বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

The marriage in Astrology --- ভাবস্ফুট পদ্ধতিতে বিবাহ বিচার

                     ভাবস্ফুট পদ্ধতির অনুশাসন অনুসারে একটি বিবাহ বিচার 

How to predict marriage in  Astrology  ---By Biswajit Paul








জোতিষশাস্ত্র সম্পর্কে আলোচনা প্রসঙ্গে জোতিষ অনুরাগীদের মনে যে প্রশ্নগুলো প্রথমেই আসে তা হলো -----

জোতিষ শাস্ত্র কি?  কতটা বিশ্বাসযোগ্য?  জোতিষ শাস্ত্র বিজ্ঞান না অপবিজ্ঞান?  জোতিষ কি ভাবে জানা/ শেখা যায়? জোতিষ এর বিভাগগুলো যেমন সনাতন/বৈদিক জোতিষ, হস্তরেখা, সংখ্যাতথ্য, কৃষ্ণমূর্তি পদ্ধতি, প্রশ্নজোতিষ,  সংশোধিত কৃষ্ণমূর্তি পদ্ধতি সম্পর্কিত বিষয়ে l জোতিষ শাস্ত্র মানুষের জীবনে কতটা প্রয়োজনীয়? জোতিষ শাস্ত্র কি মানুষের জীবনে আগত সমস্যা ও তার সমাধান, ভাগ্য পরিবর্তন করতে পারে? মানুষের উপর গ্রহগুলোর প্রভাব কি ভাবে বর্তায়? রাশিচক্র কি ও রাশিগুলোর কারকতা l রাশিচক্রের এরূপ গঠনের কারণ কি? মানুষের চেতন ও অবচেতন স্বত্তার প্রভেদ ও তাদের উপর চন্দ্রের প্রভাব, রাশিচক্রে চন্দ্রের এরূপ গুরুত্বর কারণ  প্রভৃতি বিষয় l

এক ভদ্রমহিলা তার সম্পর্কিত বোনের বিবাহ সম্পর্কে প্রশ্নটি রেখেছিলেন l প্রশ্নটি হলো যে বোনের বিবাহ কবে হবে?



অঙ্কিত প্রশ্নছকটি যে জাতিকার বিবাহ সম্পর্কিত তা প্রথমেই পরীক্ষা করা প্রয়োজন l এক্ষেত্রে চন্দ্র অঙ্কিত রাশিচক্রের মেষ রাশিতে শুক্রের নক্ষত্রে শনির সাবে অবস্থিত l চন্দ্রের রাশি কর্কটে শনি অবস্থিত l বৃহস্পতি ও বুধ তুলায় চন্দ্রের সহিত বিপরীত পেক্ষায় আবদ্ধ হওয়ায় চন্দ্রের সহিত সম্পর্কিত l
চন্দ্র শুক্রের নক্ষত্রে এবং শুক্র চন্দ্রের নক্ষত্রে, শুক্রের উপরের সারির নির্দেশনামায় 1+, 6++,7+ ভাবের স্পন্দন সাপেক্ষে নিচের সারির 2, 7, 11 ভাবের স্পন্দন( শুক্র বিবাহ কারক গ্রহ এবং বিবাহ কারক ভাবগুলি 2, 7, 11)নির্দেশ করে যে অঙ্কিত রাশিচক্রটি বিবাহ বিষয়ক l
এক্ষেত্রে চন্দ্রেরউপরের সারির নির্দেশ নামায় 1+, 4++, 6+ স্পন্দন সাপেক্ষে নিচের সারিতে 5এর স্পন্দন ও মঙ্গল সম্পর্কিত হওয়ায় নির্দেশ করে জাতিকা কোনো প্রেমজ সম্পর্কে আবদ্ধ এবং তাকে কেন্দ্র করে গৃহ পরিবেশে চূড়ান্ত অশান্তি l চন্দ্রের রাশিতে অবস্থিত এবং 90 ডিগ্রী পেক্ষাযুক্ত শনির( শনি বৃহস্পতি সম্পর্কিত হওয়ায়)   নির্দেশনামায় উপরের সারির 4+, 7++স্পন্দন সাপেক্ষে তলার সারিতে 2, 8, 6, 10, 11 ভাবের স্পন্দন জাতিকার অবচেতন স্বত্তায় কর্মের ভবিষ্যৎ সম্পর্কেও চিন্তিত যার প্রতিফলন অঙ্কিত প্রশ্নছকে স্পষ্ট l




How to find love marriage in Astrology 

এখন লগ্নষ্ফুটের সাবলর্ড যদি বিবাহের জন্যে ইঙ্গিতবহ হয় তবে বিবাহ সুনিশ্চিত অন্যথায় নয় l
লগ্নষ্ফুটের সাবলর্ড চন্দ্র ও সপ্তম ভাবষ্ফুটের সাবলর্ড শুক্র,  উভয়ই নক্ষত্র বিনিময় যোগে আবদ্ধ l চন্দ্র শুক্রের নক্ষত্রে এবং শুক্র উপরের সারির 7++ সাপেক্ষে তলার সারিতে 2, 7, 11 হওয়াতে বিবাহ যোগ বা ভাগ্য বর্তমান l তবে চন্দ্র সম্পর্কিত মঙ্গল 7+ সাপেক্ষ 6 ভাবের স্পন্দন নির্দেশ করে জাতিকাকে বিবাহ সম্পর্কিত বিষয়ে গৃহ পরিবেশ হতে প্রচুর বাধার সম্মুখীন হতে হবে l শুক্রের নির্দেশনামায় 1+, 6++, 7++ সাপেক্ষে তালার সারির 9, 8 স্পন্দন বিবাহ বিষয়ে পিতার সহিত চূড়ান্ত মনোমালিন্যের সম্ভাবনা l চন্দ্রের সহিত সম্পর্কিত রাহু বৃহস্পতির নক্ষত্রে (বৃহস্পতি কেতু যুক্ত)  1+, 7+, 11++ সাপেক্ষে 9, 12 ভাবের নির্দেশক. ---- ইহা নির্দেশ করে বিবাহের কারণে জাতিকাকে ধর্ম পরিবর্তন করতে হবে অর্থাৎ inter caste এ বিবাহ l বৃহস্পতির নক্ষত্রে অবস্থিত রাহু তলার সারির নির্দেশনামা ও রাহুর নক্ষত্রে স্থিত বুধের সহিত সম্পর্কিত শনির নির্দেশনামায়( শনি কর্কটে  ---- লগ্নের সহিত সম্পর্কিত) 7 সাপেক্ষে 8, 10 (4, 12)স্পন্দন নির্দেশ করে জাতিকাকে বিবাহের কারণে কর্ম ছাড়তে হবে l লগ্নস্ফূটের সাব লর্ডের সহিত সম্পর্কিত গ্রহসকলের নির্দেশনামা পর্যবেক্ষণ করলে বোঝা যায় যে জাতিকা বিবাহের জন্যে স্বেচ্ছায় সব কিছু ত্যাগ করতে সক্ষম হবে l

এবার আসা যাক জাতিকার মন মানসিকতা প্রসঙ্গে  -------

 লগ্নষ্ফুটের সাবলর্ড চন্দ্র এবং সম্পর্কিত গ্রহসকলের উপরের ও তলার সারির নির্দেশনামা পর্যবেক্ষণ করে বোঝা যায় যে জাতিকা অত্যন্ত বুদ্ধিমতী, স্নেহপ্রবন, উদার এবং কঠিন মানসিকতার অধিকারিণী ----- নিজ সিদ্ধান্তে অনড়,  যা তার জীবনে সাফল্যের পাশাপাশি অনেক সুযোগ নষ্ট/ ব্যার্থতারও কারণ l



অঙ্কিত প্রশ্নছকটি  2006 এর, 2007 এ পূর্ববর্ণিত ফলাদেশ অনুসারেই বিবাহ হয় l বিবাহের কারণে তাকে শিক্ষাকতা কর্ম ত্যাগ করতে হয় l

অবশেষে আপনাদের কাছে  একটি প্রশ্ন রইল. --------

আপনাদের দৃষ্টিকোণ থেকে জোতিষশাস্ত্র কি এবং কতটা বিশ্বাসযোগ্য?

আপনাদের আগ্রহ ও উত্তর সাপেক্ষে পরবর্তী লেখাগুলিতে এবিষয়ে আলোকপাত করবো l


***   আর অবশ্যই follow/অনুসরণ করবেন এবং শেয়ার করবেন l



মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

Car in Astrology --- Rullings of Car in KP

   What is Car in Astrology?

প্রত্যেকেরই অবচেতন স্বত্তায় একটা চারচাকার স্বপ্ন থাকে --- কিন্তু কি বলছে  রাশিচক্র জানুন ---

________________________________________


                


   Car in  Astrology 

Rullings of car in vedic any KP Astrology

অবচেতন স্বত্তায় প্রত্যেক মানুষের মধ্যেই প্রশ্ন জাগে যে  --- আমার বাহন/গাড়ি হবে কি না? বাহন হলে দু চাকা হবে না চারচাকা  -- কি হবে?

এক্ষেত্রে প্রথমেই জানতে হবে যে জাতকের রাশিচক্রের কোন ভাব হতে বাহনের বিচার হয় এবংবাহন কারক গ্রহ কে?

সাধারণত চতুর্থ ভাব হতে মাতা, গৃহ, অর্থাৎ বাড়িঘর, প্রাথমিক শিক্ষা ও বাহনের বিচার করা হয় l বাহন কারক গ্রহ শুক্র l বাহন বা  গাড়ি গতিশীল অর্থাৎ সঙ্গে চররাশির সংযোগ প্রয়োজন l

এখন প্রশ্ন হলো ------

তাহলে কি শুক্রকে চতুর্থ ভাবে অবস্থিত হতে হবে অথবা চতুর্থ পতি হতে হবে এবং চতুর্থ ভাবকে চররাশি হতে হবে? 

অথবা যে সকল জাতকের চতুর্থ ভাবে শুক্র অবস্থিত তাঁদের প্রত্যেকের বাহন যোগ আছে? না কি বাহনের বদলে জাতক আসবাবপত্র (শুক্র আসবাবপত্রের কারক গ্রহ এবং চতুর্থ ভাব থেকে আসবাবপত্রের বিচার করা হয়) ক্রয় করবেন?

সর্বপ্রথম জাতকের লগ্নের বলবত্তা নির্ণয় করা প্রয়োজন l অর্থাৎ লগ্নের সহিত একাদশ ভাবের কি প্রকার সম্পর্ক আছে? লগ্ন নির্দেশ করে জাতককে আর একাদশ নির্দেশ করে সাফল্য বা ইচ্ছাপূরণ l

অর্থাৎ  1 + 4 + 11 + চররাশি + শুক্র = বাহনলাভ

এবার আসা যাক কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুসারে বাহনের বিচারে  ---

চতুর্থ ভাবষ্ফুটের সাবলর্ড হতে জানা যাবে জাতক যানবাহনের অধিকারী হবে কি না? চতুর্থ ভাবষ্ফুটের সাবলর্ডটি যদি চতুর্থ ভাবের নির্দেশক হয় এবং শুক্রের সাথে কোনো প্রকারে সংযুক্ত হয়ে চর রাশি যুক্ত হয় তাহলে জাতকের যানবাহন লাভ হয় l

আবার প্রশ্ন জ্যোতিষে প্রশ্নকর্তার প্রশ্ন যদি হয় যে, আমার বাহন লাভ হবে কি না?   তবে দেখতে হবে ----

চতুর্থ ভাবষ্ফুটের সাবলর্ড যদি শুক্র হয় এবং শুক্র যদি চতুর্থ ভাবের নির্দেশক হয় অথবা চতুর্থ ভাবষ্ফুটের সাবলর্ডটি চতুর্থ ভাবের নির্দেশক গ্রহের নক্ষত্রে অবস্থান করে শুক্রের সাথে কোনো প্রকারে সম্পর্কিত হয় এবং চর রাশির সঙ্গে যুক্ত হয় তবে জাতকের বাহন লাভ সম্ভব l শুক্র স্থির রাশির সঙ্গে সম্পর্কিত আসবাবপত্র এবং দ্বাত্মক রাশির সঙ্গে সন্পর্কিত হলে দোলনা জাতীয় আসবাব লাভ হয় l

প্রাসঙ্গিক ভাব এবং গ্রহগুলি হলো    2, 11, 5, 3, 9 গ্রহ হিসাবে মূলত শুক্র l

দ্বিতীয় ভাব নির্দেশ করে অর্থ l

তৃতীয় ভাব নির্দেশ করে গমন l

পঞ্চম ভাব নির্দেশ করে সৌখিনতা l

নবম ভাব নির্দেশ করে ভাগ্য l

একাদশ ভাব নির্দেশ করে ইচ্ছাপূরণ l

Luxury car in Astrology/Car  colour in Astrology/Car  number in  Astrology 

যেমন পঞ্চম ভাবের সঙ্গে বৃহস্পতি যুক্ত হলে বড় গাড়ি/ দামি গাড়ি,  শুক্র যুক্ত হলে সৌখিন গাড়ি,  রবি যুক্ত হলে নামি কোম্পানির দামি গাড়ি,  মঙ্গল  যুক্ত হলে স্পোর্টস কার,  রাহু যুক্ত হলে ব্যাবসায়িক কার্যে ব্যবহৃত গাড়ি( ষষ্ট ভাব যুক্ত. ---- ষষ্ট ভাব অপরের ব্যায়ের নির্দেশক অর্থাৎ. 2+ 6+ 10+ 4+ 11+ শুক্র+রাহু ),  বুধ যুক্ত হলে ছোট গাড়ি বা একাধিক গাড়ি, শনি যুক্ত হলে পুরাতন গাড়ি নির্দেশ করে l

রবি, বৃহস্পতি বলবান এবং  সঙ্গে 5, 12 -এর  নির্দেশক হলে ড্রাইভার  রাখবে আর বুধ/ শনির সংযোগ নির্দেশ করে জাতক নিজেই গাড়ি চালাবে l


আসুন দেখা যাক তাহলে বাহন সম্পর্কিত সাধারণ সূত্রাবলী কি হবে  ---


চতুর্থ ভাব --- বাহন বা গাড়ি (সাধারণ সূত্রাবলী)


বাহন কারক গ্রহ শুক্র অর্থাৎ চতুর্থ ভাব ও শুক্র হতে বাহন বিচার্য এবং এর সাথে চররাশির সংযোগ প্রত্যাশিত

1) 4+11+শুক্র=বাহন বা গাড়ি লাভ বা প্রাপ্তি

2) 4+ শুক্র+ শনি= পুরানো গাড়ি

3) 4+শুক্র+ শনি/ রাহু= মালবাহী গাড়ি

4) 4+শুক্র+ বৃহস্পতি= বড় গাড়ি

5) 4+শুক্র+ মঙ্গল+ শনি= গাড়ির যন্ত্রাংশ

6) 4+10+ শুক্র+ শনি= গাড়ির ব্যবসা

7) 4+শুক্র+ বুধ= একাধিক গাড়ি

8) 4+শুক্র+ চন্দ্র+ জলরাশি= জলযান

    স্টিমারের ক্ষেত্রে এর সঙ্গে মঙ্গলের একটা সংযোগ আবশ্যক (মঙ্গল ---  ইঞ্জিন নির্দেশ করে)

     জাহাজের ক্ষেত্রে বৃহস্পতি ও শুক্রের সংযোগ( বৃহস্পতি বৃহৎ অর্থে আর শুক্র সৌখিনতার জন্যে আবার পণ্য পরিবহনকারী জাহাজের ক্ষেত্রে শনি ও রাহুর একটা সংযোগ প্রয়োজন)

      সাবমেরিনের ক্ষেত্রে শনি, মঙ্গল, বুধ ও রাহুর সংযোগ প্রয়োজন --- শনি অর্থে সাবমেরিন যেহেতু জলের নিচে দিয়ে চলে, মঙ্গল অর্থে সাবমেরিন যেহেতু প্রতিরক্ষা সংক্রান্ত জলযান, আর বুধ- রাহু নির্দেশ করে  কম্পিউটার নিয়ন্ত্রিত ও জ্বালানি বিষয়ে l

9) 4+শুক্র+ বুধ+ বায়ুরাশি= বায়ুযান

10) 4+শুক্র+ পৃথ্বীরাশি=স্থলযান

     রেলগাড়ির ক্ষেত্রে এর সঙ্গে শনি ( বৃহৎ ও লোহার ট্রাকের উপর চলার জন্যে), মঙ্গল - বুধ (ইলেকট্রিক ইঞ্জিনের জন্যে) এর সংযোগ আবশ্যক

11) 3+4+11+12+শুক্র= গাড়ি ক্রয়

12) 4+12+শুক্র= গাড়ি বিক্রয়

13) 4+3+শুক্র+ মঙ্গল+8= গাড়ি এক্সিডেন্ট

14) 4+3+12+শুক্র+(মঙ্গল- বুধ)= গাড়ি বিকল হয়ে যাওয়া/ বিগড়ে যাওয়া

15) 4+ 3+8+শুক্র+ চন্দ্র= গাড়ির তেল ফুরিয়ে যাওয়া

16) 3+8+12+ শুক্র+ চন্দ্র= Fuel ট্যাংক লিক

17) 4+5+11+শুক্র+ শনি= এসি গাড়ি

18) 4+5+6+11+ শুক্র+মঙ্গল= sports car

19) 4+3+10+শুক্র+ রাহু= গাড়ির দালালি


কোন সময়ে জাতকের বাহন লাভ হবে এবং রাশি অনুসারে কোন রঙের গাড়ি হবে  প্রভৃতি বিষয়ে পরবর্তী লেখায় আলোকপাত করা যাবে l


To get more article and notifications ---

Please click on the follow button and share the article .