Cuspal sublord and their significance (Lesson 1 --- Part 4) লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Cuspal sublord and their significance (Lesson 1 --- Part 4) লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

Cuspal sublord and their significance (Lesson 1 --- Part 5)

                              

Modified KP Astrology  

        Astrology  Rullings

       Lesson 1 ---  ( Part -5 )

Modified KP Astrology Rullings





 Cuspal Sublord and their significance of eight house : ---

1 + 1 =

লগ্নের sublord লগ্নের significator হলে (KP Astrology- র ক্ষেত্রে) জাতক স্বাস্থ্যের ব্যাপারে যত্নবান হবে l রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে l স্বচেষ্টায় সাফল্য লাভ হবে l

সনাতন বা বৈদিক Astrology র ক্ষেত্রে ধরতে হবে লগ্নপতি লগ্নে অবস্থিত/থাকলে জাতক স্বাস্থ্যের ব্যাপারে যত্নবান হবে l রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে l স্বচেষ্টায় সাফল্য লাভ হবে l

     ***   ( আমি KP  ও  Modified KP Astrology - র rullings  বলছি, আপনারা প্রথমটার মত সব rullings- এর জন্যে --- সনাতন বা বৈদিক জ্যোতিষের ক্ষেত্রে sublord এর জায়গায় ভাবপতি ধরে নেবেন  )

8+1 =

জাতক জীবনে বহু বাধাবিঘ্নের সম্মুখীন হবে, প্রতিকূল জীবনযাত্রার সম্মুখীন হবে, কষ্টকর,  কঠোর পরিশ্রমের জীবন হবে l এই যোগ অস্ত্রাঘাত, অপারেশন, দুর্ঘটনা, আত্মহত্যা, মানষিক অবসাদ, হতাশা, দুশ্চিন্তা, শারীরিক প্রতিবন্ধকতা, অপরাধ মূলক মানসিকতা, জীবনে বদনাম, মৃত্যুতুল্য অনুভূতি, প্রতারক হওয়ার যোগ, গুপ্তবিদ্যায় আগ্রহ, অন্যের ক্ষতি সাধনের মানসিকতা নির্দেশ করে l

8+2 =

এই যোগে জাতক কম কথা বলবে, কথায় জড়তা/আড়ষ্ট ভাব থাকবে l অর্থ প্রাপ্তিতে বাধা, টাকা আটকে থাকা, অর্থ নষ্ট হওয়া, ঠিকমতো আয় না হওয়া, অর্থ নিয়ে গন্ডগোল নির্দেশ করে l দৃষ্টিশক্তির সমস্যা, চোখের সমস্যা, কম দেখা, গলার সমস্যা, বাক সমস্যা, মুখের গঠন কুৎসিত বা বিকৃত হতে পারে l দাঁতের সমস্যা, দাঁত ভেঙে যাওয়া, দাঁত পড়ে যাওয়া, মুখে কাঁটা দাগ, কালো দাগ/ছোপ, পোড়া দাগ, গুটি বসন্তের দাগ, আর্থিক সমস্যা, বলপূর্বক টাকা আদায় করা, মৃতের ধন প্রাপ্তি বা মৃত্যুসূত্রে অর্থলাভ, বীমার অর্থ ও অসামাজিক ক্রিয়াকলাপের মাধ্যমে অর্থলাভ নির্দেশ করে l

8+3 =

এই যোগে ছোট ভাইবোন, আত্মীয়স্বজন, প্রতিবেশীর বিপদ বা তাঁদের সহিত সম্পর্কের অবনতি বা তাঁদের দ্বারা ক্ষতি নির্দেশ করে l প্রমাণপত্র নষ্ট হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, বুদ্ধির ভুলে ক্ষতি, documents এর কারণে বিপদে পড়া, movement এ বাধা, যোগাযোগে বাধাবিঘ্ন, মানষিক আঘাত, মনোকষ্ট, মনের ব্যাধি, দুর্বল স্মৃতিশক্তি, হীন মনোবল, উদ্দমে বাধা, মানষিক আগ্রহের অভাব, কানে না শোনা বা তৃতীয় ভাব নির্দেশিত অঙ্গপ্রতঙ্গের রোগভোগ বা অপারেশন নির্দেশ করে l এছাড়া ভ্রাতাভগ্নির বা আত্মীয়পরিজনের কোনোরূপ ক্ষতি, প্রতিবন্ধকতাময় অবস্থা, অস্ত্রপ্রচার বা অপঘাতজনিত ফাঁড়া নির্দেশ করে l

8+4 =

এই যোগে বিদ্যালাভে/বিদ্যাশিক্ষায় বাধাবিঘ্ন, গৃহ, বাড়ি বাসস্থানের সমস্যা, সাংসারিক বা পারিবারিক অশান্তি, মামলা-মোকদ্দমা, বাহন লাভে বাধা, বাহনের ক্ষয়ক্ষতি, বাহন দুর্ঘটনা, বাহন নিয়ে বিপদে পড়া, পুরাতন বাহন বা বাড়ি লাভ মনে, মায়ের দুর্ঘটনা বা বিপদ, মায়ের কারণে অশান্তি, নিজ সম্পত্তি প্রাপ্তিতে বাধা, গৃহ থেকে বিতাড়িত, মায়ের অপারেশন, আঘাত প্রাপ্তি, বক্ষজো পীড়া, heart surgery, উত্তরাধিকার সূত্রে বা উইল সূত্রে সম্পত্তি প্রাপ্তি, অসামাজিক এলাকায় বসবাস, ভাঙাচোরা জীর্ণ অস্বাস্থকর দুর্গন্ধযুক্ত পরিবেশে বসবাস, বিপদজনক বাড়িতে বসবাস, গৃহে দুর্ঘটনা, ভূমিকম্পে ক্ষতি, যানবাহনের যন্ত্র বিকল হয়ে যাওয়া প্রভৃতি নির্দেশ করে l

8+5 =

এই যোগে সন্তান প্রাপ্তিতে বাধা, পেটে অস্ত্রপ্রচার, পেটে কষ্ট, stomach, pancreas প্রভৃতির সমস্যা, সিজারিয়ান বেবি অর্থাৎ অপেরেশনের মাধ্যমে সন্তান লাভ, অবৈধ সন্তান, মনোকষ্ট, মানসিক ব্যাধি, অবসাদ, অপবিত্রতা, চারিত্রিক দোষ, যৌন আকর্ষণ, অবৈধ মেলামেশা, নেশার প্রতি আসক্তি, অবৈধ ক্রিয়াকলাপ, গোপন প্রণয়, শিল্পচর্চা-খেলাধুলায় বাধাবিঘ্ন, বেকারত্ব, অন্যের সম্পত্তিলাভ, হটাৎ প্রাপ্তি, বিনাপ্রচেষ্টায় প্রাপ্তি, ফাটকা-লটারি হতে লাভ, যৌতুক লাভ, সন্তানের কষ্ট, সন্তান অবাধ্য-অমানুষ, সন্তানের বিপদ-দুর্ঘটনা বা দুর্ভাগ্য, প্রেমে বাধা-অশান্তি, গুপ্ত প্রেম, প্রেমের কারণে মানসিক দুশ্চিন্তা, প্রেম না হওয়া, বয়সে ছোট কারোর সাথে সম্পর্ক, সন্তান না হওয়া, দেরিতে সন্তান প্রাপ্তি, মাদক দ্রব্য সেবন, নিজেকে নিম্নস্তরে নামিয়ে ফেলা, চূড়ান্ত যৌনতাবোধ নির্দেশ করে l

8+6 =

এই যোগে মামলা মোকদ্দমা বা ষড়যন্ত্রে লিপ্ত হওয় বা জড়িয়ে পড়া, কোনও প্রকার দীর্ঘমেয়াদি জটিল, স্থায়ী ও দুরারোগ্য কঠিন ব্যাধি, রোগের কারণে অস্ত্রপ্রচার, তান্ত্রিক ক্রিয়াকলাপ দ্বারা রোগগ্রস্থ হওয়া, ভাড়া সংক্রান্ত কারণে বিপদগ্রস্থ হওয়া, বিষাক্ত কীটপতঙ্গ বা দংশক প্রাণী দ্বারা আক্রান্ত হওয়া, শত্রুতার সৃষ্টি হওয়া বা শত্রু দ্বারা ক্ষতি, বিপদগ্রস্থ হওয়া, আঘাতে ক্ষত সৃষ্টি হওয়া নির্দেশ করে l

8+7 =

এই যোগে জীবনসঙ্গী থেকে নৈরাশ্য বা হতাশা নির্দেশ করে l বিরক্ত প্রদানকারী জীবনসঙ্গী, উশৃঙ্খল-বর্বর-অত্যাচারী-দুষ্টবুদ্ধি সম্পন্ন জীবনসঙ্গী, বেশি বয়সে বিবাহ, বিবাহে বাধা, বিবাহ না হওয়া, বিবাহ নিয়ে দুশ্চিন্তা, মানষিক চাপ বা চাপে পড়ে বা কোনও প্রকার কেলেঙ্কারির কারণে বিবাহ, অসবর্ণ বিবাহ, বিবাহিত জীবনে অশান্তি-কলহ-মারামারি-রক্তপাত, জীবনসঙ্গীর শারীরিক খুঁত, কুৎসিত জীবনসঙ্গী, দাম্পত্য কলহ, বিবাহিত জীবনে দুর্ঘটনা, বৈধব্য যোগ, অসামাজিক বিবাহ, গোপন বিবাহ, বিকলাঙ্গ স্বামী বা স্ত্রী লাভ, বিবাহিত জীবনে কোনোপ্রকার প্রতিবন্ধকতা বা অপরিপূর্ণতা নির্দেশ করে l এছাড়া কোনও ব্যাক্তি দ্বারা ষড়যন্ত্র-ক্ষতি বা প্রতিদ্বন্ধির ক্ষতি বা ব্যাবসায় ক্ষতি নির্দেশ করে l

8+8=

এই যোগে জাতকের জীবনে দুঃখ দুর্দশা হতাশা এবং সাফল্যে বাধা আসবে l জাতক অসামাজিক ক্রিয়াকলাপ এবং ঝঞ্ঝাটপূর্ণ পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়বে l কোনোপ্রকার মানষিক বা শারীরিক আঘাতপ্রাপ্তির সম্ভবনা থাকবে l অতিরিক্ত মদ্যপান, বংশগত রোগ, ক্রনিক রোগ, জটিল রোগ,পঙ্গুত্ব বা অপেরেশনের কারণে সুখশান্তিহীন জীবনযাপন করবে l জাতকের জীবনে বদনাম হবে এবং জাতক ষড়যন্ত্রের শিকার হতে পারেন l এই যোগে জাতকের জীবনে তান্ত্রিক প্রক্রিয়ায় ভৌতিক উপদ্রব হতে পারে l

শুভ হলে জাতক দীর্ঘায়ু হন l

8+9 =

এই যোগে জাতক গুরুজন কতৃক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারেন l উচ্চশিক্ষায় বাধা থাকবে l কোনও অপরিচিত ব্যাক্তি বা বিদেশি ব্যাক্তির দ্বারা বিপদগ্রস্থ হতে পারেন l ধর্মীয় কারণে, রাজনৈতিক কারণে বা আইনগত কারণে জাতকের বিপদে পড়ার সম্ভবনা থাকবে l এই যোগে জাতক পূর্বজন্মের কৃতকর্মের ফল ভোগ করবে l পিতার মৃত্যু, পিতার বিপদ, পিতার অপারেশন বা দারিদ্র যোগ নির্দেশ করে l এই যোগে আন্তর্জাতিক কোনও সংস্থার কোপদৃষ্টিতে জাতক ক্ষতিগ্রস্ত হতে পারেন l

8+10 =

এই যোগে জাতক জীবনে পছন্দসই কর্ম পাবে না l এই যোগ নির্দেশ করে বেকারত্ব, কর্মের কারণে প্রবল দুশ্চিন্তা, কর্মের স্থলে বাধা, অসামাজিক কর্মের কারণে বদনাম, পদোন্নতিতে বাধা, ঘুষ নেওয়া, গুপ্তপথে উপার্জন, ফাটকা বা জুয়ায় লাভবান এবং গুপ্ত বিদ্যা দ্বারা উপার্জন নির্দেশ করে l

8+11 =

এই যোগে জাতক অপরের থেকে বিশেষ সাহায্য পাবে l বিনাপরিশ্রমে অর্থপ্রাপ্তিযোগ --- কোনও প্রকার বন্ড বা সম্পত্তির মালিকানা প্রাপ্তি, মৃত্যুর সঙ্গে সম্পর্কযুক্ত অর্থ অর্থাৎ উইলের সম্পত্তি, জীবনবীমার টাকা, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বা অর্থ প্রাপ্তি, গুপ্তধন প্রাপ্তি নির্দেশ করে l অপরপক্ষে অষ্টম ভাব যদি বেশি জোরালো হয় তবে বাধাবিঘ্নের মধ্যে দিয়ে প্রাপ্তি ঘটবে বা প্রাপ্তিতে বাধা সৃষ্টি হবে l

8+12 =

জ্যোতিষ শাস্ত্রে যতপ্রকার যোগ আছে তার মধ্যে সবচাইতে অশুভ প্রভাবযুক্ত যোগ এইটি l এই সংযোগ জাতকের জীবনে করুন পরিণতির সৃষ্টি করে l জাতক অন্যায় কাজে লিপ্ত হয়ে পড়েন, প্রিয়জনের অকালমৃত্যু, আত্মহত্যা, অপঘাত নির্দেশ করে l ব্যাধির কারণে জাতকের কোনও অঙ্গে স্থায়ী পঙ্গুত্ব সৃষ্টি হতে পারে l এই যোগ জাতকের দীর্ঘস্থায়ী বা স্বল্পস্থায়ী কারাবাস/জেলখাটা নির্দেশ করে l এই যোগ জাতকের অকালমৃত্যু বা আত্মহত্যার নির্দেশক l আবার এই যোগে জাতক নিজে তন্ত্রক্রিয়ার মাধ্যমে অপরের ক্ষতি করা বা মেরে ফেলার চেষ্টার মানসিকতা থাকে l অপরদিকে জাতকের উপরেও তন্ত্রক্রিয়ার কারণে সর্বপ্রকার ক্ষতি বা খুন হয়ে যাওয়া, অকালমৃত্যু বা আত্মহত্যা নির্দেশ করে l 


This is one of the stage of how to learn Vedic and Modified KP Astrology.


If you want to know more about Astrology lesson ---

Please comments and to get early notifications --- follow and share this article.