Learn Astrology prediction লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Learn Astrology prediction লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

The Sun in Astrology


  LEARN VEDIC AND MODIFIED KP ASTROLOGY RULLINGS

             LESSON 2   -   ( PART 1) 

  The  Result of sun with different houses in Astrology




জ্যোতিষ শাস্ত্রে প্রতিভার কারক গ্রহ রবি নির্দেশ করে  নাম - যশ, আপনি কি জানেন আপনার জন্মছকে রবির অবস্থান কি নির্দেশ করছে ?

জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে জানতে বা শিখতে চাইলে প্রথমেই যে বিষয়গুলি জানা প্রয়োজন তা হল রাশি, ভাব ও গ্রহদের কারকতা সম্পৰ্কে পরিষ্কার ধারণা l এরপর প্রয়োজন গ্রহদের ভাৱস্থিতির ফল, আজ আলোচনার বিষয় হল রবি বা সূর্যদেব বিভিন্ন ভাবের সহিত সম্পর্কিত হলে কি কি ফল দিতে পারে l

প্রিয় পাঠকবর্গের কাছে একান্ত অনুরোধ যে নিম্নলিখিত দ্বাদশ ভাবের সহিত সম্পর্কিত গ্রহদের যে বৈশিষ্ট্যাবলী দেওয়া হল তা সাধারণ বৈশিষ্ট, এই বৈশিষ্ট সকল অন্যান্য সম্পর্কিত গ্রহদের বৈশিষ্টের দ্বারা প্রভাবিত হয়ে সম্পূর্ণ নতুন বৈশিষ্টাবলী গঠন করে l উক্ত কারণে এই সাধারণ বৈশিষ্টাবলীকে কেউ final result বলে গণ্য করবেন না l আলোচ্য sub heading লক্ষ্য করুন --- যেমন লগ্ন ভাবের সহিত রবির সংযোগের ফলাফল l এক্ষেত্রে লগ্নের সহিত রবি কি কি ভাবে সংযুক্ত হতে পারে ?

   * রবি যদি লগ্নভাবে অবস্থিত গ্রহ হয়

  * রবি যদি লগ্নভাবে অবস্থিত গ্রহের নক্ষত্রপতি হয়

  * রবি যদি লগ্নের ভাবাদিপতি হয়

  * রবি যদি লগ্নভাবের সাবপতি গ্রহ হয়

  * রবি যদি লগ্নভাবের নক্ষত্রপতি গ্রহ হয়

  * রবি যদি লগ্নভাবের সাবপতি গ্রহের নক্ষত্রপতি বা সাবপতি গ্রহ হয়

  * রবি যদি লগ্নভাবের সাবপতি গ্রহের সহিত পেক্ষা দ্বারা সম্পর্কিত হয়

  * লগ্নভাবের সাবপতি গ্রহটি যদি রবির নক্ষত্রপতি বা সাবপতি গ্রহ হয়

  * লগ্নভাবের সাবপতি গ্রহটি যে গ্রহের নক্ষত্রে অবস্থিত, সেই গ্রহের নক্ষত্রে যদি রবি অবস্থিত হয়

অনুরূপে প্রত্যেকটি ভাবের সহিত গ্রহদের সংযোগ একইভাবে বিচার্য l তাহলে এবার বুঝতে পারছেন যে কোনও একটি ভাবে এক বা একাধিক গ্রহ থাকলেই বা কোনও গ্রহ না থাকলেও সেই ভাবের বৈশিষ্ট কিভাবে নির্ণীত হয় l সুতরাং আপনার লগ্নে বা রাশিতে শনি বা রাহু বসে আছে, তার মানে সব গেলো - তা নয়, তারা বৈশিষ্ট নির্ধারণের একটা অংশ মাত্র l সঠিক অর্থে একটি ভাবের ফলাফল অনেকগুলি/একাধিক গ্রহের সমন্বয়ে গঠিত বা একটি গ্রহ অনেক ভাবের ফলাফল নির্ধারক l অতএব নিম্নলিখিত সাধারণ বৈশিষ্ট দেখে কখনো প্রভাবিত হবেন না l

 লগ্নভাবের সহিত রবির সংযোগের ফলাফল

রবি অশুভ বা পীড়িত না হলে সুস্বাস্থ, রোগপ্রতিরোধ ক্ষমতা ও জীবনীশক্তি প্রদান করে l জাতক জাতিকার স্বভাব চরিত্রের মধ্যে রাজকীয় চালচলন, গাম্ভীর্য ও ব্যক্তিত্ব প্রকাশ পায় l নাম-যশ-খ্যাতির দিকে ঝোক থাকে এবং তা পেয়েও থাকে, সাংগঠনিক শক্তি, আভিজাত্য প্রবল থাকে l সম্মানকে শ্রেষ্ঠ জ্ঞান করে, রাশভারী হয় l অন্যেরা সহজেই এদের দ্বারা প্রভাবিত হয় এবং তার শ্রেষ্টত্ব স্বীকার করে l এরা উচ্চাভিলাসী হয়, নিজের উপর যথেষ্ট আত্মবিশ্বাস থাকে l এরা আশাবাদী হয়, ইচ্ছাশক্তি প্রবল থাকে, জাঁকজমক প্রিয় ও বাবুয়ানি ভাব থাকে l রবি বৃহস্পতি বা শুক্র বা মঙ্গলের সাথে শুভভাবে যুক্ত হলে শুভফল প্রদান করে, তবে বৃহস্পতি বা মঙ্গল দ্বারা পীড়িত হলে আড়ম্বরপ্রিয় ও বৃথাগর্বী হয় l রাহুযুক্ত রবি সম্মানহানি ও পিতৃপক্ষের সহিত শত্রুতা নির্দেশ করে l

দ্বিতীয় ভাবের সহিত রবির সংযোগের ফলাফল

রবি যদি পীড়িত না হয় তবে সত্যভাষী, সন্মানীয় কথাবার্তা, আভিজাত্যপূর্ণ কথাবার্তা ও ব্যাক্তিত্বপূর্ণ কথা বলবে l গম্ভীর স্বরে কথা বলবে l তবে রবি যদি বৃহস্পতি বা মঙ্গল দ্বারা পীড়িত হলে কথায় বাহ্যিক আড়ম্বরতা, গর্ব, অহংকার প্রকাশ পায় l এরা মুখ থেকে যে কথা বলে ফেলবে তা পালনের জন্যে চেষ্টা করবে অর্থাৎ কথার দাম রাখার চেষ্টা করবে l

     সাধারণত গরম, ঝাল, টাটকা খাবার পছন্দ করে, আর্থিক ব্যাপারে যশ-সন্মান পায় l অর্থের আভিজাত্য এবং অর্থের কারণে বাবুয়ানি ভাব, আর্থিক স্বচ্ছলতা থাকে l কথবার্তায় ও চালচলনে অর্থের দাপট প্রকাশ পায় l সাধারণত নিজের কৃতিত্বে অর্থলাভে সক্ষম হয় l এদের হাতে প্রচুর অর্থ আসলেও রাজকীয় চালচলন ও বাবুয়ানির জন্যে প্রভূত অর্থ ব্যয় করে l

তৃতীয় ভাবের সহিত রবির সংযোগের সাধারণ ফলাফল

রবি যদি অশুভ বা পীড়িত না হয় তবে জাতকের মধ্যে তেজস্বীতা, দৃঢ়মনোভাব, আত্মবিশ্বাস, আশাবাদী ও ইচ্ছাশক্তি প্রবল হয় l নাম-যশ-খ্যাতির দিকে ঝোক থাকে l উচ্চাভিলাষ ও আত্মপ্রত্যয় প্রবল থাকে l ব্যক্তিত্বের স্বার্থে আত্মীয়স্বজনের সঙ্গে বিশেষ অন্তরঙ্গতা পছন্দ করে না l তবে আত্মীয়স্বজন ও কনিষ্ঠদের কাছ থেকে শ্রদ্ধাসন্মান পেয়ে থাকে l আত্মীয়স্বজন তাকে ভয় করে চলে l কনিষ্ঠদের প্রতি যথেষ্ট কর্তব্যপরায়ণ হয় তবে সম্পর্ক বিশেষ গাঢ় হয় না l রবি শুভ যুক্ত হলে নাম-যশ-খ্যাতি ও উচ্চতর যোগাযোগ শুভ হয় আর অশুভ ভাবে সম্পর্ক যুক্ত হলে মস্তিষ্কের স্নায়ুজ ব্যাধি নির্দেশ করে l অতিরিক্ত আত্মগর্বের কারণে লোকের সঙ্গে মিশতে চায় না বা পারে না এবং আত্মীয়স্বজনের সহিত বনিবনা হয় না l

চতুর্থ ভাবের সহিত রবির সংযোগের ফলাফল

জাতকের মধ্যে বংশজ মর্যাদা জ্ঞান প্রবল হয় সাধারণত আভিজাত্য অট্টালিকায় বসবাস বা মর্যাদাপূর্ণ পরিবারে জন্মগ্রহণ নির্দেশ করে l পরিবারে তিনিই কর্তা হন, তার নির্দেশে সংসার বা পরিবার পরিচালিত হয় l নির্দিষ্ট নিয়মাবলী বা শৃঙ্খলা পরিবারের মধ্যে লক্ষ্য করা যায় l গৃহবাড়িতে জাঁকজমকভাব পরিলক্ষিত হয় l ওরা মুক্তপরিবেশে খোলামেলাভাবে বসবাস করতে চায় l সাধারণত পৈতৃক সম্পত্তিতে বসবাস নির্দেশ করে l পিতৃপুরুষের গৌরবে গৌরবান্বিত হয় l সাধারণ লোকের পূজ্য হন বা গন্যমান্য ব্যাক্তি হন l সরকারি সূত্রে গৃহলাভ বা সরকারি গৃহে বসবাস নির্দেশ করে l

বিদ্যাশিক্ষার মধ্যে সাধারণত বিজ্ঞান বিভাগ, চিকিৎসাশাস্ত্র, medicine নিয়ে পড়াশোনা নির্দেশ করে l

পঞ্চম ভাবের সহিত রবির সংযোগের ফলাফল

জাতকের মধ্যে উদ্ভাবনী শক্তি, সৃষ্টিধর্মী ক্ষমতা প্রবল থাকে, সাধারণত পুত্রসন্তান নির্দেশ করে এবং সন্তানের নাম, যশ, খ্যাতির দিকে ঝোক থাকে l সন্তান আভিজাত্যপূর্ণ, ব্যাক্তিত্ববান ও রাজকীয় চালচলনের হয়, সন্তান পিতার উপর প্রভাব বিস্তার করে l সাধারণত ব্যাক্তিত্ব ক্ষুন্ন হওয়ায় কারণে প্রেমে লিপ্ত হতে চায় না তবে প্রেম করলে খোলামেলা প্রেম করে থাকে এবং প্রেম করলে সন্মান, গুন, ব্যাক্তিত্ব দেখে প্রেম করে l এরা আনন্দপূর্ণ, বিলাসী ও উদার হয়, একনিষ্ঠ ভালোবাসা পছন্দ করে l সুচিকিৎসা ও সুস্বাস্থ লাভ করে l রোগপ্রতিরোধ ক্ষমতা ও জীবনীশক্তি ভালো হয় l

ষষ্ঠ ভাবের সহিত রবির সংযোগের ফলাফল

রবিপ্রভাবিত রোগভোগ যেমন --- চোখের সমস্যা, শিরঃপীড়া বা মাথার সমস্যা, হৃদরোগ প্রভৃতি ঘটতে দেখা যায় l তবে এই যোগ স্বাস্থ্যের পক্ষে অনুকূল নয় l জীবনীশক্তি দুর্বল হয় l আবার এই যোগই সরকারি কর্মচারী নির্দেশ করে l এছাড়া পিতৃপক্ষের সহিত শত্রুতা, সরকারের সহিত মামলা বা উচ্চপদস্থ কর্মচারীরা সহিত মামলা নির্দেশ করে l জাতকজাতিকার শত্রুপক্ষও হয় বিশেষ নামকরা l জাতককে সন্মান প্রতিষ্ঠা পাওয়ার জন্যে যথেষ্ট শ্রম দিতে হয় l

সপ্তম ভাবের সহিত রবির সংযোগের ফলাফল

আভিজাত্যপূর্ণ বনেদি বংশে বা উচ্চকূলে বিবাহ নির্দেশ করে l partner/জীবনসঙ্গী খুব ভাবগম্ভীর, ব্যাক্তিত্বপূর্ণ হয় ফলে স্ত্রী বা স্বামীর সহিত বিশেষ মিশতে চায় না বা পারে না, ফলে বনিবনার অভাব থাকে l তবে এদের মধ্যে partner এর প্রতি একনিষ্ঠতা দেখা যায় l সপ্তম ভাবের সহিত অশুভ রবির প্রভাবে জীবনসঙ্গী একটু গর্বিত, অহংকারী ও আত্মসম্মানবোধ প্রবল হওয়ার কারণে বিবাহিত জীবনে ego সংক্রান্ত কারণে লড়াই হেতু অসুখী বিবাহিত জীবন নির্দেশ করে l সাধারণত উপযুক্ত বয়সে বিবাহ নির্দেশ করে এবং স্বামী -স্ত্রীর মধ্যে বয়সের পার্থক্য বজায় থাকে l ব্যবসা করলে সন্মানীয় বা উচ্চপদস্থ ব্যাক্তির সহিত লেনদেন বা partnership নির্দেশ করে l অশুভ রবি উচ্চপদস্থ ব্যাক্তির সহিত শত্রুতা বা প্রতিদ্বন্দ্বিতা নির্দেশ করে l

অষ্টম ভাবের সহিত রবির সংযোগের ফলাফল

অপবাদ, অপযশ, সম্মানহানি নির্দেশ করে l রবির অশুভ প্রভাবে হিংসা, বৃথাগর্ব, আত্মঅহংকার, লোকদেখানো রাজকীয় চালচলন, যোগ্যতা থাকলেও সঠিক মূল্যায়ন বা মর্যাদা না পাওয়া, উপকার না করতে পারার জন্যে নিজেকে ছোট মনে করা, সম্মানের সহিত বা নিজেকে সবজান্তা ভাব দেখিয়ে অন্যায় পথের সুযোগ নেওয়া নির্দেশ করে l রোগপ্রতিরোধ ক্ষমতা ও জীবনীশক্তি কম হয় l চক্ষুরোগ, মস্তিষ্কপীড়া, হৃদরোগ বা হৃদযন্ত্রের গোলযোগ নির্দেশ করে l পিতার দুর্ঘটনা বা পিতার মৃত্যুর আশঙ্খা, পিতৃকুল থেকে কোনোপ্রকার দুঃখ প্রাপ্তি হতে পারে l জাতকের সন্মানীয় মৃত্যু বা মৃত্যুর দ্বারা সন্মান প্রাপ্তি নির্দেশ করে l

নবম ভাবের সহিত রবির সংযোগের ফলাফল

জাতক সৎ, শৃঙ্খলাপ্রিয়, আদেশানুগ্রাহী, সম্মানকে শ্রেষ্ঠ জ্ঞান করে মর্যাদাবোধ ও ব্যাক্তিত্ববোধ প্রবল হয় l জাতক উচ্চবংশের সন্মানীয় পরিবারের হয়, বংশ মর্যাদাবোধ প্রবল হয় l ধর্মের ব্যাপারে উদার হয়, বিচার শক্তি প্রবল হয় l জাতক আইন, রাজকার্য ও রাজনৈতিক ব্যাপারে আগ্রহী হয় এবং এই সকল বিষয়ে সন্মানীয় পদ পেতে পারে l এই যোগ আন্তর্জাতিক যোগাযোগ, সরকারি সংযোগ, সরকারি উচ্চপদ, শাসনকার্যের সহিত যুক্ত কার্য নির্দেশ করে l জাতক আত্মপ্রতিষ্ঠার বিষয়ে আগ্রহী হয়, উচ্চপদস্থ ব্যাক্তির সাহচর্য নির্দেশ করে l এই যোগ বিজ্ঞান বিভাগে, চিকিৎসা সংক্রান্ত পড়াশোনা নির্দেশ করে,  উচ্চাকাঙ্খা প্রবল হয় l রবি অশুভ গ্রহ যুক্ত বা দৃষ্ট হলে বংশগত দোষে বিপর্যয় নির্দেশ করে l

দশম ভাবের সহিত রবির সংযোগের ফলাফল

জাতক সরকারি সংস্থায় উচ্চপদে নিযুক্ত থাকতে পারেন l জাতকের মধ্যে সাংগঠনিক ক্ষমতা থাকতে দেখা যায় l জাতক জীবনে সুপ্রতিষ্ঠা ও সামাজিক মর্যাদা পেয়ে থাকেন l নাম, যশ, খ্যাতি ও প্রতিষ্ঠার দিকে ঝোক থাকে এবং তিনি তা পেয়েও থাকেন l বংশমর্যাদাবোধ প্রবল হয়, জাতকের মধ্যে নানা গুণাবলী প্রকাশ পায় এবং তিনি প্রশংসাও পেয়ে থাকেন l দ্বায়িত্বপূর্ণ পদ পেয়ে থাকেন l আভিজাত্য, বাবুয়ানি এদের মধ্যে লক্ষ্য করা যায় l Medical line এ কাজ, বিজ্ঞান বিভাগে কাজ, ঔষধ সংক্রান্ত কাজ ও স্বর্ণবস্তু সংক্রান্ত কর্ম নির্দেশ করে l

একাদশ ভাবের সহিত রবির সংযোগের ফলাফল

জাতকের সহজেই রোগমুক্তি ঘটে, জীবনীশক্তি প্রবল হয়, এবং জাতক সুচিকিৎসাও পেয়ে থাকেন l উচ্চ আভিজাত্যপূর্ণ শুভাকাঙ্খীর অনুগ্রহে উন্নতি লাভ ঘটে, জাতকের উচ্চাশা পূর্ণ হয় l

দ্বাদশ ভাবের সহিত রবির সংযোগের ফলাফল

জাতক নৈতিক দায়িত্ব কর্তব্যের বিষয়ে উদাসীন হন, দেখনদারী বাবুয়ানির জন্যে অতিরিক্ত ব্যায় করে থাকেন ফলে অনেক সময় দুর্দশাগ্রস্থ অবস্থা হয় l আশানুরূপ প্রতিষ্ঠালাভে অসমর্থ হন, বংশগত রোগভোগ আক্রান্ত হতে পারেন, সরকারি হাসপাতাল নির্দেশ করে l চক্ষুপীড়া, হৃদরোগ বা মস্তিষ্কের রোগে শয্যাশায়ী হতে পারেন l

This is one of the stage of how to learn Vedic and Modified KP Astrology.


If you want to know more about Astrology lesson ---

Please comments and to get early notifications --- follow and share this article.