শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

Cuspal sublord and their significance (Lesson 1/part 2)

MODIFIED KP ASTROLOGY

        Astrology Rullings

       Lesson 1 ---  ( Part -2 )

Modified KP Astrology Rullings







 Cuspal Sublord and their significance of second house : ---

1 + 1 =

লগ্নের sublord লগ্নের significator হলে (KP Astrology- র ক্ষেত্রে) জাতক স্বাস্থ্যের ব্যাপারে যত্নবান হবে l রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে l স্বচেষ্টায় সাফল্য লাভ হবে l

সনাতন বা বৈদিক Astrology র ক্ষেত্রে ধরতে হবে লগ্নপতি লগ্নে অবস্থিত/থাকলে জাতক স্বাস্থ্যের ব্যাপারে যত্নবান হবে l রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে l স্বচেষ্টায় সাফল্য লাভ হবে l

     ***   ( আমি KP  ও  Modified KP Astrology - র rullings  বলছি, আপনারা প্রথমটার মত সব rullings- এর জন্যে --- সনাতন বা বৈদিক জ্যোতিষের ক্ষেত্রে sublord এর জায়গায় ভাবপতি ধরে নেবেন  )

2 + 1 =

দ্বিতীয় ভাবের সাবপতি ( second cuspal sublord) লগ্নের/ প্রথম ভাবের নির্দেশক হলে জাতক শুভ আর্থিক অবস্থা নিয়ে জন্মাবে l নিজ প্রচেষ্টায় ধনউপার্জন করতে সক্ষম হবে l পরিবারের সকলের সঙ্গে স্বদ্ভাব থাকবে l

2 + 2 =

দ্বিতীয় ভাবের সাবপতি দ্বিতীয় ভাবের নির্দেশক হলে জাতকের আর্থিক অবস্থা ভালো হবে l আয়ের মাত্রা সর্বদা ভালো থাকবে l পারিবারিক অবস্থা ভালো হবে l খাওয়া দাওয়ার অভ্যাস ও বাকশক্তি ভালো হবে l

2+ 3 =

জাতক ভাই বা অনুজের কাছ থেকে অর্থলাভ করবে l আয়ের ব্যাপারে মানসিক ঝোক, উৎসাহ ভালো হবে l আত্মীয়স্বজন, প্রতিবেশী থেকে অর্থলাভ করবে বা আর্থিক সহায়তা লাভ করবে l লেখালেখি, প্রকাশনা, বিজ্ঞাপন, সাংবাদিকতা, এজেন্সী, দালালি প্রভৃতির মাধ্যমে অর্থ উপার্জন করবে l এই যোগ অর্থ পাওয়ার ব্যাপারে কোনো যোগাযোগ বা সংযোগ নির্দেশ করে l সাহসিকতার কারণে অর্থলাভ/অর্থপ্রাপ্তি নির্দেশ করে l নাক, কান, গলার বিষয়ের নির্দেশক এই যোগ l

2+4=

এই যোগ জমি-জায়গা, বাড়ি, গাড়ি থেকে উপার্জন নির্দেশ করে l মায়ের থেকে অর্থলাভ, গৃহপালিত পশুপাখি, জীবজন্তু, খামার, মজুত শস্য  থেকে আয়, পুকুর - জলাশয় থেকে আয় নির্দেশ করে l মূল্যবান আসবাবপত্র নির্দেশ করে l

2+5=

সঙ্গীত, চলচ্চিত্র, অভিনয়, খেলাধুলা যে কোনো বিনোদনমূলক বিষয় থেকে অর্থলাভ, আয়ের সাচ্ছন্দ, সন্তান থেকে অর্থলাভ, সুন্দর মুখমন্ডল-নেত্র-বাচনভঙ্গি নির্দেশ করে l শিল্পের ব্যাপারে কণ্ঠের প্রয়োগ যেমন --- আবৃত্তিকার, সংগীতশিল্পী, ঘোষক, সংবাদপাঠক, উপস্থাপক প্রভৃতি নির্দেশ করে l ফাটকামূলক বিষয় থেকে অর্থলাভ, আর্থিক স্বাচ্ছন্দ, অর্থ নিয়ে বিশেষ চিন্তিত না হওয়া নির্দেশ করে l

2+6=

বাঁধাধরা স্থায়ী কাজের মাধ্যমে অর্থলাভ, অর্থের ব্যাপারে ঋণ পাবে/ঋণগ্রস্থ হবে, অর্থের ব্যাপারে পরিশ্রমী হবে শ্রমিক বা শ্রমবিভাগ থেকে অর্থলাভ, প্রতিযোগিতা মূলক বিষয় থেকে অর্থলাভ, অর্থের বিষয়ে/কারণে শত্রুতা নির্দেশ করে l

2+7=

ব্যাবসার মাধ্যমে উপার্জন নির্দেশ করে l বিবাহ সূত্রে আয়/আর্থিক উন্নতি,  partner সূত্রে আয় বা অর্থপ্রাপ্তি নির্দেশ করে l বিবাহে পরিবারের মতামত থাকবে l আর্থিক কারণে কোনও ব্যাক্তির সাথে লেনদেন সম্পৰ্ক তৈরী হবে l

2+8=

এই যোগে জাতক কম কথা বলবে, কথায় জড়তা/আড়ষ্ট ভাব থাকবে l অর্থ প্রাপ্তিতে বাধা, টাকা আটকে থাকা, অর্থ নষ্ট হওয়া, ঠিকমতো আয় না হওয়া, অর্থ নিয়ে গন্ডগোল নির্দেশ করে l দৃষ্টিশক্তির সমস্যা, চোখের সমস্যা, কম দেখা, গলার সমস্যা, বাক সমস্যা, মুখের গঠন কুৎসিত বা বিকৃত হতে পারে l দাঁতের সমস্যা, দাঁত ভেঙে যাওয়া, দাঁত পড়ে যাওয়া, মুখে কাঁটা দাগ, কালো দাগ/ছোপ, পোড়া দাগ, গুটি বসন্তের দাগ, আর্থিক সমস্যা, বলপূর্বক টাকা আদায় করা, মৃতের ধন প্রাপ্তি বা মৃত্যুসূত্রে অর্থলাভ, বীমার অর্থ ও অসামাজিক ক্রিয়াকলাপের মাধ্যমে অর্থলাভ নির্দেশ করে l

2+9=

এই যোগে পিতার অর্থ থেকে লাভবান, ধর্মীয় বিষয় থেকে অর্থপ্রাপ্তি, বিদেশি বা অচেনা ব্যাক্তি হতে অর্থপ্রাপ্তি ঘটে l উচ্চশিক্ষার কারণে অর্থলাভ, কোনও কিছু আবিষ্কারের মাধ্যমে অর্থলাভ, আন্তর্জাতিক ব্যাপারে অর্থলাভ, গুরুগিরির মাধ্যমে অর্থলাভ নির্দেশ করে l

2+10=

কর্মের মাধ্যমে অর্থলাভ, আর্থিক প্রতিষ্ঠা-যশ-খ্যাতি-মর্যাদা প্রাপ্তি ঘটে l নাম-যশের কারণে অর্থলাভ, অর্থ ব্যবহারের/প্রয়োগের মাধ্যমে অর্থলাভ, বাক্য ব্যবহারের মাধ্যমে অর্থলাভ নির্দেশ করে l

2+11=

আর্থিক সাফল্য নির্দেশ করে, অর্থের ব্যাপারে শুভ, আর্থিক উন্নতি, অর্থপ্রাপ্তি, অর্থসঞ্চয়, আর্থিক সচ্ছলতা নির্দেশ করে l বাকসিদ্ধ যোগ, সাধারণত ধনশালী থেকে খুব বড়মাপের ধনশালী হতে গেলে এই যোগ আবশ্যক l

2+12=

এই যোগে অর্থনাশ, বহু ব্যায়, হাতশুন্য অবস্থা নির্দেশ করে l লগ্নি, জেল, হাসপাতাল, অনাথ আশ্রম থেকে অর্থলাভ নির্দেশ করে l দৃষ্টিশক্তির সমস্যা, অর্থ দান করা, আর্থিক অসাফল্য, অর্থ হারিয়ে যাওয়া, পরিবার থেকে বিচ্ছিন্ন অবস্থা নির্দেশ করে l

 Cuspal Sublord and their significance of third house : ---

3+1 =

লগ্নের sublord তৃতীয় ভাবের নির্দেশক হলে জাতকের সুন্দর মানষিক বিকাশ হবে l ছোটোখাটো ভ্রমণ হবে l ভাই-বোন, আত্মীয় পরিজনদের সঙ্গে সুসম্পর্ক থাকবে l জাতক কৌতূহল প্রিয় - যে কোনও ব্যাপারে মানষিক ঝোক, উদ্যম থাকবে l জাতক হিসেবি ও সতর্ক এবং সন্দেহপ্রবন হবেন l গ্রহটি বুধ হলে জাতক চঞ্চল, মঙ্গল হলে সাহসী, শনি হলে ধৈর্যবান হবেন l

 3+2 =

জাতক ভাই বা অনুজের কাছ থেকে অর্থলাভ করবে l আয়ের ব্যাপারে মানসিক ঝোক, উৎসাহ ভালো হবে l আত্মীয়স্বজন, প্রতিবেশী থেকে অর্থলাভ করবে বা আর্থিক সহায়তা লাভ করবে l লেখালেখি, প্রকাশনা, বিজ্ঞাপন, সাংবাদিকতা, এজেন্সী, দালালি প্রভৃতির মাধ্যমে অর্থ উপার্জন করবে l এই যোগ অর্থ পাওয়ার ব্যাপারে কোনো যোগাযোগ বা সংযোগ নির্দেশ করে l সাহসিকতার কারণে অর্থলাভ/অর্থপ্রাপ্তি নির্দেশ করে l নাক, কান, গলার বিষয়ের নির্দেশক এই যোগ l

3+3=

এই যোগে ছোট ভাইবোনের সাথে সুসম্পর্ক থাকবে l জাতক সাহসী হবে l আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক থাকবে l প্রচেষ্টায় সাফল্য, যে কোনও বিষয়ে মানসিক ঝোক, দৃঢ়চেতা মনোভাব থাকবে l সাহসিকতাপূর্ণ ক্রিয়াকলাপের সহিত যুক্ত থাকবে l চঞ্চল বা ধৈর্যশীল, ভ্রমণপ্রিয় হবে, স্মৃতিশক্তি ভালো হবে l জাতক যোগাযোগের ক্ষেত্রে সাফল্য পাবে, পরিবর্তনপ্রিয় হবে l

3+4=

বাসস্থান বা বাসগৃহের পরিবর্তন হবে, ভ্রাতা ভগ্নির বিদ্যাশিক্ষা, গৃহ ও বাহনের ক্ষেত্রে শুভ l জমি বাড়ি ঘর প্রভৃতির দালালি নির্দেশ করে l বিদ্যাশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট আগ্রহ ও কৌতূহলী মানসিকতা থাকবে l বাড়িঘর তৈরির ব্যাপারে আগ্রহ থাকবে l এই যোগে ভাতৃসম্পত্তি, জ্ঞাতির গৃহ, ভ্রাতার বাহন প্রভৃতি নির্দেশ করে l সাংবাদিকতা, হিসাবশাস্ত্র, গণিত প্রভৃতি বিষয়ে বিদ্যাশিক্ষা নির্দেশ করে l পাড়াপ্রতিবেশী বা বাড়ির আশেপাশের পরিবেশ নির্দেশ করে, বাড়িতে জলের পাইপ/লাইন, ইলেকট্রিক কানেকশন, টেলিভিশন, কেবল লাইন কানেকশন, ইন্টারনেট কানেকশন প্রভৃতির নির্দেশক l বাড়ির পাশে রাস্তা, ড্রেন প্রভৃতি নির্দেশ করে l ভ্রাতাভগ্নির সাথে মাতার সম্পৰ্ক, গৃহে দীর্ঘকালীন জ্ঞাতি বা আত্মীয়স্বজনের উপস্থিতি নির্দেশ করে l

3+5=

এই যোগে প্রেমজ যোগাযোগ, প্রেমজ সম্পৰ্ক থেকে মানষিক প্রশান্তি নির্দেশ করে l জাতক ছোটদের প্রিয় হবে এবং ভালোবাসবে, শিশুসুলভ মানসিকতা ও আচরণ যুক্ত হবে l অঙ্কনশিল্প, নাচ, গানবাজনা, অভিনয়, চলচ্চিত্র প্রভৃতি বিষয়ে আগ্রহ ও আকর্ষণ থাকবে l এই যোগ উপস্থিত বুদ্ধি, বিশ্লেষণী ক্ষমতা, মনের প্রফুল্লময় অবস্থা, হাতের কারুকার্য, হাতের খেলা, তাস, লটারি, ফাটকামূলক খেলা প্রভৃতি নির্দেশ করে l জাতক ভাইদের প্রতি স্নেহশীল ও যত্নবান হয়, শিশুদের নিয়ে সময় কাটাতে পছন্দ করবে l সন্তানের সহিত যোগাযোগ, লটারি বা ফাটকামূলক বিষয়ের প্রতি ঝোক বা আগ্রহ, ভাই বোনের দ্বারা মানষিক তৃপ্তি বা আনন্দলাভ নির্দেশ করে l অনেক সময় অশুভ যোগে মানষিক রোগ নির্দেশ করে l

3+6=

আত্মীয়স্বজন বা প্রতিবেশীর সঙ্গে শত্রুতা, ভাইবোনের সঙ্গে শত্রুতা, কর্মের যোগাযোগ, নিকট স্থানে ভ্রমণ করতে গিয়ে অসুস্থ হয়ে পরা, মানষিক দ্বন্দ্ব, মানষিক উদ্বিগ্নতা, ভ্রাতাভগ্নির অসুস্থতা, বীরত্ব প্রদান করতে গিয়ে শত্রুতা, অপরকে অহেতুক সন্দেহ করা বা সন্দেহবাতিক মানসিকতা( বুধ+ 3+6) l তৃতীয় ভাব যে যে অঙ্গপ্রতঙ্গ নির্দেশ করে যেমন গলা, ফুসফুস, নাক, কান, ঘাড়  - প্রভৃতি ক্ষেত্রের রোগভোগ নির্দেশ করে l

3+7=

এই যোগে দেখেশুনে বিবাহ বা বিজ্ঞাপনের মাধ্যমে বিবাহ, চুক্তি বা সই এর মাধ্যমে বিবাহ, বিবাহের যোগাযোগ, এজেন্সী ব্যবসা, ভাইবোনের বিবাহ, ব্যাবসায়িক যোগাযোগ, লেনদেন বা কোনও ব্যাক্তির সহিত টেলিফোন, ডাকযোগের বা ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ বাণিজ্যিক যোগাযোগ প্রভৃতি নির্দেশ করে l জাতক জনসংযোগ মূলক কর্মের সাথে যুক্ত থাকতে পারে বা জাতকের জনসংযোগ ক্ষমতা ভালো হয় l এই যোগ স্ত্রী বা ব্যাবসায়িক পার্টনারের সাথে সব বিষয়ে খোলাখুলি আলোচনা নির্দেশ করে l ব্যাবসায় কাস্টমারের সহিত সুসম্পর্ক ও যোগাযোগ নির্দেশ করে l স্ত্রী সহ ভ্রমণ, break journey, পার্টনার এর মত বা সিদ্ধান্ত মেনে নেওয়া ও আত্মীয়পরিজন বা জ্ঞাতির মধ্যে বিবাহ নির্দেশ করে l

3+8=

এই যোগে ছোট ভাইবোন, আত্মীয়স্বজন, প্রতিবেশীর বিপদ বা তাঁদের সহিত সম্পর্কের অবনতি বা তাঁদের দ্বারা ক্ষতি নির্দেশ করে l প্রমাণপত্র নষ্ট হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, বুদ্ধির ভুলে ক্ষতি, documents এর কারণে বিপদে পড়া, movement এ বাধা, যোগাযোগে বাধাবিঘ্ন, মানষিক আঘাত, মনোকষ্ট, মনের ব্যাধি, দুর্বল স্মৃতিশক্তি, হীন মনোবল, উদ্দমে বাধা, মানষিক আগ্রহের অভাব, কানে না শোনা বা তৃতীয় ভাব নির্দেশিত অঙ্গপ্রতঙ্গের রোগভোগ বা অপারেশন নির্দেশ করে l এছাড়া ভ্রাতাভগ্নির বা আত্মীয়পরিজনের কোনোরূপ ক্ষতি, প্রতিবন্ধকতাময় অবস্থা, অস্ত্রপ্রচার বা অপঘাতজনিত ফাঁড়া নির্দেশ করে l

3+9=

এই যোগ যোগাযোগে সফলতা, ভ্রমণের ব্যাপারে শুভ ফল, ভ্রাতাভগ্নির সহিত সুসম্পৰ্ক ও তাঁদের উন্নতিও শুভত্ব নির্দেশ করে l জাতক নিজ লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে l ভ্রাতাভগ্নি, আত্মীয়স্বজন, প্রতিবেশীর সহিত সুসম্পর্ক ও তাঁদের দ্বারা লাভবান হওয়া নির্দেশ করে l জাতকের জীবনে শুভ যোগাযোগ আসবে, আত্মপ্রচেষ্টায় উন্নতি, আলাপ আলোচনায় সাফল্য, ভ্রাতা ভগ্নির দ্বারা জীবনে উন্নতি নির্দেশ করে l

3+10=

এই যোগে জাতকের কর্মসংক্রান্ত সকল যোগাযোগ শুভ হবে l ব্যাবসার ক্ষেত্রে ডিলার বা ড্রিস্টিবিউটরশীপ নির্দেশ করে l সাংবাদিকতা বা লিখালিখির কাজে দক্ষ হয় l অধস্তনদের পরিচালিত করে কর্ম করিয়ে নেওয়ার সহজাত দক্ষতা জাতকের থাকবে l এছাড়া ভ্রাতাভগ্নির কর্মজীবন ও ভ্রমণ সংক্রান্ত সাফল্য নির্দেশ করে l

3+11=

জাতক সবপ্রকার যোগাযোগের ক্ষেত্রে সফল হবে এবং তার জীবনে একাধিকবার শুভ যোগাযোগ আসবে l যেসকল ক্ষেত্রে লক্ষ্যে পৌঁছতে সাহায্যের/সহযোগিতার প্রয়োজন হয় যেমন আত্মীয়স্বজন দ্বারা উপকৃত হওয়া, ভাইবোনের জীবনে উন্নতি ও সৌভাগ্য এই যোগ নির্দেশ করে l এই যোগে জাতক সাহসিকতার সঙ্গে নিজের প্রচেষ্টায় জীবনে প্রভূত উন্নতি করে l

3+12

এই যোগে স্থানপরিবর্তন, ভ্রাতাভগ্নি, আত্মীয়পরিজনদের থেকে বিচ্ছিন্ন হওয়া, বিদেশ যাত্রা, সম্পৰ্ক হানি/চ্ছেদ, বৈদেশিক ব্যাপারে যোগাযোগ, স্মৃতিশক্তি লোপ পাওয়া, জীবনে বহু ভ্রমণ যোগ, ভ্রাতাভগ্নির নিরুদ্দেশ হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া, হীনমন্যতায় ভোগা, প্রমাণপত্র হারিয়ে যাওয়া, আত্মবিশ্বাস হারিয়ে ফেলা, মনোবল ভেঙে যাওয়া, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া, গুপ্ত ক্ষতি নির্দেশ করে l

This is one of the stage of how to learn Vedic and Modified KP Astrology.


If you want to know more about Astrology lesson ---

Please comments and to get early notifications --- follow and share this article.










কোন মন্তব্য নেই: