সোমবার, ৯ নভেম্বর, ২০২০

কেতু--- দ্বাদশ ভাবের সহিত কেতুর সংযোগের ফলাফল

 



LESSON - 2 / PART - 3

How to learn Modified KP Astrology ---
দ্বাদশ ভাবের সহিত কেতুর সংযোগের ফলাফল

প্রিয় পাঠকবর্গের কাছে একান্ত অনুরোধ যে নিম্নলিখিত দ্বাদশ ভাবের সহিত সম্পর্কিত গ্রহদের যে বৈশিষ্ট্যাবলী দেওয়া হল তা সাধারণ বৈশিষ্ট, এই বৈশিষ্ট সকল অন্যান্য সম্পর্কিত গ্রহদের বৈশিষ্টের দ্বারা প্রভাবিত হয়ে সম্পূর্ণ নতুন বৈশিষ্টাবলী গঠন করে l উক্ত কারণে এই সাধারণ বৈশিষ্টাবলীকে কেউ final result বলে গণ্য করবেন না l আলোচ্য sub heading লক্ষ্য করুন --- যেমন লগ্ন ভাবের সহিত কেতুর সংযোগের ফলাফল l এক্ষেত্রে লগ্নের সহিত কেতু কি কি ভাবে সংযুক্ত হতে পারে ?

   * কেতু যদি লগ্নভাবে অবস্থিত গ্রহ হয়

  * কেতু যদি লগ্নভাবে অবস্থিত গ্রহের নক্ষত্রপতি গ্রহ হয়

  * কেতু যদি লগ্নবিন্দুর নক্ষত্রপতি গ্রহ হয়

  * কেতু যদি লগ্নবিন্দুর সাবপতি গ্রহের নক্ষত্রপতি বা সাবপতি গ্রহ হয়

  * কেতু যদি লগ্নবিন্দুর সাবপতি গ্রহের সহিত পেক্ষা দ্বারা সম্পর্কিত হয়

  * লগ্নবিন্দুর সাবপতি গ্রহটি যদি কেতুর নক্ষত্রপতি বা সাবপতি গ্রহ হয়

  * লগ্নবিন্দুর সাবপতি গ্রহটি যে গ্রহের নক্ষত্রে অবস্থিত, সেই গ্রহের নক্ষত্রে যদি কেতু অবস্থিত হয়

এছাড়া ভাবের সহিত কেতুর সংযোগ অর্থে রাহু বা কেতু যে ভাবে অবস্থিত সেই ভাবপতির প্রতিনিধি হিসাবেও ফল প্রদান করবে l 

অনুরূপে প্রত্যেকটি ভাবের সহিত গ্রহদের সংযোগ একইভাবে বিচার্য l তাহলে এবার বুঝতে পারছেন যে কোনও একটি ভাবে এক বা একাধিক গ্রহ থাকলেই বা কোনও গ্রহ না থাকলেও সেই ভাবের বৈশিষ্ট কিভাবে নির্ণীত হয় l সুতরাং আপনার লগ্নে বা রাশিতে শনি বা রাহু বসে আছে, তার মানে সব গেলো - তা নয়, তারা বৈশিষ্ট নির্ধারণের একটা অংশ মাত্র l সঠিক অর্থে একটি ভাবের ফলাফল অনেকগুলি/একাধিক গ্রহের সমন্বয়ে গঠিত বা একটি গ্রহ অনেক ভাবের ফলাফল নির্ধারক l অতএব নিম্নলিখিত সাধারণ বৈশিষ্ট দেখে কখনো প্রভাবিত হবেন না l

লগ্নভাবের সহিত কেতুর সংযোগের ফলাফল

সাধারণত কেতুর প্রভাবে জাতকের গোপনীয় স্বভাব, প্রকাশের অভাব, চাপা স্বভাব, আত্মমগ্ন, নিজেকে গুটিয়ে  রাখার প্রবণতা, ভীতু প্রকৃতির হয় l এরা নিজেকে ঠিকমতো ব্যাক্ত করতে পারে না l বাহ্যিক অভিব্যাক্তি শূন্য বলে এদের অনুভূতি শূন্য ও হৃদয়হীন বলে মনে হয় l এরা চুপচাপ থাকতে ভালোবাসে, অন্যের সাথেপাছে থাকে না l নিজের মত থাকতে, নিঃসঙ্গ থাকতে পছন্দ করে l অন্যের পক্ষে এরা কখনোই ক্ষতিকারক হয় না l নিজের দুর্বলতাগুলোকে সর্বদা ঢেকে রাখে l এদের মহৎ হওয়ার আকাঙ্খা, ভোগ-সুখ আকাঙ্খা কম থাকে l অল্পেই সন্তুষ্ট থাকে, ঝুট-ঝামেলা দাঙ্গা পছন্দ করে না l

কেতু অশুভ হলে ( অশুভ গ্রহ ও অশুভ ভাবের সঙ্গে সম্পর্কিত হয়ে কেতুর নির্দেশনামা যদি অশুভ হয় বা কেতুর নিদেশনামা শুভ হলেও যদি কেতুর সহিত সম্পর্কিত গ্রহদের নিদেশনামা অশুভ হয় ) জাতককের বৈশিষ্ট হবে জড়সড় ভাব, আলস্য, নির্জীবতা, অবসাদ, ঔদাসীন্য, শক্তিহীনতা, হৃদয়হীনতা, স্বার্থপর l স্নেহ-দয়া-মায়া  খুব কম হয় l

কেতু শুভ হলে জাতকের মধ্যে ধার্মিকতা, দর্শন, অধ্যাত্বিকতার জ্ঞান প্রবল হয় l ত্যাগমূলক মানসিকতা লক্ষ্য করা যায়, প্রচন্ড আভ্যন্তরীন অনুভূতি শক্তি সম্পন্ন হয়, রহস্যময় প্রকৃতির হয়, রহস্যময় জীবনযাপন পছন্দ করে l ধর্ম ও ঈশ্বরের প্রতি প্রবল বিশ্বাস থাকে l এদের মধ্যে রসবোধ, স্নেহা-দয়া-মায়া-মমতা থাকলেও তা অপ্রকাশিত l মানষিক শক্তি প্রবল হয়, সংযমী হয়, এদের সহজে বুঝে উঠা কঠিন l

শারীরিক অভিব্যাক্তি আকর্ষণীয় হয় না, সামান্য কুঁজো হয়ে চলে, গুটিসুটি মেরে নির্জিবের মত বসে থাকে l এদের মধ্যে তাপ-উত্তাপ বোধ কম থাকে, ব্যাক্তিত্ববোধের অভাব থাকে l বাইরে থেকে শক্তি প্রয়োগ করে এদের সাময়িক পরিবর্তন করা গেলেও আবার পূর্বের অবস্থায় ফিরতে সময় লাগে না, অপরিচ্ছন্ন থাকতে ভালোবাসে, ভালোবাসা-রোমান্টিকতা কোনও মূল্য এদের কাছে নেই l আনন্দ, স্ফূর্তি, ইয়ার্কি, ঠাট্টা করা পছন্দ করে না l এককথায় কেতুর জাতক হল ছদ্মবেশী l

দ্বিতীয় ভাবের সহিত  কেতুর সংযোগের ফলাফল

এই যোগে জাতকের বাকজড়তা, বোবা, তোতলা হয়, কথা বলার অভিব্যাক্তি আকর্ষণীয় হয় না, অন্যকে ভালো ভাবে বোঝাতে পারে না l বাকসংযমী হয়, চুপচাপ থাকতে ভালোবাসে, কথা বলায় বিশেষ পারদর্শী হয় না, সহজে মুখ খোলে না, কথাবার্তায় চাপা প্রকৃতির হয় l

গুপ্তপথে আয়, আয় গোপন করা, গুপ্তধন পাওয়া, অর্থ চুরি যাওয়া, পকেটমার হওয়া, ঔদাসীন্য, আলস্য বা অবহেলার কারণে অর্থকষ্ট পাওয়া অসম্ভব নয় l অর্থের ব্যাপারে কৃপণ হয় সহজে ব্যায় করতে চায় না, টাকা-পয়সা সর্বদা লুকিয়ে রাখবে l

কেতু শুভ হলে স্বাত্তিক খাবার, নিরামিষ খাবার পছন্দ করবে l আর অশুভ হলে খাদ্যে বিষক্রিয়া হতে পারে, মাদক দ্রব্য সেবন, উপোস করে থাকা, বা খাদ্যের ব্যাপারে বিশেষ আগ্রহ থাকবে না l

তৃতীয় ভাবের সহিত কেতুর  ফলাফল

জাতক জাতিকা ভীতু জড়সড় প্রকৃতির হয় l ভাইবোনের সংখ্যা কম হয় l আত্মীয়স্বজন, ভাইবোনদের সাথে মিশতে চায় না l এরা উদাসীন, অলস,নির্জীব,  অভিব্যাক্তি শূন্য হয় l এদের সহজে বুঝে উঠা কঠিন l কেতু শুভ হলে আত্মসংযম, মানষিক দৃঢ়তা, মনস্থির করার ক্ষমতা প্রবল হয়, এরা আত্মমগ্ন, ধীরস্থির হয়ে থাকে, চুপচাপ থাকতে ভালোবাসে l এদের যোগ, প্রাণায়াম প্রভৃতি চর্চায় উন্নতি নির্দেশ করে, এদের মানষিক ঝোক রহস্যপূর্ণ হয়ে থাকে, intuition power ভালো হয় l

চতুর্থ ভাবের সহিত কেতুর সংযোগের ফলাফল

এই যোগে নিজের বাড়ি থাকা স্বত্তেও পরগৃহে বাস অবশ্যম্ভাবী l অন্ধকারাচ্ছন্ন গলির মধ্যে বাড়ি, বাড়িতে থাকার কষ্ট, থাকার ঘর ছোট হয় l বাড়ি অপরিচ্ছন্ন, সাজসজ্জার অভাব দেখা যায় l বাড়ির নিকটবর্তী স্থানে মন্দির, পোড়োবাড়ি, ভুতুড়ে বাড়ি থাকা নির্দেশ করে l কেতু অশুভ হলে বাড়িতে বাস্তুদোষ বা বাড়িতে চুরি হওয়া বা ভৌতিক উপদ্রব নির্দেশ করে l জাতক পারিবারিক জীবনযাপনে বিশেষ সুখী হয় না, এরা নির্জন গৃহপরিবেশে থাকতে পছন্দ করে l

পঞ্চম ভাবের সহিত কেতুর সংযোগের ফলাফল

কেতু শুভ হলে গুপ্তপ্রেম বা অবৈধ প্রেম নির্দেশ করে l এরা প্রেমের ব্যাপারে উদাসীন ও নিরুৎসাহ হয়ে থাকে l কেতু অশুভ হলে প্রেম ভালোবাসা স্নেহ প্রীতি অপাত্রে অর্পিত হয় l যৌনপ্রেমে আশাভঙ্গ হয়, এরা ভালোবাসা-ভালোলাগা ব্যাক্ত করতে পারে না বা বলতে পারে না l প্রেমে গোপনীয়তা বজায় রাখে l

কেতু অশুভ হলে সন্তান সংক্রান্ত ব্যাপারে বিশেষ শুভ নয়, অনেক সময় নিঃসন্তান বা পোষ্যপুত্র গ্রহণ করা নির্দেশ করে l

কেতু শুভ হলে আধ্যাত্মিক চেতনা সম্পন্ন হয় l জাতক জাতিকা বিশেষ ভোগবিলাসী হয় না, এদের আকাঙ্খা বিশেষ তীব্র হয় না  l জাতক আধ্যাত্মিক সাধনায় সিদ্ধিলাভ করতে পারে l পূজাপার্বন, ধর্মচর্চায় মন থাকে, আধিভৌতিক বিদ্যা অধ্যয়ন করে, intuition power ভালো হয় l

কেতু পীড়িত হলে আজীবন আশাভঙ্গের দুঃখ পেতে হয় l

ষষ্ঠ ভাবের সহিত কেতুর সংযোগের ফলাফল

এই যোগে জাতক অজানা রোগভোগে ভুগবে, চিকিৎসক সহজে রোগ নির্ণয় করতে পারবে না  l এই যোগে ভুল চিকিৎসা, ভুল ঔষধ প্রয়োগ, ভয়ভীতি থেকে রোগভোগ, ভুতুড়ে উপদ্রব হেতু অসুস্থতা, জটিল ব্যাধি ও গুপ্ত শত্রুতা নির্দেশ করে l

সাধারণত সুষুম্নাকান্ডের সমস্যা, এলার্জি, খোসপাঁচড়া, বিষাক্ত কীট বা জীবজন্তুর দংশন, বীজাণু আক্রমণ প্রভৃতি রোগভোগ নির্দেশ করে l

সপ্তম ভাবের সহিত কেতুর সংযোগের ফলাফল

এই যোগে জাতক গোপনে বিবাহ করতে পারে বা বিবাহ গোপন রাখতে পারে, নিম্নবর্ণের নারী বা পুরুষের সাথে সম্পৰ্ক বা বিবাহ নির্দেশ করে l কারো সাথে কোনোপ্রকার গোপনীয় সম্পর্ক নির্দেশ করে l বিবাহ নিয়ে বা বিবাহিত জীবনে কোনোপ্রকার রহস্য থাকতে পারে l কেতু অশুভ হলে রহস্যময়ভাবে বিবাহে বাধাবিঘ্ন আসে বা জাতক আজীবন অবিবাহিত থাকতে পারে বা দাম্পত্যজীবন অত্যন্ত প্রতিকূল হয় l

জীবনসঙ্গীর শারীরিক অভিব্যাক্তি বিশেষ ভালো হয় না, short hight, সামান্য ন্যুয়ে চলা বা কুঁজো হয়ে চলে, জড়সড় প্রকৃতির হয় l

অষ্টম ভাবের সহিত কেতুর সংযোগের ফলাফল

এই যোগে জাতকের গোপনীয় কারণে বিপদ, ভয়-ভৌতিক উপদ্রব থেকে বিপদ, তান্ত্রিক ক্রিয়াকলাপের শিকার হওয়া, চরম আতঙ্কদায়ক ভয়াবহ মুহূর্তের শিকার হওয়া, গুপ্ত শত্রুতা থেকে ক্ষতি, দৈব দুর্বিপাক, বিষাক্ত কীট ও সর্পদংশন, রহস্যময় কারণে আত্মহত্যা বা রহস্যময় মৃত্যু, চুরির কারণে বিপদগ্রস্ত হওয়া নির্দেশ করে l অজানা রোগভোগ হেতু বিপদ বা মৃত্যু, নির্জনস্থানে মৃত্যু নির্দেশ করে l

কেতু শুভ হলে গুপ্ত উপায়ে অর্থলাভ, গুপ্তধন প্রাপ্তি, অপ্রত্যাশিত অর্থ বা সম্পত্তি প্রাপ্তি নির্দেশ করে l এরা রহস্যের অনুসন্ধানকারী হয়, আধ্যাত্মিক চর্চা বা গুপ্তবিদ্যায় পারদর্শী হয় l

নবম ভাবের সহিত কেতুর সংযোগের ফলাফল

জাতক জাতিকা ধার্মিক ও দার্শনিক চেতনাসম্পন্ন হয় l এই যোগে প্রভূত পরিমানে আধ্যাত্মিক উন্নতি বা বিকাশ নির্দেশ করে, প্রখর intuition power থাকে l উচ্চমহলের সাথে কোনোপ্রকার গোপন সম্পৰ্ক, পিতৃ সংক্রান্ত ব্যাপারে কোনও গুপ্ত রহস্য থাকা অসম্ভব নয় l

কেতু যে সকল বিদ্যাশিক্ষা নির্দেশ করে যেমন ম্যাজিক, সন্মোহন বিদ্যা, তন্ত্রবিদ্যা, যোগ প্রভৃতিতে যথেষ্ট জ্ঞান ও পারদর্শিতা নির্দেশ করে l স্বপ্নে কোনও গুপ্তজ্ঞান অর্জন, গুপ্তসংকেত প্রাপ্তি, ঈশ্বর দর্শন, প্রভৃতি নির্দেশ করে l

কেতু অশুভ হলে ভুতুড়ে স্বপ্ন, কোনও আন্তর্জাতিক চক্রের সাথে গোপন সম্পর্ক, রাজনৈতিক মহল বা সরকারি মহল থেকে গুপ্তভাবে ক্ষতি, দুর্গমস্থানে ভ্রমণ, ধর্মীয়স্থানে ভ্রমণ নির্দেশ করে l জাতক গোয়েন্দা বিভাগের সঙ্গে যুক্ত থাকতে পারে l

দশম ভাবের সহিত কেতুর সংযোগের ফলাফল

এই যোগে জাতকের কর্মে অলসতা, ঔদাসীন্য, জড়সড় ভাব নির্দেশ করে l কর্মে উৎসাহ কম থাকে, বেকারত্ব নির্দেশ করে, কর্মের ব্যাপারে গোপনীয়তা বা গোপন ক্রিয়াকলাপ নির্দেশ করে l জাতক বিশেষ লোকপ্রিয় ও উচ্চমর্যাদা সম্পন্ন হতে পারে না বা তাতে লক্ষ্যও থাকে না l যাদুবিদ্যা, সন্মোহনবিদ্যা, তন্ত্রসাধনা, ওঝা, সাপুড়ে, গোয়েন্দা, গুপ্তচর, পকেটমার, পাচারকারী, ছিনতাইবাজ, চোর, কিডন্যাপার প্রভৃতি অবৈধ ক্রিয়াকলাপ নির্দেশ করে l

একাদশ ভাবের সহিত কেতুর সংযোগের ফলাফল

এই যোগে জাতক ধর্ম, দর্শন, যোগ এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে সাফল্য পায় l আত্মসংযমশীলতার মাধ্যমে সাফল্য প্রাপ্তি ও তৃপ্তি নির্দেশ করে l অপ্রত্যাশিত অর্থ বা সম্পত্তি লাভ বা গুপ্তধন পাওয়ার সম্ভবনা থাকে l

দ্বাদশ ভাবের সহিত কেতুর সংযোগের ফলাফল

এই যোগে মোক্ষলাভ, আধ্যাত্মিকতার বিকাশ, ভোগে অনীহা, তাগপ্রবণ মানসিকতা, সন্ন্যাস গ্রহণ, নিরুদ্দেশ হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, কোনও কারণে আত্মগোপন করা, গোপনীয় কারণে অর্থব্যয় নির্দেশ করে l ব্যবহার্য সামগ্রী, দামী রত্ন বা ধাতু চুরি হয়ে যাওয়া, গুপ্ত শত্রুর ষড়যন্ত্র বা তার থেকে ক্ষতি, রহস্যময় কারণে সম্পর্কচ্ছেদ, উদাসীনতার কারণে ক্ষতি নির্দেশ করে l জাতক নিঃসঙ্গ ও একাকী থাকতে পছন্দ করে বা নির্জনে বসবাস পছন্দ করে l কেতু অশুভ হলে কারাবাস নির্দেশ করে l

This is one of the stage of how to learn Vedic and Modified KP Astrology.


If you want to know more about Astrology lesson ---

Please comments and to get early notifications --- follow and share this article.











কোন মন্তব্য নেই: