Venus in Astrology / শুক্রের কারকতা
জাগতিক সুখের কারক গ্রহ শুক্র আপনার রাশিচক্রে কোথায় অবস্থিত ? কতটা সুখের মুখ আপনি দেখলেন ? কি বলছে আপনার জন্মছক ?
জাগতিক সুখের কারক গ্রহ শুক্র আপনার রাশিচক্রে কোথায় অবস্থিত ? কতটা সুখের মুখ আপনি দেখলেন ? কি বলছে আপনার জন্মছক ?
প্রিয় পাঠকবর্গের কাছে একান্ত অনুরোধ যে নিম্নলিখিত দ্বাদশ ভাবের সহিত সম্পর্কিত গ্রহদের যে বৈশিষ্ট্যাবলী দেওয়া হল তা সাধারণ বৈশিষ্ট, এই বৈশিষ্ট সকল অন্যান্য সম্পর্কিত গ্রহদের বৈশিষ্টের দ্বারা প্রভাবিত হয়ে সম্পূর্ণ নতুন বৈশিষ্টাবলী গঠন করে l উক্ত কারণে এই সাধারণ বৈশিষ্টাবলীকে কেউ final result বলে গণ্য করবেন না l আলোচ্য sub heading লক্ষ্য করুন --- যেমন লগ্ন ভাবের সহিত শুক্রের সংযোগের ফলাফল l এক্ষেত্রে লগ্নের সহিত শুক্র কি কি ভাবে সংযুক্ত হতে পারে ?
* শুক্র যদি লগ্নভাবে অবস্থিত গ্রহ হয়
* শুক্র যদি লগ্নভাবে অবস্থিত গ্রহের নক্ষত্রপতি হয়
* শুক্র যদি লগ্নের ভাবাদিপতি হয়
* শুক্র যদি লগ্নভাবের সাবপতি গ্রহ হয়
* শুক্র যদি লগ্নভাবের নক্ষত্রপতি গ্রহ হয়
* শুক্র যদি লগ্নভাবের সাবপতি গ্রহের নক্ষত্রপতি বা সাবপতি গ্রহ হয়
* শুক্র যদি লগ্নভাবের সাবপতি গ্রহের সহিত পেক্ষা দ্বারা সম্পর্কিত হয়
* লগ্নভাবের সাবপতি গ্রহটি যদি শুক্রের নক্ষত্রপতি বা সাবপতি গ্রহ হয়
* লগ্নভাবের সাবপতি গ্রহটি যে গ্রহের নক্ষত্রে অবস্থিত, সেই গ্রহের নক্ষত্রে যদি শুক্র অবস্থিত হয়
অনুরূপে প্রত্যেকটি ভাবের সহিত গ্রহদের সংযোগ একইভাবে বিচার্য l তাহলে এবার বুঝতে পারছেন যে কোনও একটি ভাবে এক বা একাধিক গ্রহ থাকলেই বা কোনও গ্রহ না থাকলেও সেই ভাবের বৈশিষ্ট কিভাবে নির্ণীত হয় l সুতরাং আপনার লগ্নে বা রাশিতে শনি বা রাহু বসে আছে, তার মানে সব গেলো - তা নয়, তারা বৈশিষ্ট নির্ধারণের একটা অংশ মাত্র l সঠিক অর্থে একটি ভাবের ফলাফল অনেকগুলি/একাধিক গ্রহের সমন্বয়ে গঠিত বা একটি গ্রহ অনেক ভাবের ফলাফল নির্ধারক l অতএব নিম্নলিখিত সাধারণ বৈশিষ্ট দেখে কখনো প্রভাবিত হবেন না অর্থাৎ স্বীয় জন্মছকে শুক্রের অবস্থানের সহিত তুলনা করে বৈশিষ্ট সমূহ মেলাতে যাবেন না কারণ ভাবস্থ গ্রহের ফলাফল গ্রহটির সহিত সম্পর্কিত অন্যান্য গ্রহসকল ও ভাবসমুহের সমন্বয়ে নির্ধারিত হয় l
*** নিম্নলিখিত বৈশিষ্ট সমুহ মূলত জ্যোতিষ শিক্ষার্থীদের বিচারে অগ্রসর হওয়ার জন্যে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ মাত্র l
লগ্নভাবের সহিত শুক্রের সংযোগের ফলাফল
এই যোগে জাতকজাতিকা রোমান্টিক, সুন্দরের পূজারী হয় l এরা সখ সৌখিনতাপ্রিয়, আরামপ্রিয়, বিলাসী, ও আদুরে হয় l এরা হাসিখুশি, বিনয়ী, নম্রভদ্র ও শান্তশিষ্ট হয়, কারো সাথে ঝগড়া বিবাদ পছন্দ করে না --- সর্বদা শান্তি কামনা করে এবং শান্তি রক্ষা করে চলে l এরা সর্বদা ভালোবাসার মধ্যে ডুবে থাকতে চায়, অপরকে সঠিক ভালোবাসে এবং অন্যের কাছ থেকে ভালোবাসা প্রত্যাশাও করে l প্রেম প্রেম বাতিক থাকে l কখনও জ্ঞানতো কাউকে দুঃখ দিতে চায় না l এদের মুগ্ধ ব্যবহার সহজেই অন্যকে আকর্ষণ করে ফলে সহজেই এরা লোকপ্রিয় হয় l এরা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে l মায়া, মমতা, স্নেহ, প্রীতি,প্রেম- ভালোবাসা, রসবোধ এদের চরিত্রের অন্যতম বৈশিষ্ট l এরা মিশুকে প্রকৃতির, সাজগোজ প্রিয়, সর্বদা আনন্দ স্ফূর্তি পছন্দ করে l কামনা বাসনাময় ভোগকেন্দ্রিক জীবনযাপন পছন্দ করে l দয়ালু ও অমায়িক হয়, সব কিছুর মধ্যে আনন্দ সুখ খুঁজে বার করার চেষ্টা করে l এরা লৌকিক ব্যবহারে পটু ও সামাজিক হয় l শিল্প কলার প্রতি ঝোক থাকে এবং শিল্পীসুলভ আচরণের অধিকারী হয় l
শুক্রের প্রভাবে জাতক জাতিকা সাধারণত সুশ্রী, মিষ্টি আকর্ষণীয় চেহারার অধিকারী হয়, লাবণ্যময় দৈহিক গঠন, সুন্দর মুখশ্রী, উত্তেজক চেহারা, আকর্ষণীয় চাউনি, মিষ্টি হাসি, মধুর কণ্ঠস্বর, টোলযুক্ত গাল, কোঁকড়ানো কেশ, বাক মাধুর্য সহজেই অন্যকে মুগ্ধ করে l এদের শারীরিক অভিব্যক্তির মধ্যে সৌন্দর্য প্রকাশ পায় l এরা শারীরিক সৌন্দর্যের প্রতি যত্নবান হয় l এদের মধ্যে যথেষ্ট পরিমানে আকর্ষণী ক্ষমতা থাকে এবং এরা অবচেতন স্বত্তায় সর্বদাই চায় অন্যেরা যেন এদের সৌন্দর্যের প্রশংসা করে l শুক্র অশুভ গ্রহ বা ভাবযুক্ত না হলে সুখ স্বাচ্ছন্দময় জীবনযাপন নির্দেশ করে l
দ্বিতীয় ভাবের সহিত শুক্রের সংযোগের ফলাফল
এই যোগে জাতক জাতিকার সুমিষ্ট কণ্ঠস্বর, বাক মাধুর্য, সুমিষ্ট ব্যবহার, আকর্ষণীয় চোখ, সুন্দর দাঁতের গঠন, মিষ্টি হাসি, সুন্দর মুখমন্ডল নির্দেশ করে l সুন্দর রত্ন, মূল্যবান ধাতু ও অলংকারের প্রতি আকর্ষণ এদের অন্যতম বৈশিষ্ট l মিষ্টি জাতীয় খাবার, সৌখিন খাবার, fast food পছন্দ করেl এরা সদালাপী, নম্রভাষী, একটু টেনে শিল্পীসুলভ ভঙ্গিতে কথা বলে l সাধারণত গান, বাজনা, অভিনয়, শিল্পকলা ও সৌন্দর্য সংক্রান্ত বিষয়ে কথা বলতে পছন্দ করে l
শুক্র অশুভ না হলে আর্থিক সুখ সাচ্ছন্দ নির্দেশ করে l এদের জীবনে কখনও অর্থের অভাব হয় না, সহজেই অর্থ উপার্জনে সমর্থ হয় l বিলাসিতা, সখ সৌখিনতা, সাজপোশাক ও অলংকারের জন্যে অর্থব্যয় করে l
তৃতীয় ভাবের সহিত শুক্রের সংযোগের ফলাফল
এই যোগ জাতক জাতিকার ভগ্নি নির্দেশ করে l এরা সৌন্দর্য বিলাসী মানসিকতা, আধুনিকতার প্রতি ঝোক ও ভ্রমণ বিলাসী হয় l সুন্দর সুন্দর স্থানে ঘুরে বেড়াতে ভালোবাসে l লেখালেখি করলে শিল্পকলা, নাটক, সংগীত, অভিনয়, সিনেমা প্রভৃতি বিষয়ের উপর লেখালেখি পছন্দ করে l জাতক জাতিকা সাহিত্যিক, কবি, চিত্রকর, বাদ্যযন্ত্রবাদক, নৃত্যশিল্পী (শুক্র+বুধ) হতে পারে l জাতক জাতিকার ভাবভঙ্গি মনোহর হয়, হাতের লেখা সুন্দর হয়, হস্তশিল্পের সহিত যুক্ত থাকতে পারে l এদের হাত ও হাতের আঙ্গুল সুন্দর হয় l
চতুর্থ ভাবের সহিত শুক্রের সংযোগের ফলাফল
শুক্র অশুভ না হলে সুখে শান্তিতে জীবনযাপন নির্দেশ করে এবং জাতক জাতিকা গৃহপরিবেশে সুখশান্তি কামনা করে l এই যোগে সুন্দর, মনোরম, নিরিবিলি, শান্তিপূর্ণ ও পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বসবাস নির্দেশ করে l জাতক জাতিকার বাসগৃহ বিলাসবহুল ও আকর্ষণীয় হয় l ঘরবাড়ির ব্যাপারে বিশেষ স্বাচ্ছন্দ ও সৌন্দর্য্য লক্ষ্য করা যায় l সুন্দর বাড়ি বানানোর প্রতি ঝোক থাকে l ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর থাকে, ঘর নানাপ্রকার সৌখিন দ্রব্য দিয়ে সাজানো থাকে l বাড়ির সামনে ফুলের বাগান নির্দেশ করে l জাতক জাতিকার বাসগৃহ সুন্দর আসবাবপত্র দিয়ে সাজানো থাকে l এই যোগ বাহন নির্দেশ করে, সঙ্গে বুধের সম্পর্ক থাকলে একাধিক গাড়ি, বৃহস্পতির সম্পর্কে বড় গাড়ি, শনির সম্পর্কে পুরাতন গাড়ি, রবির সম্পর্কে branded company র গাড়ি প্রভৃতি নির্দেশ করে l শিক্ষা সংক্রান্ত বিষয়ে শিল্প, অঙ্কন, স্থাপত্য, জীববিজ্ঞান, রসায়ন শাস্ত্র, কম্পিউটার, ইলেকট্রনিক্স ইঞ্জিনারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট, ট্রাভেল এন্ড ট্যুরিজম, ফ্লিম, ফটো, অভিনয় প্রভৃতি বিষয়ে বিদ্যাশিক্ষা নির্দেশ করে l এরা গৃহপরিবেশে অতিথি আপ্যায়ন পছন্দ করে l বাড়িতে ঝুলবারান্দা ও দোলনা থাকে l বাসগৃহের নিকটবর্তী স্থানে সিনেমা হল, রেস্টুরেন্ট, এয়ারপোর্ট, বিউটি পার্লার থাকতে পারে l
পঞ্চম ভাবের সহিত শুক্রের সংযোগের ফলাফল
এই যোগে জাতক জাতিকা আরামপ্রিয়, আমোদপ্রিয়, রুচিশীল, আদুরে হয় l সর্বদা ভালোবাসার মধ্যে ডুবে থাকতে চায়, অপরকে সঠিক ভালোবাসে এবং অন্যের কাছ থেকেও সঠিক ভালোবাসা কামনা করে l এদের মধ্যে রসবোধ ভালো থাকে l সাজগোজ প্রিয় হয়, সর্বদা আনন্দ স্ফূর্তি উৎসব পছন্দ করে, চলাফেরার মধ্যে স্টাইল ও শিল্পী সুলভ আচরণ দেখতে পাওয়া যায় l এই যোগে প্রেমজ সুখ নির্দেশ করে l জাতক জাতিকা সুশ্রী হয়, শরীরের সৌন্দর্যের প্রতি যত্নবান হয় এবং এদের মধ্যে একটা স্নিগ্ধ আকর্ষণী ক্ষমতা থাকে l এদের শারীরিক অভিব্যাক্তি সহজেই অন্যকে আকর্ষণ করে এবং এরা তা উপভোগও করে l এরা শিল্পকলা, অভিনয়, গানবাজনা, অঙ্কন প্রভৃতি বিষয়ের সঙ্গে যুক্ত থাকতে পারে l
শুক্র অশুভ হলে অতিরিক্ত যৌন সুখলাভের আকাঙ্খা থাকে l শারীরিক অভিব্যক্তির মধ্যে কামনা বাসনা, যৌনতার লক্ষণ প্রকাশ পায় l oposite sex এর প্রতি সহজেই আকর্ষিত হয় l
ষষ্ট ভাবের সহিত শুক্রের সংযোগের ফলাফল
এই যোগে অমিতাচার ও আমোদপ্রিয়তার কারণে শারীরিক অসুস্থতা নির্দেশ করে l রোগভোগের মধ্যে রসযুক্ত চর্মরোগ, চক্ষুরোগ, সুগার বা ডায়াবেটিস, থাইরয়েড, শুক্রজাত পীড়া, যৌনরোগ, হরমোন সংক্রান্ত ব্যাধি, অন্তঃক্ষরা গ্রন্থির রোগ, টনসিল, গলার রোগ, মূত্রাশয়- কিডনি -প্রোস্টেট গ্লান্ড -গর্ভাশয়- জরায়ু-ও স্ত্রী রোগ শুক্র নির্দেশ করে l প্রেমের ব্যাপারে ঝামেলা ও মহিলা দ্বারা শত্রুতা নির্দেশ করে l
সপ্তম ভাবের সহিত সম্পর্কিত শুক্রের ফলাফল
এই যোগে বিবাহ নির্দেশ করে l শুক্র পীড়িত বা অশুভ না হলে সুখী দাম্পত্য জীবন নির্দেশ করে l পরিণত বয়সের আগে অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে 18-28 বছরের মধ্যে বিবাহ নির্দেশ করে l স্বামী - স্ত্রীর মধ্যে বয়সের পার্থ্যক কম হয় l জাতক জাতিকা জীবনসঙ্গীর উপর অতিরিক্ত আসক্তি পরায়ণ হয় l এরা সর্বদাই oposite sex এর প্রতি আকর্ষিত হয় এবং মিশতে ভালোবাসে l
জাতক জাতিকার জীবনসঙ্গী সুশ্রী, কমনীয়, আকর্ষণীয়, নম্র ভদ্র, শান্তিপ্রিয় ও সাজগোজ প্রিয় হয় l এরা সৌখিনতা প্রিয়, আমুদে, বিলাসী, রুচিশীল ও মিশুকে হয় l মনোমুগ্ধকর ব্যবহারের অধিকারী ও সর্বদা আনন্দ স্ফুর্তির মধ্যে থাকতে পছন্দ করে l
শুক্র পীড়িত বা অশুভ হলে বিবাহিত জীবনে sexual dissatisfaction জনিত কারণে দাম্পত্য জীবন অশান্তিপূর্ণ হয় l জীবনসঙ্গীর কাম উত্তেজনা ভালো হয় না l
অষ্টম ভাবের সহিত শুক্রের সংযোগের ফলাফল
এই যোগ সর্বপ্রকার ভোগ ও সুখসাধনের মধ্যে দিয়ে ধ্বংস নির্দেশ করে l মাদকাসক্তি, যৌনাসক্তি, মাত্রাতিরিক্ত রতিক্রিয়া জনিত ক্ষয়, অবৈধ সম্পৰ্ক, যৌনপ্রেম নির্দেশ করে l সামাজিক বদনাম, যৌনঘটিত প্রতারণা বা ষড়যন্ত্রের শিকার ও তৎসংক্রান্ত কারণে আত্মহত্যার মানসিকতা, চারিত্রিক দোষ, লাম্পট্য, sexual harassment, নারী ঘটিত গুপ্ত কারণে মৃত্যু, জোর করে যৌন আনন্দ উপভোগ, যৌন অত্যাচার, ধর্ষণ, raging, যৌনকষ্ট প্রভৃতি নির্দেশ করে l শুক্র শনি দ্বারা পীড়িত বা অশুভ হলে যৌন তৃপ্তিতে বাধা নির্দেশ করে l শুক্র - মঙ্গল ও রাহু দ্বারা পীড়িত বা অশুভ হলে বলপূর্বক যৌন নিপীড়ণের মাধ্যমে আনন্দ নির্দেশ করে l
শুক্র পীড়িত বা অশুভ হলে অমিতাচার, আমোদপ্রিয়তা, বিলাসিতা ও অতিরিক্ত ভোগজনিত কারণে স্বাস্থহানী নির্দেশ করে l
রোগভোগের মধ্যে ডায়াবেটিস, থাইরয়েড, শুক্রজাত পীড়া, যৌনরোগ, হরমোন সংক্রান্ত ব্যাধি, অন্তঃক্ষরা গ্রন্থির রোগ, মূত্রাশয়, কিডনি, প্রোস্টেট গ্লান্ড, গর্ভাশয়, জরায়ু এবং যৌনাঙ্গে রোগ নির্দেশ করে l
নবম ভাবের সহিত সম্পর্কিত শুক্রের ফলাফল
এই যোগে জাতক ধার্মিক প্রকৃতির হবে l স্ত্রী পুত্র নিয়ে সুখের সংসার হবে l সৎকর্ম, অথিতিপরায়ণ এবং ধনসম্পদের মালিকানা থাকবে l শান্ত মেজাজ, সহানুভূতিশীলতার জন্যে সকলের কাছে শ্রদ্ধা পাবে l
দশম ভাবের সহিত শুক্রের সংযোগের ফলাফল
এই যোগে জাতক বিলাসিতাপূর্ণ কর্ম, সৌখিনতাপূর্ণ কর্ম, সৌন্দর্যপূর্ণ ও রুচিশীল কর্মে নিযুক্ত থাকবে l আরামপ্রদ কর্ম পছন্দ করবে l কর্মে বেশি পরিশ্রম থাকবে না l জাতক জাতিকা তার সামাজিক শিষ্ট ব্যবহার, মধুর স্বভাবের কারণে অতি অল্প দিনের মধ্যেই কর্মে প্রতিষ্ঠা ও সন্মান অর্জন করে থাকে l
শুক্রের প্রভাবে জাতক জাতিকা শিল্পী, অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা, flim photo নিয়ে কাজ, সৌখিন দ্রব্য, বিনোদন মূলক দ্রব্য, প্রসাধনী সামগ্রী, খাদ্যদ্রব্য সংক্রান্ত বিষয়, হোটেল- বার-রেস্টুরেন্ট ব্যবসা, অলংকার ও রত্নের ব্যবসা, বস্ত্রদ্রব্য, সুগন্ধিদ্রব্য, ফুলফল বিক্রেতা, আসবাবপত্র বিক্রেতা, কাঁচ-প্লাস্টিক নিয়ে কাজ, beauty parlor, উপহার সামগ্রীর ব্যবসা,কেমিকেল, রং, ঔষধ, চন্দন কাঠ, তেল, পেট্রল জাত দ্রব্য, চিনি-দুধ-মিষ্টি নিয়ে কাজ নির্দেশ করে l
একাদশ ভাবের সহিত শুক্রের সংযোগের ফলাফল
জাতক সৌখিন হয়, সুন্দরের প্রতি আকৃষ্ট হয়, ভালো ব্যাবসায়ী, সঙ্গীতজ্ঞ, কলাবিদ্যায় পারদর্শী হয় অর্থাৎ জাতক গুণবান, রূপবান, ধনবান, বিদ্যান এবং ভ্রমণপ্রিয় হবেন l জাতক ভালো অভিনেতা হতে পারে এবং মহিলাদের দ্বারা উপকৃত হন এবং সাফল্য পান l গৃহে আনন্দ উৎসব লেগেই থাকবে l সাধারণত কন্যা সন্তানের পিতা হন l
দ্বাদশ ভাবের সহিত শুক্রের সংযোগের ফলাফল
এই যোগে অতিরিক্ত আমোদপ্রমোদের ব্যাপারে ক্ষতি, অবনতি, স্বাস্থহানী হতে পারে l স্ত্রীলোকের কারণে, বিলাসব্যসনে জাতকের ব্যায় হয় l স্ত্রীলোকের দ্বারা গুপ্তশত্রুতা, ক্ষতি হওয়াও অসম্ভব নয় l গুপ্ত প্রণয়ের স্বাস্থক্ষয় অপব্যয় বা স্ত্রীলোকের দ্বারা জাতক সর্বশান্ত হতে পারে l প্রেমের ব্যাপারে ব্যর্থতা ও বিচ্ছেদ নির্দেশ করে l অলংকার, জুয়েলারি দ্রব্য, বাহন চুরি হয়ে যাওয়া বা বিক্রয় হয়ে যাওয়া নির্দেশ করে l নারী ঘটিত কারণে জেল হাজতবাস নির্দেশ করে l
দ্বাদশ ভাবে শুক্রের অবস্থান থেকে জ্যোতিষশাস্ত্রে শয্যাসুখ বিচার করা হয় l দ্বাদশ ভাব বিচ্ছেদ স্থান, প্রতীক চিহ্ন শেষশয্যা l দৈহিক সুখের মাধ্যমেই আমাদের ব্রহ্মবীর্যের ক্ষয় হয় এবং মোক্ষলাভ থেকে বঞ্চিত হয়ে আমরা মৃত্যুর মুখে পতিত হই l এই কারণে দ্বাদশ ভাব থেকে শয্যাসুখ বা যৌনসুখ বিচার করা হয় l
This is one of the stage of how to learn Vedic and Modified KP Astrology.
If you want to know more about Astrology lesson ---
Please comments and to get early notifications --- follow and share this article.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন