রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

RULLINGS OF FORTH HOUSE IN ASTROLOGY --- CAR, EDUCATION & PROPERTY

  RULLINGS OF FORTH HOUSE IN ASTROLOGY --- CAR, EDUCATION & PROPERTY


  চতুর্থ ভাব --- বাহন বা গাড়ি (সাধারণ সূত্রাবলী)

বাহন কারক গ্রহ শুক্র অর্থাৎ চতুর্থ ভাব ও শুক্র হতে বাহন বিচার্য এবং এর সাথে চররাশির সংযোগ প্রত্যাশিত

1) 4+11+শুক্র=বাহন বা গাড়ি লাভ বা প্রাপ্তি

2) 4+ শুক্র+ শনি= পুরানো গাড়ি

3) 4+শুক্র+ শনি/ রাহু= মালবাহী গাড়ি

4) 4+শুক্র+ বৃহস্পতি= বড় গাড়ি

5) 4+শুক্র+ মঙ্গল+ শনি= গাড়ির যন্ত্রাংশ

6) 4+10+ শুক্র+ শনি= গাড়ির ব্যবসা

7) 4+শুক্র+ বুধ= একাধিক গাড়ি

8) 4+শুক্র+ চন্দ্র+ জলরাশি= জলযান

    স্টিমারের ক্ষেত্রে এর সঙ্গে মঙ্গলের একটা সংযোগ আবশ্যক (মঙ্গল ---  ইঞ্জিন নির্দেশ করে)

     জাহাজের ক্ষেত্রে বৃহস্পতি ও শুক্রের সংযোগ( বৃহস্পতি বৃহৎ অর্থে আর শুক্র সৌখিনতার জন্যে আবার পণ্য পরিবহনকারী জাহাজের ক্ষেত্রে শনি ও রাহুর একটা সংযোগ প্রয়োজন)

      সাবমেরিনের ক্ষেত্রে শনি, মঙ্গল, বুধ ও রাহুর সংযোগ প্রয়োজন --- শনি অর্থে সাবমেরিন যেহেতু জলের নিচে দিয়ে চলে, মঙ্গল অর্থে সাবমেরিন যেহেতু প্রতিরক্ষা সংক্রান্ত জলযান, আর বুধ- রাহু নির্দেশ করে  কম্পিউটার নিয়ন্ত্রিত ও জ্বালানি বিষয়ে l

9) 4+শুক্র+ বুধ+ বায়ুরাশি= বায়ুযান

10) 4+শুক্র+ পৃথ্বীরাশি=স্থলযান

     রেলগাড়ির ক্ষেত্রে এর সঙ্গে শনি ( বৃহৎ ও লোহার ট্রাকের উপর চলার জন্যে), মঙ্গল - বুধ (ইলেকট্রিক ইঞ্জিনের জন্যে) এর সংযোগ আবশ্যক

11) 4+11+12+শুক্র= গাড়ি ক্রয়

12) 4+12+শুক্র= গাড়ি বিক্রয়

13) 4+3+শুক্র+ মঙ্গল+8= গাড়ি এক্সিডেন্ট

14) 4+3+12+শুক্র+(মঙ্গল- বুধ)= গাড়ি বিকল হয়ে যাওয়া/ বিগড়ে যাওয়া

15) 4+ 3+8+শুক্র+ চন্দ্র= গাড়ির তেল ফুরিয়ে যাওয়া

16) 3+8+12+ শুক্র+ চন্দ্র= Fuel ট্যাংক লিক

17) 4+5+11+শুক্র+ শনি= এসি গাড়ি

18) 4+5+6+11+ শুক্র+মঙ্গল= sports car

19) 4+3+10+শুক্র+ রাহু= গাড়ির দালালি


     বিদ্যাশিক্ষার বিচার (সাধারণ সূত্রাবলী )


1) বিদ্যাশিক্ষায় সাফল্য --- 4+11/4+9+11/9+11+ বুধ

2) বিদ্যাশিক্ষা হবে না --- 4+8/4+8+12+ বুধ

3) পড়াশোনায় চ্ছেদ/ ফেল করবে/ শাখা পরিবর্তন করবে --- 4+12/4+9+12+ বুধ

4) পড়াশোনার/ উচ্চশিক্ষার জন্যে বিদেশযাত্রা --- 3+9+11+12+ বুধ+ বৃহস্পতি+ রাহু

5) মূর্খ/ নিরক্ষর --- 4+8+12+বুধ+ শনি

6) কর্মমুখী শিক্ষা --- 9+10+11/4+10+11+ বুধ

7) ফেল করা --- 4+12+বুধ

8) পরীক্ষায় ভালো rank --- 4+10+11+ বুধ

9) বিধ্যশিক্ষায় খারাপ পরিবেশ ---3+ 4+12+ বুধ+ রাহু

10) বিদ্যালয়ে যাবে না --- 3+4+8+ বুধ+ শনি

11) প্রতিযোগিতা মূলক পরীক্ষায় সাফল্য --- 4+6+11+ বুধ

12) অসুস্থতার কারণে বিদ্যাশিক্ষায় বাধা --- 4+6/4+6+12+ বুধ

13) দারুন প্রতিভাবান/ মেধা --- 4+3+5/9+3+5+ বুধ+ বৃহস্পতি

14) অর্থনৈতিক কারণে বিদায় বাধা --- 2+4+12+ বুধ

15) চঞ্চলতার কারণে বিদায় বাধা --- 4+3+8/12+ বুধ+ চন্দ্র

16) অলসতার কারণে/ উদাসীনতার জন্যে বিদ্যায় বাধা --- 3+4+8+ বুধ + শনি/ কেতু

17) প্রেমের কারণে বিদ্যায় বাধা --- 4+5+8/12+ বুধ+ শুক্র

18) লেখার গতি ভালো না --- 4+3+8+ বুধ+ শনি

19) লেগেপড়ে থাকার ক্ষমতা --- 4+3+ বুধ+ শনি

20) মুখস্ত বিদ্যা --- 3+4+ বুধ

21) পরীক্ষার সময় নকল করা --- 4+3+8+11+ বুধ+ কেতু


       জমিবাড়ি/ বিষয়সম্পত্তি ( সাধারণ সূত্রাবলী)

1) জমিবাড়ি ক্রয় --- 4+11+ মঙ্গল

2) বাসস্থান পরিবর্তন --- 3+4+12+ মঙ্গল

3) promotor --- 3+4+10+ মঙ্গল+ রাহু+ শনি

4) construction ব্যবসা --- 4+8+7+10+মঙ্গল+ শনি

5) construction goods supplier --- 3+4+8+7+10+ শনি - মঙ্গল

6) জমি বাড়ি বিক্রয় --- 4+12+ মঙ্গল

7) সম্পত্তি নিয়ে বিবাদ/ মামলা মোকদ্দমা --- 4+8+ মঙ্গল - রাহু

8) সম্পত্তি থেকে বঞ্চিত হওয়া --- 4+12/ 4+8+12+ মঙ্গল- রাহু

Location of property

1)(4+ মঙ্গল)+শুক্র --- সৌখিন বাড়ি

2)(4+  মঙ্গল)+রবি --- অভিজাত বাড়ি/ বনেদি বাড়ি/ রাজকীয় বাড়ি

3) (4+ মঙ্গল)+বৃহস্পতি --- বড় বাড়ি

4) (4+  মঙ্গল)+শনি --- পুরানো বাড়ি/ পিতৃগৃহে বসবাস

5)(4+ মঙ্গল)+ চন্দ্র --- জলা জায়গায় বাড়ি

6) (4+ মঙ্গল)+ বুধ --- একাধিক বাড়ি

7) (4+ মঙ্গল)+ রাহু/ কেতু+6= ভাড়াবাড়ি

8) 4+11+ মঙ্গল --- নিজ বাড়ি/ পাকাবাড়ি

9) 4+11 +12+ মঙ্গল --- জমি কিনে বাড়ি করা


                             মাতা বা মাতৃভাবের বিচার সূত্র

1) মাতার সহিত সুসম্পর্ক --- 1+4+ চন্দ্র

2) মাতার অসুস্থতা --- 4+6/4+8+ চন্দ্র

3) মায়ের সহিত জাতকের শত্রুতার সম্পৰ্ক --- 1+4+6/1+4+8+ চন্দ্র

4) মাতার উন্নতি --- 4+11+ চন্দ্র

5) মাতৃহানী --- 4+8+12+ চন্দ্র

6) মাতার সম্পত্তি --- 4+11+ মঙ্গল+ চন্দ্র

7) বিমাতা --- 4+7+12+ চন্দ্র


This is one of the stage of how to learn Vedic and Modified KP Astrology.

If you want to know more about Astrology lesson ---

Please comments and to get early notifications --- follow and share this article.


কোন মন্তব্য নেই: