মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

জ্যোতিষের গুরুত্বপূর্ণ যোগ --- গুরুসৌরি যোগের ফলাফল

  How to learn Astrology

গুরুসৌরি যোগের ফলাফল




গুরুসৌরি যোগ

জ্যোতিষ শাস্ত্রে বৃহস্পতিকে দেবগুরু বলে অভিহিত করা হয় l গুরু অর্থে বৃহস্পতি এর সৌরি অর্থে সূর্যপুত্র শনিকে উল্লেখ করা হয়েছে l বৃহস্পতি জ্যোতিষ শাস্ত্রে জ্ঞান, প্রজ্ঞা, শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, সততা, ন্যায় নীতি, প্রভু, ঈশ্বর প্রভৃতি নির্দেশ করে l বৃহস্পতির শুভ প্রভাব না থাকলে ঈশ্বর বা super natural energy সম্পর্কে কোনও জ্ঞান জন্মাবে না l আমাদের মধ্যে বৃহস্পতি জ্ঞানের আলো প্রজ্জলিত করে মুক্তির পথ প্রদর্শন করে l

অপরদিকে সৌরি অর্থাৎ সূর্যপুত্র শনি ধ্বংসজ্ঞাপক বলে আমাদের মধ্যে দুঃখ কষ্ট প্রদান করে প্রতিমুহূর্তে উপলব্ধি করায় যে ঈশ্বর বলে একটি শক্তি রয়েছে সুতরাং ভোগসর্বস্ব জীবনযাপন না করে ঈশ্বরের শরণাপন্ন হয়ে ঈশ্বর উপলব্ধির মাধ্যমে মোক্ষের পথ অনুসন্ধান করায় l শনি দার্শনিক তার লক্ষ্য মোক্ষ লাভের প্রতি l বৃহস্পতি ও শনি সম্পর্কে সম অর্থাৎ কেউ কারো শত্ৰু নয় l

সুতরাং রাশিচক্রে বৃহস্পতি ও শনি পরস্পর সহাবস্থান বা দৃষ্টির মাধ্যমে সম্পর্কযুক্ত হলে জাতকজাতিকা দার্শনিক চিন্তাভাবনা অধিকারী ও ধার্মিক হবেন l সংসারের প্রতি এদের আসক্তি কম থাকে l এই যোগে জাতকের মধ্যে ন্যায়পরায়ণতা, ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস, কর্তব্য পরায়ণতা, নিয়মশৃঙ্খলা, মায়া রুপী জগতের প্রতি উদাসীনতা প্রভৃতি বৈশিষ্ট দেখা যায় l জাতক সবার সুখদুঃখে পাশে এসে দাঁড়ায়, এই যোগে জাতক সন্ন্যাসী মনোভাবাপন্ন হয়ে থাকেন l

গুরুসৌরি যোগ লগ্ন, পঞ্চম, অষ্টম, নবম ও দ্বাদশে শুভ ফল প্রদান করে এবং কর্কট, বৃশ্চিক, ধনু কুম্ভ ও মীন রাশিতেও শুভ ফল প্রদান করে l

দ্বাদশ ভাবে সৃষ্ট গুরুসৌরি যোগের ফলাফল

লগ্নে গুরুসৌরি যোগের ফলাফল

জাতক ধার্মিক, দার্শনিক মনোভাবাপন্ন, ভক্তি শ্রদ্ধা বিশ্বাসে প্রতি অনুরাগী, গুরুজনদের কথা মান্য করে চলবে l এছাড়া গুরুভক্তি ও ঈশ্বরে বিশ্বাসী হবে l

দ্বিতীয়ে গুরুসৌরি যোগের ফলাফল

এই যোগে নির্দেশ করে ধনসঞ্চয়, সত্যভাষী, মৌনতা পালন l জাতকের দাঁত বড় বড় হবে l

তৃতীয়ে গুরুসৌরি যোগের ফলাফল

এই যোগ নির্দেশ করে ধৈর্য, আগ্রহ ও সঞ্চয় মূলক মানসিকতা l

চতুর্থে গুরুসৌরি যোগের ফলাফল

এই যোগ নির্দেশ করে দর্শনশাস্ত্র, কলা বিভাগে বিদ্যাশিক্ষা, পুরানো বড় বাড়ি, আসবাবপত্র, কাঠের বাড়ি, দেবমন্দির প্রভৃতি l

পঞ্চমে গুরুসৌরি যোগের ফলাফল

পুত্র সন্তান লাভ, তবে সন্তানের স্বাস্থ্যের সমস্যা থাকবে l এই যোগে ধার্মিক ও ভাগ্যবান সন্তান লাভ, পবিত্র প্রেম ও প্রেমে একনিষ্ঠতা, পূজাপার্বন ও দেবদেবীর মন্দির নির্দেশ করে l

ষষ্ঠে গুরুসৌরি যোগের ফলাফল

এই যোগে সায়াটিকা বাত ও শ্বাসকষ্ট নির্দেশ করে l

সপ্তমে গুরুসৌরি যোগের ফলাফল

এই যোগে সৎ, মহৎ, ধার্মিক স্ত্রী লাভ, একটু বেশি বয়সে বিবাহ, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী জাতিকা বা জাতকের উপর কতৃত্ব করবে l

অষ্টমে গুরুসৌরি যোগের ফলাফল

এই যোগে ধর্মচর্চা, গুপ্তবিদ্যা, দর্শন শাস্ত্র বিষয়ক জ্ঞান নির্দেশ করে l

নবমে গুরুসৌরি যোগের ফলাফল

এই যোগে দেবদেবীর মন্দির, দার্শনিক চিন্তাভাবনা, গুরুগিরি, পূজা অর্চনা, দর্শন শাস্ত্র, ধার্মিকতা, ঈশ্বরের প্রতি বিশ্বাস ভক্তি, সততা নির্দেশ করে l জাতক মানবিক, মহৎ, নিয়মনিষ্ঠ, শৃংখলাপরায়ণ, ধৈর্যবান হয় এবং সাহিত্যের অনুরাগী ও সাহিত্য শাখায় বিদ্যাশিক্ষা নির্দেশ করে l

দশমে গুরুসৌরি যোগের ফলাফল

এই যোগে গুরুগিরি, পুরোহিত, পূজাপার্বন, দার্শনিক তুল্য মানসিকতা নির্দেশ করে l

একাদশে গুরুসৌরি যোগের ফলাফল

এই যোগে মিতব্যয়িতা বা সঞ্চয়মুলক মানসিকতা ও গুপ্তবিদ্যায় সাফল্য এবং উপার্জন নির্দেশ করে l

দ্বাদশে গুরুসৌরি যোগের ফলাফল

এই যোগ মোক্ষলাভ বিষয়ে শুভ, ত্যাগমূলক মানসিকতা ও আত্মত্যাগ নির্দেশ করে l


আরও দেখুন ---

Fortuna point --- আপনার সৌভাগ্যের দিশারী

https://modifiedkpastrology.blogspot.com/2020/12/fortuna-point.html


This is one of the stage of how to learn Vedic and Modified KP Astrology.


If you want to know more about Astrology lesson ---

Please comments and to get early notifications --- follow and share this article.




কোন মন্তব্য নেই: