love marriage লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
love marriage লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

The marriage in Astrology --- ভাবস্ফুট পদ্ধতিতে বিবাহ বিচার

                     ভাবস্ফুট পদ্ধতির অনুশাসন অনুসারে একটি বিবাহ বিচার 

How to predict marriage in  Astrology  ---By Biswajit Paul








জোতিষশাস্ত্র সম্পর্কে আলোচনা প্রসঙ্গে জোতিষ অনুরাগীদের মনে যে প্রশ্নগুলো প্রথমেই আসে তা হলো -----

জোতিষ শাস্ত্র কি?  কতটা বিশ্বাসযোগ্য?  জোতিষ শাস্ত্র বিজ্ঞান না অপবিজ্ঞান?  জোতিষ কি ভাবে জানা/ শেখা যায়? জোতিষ এর বিভাগগুলো যেমন সনাতন/বৈদিক জোতিষ, হস্তরেখা, সংখ্যাতথ্য, কৃষ্ণমূর্তি পদ্ধতি, প্রশ্নজোতিষ,  সংশোধিত কৃষ্ণমূর্তি পদ্ধতি সম্পর্কিত বিষয়ে l জোতিষ শাস্ত্র মানুষের জীবনে কতটা প্রয়োজনীয়? জোতিষ শাস্ত্র কি মানুষের জীবনে আগত সমস্যা ও তার সমাধান, ভাগ্য পরিবর্তন করতে পারে? মানুষের উপর গ্রহগুলোর প্রভাব কি ভাবে বর্তায়? রাশিচক্র কি ও রাশিগুলোর কারকতা l রাশিচক্রের এরূপ গঠনের কারণ কি? মানুষের চেতন ও অবচেতন স্বত্তার প্রভেদ ও তাদের উপর চন্দ্রের প্রভাব, রাশিচক্রে চন্দ্রের এরূপ গুরুত্বর কারণ  প্রভৃতি বিষয় l

এক ভদ্রমহিলা তার সম্পর্কিত বোনের বিবাহ সম্পর্কে প্রশ্নটি রেখেছিলেন l প্রশ্নটি হলো যে বোনের বিবাহ কবে হবে?



অঙ্কিত প্রশ্নছকটি যে জাতিকার বিবাহ সম্পর্কিত তা প্রথমেই পরীক্ষা করা প্রয়োজন l এক্ষেত্রে চন্দ্র অঙ্কিত রাশিচক্রের মেষ রাশিতে শুক্রের নক্ষত্রে শনির সাবে অবস্থিত l চন্দ্রের রাশি কর্কটে শনি অবস্থিত l বৃহস্পতি ও বুধ তুলায় চন্দ্রের সহিত বিপরীত পেক্ষায় আবদ্ধ হওয়ায় চন্দ্রের সহিত সম্পর্কিত l
চন্দ্র শুক্রের নক্ষত্রে এবং শুক্র চন্দ্রের নক্ষত্রে, শুক্রের উপরের সারির নির্দেশনামায় 1+, 6++,7+ ভাবের স্পন্দন সাপেক্ষে নিচের সারির 2, 7, 11 ভাবের স্পন্দন( শুক্র বিবাহ কারক গ্রহ এবং বিবাহ কারক ভাবগুলি 2, 7, 11)নির্দেশ করে যে অঙ্কিত রাশিচক্রটি বিবাহ বিষয়ক l
এক্ষেত্রে চন্দ্রেরউপরের সারির নির্দেশ নামায় 1+, 4++, 6+ স্পন্দন সাপেক্ষে নিচের সারিতে 5এর স্পন্দন ও মঙ্গল সম্পর্কিত হওয়ায় নির্দেশ করে জাতিকা কোনো প্রেমজ সম্পর্কে আবদ্ধ এবং তাকে কেন্দ্র করে গৃহ পরিবেশে চূড়ান্ত অশান্তি l চন্দ্রের রাশিতে অবস্থিত এবং 90 ডিগ্রী পেক্ষাযুক্ত শনির( শনি বৃহস্পতি সম্পর্কিত হওয়ায়)   নির্দেশনামায় উপরের সারির 4+, 7++স্পন্দন সাপেক্ষে তলার সারিতে 2, 8, 6, 10, 11 ভাবের স্পন্দন জাতিকার অবচেতন স্বত্তায় কর্মের ভবিষ্যৎ সম্পর্কেও চিন্তিত যার প্রতিফলন অঙ্কিত প্রশ্নছকে স্পষ্ট l




How to find love marriage in Astrology 

এখন লগ্নষ্ফুটের সাবলর্ড যদি বিবাহের জন্যে ইঙ্গিতবহ হয় তবে বিবাহ সুনিশ্চিত অন্যথায় নয় l
লগ্নষ্ফুটের সাবলর্ড চন্দ্র ও সপ্তম ভাবষ্ফুটের সাবলর্ড শুক্র,  উভয়ই নক্ষত্র বিনিময় যোগে আবদ্ধ l চন্দ্র শুক্রের নক্ষত্রে এবং শুক্র উপরের সারির 7++ সাপেক্ষে তলার সারিতে 2, 7, 11 হওয়াতে বিবাহ যোগ বা ভাগ্য বর্তমান l তবে চন্দ্র সম্পর্কিত মঙ্গল 7+ সাপেক্ষ 6 ভাবের স্পন্দন নির্দেশ করে জাতিকাকে বিবাহ সম্পর্কিত বিষয়ে গৃহ পরিবেশ হতে প্রচুর বাধার সম্মুখীন হতে হবে l শুক্রের নির্দেশনামায় 1+, 6++, 7++ সাপেক্ষে তালার সারির 9, 8 স্পন্দন বিবাহ বিষয়ে পিতার সহিত চূড়ান্ত মনোমালিন্যের সম্ভাবনা l চন্দ্রের সহিত সম্পর্কিত রাহু বৃহস্পতির নক্ষত্রে (বৃহস্পতি কেতু যুক্ত)  1+, 7+, 11++ সাপেক্ষে 9, 12 ভাবের নির্দেশক. ---- ইহা নির্দেশ করে বিবাহের কারণে জাতিকাকে ধর্ম পরিবর্তন করতে হবে অর্থাৎ inter caste এ বিবাহ l বৃহস্পতির নক্ষত্রে অবস্থিত রাহু তলার সারির নির্দেশনামা ও রাহুর নক্ষত্রে স্থিত বুধের সহিত সম্পর্কিত শনির নির্দেশনামায়( শনি কর্কটে  ---- লগ্নের সহিত সম্পর্কিত) 7 সাপেক্ষে 8, 10 (4, 12)স্পন্দন নির্দেশ করে জাতিকাকে বিবাহের কারণে কর্ম ছাড়তে হবে l লগ্নস্ফূটের সাব লর্ডের সহিত সম্পর্কিত গ্রহসকলের নির্দেশনামা পর্যবেক্ষণ করলে বোঝা যায় যে জাতিকা বিবাহের জন্যে স্বেচ্ছায় সব কিছু ত্যাগ করতে সক্ষম হবে l

এবার আসা যাক জাতিকার মন মানসিকতা প্রসঙ্গে  -------

 লগ্নষ্ফুটের সাবলর্ড চন্দ্র এবং সম্পর্কিত গ্রহসকলের উপরের ও তলার সারির নির্দেশনামা পর্যবেক্ষণ করে বোঝা যায় যে জাতিকা অত্যন্ত বুদ্ধিমতী, স্নেহপ্রবন, উদার এবং কঠিন মানসিকতার অধিকারিণী ----- নিজ সিদ্ধান্তে অনড়,  যা তার জীবনে সাফল্যের পাশাপাশি অনেক সুযোগ নষ্ট/ ব্যার্থতারও কারণ l



অঙ্কিত প্রশ্নছকটি  2006 এর, 2007 এ পূর্ববর্ণিত ফলাদেশ অনুসারেই বিবাহ হয় l বিবাহের কারণে তাকে শিক্ষাকতা কর্ম ত্যাগ করতে হয় l

অবশেষে আপনাদের কাছে  একটি প্রশ্ন রইল. --------

আপনাদের দৃষ্টিকোণ থেকে জোতিষশাস্ত্র কি এবং কতটা বিশ্বাসযোগ্য?

আপনাদের আগ্রহ ও উত্তর সাপেক্ষে পরবর্তী লেখাগুলিতে এবিষয়ে আলোকপাত করবো l


***   আর অবশ্যই follow/অনুসরণ করবেন এবং শেয়ার করবেন l