What is Car in Astrology?
প্রত্যেকেরই অবচেতন স্বত্তায় একটা চারচাকার স্বপ্ন থাকে --- কিন্তু কি বলছে রাশিচক্র জানুন ---
________________________________________
Car in Astrology
Rullings of car in vedic any KP Astrology
অবচেতন স্বত্তায় প্রত্যেক মানুষের মধ্যেই প্রশ্ন জাগে যে --- আমার বাহন/গাড়ি হবে কি না? বাহন হলে দু চাকা হবে না চারচাকা -- কি হবে?
এক্ষেত্রে প্রথমেই জানতে হবে যে জাতকের রাশিচক্রের কোন ভাব হতে বাহনের বিচার হয় এবংবাহন কারক গ্রহ কে?
সাধারণত চতুর্থ ভাব হতে মাতা, গৃহ, অর্থাৎ বাড়িঘর, প্রাথমিক শিক্ষা ও বাহনের বিচার করা হয় l বাহন কারক গ্রহ শুক্র l বাহন বা গাড়ি গতিশীল অর্থাৎ সঙ্গে চররাশির সংযোগ প্রয়োজন l
এখন প্রশ্ন হলো ------
তাহলে কি শুক্রকে চতুর্থ ভাবে অবস্থিত হতে হবে অথবা চতুর্থ পতি হতে হবে এবং চতুর্থ ভাবকে চররাশি হতে হবে?
অথবা যে সকল জাতকের চতুর্থ ভাবে শুক্র অবস্থিত তাঁদের প্রত্যেকের বাহন যোগ আছে? না কি বাহনের বদলে জাতক আসবাবপত্র (শুক্র আসবাবপত্রের কারক গ্রহ এবং চতুর্থ ভাব থেকে আসবাবপত্রের বিচার করা হয়) ক্রয় করবেন?
সর্বপ্রথম জাতকের লগ্নের বলবত্তা নির্ণয় করা প্রয়োজন l অর্থাৎ লগ্নের সহিত একাদশ ভাবের কি প্রকার সম্পর্ক আছে? লগ্ন নির্দেশ করে জাতককে আর একাদশ নির্দেশ করে সাফল্য বা ইচ্ছাপূরণ l
অর্থাৎ 1 + 4 + 11 + চররাশি + শুক্র = বাহনলাভ
এবার আসা যাক কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুসারে বাহনের বিচারে ---
চতুর্থ ভাবষ্ফুটের সাবলর্ড হতে জানা যাবে জাতক যানবাহনের অধিকারী হবে কি না? চতুর্থ ভাবষ্ফুটের সাবলর্ডটি যদি চতুর্থ ভাবের নির্দেশক হয় এবং শুক্রের সাথে কোনো প্রকারে সংযুক্ত হয়ে চর রাশি যুক্ত হয় তাহলে জাতকের যানবাহন লাভ হয় l
আবার প্রশ্ন জ্যোতিষে প্রশ্নকর্তার প্রশ্ন যদি হয় যে, আমার বাহন লাভ হবে কি না? তবে দেখতে হবে ----
চতুর্থ ভাবষ্ফুটের সাবলর্ড যদি শুক্র হয় এবং শুক্র যদি চতুর্থ ভাবের নির্দেশক হয় অথবা চতুর্থ ভাবষ্ফুটের সাবলর্ডটি চতুর্থ ভাবের নির্দেশক গ্রহের নক্ষত্রে অবস্থান করে শুক্রের সাথে কোনো প্রকারে সম্পর্কিত হয় এবং চর রাশির সঙ্গে যুক্ত হয় তবে জাতকের বাহন লাভ সম্ভব l শুক্র স্থির রাশির সঙ্গে সম্পর্কিত আসবাবপত্র এবং দ্বাত্মক রাশির সঙ্গে সন্পর্কিত হলে দোলনা জাতীয় আসবাব লাভ হয় l
প্রাসঙ্গিক ভাব এবং গ্রহগুলি হলো 2, 11, 5, 3, 9 গ্রহ হিসাবে মূলত শুক্র l
দ্বিতীয় ভাব নির্দেশ করে অর্থ l
তৃতীয় ভাব নির্দেশ করে গমন l
পঞ্চম ভাব নির্দেশ করে সৌখিনতা l
নবম ভাব নির্দেশ করে ভাগ্য l
একাদশ ভাব নির্দেশ করে ইচ্ছাপূরণ l
Luxury car in Astrology/Car colour in Astrology/Car number in Astrology
যেমন পঞ্চম ভাবের সঙ্গে বৃহস্পতি যুক্ত হলে বড় গাড়ি/ দামি গাড়ি, শুক্র যুক্ত হলে সৌখিন গাড়ি, রবি যুক্ত হলে নামি কোম্পানির দামি গাড়ি, মঙ্গল যুক্ত হলে স্পোর্টস কার, রাহু যুক্ত হলে ব্যাবসায়িক কার্যে ব্যবহৃত গাড়ি( ষষ্ট ভাব যুক্ত. ---- ষষ্ট ভাব অপরের ব্যায়ের নির্দেশক অর্থাৎ. 2+ 6+ 10+ 4+ 11+ শুক্র+রাহু ), বুধ যুক্ত হলে ছোট গাড়ি বা একাধিক গাড়ি, শনি যুক্ত হলে পুরাতন গাড়ি নির্দেশ করে l
রবি, বৃহস্পতি বলবান এবং সঙ্গে 5, 12 -এর নির্দেশক হলে ড্রাইভার রাখবে আর বুধ/ শনির সংযোগ নির্দেশ করে জাতক নিজেই গাড়ি চালাবে l
আসুন দেখা যাক তাহলে বাহন সম্পর্কিত সাধারণ সূত্রাবলী কি হবে ---
চতুর্থ ভাব --- বাহন বা গাড়ি (সাধারণ সূত্রাবলী)
বাহন কারক গ্রহ শুক্র অর্থাৎ চতুর্থ ভাব ও শুক্র হতে বাহন বিচার্য এবং এর সাথে চররাশির সংযোগ প্রত্যাশিত
1) 4+11+শুক্র=বাহন বা গাড়ি লাভ বা প্রাপ্তি
2) 4+ শুক্র+ শনি= পুরানো গাড়ি
3) 4+শুক্র+ শনি/ রাহু= মালবাহী গাড়ি
4) 4+শুক্র+ বৃহস্পতি= বড় গাড়ি
5) 4+শুক্র+ মঙ্গল+ শনি= গাড়ির যন্ত্রাংশ
6) 4+10+ শুক্র+ শনি= গাড়ির ব্যবসা
7) 4+শুক্র+ বুধ= একাধিক গাড়ি
8) 4+শুক্র+ চন্দ্র+ জলরাশি= জলযান
স্টিমারের ক্ষেত্রে এর সঙ্গে মঙ্গলের একটা সংযোগ আবশ্যক (মঙ্গল --- ইঞ্জিন নির্দেশ করে)
জাহাজের ক্ষেত্রে বৃহস্পতি ও শুক্রের সংযোগ( বৃহস্পতি বৃহৎ অর্থে আর শুক্র সৌখিনতার জন্যে আবার পণ্য পরিবহনকারী জাহাজের ক্ষেত্রে শনি ও রাহুর একটা সংযোগ প্রয়োজন)
সাবমেরিনের ক্ষেত্রে শনি, মঙ্গল, বুধ ও রাহুর সংযোগ প্রয়োজন --- শনি অর্থে সাবমেরিন যেহেতু জলের নিচে দিয়ে চলে, মঙ্গল অর্থে সাবমেরিন যেহেতু প্রতিরক্ষা সংক্রান্ত জলযান, আর বুধ- রাহু নির্দেশ করে কম্পিউটার নিয়ন্ত্রিত ও জ্বালানি বিষয়ে l
9) 4+শুক্র+ বুধ+ বায়ুরাশি= বায়ুযান
10) 4+শুক্র+ পৃথ্বীরাশি=স্থলযান
রেলগাড়ির ক্ষেত্রে এর সঙ্গে শনি ( বৃহৎ ও লোহার ট্রাকের উপর চলার জন্যে), মঙ্গল - বুধ (ইলেকট্রিক ইঞ্জিনের জন্যে) এর সংযোগ আবশ্যক
11) 3+4+11+12+শুক্র= গাড়ি ক্রয়
12) 4+12+শুক্র= গাড়ি বিক্রয়
13) 4+3+শুক্র+ মঙ্গল+8= গাড়ি এক্সিডেন্ট
14) 4+3+12+শুক্র+(মঙ্গল- বুধ)= গাড়ি বিকল হয়ে যাওয়া/ বিগড়ে যাওয়া
15) 4+ 3+8+শুক্র+ চন্দ্র= গাড়ির তেল ফুরিয়ে যাওয়া
16) 3+8+12+ শুক্র+ চন্দ্র= Fuel ট্যাংক লিক
17) 4+5+11+শুক্র+ শনি= এসি গাড়ি
18) 4+5+6+11+ শুক্র+মঙ্গল= sports car
19) 4+3+10+শুক্র+ রাহু= গাড়ির দালালি
কোন সময়ে জাতকের বাহন লাভ হবে এবং রাশি অনুসারে কোন রঙের গাড়ি হবে প্রভৃতি বিষয়ে পরবর্তী লেখায় আলোকপাত করা যাবে l
To get more article and notifications ---
Please click on the follow button and share the article .
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন