Modified KP Astrology
Astrology Rullings
Lesson 1 --- ( Part -4 )
Modified KP Astrology Rullings
Cuspal Sublord and their significance of sixth house : ---
1 + 1 =
লগ্নের sublord লগ্নের significator হলে (KP Astrology- র ক্ষেত্রে) জাতক স্বাস্থ্যের ব্যাপারে যত্নবান হবে l রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে l স্বচেষ্টায় সাফল্য লাভ হবে l
সনাতন বা বৈদিক Astrology র ক্ষেত্রে ধরতে হবে লগ্নপতি লগ্নে অবস্থিত/থাকলে জাতক স্বাস্থ্যের ব্যাপারে যত্নবান হবে l রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে l স্বচেষ্টায় সাফল্য লাভ হবে l
*** ( আমি KP ও Modified KP Astrology - র rullings বলছি, আপনারা প্রথমটার মত সব rullings- এর জন্যে --- সনাতন বা বৈদিক জ্যোতিষের ক্ষেত্রে sublord এর জায়গায় ভাবপতি ধরে নেবেন )
6+1=
জাতক শারীরিক অসুস্থতায় ভুগবে, রোগপ্রতিরোধ ক্ষমতাকে কম হবে, রুগ্ন চেহারা হবে l
6+2 =
বাঁধাধরা স্থায়ী কাজের মাধ্যমে অর্থলাভ, অর্থের ব্যাপারে ঋণ পাবে/ঋণগ্রস্থ হবে, অর্থের ব্যাপারে পরিশ্রমী হবে শ্রমিক বা শ্রমবিভাগ থেকে অর্থলাভ, প্রতিযোগিতা মূলক বিষয় থেকে অর্থলাভ, অর্থের বিষয়ে/কারণে শত্রুতা নির্দেশ করে l
6+3 =
আত্মীয়স্বজন বা প্রতিবেশীর সঙ্গে শত্রুতা, ভাইবোনের সঙ্গে শত্রুতা, কর্মের যোগাযোগ, নিকট স্থানে ভ্রমণ করতে গিয়ে অসুস্থ হয়ে পরা, মানষিক দ্বন্দ্ব, মানষিক উদ্বিগ্নতা, ভ্রাতাভগ্নির অসুস্থতা, বীরত্ব প্রদান করতে গিয়ে শত্রুতা, অপরকে অহেতুক সন্দেহ করা বা সন্দেহবাতিক মানসিকতা( বুধ+ 3+6) l তৃতীয় ভাব যে যে অঙ্গপ্রতঙ্গ নির্দেশ করে যেমন গলা, ফুসফুস, নাক, কান, ঘাড় - প্রভৃতি ক্ষেত্রের রোগভোগ নির্দেশ করে l
6+4 =
এই যোগে মাতার স্বাস্থহানী, মায়ের সঙ্গে শত্রুতা বা মায়ের দ্বারা শত্রুতা, জমিজমা সংক্রান্ত ব্যাপারে মামলা-মোকদ্দমা, প্রতিযোগিতামূলক বিষয়ে বা চাকরি সংক্রান্ত বিষয়ে পড়াশোনা নির্দেশ করে l এছাড়া ভাড়াবাড়িতে থাকা, গৃহে চুরি বা ভৃত্যদের থাকবার ঘর, জমি বাড়ি নিয়ে শত্রুতা, বাড়ি, গাড়ি, পুকুর, জায়গা-জমি লিজ বা নেওয়া নির্দেশ করে l
6+5 =
এই যোগে সন্তানের স্বাস্থ্য খারাপ হবে, জাতক বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত হবেন, মহিলা দ্বারা বা কতৃক শত্রুতা নির্দেশ করে l প্রেমজ সম্পর্কে চ্ছেদ বা শত্রুতা, সন্তানের সঙ্গে শত্রুতা-মামলা মোকদ্দমা, ভাড়াটিয়ার সহিত প্রেম, প্রেমের কারণে শত্রুতা, ভৃত্য বা কর্মচারীর সহিত প্রেম,(5+6+শনি), শিল্পকলা, মেধা, শিল্প, ক্রীড়া প্রভৃতি বিষয়ে প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা নির্দেশ করে l পঞ্চম ভাব যে সকল অঙ্গপ্রতঙ্গ নির্দেশ করে সেইসকল অঙ্গপ্রতঙ্গে ব্যাধি বা রোগভোগ যেমন পেটের রোগ, লিভার, পাকস্থলী, পিত্ত, অগ্ন্যাশয় সংক্রান্ত সমস্যা, মানষিক রোগ নির্দেশ করে l
6+6=
এই যোগে রোগ, শত্রুতা, মামলা মোকদ্দমা, প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা নির্দেশ করে l এছাড়া বাঁধাধরা কর্ম নির্দেশ করে l
6+7=
এই যোগে ব্যবসা ক্ষেত্রে দ্বন্দ্ব, ব্যাবসায়িক প্রতিদ্বন্দ্বিতা, ব্যাবসায়িক শত্রুতা, ব্যাবসার কারণে ঋণ, ব্যাবসায় ক্ষতি, কোনও ব্যাক্তির সাথে প্রকাশ্যে শত্রুতা, বিবাহের ব্যাপারে মানষিক দ্বন্দ্ব, স্ত্রীর সহিত শত্রুতা, বিবাহ বিচ্ছেদ, স্ত্রীর সহিত মামলা মোকদ্দমা, স্বামী বা স্ত্রীর শারীরিক অসুস্থতা বা রুগ্ন স্বামী বা স্ত্রী লাভ/প্রাপ্তি, স্বামী বা স্ত্রীর শারীরিক অসুস্থতার কারণে দাম্পত্য অশান্তি, ব্যাবসায়িক অংশীদারের সাথে শত্রুতা প্রভৃতি নির্দেশ করে l
6+8=
এই যোগে মামলা মোকদ্দমা বা ষড়যন্ত্রে লিপ্ত হওয় বা জড়িয়ে পড়া, কোনও প্রকার দীর্ঘমেয়াদি জটিল, স্থায়ী ও দুরারোগ্য কঠিন ব্যাধি, রোগের কারণে অস্ত্রপ্রচার, তান্ত্রিক ক্রিয়াকলাপ দ্বারা রোগগ্রস্থ হওয়া, ভাড়া সংক্রান্ত কারণে বিপদগ্রস্থ হওয়া, বিষাক্ত কীটপতঙ্গ বা দংশক প্রাণী দ্বারা আক্রান্ত হওয়া, শত্রুতার সৃষ্টি হওয়া বা শত্রু দ্বারা ক্ষতি, বিপদগ্রস্থ হওয়া, আঘাতে ক্ষত সৃষ্টি হওয়া নির্দেশ করে l
6+9=
এই যোগে পিতার অসুস্থতা, পিতার সহিত ঝামেলা বা শত্রুতা বা মতের অমিল, কোনও উচ্চপদে উপনীত হওয়ার জন্যে প্রতিযোগিতা মূলক ভাবে অংশগ্রহণ করা, কোনও অপরিচিত ব্যাক্তি বা বিদেশি ব্যাক্তি, উচ্চপদস্থ ব্যাক্তির সহিত শত্রুতা, ধর্মীয় ব্যাপারে দ্বন্দ্ব বা মতপার্থক্য, উচ্চশিক্ষা বা গবেষণার ক্ষেত্রে নিরলস পরিশ্রম, বংশানুক্রমিক রোগব্যাধি প্রভৃতি নির্দেশ করে l
6+10=
এই যোগে বাধাধরা কর্ম বা চাকুরী নির্দেশ করে l এছাড়া কর্মস্থলে শত্রুতা, কর্মের কারণে ঋণ, কর্মের কারণে শত্রুতা, কর্মের সঙ্গে ভাড়া দেওয়া বা নেওয়ার ব্যাপার, কর্মের কারণে অসুস্থতা, অতিরিক্ত পরিশ্রম, রোগব্যাধি চিকিৎসার সঙ্গে যুক্ত কর্ম, কর্মসংক্রান্ত কারণে মামলা মোকদ্দমা, কর্মে পরিশ্রমের কারণে অসুস্থতা নির্দেশ করে l
6+11=
এই যোগে খেলাধুলা, প্রতিযোগিতা মূলক ব্যাপারে সাফল্য, মামলা মোকদ্দমায় জয়লাভ, ইলেক্শনে জয়লাভ বা সাফল্য, শত্রুজয়, ভৃত্যের থেকে সাহায্য বা ভৃত্যের সাহায্যে সাফল্য প্রাপ্তি, বাঁধাধরা কর্মে উন্নতি, ঋণ শোধ, শত্রুতা বা দ্বন্দ্ব সফলতার কারণ হয়ে দাঁড়াতে পারে, সফলতা জীবনে শত্রুতার কারণ হতে পারে l
6+12=
এই যোগে রোগব্যাধির কারণে শয্যাশায়ী অবস্থা, hospitalisation, ব্যার্থ শ্রম, অসাফল্য, শত্রুদ্বারা ক্ষতি, ঋণগ্রস্থ অবস্থা, শত্রুতার কারণে ক্ষতি, বিদেশে গিয়ে অসুস্থ হয়ে পড়া, ঋণ পরিশোধ, ভৃত্যের সাথে বিচ্ছেদ, প্রতিযোগিতা মূলক ব্যাপারে অসাফল্য বা পরাজয়, দেউলিয়া হয়ে যাওয়া, ব্যাধির কারণে অঙ্গহানি, মামলায় বা ভোটে পরাজয় এবং অপরকে ধার দেওয়া নির্দেশ করে l
Cuspal Sublord and their significance of seventh house : ---
7+1 =
জাতক নারী- পুরুষ নির্বিশেষে সকলের সাথে মিশতে ভালোবাসবে l জাতক জীবন সঙ্গী/সঙ্গিনীর বাধ্য হবে l ব্যাবসায় partner নির্দেশ করে l সকলের সাথে সুসম্পর্ক থাকবে l
7+2 =
ব্যাবসার মাধ্যমে উপার্জন নির্দেশ করে l বিবাহ সূত্রে আয়/আর্থিক উন্নতি, partner সূত্রে আয় বা অর্থপ্রাপ্তি নির্দেশ করে l বিবাহে পরিবারের মতামত থাকবে l আর্থিক কারণে কোনও ব্যাক্তির সাথে লেনদেন সম্পৰ্ক তৈরী হবে l
7+3 =
এই যোগে দেখেশুনে বিবাহ বা বিজ্ঞাপনের মাধ্যমে বিবাহ, চুক্তি বা সই এর মাধ্যমে বিবাহ, বিবাহের যোগাযোগ, এজেন্সী ব্যবসা, ভাইবোনের বিবাহ, ব্যাবসায়িক যোগাযোগ, লেনদেন বা কোনও ব্যাক্তির সহিত টেলিফোন, ডাকযোগেরবা ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ বাণিজ্যিক যোগাযোগ প্রভৃতি নির্দেশ করে l জাতক জনসংযোগ মূলক কর্মের সাথে যুক্ত থাকতে পারে বা জাতকের জনসংযোগ ক্ষমতা ভালো হয় l এই যোগ স্ত্রী বা ব্যাবসায়িক পার্টনারের সাথে সব বিষয়ে খোলাখুলি আলোচনা নির্দেশ করে l ব্যাবসায় কাস্টমারের সহিত সুসম্পর্ক ও যোগাযোগ নির্দেশ করে l স্ত্রী সহ ভ্রমণ, break journey, পার্টনার এর মত বা সিদ্ধান্ত মেনে নেওয়া ও আত্মীয়পরিজন বা জ্ঞাতির মধ্যে বিবাহ নির্দেশ করে l
7+4 =
এই যোগে ব্যাবসার জায়গা, ব্যাবসার কারণে গৃহ নির্মাণ, গৃহে ব্যবসা, ব্যাবসায়িক প্রতিষ্ঠান নির্দেশ করে l মাতা বা মাতৃস্থানীয়া কারোর ব্যবসা, পড়াশোনা/বিদ্যাশিক্ষা সংক্রান্ত ব্যবসা, বাসস্থানের নিকটবর্তী এলাকায় বিবাহ যোগ, জায়গা জমি, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা, অন্যের সম্পত্তি, স্বামী বা স্ত্রীর সম্পত্তি নির্দেশ করে l মাতার সহিত বৌমা/জামাইয়ের সুসম্পর্ক থাকবে
7+5 =
এই যোগে অন্যের সান্নিধ্যে মানসিক শান্তি ও আনন্দ, কারো সাথে প্রেমজ সম্পৰ্ক বা প্রেমজ বিবাহ, সুন্দর বিবাহিত জীবন বা সুখী দাম্পত্য জীবন, বিবাহিত জীবনে রোমান্টিকতা, পুনর্মিলন, স্ত্রী সূত্রে লাভ, বিপরীত লিঙ্গের প্রতি তীব্র আকর্ষণ, প্রেম নিবেদন, নিজেস্ব পছন্দে বিবাহ, বিবাহিত জীবনে মানসিক ও শারীরিক তৃপ্তি লাভ, বিবাহিত জীবনে পর্যাপ্ত রোমান্স, অপরের ভালোবাসা লাভ, সন্তানের বিবাহ, জাতক মিশুকে হবে অর্থাৎ অপরের সাথে খুব সহজেই মিশতে পারবে এবং সকলেই পছন্দ করবে l সন্তানের সহিত মাতাপিতার সম্পর্ক ভালো থাকবে l
7+7=
এই যোগে নিজের থেকে অধিক যোগ্যতা সম্পন্ন বা ক্ষমতা সম্পন্ন বা শারীরিক সুস্থতা সম্পন্ন পার্টনার লাভ এবং সুন্দর শুভ দাম্পত্য জীবন নির্দেশ করে l
7+8=
এই যোগে জীবনসঙ্গী থেকে নৈরাশ্য বা হতাশা নির্দেশ করে l বিরক্ত প্রদানকারী জীবনসঙ্গী, উশৃঙ্খল-বর্বর-অত্যাচারী-দুষ্টবুদ্ধি সম্পন্ন জীবনসঙ্গী, বেশি বয়সে বিবাহ, বিবাহে বাধা, বিবাহ না হওয়া, বিবাহ নিয়ে দুশ্চিন্তা, মানষিক চাপ বা চাপে পড়ে বা কোনও প্রকার কেলেঙ্কারির কারণে বিবাহ, অসবর্ণ বিবাহ, বিবাহিত জীবনে অশান্তি-কলহ-মারামারি-রক্তপাত, জীবনসঙ্গীর শারীরিক খুঁত, কুৎসিত জীবনসঙ্গী, দাম্পত্য কলহ, বিবাহিত জীবনে দুর্ঘটনা, বৈধব্য যোগ, অসামাজিক বিবাহ, গোপন বিবাহ, বিকলাঙ্গ স্বামী বা স্ত্রী লাভ, বিবাহিত জীবনে কোনোপ্রকার প্রতিবন্ধকতা বা অপরিপূর্ণতা নির্দেশ করে l এছাড়া কোনও ব্যাক্তি দ্বারা ষড়যন্ত্র-ক্ষতি বা প্রতিদ্বন্ধির ক্ষতি বা ব্যাবসায় ক্ষতি নির্দেশ করে l
7+9=
এই যোগে দেখেশুনে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ, জীবনসঙ্গী ধার্মিক, সৎ, শিক্ষিত ও উচ্চ আদর্শের হবে l এই যোগে বিজাতীয় বা অন্য ধর্মের স্বামী বা স্ত্রী প্রাপ্তি হয়, বয়সের তুলনায় বড় স্বামী বা স্ত্রী লাভ নির্দেশ করে l দেশের মধ্যে দূরবর্তী স্থানে বিবাহ নির্দেশ করে l জীবনসঙ্গীর সহিত পিতার সুসম্পর্ক গুরুস্থানীয় কারো বিবাহ নির্দেশ করে l এই যোগে স্বামী স্ত্রীর দূরভ্রমণ ও আন্তর্জাতিক বাণিজ্য নির্দেশ করে l
7+10=
এই যোগে ব্যবসা নির্দেশ করে l এছাড়া স্বামী বা স্ত্রীর ব্যাক্তিগত কর্ম, কর্মসূত্রে বিবাহ, বিবাহের কারণে সমাজে নাম যশ প্রাপ্তি, আভিজাত্যপূর্ণ বনেদি বংশে বিবাহ এবং কর্মে অংশীদার নির্দেশ করে l
7+11=
এই যোগে বিবাহ হওয়ার মত শুভ পরিস্থিতি বা বিবাহ হওয়া নির্দেশ করে l বিবাহিত জীবনে সফলতা ও সৌভাগ্য নির্দেশ করে l জীবনসঙ্গী দ্বারা সাহায্য ও উপকৃত হওয়া নির্দেশ করে l স্থায়ী বন্ধু ও উপকারী বন্ধু লাভ, মন মতো স্বামী বা স্ত্রী লাভ, সুখকর দাম্পত্য বা বিবাহিত জীবন, অটুট দাম্পত্য সম্পর্ক, স্বামী - স্ত্রীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পৰ্ক, স্বামী বা স্ত্রীর সুস্বাস্থ, সাফল্য, উন্নতি এছাড়া বাণিজ্যিক সাফল্য নির্দেশ করে l
7+12=
এই যোগে দূরে বিবাহ, বিদেশে বিবাহ, বিবাহ বিচ্ছেদ, পালিয়ে গিয়ে বিবাহ, অসুস্থ স্বামী বা স্ত্রী লাভ নির্দেশ করে l জীবনসঙ্গী নিরুদ্দেশ হয়ে যাওয়া, পালিয়ে যাওয়া, কিডন্যাপ হওয়া, মারা যাওয়া নির্দেশ করে l স্বামী বা স্ত্রীর অসুস্থতা, শারীরিক বা মানষিক আকর্ষণহীন বিবাহিত জীবন, জীবনসঙ্গীর কারণে ব্যায় বা ক্ষতি নির্দেশ করে l জীবনসঙ্গীর দ্বারা গুপ্ত শত্রুতা, অসুস্থ স্বামী বা স্ত্রী লাভ, বিবাহিত জীবনে উভয়ের মধ্যে দূরত্ব, bed separation, জীবনসঙ্গীর দূরবর্তী অঞ্চলে অবস্থান প্রভৃতি নির্দেশ করে l
আরও দেখুন ---
Fortuna point --- আপনার সৌভাগ্যের দিশারী
https://modifiedkpastrology.blogspot.com/2020/12/fortuna-point.html
This is one of the stage of how to learn Vedic and Modified KP Astrology.
If you want to know more about Astrology lesson ---
Please comments and to get early notifications --- follow and share this article.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন