Modified KP Astrology rullings লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Modified KP Astrology rullings লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

Cuspal Sublord and their significance (Lesson 1 --- Part -4 )

 

Modified KP Astrology  

        Astrology Rullings

       Lesson 1 ---  ( Part -4 )

Modified KP Astrology Rullings





 Cuspal Sublord and their significance of sixth  house : ---

1 + 1 =

লগ্নের sublord লগ্নের significator হলে (KP Astrology- র ক্ষেত্রে) জাতক স্বাস্থ্যের ব্যাপারে যত্নবান হবে l রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে l স্বচেষ্টায় সাফল্য লাভ হবে l

সনাতন বা বৈদিক Astrology র ক্ষেত্রে ধরতে হবে লগ্নপতি লগ্নে অবস্থিত/থাকলে জাতক স্বাস্থ্যের ব্যাপারে যত্নবান হবে l রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে l স্বচেষ্টায় সাফল্য লাভ হবে l

     ***   ( আমি KP  ও  Modified KP Astrology - র rullings  বলছি, আপনারা প্রথমটার মত সব rullings- এর জন্যে --- সনাতন বা বৈদিক জ্যোতিষের ক্ষেত্রে sublord এর জায়গায় ভাবপতি ধরে নেবেন  )


6+1=

জাতক শারীরিক অসুস্থতায় ভুগবে, রোগপ্রতিরোধ ক্ষমতাকে কম হবে, রুগ্ন চেহারা হবে l

6+2 =

বাঁধাধরা স্থায়ী কাজের মাধ্যমে অর্থলাভ, অর্থের ব্যাপারে ঋণ পাবে/ঋণগ্রস্থ হবে, অর্থের ব্যাপারে পরিশ্রমী হবে শ্রমিক বা শ্রমবিভাগ থেকে অর্থলাভ, প্রতিযোগিতা মূলক বিষয় থেকে অর্থলাভ, অর্থের বিষয়ে/কারণে শত্রুতা নির্দেশ করে l

6+3 =

আত্মীয়স্বজন বা প্রতিবেশীর সঙ্গে শত্রুতা, ভাইবোনের সঙ্গে শত্রুতা, কর্মের যোগাযোগ, নিকট স্থানে ভ্রমণ করতে গিয়ে অসুস্থ হয়ে পরা, মানষিক দ্বন্দ্ব, মানষিক উদ্বিগ্নতা, ভ্রাতাভগ্নির অসুস্থতা, বীরত্ব প্রদান করতে গিয়ে শত্রুতা, অপরকে অহেতুক সন্দেহ করা বা সন্দেহবাতিক মানসিকতা( বুধ+ 3+6) l তৃতীয় ভাব যে যে অঙ্গপ্রতঙ্গ নির্দেশ করে যেমন গলা, ফুসফুস, নাক, কান, ঘাড়  - প্রভৃতি ক্ষেত্রের রোগভোগ নির্দেশ করে l

6+4 =

এই যোগে মাতার স্বাস্থহানী, মায়ের সঙ্গে শত্রুতা বা মায়ের দ্বারা শত্রুতা, জমিজমা সংক্রান্ত ব্যাপারে মামলা-মোকদ্দমা, প্রতিযোগিতামূলক বিষয়ে বা চাকরি সংক্রান্ত বিষয়ে পড়াশোনা নির্দেশ করে l এছাড়া ভাড়াবাড়িতে থাকা, গৃহে চুরি বা ভৃত্যদের থাকবার ঘর, জমি বাড়ি নিয়ে শত্রুতা, বাড়ি, গাড়ি, পুকুর, জায়গা-জমি লিজ বা নেওয়া  নির্দেশ করে l

6+5 =

এই যোগে সন্তানের স্বাস্থ্য খারাপ হবে, জাতক বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত হবেন, মহিলা দ্বারা বা কতৃক শত্রুতা নির্দেশ করে l প্রেমজ সম্পর্কে চ্ছেদ বা শত্রুতা, সন্তানের সঙ্গে শত্রুতা-মামলা মোকদ্দমা, ভাড়াটিয়ার সহিত প্রেম, প্রেমের কারণে শত্রুতা, ভৃত্য বা কর্মচারীর সহিত প্রেম,(5+6+শনি), শিল্পকলা, মেধা, শিল্প, ক্রীড়া প্রভৃতি বিষয়ে প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা নির্দেশ করে l পঞ্চম ভাব যে সকল অঙ্গপ্রতঙ্গ নির্দেশ করে সেইসকল অঙ্গপ্রতঙ্গে ব্যাধি বা রোগভোগ যেমন পেটের রোগ, লিভার, পাকস্থলী, পিত্ত, অগ্ন্যাশয় সংক্রান্ত সমস্যা, মানষিক রোগ নির্দেশ করে l

6+6=

এই যোগে রোগ, শত্রুতা, মামলা মোকদ্দমা, প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা নির্দেশ করে l এছাড়া বাঁধাধরা কর্ম নির্দেশ করে l

6+7=

এই যোগে ব্যবসা ক্ষেত্রে দ্বন্দ্ব, ব্যাবসায়িক প্রতিদ্বন্দ্বিতা, ব্যাবসায়িক শত্রুতা, ব্যাবসার কারণে ঋণ, ব্যাবসায় ক্ষতি, কোনও ব্যাক্তির সাথে প্রকাশ্যে শত্রুতা, বিবাহের ব্যাপারে মানষিক দ্বন্দ্ব, স্ত্রীর সহিত শত্রুতা, বিবাহ বিচ্ছেদ, স্ত্রীর সহিত মামলা মোকদ্দমা, স্বামী বা স্ত্রীর শারীরিক অসুস্থতা বা রুগ্ন স্বামী বা স্ত্রী লাভ/প্রাপ্তি, স্বামী বা স্ত্রীর শারীরিক অসুস্থতার কারণে দাম্পত্য অশান্তি, ব্যাবসায়িক অংশীদারের সাথে শত্রুতা প্রভৃতি নির্দেশ করে l

6+8=

এই যোগে মামলা মোকদ্দমা বা ষড়যন্ত্রে লিপ্ত হওয় বা জড়িয়ে পড়া, কোনও প্রকার দীর্ঘমেয়াদি জটিল, স্থায়ী ও দুরারোগ্য কঠিন ব্যাধি, রোগের কারণে অস্ত্রপ্রচার, তান্ত্রিক ক্রিয়াকলাপ দ্বারা রোগগ্রস্থ হওয়া, ভাড়া সংক্রান্ত কারণে বিপদগ্রস্থ হওয়া, বিষাক্ত কীটপতঙ্গ বা দংশক প্রাণী দ্বারা আক্রান্ত হওয়া, শত্রুতার সৃষ্টি হওয়া বা শত্রু দ্বারা ক্ষতি, বিপদগ্রস্থ হওয়া, আঘাতে ক্ষত সৃষ্টি হওয়া নির্দেশ করে l

6+9=

এই যোগে পিতার অসুস্থতা, পিতার সহিত ঝামেলা বা শত্রুতা বা মতের অমিল, কোনও উচ্চপদে উপনীত হওয়ার জন্যে প্রতিযোগিতা মূলক ভাবে অংশগ্রহণ করা, কোনও অপরিচিত ব্যাক্তি বা বিদেশি ব্যাক্তি, উচ্চপদস্থ ব্যাক্তির সহিত শত্রুতা, ধর্মীয় ব্যাপারে দ্বন্দ্ব বা মতপার্থক্য, উচ্চশিক্ষা বা গবেষণার ক্ষেত্রে নিরলস পরিশ্রম, বংশানুক্রমিক রোগব্যাধি প্রভৃতি নির্দেশ করে l

6+10=

এই যোগে বাধাধরা কর্ম বা চাকুরী নির্দেশ করে l এছাড়া কর্মস্থলে শত্রুতা, কর্মের কারণে ঋণ, কর্মের কারণে শত্রুতা, কর্মের সঙ্গে ভাড়া দেওয়া বা নেওয়ার ব্যাপার, কর্মের কারণে অসুস্থতা, অতিরিক্ত পরিশ্রম, রোগব্যাধি চিকিৎসার সঙ্গে যুক্ত কর্ম, কর্মসংক্রান্ত কারণে মামলা মোকদ্দমা, কর্মে পরিশ্রমের কারণে অসুস্থতা নির্দেশ করে l

6+11=

এই যোগে খেলাধুলা, প্রতিযোগিতা মূলক ব্যাপারে সাফল্য, মামলা মোকদ্দমায় জয়লাভ, ইলেক্শনে জয়লাভ বা সাফল্য, শত্রুজয়, ভৃত্যের থেকে সাহায্য বা ভৃত্যের সাহায্যে সাফল্য প্রাপ্তি, বাঁধাধরা কর্মে উন্নতি, ঋণ শোধ, শত্রুতা বা দ্বন্দ্ব সফলতার কারণ হয়ে দাঁড়াতে পারে, সফলতা জীবনে শত্রুতার কারণ হতে পারে l

6+12=

এই যোগে রোগব্যাধির কারণে শয্যাশায়ী অবস্থা, hospitalisation, ব্যার্থ শ্রম, অসাফল্য, শত্রুদ্বারা ক্ষতি, ঋণগ্রস্থ অবস্থা, শত্রুতার কারণে ক্ষতি, বিদেশে গিয়ে অসুস্থ হয়ে পড়া, ঋণ পরিশোধ, ভৃত্যের সাথে বিচ্ছেদ, প্রতিযোগিতা মূলক ব্যাপারে অসাফল্য বা পরাজয়, দেউলিয়া হয়ে যাওয়া, ব্যাধির কারণে অঙ্গহানি, মামলায় বা ভোটে পরাজয় এবং অপরকে ধার দেওয়া নির্দেশ করে l


 Cuspal Sublord and their significance of seventh house : ---


7+1 =

জাতক নারী- পুরুষ নির্বিশেষে সকলের সাথে মিশতে ভালোবাসবে l জাতক জীবন সঙ্গী/সঙ্গিনীর বাধ্য হবে l ব্যাবসায় partner নির্দেশ করে l সকলের সাথে সুসম্পর্ক থাকবে l

7+2 =

ব্যাবসার মাধ্যমে উপার্জন নির্দেশ করে l বিবাহ সূত্রে আয়/আর্থিক উন্নতি,  partner সূত্রে আয় বা অর্থপ্রাপ্তি নির্দেশ করে l বিবাহে পরিবারের মতামত থাকবে l আর্থিক কারণে কোনও ব্যাক্তির সাথে লেনদেন সম্পৰ্ক তৈরী হবে l

7+3 =

এই যোগে দেখেশুনে বিবাহ বা বিজ্ঞাপনের মাধ্যমে বিবাহ, চুক্তি বা সই এর মাধ্যমে বিবাহ, বিবাহের যোগাযোগ, এজেন্সী ব্যবসা, ভাইবোনের বিবাহ, ব্যাবসায়িক যোগাযোগ, লেনদেন বা কোনও ব্যাক্তির সহিত টেলিফোন, ডাকযোগেরবা ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ বাণিজ্যিক যোগাযোগ প্রভৃতি নির্দেশ করে l জাতক জনসংযোগ মূলক কর্মের সাথে যুক্ত থাকতে পারে বা জাতকের জনসংযোগ ক্ষমতা ভালো হয় l এই যোগ স্ত্রী বা ব্যাবসায়িক পার্টনারের সাথে সব বিষয়ে খোলাখুলি আলোচনা নির্দেশ করে l ব্যাবসায় কাস্টমারের সহিত সুসম্পর্ক ও যোগাযোগ নির্দেশ করে l স্ত্রী সহ ভ্রমণ, break journey, পার্টনার এর মত বা সিদ্ধান্ত মেনে নেওয়া ও আত্মীয়পরিজন বা জ্ঞাতির মধ্যে বিবাহ নির্দেশ করে l

7+4  =

এই যোগে ব্যাবসার জায়গা, ব্যাবসার কারণে গৃহ নির্মাণ,  গৃহে ব্যবসা, ব্যাবসায়িক প্রতিষ্ঠান নির্দেশ করে l মাতা বা মাতৃস্থানীয়া কারোর ব্যবসা, পড়াশোনা/বিদ্যাশিক্ষা সংক্রান্ত ব্যবসা, বাসস্থানের নিকটবর্তী এলাকায় বিবাহ যোগ, জায়গা জমি, গাড়ি  বাড়ি সংক্রান্ত ব্যবসা, অন্যের সম্পত্তি, স্বামী বা স্ত্রীর সম্পত্তি নির্দেশ করে l মাতার সহিত বৌমা/জামাইয়ের সুসম্পর্ক থাকবে

7+5 =

এই যোগে অন্যের সান্নিধ্যে মানসিক শান্তি ও আনন্দ, কারো সাথে প্রেমজ সম্পৰ্ক বা প্রেমজ বিবাহ, সুন্দর বিবাহিত জীবন বা সুখী দাম্পত্য জীবন, বিবাহিত জীবনে রোমান্টিকতা, পুনর্মিলন, স্ত্রী সূত্রে লাভ, বিপরীত লিঙ্গের প্রতি তীব্র আকর্ষণ, প্রেম নিবেদন, নিজেস্ব পছন্দে বিবাহ, বিবাহিত জীবনে মানসিক ও শারীরিক তৃপ্তি লাভ, বিবাহিত জীবনে পর্যাপ্ত রোমান্স, অপরের ভালোবাসা লাভ, সন্তানের বিবাহ, জাতক মিশুকে হবে অর্থাৎ অপরের সাথে খুব সহজেই মিশতে পারবে এবং সকলেই পছন্দ করবে l সন্তানের সহিত মাতাপিতার সম্পর্ক ভালো থাকবে l

7+7=

এই যোগে নিজের থেকে অধিক যোগ্যতা সম্পন্ন বা ক্ষমতা সম্পন্ন বা শারীরিক সুস্থতা সম্পন্ন পার্টনার লাভ এবং সুন্দর শুভ দাম্পত্য জীবন নির্দেশ করে l

7+8=

এই যোগে জীবনসঙ্গী থেকে নৈরাশ্য বা হতাশা নির্দেশ করে l বিরক্ত প্রদানকারী জীবনসঙ্গী, উশৃঙ্খল-বর্বর-অত্যাচারী-দুষ্টবুদ্ধি সম্পন্ন জীবনসঙ্গী, বেশি বয়সে বিবাহ, বিবাহে বাধা, বিবাহ না হওয়া, বিবাহ নিয়ে দুশ্চিন্তা, মানষিক চাপ বা চাপে পড়ে বা কোনও প্রকার কেলেঙ্কারির কারণে বিবাহ, অসবর্ণ বিবাহ, বিবাহিত জীবনে অশান্তি-কলহ-মারামারি-রক্তপাত, জীবনসঙ্গীর শারীরিক খুঁত, কুৎসিত জীবনসঙ্গী, দাম্পত্য কলহ, বিবাহিত জীবনে দুর্ঘটনা, বৈধব্য যোগ, অসামাজিক বিবাহ, গোপন বিবাহ, বিকলাঙ্গ স্বামী বা স্ত্রী লাভ, বিবাহিত জীবনে কোনোপ্রকার প্রতিবন্ধকতা বা অপরিপূর্ণতা নির্দেশ করে l এছাড়া কোনও ব্যাক্তি দ্বারা ষড়যন্ত্র-ক্ষতি বা প্রতিদ্বন্ধির ক্ষতি বা ব্যাবসায় ক্ষতি নির্দেশ করে l

7+9=

এই যোগে দেখেশুনে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ, জীবনসঙ্গী ধার্মিক, সৎ, শিক্ষিত ও উচ্চ আদর্শের হবে l এই যোগে বিজাতীয় বা অন্য ধর্মের স্বামী বা স্ত্রী প্রাপ্তি হয়, বয়সের তুলনায় বড় স্বামী বা স্ত্রী লাভ নির্দেশ করে l দেশের মধ্যে দূরবর্তী স্থানে বিবাহ নির্দেশ করে l জীবনসঙ্গীর সহিত পিতার সুসম্পর্ক গুরুস্থানীয় কারো বিবাহ নির্দেশ করে l এই যোগে স্বামী স্ত্রীর দূরভ্রমণ ও আন্তর্জাতিক বাণিজ্য নির্দেশ করে l

7+10=

এই যোগে ব্যবসা নির্দেশ করে l এছাড়া স্বামী বা স্ত্রীর ব্যাক্তিগত কর্ম, কর্মসূত্রে বিবাহ, বিবাহের কারণে সমাজে নাম যশ প্রাপ্তি, আভিজাত্যপূর্ণ বনেদি বংশে বিবাহ এবং কর্মে অংশীদার নির্দেশ করে l

7+11=

এই যোগে বিবাহ হওয়ার মত শুভ পরিস্থিতি বা বিবাহ হওয়া  নির্দেশ করে l বিবাহিত জীবনে সফলতা ও সৌভাগ্য নির্দেশ করে l জীবনসঙ্গী দ্বারা সাহায্য ও উপকৃত হওয়া নির্দেশ করে l স্থায়ী বন্ধু ও উপকারী বন্ধু লাভ, মন মতো স্বামী বা স্ত্রী লাভ, সুখকর দাম্পত্য বা বিবাহিত জীবন, অটুট দাম্পত্য সম্পর্ক, স্বামী - স্ত্রীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পৰ্ক, স্বামী বা স্ত্রীর সুস্বাস্থ, সাফল্য, উন্নতি এছাড়া বাণিজ্যিক সাফল্য নির্দেশ করে l

7+12=

এই যোগে দূরে বিবাহ, বিদেশে বিবাহ, বিবাহ বিচ্ছেদ, পালিয়ে গিয়ে বিবাহ, অসুস্থ স্বামী বা স্ত্রী লাভ নির্দেশ করে l জীবনসঙ্গী নিরুদ্দেশ হয়ে যাওয়া, পালিয়ে যাওয়া, কিডন্যাপ হওয়া, মারা যাওয়া নির্দেশ করে l স্বামী বা স্ত্রীর অসুস্থতা, শারীরিক বা মানষিক আকর্ষণহীন বিবাহিত জীবন, জীবনসঙ্গীর কারণে ব্যায় বা ক্ষতি নির্দেশ করে l জীবনসঙ্গীর দ্বারা গুপ্ত শত্রুতা, অসুস্থ স্বামী বা স্ত্রী লাভ, বিবাহিত জীবনে উভয়ের মধ্যে দূরত্ব, bed separation, জীবনসঙ্গীর দূরবর্তী অঞ্চলে অবস্থান প্রভৃতি নির্দেশ করে l

আরও দেখুন ---

Fortuna point --- আপনার সৌভাগ্যের দিশারী

https://modifiedkpastrology.blogspot.com/2020/12/fortuna-point.html


This is one of the stage of how to learn Vedic and Modified KP Astrology.


If you want to know more about Astrology lesson ---

Please comments and to get early notifications --- follow and share this article.






শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

Cuspal sublord and their significance (Lesson 1/part 3)

Modified KP Astrology  

        Astrology  Rullings

       Lesson 1 ---  ( Part -3 )

Modified KP Astrology Rullings





 Cuspal Sublord and their significance of forth house : ---

1 + 1 =

লগ্নের sublord লগ্নের significator হলে (KP Astrology- র ক্ষেত্রে) জাতক স্বাস্থ্যের ব্যাপারে যত্নবান হবে l রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে l স্বচেষ্টায় সাফল্য লাভ হবে l

সনাতন বা বৈদিক Astrology র ক্ষেত্রে ধরতে হবে লগ্নপতি লগ্নে অবস্থিত/থাকলে জাতক স্বাস্থ্যের ব্যাপারে যত্নবান হবে l রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে l স্বচেষ্টায় সাফল্য লাভ হবে l

     ***   ( আমি KP  ও  Modified KP Astrology - র rullings  বলছি, আপনারা প্রথমটার মত সব rullings- এর জন্যে --- সনাতন বা বৈদিক জ্যোতিষের ক্ষেত্রে sublord এর জায়গায় ভাবপতি ধরে নেবেন  )

 4 +1=

জাতকের শিক্ষার প্রতি ঝোক থাকবে, নিজেস্ব সম্পত্তি হবে, পৈতৃক সম্পত্তি থাকবে l মাতার সহিত সুসম্পর্ক থাকবে, নিজেস্ব গাড়ি হবে l জাতকের মধ্যে দয়া, মায়া, স্নেহ, মমতা থাকবে l

4+2=

এই যোগ জমি-জায়গা, বাড়ি, গাড়ি থেকে উপার্জন নির্দেশ করে l মায়ের থেকে অর্থলাভ, গৃহপালিত পশুপাখি, জীবজন্তু, খামার, মজুত শস্য  থেকে আয়, পুকুর - জলাশয় থেকে আয় নির্দেশ করে l মূল্যবান আসবাবপত্র নির্দেশ করে l

4+3=

বাসস্থান বা বাসগৃহের পরিবর্তন হবে, ভ্রাতা ভগ্নির বিদ্যাশিক্ষা, গৃহ ও বাহনের ক্ষেত্রে শুভ l জমি বাড়ি ঘর প্রভৃতির দালালি নির্দেশ করে l বিদ্যাশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট আগ্রহ ও কৌতূহলী মানসিকতা থাকবে l বাড়িঘর তৈরির ব্যাপারে আগ্রহ থাকবে l এই যোগে ভাতৃসম্পত্তি, জ্ঞাতির গৃহ, ভ্রাতার বাহন প্রভৃতি নির্দেশ করে l সাংবাদিকতা, হিসাবশাস্ত্র, গণিত প্রভৃতি বিষয়ে বিদ্যাশিক্ষা নির্দেশ করে l পাড়াপ্রতিবেশী বা বাড়ির আশেপাশের পরিবেশ নির্দেশ করে, বাড়িতে জলের পাইপ/লাইন, ইলেকট্রিক কানেকশন, টেলিভিশন, কেবল লাইন কানেকশন, ইন্টারনেট কানেকশন প্রভৃতির নির্দেশক l বাড়ির পাশে রাস্তা, ড্রেন প্রভৃতি নির্দেশ করে l ভ্রাতাভগ্নির সাথে মাতার সম্পৰ্ক, গৃহে দীর্ঘকালীন জ্ঞাতি বা আত্মীয়স্বজনের উপস্থিতি নির্দেশ করে l

4+4=

এই যোগে স্থাবর সম্পত্তি, বাড়ি, গাড়ি, জায়গাজমি প্রভৃতি নিজেস্ব ও সুরক্ষিত থাকবে l জাতক  স্বক্ষেত্রে বা জন্মকালীন এলাকায় বসবাসের পক্ষপাতী হবে l এই যোগ মাতার স্বাস্থ্য ও জাতকের বিদ্যাশিক্ষার ক্ষেত্রে শুভ l

4+5=

এই যোগে জাতক সৌখিন বাড়িগাড়ি, সৌখিন দ্রব্যাদি, আসবাবপত্র, বস্ত্রাদি ব্যবহার করবে l মনোরঞ্জন মূলক পুস্তকাদি পাঠ, শিক্ষাগ্রহণ, শিল্পকলায় আকর্ষণ থাকবে এবং উক্ত বিষয়ে পঠন পাঠন নির্দেশ করে l শেয়ার মার্কেট, অভিনয় নিয়ে পড়াশোনায় আগ্রহী হবে l গৃহে সৌখিনতার ছাপ থাকবে, সুন্দর বেডরুম, ব্যালকনি, বাথরুম, সন্তানদের কক্ষ, গৃহজ সুখশান্তি নির্দেশ করে l এই যোগ ফুলের বাগান, হোটেল, বিশ্রামাগার, ডান্সিং হল, গৃহে মন্দির নির্মাণ, পার্ক, সুইমিং পুল, বার ও রেস্টুরেন্ট, সিনেমা হল, টিভি, music system, এয়ার কন্ডিশনার প্রভৃতি নির্দেশ করে l

4+6=

এই যোগে মাতার স্বাস্থহানী, মায়ের সঙ্গে শত্রুতা বা মায়ের দ্বারা শত্রুতা, জমিজমা সংক্রান্ত ব্যাপারে মামলা-মোকদ্দমা, প্রতিযোগিতামূলক বিষয়ে বা চাকরি সংক্রান্ত বিষয়ে পড়াশোনা নির্দেশ করে l এছাড়া ভাড়াবাড়িতে থাকা, গৃহে চুরি বা ভৃত্যদের থাকবার ঘর, জমি বাড়ি নিয়ে শত্রুতা, বাড়ি, গাড়ি, পুকুর, জায়গা-জমি লিজ বা নেওয়া  নির্দেশ করে l

4+7=

এই যোগে ব্যাবসার জায়গা, ব্যাবসার কারণে গৃহ নির্মাণ,  গৃহে ব্যবসা, ব্যাবসায়িক প্রতিষ্ঠান নির্দেশ করে l মাতা বা মাতৃস্থানীয়া কারোর ব্যবসা, পড়াশোনা/বিদ্যাশিক্ষা সংক্রান্ত ব্যবসা, বাসস্থানের নিকটবর্তী এলাকায় বিবাহ যোগ, জায়গা জমি, গাড়ি  বাড়ি সংক্রান্ত ব্যবসা, অন্যের সম্পত্তি, স্বামী বা স্ত্রীর সম্পত্তি নির্দেশ করে l মাতার সহিত বৌমা/জামাইয়ের সুসম্পর্ক থাকবে

4+8=

এই যোগে বিদ্যালাভে/বিদ্যাশিক্ষায় বাধাবিঘ্ন, গৃহ, বাড়ি বাসস্থানের সমস্যা, সাংসারিক বা পারিবারিক অশান্তি, মামলা-মোকদ্দমা, বাহন লাভে বাধা, বাহনের ক্ষয়ক্ষতি, বাহন দুর্ঘটনা, বাহন নিয়ে বিপদে পড়া, পুরাতন বাহন বা বাড়ি লাভ , মায়ের দুর্ঘটনা বা বিপদ, মায়ের কারণে অশান্তি, নিজ সম্পত্তি প্রাপ্তিতে বাধা, গৃহ থেকে বিতাড়িত, মায়ের অপারেশন, আঘাত প্রাপ্তি, বক্ষজো পীড়া, heart surgery, উত্তরাধিকার সূত্রে বা উইল সূত্রে সম্পত্তি প্রাপ্তি, অসামাজিক এলাকায় বসবাস, ভাঙাচোরা জীর্ণ অস্বাস্থকর দুর্গন্ধযুক্ত পরিবেশে বসবাস, বিপদজনক বাড়িতে বসবাস, গৃহে দুর্ঘটনা, ভূমিকম্পে ক্ষতি, যানবাহনের যন্ত্র বিকল হয়ে যাওয়া প্রভৃতি নির্দেশ করে l

4+9=

এই যোগে উচ্চশিক্ষালাভ, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, পিতৃ-মাতৃ সাহচর্যলাভ, ধর্ম, দর্শন, রাজনীতি, শাসন বিভাগ, আইন প্রভৃতি বিষয় নিয়ে পড়াশোনা করা ও পিতৃগৃহে বসবাস নির্দেশ করে l

4+10=

এই যোগে বাসস্থানের নিকটবর্তী এলাকায় কর্ম, বিদ্যাশিক্ষা মূলক কর্ম, শিক্ষকতা মূলক কর্ম, professional course বা কর্মমুখী প্রশিক্ষণ নির্দেশ করে l এই যোগে কর্মস্থল, কর্মের প্রতিষ্ঠান, কারখানা, বাহন সংক্রান্ত কর্ম, গৃহ হতে কর্ম, কৃষিকাজ, জমি-জায়গা-ঘর-বাড়ি-খামার-খনি-জলাশয়-পুকুর-কূপখনন সংক্রান্ত কর্ম নির্দেশ করে l

4+11

এই যোগে গৃহ, বাড়ি, ভূমি, বাসস্থান বা সম্পত্তি লাভ, সুন্দর/ভালো পরিবেশে বসবাস, সাধারণ শিক্ষায় সাফল্য ও উন্নতি, মায়ের সুস্বাস্থ বা মায়ের সহিত সুসম্পর্ক, বাহনলাভ, গৃহ, ভূমি, সম্পত্তি সংক্রান্ত আয়, গৃহস্থালির প্রয়োজনীয় উপকরণ লাভ, সাংসারিক উন্নত ও পৈতৃক সম্পত্তি লাভ -4 + 11 + শনি নির্দেশ করে l

4+12

এই যোগে বাসগৃহ বা বাসস্থান পরিবর্তন, বাসস্থান বা গৃহসম্পত্তির অপচয় বা ক্ষয়ক্ষতি, সম্পত্তি বিক্রয় করা, সম্পত্তি দান করা, গৃহ সম্পত্তি নষ্ট হয়ে যাওয়া, বাসস্থান ত্যাগ করা, অন্যের সম্পত্তি ছিনিয়ে নেওয়া বা দখল হয়ে যাওয়া, মাতার অসুস্থতা, বাড়ির পিছনে ব্যায়, গাড়ি বা আসবাবপত্রের কারণে ব্যায়, বিদ্যাশিক্ষায় চ্ছেদ বা ব্যার্থতা, বিদ্যাশিক্ষার কারণে দূরগমন বা বিদেশ ভ্রমণ, মাতার থেকে দূরে থাকা, মাতৃহানি, মায়ের সহিত মানষিক দূরত্ব/বিচ্ছেদ, মাতা নিরুদ্দেশ হয়ে যাওয়া, সারাজীবন জমি বাড়ি না হওয়া, বাহন চুরি যাওয়া (4+12+শুক্র+কেতু), গৃহস্থালির দ্রব্যাদি হারিয়ে যাওয়া বা বিক্রি করে দেওয়া, স্থানপরিবর্তন বা জন্মস্থান হতে অন্যত্র দূরে কোথায় চলে যাওয়া, গৃহসম্পত্তি বিক্রি করে দেওয়া নির্দেশ করে l


 Cuspal Sublord and their significance of fifth house : ---

5+1=

জাতকের খেলাধুলার প্রতি ও ফাটকা জাতীয় বিষয়ে আগ্রহ থাকবে l জাতক সৌখিনতাপ্রিয়, বিলাসী, রোমান্টিক, moody, সুন্দরের পূজারী, সুস্বাস্থের অধিকারী ও সুন্দর দেখতে হবে l জাতকের শিল্পী সুলভ মানসিকতা থাকবে l কোনও ব্যাপারে চিন্তা বা বিশেষ মাথাব্যাথা থাকবে না l

5+2=

সঙ্গীত, চলচ্চিত্র, অভিনয়, খেলাধুলা যে কোনো বিনোদনমূলক বিষয় থেকে অর্থলাভ, আয়ের সাচ্ছন্দ, সন্তান থেকে অর্থলাভ, সুন্দর মুখমন্ডল-নেত্র-বাচনভঙ্গি নির্দেশ করে l শিল্পের ব্যাপারে কণ্ঠের প্রয়োগ যেমন --- আবৃত্তিকার, সংগীতশিল্পী, ঘোষক, সংবাদপাঠক, উপস্থাপক প্রভৃতি নির্দেশ করে l ফাটকামূলক বিষয় থেকে অর্থলাভ, আর্থিক স্বাচ্ছন্দ, অর্থ নিয়ে বিশেষ চিন্তিত না হওয়া নির্দেশ করে l

5+3=

এই যোগে প্রেমজ যোগাযোগ, প্রেমজ সম্পৰ্ক থেকে মানষিক প্রশান্তি নির্দেশ করে l জাতক ছোটদের প্রিয় হবে এবং ভালোবাসবে, শিশুসুলভ মানসিকতা ও আচরণ যুক্ত হবে l অঙ্কনশিল্প, নাচ, গানবাজনা, অভিনয়, চলচ্চিত্র প্রভৃতি বিষয়ে আগ্রহ ও আকর্ষণ থাকবে l এই যোগ উপস্থিত বুদ্ধি, বিশ্লেষণী ক্ষমতা,  মনের প্রফুল্লময় অবস্থা, হাতের কারুকার্য, হাতের খেলা, তাস, লটারি, ফাটকামূলক খেলা প্রভৃতি নির্দেশ করে l জাতক ভাইদের প্রতি স্নেহশীল ও যত্নবান হয়, শিশুদের নিয়ে সময় কাটাতে পছন্দ করবে l সন্তানের সহিত যোগাযোগ, লটারি বা ফাটকামূলক বিষয়ের প্রতি ঝোক বা আগ্রহ, ভাই বোনের দ্বারা মানষিক তৃপ্তি বা আনন্দলাভ নির্দেশ করে l অনেক সময় অশুভ যোগে মানষিক রোগ নির্দেশ করে l

5+4=

এই যোগে জাতক সৌখিন বাড়িগাড়ি, সৌখিন দ্রব্যাদি, আসবাবপত্র, বস্ত্রাদি ব্যবহার করবে l মনোরঞ্জন মূলক পুস্তকাদি পাঠ, শিক্ষাগ্রহণ, শিল্পকলায় আকর্ষণ থাকবে এবং উক্ত বিষয়ে পঠন পাঠন নির্দেশ করে l শেয়ার মার্কেট, অভিনয় নিয়ে পড়াশোনায় আগ্রহী হবে l গৃহে সৌখিনতার ছাপ থাকবে, সুন্দর বেডরুম, ব্যালকনি, বাথরুম, সন্তানদের কক্ষ, গৃহজ সুখশান্তি নির্দেশ করে l এই যোগ ফুলের বাগান, হোটেল, বিশ্রামাগার, ডান্সিং হল, গৃহে মন্দির নির্মাণ, পার্ক, সুইমিং পুল, বার ও রেস্টুরেন্ট, সিনেমা হল, টিভি, music system, এয়ার কন্ডিশনার প্রভৃতি নির্দেশ করে l

5+5=

এই যোগে জাতক আরামপ্রিয়, রোমান্টিক, বিলাসী, সখ সৌখিনতা প্রিয়, আকর্ষণী ক্ষমতার অধিকারী হবে l জাতকের শিল্প কলার প্রতি ঝোক থাকবে ও প্রেমিক সুলভ আচরণ করবে, সর্বদা অপরের প্রতি আকর্ষণ অনুভব করবে l জাতকের মনে সদা প্রেম ভালোবাসা থাকবে, সামাজিকতা ও রুচিবোধের অধিকারী হবে l বুদ্ধি ভালো হবে, কর্মের প্রতি বিশেষ ঝোক থাকবে না l এই যোগে সন্তানলাভ নির্দেশ করে l জাতক আনন্দ স্ফূর্তি করে জীবন কাটাতে পছন্দ করবে, বুদ্ধি ভালো হবে, ঝুঁকিপূর্ণ বিষয়ে আগ্রহ থাকবে, সুন্দরের প্রতি আকর্ষণ অনুভব করবে, খেলাধুলার প্রতি ঝোক, প্রখর বুদ্ধি, অনুভূতি শক্তি ভালো হবে, artistik nature, গান বাজনা আনন্দ উৎসবের প্রতি ঝোক, ও পূজা পার্বনের দিকে ঝোক থাকবে l

5+6=

এই যোগে সন্তানের স্বাস্থ্য খারাপ হবে, জাতক বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত হবেন, মহিলা দ্বারা বা কতৃক শত্রুতা নির্দেশ করে l প্রেমজ সম্পর্কে চ্ছেদ বা শত্রুতা, সন্তানের সঙ্গে শত্রুতা-মামলা মোকদ্দমা, ভাড়াটিয়ার সহিত প্রেম, প্রেমের কারণে শত্রুতা, ভৃত্য বা কর্মচারীর সহিত প্রেম,(5+6+শনি), শিল্পকলা, মেধা, শিল্প, ক্রীড়া প্রভৃতি বিষয়ে প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা নির্দেশ করে l পঞ্চম ভাব যে সকল অঙ্গপ্রতঙ্গ নির্দেশ করে সেইসকল অঙ্গপ্রতঙ্গে ব্যাধি বা রোগভোগ যেমন পেটের রোগ, লিভার, পাকস্থলী, পিত্ত, অগ্ন্যাশয় সংক্রান্ত সমস্যা, মানষিক রোগ নির্দেশ করে l

5+7=

এই যোগে অন্যের সান্নিধ্যে মানসিক শান্তি ও আনন্দ, কারো সাথে প্রেমজ সম্পৰ্ক বা প্রেমজ বিবাহ, সুন্দর বিবাহিত জীবন বা সুখী দাম্পত্য জীবন, বিবাহিত জীবনে রোমান্টিকতা, পুনর্মিলন, স্ত্রী সূত্রে লাভ, বিপরীত লিঙ্গের প্রতি তীব্র আকর্ষণ, প্রেম নিবেদন, নিজেস্ব পছন্দে বিবাহ, বিবাহিত জীবনে মানসিক ও শারীরিক তৃপ্তি লাভ, বিবাহিত জীবনে পর্যাপ্ত রোমান্স, অপরের ভালোবাসা লাভ, সন্তানের বিবাহ, জাতক মিশুকে হবে অর্থাৎ অপরের সাথে খুব সহজেই মিশতে পারবে এবং সকলেই পছন্দ করবে l সন্তানের সহিত মাতাপিতার সম্পর্ক ভালো থাকবে l

5+8=

এই যোগে সন্তান প্রাপ্তিতে বাধা, পেটে অস্ত্রপ্রচার, পেটে কষ্ট, stomach, pancreas প্রভৃতির সমস্যা, সিজারিয়ান বেবি অর্থাৎ অপেরেশনের মাধ্যমে সন্তান লাভ, অবৈধ সন্তান, মনোকষ্ট, মানসিক ব্যাধি, অবসাদ, অপবিত্রতা, চারিত্রিক দোষ, যৌন আকর্ষণ, অবৈধ মেলামেশা, নেশার প্রতি আসক্তি, অবৈধ ক্রিয়াকলাপ, গোপন প্রণয়, শিল্পচর্চা-খেলাধুলায় বাধাবিঘ্ন, বেকারত্ব, অন্যের সম্পত্তিলাভ, হটাৎ প্রাপ্তি, বিনাপ্রচেষ্টায় প্রাপ্তি, ফাটকা-লটারি হতে লাভ, যৌতুক লাভ, সন্তানের কষ্ট, সন্তান অবাধ্য-অমানুষ, সন্তানের বিপদ-দুর্ঘটনা বা দুর্ভাগ্য, প্রেমে বাধা-অশান্তি, গুপ্ত প্রেম, প্রেমের কারণে মানসিক দুশ্চিন্তা, প্রেম না হওয়া, বয়সে ছোট কারোর সাথে সম্পর্ক, সন্তান না হওয়া, দেরিতে সন্তান প্রাপ্তি, মাদক দ্রব্য সেবন, নিজেকে নিম্নস্তরে নামিয়ে ফেলা, চূড়ান্ত যৌনতাবোধ নির্দেশ করে l

 5+9=

এই যোগে ধর্মে মতি, দৈব আশীর্বাদ, স্বপ্নে ঈশ্বর দর্শন, মনের পবিত্রতা, উচ্চ আদর্শ, বেদ, সাহিত্য, দর্শন প্রভৃতি বিষয়ে আকর্ষণ, জাতক ধার্মিক হবে ও ঈশ্বরের প্রতি ভক্তি, বিশ্বাস, পূজার্চনা আগ্রহী হবে l শিল্প বা ক্রীড়া মূলক বিষয় নিয়ে উচ্চশিক্ষা নির্দেশ করে l নিজের থেকে বয়সে বড় কারো সাথে প্রেম বা গুরু বা বসের সাথে প্রেমজ সম্পর্ক হতে পারে l পুত্রের উচ্চশিক্ষা, দীক্ষা নেওয়া, বিদেশি ব্যাক্তির সহিত প্রেম, আধ্যাত্মিক চিন্তাভাবনার বিকাশ, শিল্পসংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক কোনও যোগাযোগ নির্দেশ করে l

5+10=

এই যোগে শিল্পকলা, অভিনয়, সৌখিন জাতীয় কাজ, বিনোদন মূলক দ্রব্য ও জুয়েলারি/অলংকার দ্রব্য বিষয়ক কাজ, ফাটকামূলক কাজ, বেকারত্ব, আরামদায়ক কাজ, ঝুঁকিপূর্ণ কাজ, গান বাজনা ছবি আঁকা ও নৃত্য বিষয়ক কাজ নির্দেশ করে l সন্তানের কর্ম, পূজার্চনা, জ্যোতিষশাস্ত্র, বুদ্ধিমত্তা সংক্রান্ত কর্ম নির্দেশ করে l কর্মের প্রতি বিশেষ ঝোক থাকে না l এছাড়াও fashion designing, hotel, bar, restaurant, beauty parlor, সর্বপ্রকার খেলাধুলা, দেবমূর্তি নির্মাণ, পূজার দ্রব্যাদি, ফুল-ফল বিক্রেতা, মনোরঞ্জনমূলক দ্রব্য, প্রসাধন সামগ্রী, ম্যাসাজ, ফিজিওথেরাপি, ঔষধ ও কৌতুক বিষয়ক কাজ নির্দেশ করে l জাতক সমাজসেবী ও জনগণের প্রিয় হয় l

5+11=

এটি মূলত সন্তান প্রাপ্তির যোগ l রোগমুক্তি, সুস্বাস্থ, আশাপূরণ, মানষিক স্ফূর্তি, প্রেমজ সাফল্য, শিল্পকলা ও ক্রিয়াদি মূলক যে কোনও বিষয়ে সাফল্য, সন্তানের উন্নতি, সন্তানের সহিত সুসম্পর্ক, ভোগবিলাস প্রাপ্তি, ফাটকা মূলক বিষয়ে প্রাপ্তি, বুদ্ধির বিকাশ ও যৌন তৃপ্তি নির্দেশ করে l

5+12=

এই যোগে সন্তান বিচ্ছেদ, সন্তান হানি, সন্তান হারিয়ে যাওয়া, সন্তানের বিদেশযাত্রা বা দূর গমন, miscarriage, প্রেমবিচ্ছেদ,সন্তানের সহিত মানষিক দূরত্ব, সন্তান কিডন্যাপ হওয়া, সন্তানের কারণে ক্ষতি, অবনতি, সন্তান নষ্ট করে ফেলা, ভ্রূণ নষ্ট, সন্তানের অসুস্থতা, সন্তানের নিঃসঙ্গ অবস্থা প্রভৃতি নির্দেশ করে l এছাড়া প্রেমজ ব্যাপারে মনের টান হারিয়ে ফেলা, সঠিক ভালোবাসা ও যত্ন না পাওয়া এবং উদাসীন প্রকৃতি নির্দেশ করে l

This is one of the stage of how to learn Vedic and Modified KP Astrology.


If you want to know more about Astrology lesson ---

Please comments and to get early notifications --- follow and share this article.






Cuspal sublord and their significance (Lesson 1/part 2)

MODIFIED KP ASTROLOGY

        Astrology Rullings

       Lesson 1 ---  ( Part -2 )

Modified KP Astrology Rullings







 Cuspal Sublord and their significance of second house : ---

1 + 1 =

লগ্নের sublord লগ্নের significator হলে (KP Astrology- র ক্ষেত্রে) জাতক স্বাস্থ্যের ব্যাপারে যত্নবান হবে l রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে l স্বচেষ্টায় সাফল্য লাভ হবে l

সনাতন বা বৈদিক Astrology র ক্ষেত্রে ধরতে হবে লগ্নপতি লগ্নে অবস্থিত/থাকলে জাতক স্বাস্থ্যের ব্যাপারে যত্নবান হবে l রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে l স্বচেষ্টায় সাফল্য লাভ হবে l

     ***   ( আমি KP  ও  Modified KP Astrology - র rullings  বলছি, আপনারা প্রথমটার মত সব rullings- এর জন্যে --- সনাতন বা বৈদিক জ্যোতিষের ক্ষেত্রে sublord এর জায়গায় ভাবপতি ধরে নেবেন  )

2 + 1 =

দ্বিতীয় ভাবের সাবপতি ( second cuspal sublord) লগ্নের/ প্রথম ভাবের নির্দেশক হলে জাতক শুভ আর্থিক অবস্থা নিয়ে জন্মাবে l নিজ প্রচেষ্টায় ধনউপার্জন করতে সক্ষম হবে l পরিবারের সকলের সঙ্গে স্বদ্ভাব থাকবে l

2 + 2 =

দ্বিতীয় ভাবের সাবপতি দ্বিতীয় ভাবের নির্দেশক হলে জাতকের আর্থিক অবস্থা ভালো হবে l আয়ের মাত্রা সর্বদা ভালো থাকবে l পারিবারিক অবস্থা ভালো হবে l খাওয়া দাওয়ার অভ্যাস ও বাকশক্তি ভালো হবে l

2+ 3 =

জাতক ভাই বা অনুজের কাছ থেকে অর্থলাভ করবে l আয়ের ব্যাপারে মানসিক ঝোক, উৎসাহ ভালো হবে l আত্মীয়স্বজন, প্রতিবেশী থেকে অর্থলাভ করবে বা আর্থিক সহায়তা লাভ করবে l লেখালেখি, প্রকাশনা, বিজ্ঞাপন, সাংবাদিকতা, এজেন্সী, দালালি প্রভৃতির মাধ্যমে অর্থ উপার্জন করবে l এই যোগ অর্থ পাওয়ার ব্যাপারে কোনো যোগাযোগ বা সংযোগ নির্দেশ করে l সাহসিকতার কারণে অর্থলাভ/অর্থপ্রাপ্তি নির্দেশ করে l নাক, কান, গলার বিষয়ের নির্দেশক এই যোগ l

2+4=

এই যোগ জমি-জায়গা, বাড়ি, গাড়ি থেকে উপার্জন নির্দেশ করে l মায়ের থেকে অর্থলাভ, গৃহপালিত পশুপাখি, জীবজন্তু, খামার, মজুত শস্য  থেকে আয়, পুকুর - জলাশয় থেকে আয় নির্দেশ করে l মূল্যবান আসবাবপত্র নির্দেশ করে l

2+5=

সঙ্গীত, চলচ্চিত্র, অভিনয়, খেলাধুলা যে কোনো বিনোদনমূলক বিষয় থেকে অর্থলাভ, আয়ের সাচ্ছন্দ, সন্তান থেকে অর্থলাভ, সুন্দর মুখমন্ডল-নেত্র-বাচনভঙ্গি নির্দেশ করে l শিল্পের ব্যাপারে কণ্ঠের প্রয়োগ যেমন --- আবৃত্তিকার, সংগীতশিল্পী, ঘোষক, সংবাদপাঠক, উপস্থাপক প্রভৃতি নির্দেশ করে l ফাটকামূলক বিষয় থেকে অর্থলাভ, আর্থিক স্বাচ্ছন্দ, অর্থ নিয়ে বিশেষ চিন্তিত না হওয়া নির্দেশ করে l

2+6=

বাঁধাধরা স্থায়ী কাজের মাধ্যমে অর্থলাভ, অর্থের ব্যাপারে ঋণ পাবে/ঋণগ্রস্থ হবে, অর্থের ব্যাপারে পরিশ্রমী হবে শ্রমিক বা শ্রমবিভাগ থেকে অর্থলাভ, প্রতিযোগিতা মূলক বিষয় থেকে অর্থলাভ, অর্থের বিষয়ে/কারণে শত্রুতা নির্দেশ করে l

2+7=

ব্যাবসার মাধ্যমে উপার্জন নির্দেশ করে l বিবাহ সূত্রে আয়/আর্থিক উন্নতি,  partner সূত্রে আয় বা অর্থপ্রাপ্তি নির্দেশ করে l বিবাহে পরিবারের মতামত থাকবে l আর্থিক কারণে কোনও ব্যাক্তির সাথে লেনদেন সম্পৰ্ক তৈরী হবে l

2+8=

এই যোগে জাতক কম কথা বলবে, কথায় জড়তা/আড়ষ্ট ভাব থাকবে l অর্থ প্রাপ্তিতে বাধা, টাকা আটকে থাকা, অর্থ নষ্ট হওয়া, ঠিকমতো আয় না হওয়া, অর্থ নিয়ে গন্ডগোল নির্দেশ করে l দৃষ্টিশক্তির সমস্যা, চোখের সমস্যা, কম দেখা, গলার সমস্যা, বাক সমস্যা, মুখের গঠন কুৎসিত বা বিকৃত হতে পারে l দাঁতের সমস্যা, দাঁত ভেঙে যাওয়া, দাঁত পড়ে যাওয়া, মুখে কাঁটা দাগ, কালো দাগ/ছোপ, পোড়া দাগ, গুটি বসন্তের দাগ, আর্থিক সমস্যা, বলপূর্বক টাকা আদায় করা, মৃতের ধন প্রাপ্তি বা মৃত্যুসূত্রে অর্থলাভ, বীমার অর্থ ও অসামাজিক ক্রিয়াকলাপের মাধ্যমে অর্থলাভ নির্দেশ করে l

2+9=

এই যোগে পিতার অর্থ থেকে লাভবান, ধর্মীয় বিষয় থেকে অর্থপ্রাপ্তি, বিদেশি বা অচেনা ব্যাক্তি হতে অর্থপ্রাপ্তি ঘটে l উচ্চশিক্ষার কারণে অর্থলাভ, কোনও কিছু আবিষ্কারের মাধ্যমে অর্থলাভ, আন্তর্জাতিক ব্যাপারে অর্থলাভ, গুরুগিরির মাধ্যমে অর্থলাভ নির্দেশ করে l

2+10=

কর্মের মাধ্যমে অর্থলাভ, আর্থিক প্রতিষ্ঠা-যশ-খ্যাতি-মর্যাদা প্রাপ্তি ঘটে l নাম-যশের কারণে অর্থলাভ, অর্থ ব্যবহারের/প্রয়োগের মাধ্যমে অর্থলাভ, বাক্য ব্যবহারের মাধ্যমে অর্থলাভ নির্দেশ করে l

2+11=

আর্থিক সাফল্য নির্দেশ করে, অর্থের ব্যাপারে শুভ, আর্থিক উন্নতি, অর্থপ্রাপ্তি, অর্থসঞ্চয়, আর্থিক সচ্ছলতা নির্দেশ করে l বাকসিদ্ধ যোগ, সাধারণত ধনশালী থেকে খুব বড়মাপের ধনশালী হতে গেলে এই যোগ আবশ্যক l

2+12=

এই যোগে অর্থনাশ, বহু ব্যায়, হাতশুন্য অবস্থা নির্দেশ করে l লগ্নি, জেল, হাসপাতাল, অনাথ আশ্রম থেকে অর্থলাভ নির্দেশ করে l দৃষ্টিশক্তির সমস্যা, অর্থ দান করা, আর্থিক অসাফল্য, অর্থ হারিয়ে যাওয়া, পরিবার থেকে বিচ্ছিন্ন অবস্থা নির্দেশ করে l

 Cuspal Sublord and their significance of third house : ---

3+1 =

লগ্নের sublord তৃতীয় ভাবের নির্দেশক হলে জাতকের সুন্দর মানষিক বিকাশ হবে l ছোটোখাটো ভ্রমণ হবে l ভাই-বোন, আত্মীয় পরিজনদের সঙ্গে সুসম্পর্ক থাকবে l জাতক কৌতূহল প্রিয় - যে কোনও ব্যাপারে মানষিক ঝোক, উদ্যম থাকবে l জাতক হিসেবি ও সতর্ক এবং সন্দেহপ্রবন হবেন l গ্রহটি বুধ হলে জাতক চঞ্চল, মঙ্গল হলে সাহসী, শনি হলে ধৈর্যবান হবেন l

 3+2 =

জাতক ভাই বা অনুজের কাছ থেকে অর্থলাভ করবে l আয়ের ব্যাপারে মানসিক ঝোক, উৎসাহ ভালো হবে l আত্মীয়স্বজন, প্রতিবেশী থেকে অর্থলাভ করবে বা আর্থিক সহায়তা লাভ করবে l লেখালেখি, প্রকাশনা, বিজ্ঞাপন, সাংবাদিকতা, এজেন্সী, দালালি প্রভৃতির মাধ্যমে অর্থ উপার্জন করবে l এই যোগ অর্থ পাওয়ার ব্যাপারে কোনো যোগাযোগ বা সংযোগ নির্দেশ করে l সাহসিকতার কারণে অর্থলাভ/অর্থপ্রাপ্তি নির্দেশ করে l নাক, কান, গলার বিষয়ের নির্দেশক এই যোগ l

3+3=

এই যোগে ছোট ভাইবোনের সাথে সুসম্পর্ক থাকবে l জাতক সাহসী হবে l আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক থাকবে l প্রচেষ্টায় সাফল্য, যে কোনও বিষয়ে মানসিক ঝোক, দৃঢ়চেতা মনোভাব থাকবে l সাহসিকতাপূর্ণ ক্রিয়াকলাপের সহিত যুক্ত থাকবে l চঞ্চল বা ধৈর্যশীল, ভ্রমণপ্রিয় হবে, স্মৃতিশক্তি ভালো হবে l জাতক যোগাযোগের ক্ষেত্রে সাফল্য পাবে, পরিবর্তনপ্রিয় হবে l

3+4=

বাসস্থান বা বাসগৃহের পরিবর্তন হবে, ভ্রাতা ভগ্নির বিদ্যাশিক্ষা, গৃহ ও বাহনের ক্ষেত্রে শুভ l জমি বাড়ি ঘর প্রভৃতির দালালি নির্দেশ করে l বিদ্যাশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট আগ্রহ ও কৌতূহলী মানসিকতা থাকবে l বাড়িঘর তৈরির ব্যাপারে আগ্রহ থাকবে l এই যোগে ভাতৃসম্পত্তি, জ্ঞাতির গৃহ, ভ্রাতার বাহন প্রভৃতি নির্দেশ করে l সাংবাদিকতা, হিসাবশাস্ত্র, গণিত প্রভৃতি বিষয়ে বিদ্যাশিক্ষা নির্দেশ করে l পাড়াপ্রতিবেশী বা বাড়ির আশেপাশের পরিবেশ নির্দেশ করে, বাড়িতে জলের পাইপ/লাইন, ইলেকট্রিক কানেকশন, টেলিভিশন, কেবল লাইন কানেকশন, ইন্টারনেট কানেকশন প্রভৃতির নির্দেশক l বাড়ির পাশে রাস্তা, ড্রেন প্রভৃতি নির্দেশ করে l ভ্রাতাভগ্নির সাথে মাতার সম্পৰ্ক, গৃহে দীর্ঘকালীন জ্ঞাতি বা আত্মীয়স্বজনের উপস্থিতি নির্দেশ করে l

3+5=

এই যোগে প্রেমজ যোগাযোগ, প্রেমজ সম্পৰ্ক থেকে মানষিক প্রশান্তি নির্দেশ করে l জাতক ছোটদের প্রিয় হবে এবং ভালোবাসবে, শিশুসুলভ মানসিকতা ও আচরণ যুক্ত হবে l অঙ্কনশিল্প, নাচ, গানবাজনা, অভিনয়, চলচ্চিত্র প্রভৃতি বিষয়ে আগ্রহ ও আকর্ষণ থাকবে l এই যোগ উপস্থিত বুদ্ধি, বিশ্লেষণী ক্ষমতা, মনের প্রফুল্লময় অবস্থা, হাতের কারুকার্য, হাতের খেলা, তাস, লটারি, ফাটকামূলক খেলা প্রভৃতি নির্দেশ করে l জাতক ভাইদের প্রতি স্নেহশীল ও যত্নবান হয়, শিশুদের নিয়ে সময় কাটাতে পছন্দ করবে l সন্তানের সহিত যোগাযোগ, লটারি বা ফাটকামূলক বিষয়ের প্রতি ঝোক বা আগ্রহ, ভাই বোনের দ্বারা মানষিক তৃপ্তি বা আনন্দলাভ নির্দেশ করে l অনেক সময় অশুভ যোগে মানষিক রোগ নির্দেশ করে l

3+6=

আত্মীয়স্বজন বা প্রতিবেশীর সঙ্গে শত্রুতা, ভাইবোনের সঙ্গে শত্রুতা, কর্মের যোগাযোগ, নিকট স্থানে ভ্রমণ করতে গিয়ে অসুস্থ হয়ে পরা, মানষিক দ্বন্দ্ব, মানষিক উদ্বিগ্নতা, ভ্রাতাভগ্নির অসুস্থতা, বীরত্ব প্রদান করতে গিয়ে শত্রুতা, অপরকে অহেতুক সন্দেহ করা বা সন্দেহবাতিক মানসিকতা( বুধ+ 3+6) l তৃতীয় ভাব যে যে অঙ্গপ্রতঙ্গ নির্দেশ করে যেমন গলা, ফুসফুস, নাক, কান, ঘাড়  - প্রভৃতি ক্ষেত্রের রোগভোগ নির্দেশ করে l

3+7=

এই যোগে দেখেশুনে বিবাহ বা বিজ্ঞাপনের মাধ্যমে বিবাহ, চুক্তি বা সই এর মাধ্যমে বিবাহ, বিবাহের যোগাযোগ, এজেন্সী ব্যবসা, ভাইবোনের বিবাহ, ব্যাবসায়িক যোগাযোগ, লেনদেন বা কোনও ব্যাক্তির সহিত টেলিফোন, ডাকযোগের বা ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ বাণিজ্যিক যোগাযোগ প্রভৃতি নির্দেশ করে l জাতক জনসংযোগ মূলক কর্মের সাথে যুক্ত থাকতে পারে বা জাতকের জনসংযোগ ক্ষমতা ভালো হয় l এই যোগ স্ত্রী বা ব্যাবসায়িক পার্টনারের সাথে সব বিষয়ে খোলাখুলি আলোচনা নির্দেশ করে l ব্যাবসায় কাস্টমারের সহিত সুসম্পর্ক ও যোগাযোগ নির্দেশ করে l স্ত্রী সহ ভ্রমণ, break journey, পার্টনার এর মত বা সিদ্ধান্ত মেনে নেওয়া ও আত্মীয়পরিজন বা জ্ঞাতির মধ্যে বিবাহ নির্দেশ করে l

3+8=

এই যোগে ছোট ভাইবোন, আত্মীয়স্বজন, প্রতিবেশীর বিপদ বা তাঁদের সহিত সম্পর্কের অবনতি বা তাঁদের দ্বারা ক্ষতি নির্দেশ করে l প্রমাণপত্র নষ্ট হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, বুদ্ধির ভুলে ক্ষতি, documents এর কারণে বিপদে পড়া, movement এ বাধা, যোগাযোগে বাধাবিঘ্ন, মানষিক আঘাত, মনোকষ্ট, মনের ব্যাধি, দুর্বল স্মৃতিশক্তি, হীন মনোবল, উদ্দমে বাধা, মানষিক আগ্রহের অভাব, কানে না শোনা বা তৃতীয় ভাব নির্দেশিত অঙ্গপ্রতঙ্গের রোগভোগ বা অপারেশন নির্দেশ করে l এছাড়া ভ্রাতাভগ্নির বা আত্মীয়পরিজনের কোনোরূপ ক্ষতি, প্রতিবন্ধকতাময় অবস্থা, অস্ত্রপ্রচার বা অপঘাতজনিত ফাঁড়া নির্দেশ করে l

3+9=

এই যোগ যোগাযোগে সফলতা, ভ্রমণের ব্যাপারে শুভ ফল, ভ্রাতাভগ্নির সহিত সুসম্পৰ্ক ও তাঁদের উন্নতিও শুভত্ব নির্দেশ করে l জাতক নিজ লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে l ভ্রাতাভগ্নি, আত্মীয়স্বজন, প্রতিবেশীর সহিত সুসম্পর্ক ও তাঁদের দ্বারা লাভবান হওয়া নির্দেশ করে l জাতকের জীবনে শুভ যোগাযোগ আসবে, আত্মপ্রচেষ্টায় উন্নতি, আলাপ আলোচনায় সাফল্য, ভ্রাতা ভগ্নির দ্বারা জীবনে উন্নতি নির্দেশ করে l

3+10=

এই যোগে জাতকের কর্মসংক্রান্ত সকল যোগাযোগ শুভ হবে l ব্যাবসার ক্ষেত্রে ডিলার বা ড্রিস্টিবিউটরশীপ নির্দেশ করে l সাংবাদিকতা বা লিখালিখির কাজে দক্ষ হয় l অধস্তনদের পরিচালিত করে কর্ম করিয়ে নেওয়ার সহজাত দক্ষতা জাতকের থাকবে l এছাড়া ভ্রাতাভগ্নির কর্মজীবন ও ভ্রমণ সংক্রান্ত সাফল্য নির্দেশ করে l

3+11=

জাতক সবপ্রকার যোগাযোগের ক্ষেত্রে সফল হবে এবং তার জীবনে একাধিকবার শুভ যোগাযোগ আসবে l যেসকল ক্ষেত্রে লক্ষ্যে পৌঁছতে সাহায্যের/সহযোগিতার প্রয়োজন হয় যেমন আত্মীয়স্বজন দ্বারা উপকৃত হওয়া, ভাইবোনের জীবনে উন্নতি ও সৌভাগ্য এই যোগ নির্দেশ করে l এই যোগে জাতক সাহসিকতার সঙ্গে নিজের প্রচেষ্টায় জীবনে প্রভূত উন্নতি করে l

3+12

এই যোগে স্থানপরিবর্তন, ভ্রাতাভগ্নি, আত্মীয়পরিজনদের থেকে বিচ্ছিন্ন হওয়া, বিদেশ যাত্রা, সম্পৰ্ক হানি/চ্ছেদ, বৈদেশিক ব্যাপারে যোগাযোগ, স্মৃতিশক্তি লোপ পাওয়া, জীবনে বহু ভ্রমণ যোগ, ভ্রাতাভগ্নির নিরুদ্দেশ হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া, হীনমন্যতায় ভোগা, প্রমাণপত্র হারিয়ে যাওয়া, আত্মবিশ্বাস হারিয়ে ফেলা, মনোবল ভেঙে যাওয়া, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া, গুপ্ত ক্ষতি নির্দেশ করে l

This is one of the stage of how to learn Vedic and Modified KP Astrology.


If you want to know more about Astrology lesson ---

Please comments and to get early notifications --- follow and share this article.