মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

Rullings of Astrology - 3rd house

  কি না --- প্রথমেই তা নির্ণয় করা প্রয়োজন  l কোনোরূপ ভাবে সম্পর্কিত হলে আমরা বিচার্য বিষয়ে অগ্রসর হতে পারি l 

3+11+ মঙ্গল = ভাইয়ের সাথে সুসম্পর্ক ( 1 + 3 ও একই ফল নির্দেশ করে তবে সেক্ষেত্রে 6-8-12 র সংযোগ থাকা চলবে না)

3+8+ মঙ্গল = ভাইয়ের সঙ্গে খারাপ সম্পর্ক বা বিরোধ

3+8- মঙ্গল+ রাহু = ভাইয়ের সহিত ঝগড়া বা মারামারি বা ভাইয়ের দুর্ঘটনা

1+3+8+ মঙ্গল = ভাইয়ের দ্বারা ক্ষতি

3+11+ মঙ্গল = ভাইয়ের দ্বারা উন্নতি বা ভাইয়ের উন্নতি


ভ্রমণ সংক্রান্ত Rullings 

ভ্রমণের কারক গ্রহ বুধ অর্থাৎ প্রতিটি rullings এর ক্ষেত্রে বুধের একটি সংযোগ অবশ্যই থাকবে l

3+12+11+ বুধ = ছোটোখাটো ভ্রমণ

3+8+12+11+ বুধ = ভ্রমণে বিপদ

3+8 বা 3+4+8+ বুধ =ভ্রমণে যেতে না পারা

3+12+11+ বুধ - বৃহস্পতি-শনি= জঙ্গলে ভ্রমণ

3+12+11+ বুধ - চন্দ্র= জলপথে ভ্রমণ

3+12+11+ বুধ - মঙ্গল= মরুভূমিতে ভ্রমণ

3+12+11+9+8+ বুধ-বৃহস্পতি- শনি= পাহাড়ে ভ্রমণ ( বৃহস্পতি বৃহতের নির্দেশক, শনি কষ্টসাধ্য, 9 ভাব= উচ্চতা এবং 8 ভাব= শারীরিক ক্লেশ বা কষ্টসাধ্য  বিষয়ের নির্দেশক )

3+12+11+5+9  বুধ - বৃহস্পতি= ধর্মীয় স্থানে ভ্রমণ

3+12+11+ বুধ-শুক্র = রোমান্টিক স্থানে ভ্রমণ

3+12+11+ বুধ - শনি= ঐতিহাসিক স্থানে ভ্রমণ

3+12+11+5+8+6+ বুধ - রবি- বৃহস্পতি= চিকিৎসার কারণে ভ্রমণ

 আবার যোগাযোগের কারক গ্রহও বুধ ---

3+9+8- বুধ= যোগাযোগে বাধা

3+9+11- বুধ= যোগাযোগে সাফল্য

3+8- বুধ= আত্মীয়দের সহিত খারাপ সম্পর্ক বা আত্মীয় দ্বারা ক্ষতি বা আত্মীয়দের বিপদ

3+11- বুধ= আত্মীয় দ্বারা সাফল্য বা আত্মীয়দের সাফল্য

উপরিউক্ত সূত্রগুলি সাধারণ, যখন আমরা কোনো বিষয়ে অনুসন্ধানে অগ্রসর হবো তখন কিভাবে এগুলো পাবো ?

How to creat rullings in Astrology 

এবার আমরা দেখি rullings কিভাবে তৈরি হয় --- ধরা যাক চিকিৎসার কারণে ভ্রমণ

তাহলে চিকিৎসা অর্থে নিশ্চয় জাতক অসুস্থ  ---

1= জাতক

6= রোগভোগ অর্থাৎ 1+6= জাতকের অসুস্থতা

চিকিৎসা অর্থে জাতক ভিন্ন অপর ব্যাক্তি অর্থাৎ 7 ভাব doctor নির্দেশ করে,

রোগভোগ= 6 ভাব,

হাসপাতাল=12 ভাব, 

এবং 5 ভাব হল --- 7 ভাবের 11 স্থান অর্থাৎ ডাক্তারের সাফল্য

 , 8 ভাব = operation বা চিকিৎসা, গুরুতর অসুস্থতা বা জটিল রোগ নির্দেশ করে,

11 ভাব = সাফল্য

5+8+11 - রবি = চিকিৎসা

3 ভাব = ভ্রমন,

 3+9 = চিকিৎসার কারণে doctor বা hospital এর সহিত যোগাযোগ এবং দূরবর্তী স্থানে চিকিৎসার জন্যে ভ্রমণ এবং কারক গ্রহ বুধ l

চিকিৎসার ক্ষেত্রে 5-11 - বৃহস্পতি  নির্দেশ সুস্থতা বা আরোগ্য

Operation এর কারক গ্রহ মঙ্গল এবং কেতু,

--- কেতুকে দেখে কি ভাবছেন যে এখানে কেতুর প্রয়োজনীয়তা কোথায় তাই তো?

স্বাভাবিক ভাবেই কেতু মানেই অজানা রোগ/ গোপন রোগ/ সুষুম্নাকান্ডের সমস্যা/ জীবাণু আক্রমণ বা সংক্রমণ বা রোগ ধরতে না পারা

কোনও ব্যাক্তি যখন অস্ত্রাঘাতে মারা যান বা আহত হন তখন কারক গ্রহ নিশ্চয় মঙ্গলের সঙ্গে রাহুকে যুক্ত করেন তাহলে doctor কতৃক operation এর সময়  ধারালো অস্ত্রপ্রয়োগের( এক্ষেত্রে doctor operation নিমিত্তে  যে ধারালো অস্ত্রপ্রয়োগ তা রোগীর জীবন বাঁচানোর জন্যে --- তাই ধারালো surgical instruments এর জন্যে মঙ্গল-রাহু নয় মঙ্গলের সাথে কেতু অপরিহার্য) মাধ্যমে কোনও ব্যাক্তি সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে কেতুর সংযোগ অবশ্যম্ভাবী l

12 ভাব নির্দেশ করে hospital , 5+11- বৃহস্পতি নির্দেশ করে সুস্থতা

এখন মনে প্রশ্ন আসাটাই স্বাভাবিক যে জাতক কখন অসুস্থ হবেন ?

যখন 6-12/6-8-12 ভাবের সহিত সম্পর্কিত গ্রহের দশান্তর্দশা চলবে ? --- না  জাতকের হয়তো অসুখের সম্ভবনা দেখা দেবে কিন্তু অসুস্থ হবেই বলা  অনুচিত l

তাহলে কখন অসুস্থ হবেন ?

যখন দশান্তর্দশা লগ্নের সহিত সম্পর্কিত হবে এবং transit ও ঘটনার স্বাপেক্ষে সমর্থন করবে তখন জাতক অসুস্থ হবেন আর পরবর্তী সময়ে ( দশান্তর্দশায়) যখন 11 ভাবের স্পন্দন বা 5-11 ভাবের স্পন্দন জোরালো হলে জাতক সুস্থতা অর্জন করবেন  l এক্ষেত্রে মারক-বাধককে অতন্ত্য গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করা অত্যন্ত জরুরি l

আর রোগভোগ নির্ণয়ের ক্ষেত্রে ষষ্ট ভাব এবং লগ্ন ভাবের সহিত সম্পর্কিত গ্রহসকল ও ভাব সকলকে সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারলে রোগভোগ সম্পর্কিত সম্যক ধারণা অবশ্যই পাওয়া সম্ভব l এটি সকল পদ্ধতির ক্ষেত্রেই প্রযোজ্য তবে রাশিচক্রটি অঙ্কিত হওয়া উচিত সঠিক সময় অনুযায়ী --- যে বিষয়টিকে অধিকাংশ ক্ষেত্রেই সঠিক গুরুত্ব দেওয়া হয় না l

রোগভোগের ক্ষেত্রে শনি সম্পর্কিত হলে ক্রনিক রোগভোগ বা দীর্ঘকালীন রোগভোগ, কেতু- বুধ সম্পর্কিত হলে রোগ ধরা না পড়া বা রোগের ভুল চিকিৎসার সম্ভবনা থেকেই যায় l

রোগভোগের ক্ষেত্রে সঠিক doctor এর অধীনে চিকিৎসা পাওয়া বা সঠিক doctor এর খোঁজ পাওয়া বা যোগাযোগ হওয়া সবটাই জাতকের ভাগ্যের সহিত সম্পর্কিত l

এবার প্রশ্ন উঠবে এগুলো আমরা কোথায় পাবো ?

আপনি যে বিষয় সম্পর্কিত প্রশ্ন অনুসন্ধান বা পর্যবেক্ষণ করতে চান সেই ভাব থেকেই অনুসন্ধান শুরু করা উচিত l কারণ গ্রহ ভাবের combination এসেছিলো 1+3+12+11+5+8+6- রবি-বৃহস্পতি- মঙ্গল- কেতু -বুধ

6+(5+8+11)-রবি-বৃহস্পতি নির্দেশ করে  চিকিৎসা

আবার দেখুন উক্ত গ্রহসকল ও ভাবের নির্দেশনামা অন্য দৃষ্টিকোণ থেকে কি নির্দেশ করছে ?

***   3 - বুধ নির্দেশ করে লেখা অর্থাৎ জাতক রোগভোগ ও চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে লেখালেখিতে স্বাবলীল/ স্বাচ্ছন্দ l

***   আবার 6+(5+8+11)+12-রবি-বৃহস্পতি নির্দেশ করে চিকিৎসা

3- মঙ্গল নির্দেশ করে ভাই

6- বুধ- কেতু নির্দেশ করে ভুল চিকিৎসা বা এমন রোগ যা সঠিক ভাবে নির্ণয় করা যাচ্ছে না

অর্থাৎ ভাইয়ের সঠিক রোগ ধরা যাচ্ছে না বা ভাই ভুল চিকিৎসার শিকার l

তাহলে কি দাঁড়ালো ? রোগ সংক্রান্ত অনুসন্ধান ষষ্ঠ ভাব থেকেই করা প্রাসঙ্গিক l আবার প্রশ্ন হতে পারে জাতকের রোগের সম্ভবনা আছে না কি জাতক সত্যসত্যই রোগাক্রান্ত হবেন কি না ?

অর্থাৎ জাতকের রোগভোগ বা রোগাক্রান্ত হওয়া কে নির্দেশ করবে --- ষষ্ট ভাব না কে জাতকের লগ্ন ?

নিশ্চই লগ্ন  --- তাহলে আমরা কি দেখলাম  --- লগ্নের মধ্যে কোনও ঘটনার স্পন্দন না থাকলে তা ঘটবে না l দশান্তর্দশা ও transit নির্দেশ করে ঘটনার প্রকৃতি ও সময়কাল l এই কারণেই বলা হয় লগ্নের মধ্যেই নিহিত জীবনের সকল ঘটনাবলী l 


আরও দেখুন ---

Fortuna point --- আপনার সৌভাগ্যের দিশারী

https://modifiedkpastrology.blogspot.com/2020/12/fortuna-point.html


This is one of the stage of how to learn Vedic and Modified KP Astrology.


If you want to know more about Astrology lesson ---

Please comments and to get early notifications --- follow and share this article.






কোন মন্তব্য নেই: