গ্রহ পীড়িত ?
কি ভাবছেন  --- সম্পূর্ণ জন্মছকটি দেখা প্রয়োজন না কি মনে মনে ধারণা করে নিয়েছেন --- " এ নিশ্চয়ই শনির কাজ " --- চতুর্থে শনি মাতার অসুস্থতা, মাতৃসুখ থেকে বঞ্চিত l এবার মনে আসবে, চতুর্থ ভাব পীড়িত  --- নিশ্চয়ই বিদ্যাশিক্ষাতেও বাধা আসবে l
কি ভাবছেন  --- সম্পূর্ণ জন্মছকটি একবার দেখা প্রয়োজন, নিশ্চয়ই একাধিক অশুভ যোগ বর্তমান, না কি ভাবছেন পূর্বজন্মকৃত প্রারব্ধ কর্মফলের জন্যে ---
 --- এ প্রসঙ্গে অনেকেই আবার প্রশ্ন করবেন  " পূর্বজন্মকৃত প্রারব্ধ ফল " বিশ্বাসযোগ্য কি ? প্রমান আছে ? যদি থাকতো তবে পূর্বজন্মের কথা আমাদের মনে পড়ে না কেন ?
আবার অনেকেই বলবেন 

Astrology and social media

Role of an Astrologer in social media


রাশিচক্র অর্থাৎ জন্মসময় স্বাপেক্ষে অঙ্কিত রাশিচক্র বা প্রশ্ন স্বাপেক্ষে অঙ্কিত রাশিচক্রকে বলা যায় সূচক বা wheel of destiny.

আপনি social media তে জ্যোতিষ শাস্ত্রের আলোচনা প্রসঙ্গে প্রায় অধিকাংশ ক্ষেত্রেইএকটি সাধারণ প্রশ্নের সম্মুখীন হবেন  --- " আমার লগ্নে শনি --- কেমন ফল পাবো বা আমার তুলা লগ্ন --- সপ্তমে রাহু, বিবাহিত জীবন কেমন হবে? "

কি ভাবছেন আপনি ?  --- সাধারণ মানুষ হয়তো জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা নেই, অনুসন্ধিৎসা বা আগ্রহ বশত জানতে চাইছেন l আপনি জানেন এ ধরণের প্রশ্নের উত্তর কি হওয়া উচিত, তথাপি আপনি দেখবেন এ ধরণের প্রশ্নের উত্তর দেওয়া হয় l আপনি এ ধরণের প্রশ্ন দেখলে এড়িয়ে যাবেন  --- এটাই স্বাভাবিক, সম্পূর্ণ জন্মবিবরণ ব্যাতিত উত্তর দেওয়ার অর্থ সাধারণ মানুষকে বিভ্রান্ত করা  --- যে বিষয়টি আপনার নীতিবিরুদ্ধ বা অহেতুক সময় নষ্টের ইচ্ছা আপনার নেই বা হয়তো আপনার বর্তমান কর্মপরিকল্পনার অংশও/ বিষয়ও এটি নয় l

আমি কি ভুল বললাম ? উত্তর না এবং হ্যাঁ দুটোই l

ভুল কেন আর কোথায় ?

একজন জ্যোতিষী হিসাবে সাধারণ মানুষকে জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে সাধারণ ধারণা প্রদান করাটাও আমাদের একটি সামাজিক কর্তব্য l আমরা আমাদের কর্তব্য পালনে অনীহার কারণেই কিন্তু সমস্যার সূত্রপাত l

কেন ?
আপনি জানেন সঠিক ও সম্পূর্ণ জন্মবিবরণ ব্যাতিত উত্তর অপ্রাসঙ্গিক বা বিভ্রান্তি সৃষ্টিকারী কিন্তু অন্য দৃষ্টিকোণ থেকে ভেবে দেখেছেন কি ?
--- হয়তো প্রশ্নকর্তা বিভিন্ন উদ্দেশ্যে প্রশ্ন করতে পারেন, এমনকি আপনাকে যাচাই করার উদ্দেশ্যেও হতে পারে l
 --- আবার এক শ্রেণীর প্রশ্নকর্তা আছেন যিনি বা যে সকল ব্যাক্তি ভেবে নিয়েছেন জ্যোতিষীরা সর্বজ্ঞ, তাঁদের অসাধ্য কিছুই নেই l
 তবে আমার বক্তব্য অবশিষ্ট সাধারণ মানুষের কথায় l মূলত তিন শ্রেণীর ব্যাক্তিবর্গের সম্মুখীন আমাদের হতে হয়  l

প্রথম শ্রেণী --- যারা জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করেন এবং সচেষ্ট হন শাস্ত্রটিকে জানতে

দ্বিতীয় শ্রেণী --- যারা শাস্ত্রটি সম্পর্কে বিশেষ আগ্রহী নন এবং জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে বিশ্বাস বা অবিশ্বাস তাঁদের কাছে গুরুত্বপূর্ণ নয় অথচ প্রয়োজনে জ্যোতিষ শাস্ত্রের বা জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন l

তৃতীয় শ্রেণী --- যারা শাস্ত্রটিকে বিশ্বাস করেন না বা কুসংস্কার বলে মনে করেন অথচ বিশ্বাস না করলেও শাস্ত্রটি সম্পর্কে তাঁদের অসীম আগ্রহ কারণ যেন-তেন প্রকারে  কুসংস্কার প্রতিপন্ন করতেই তারা বেশি আগ্রহী l যে যুক্তি তারা শাস্ত্রের বিরুদ্ধে প্রয়োগ করেন, সেগুলিই তারা কিন্তু অন্যক্ষেত্রে এড়িয়ে যান l অথচ তারা কখনোই খেয়াল করেন না যে যুক্তি ও ব্যাখ্যা ব্যাতিত জ্যোতিষ শাস্ত্রের প্রয়োগ, প্রচলন ও কার্যকারিতা হাজার হাজার বছর ধরে চলা কি সম্ভব ?

এবার ফিরে আসা যাক আমাদের পূর্বোক্ত আলোচনায় --- এ ধরণের প্রশ্ন কতটা যুক্তিপূর্ণ বা উত্তর দেওয়া কি সম্ভব ?
এ ধরণের প্রশ্ন যুক্তিপূর্ণ নয় এটা ঠিক তবে দুএকটি প্রশ্ন স্বাপেক্ষে তাৎক্ষণিক উত্তর দেওয়াও প্রাজ্ঞ জোতিষীদের কাছে অসম্ভব নয় l তবে সঠিক জন্মবৃত্তান্ত ব্যাতিত ঘটনাবলীর বিশ্লেষণ যথেষ্ট সময়সাপেক্ষ্য এবং social media তে সম্ভবপর নয় l

তবে কি social media তে উত্তর পাওয়া সম্ভবপর নয় ?

নিশ্চয় পাওয়া যায় এবং সম্পূর্ণ জন্মবৃত্তান্ত স্বাপেক্ষে অনেকেই আন্তরিকভাবে সঠিক উত্তর প্রদান করেন তবে ব্যাতিক্রম সবক্ষেত্রেই থাকে, উচিত উভপক্ষেরই আন্তরিক হওয়া নতুবা বিভ্রান্তির শিকার হওয়াটা নিশ্চিত ভবিতব্য l
তবে সম্পূর্ণ বিষয়টি সময়ের উপর নির্ভরশীল যেমন --- অর্থ থাকলেই কি আপনি নিশ্চিত যে প্রয়োজনীয় মুহূর্তে আপনি এম্বুলেন্স বা আপনার প্রয়োজনীয় ডক্টরকে আপনি পাবেন ?
অনেকক্ষেত্রে সময়ও আপনার উত্তর পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অর্থাৎ প্রতিকূল সময়ে অভিজ্ঞ কোনো জ্যোতিষীই চাইবেন না আপনাকে আশাহত করতে কারণ নীতি ও আদর্শের পরিপন্থী কর্মের সঙ্গে আপস করে উত্তর দেওয়া অনেকেই অনুচিত বলেই বিশ্বাস করেন l
এক্ষেত্রেও উত্তর একই --- সবটাই সময় বা ভাগ্যের উপর নির্ভরশীল l

Wheel of destiny

অর্থাৎ আপনার জন্মরাশিচক্র বা প্রশ্ন রাশিচক্রের গ্রহ ও ভাব সন্নিবেশ একটি সূচকমাত্র l একটি গ্রহ একাধিক গ্রহের সহিত সম্পর্কিত থাকে এবং প্রত্যেকটি গ্রহই একাধিক ভাবের ফলদাতা l

দেখা যাক গ্রহ কিরূপে ফল প্রদান করে ?

1) ভাবস্থ গ্রহের নক্ষত্রস্থিত গ্রহগুলোই ভাবের সবচেয়ে জোরালো ফলদাতা
2) ভাবস্থ গ্রহের নক্ষত্রে কোনো গ্রহ না থাকলে ভাবস্থ গ্রহটিই হবে ভাবের জোরালো ফলদাতা
3) বিচার্য ভাবে কোনো গ্রহ না থাকলে ভাবপতি গ্রহের নক্ষত্রে অবস্থিত গ্রহটিই হবে ভাবের জোরালো ফলদাতা
4) ভাবপতি গ্রহের নক্ষত্রে কোনো গ্রহ না থাকলে ভাবপতি গ্রহটিই হবে ভাবের জোরালো ফলদাতা

সংক্ষেপে বলতে গেলে ---





লগ্নপতি ও অষ্টমপতি মঙ্গল চতুর্থে শনির নক্ষত্রে, শনি সপ্তমে l মঙ্গল শনির নক্ষত্রে অবস্থিত হওয়ায় সপ্তম, দশম ও একাদশ ভাবের ফল প্রদান করবে l
মঙ্গলের নক্ষত্রে কোনো গ্রহ অবস্থিত হলে সেই গ্রহটি চতুর্থ, লগ্ন ও অষ্টম ভাবের ফল প্রদান করতো আর মঙ্গলের নক্ষত্রে কোনো গ্রহ না থাকলে, মঙ্গল 7, 10, 11 ভাবের পাশাপাশি 1, 4, 8 ভাবের ফলও প্রদান করবে l
--- অনুরূপে মঙ্গল যদি বৃহস্পতি বা বুধের নক্ষত্রে অবস্থিত হতো তবে ফলের পার্থক্য সহজেই কল্পনীয় l

অর্থাৎ ভাবস্থ গ্রহ কেবলমাত্র ভাবের ফল নয় সম্পর্কিত সকল ভাবের ফল তোলে বলতে বোঝায় ভাবস্থ গ্রহটি সম্পর্কিত সকল ভাবের ফলদাতা l

***   মঙ্গলের অবস্থানহেতু মাঙ্গলিক বিষয়টি আলোচনার বিষয়বস্তু নয় বলে অন্যত্র আলোচনার ইচ্ছা রইল l


একটি গ্রহ কিভাবে অন্য গ্রহের সহিত সম্পর্কিত হয় ?

1) বিচার্য গ্রহটি যে গ্রহের নক্ষত্রে অবস্থিত অর্থাৎ নক্ষত্রপতি গ্রহের সহিত সম্পর্কিত
2) নক্ষত্রপতি গ্রহের নক্ষত্রে অন্য কোনো গ্রহ অবস্থিত হলে বিচার্য গ্রহটি উক্ত গ্রহদের সহিত সম্পর্কিত হবে
3) বিচার্য গ্রহের নক্ষত্রে কোন গ্রহ অবস্থিত হলে বিচার্য গ্রহটি উক্ত গ্রহের সহিত সম্পর্কিত হবে
4) বিচার্য গ্রহটির ভাবপতি গ্রহটি যদি অন্য কোন ভাবের অধিপতি হয় এবং উক্ত ভাবে কোনো গ্রহ অবস্থিত হয় তবে বিচার্য গ্রহটি উক্ত গ্রহের সহিত সম্পর্কিত হবে
এছাড়াও ---
5)  বিচার্য গ্রহটি  তার সাবপতি গ্রহের সহিত ও বিচার্য গ্রহটি যে যে গ্রহের সাবপতি উক্ত গ্রহের সহিত এবং aspect এর মাধ্যমে সম্পর্কিত গ্রহদের সহিত সম্পর্কিত

এরূপে নয়টি গ্রহ ও দ্বাদশ ভাবের সমন্বয়ে একজন জাতকের জীবনের বিভিন্ন ঘটনাবলীর সম্ভবনা সূচিত করে l
অর্থাৎ গ্রহশূন্য ভাবের ক্ষেত্রেও একাধিক গ্রহ ভাবের ফলদাতা হতে পারে বা বলা যায় যে একটি ভাবের ফলদাতা গ্রহ একাধিক হবেই l
রাশিচক্র অনুসারে গ্রহসকল ভাবের সমন্বয়ে ঘটনার নির্দেশ করে l প্রত্যেকটি গ্রহ কমপক্ষে তিন- চারটি গ্রহের সহিত সম্পর্কিত হয় এবং প্রত্যেকটি গ্রহ কমপক্ষে চার- পাঁচটি ভাবের নির্দেশক হয় l permutation - combination theory অনুসারে জীবনের ঘটনাবলীর সংখ্যা সহজেই অনুমেয় l এটিকে যদি আমরা সূচক ধরি এবার কল্পনা করুন সময়ের সাথে সাথে গ্রহসকল রাশিচক্রে ক্রমাগত স্থান পরিবর্তন করছে অর্থাৎ পর্যায়ক্রমে গ্রহদের নক্ষত্র পরিবর্তন হচ্ছে l অর্থাৎ wheel of destiny বা সূচক সাপেক্ষে সময়ের পরিবর্তনের সাথে সাথে অবচেতন স্বত্তায় নতুন নতুন ইচ্ছার প্রকাশ ঘটছে কথাটির অর্থ হল সময়ের সাথে সাথে গ্রহসকল ও ভাবসকলের সমন্বয়ে ঘটনার সম্ভবনার সৃষ্টি হচ্ছে l তার অর্থ এই নয় যে সৃষ্ট স্পন্দনের নিরিখে সকল ঘটনাই ঘটবে তা নয় l

তাহলে কি ধরণের ঘটনা ঘটবে আর কখন ঘটবে ?

দশান্তর্দশাপতি গ্রহসকল তাদের সম্পর্কিত গ্রহ ও ভাবের সমন্বয়ে ঘটনার সম্ভবনার সৃষ্টি হলেও দশাপতিগ্রহ ও অন্তর্দশাপতি গ্রহের নির্দেশনামার শুভত্ত্ব - অশুভত্ব এবং উভয়ের মধ্যেকার aspect এর উপর নির্ভর করবে কি ধরণের ঘটনা ঘটবে অর্থাৎ সম্ভাব্য ঘটনার সৃষ্টি হবে অতঃপর ঘটনার সময় নির্দেশ করবে transit l বিশেষ করে slow moving planet এর transit দীর্ঘকালীন সময় স্বাপেক্ষে ঘটনার ক্ষেত্রে প্রযোজ্য আর রবি, চন্দ্র ও লগ্নবিন্দুর transit --- short time অর্থাৎ এক মাস সময়কাল থেকে কয়েক ঘন্টার মধ্যে যে ঘটনা ঘটতে চলেছে তার নির্দিষ্ট সময়ের নির্দেশক l

প্রিয় পাঠকবৃন্দ, আশা করি এবার বুঝতে পারছেন জ্যোতিষীদের পক্ষে সবসময় উত্তর দেওয়া কেন সম্ভবপর নয় আর কোনো বিশেষ ভাবে একটি গ্রহের ফল সম্পর্কে জানতে চাওয়া কতটা যুক্তিযুক্ত l তবে বিশেষ একটি দুটি প্রশ্ন স্বাপেক্ষে উত্তর পেতেই পারেন কিন্তু সার্বিক ও সঠিক উত্তরের জন্যে সঠিক বিবরণ অবশ্যই প্রয়োজন নতুবা বিভ্রান্ত হওয়া অবশই ভবিতব্য l 

If you want to know more about Astrology lesson ---

Please comments and to get early notifications --- follow and share this article.