জ্যোতিষ শাস্ত্র ও জোতিষী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জ্যোতিষ শাস্ত্র ও জোতিষী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

সকলেই ভালো বক্তা কিন্তু সবাই সুবক্তা নন

         জ্যোতিষ শাস্ত্র ও জ্যোতিষী

আমার পর্যবেক্ষণে একজন জোতিষীর প্রথম ও প্রধান কাজ হল জাতক জাতিকার রাশিচক্র অঙ্কন স্বাপেক্ষে তার positive ও negative গুণাবলী/ বৈশিষ্টগুলিকে নির্ণয় করে জাতক জাতিকার জীবনপথের সঠিক দিশা প্রদান করা অর্থাৎ কোন পথে তার সাফল্য আসবে আর কোন বিষয়গুলি তার সাফল্যের পথে অন্তরায়,  সেগুলিকে পরিহার করার উপদেশ প্রদান করা l মূলতঃ জাতক জাতিকার রাশিচক্রের গতিপ্রকৃতি অনুসারে তাকে counseling করা ও সাফল্যের গতিপথ দর্শানোই প্রথম কাজ l প্রতিকার বর্তমান আলোচনার বিষয়বস্তু নয় বলে আমি প্রসঙ্গটি আলোচনার মধ্যে রাখছি না l 

এবার দেখা যাক একজন জ্যোতিষীর রাশিচক্রে কি ধরণের গ্রহ ও ভাবের সন্নিবেশ থাকা প্রয়োজন --- প্রথমত ভাবের ক্ষেত্রে 4+9+10+ (5+8+11) এবং গ্রহ হিসাবে বৃহস্পতি, বুধ ও শুক্রের প্রাথমিক সংযোগ থাকা বাধ্যতামূলক l একজন জ্যোতিষীর প্রাথমিক কর্তব্য এবং কাজই হল মানুষের তথা সমাজের সেবা করা --- সেবামূলক কর্ম হিসাবে 5+8+11 ভাবের স্পন্দন অনস্বীকার্য l এছাড়া 4 ও 9 ভাব নির্দেশ করে শিক্ষা, সাধনা ও উচ্চস্তরের মানসিকতা আর 10 ভাব নির্দেশ করে কর্ম l যেহেতু জ্যোতিষ শাস্ত্র আর পাঁচটা বিষয়ের মতো নয় অর্থাৎ জ্যোতিষ শাস্ত্রকে জানা বা শেখা একপ্রকার সাধনারই সমতুল্য তাই প্রত্যেক জোতিষীর ক্ষেত্রেই শনি অন্যতম ফলদাতা গ্রহ l

এক্ষেত্রে গ্রহ হিসাবে বৃহস্পতি নির্দেশ করে শাস্ত্র সম্পর্কিত জ্ঞান, বুধের কাজ সেই জ্ঞানকে বুদ্ধি ও বিশ্লেষণের মাধ্যমে ব্যাক্ত করা এর শুক্রের কাজ--- বিষয়কে সুন্দরভাবে উপস্থাপন করা l

তাহলে অন্যান্য গ্রহের কি অবদান কোথায় ?

এইরূপ স্পন্দনের সহিত শনি ও কেতুর সংযোগ একজন জ্যোতিষীকে আধ্যাত্মিক ও দার্শনিক মানসিকতা সম্পন্ন করে তুলবে যার ঐকান্তিক প্রচেষ্টাই হবে শাস্ত্রের গভীরে পৌঁছনো ও যে কোনো বিষয়ের মূল অনুসন্ধান আর এই কারণেই একজন জ্যোতিষীর জন্মছকে মুলা নক্ষত্রের গুরুত্ব অসীম l

আসা যাক মঙ্গল গ্রহ সম্পর্কে --- উপরিউক্ত স্পন্দনের সহিত মঙ্গলের সংযোগ একজন জ্যোতিষীকে আকর্ষণ করে  তন্ত্রের প্রতি l

জ্যোতিষে রবি ও চন্দ্র সম্পর্কে নতুন করে বলার কিছু নেই আর রাহু যদি উক্ত স্পন্দনের সহিত সম্পর্কিত হয়  ফলাফলটা আমি আর বললাম না --- এটা অনুমান স্বাপেক্ষ তবে যদি কারোর রবি - রাহু সম্পর্ক থাকে আর 11 জোরালো হয় --- তার চোখে - চোখ রেখে কথা বলার ক্ষমতা সাধারণ মানুষের পক্ষে একপ্রকার অসম্ভব l

এবার আসা যাক মানসিকতা সম্পর্কে ---

বর্তমানে জ্যোতিষ শাস্ত্রের অনেকগুলি ধারা প্রচলিত থাকলেও অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক জোতিষীই সনাতন পদ্ধতিকেই বেশি প্রাধান্য দেন যদিও তারা অন্যান্য ধারা সম্পর্কে যথেষ্ট প্রাজ্ঞ এবং ওয়াকিবহাল l কেন এমন হয় ? যে ব্যাক্তির রাশিচক্রে শনি অত্যন্ত জোরালো --- তিনি কখনই প্রাচীন মতধারাকে ছাড়তে পারেন না আর শনির উপর শুক্র ও বুধ প্রাধান্য বিস্তার করলে তিনি নতুন মতধারাকেও গ্রহণ করতে সক্ষম হবেন l

তবে একটা কথা অনস্বীকার্য যে জ্যোতিষ শাস্ত্রের বর্তমান ধারাগুলির মধ্যে প্রায় প্রতিটি ধারাই সনাতন জ্যোতিষ থেকেই এসেছে এবং সনাতন জ্যোতিষ না জানলে বা মান্যতা না দিলে অন্য কোনো ধারায় ফলাদেশ করা প্রায় অসম্ভব l


                  অষ্টমপতি দ্বাদশে বা দ্বাদশপতি অষ্টমে অবস্থিতির ফলাফল


জ্যোতিষ শাস্ত্রে যতপ্রকার যোগ আছে তার মধ্যে সবচাইতে অশুভ প্রভাবযুক্ত যোগ এইটি l এই সংযোগ জাতকের জীবনে করুন পরিণতির সৃষ্টি করে l জাতক অন্যায় কাজে লিপ্ত হয়ে পড়েন, প্রিয়জনের অকালমৃত্যু, আত্মহত্যা, অপঘাত নির্দেশ করে l ব্যাধির কারণে জাতকের কোনও অঙ্গে স্থায়ী পঙ্গুত্ব সৃষ্টি হতে পারে l এই যোগ জাতকের দীর্ঘস্থায়ী বা স্বল্পস্থায়ী কারাবাস/জেলখাটা নির্দেশ করে l এই যোগ জাতকের অকালমৃত্যু বা আত্মহত্যার নির্দেশক l আবার এই যোগে জাতক নিজে তন্ত্রক্রিয়ার মাধ্যমে অপরের ক্ষতি করা বা মেরে ফেলার চেষ্টার মানসিকতা থাকে l অপরদিকে জাতকের উপরেও তন্ত্রক্রিয়ার কারণে সর্বপ্রকার ক্ষতি বা খুন হয়ে যাওয়া, অকালমৃত্যু বা আত্মহত্যা নির্দেশ করে l 

 --- কি নিজের chart এ এই যোগ আছে কি না ভাবছেন ?

*** যাক বাবা বেঁচে গেছি  --- আমার chart এ নেই

*** কি ব্যাপার নিজের chart টা হাতে ধরা অবস্থায় হটাৎ অন্যমনস্ক হয়ে কি ভাবছেন --- অজানা আশঙ্খার কালো মেঘে মুখটা ছেয়ে গেছে মনে হচ্ছে...

কি ভাবছেন একে তো সবচাইতে অশুভ যোগ তার উপর আবার গ্রহটি শনি  ---  না আর কোনো আশাই রইল না

*** কি শনির সাথে আবার রাহু/ কেতু

এই ধরণের যোগ একলক্ষতে একটা হওয়ার সম্ভবনাও কম l আর chart এ এই ধরণের যোগ থাকলে চিন্তিত হওয়ার বা হতাশ হওয়ার কোনো কারণ নেই l

প্রথমত chart এ কোনো ভাবে অবস্থিত গ্রহকে দেখে উৎসাহিত বা হতাশ হওয়ার কোনো কারণ নেই l ... লগ্নে বৃহস্পতি আমায় দেখে কে?

... লগ্নে শনি  --- হতাশ লাগছে

... না ভেবে দেখুন ---

*** ভাবে যে গ্রহটি বসে আছে, সেই গ্রহটি কোনো না কোনো গ্রহের নক্ষত্রে আছে  --- যদি না নিজ নক্ষত্রে থাকে, তবে নক্ষত্রপতি গ্রহটি কোনো না কোনো ভাবে বসে আছে, আবার নক্ষত্রপতি গ্রহের নক্ষত্রেও কোনো গ্রহ থাকতে পারে,

*** আবার দেখুন ভাবস্থিত গ্রহটির নক্ষত্রেও এক বা একাধিক গ্রহ থাকতে পারে আবার নাও থাকতে পারে,

*** ভাবস্থিত গ্রহটির রাশিচক্রে আরো একটি ঘর থাকতে পারে (চন্দ্র ও রবি ব্যাতিত বাকি পাঁচটি গ্রহের) আর গ্রহটি রাহু/কেতু হলে যে রাশিতে অবস্থিত হবে  --- সেই রাশির অধিপতি গ্রহের প্রতিনিধিত্ব করবে, সেক্ষেত্রেও রাশির অধিপতি গ্রহের আরেকটি ঘর থাকবে (চন্দ্র ও রবি ব্যাতিত)

*** আর পর থাকছে দৃষ্টি দ্বারা সম্পর্কিত গ্রহ

 --- কি বুঝলেন ভাবস্থিত গ্রহ কি ভাবের ফল একাই প্রদান করে ?

ধরুন মীন লগ্ন, দ্বাদশপতি শনি অষ্টমে বৃহস্পতির নক্ষত্রে, লগ্নপতি ও দশম পতি বৃহস্পতি নবমে শনির নক্ষত্রে, পঞ্চমপতি চন্দ্র স্বগৃহে বৃহস্পতির নক্ষত্রে, দ্বিতীয় ও নবম পতি মঙ্গল তৃতীয় চন্দ্রের নক্ষত্রে l.....

দ্বাদশ পতি শনি অষ্টমে দেখেই প্রথমেই আতঙ্কিত তারপর চিন্তা করবেন তুলায় শনি কি ফল দেয়, তুলায় শনি বলবান/ ভালো কি না ?

এক্ষত্রে দেখুন অষ্টমে অবস্থিত শনি দ্বাদশ পতি হলেও একাদশ পতি --- 8+12+11 - শনি

শনি বৃহস্পতির নক্ষত্রে,লগ্ন ও দশম পতি বৃহস্পতি নবমে শনির নক্ষত্রে

8+12+11+1+10+9 - শনি - বৃহস্পতি

তৃতীয় অবস্থিত মঙ্গল চন্দ্রের নক্ষত্রে বৃষ রাশিতে অর্থাৎ শুক্রের অপর ঘর বলে শনির সহিত সম্পর্কিত

স্বক্ষেত্রস্থ চন্দ্র শনির সাথে সম্পর্কিত, উভয়েই বৃহস্পতির নক্ষত্রে অবস্থিত বলে

বুধ চতুর্থ পতি ও সপ্তম পতি নবমে বৃহস্পতির নক্ষত্রে

পঞ্চম পতি রবি লগ্নে শনির নক্ষত্রে অর্থাৎ শনির সাথে সম্পর্কিত

শিক্ষা সংক্রান্ত চতুর্থ ও নবম ভাবের বিচার দেখুন

4+9+10+11+5+8- বুধ-রবি- বৃহস্পতি- মঙ্গল-শনি

কর্মভাবের বিচার অর্থাৎ দশম ভাব স্বাপেক্ষে

10+1+11+12+5+8+9-রবি-বৃহস্পতি-মঙ্গল শনি বুধ

1+10+(5+8+11)+9+12-রবি-মঙ্গল -বৃহস্পতি-বুধ-শনি

তাহলে কি পেলেন  --- শনি দ্বাদশ পতি অষ্টমে,  সাধারণ ফল অত্যন্ত খারাপ কিন্তু কি পেলেন জাতক একজন ডাক্তার l

কি বুঝলেন  --- আমার মীন লগ্ন,  অষ্টমে শনি --- কি ফলাফল হবে বা কি হতে পারে  --- এই ধরণের প্রশ্ন অবান্তর l ফলাদেশের জন্যে সার্বিক chart, দশান্তর্দশা ও transit অত্যন্ত গুরুত্বপূর্ণ l

সুতরাং অকারণে বিভ্রান্ত হবেন না বা কাউকে বিভ্রান্ত করবেন না l


                                 

                                




  সকলেই ভালো বক্তা কিন্তু সবাই সুবক্তা নন


দ্বিতীয় ভাবের সহিত রবির সংযুক্তির ফলাফল

জাতক গাম্ভীর্যপূর্ণ, উচ্চস্বরে, কথা বলবে, কথাবার্তায় অহংকার প্রকাশ পাবে তবে স্পষ্টবক্তা ও সততার সাথে কথা বলবে l

দ্বিতীয় ভাবের সহিত চন্দ্রের সংযুক্তির ফলাফল

জাতক জাতিকা সরলতাপূর্ণ, দয়া-মায়া- মমতাপূর্ণ কথাবার্তা বলবে তবে পরনির্ভরশীলতা থাকবে অর্থাৎ অপরের মত মেনে নেবে l

দ্বিতীয় ভাবের সহিত মঙ্গলের সংযুক্তির ফলাফল

জাতক জাতিকা উগ্র কথাবার্তা, মেজাজী, চিৎকার করে কথাবার্তা, ঝগড়াঝাটি, আদেশপূর্বক কথাবার্তা, অন্যকে তোয়াক্কা না করে কথাবার্তা বা উচিত কথা মুখের উপর বলে দেবে তবে জাতক হবেন স্পষ্টবাদী l

দ্বিতীয় ভাবের সহিত বুধের সংযুক্তির ফলাফল

জাতক জাতিকার কথাবার্তায় চঞ্চলতা প্রকাশ পাবে, দ্রুত কথা বলবে, বালকসুলভ অথচ যুক্তিপূর্ণ কথাবার্তা বলবে l অধিক বা অতিরিক্ত কথা বলবে l

দ্বিতীয় ভাবের সহিত বৃহস্পতির সংযুক্তির ফলাফল

জাতক জাতিকা কথার দাম রাখবে, সৎ কথা বলবে আর কথার মধ্যে বুদ্ধি, যুক্তি ও জ্ঞানের প্রভাব থাকবে l

দ্বিতীয় ভাবের সহিত শুক্রের সংযুক্তির ফলাফল

জাতক জাতিকা গুছিয়ে সুন্দর করে মিষ্টি সুরে টেনে টেনে কথা বলবে l কথার মধ্যে ভালোবাসা, রোমান্টিকতা প্রকাশ পাবে l

দ্বিতীয় ভাবের সহিত শনির/কেতুর সংযুক্তির ফলাফল

জাতক জাতিকা কম কথা বলবে, পুরানো দিনের কথা বলবে, কথা গোপন করবে, বাকজড়তা থাকবে, কথা বলতে বলতে জড়িয়ে যাবে এবং অন্যকে নিরুৎসাহিত করার কথা বলবে l

দ্বিতীয় ভাবের সহিত রাহুর সংযুক্তির ফলাফল

জাতক জাতিকা মিথ্যা কথা বলবে, ঝগড়াঝাটি করবে এবং কথার মধ্যে গালিগালাজের ব্যবহার থাকবে l

 --- মোটামুটি এই হল দ্বিতীয় ভাবের সহিত সম্পর্কিত গ্রহের বাক্য সংক্রান্ত ফলাফল l এবার আপনি কি বলবেন ?

 --- হ্যাঁ, আমার দ্বিতীয়ে শুক্র  --- মোটামুটি মিলছে

 --- না না, আমার দ্বিতীয় শুক্র  --- মিললো না --- আমি তো চিৎকারও করি আবার কথায় slangs ও ব্যবহার করি

 --- আমার দ্বিতীয়ে শুক্র  --- কথাতো বেশি বলতে ইচ্ছা করে না তবে ভালো খাবারদাবার বা সুন্দর পোশাকপরিচ্ছদ বা ফ্যাশন সংক্রান্ত ব্যাপারে আমি স্বাবলীল l

 --- আমার দ্বিতীয়ে কোনো গ্রহ নেই তবে শুক্রের কারকতার সাথে অনেকটাই মিলে গেলো --- কি ব্যাপার ?

কেন এমন হয় ? কারণ একটাই --- কেবলমাত্র ভাবস্থ গ্রহই ভাবের একমাত্র ফলদাতা নয় l ভাবস্থ গ্রহের সহিত সম্পর্কিত সকল গ্রহই উক্ত ভাবের ফলদাতা l

যেমন ধরুন সফল রাজনৈতিক ব্যাক্তিত্বদের ক্ষেত্রে --- অনেকেই আছেন যাদের বক্তব্য দলমত নির্বিশেষে সকলেই শুনতে পছন্দ করেন l আবার অনেক নেতা আছেন যার বক্তব্য নিজ দলের লোকজনদেরই মনোগ্রাহী হয় না l কেন ?

সুবক্তার ক্ষেত্রে বুধ অত্যন্ত প্রয়োজনীয় একটি গ্রহ l তবে কি বুধকে দ্বিতীয় ভাবস্থ গ্রহ হতে হবে বা দ্বিতীয় পতি হতে হবে ?

 --- না তার কোনো প্রয়োজন নেই, বুধকে হতে হবে দ্বিতীয়ভাবের নির্দেশক গ্রহ এবং অবশ্যই লগ্ন, সপ্তম, তৃতীয়, নবম ও একাদশের সহিত সম্পর্কিত বা নির্দেশক l

অর্থাৎ বুধ - 2+3+9+1+7+10+11

 --- এখানে বুধের প্রয়োজনীয়তা কোথায়

বুধকে প্রয়োজন যে কোনো বিষয়ের উপর দখল, উপস্থিত বুদ্ধি ও তাৎক্ষণিক বিশ্লেষণ ক্ষমতার জন্যে l বুধ slow starter কিন্তু একবার শুরু করলে অনায়াসে এক বিষয় থেকে অন্য বিষয়ে switch করা বা বক্তব্যের মধ্যে বিশেষ বিষয়কে highlight করা বা সুকৌশলে বিতর্কিত বিষয়বস্তুকে এড়িয়ে যাওয়ার technic বুধের করায়ত্ত l তথাপি জনগণকে বক্তব্যের মাধমে আটকে রাখা বা মোহিত করে রাখার ক্ষমতা বুধের নেই l তার জন্যে প্রয়োজন বৃহস্পতি --- যে বুধের প্রতিটি বক্তব্যের/বিষয়ের মধ্যে অভিজ্ঞতা বা জ্ঞানের মাধ্যমে পরিপূর্ণতা দেয় l

এরপরেও জনমোহনী ক্ষমতা তার অধরা --- কারণ বুধ-বৃহস্পতির সমন্বয়ে জাতক যুক্তিপূর্ণ বক্তব্যকে সুন্দরভাবে প্রকাশ করতে পারলেও বক্তব্যের মাধুর্য ও সুন্দর উপস্থাপনা থাকবে না --- যদি না শুক্রের সংযোগ থাকে l

আশা করি এবার বোঝাতে পারলাম যে কেন রাজনীতিবিদরা অনেকই বক্তা কিন্তু সকলেই সুবক্তা নন l


আর এতক্ষনে আপনিও বুঝে গেছেন গ্রহের ফল বা তার শুভত্ব - অশুভত্ব সম্পূর্ণটাই সম্পর্কিত ভাবগুলির উপর নির্ভরশীল  --- কেবলমাত্র ভাবস্থ গ্রহকে বিচারের আওতায় আনবো তা সম্ভবপর নয় l

এক্ষত্রে আরেকটি বিষয় খেয়াল রাখা প্রয়োজন যে  বিচারকালীন দশান্তর্দশাকে বিশেষ গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করা প্রয়োজন l 


আরও দেখুন ---

Fortuna point --- আপনার সৌভাগ্যের দিশারী

https://modifiedkpastrology.blogspot.com/2020/12/fortuna-point.html


This is one of the stage of how to learn Vedic and Modified KP Astrology.


If you want to know more about Astrology lesson ---

Please comments and to get early notifications --- follow and share this article.