মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

Rullings of Astrology --- 2nd house

l

Rullings of Astrology --- 2nd house

অর্থভাব বা ধনভাবের বিচারের সাধারণ সূত্রাবলি


দ্বিতীয় ভাব থেকে অর্থের পাশাপাশি বাক্য ও খাদ্যের বিচার করা হয় ---

*** 2+ 11=  আর্থিক সৌভাগ্য বা সাফল্য যোগ 

*** 2+ 11- বৃহস্পতি= আর্থিক অবস্থা ভালো

*** 2+11 - শুক্র= আর্থিক স্বচ্ছলতা সর্বদা থাকবে(বিলাসিতা পূর্ণ)

*** 2+11- রবি= অর্থের কারণে সামাজিক মান-সন্মান পাবে

*** 2+11 - রাহু= যে কোনও উপায়ে আয় করবে(প্রয়োজনে প্রতারণা করতেও পিছপা হবে না)

*** 2+11- শনি= আর্থিক দিক থেকে ভালো অবস্থা(সঞ্চয়ী ও মিতব্যয়ী)

*** 2+11-চন্দ্র= আয়ের ওঠাপড়া লেগেই থাকবে বা updown থাকবে

*** 2+11 - বুধ= একাধিক উপায়ে উপার্জন

*** 2+11-কেতু=গুপ্তপথে বা গুপ্তভাবে উপার্জন

*** 2+11 - মঙ্গল=আয়ের ব্যাপারে উদ্যোগী হয় বা ঝুঁকি নিতে ভালোবাসে

                            ব্যয়যোগ

*** 2+12= অর্থব্যয় নির্দেশ করে(বিনিয়োগ বা আর্থিক অসাফল্য)

*** 2+8+12= Bad Investment

*** 2+12- রবি=আভিজাত্যের কারণে ব্যয়

*** 2+12- চন্দ্র= মাতার কারণে ব্যয়

***2+12 - মঙ্গল= হটাৎই প্রয়োজনের অতিরিক্ত ব্যয় বা হঠকারিতার কারণে ব্যয়

***2+12 - বুধ= দুর্বল সিদ্ধান্তের কারণে ব্যয় বা চঞ্চলতার কারণে ব্যয়

***2+12 - বৃহস্পতি= ধর্মীয় কারণে ব্যয়

*** 2+12 - শুক্র= বিলাসিতার কারণে ব্যায় বা মহিলাদের জন্যে ব্যয়

***2+12 - শনি=অর্থকষ্ট বা আর্থিক অনটন

***2+12 - রাহু= আর্থিক কারণে প্রতারিত হওয়া বা নেশার কারণে অর্থনষ্ট

*** 2+12 - কেতু= অর্থ হারিয়ে যাওয়ার কারণে অর্থনষ্ট বা অর্থকষ্ট

*** 2+8= অর্থক্ষতি বা দারিদ্রযোগ (আয়ে বাধা/ আয় না হওয়া/ টাকা আটকে থাকা/অর্থকষ্ট)

*** 2+12 -রাহু-শনি=প্রতারক দ্বারা অর্থনাশ

*** 2+6+12+11= ঋণযোগ অর্থাৎ ঋণ পাবে আর 2-11 র দশান্তর্দশায় ঋণমুক্ত হবে l


                      দ্বিতীয় ভাব: বাক্যের বিচার

দ্বিতীয় ভাবের সহিত রবির সংযুক্তির ফলাফল

জাতক গাম্ভীর্যপূর্ণ, উচ্চস্বরে, কথা বলবে, কথাবার্তায় অহংকার প্রকাশ পাবে তবে স্পষ্টবক্তা ও সততার সাথে কথা বলবে l

দ্বিতীয় ভাবের সহিত চন্দ্রের সংযুক্তির ফলাফল

জাতক জাতিকা সরলতাপূর্ণ, দয়া-মায়া- মমতাপূর্ণ কথাবার্তা বলবে তবে পরনির্ভরশীলতা থাকবে অর্থাৎ অপরের মত মেনে নেবে l

দ্বিতীয় ভাবের সহিত মঙ্গলের সংযুক্তির ফলাফল

জাতক জাতিকা উগ্র কথাবার্তা, মেজাজী, চিৎকার করে কথাবার্তা, ঝগড়াঝাটি, আদেশপূর্বক কথাবার্তা, অন্যকে তোয়াক্কা না করে কথাবার্তা বা উচিত কথা মুখের উপর বলে দেবে তবে জাতক হবেন স্পষ্টবাদী l

দ্বিতীয় ভাবের সহিত বুধের সংযুক্তির ফলাফল

জাতক জাতিকার কথাবার্তায় চঞ্চলতা প্রকাশ পাবে, দ্রুত কথা বলবে, বালকসুলভ অথচ যুক্তিপূর্ণ কথাবার্তা বলবে l অধিক বা অতিরিক্ত কথা বলবে l

দ্বিতীয় ভাবের সহিত বৃহস্পতির সংযুক্তির ফলাফল

জাতক জাতিকা কথার দাম রাখবে, সৎ কথা বলবে আর কথার মধ্যে বুদ্ধি, যুক্তি ও জ্ঞানের প্রভাব থাকবে l

দ্বিতীয় ভাবের সহিত শুক্রের সংযুক্তির ফলাফল

জাতক জাতিকা গুছিয়ে সুন্দর করে মিষ্টি সুরে টেনে টেনে কথা বলবে l কথার মধ্যে ভালোবাসা, রোমান্টিকতা প্রকাশ পাবে l

দ্বিতীয় ভাবের সহিত শনির/কেতুর সংযুক্তির ফলাফল

জাতক জাতিকা কম কথা বলবে, পুরানো দিনের কথা বলবে, কথা গোপন করবে, বাকজড়তা থাকবে, কথা বলতে বলতে জড়িয়ে যাবে এবং অন্যকে নিরুৎসাহিত করার কথা বলবে l

দ্বিতীয় ভাবের সহিত রাহুর সংযুক্তির ফলাফল

জাতক জাতিকা মিথ্যা কথা বলবে, ঝগড়াঝাটি করবে এবং কথার মধ্যে গালিগালাজের ব্যবহার থাকবে l

দ্বিতীয় ভাব : খাদ্য

*** 2+রবি= জাতক ঝাল, গরম ও টাটকা খাবার খেতে পছন্দ করবে

*** 2+চন্দ্র= জাতক তরল পানীয়, ঠান্ডা জাতীয় খাবার খেতে পছন্দ করবে

*** 2+মঙ্গল= জাতক টাটকা, ঝাল, মসলাদার খাবার গরম গরম খেতে পছন্দ করবে

*** 2+বুধ= জাতক টক জাতীয় খাবার বা মিশ্র জাতীয় খাবার খেতে পছন্দ করবে

*** 2+বৃহস্পতি= জাতক জাতিকা ফল, শাকসবজি, মিষ্টি ও ফ্যাট জাতীয় খাবার খেতে পছন্দ করবে

*** 2+শুক্র= জাতক জাতিকা মিষ্টি জাতীয় খাবার, সৌখিন খাবার ও fast food জাতীয় খাবার পছন্দ করবে

*** 2+শনি= জাতক জাতিকা বাসি- পচা-ঠান্ডা- পানসে খাবার খেতে পছন্দ করবে বিশেষত পান্তা ভাত অতি পছন্দের খাবার হবে

*** 2+রাহু= জাতক মদ, মাংস, মসলাদার খাবার পছন্দ করবে তবে কোনও খাবারের প্রতিই তার অরুচি থাকবে না

*** 2+কেতু= প্রধানত খাবারের প্রতি অনীহা থাকবে বা সামান্য খাবার হলেই তার চলে যাবে l খাদ্যে বিষক্রিয়া হতে পারে বা মাদক জাতীয় খাবার বা চুরি করে খাওয়াও নির্দেশ করে l

দ্বিতীয় ভাব : নেশা

2+5+8- শুক্র-রাহু-চন্দ্র+ জলরাশি= সুরাপান

2+5+8-শুক্র-কেতু-মঙ্গল-শনি+বায়ুরাশি= smoking বা ধূম্ৰপান

2+5+8-শুক্র-রাহু= পান খাওয়ার নেশা

2+5+8-রাহু/কেতু=drug এর নেশা

2+5+8-রাহু/কেতু-রবি= medicine সংক্রান্ত নেশা


                                  --- ঋণ সম্পর্কিত সূত্রাবলী ---

ধার দেওয়ার ক্ষেত্রে ---

অর্থ ধার দেওয়ার ক্ষেত্রে একজন অর্থ ধার দেবে আর অপর জন( প্রাপক) অর্থ গ্রহণ করবেঅর্থাৎ দাতার ব্যায় এবং প্রাপকের আয়(প্রাপ্তি)

1+12+2- বৃহস্পতি+7+5+8

ঋণ দানের ক্ষেত্রে জাতকের অর্থ বিনিয়োগ বোঝায় ---

1+12+2-বৃহস্পতি

এবং প্রাপকের অর্থ প্রাপ্তি বোঝায় ---

7+5+8+2- বৃহস্পতি

এক্ষেত্রে

 2-বৃহস্পতি= অর্থ

1 স্বাপেক্ষে 12= জাতকের ব্যায়

7= প্রাপক

5= 7-ম ভাবের একাদশ ভাব অর্থাৎ প্রাপকের প্রাপ্তি

8= বিনা পরিশ্রমে আয়


ধার নেওয়ার ক্ষেত্রে ---

1+7+6+8+11+2- বৃহস্পতি

ঋণদাতা অর্থ দেবে অর্থাৎ বিনিয়োগ করবে ---

7+6+2- বৃহস্পতি( 6-স্ঠ ভাব 7 - ম ভাবের দ্বাদশ ভাব অর্থাৎ ব্যায়স্থান)

জাতকের বিনাপরিশ্রমে অর্থ প্রাপ্তি ঘটবে ---

1+2-বৃহস্পতি+11+8


ঋণ পরিশোধের ক্ষেত্রে ---

জাতকের অর্থ ব্যায় হবে এবং প্রাপকের অর্থ লাভ হবে

1+12+7+5+2- বৃহস্পতি (?)

সম্পূর্ণ ক্ষেত্রে যদি ব্যাঙ্কের সহিত লেনদেন হয় তবে উপরিউক্ত স্পন্দনের সহিত 3+9+বুধ- বৃহস্পতির স্পন্দন আসবে

আর লেনদেন মহাজন সম্পর্কিত হলে 2+8+11+10+বৃহস্পতি-শনি- মঙ্গলের স্পন্দন পরিলক্ষিত হবে

যদি অর্থপ্রাপ্তি অর্থাৎ ঋণ নেওয়ার জন্যে কোনো অলংকার/ গৃহ সম্পত্তি/ bond জমা রাখতে হয় তবে  2- শুক্র/ 4- মঙ্গল/ 2-8 - বৃহস্পতি স্পন্দনের সহিত শনি ও বুধের জোরালো সংযোগ/ সম্পর্ক পরিলক্ষিত হবে...



                                             মানুষ মিথ্যা কথা বলে কেন ?

প্রথমত মানুষ মিথ্যা কথা কখন বলে ? এক কথায় বলতে গেলে প্রায় সবাইকেই পরিবেশ- পরিস্থিতি বা প্রয়োজন অনুসারে মিথ্যা কথা বলতে হয় l সাধারণত ছোট বয়সে অনুসন্ধিৎসা থেকে বাচ্চারা মিথ্যা বলে থাকে, যেমন কোনো বাচ্চাকে যদি কোনো জিনিস দেখিয়ে তার মা বলে " বাবা আমি একটু আসছি, তুমি এটা ধরবে না " --- শিশুটি অনুসন্ধিৎসার কারণে বস্তুটি ধরবেই অথচ মায়ের উত্তরে সর্বদাই না বলবে l কিছু মানুষ পেশাগত কারণে মিথ্যার ব্যবহারকে প্রায় শিল্পের পর্যায়ে নিয়ে যান কিন্তু তারা সবক্ষেত্রেই মিথ্যা বলেন না বা আত্মীয়স্বজন বা প্রিয়জনকে সাধারণত মিথ্যা বলেন না আবার দেখবেন একজন জ্যোতিষী (এটি প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য) তার খুব নিকটাত্মীয় বা কোনো প্রিয়জনের রাশিচক্র পর্যবেক্ষণ কালে যদি অত্যন্ত অশুভ কোনো সংকেত পান তথাপি উক্ত ব্যাক্তির আত্মবিশ্বাস রক্ষার্থে সত্যকথাটি কি বলতে পারেন ? না, তা সম্ভবপর নয় অথচ অন্যের উপকার হেতু বা অন্যের স্বার্থ রক্ষার্থে এটুকু প্রয়োজন l

 আর যে সকল জাতক মিথ্যা ভাষণে অভ্যস্থ অর্থাৎ কথায় কথায় মিথ্যাচারণ করে  --- সেটি তাদের চারিত্রিক বৈশিষ্ট এবং করে মূলতঃ নিজ স্বার্থের কারণে l মিথ্যাভাসন একটি অভ্যাস কোনো রোগ নয় l

কেন এমন হয় ?

কথা আমরা বলি, কিন্তু কি উদ্দেশ্যে ?

নিশ্চয়ই অপর ব্যাক্তির সহিত যোগাযোগ বা ভাব আদানপ্রদানের উদ্দেশ্যে l

তাহলে বাক্য বা কথোপকপন কোন ভাব থেকে বিচার্য ?

কথা বলা বা বাক্য --- দ্বিতীয় ভাব থেকে বিচার্য কিন্তু কথা যখন ভাব আদানপ্রদানের মাধ্যম হয় তখন তৃতীয় ভাব হতে বিচার্য l

ভাব না হয় বোঝা গেলো, কারক গ্রহ কে ?

অবশ্যই বুধ

এবার দেখা যাক মিথ্যা ভাষণের জন্যে কোন গ্রহ গুরুত্বপূর্ণ l শনি ? শনি- মঙ্গল ?

না , মূল গ্রহটি হলো রাহু এবং ক্ষেত্রবিশেষে শনি l

লক্ষ্য করুন বুধের কারকতায় --- বালক গ্রহ, দৈত্ব স্বত্বা বিশিষ্ট অর্থাৎ মনে এক, মুখে বা কার্যক্ষেত্রে আরেক অথচ অসাধারণ উপস্থিত বুদ্ধি ও তাৎক্ষণিক বিচার বিশ্লেষণ ক্ষমতার অধিকারী কিন্তু বালকত্ব দোষে অভিজ্ঞতার অভাব স্পষ্ট  l কি দাড়ালো --- বুধ সহজেই অন্য গ্রহের দ্বারা পরিচালিত হয়ে দুস্টু বুদ্ধির প্রয়োগ কৌশলকে বাস্তবায়িত করতে স্বচেষ্ট হবে l তাহলে এই অন্য গ্রহ কোনগুলি ?

মূলতঃ অশুভ স্পন্দনযুক্ত রাহু এবং শনি l রাহুর উদ্দেশ্য হলো যে কোনো উপায়ে জাগতিক ভোগসুখকে চরিতার্থ করা, তার জন্যে যে কোনো অসৎ উপায় অবলম্বনেও রাহু পিছপা নয় l

*** (রাহু কে আর কি তার চারিত্রিক বৈশিষ্ট  --- এটা না হয় পরে কোনসময় আলোচনা করা যাবে)

অর্থাৎ বুধ - রাহু বা বুধ - শনি

2+3+8/12+ বুধ - রাহু বা বুধ - শনি বা বুধ - রাহু - শনি

এবার আশা যাক কোন ভাব থেকে দেখবো ?

দ্বিতীয় ভাববিন্দুর সাবপতির নিদেশনামা থেকে না কি তৃতীয় ভাববিন্দুর সাবপতির নির্দেশনামা থেকে ?

দেখবো লগ্নবিন্দুর সাবপতির নিদেশনামা স্বাপেক্ষে কারণ মিথ্যাভাসন জাতকের একটি অভ্যাস তবে বিষয়টির তারতম্য ঘটে দশান্তর্দশা ও গোচর ফলের উপর l

অর্থাৎ লগ্নবিন্দুর সাবপতি গ্রহটি যদি বুধের সহিত প্রত্যক্ষ ভাবে সম্পর্কিত হয়ে রাহু বা শনির সহিত সম্পর্কিত হয়ে 2+3+8/12 ভাবের স্পন্দনযুক্ত হয় এবং বুধ, রাহু বা শনিও উপরিউক্ত স্পন্দন যুক্ত হয় তবে জাতক মিথ্যাভাসনে অভ্যস্থ হবে l



                জ্যোতিষ শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে তোতলামির কারণ

দ্বিতীয় ভাবের সহিত বুধের সংযোগের ফলাফল প্রসঙ্গে আমরা একটু তোতলামি সম্পর্কে আলোকপাতের চেষ্টা করি l আমরা জানি তোতলামি একপ্রকার বাক সমস্যা l তোতলামির ক্ষেত্রে কথা আটকে যায় বা কোনো কোনো সময় একই কথা (অক্ষর) বারংবার উচ্চারিত হয় l ফলস্বরূপ জাতক জাতিকা হীনমণ্যতায় ভোগে বা মানসিক অবসাদের শিকার হয় l সামাজিক ক্ষেত্র বা কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় l

তোতলামির বিভিন্ন কারণ থাকলেও মূল কারণ কথা বলার ক্ষেত্রে প্রয়োজনীয় জিহ্বা, গলার পেশী প্রভৃতি নিয়ন্ত্রণকারী নার্ভের অনিয়ন্ত্রিত কর্মকান্ড যে বিষয়টি মস্তিস্ক থেকে নিয়ন্ত্রিত হয় l

দ্বিতীয় ভাব নির্দেশ করে মুখমন্ডল ও ইন্দ্রিয়সকল l

তৃতীয় ভাব নির্দেশ করে যোগাযোগ, গলা

অষ্টম ভাব নির্দেশ করে সমস্যা

বুধ বাকশক্তি ও যোগাযোগের কারক গ্রহ, বুধ যদি কেতু বা শনির সহিত সম্পর্কিত হয়ে দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, অষ্টম ভাব বা দ্বাদশ ভাবের নির্দেশক হয় বা স্পন্দন যুক্ত এবং লগ্নও উক্ত গ্রহসকলের সহিত সম্পর্কিত হয় তবে তোতলামির  ন্যায় বাক সমস্যা দেখা দেয় l

2 + বুধ = বাক্য (যোগাযোগের অন্যতম একটি মাধ্যম)

3 + 8 + বুধ = যোগাযোগের সমস্যা

2 + 3 + 8 + বুধ + কেতু = বাকসমস্যা (তোতলামি)

অর্থাৎ মূল সূত্রটি হবে ---

2 + 3 + 8 / 12 - বুধ - কেতু / শনি + বায়ু রাশি + বৃষ রাশি / মেষ রাশি

মূলতঃ বাল্যকালে অর্থাৎ শিক্ষা গ্রহণের প্রাক্কালে যদি উক্ত স্পন্দনযুক্ত গ্রহের সহিত সম্পর্কিত গ্রহের দশান্তর্দশা চলে এবং ধীরগতি সম্পন্ন গ্রহ গোচরকালীন সময়ে উক্ত স্পন্দন যুক্ত গ্রহের নক্ষত্র দিয়ে অগ্রগমন করে তখন সাময়িক সময়কালের জন্যে সমস্যা আসলেও তা পরবর্তী অনুকূল সময়কালে রোগমুক্তি ঘটে তবে শনি সম্পর্কিত হলে রোগের দীর্ঘসূত্রীতা নির্দেশ করে l

শনি সম্পর্কিত হওয়ার অর্থ পরিবারের মা - বাবা বা অন্য কারোর এই সমস্যা ছিল অর্থাৎ বংশগত সমস্যা এবং নিরাময়ের সম্ভবনা খুবই কম l




আরও দেখুন ---

Fortuna point --- আপনার সৌভাগ্যের দিশারী

https://modifiedkpastrology.blogspot.com/2020/12/fortuna-point.html


This is one of the stage of how to learn Vedic and Modified KP Astrology.


If you want to know more about Astrology lesson ---

Please comments and to get early notifications --- follow and share this article.






কোন মন্তব্য নেই: