তোতলামি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
তোতলামি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

দ্বিতীয় ভাবের সহিত বুধের সংযোগের সাধারণ ফলাফল ---

 দ্বিতীয় ভাবের সহিত বুধের সংযোগের সাধারণ ফলাফল ---

জাতক বাকপটু হয়, যে কোনো বিষয়ে গুছিয়ে পুঙ্খানুপুঙ্খ সুন্দরভাবে বর্ণনা করতে পারে l বুদ্ধিমত্তার সাথে বিবেচনাপূর্বক কথা বলে l কথাবার্তায় উপস্থিত বুদ্ধির পরিচয় পাওয়া যায় l দ্রুত কথা বলে --- গলার স্বর সাধারণত পাতলা হয় l কোনো কথা গোপন রাখতে পারে না --- এক কথায় পেট পাতলা বলা যায় l

বুধ পীড়িত হলে বা অশুভ স্পন্দনযুক্ত হলে কথা বাড়িয়ে বলার প্রবণতা থাকে l মুখে কোনো কথা আটকায় না --- ভীষণ খোলামেলা কথা বলবে l এছাড়া বাকজনিত সমস্যা, তোতলামি, কথা জড়িয়ে যাওয়া প্রভৃতি সমস্যা আসতে পারে l বানিয়ে বলার প্রবণতা থাকে l

এই শ্রেণীর জাতকদের একাধিক উপায়ে উপার্জন থাকতে দেখা যায় l বাক্য ব্যবহারের মাধ্যমে উপার্জন হতে পারে l সঞ্চয়ের ক্ষেত্রে কখনোই এক জায়গায় একসঙ্গে অনেক অর্থ রাখে না l শুভ স্পন্দনযুক্ত রবি সম্পর্কিত হলে সরকারি ক্ষেত্রে বিনিয়োগ নির্দেশ করে l চঞ্চলতার বা অস্থিরতার কারণে অর্থব্যয় নির্দেশ করে l

সাধারণত মিশ্রজাতীয় খাবার খেতে এবং বারবার খেতে পছন্দ করে l


তোতলামির কারণ কি ?

                                তোতলামি

দ্বিতীয় ভাবের সহিত বুধের সংযোগের ফলাফল প্রসঙ্গে আমরা একটু তোতলামি সম্পর্কে আলোকপাতের চেষ্টা করি l আমরা জানি তোতলামি একপ্রকার বাক সমস্যা l তোতলামির ক্ষেত্রে কথা আটকে যায় বা কোনো কোনো সময় একই কথা (অক্ষর) বারংবার উচ্চারিত হয় l ফলস্বরূপ জাতক জাতিকা হীনমণ্যতায় ভোগে বা মানসিক অবসাদের শিকার হয় l সামাজিক ক্ষেত্র বা কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় l

তোতলামির বিভিন্ন কারণ থাকলেও মূল কারণ কথা বলার ক্ষেত্রে প্রয়োজনীয় জিহ্বা, গলার পেশী প্রভৃতি নিয়ন্ত্রণকারী নার্ভের অনিয়ন্ত্রিত কর্মকান্ড যে বিষয়টি মস্তিস্ক থেকে নিয়ন্ত্রিত হয় l

দ্বিতীয় ভাব নির্দেশ করে মুখমন্ডল ও ইন্দ্রিয়সকল l

তৃতীয় ভাব নির্দেশ করে যোগাযোগ, গলা

অষ্টম ভাব নির্দেশ করে সমস্যা

বুধ বাকশক্তি ও যোগাযোগের কারক গ্রহ, বুধ যদি কেতু বা শনির সহিত সম্পর্কিত হয়ে দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, অষ্টম ভাব বা দ্বাদশ ভাবের নির্দেশক হয় বা স্পন্দন যুক্ত এবং লগ্নও উক্ত গ্রহসকলের সহিত সম্পর্কিত হয় তবে তোতলামির  ন্যায় বাক সমস্যা দেখা দেয় l

2 + বুধ = বাক্য (যোগাযোগের অন্যতম একটি মাধ্যম)

3 + 8 + বুধ = যোগাযোগের সমস্যা

2 + 3 + 8 + বুধ + কেতু = বাকসমস্যা (তোতলামি)

অর্থাৎ মূল সূত্রটি হবে ---

2 + 3 + 8 / 12 - বুধ - কেতু / শনি + বায়ু রাশি + বৃষ রাশি / মেষ রাশি

মূলতঃ বাল্যকালে অর্থাৎ শিক্ষা গ্রহণের প্রাক্কালে যদি উক্ত স্পন্দনযুক্ত গ্রহের সহিত সম্পর্কিত গ্রহের দশান্তর্দশা চলে এবং ধীরগতি সম্পন্ন গ্রহ গোচরকালীন সময়ে উক্ত স্পন্দন যুক্ত গ্রহের নক্ষত্র দিয়ে অগ্রগমন করে তখন সাময়িক সময়কালের জন্যে সমস্যা আসলেও তা পরবর্তী অনুকূল সময়কালে রোগমুক্তি ঘটে তবে শনি সম্পর্কিত হলে রোগের দীর্ঘসূত্রীতা নির্দেশ করে l

শনি সম্পর্কিত হওয়ার অর্থ পরিবারের মা - বাবা বা অন্য কারোর এই সমস্যা ছিল অর্থাৎ বংশগত সমস্যা এবং নিরাময়ের সম্ভবনা খুবই কম l

This is one of the stage of how to learn Vedic and Modified KP Astrology.

If you want to know more about Astrology lesson ---

Please comments and to get early notifications --- follow and share this article.