মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

General rullings of marriage in Astrology --- বিবাহ বিচারের সূত্রাবলি

    General rullings of marriage in Astrology          

  সপ্তম ভাব --- বিবাহ বিচারের সাধারণ সূত্রাবলি

বিবাহ বিচার করা হয় সপ্তম ভাব হতে আর বিবাহের কারক গ্রহ হল শুক্র অর্থাৎ সাধারণভাবে সপ্তমভাবের সহিত শুক্র সম্পর্কিত হলে তবেই বিবাহ বিচারে অগ্রসর হওয়া উচিত l বিবাহের সাধারণ সূত্র --- 2+7+11 -শুক্র এবং নিম্নলিখিত সকল সাধারণ সূত্রাবলীর ক্ষেত্রে সপ্তম ভাবের সহিত শুক্র সম্পর্কিত ধরে নেওয়া ---


                               Part  -  l 

 

1) বিবাহ হবে কি না ?    7+11+ শুক্র

2) বিবাহ হবে না ---    7+8+ শনি

3) দেরিতে বিবাহ ---    7+8+11+ শনি

4) স্ত্রীর শরীরস্বাস্থ খারাপ হবে --- 7+8

5) স্ত্রী short hight বা বেঁটে --- 7+8+কেতু

6) প্রেমজ বিবাহ --- 5+7+11 বা 5+7+11+ শুক্র

7) প্রেম কেটে যাবে বা দূরবর্তী প্রেম --- 5+12 বা 5+7+12

8) যোগাযোগের মাধ্যমে দূরবর্তী প্রেম --- 5+7+3+12

9) যোগাযোগের মাধ্যমে সামাজিক বিবাহ --- 7+9+3+11

10) প্রেম হবেই না --- 5+8+ শনিবার কেতু

11) বিবাহ বিচ্ছেদ --- 7+6+12 বা 7+8+12 বা 7+6+8

12) সাময়িক বিচ্ছেদ বা বিচ্ছেদের পর মিলন --- 7+12+11

13) স্ত্রী অসুস্থ --- 7+6+12+ শনি  বা 7+8+ শনি বা 7+6+8+ শনি

14) মধুর দাম্পত্য জীবন --- 1+5+7+11

15) partner দূরে থাকবে বা দূরবর্তী partner এর সঙ্গে বিবাহ --- 7+12

16) বিবাহের স্থান ---

                                  নিকটে --- 7+4/10

                                  দূরে --- 7+12 বা 7+9

17) বিদেশে বিবাহ --- 7+11+3+9+12

18) একাধিক বিবাহ --- 7+11+ বুধ

19)  বিধবার সহিত বিবাহ --- 7+ 11+বুধ+ শনি+ শুক্র

20) অসবর্ণ বিবাহ --- 7+8+ রাহু

21) বয়স্কা স্ত্রী --- 7+8+ শনি

22) স্বজাতিতে বিবাহ --- 7+ শুক্র - বৃহস্পতি

23) বিবাহিত জীবনে অবৈধ সম্পৰ্ক --- 7+5+8+ শুক্র - রাহু/ শুক্র - মঙ্গল/ মঙ্গল - রাহু

24) সন্তানযুক্ত জাতকের সঙ্গে অবৈধ সম্পর্ক --- 7+5+8+ বৃহস্পতি+( রাহু+শুক্র/ রাহু+ মঙ্গল/ শুক্র+ মঙ্গল)

25)  Relative এর সঙ্গে অবৈধ সম্পর্ক --- 7+5+3+8+ শুক্র - রাহু/ শুক্র - মঙ্গল/ মঙ্গল - রাহু

26) বাড়ির মধ্যে Relative এর সঙ্গে অবৈধ সম্পর্ক --- 7+5+3+8+4+ শুক্র - রাহু/ শুক্র - মঙ্গল/ মঙ্গল - রাহু

27) স্ত্রী কর্মরতা/ কর্মস্থলের সহকর্মীর সহিত বিবাহ --- 7+10

28) বিবাহ সূত্রে নগদ প্রাপ্তি --- 2+7+শুক্র+ বৃহস্পতি/ 2+7+11+ শুক্র+ বৃহস্পতি

29) বিবাহসূত্রে আসবাবপত্র প্রাপ্তি --- 4+5+7+ শুক্র+ শনি+ স্থিররাশি

30) বিবাহ সূত্রে গাড়ি/ বাহন প্রাপ্তি --- 4+7+8+ 11+শুক্র+ চররাশি+ দ্বীপদ / চতুস্পদ রাশি 

31) বিবাহ সূত্রে অলংকার প্রাপ্তি --- 2+5+7+11+ শুক্র+ রবি

32) জাতক জাতিকার বয়সের পার্থক্য ---

    *** same age বা close difference --- 7+ চন্দ্র+ বুধ (এক বছরের মধ্যে)

   *** young partner --- 7+ রাহু/ মঙ্গল/ শুক্র( difference 2-5 yrs)

   *** age difference 5-8 yrs --- 7+ রবি/ বৃহস্পতি

  *** age difference 8+ ---7+ শনি

  33) অপরিণত অবস্থায় বিবাহ --- 7+8+11+ চন্দ্র+ বুধ+ শুক্র

34) গোপনে বিবাহ --- 7+11+8+ শুক্র+ কেতু

35) বিবাহের পর চূড়ান্ত সাংসারিক অশান্তি --- 7+4+8/12+রাহু/ মঙ্গল

36) বিবাহের পর ভাগ্য বিপর্যয় --- 7+9+12+শুক্র


                                বিবাহ ভাগ্য

জাতক জাতিকার বিবাহ পরবর্তী জীবন কেমন হবে  ----  খুব ছোট এবং সহজ একটি প্রশ্ন কিন্তু উত্তরের মধ্যেই নিহিত জীবনের সুখ ও শান্তি নামক দুটি মহার্ঘ বিষয়ের প্রাপ্তিযোগের হিসেবনিকেশ,

দেখা যাক সাধারণ ফলাফল কি বলে ---

1) সপ্তমপতি লগ্নে অবস্থান করলে --- অনুগত স্বামী বা স্ত্রী ( জাতিকার chart স্বাপেক্ষে বলা যায় যে জাতিকার শাড়ির আঁচল বড় হবে)

2) সপ্তমপতি দ্বিতীয়ে অবস্থান করলে --- স্বচ্ছল পরিবারে বিবাহ নির্দেশ করে

3) সপ্তমপতি তৃতীয়ে অবস্থান করলে --- নিকট আত্মীয় পরিজন বা সংবাদপত্রে বিজ্ঞাপন বা যোগাযোগের মাধ্যমে বিবাহ

4) সপ্তমপতি চতুর্থে অবস্থান করলে --- গৃহসুখ, দাম্পত্যসুখ, চরিত্রবতী/ চরিত্রবান অনুগত স্বামী/ স্ত্রী লাভ নির্দেশ করে

5) সপ্তমপতি পঞ্চমে অবস্থান করলে --- দাম্পত্য জীবনে প্রেম প্রীতি ও ভালোবাসার আধিক্য পরিলক্ষিত হয়

6) সপ্তমপতি ষষ্ঠে অবস্থান করলে --- স্বাস্থহীনতা ও শত্রুতার সম্পৰ্ক নির্দেশ করে

7) সপ্তমপতি সপ্তমে অবস্থান করলে --- দাম্পত্য জীবনে কামভাব প্রবল হয়, যদি মঙ্গল বা শুক্র থাকে বা দুটি গ্রহই থাকে তবে কামজ ভালোবাসার আধিক্য পরিলক্ষিত হয়

8) সপ্তমপতি অষ্টমে অবস্থান করলে --- দাম্পত্য জীবনে মানষিক বৈষম্য নির্দেশ করে

9) সপ্তমপতি নবমে অবস্থান করলে --- ভাগ্যবতী/ ভাগ্যবান জীবনসঙ্গী নির্দেশ করে

10) সপ্তমপতি দশমে অবস্থান করলে --- সাংসারিক ও পারিবারিক সুখলাভ নির্দেশ করে

11) সপ্তমপতি একাদশে অবস্থান করলে --- বিবাহের পর ভাগ্যোদয় ও সুখলাভ নির্দেশ করে

12) সপ্তমপতি দ্বাদশে অবস্থান করলে --- বিচ্ছেদ প্রবণতা ও উভয়ের মধ্যে শারীরিক ও মানষিক দূরত্ব নির্দেশ করে

উপরিউক্ত ফলাফল---  সম্পর্কিত ভাব সকল ও গ্রহের সংযুক্তির উপর নির্ভরশীল এবং জ্যোতিষ শিক্ষার্থীদের / অনুরাগীদের জন্যে প্রাথমিক পাঠ সুতরাং পাঠকবর্গ অনুগ্রহ করে প্রভাবিত হবেন না কারণ প্রতিটি রাশিচক্রের গ্রহ ও ভাবের নিদেশনামার উপর সুনির্দিষ্ট ফলাফল নির্ভর করে l

আরও দেখুন ---

Fortuna point --- আপনার সৌভাগ্যের দিশারী

https://modifiedkpastrology.blogspot.com/2020/12/fortuna-point.html


This is one of the stage of how to learn Vedic and Modified KP Astrology.


If you want to know more about Astrology lesson ---

Please comments and to get early notifications --- follow and share this article.




                      


কোন মন্তব্য নেই: