রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

Role of an Astrologer in social media

একজন জাতিকা যার ছোটবেলা চরম অনটনের মধ্যে কেটেছে --- মাতা অসুস্থ, " মাতৃসুখ " শব্দটির অর্থ বুঝে ওঠার আগেই বিদ্যাশিক্ষার নিমিত্তে হোস্টেল নিবাসী l
কি বলবেন চতুর্থ ভাব পীড়িত না কি চতুর্থ ভাবপতি পীড়িত না কি চন্দ্র পীড়িত না কি চতুর্থ ভাবের সহিত সম্পর্কিত সকল গ্রহ পীড়িত ?
কি ভাবছেন  --- সম্পূর্ণ জন্মছকটি দেখা প্রয়োজন না কি মনে মনে ধারণা করে নিয়েছেন --- " এ নিশ্চয়ই শনির কাজ " --- চতুর্থে শনি মাতার অসুস্থতা, মাতৃসুখ থেকে বঞ্চিত l এবার মনে আসবে, চতুর্থ ভাব পীড়িত  --- নিশ্চয়ই বিদ্যাশিক্ষাতেও বাধা আসবে l
কি ভাবছেন  --- সম্পূর্ণ জন্মছকটি একবার দেখা প্রয়োজন, নিশ্চয়ই একাধিক অশুভ যোগ বর্তমান, না কি ভাবছেন পূর্বজন্মকৃত প্রারব্ধ কর্মফলের জন্যে ---
 --- এ প্রসঙ্গে অনেকেই আবার প্রশ্ন করবেন  " পূর্বজন্মকৃত প্রারব্ধ ফল " বিশ্বাসযোগ্য কি ? প্রমান আছে ? যদি থাকতো তবে পূর্বজন্মের কথা আমাদের মনে পড়ে না কেন ?
আবার অনেকেই বলবেন 

Astrology and social media

Role of an Astrologer in social media


রাশিচক্র অর্থাৎ জন্মসময় স্বাপেক্ষে অঙ্কিত রাশিচক্র বা প্রশ্ন স্বাপেক্ষে অঙ্কিত রাশিচক্রকে বলা যায় সূচক বা wheel of destiny.

আপনি social media তে জ্যোতিষ শাস্ত্রের আলোচনা প্রসঙ্গে প্রায় অধিকাংশ ক্ষেত্রেইএকটি সাধারণ প্রশ্নের সম্মুখীন হবেন  --- " আমার লগ্নে শনি --- কেমন ফল পাবো বা আমার তুলা লগ্ন --- সপ্তমে রাহু, বিবাহিত জীবন কেমন হবে? "

কি ভাবছেন আপনি ?  --- সাধারণ মানুষ হয়তো জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা নেই, অনুসন্ধিৎসা বা আগ্রহ বশত জানতে চাইছেন l আপনি জানেন এ ধরণের প্রশ্নের উত্তর কি হওয়া উচিত, তথাপি আপনি দেখবেন এ ধরণের প্রশ্নের উত্তর দেওয়া হয় l আপনি এ ধরণের প্রশ্ন দেখলে এড়িয়ে যাবেন  --- এটাই স্বাভাবিক, সম্পূর্ণ জন্মবিবরণ ব্যাতিত উত্তর দেওয়ার অর্থ সাধারণ মানুষকে বিভ্রান্ত করা  --- যে বিষয়টি আপনার নীতিবিরুদ্ধ বা অহেতুক সময় নষ্টের ইচ্ছা আপনার নেই বা হয়তো আপনার বর্তমান কর্মপরিকল্পনার অংশও/ বিষয়ও এটি নয় l

আমি কি ভুল বললাম ? উত্তর না এবং হ্যাঁ দুটোই l

ভুল কেন আর কোথায় ?

একজন জ্যোতিষী হিসাবে সাধারণ মানুষকে জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে সাধারণ ধারণা প্রদান করাটাও আমাদের একটি সামাজিক কর্তব্য l আমরা আমাদের কর্তব্য পালনে অনীহার কারণেই কিন্তু সমস্যার সূত্রপাত l

কেন ?
আপনি জানেন সঠিক ও সম্পূর্ণ জন্মবিবরণ ব্যাতিত উত্তর অপ্রাসঙ্গিক বা বিভ্রান্তি সৃষ্টিকারী কিন্তু অন্য দৃষ্টিকোণ থেকে ভেবে দেখেছেন কি ?
--- হয়তো প্রশ্নকর্তা বিভিন্ন উদ্দেশ্যে প্রশ্ন করতে পারেন, এমনকি আপনাকে যাচাই করার উদ্দেশ্যেও হতে পারে l
 --- আবার এক শ্রেণীর প্রশ্নকর্তা আছেন যিনি বা যে সকল ব্যাক্তি ভেবে নিয়েছেন জ্যোতিষীরা সর্বজ্ঞ, তাঁদের অসাধ্য কিছুই নেই l
 তবে আমার বক্তব্য অবশিষ্ট সাধারণ মানুষের কথায় l মূলত তিন শ্রেণীর ব্যাক্তিবর্গের সম্মুখীন আমাদের হতে হয়  l

প্রথম শ্রেণী --- যারা জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করেন এবং সচেষ্ট হন শাস্ত্রটিকে জানতে

দ্বিতীয় শ্রেণী --- যারা শাস্ত্রটি সম্পর্কে বিশেষ আগ্রহী নন এবং জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে বিশ্বাস বা অবিশ্বাস তাঁদের কাছে গুরুত্বপূর্ণ নয় অথচ প্রয়োজনে জ্যোতিষ শাস্ত্রের বা জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন l

তৃতীয় শ্রেণী --- যারা শাস্ত্রটিকে বিশ্বাস করেন না বা কুসংস্কার বলে মনে করেন অথচ বিশ্বাস না করলেও শাস্ত্রটি সম্পর্কে তাঁদের অসীম আগ্রহ কারণ যেন-তেন প্রকারে  কুসংস্কার প্রতিপন্ন করতেই তারা বেশি আগ্রহী l যে যুক্তি তারা শাস্ত্রের বিরুদ্ধে প্রয়োগ করেন, সেগুলিই তারা কিন্তু অন্যক্ষেত্রে এড়িয়ে যান l অথচ তারা কখনোই খেয়াল করেন না যে যুক্তি ও ব্যাখ্যা ব্যাতিত জ্যোতিষ শাস্ত্রের প্রয়োগ, প্রচলন ও কার্যকারিতা হাজার হাজার বছর ধরে চলা কি সম্ভব ?

এবার ফিরে আসা যাক আমাদের পূর্বোক্ত আলোচনায় --- এ ধরণের প্রশ্ন কতটা যুক্তিপূর্ণ বা উত্তর দেওয়া কি সম্ভব ?
এ ধরণের প্রশ্ন যুক্তিপূর্ণ নয় এটা ঠিক তবে দুএকটি প্রশ্ন স্বাপেক্ষে তাৎক্ষণিক উত্তর দেওয়াও প্রাজ্ঞ জোতিষীদের কাছে অসম্ভব নয় l তবে সঠিক জন্মবৃত্তান্ত ব্যাতিত ঘটনাবলীর বিশ্লেষণ যথেষ্ট সময়সাপেক্ষ্য এবং social media তে সম্ভবপর নয় l

তবে কি social media তে উত্তর পাওয়া সম্ভবপর নয় ?

নিশ্চয় পাওয়া যায় এবং সম্পূর্ণ জন্মবৃত্তান্ত স্বাপেক্ষে অনেকেই আন্তরিকভাবে সঠিক উত্তর প্রদান করেন তবে ব্যাতিক্রম সবক্ষেত্রেই থাকে, উচিত উভপক্ষেরই আন্তরিক হওয়া নতুবা বিভ্রান্তির শিকার হওয়াটা নিশ্চিত ভবিতব্য l
তবে সম্পূর্ণ বিষয়টি সময়ের উপর নির্ভরশীল যেমন --- অর্থ থাকলেই কি আপনি নিশ্চিত যে প্রয়োজনীয় মুহূর্তে আপনি এম্বুলেন্স বা আপনার প্রয়োজনীয় ডক্টরকে আপনি পাবেন ?
অনেকক্ষেত্রে সময়ও আপনার উত্তর পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অর্থাৎ প্রতিকূল সময়ে অভিজ্ঞ কোনো জ্যোতিষীই চাইবেন না আপনাকে আশাহত করতে কারণ নীতি ও আদর্শের পরিপন্থী কর্মের সঙ্গে আপস করে উত্তর দেওয়া অনেকেই অনুচিত বলেই বিশ্বাস করেন l
এক্ষেত্রেও উত্তর একই --- সবটাই সময় বা ভাগ্যের উপর নির্ভরশীল l

Wheel of destiny

অর্থাৎ আপনার জন্মরাশিচক্র বা প্রশ্ন রাশিচক্রের গ্রহ ও ভাব সন্নিবেশ একটি সূচকমাত্র l একটি গ্রহ একাধিক গ্রহের সহিত সম্পর্কিত থাকে এবং প্রত্যেকটি গ্রহই একাধিক ভাবের ফলদাতা l

দেখা যাক গ্রহ কিরূপে ফল প্রদান করে ?

1) ভাবস্থ গ্রহের নক্ষত্রস্থিত গ্রহগুলোই ভাবের সবচেয়ে জোরালো ফলদাতা
2) ভাবস্থ গ্রহের নক্ষত্রে কোনো গ্রহ না থাকলে ভাবস্থ গ্রহটিই হবে ভাবের জোরালো ফলদাতা
3) বিচার্য ভাবে কোনো গ্রহ না থাকলে ভাবপতি গ্রহের নক্ষত্রে অবস্থিত গ্রহটিই হবে ভাবের জোরালো ফলদাতা
4) ভাবপতি গ্রহের নক্ষত্রে কোনো গ্রহ না থাকলে ভাবপতি গ্রহটিই হবে ভাবের জোরালো ফলদাতা

সংক্ষেপে বলতে গেলে ---





লগ্নপতি ও অষ্টমপতি মঙ্গল চতুর্থে শনির নক্ষত্রে, শনি সপ্তমে l মঙ্গল শনির নক্ষত্রে অবস্থিত হওয়ায় সপ্তম, দশম ও একাদশ ভাবের ফল প্রদান করবে l
মঙ্গলের নক্ষত্রে কোনো গ্রহ অবস্থিত হলে সেই গ্রহটি চতুর্থ, লগ্ন ও অষ্টম ভাবের ফল প্রদান করতো আর মঙ্গলের নক্ষত্রে কোনো গ্রহ না থাকলে, মঙ্গল 7, 10, 11 ভাবের পাশাপাশি 1, 4, 8 ভাবের ফলও প্রদান করবে l
--- অনুরূপে মঙ্গল যদি বৃহস্পতি বা বুধের নক্ষত্রে অবস্থিত হতো তবে ফলের পার্থক্য সহজেই কল্পনীয় l

অর্থাৎ ভাবস্থ গ্রহ কেবলমাত্র ভাবের ফল নয় সম্পর্কিত সকল ভাবের ফল তোলে বলতে বোঝায় ভাবস্থ গ্রহটি সম্পর্কিত সকল ভাবের ফলদাতা l

***   মঙ্গলের অবস্থানহেতু মাঙ্গলিক বিষয়টি আলোচনার বিষয়বস্তু নয় বলে অন্যত্র আলোচনার ইচ্ছা রইল l


একটি গ্রহ কিভাবে অন্য গ্রহের সহিত সম্পর্কিত হয় ?

1) বিচার্য গ্রহটি যে গ্রহের নক্ষত্রে অবস্থিত অর্থাৎ নক্ষত্রপতি গ্রহের সহিত সম্পর্কিত
2) নক্ষত্রপতি গ্রহের নক্ষত্রে অন্য কোনো গ্রহ অবস্থিত হলে বিচার্য গ্রহটি উক্ত গ্রহদের সহিত সম্পর্কিত হবে
3) বিচার্য গ্রহের নক্ষত্রে কোন গ্রহ অবস্থিত হলে বিচার্য গ্রহটি উক্ত গ্রহের সহিত সম্পর্কিত হবে
4) বিচার্য গ্রহটির ভাবপতি গ্রহটি যদি অন্য কোন ভাবের অধিপতি হয় এবং উক্ত ভাবে কোনো গ্রহ অবস্থিত হয় তবে বিচার্য গ্রহটি উক্ত গ্রহের সহিত সম্পর্কিত হবে
এছাড়াও ---
5)  বিচার্য গ্রহটি  তার সাবপতি গ্রহের সহিত ও বিচার্য গ্রহটি যে যে গ্রহের সাবপতি উক্ত গ্রহের সহিত এবং aspect এর মাধ্যমে সম্পর্কিত গ্রহদের সহিত সম্পর্কিত

এরূপে নয়টি গ্রহ ও দ্বাদশ ভাবের সমন্বয়ে একজন জাতকের জীবনের বিভিন্ন ঘটনাবলীর সম্ভবনা সূচিত করে l
অর্থাৎ গ্রহশূন্য ভাবের ক্ষেত্রেও একাধিক গ্রহ ভাবের ফলদাতা হতে পারে বা বলা যায় যে একটি ভাবের ফলদাতা গ্রহ একাধিক হবেই l
রাশিচক্র অনুসারে গ্রহসকল ভাবের সমন্বয়ে ঘটনার নির্দেশ করে l প্রত্যেকটি গ্রহ কমপক্ষে তিন- চারটি গ্রহের সহিত সম্পর্কিত হয় এবং প্রত্যেকটি গ্রহ কমপক্ষে চার- পাঁচটি ভাবের নির্দেশক হয় l permutation - combination theory অনুসারে জীবনের ঘটনাবলীর সংখ্যা সহজেই অনুমেয় l এটিকে যদি আমরা সূচক ধরি এবার কল্পনা করুন সময়ের সাথে সাথে গ্রহসকল রাশিচক্রে ক্রমাগত স্থান পরিবর্তন করছে অর্থাৎ পর্যায়ক্রমে গ্রহদের নক্ষত্র পরিবর্তন হচ্ছে l অর্থাৎ wheel of destiny বা সূচক সাপেক্ষে সময়ের পরিবর্তনের সাথে সাথে অবচেতন স্বত্তায় নতুন নতুন ইচ্ছার প্রকাশ ঘটছে কথাটির অর্থ হল সময়ের সাথে সাথে গ্রহসকল ও ভাবসকলের সমন্বয়ে ঘটনার সম্ভবনার সৃষ্টি হচ্ছে l তার অর্থ এই নয় যে সৃষ্ট স্পন্দনের নিরিখে সকল ঘটনাই ঘটবে তা নয় l

তাহলে কি ধরণের ঘটনা ঘটবে আর কখন ঘটবে ?

দশান্তর্দশাপতি গ্রহসকল তাদের সম্পর্কিত গ্রহ ও ভাবের সমন্বয়ে ঘটনার সম্ভবনার সৃষ্টি হলেও দশাপতিগ্রহ ও অন্তর্দশাপতি গ্রহের নির্দেশনামার শুভত্ত্ব - অশুভত্ব এবং উভয়ের মধ্যেকার aspect এর উপর নির্ভর করবে কি ধরণের ঘটনা ঘটবে অর্থাৎ সম্ভাব্য ঘটনার সৃষ্টি হবে অতঃপর ঘটনার সময় নির্দেশ করবে transit l বিশেষ করে slow moving planet এর transit দীর্ঘকালীন সময় স্বাপেক্ষে ঘটনার ক্ষেত্রে প্রযোজ্য আর রবি, চন্দ্র ও লগ্নবিন্দুর transit --- short time অর্থাৎ এক মাস সময়কাল থেকে কয়েক ঘন্টার মধ্যে যে ঘটনা ঘটতে চলেছে তার নির্দিষ্ট সময়ের নির্দেশক l

প্রিয় পাঠকবৃন্দ, আশা করি এবার বুঝতে পারছেন জ্যোতিষীদের পক্ষে সবসময় উত্তর দেওয়া কেন সম্ভবপর নয় আর কোনো বিশেষ ভাবে একটি গ্রহের ফল সম্পর্কে জানতে চাওয়া কতটা যুক্তিযুক্ত l তবে বিশেষ একটি দুটি প্রশ্ন স্বাপেক্ষে উত্তর পেতেই পারেন কিন্তু সার্বিক ও সঠিক উত্তরের জন্যে সঠিক বিবরণ অবশ্যই প্রয়োজন নতুবা বিভ্রান্ত হওয়া অবশই ভবিতব্য l 

If you want to know more about Astrology lesson ---

Please comments and to get early notifications --- follow and share this article.








কোন মন্তব্য নেই: