FORTUNA POINT বা সৌভাগ্য বিন্দু
আপনি কি জানেন আপনার সৌভাগ্য কখন --- কোন দিক থেকে উদয় হবে --- দেখুন আপনার সৌভাগ্য বিন্দু কি বলছে?
জ্যোতিষ সম্পর্কিত কৃষ্ণমূর্তি পদ্ধতির একটি অন্যতম বিষয় হল Fortuna point l এই Fortuna point থেকে জাতকের সৌভাগ্য কোন ভাব থেকে উদয় হবে তা জানা যায় l বর্তমান পরিস্থিতিতে মানুষ আজ মানসিক ও অর্থনৈতিক দিক থেকে বিপর্যস্থ --- সঙ্গে যুক্ত হয়েছে সন্তানের বিদ্যাশিক্ষা সংক্রান্ত সমস্যা, চাকুরী সংক্রান্ত সমস্যা,সাংসারিক সমস্যা প্রভৃতি l কখন হবে আপনার হতাশার অবসান আর কোন দিক থেকে হবে আপনার সৌভাগ্যের সূচনা --- তা নির্দেশ করে ফরচুনা (Fortuna)l Fortuna র অপর নাম হল Pars Fortuna --- এটি রাশিচক্রের অন্যতম বিশেষ বিন্দু ও সাফল্যের দিশারী l Fortuna র অর্থ হল সৌভাগ্য l
Fortuna নির্ণয়ের পদ্ধতি ---
আমাদের জন্ম রাশিচক্র 12টি ভাব, নয়টি গ্রহ ও লগ্নবিন্দু নিয়ে গঠিত l সর্বপ্রথম রাশিচক্রের লগ্ন বিন্দুর sign, degree, minute এর সহিত চন্দ্রের sign, degree, minute যোগ করে তার থেকে রবির sign, degree, minute বিয়োগ করতে হবে l যদি লগ্নবিন্দু ও চন্দ্রের sign, degree, minute এর যোগফল রবি অপেক্ষা কম হয় তবে লগ্নবিন্দু ও চন্দ্রের যোগফলের সহিত 12 sign যোগ করে নিতে হবে l জ্যোতিষ মতে মেষ রাশিকে 0 sign ধরে পরবর্তী রাশিগুলিকে যথাক্রমে 1,2,3,4, --- হিসাবে, লগ্নবিন্দু/ লগ্নস্ফুট ও চন্দ্রোষ্ফুটের যোগফল থেকে রবিষ্ফুটের বিয়োগফলকে sign- degree-minute এ convert করলে যে স্ফুট আমরা পাবো, তাহাই Fortuna point বা সৌভাগ্য বিন্দু l এবার দেখতে হবে বিয়োগফলের স্ফুটটি কোন sign/ রাশিতে পড়েছে অর্থাৎ আপনার জন্ম রাশিচক্রের কোন ভাবে অবস্থিত এবং উক্ত ভাব থেকেই বিচার্য কোন বিষয়কে কেন্দ্র করে হবে আপনার ভাগ্যোদয় ?
উদাহরণ স্বরূপ ধরা যাক কোনও জাতকের জন্ম লগ্নস্ফুট মেষ রাশির 16° 37´, চন্দ্রস্ফুট বৃষ রাশির 11° 45´ এবং রৰিস্ফুট কন্যা রাশির 13° 46´
অর্থাৎ জাতকের Fortuna Point বা সৌভাগ্য বিন্দু হবে ধনু রাশির 14° 26´
এক্ষেত্রে জাতকের লগ্ন অনুসারে নবম ভাবে অবস্থিত Fortuna Point, নবম ভাব নির্দেশ করে ভাগ্য অর্থাৎ ভাগ্যের সহায়তা জাতক অনুকূল দশান্তর্দশায় সর্বদাই পাবেন l বিশেষ করে উচ্চশিক্ষার মাধ্যমে সাফল্য প্রাপ্তি নির্দেশ করছে l
দ্বাদশ ভাব স্বাপেক্ষে Fortuna Point/সৌভাগ্য বিন্দু কিরূপ ফল প্রদান করে ?
*** সৌভাগ্য বিন্দু লগ্নে অবস্থিত হলে জাতক স্বীয় প্রচেষ্টায় উন্নতির শিখরে পৌঁছাবে l
*** সৌভাগ্য বিন্দু দ্বিতীয়ে অবস্থিত হলে জাতকের অর্থনৈতিক অবস্থা ভালো হবে l পরিবারের সাথে সুসম্পর্ক থাকবে l ধনসম্পত্তির মালিক হবে l ভালো বক্তৃতা দেবার ক্ষমতা থাকবে l
*** সৌভাগ্য বিন্দু তৃতীয়ে অবস্থিত হলে জাতক খুব অল্প সময়ের মধ্যে উচ্চমহলের সাথে যোগাযোগের মাধ্যমে জীবনে উন্নতি করবে l কোনও বিখ্যাত ব্যাক্তির সহিত যোগাযোগ ঘটে l এজেন্সি মূলক ব্যবসা থেকে বা ভাইবোনের সাহায্যে ভাগ্যোন্নতি ঘটে l
*** সৌভাগ্য বিন্দু চতুর্থে অবস্থিত হলে জাতকের প্রাথমিক শিক্ষায় উন্নতি ঘটে l মায়ের সহিত সুসম্পর্ক থাকে এবং মাতৃসূত্রে সম্পত্তি লাভ হয় l
*** সৌভাগ্য বিন্দু পঞ্চমে অবস্থিত হলে জাতক সন্তান সুখে সৌভাগ্যশালী হন l শেয়ার ও ফাটকা মূলক বিষয়াদি হতে লাভবান হতে পারেন l এছাড়া নাচ, গান, অভিনয়, ছবি আঁকা, শিল্প চর্চা প্রভৃতি বিষয়ে সাফল্য নির্দেশ করে l
*** সৌভাগ্য বিন্দু ষষ্ঠে অবস্থিত হলে জীবনে চাকুরীর মাধ্যমে উন্নতি l সহজেই লোন প্রাপ্তির সম্ভবনা l
*** সৌভাগ্য বিন্দু সপ্তমে অবস্থিত হলে জাতকের বিবাহের পর উন্নতি নির্দেশ করে l ব্যবসায়িক সাফল্য বা অংশীদারি ব্যাবসায় সাফল্য নির্দেশ করে l
*** সৌভাগ্য বিন্দু অষ্টমে অবস্থিত হলে জাতক উত্তরাধিকার সূত্রে লাভবান হন, বৈবাহিক সূত্রে প্রাপ্তি নির্দেশ করে, অপরিচিত ব্যাক্তির কাছ থেকে সাহায্য প্রাপ্তি, উইল সূত্রে প্রাপ্তিযোগ, বিনা পরিশ্রমের লাভবান হওয়া নির্দেশ করে l
*** সৌভাগ্য বিন্দু নবমে অবস্থিত হলে পিতার সহিত সুসম্পর্ক, জীবনে ভাগ্যের সহায়তা পাওয়া, উচ্চশিক্ষার মাধ্যমে, গুরুগিরির দ্বারা ও দার্শনিক সুলভ মানসিকতা জাতকের জীবনে সাফল্য আনয়ন করে l নবমে Fortuna র অর্থ হল ভাগ্যস্থানে ভাগ্যদেবী অর্থাৎ না চাইতেও জাতক জীবনে অনেক কিছু পেয়ে যায় এবং ঈশ্বরের আশীর্বাদ বা কৃপা বা অনুগ্রহ পেয়ে থাকেন --- যা তিনি অন্তরে অনুভব করেন l
*** সৌভাগ্য বিন্দু দশমে অবস্থিত হলে জাতক কর্মের মাধ্যমে নাম, যশ, খ্যাতি লাভ করবে l উচ্চপদস্থ ব্যাক্তির আনুকূল্য পাবে l জনপ্রিয়তা পাবে l
*** সৌভাগ্য বিন্দু একাদশে অবস্থিত হলে জাতক সর্বক্ষেত্রেই সফলতা পাবে বিশেষ করে বন্ধুদের সহায়তা জীবনে সাফল্যের অন্যতম সহায়ক হয়ে ওঠে l
*** সৌভাগ্য বিন্দু দ্বাদশে অবস্থিত হলে জাতক জন্মস্থান হতে দূরবর্তী স্থানে বা বিদেশে সাফল্য পান এবং বিনিয়োগে সাফল্য আসে l
এবার প্রশ্ন হল জাতক কখন পাবে সাফল্য ?
প্রথমেই দেখা যাক Fortuna Point, ধনু 14° 26´ অর্থাৎ Fortuna Point এর নক্ষত্রপতি ও সাবপতি উভয়েই শুক্র l তাহলে জাতক কি শুক্রের দশা ও শুক্রের অন্তর্দশায় সাফল্য পাবে --- না তার কোনও সম্ভবনা নেই কারণ জাতকের জন্ম চন্দ্রের দশায়, জাতকের শুক্রের দশা পাওয়ার সম্ভবনা এ জীবনে খুবই কম আর পেলেও সেই বয়সে সাফল্য পাওয়া --- নৈব নৈব চ l Fortuna Point বা সৌভাগ্য বিন্দুর ফলাদেশের নিয়ম হল Fortuna Point এর নক্ষত্রপতি ও সাবপতির দশান্তর্দশায় জাতক জাতিকা সাফল্য পাবে --- যা এই জাতকের ক্ষেত্রে প্রায় অবাস্তব ব্যাপার এবং Fortuna Point এর ফলাদেশ না মেলার অন্যতম কারণ এটাই l এর ফলস্বরূপ জ্যোতিষশাস্ত্রের উপর মানুষের আস্থা হারিয়ে ফেলা l
আরও দেখুন ---How to learn Modified KP Astrology ?
https://modifiedkpastrology.blogspot.com/2020/11/how-to-learn-astrology.html
তাহলে আমরা Fortuna Point সংক্রান্ত ফলাদেশ কিভাবে করবো ?
প্রথমেই আসি গ্রহরা কিভাবে ফল দেয় এবং একটি গ্রহ কিভাবে অন্যান্য গ্রহদের সহিত সম্পর্কিত হয় ---আর আমরা একটি গ্রহের বলবত্তা বা শুভত্ব -অশুভত্ব কি ভাবে বুঝবো আর গ্রহটিই বা কিভাবে ফল দেবে ?
একটি গ্রহ তা নৈসর্গিক শুভ বা অশুভ, নীচস্থ বা তুঙ্গস্থ যাই হোক না কেন - বিচার সর্বদা নিরপেক্ষ হতে হবে l শনি, রাহু মানেই অশুভ আর বৃহস্পতি মানেই শুভ তা কেন ? একটি বিষয় সর্বদাই মনে রাখবেন যে কোনো অঙ্কিত রাশিচক্রে প্রত্যেকটি গ্রহেরই কিছু শুভত্ব কিছু অশুভত্ব আছে, চূড়ান্ত শুভ বা অশুভ গ্রহ বলে কিছু হওয়া সম্ভবপর নয় l
* সর্বপ্রথম দেখতে হবে বিচার্য গ্রহটি কোন গ্রহের নক্ষত্রে আছে, উক্ত নক্ষত্রপতির নক্ষত্রে আর কোনো গ্রহ আছে কি না ?
* বিচার্য গ্রহটির নক্ষত্রে কোনো গ্রহ আছে কি না ?
* বিচার্য গ্রহটি কোন কোন গ্রহদের সহিত পেক্ষা/দৃষ্টি .(সনাতন দৃষ্টি ও Western Aspects) আবদ্ধ ?
*** সংশোধিত কৃষ্ণমূর্তি পদ্ধতির ক্ষেত্রে এর সঙ্গে যুক্ত হবে
* বিচার্য গ্রহটি কোন কোন ভাবের সাবপতি ?
* বিচার্য গ্রহটির নক্ষত্রে অবস্থিত গ্রহ কোন কোন ভাবের সাবপতি ?
* বিচার্য গ্রহটির সাবে অবস্থিত গ্রহটি কোন কোন ভাবের সাবপতি ?
অর্থাৎ একটি গ্রহের শুভত্ব-অশুভত্ব নির্ণয় করতে হলে বা গ্রহটির সঠিক নিদেশনামা পর্যবেক্ষণ করতে হলে অনেকগুলি পর্যায়কে বিচারের আওতায় আনতে হয় l
ধরা যাক বিচার্য গ্রহটি বৃহস্পতি কন্যা রাশিতে, চন্দ্রের নক্ষত্রে শুক্রের সাবে অবস্থিত l চন্দ্রের নক্ষত্রে রবি আর বৃহস্পতির নক্ষত্রে চন্দ্র ও শনি অবস্থিত l বৃহস্পতি দ্বিতীয় ও একাদশ ভাবের সাবপতি, চন্দ্র পঞ্চম ও অষ্টম ভাবের সাবপতি, শুক্র দ্বাদশ ভাবের সাবপতি l
তাহলে বৃহস্পতি 2,11 র নির্দেশক হওয়া স্বত্তেও কি কেবলমাত্র শুভ ফলদাতা গ্রহ ? না তা নয়, কারণ বৃহস্পতির নক্ষত্রপতি চন্দ্র 5, 8 এবং সাবপতি শুক্র 12 ভাবের স্পন্দনযুক্ত/নির্দেশক l বৃহস্পতি যেহেতু চন্দ্র, শুক্র, বুধ, শনি, রবির সহিত সম্পর্কিত (বুধের অপর রাশি মিথুনে কোনো গ্রহ অবস্থিত হলে তাও বৃহস্পতির সঙ্গে সম্পর্কিত হতো এবং বৃহস্পতির সঙ্গে পেক্ষা দ্বারা যুক্ত গ্রহরাও সম্পর্কিত হতো) সেহেতু বৃহস্পতিকে আমরা কখনোই কেবলমাত্র শুভ ফলদাতা গ্রহ বলতে পারি না, কারণ সম্পর্কিত গ্রহ চন্দ্র 8 এর এবং শুক্র 12 এর নির্দেশক হওয়ায় বৃহস্পতির নির্দেশনামায় 2,11 স্পন্দন স্বাপেক্ষে 8,12 স্পন্দনও উপস্থিত l এরূপে যেকোনো রাশিচক্রের প্রায় প্রত্যেকটি গ্রহই অধিকাংশ গ্রহের সহিত সম্পর্কিত l সুতরাং প্রত্যেকটি গ্রহের মধ্যেই শুভাশুভ ফলদানের ক্ষমতা আছে - কোনো গ্রহই সম্পূর্ণ শুভ বা অশুভ হয় না বা সম্ভবপর নয় l এরূপে বৃহস্পতি যেমন অশুভ হতে পারে ঠিক একইভাবে রাহু বা শনি শুভ ফলদাতা গ্রহ হতেই পারে l
এবার আসি উপরিউক্ত জাতকের রাশিচক্রের গ্রহসন্নিবেশ সম্পর্কে, জাতকের মেষ লগ্ --- ,লগ্নে শনি শুক্রের নক্ষত্রে, দ্বিতীয় চন্দ্র নিজ নক্ষত্রে, পঞ্চমে শুক্র নিজ নক্ষত্রে এবং কেতু রবির নক্ষত্রে, ষষ্ঠে রবি, বুধ ও বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে, নবমে লগ্নপতি মঙ্গল কেতুর নক্ষত্রে, একাদশে রাহু বৃহস্পতির নক্ষত্রে l
দেখুন Fortuna Point এর নক্ষত্রপতি ও সাবপতি শুক্র, তাহলে শুক্রের সহিত সম্পর্কিত গ্রহগুলিকে দেখা দরকার l শনি শুক্রের নক্ষত্রে, শুক্রের নক্ষত্রে অন্য কোনও গ্রহ নেই, শুক্রের রাশিতে চন্দ্র, শুক্র কেতুযুক্ত, --- রবির রাশিতে, শনির রাশিতে রাহু অর্থাৎ শুক্রের সহিত সম্পর্কিত গ্রহরা হল শনি, কেতু, চন্দ্র ও রাহু l
শুক্রের নক্ষত্রে শনি অর্থাৎ শনির দশা বা অন্তর্দশা অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাহু শনির রাশিতে অর্থাৎ শনির প্রতিনিধি, রাহু বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির ফল রাহু প্রদান করবে l চন্দ্রের দশায় জাতকের জন্ম হলে সাফল্য পাওয়ার সময় কোনগুলি ?
রাহু - বৃহস্পতি,
রাহু - শনি,
রাহু - কেতু
রাহু - শুক্র
রাহু - চন্দ্র
বৃহস্পতি - শনি
বৃহস্পতি - কেতু
বৃহস্পতি - শুক্র
বৃহস্পতি - চন্দ্র
শনি - শনি
শনি - কেতু
শনি -শুক্র
শনি - চন্দ্র
শনি - রাহু
শনি - বৃহস্পতি
এগুলি হল সম্ভাব্য দশান্তর্দশা, গ্রহের নির্দেশনামা ও গোচর স্বাপেক্ষে ফলাদেশ করলে তা মিলতে বাধ্য lগ্রহের নির্দেশনামা নির্দেশ করবে কোন দিক থেকে সাফল্য আসবে আর দশান্তর্দশা নির্দেশ করবে অনুকূল সময় l
আরও দেখুন ---
ভাবস্ফুট পদ্ধতির অনুশাসন অনুসারে একটি বিবাহ বিচার
This is one of the stage of how to learn Vedic and Modified KP Astrology.
If you want to know more about Astrology lesson ---
Please comments and to get early notifications --- follow and share this article.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন