মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

Rullings of Astrology - 3rd house

  কি না --- প্রথমেই তা নির্ণয় করা প্রয়োজন  l কোনোরূপ ভাবে সম্পর্কিত হলে আমরা বিচার্য বিষয়ে অগ্রসর হতে পারি l 

3+11+ মঙ্গল = ভাইয়ের সাথে সুসম্পর্ক ( 1 + 3 ও একই ফল নির্দেশ করে তবে সেক্ষেত্রে 6-8-12 র সংযোগ থাকা চলবে না)

3+8+ মঙ্গল = ভাইয়ের সঙ্গে খারাপ সম্পর্ক বা বিরোধ

3+8- মঙ্গল+ রাহু = ভাইয়ের সহিত ঝগড়া বা মারামারি বা ভাইয়ের দুর্ঘটনা

1+3+8+ মঙ্গল = ভাইয়ের দ্বারা ক্ষতি

3+11+ মঙ্গল = ভাইয়ের দ্বারা উন্নতি বা ভাইয়ের উন্নতি


ভ্রমণ সংক্রান্ত Rullings 

ভ্রমণের কারক গ্রহ বুধ অর্থাৎ প্রতিটি rullings এর ক্ষেত্রে বুধের একটি সংযোগ অবশ্যই থাকবে l

3+12+11+ বুধ = ছোটোখাটো ভ্রমণ

3+8+12+11+ বুধ = ভ্রমণে বিপদ

3+8 বা 3+4+8+ বুধ =ভ্রমণে যেতে না পারা

3+12+11+ বুধ - বৃহস্পতি-শনি= জঙ্গলে ভ্রমণ

3+12+11+ বুধ - চন্দ্র= জলপথে ভ্রমণ

3+12+11+ বুধ - মঙ্গল= মরুভূমিতে ভ্রমণ

3+12+11+9+8+ বুধ-বৃহস্পতি- শনি= পাহাড়ে ভ্রমণ ( বৃহস্পতি বৃহতের নির্দেশক, শনি কষ্টসাধ্য, 9 ভাব= উচ্চতা এবং 8 ভাব= শারীরিক ক্লেশ বা কষ্টসাধ্য  বিষয়ের নির্দেশক )

3+12+11+5+9  বুধ - বৃহস্পতি= ধর্মীয় স্থানে ভ্রমণ

3+12+11+ বুধ-শুক্র = রোমান্টিক স্থানে ভ্রমণ

3+12+11+ বুধ - শনি= ঐতিহাসিক স্থানে ভ্রমণ

3+12+11+5+8+6+ বুধ - রবি- বৃহস্পতি= চিকিৎসার কারণে ভ্রমণ

 আবার যোগাযোগের কারক গ্রহও বুধ ---

3+9+8- বুধ= যোগাযোগে বাধা

3+9+11- বুধ= যোগাযোগে সাফল্য

3+8- বুধ= আত্মীয়দের সহিত খারাপ সম্পর্ক বা আত্মীয় দ্বারা ক্ষতি বা আত্মীয়দের বিপদ

3+11- বুধ= আত্মীয় দ্বারা সাফল্য বা আত্মীয়দের সাফল্য

উপরিউক্ত সূত্রগুলি সাধারণ, যখন আমরা কোনো বিষয়ে অনুসন্ধানে অগ্রসর হবো তখন কিভাবে এগুলো পাবো ?

How to creat rullings in Astrology 

এবার আমরা দেখি rullings কিভাবে তৈরি হয় --- ধরা যাক চিকিৎসার কারণে ভ্রমণ

তাহলে চিকিৎসা অর্থে নিশ্চয় জাতক অসুস্থ  ---

1= জাতক

6= রোগভোগ অর্থাৎ 1+6= জাতকের অসুস্থতা

চিকিৎসা অর্থে জাতক ভিন্ন অপর ব্যাক্তি অর্থাৎ 7 ভাব doctor নির্দেশ করে,

রোগভোগ= 6 ভাব,

হাসপাতাল=12 ভাব, 

এবং 5 ভাব হল --- 7 ভাবের 11 স্থান অর্থাৎ ডাক্তারের সাফল্য

 , 8 ভাব = operation বা চিকিৎসা, গুরুতর অসুস্থতা বা জটিল রোগ নির্দেশ করে,

11 ভাব = সাফল্য

5+8+11 - রবি = চিকিৎসা

3 ভাব = ভ্রমন,

 3+9 = চিকিৎসার কারণে doctor বা hospital এর সহিত যোগাযোগ এবং দূরবর্তী স্থানে চিকিৎসার জন্যে ভ্রমণ এবং কারক গ্রহ বুধ l

চিকিৎসার ক্ষেত্রে 5-11 - বৃহস্পতি  নির্দেশ সুস্থতা বা আরোগ্য

Operation এর কারক গ্রহ মঙ্গল এবং কেতু,

--- কেতুকে দেখে কি ভাবছেন যে এখানে কেতুর প্রয়োজনীয়তা কোথায় তাই তো?

স্বাভাবিক ভাবেই কেতু মানেই অজানা রোগ/ গোপন রোগ/ সুষুম্নাকান্ডের সমস্যা/ জীবাণু আক্রমণ বা সংক্রমণ বা রোগ ধরতে না পারা

কোনও ব্যাক্তি যখন অস্ত্রাঘাতে মারা যান বা আহত হন তখন কারক গ্রহ নিশ্চয় মঙ্গলের সঙ্গে রাহুকে যুক্ত করেন তাহলে doctor কতৃক operation এর সময়  ধারালো অস্ত্রপ্রয়োগের( এক্ষেত্রে doctor operation নিমিত্তে  যে ধারালো অস্ত্রপ্রয়োগ তা রোগীর জীবন বাঁচানোর জন্যে --- তাই ধারালো surgical instruments এর জন্যে মঙ্গল-রাহু নয় মঙ্গলের সাথে কেতু অপরিহার্য) মাধ্যমে কোনও ব্যাক্তি সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে কেতুর সংযোগ অবশ্যম্ভাবী l

12 ভাব নির্দেশ করে hospital , 5+11- বৃহস্পতি নির্দেশ করে সুস্থতা

এখন মনে প্রশ্ন আসাটাই স্বাভাবিক যে জাতক কখন অসুস্থ হবেন ?

যখন 6-12/6-8-12 ভাবের সহিত সম্পর্কিত গ্রহের দশান্তর্দশা চলবে ? --- না  জাতকের হয়তো অসুখের সম্ভবনা দেখা দেবে কিন্তু অসুস্থ হবেই বলা  অনুচিত l

তাহলে কখন অসুস্থ হবেন ?

যখন দশান্তর্দশা লগ্নের সহিত সম্পর্কিত হবে এবং transit ও ঘটনার স্বাপেক্ষে সমর্থন করবে তখন জাতক অসুস্থ হবেন আর পরবর্তী সময়ে ( দশান্তর্দশায়) যখন 11 ভাবের স্পন্দন বা 5-11 ভাবের স্পন্দন জোরালো হলে জাতক সুস্থতা অর্জন করবেন  l এক্ষেত্রে মারক-বাধককে অতন্ত্য গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করা অত্যন্ত জরুরি l

আর রোগভোগ নির্ণয়ের ক্ষেত্রে ষষ্ট ভাব এবং লগ্ন ভাবের সহিত সম্পর্কিত গ্রহসকল ও ভাব সকলকে সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারলে রোগভোগ সম্পর্কিত সম্যক ধারণা অবশ্যই পাওয়া সম্ভব l এটি সকল পদ্ধতির ক্ষেত্রেই প্রযোজ্য তবে রাশিচক্রটি অঙ্কিত হওয়া উচিত সঠিক সময় অনুযায়ী --- যে বিষয়টিকে অধিকাংশ ক্ষেত্রেই সঠিক গুরুত্ব দেওয়া হয় না l

রোগভোগের ক্ষেত্রে শনি সম্পর্কিত হলে ক্রনিক রোগভোগ বা দীর্ঘকালীন রোগভোগ, কেতু- বুধ সম্পর্কিত হলে রোগ ধরা না পড়া বা রোগের ভুল চিকিৎসার সম্ভবনা থেকেই যায় l

রোগভোগের ক্ষেত্রে সঠিক doctor এর অধীনে চিকিৎসা পাওয়া বা সঠিক doctor এর খোঁজ পাওয়া বা যোগাযোগ হওয়া সবটাই জাতকের ভাগ্যের সহিত সম্পর্কিত l

এবার প্রশ্ন উঠবে এগুলো আমরা কোথায় পাবো ?

আপনি যে বিষয় সম্পর্কিত প্রশ্ন অনুসন্ধান বা পর্যবেক্ষণ করতে চান সেই ভাব থেকেই অনুসন্ধান শুরু করা উচিত l কারণ গ্রহ ভাবের combination এসেছিলো 1+3+12+11+5+8+6- রবি-বৃহস্পতি- মঙ্গল- কেতু -বুধ

6+(5+8+11)-রবি-বৃহস্পতি নির্দেশ করে  চিকিৎসা

আবার দেখুন উক্ত গ্রহসকল ও ভাবের নির্দেশনামা অন্য দৃষ্টিকোণ থেকে কি নির্দেশ করছে ?

***   3 - বুধ নির্দেশ করে লেখা অর্থাৎ জাতক রোগভোগ ও চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে লেখালেখিতে স্বাবলীল/ স্বাচ্ছন্দ l

***   আবার 6+(5+8+11)+12-রবি-বৃহস্পতি নির্দেশ করে চিকিৎসা

3- মঙ্গল নির্দেশ করে ভাই

6- বুধ- কেতু নির্দেশ করে ভুল চিকিৎসা বা এমন রোগ যা সঠিক ভাবে নির্ণয় করা যাচ্ছে না

অর্থাৎ ভাইয়ের সঠিক রোগ ধরা যাচ্ছে না বা ভাই ভুল চিকিৎসার শিকার l

তাহলে কি দাঁড়ালো ? রোগ সংক্রান্ত অনুসন্ধান ষষ্ঠ ভাব থেকেই করা প্রাসঙ্গিক l আবার প্রশ্ন হতে পারে জাতকের রোগের সম্ভবনা আছে না কি জাতক সত্যসত্যই রোগাক্রান্ত হবেন কি না ?

অর্থাৎ জাতকের রোগভোগ বা রোগাক্রান্ত হওয়া কে নির্দেশ করবে --- ষষ্ট ভাব না কে জাতকের লগ্ন ?

নিশ্চই লগ্ন  --- তাহলে আমরা কি দেখলাম  --- লগ্নের মধ্যে কোনও ঘটনার স্পন্দন না থাকলে তা ঘটবে না l দশান্তর্দশা ও transit নির্দেশ করে ঘটনার প্রকৃতি ও সময়কাল l এই কারণেই বলা হয় লগ্নের মধ্যেই নিহিত জীবনের সকল ঘটনাবলী l 


আরও দেখুন ---

Fortuna point --- আপনার সৌভাগ্যের দিশারী

https://modifiedkpastrology.blogspot.com/2020/12/fortuna-point.html


This is one of the stage of how to learn Vedic and Modified KP Astrology.


If you want to know more about Astrology lesson ---

Please comments and to get early notifications --- follow and share this article.






শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

শুক্রের কারকতা --- Venus in Astrology

Venus in Astrology / শুক্রের কারকতা

জাগতিক সুখের কারক গ্রহ শুক্র আপনার রাশিচক্রে কোথায় অবস্থিত ? কতটা সুখের মুখ আপনি দেখলেন ? কি বলছে আপনার জন্মছক ?

জাগতিক সুখের কারক গ্রহ শুক্র আপনার রাশিচক্রে কোথায় অবস্থিত ? কতটা সুখের মুখ আপনি দেখলেন ? কি বলছে আপনার জন্মছক ?

প্রিয় পাঠকবর্গের কাছে একান্ত অনুরোধ যে নিম্নলিখিত দ্বাদশ ভাবের সহিত সম্পর্কিত গ্রহদের যে বৈশিষ্ট্যাবলী দেওয়া হল তা সাধারণ বৈশিষ্ট, এই বৈশিষ্ট সকল অন্যান্য সম্পর্কিত গ্রহদের বৈশিষ্টের দ্বারা প্রভাবিত হয়ে সম্পূর্ণ নতুন বৈশিষ্টাবলী গঠন করে l উক্ত কারণে এই সাধারণ বৈশিষ্টাবলীকে কেউ final result বলে গণ্য করবেন না l আলোচ্য sub heading লক্ষ্য করুন --- যেমন লগ্ন ভাবের সহিত শুক্রের সংযোগের ফলাফল l এক্ষেত্রে লগ্নের সহিত শুক্র কি কি ভাবে সংযুক্ত হতে পারে ?

   * শুক্র যদি লগ্নভাবে অবস্থিত গ্রহ হয়

  * শুক্র যদি লগ্নভাবে অবস্থিত গ্রহের নক্ষত্রপতি হয়

  * শুক্র যদি লগ্নের ভাবাদিপতি হয়

  * শুক্র যদি লগ্নভাবের সাবপতি গ্রহ হয়

  * শুক্র যদি লগ্নভাবের নক্ষত্রপতি গ্রহ হয়

  * শুক্র যদি লগ্নভাবের সাবপতি গ্রহের নক্ষত্রপতি বা সাবপতি গ্রহ হয়

  * শুক্র যদি লগ্নভাবের সাবপতি গ্রহের সহিত পেক্ষা দ্বারা সম্পর্কিত হয়

  * লগ্নভাবের সাবপতি গ্রহটি যদি শুক্রের নক্ষত্রপতি বা সাবপতি গ্রহ হয়

  * লগ্নভাবের সাবপতি গ্রহটি যে গ্রহের নক্ষত্রে অবস্থিত, সেই গ্রহের নক্ষত্রে যদি শুক্র অবস্থিত হয়

অনুরূপে প্রত্যেকটি ভাবের সহিত গ্রহদের সংযোগ একইভাবে বিচার্য l তাহলে এবার বুঝতে পারছেন যে কোনও একটি ভাবে এক বা একাধিক গ্রহ থাকলেই বা কোনও গ্রহ না থাকলেও সেই ভাবের বৈশিষ্ট কিভাবে নির্ণীত হয় l সুতরাং আপনার লগ্নে বা রাশিতে শনি বা রাহু বসে আছে, তার মানে সব গেলো - তা নয়, তারা বৈশিষ্ট নির্ধারণের একটা অংশ মাত্র l সঠিক অর্থে একটি ভাবের ফলাফল অনেকগুলি/একাধিক গ্রহের সমন্বয়ে গঠিত বা একটি গ্রহ অনেক ভাবের ফলাফল নির্ধারক l অতএব নিম্নলিখিত সাধারণ বৈশিষ্ট দেখে কখনো প্রভাবিত হবেন না অর্থাৎ স্বীয় জন্মছকে শুক্রের অবস্থানের সহিত তুলনা করে বৈশিষ্ট সমূহ মেলাতে যাবেন না কারণ ভাবস্থ গ্রহের ফলাফল গ্রহটির সহিত সম্পর্কিত অন্যান্য গ্রহসকল ও ভাবসমুহের সমন্বয়ে নির্ধারিত হয় l 

***  নিম্নলিখিত বৈশিষ্ট সমুহ মূলত জ্যোতিষ শিক্ষার্থীদের বিচারে অগ্রসর হওয়ার জন্যে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ মাত্র l 

লগ্নভাবের সহিত শুক্রের সংযোগের ফলাফল

এই যোগে জাতকজাতিকা রোমান্টিক,  সুন্দরের পূজারী হয় l এরা সখ সৌখিনতাপ্রিয়, আরামপ্রিয়, বিলাসী, ও আদুরে হয় l এরা হাসিখুশি, বিনয়ী, নম্রভদ্র ও শান্তশিষ্ট হয়, কারো সাথে ঝগড়া বিবাদ পছন্দ করে না --- সর্বদা শান্তি কামনা করে এবং শান্তি রক্ষা করে চলে l এরা সর্বদা ভালোবাসার মধ্যে ডুবে থাকতে চায়, অপরকে সঠিক ভালোবাসে এবং অন্যের কাছ থেকে ভালোবাসা প্রত্যাশাও করে l প্রেম প্রেম বাতিক থাকে l কখনও জ্ঞানতো কাউকে দুঃখ দিতে চায় না l এদের মুগ্ধ ব্যবহার সহজেই অন্যকে আকর্ষণ করে ফলে সহজেই এরা লোকপ্রিয় হয় l এরা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে l মায়া, মমতা, স্নেহ, প্রীতি,প্রেম-  ভালোবাসা, রসবোধ এদের চরিত্রের অন্যতম বৈশিষ্ট l এরা মিশুকে প্রকৃতির, সাজগোজ প্রিয়, সর্বদা আনন্দ স্ফূর্তি পছন্দ করে l কামনা বাসনাময় ভোগকেন্দ্রিক জীবনযাপন পছন্দ করে l দয়ালু ও অমায়িক হয়, সব কিছুর মধ্যে আনন্দ সুখ খুঁজে বার করার চেষ্টা করে l এরা লৌকিক ব্যবহারে পটু ও সামাজিক হয় l শিল্প কলার প্রতি ঝোক থাকে এবং শিল্পীসুলভ আচরণের অধিকারী হয় l

শুক্রের প্রভাবে জাতক জাতিকা সাধারণত সুশ্রী, মিষ্টি আকর্ষণীয় চেহারার অধিকারী হয়, লাবণ্যময় দৈহিক গঠন, সুন্দর মুখশ্রী, উত্তেজক চেহারা, আকর্ষণীয় চাউনি, মিষ্টি হাসি, মধুর কণ্ঠস্বর, টোলযুক্ত গাল, কোঁকড়ানো কেশ, বাক মাধুর্য সহজেই অন্যকে মুগ্ধ করে l এদের শারীরিক অভিব্যক্তির মধ্যে সৌন্দর্য প্রকাশ পায় l এরা শারীরিক সৌন্দর্যের প্রতি যত্নবান হয় l এদের মধ্যে যথেষ্ট পরিমানে আকর্ষণী ক্ষমতা থাকে এবং এরা অবচেতন স্বত্তায় সর্বদাই চায় অন্যেরা যেন এদের সৌন্দর্যের প্রশংসা করে l শুক্র অশুভ গ্রহ বা ভাবযুক্ত না হলে সুখ স্বাচ্ছন্দময় জীবনযাপন নির্দেশ করে l

দ্বিতীয় ভাবের সহিত শুক্রের সংযোগের ফলাফল

এই যোগে জাতক জাতিকার সুমিষ্ট কণ্ঠস্বর, বাক মাধুর্য, সুমিষ্ট ব্যবহার, আকর্ষণীয় চোখ, সুন্দর দাঁতের গঠন, মিষ্টি হাসি, সুন্দর মুখমন্ডল নির্দেশ করে l সুন্দর রত্ন, মূল্যবান ধাতু ও অলংকারের প্রতি আকর্ষণ এদের অন্যতম বৈশিষ্ট l মিষ্টি জাতীয় খাবার, সৌখিন খাবার, fast food পছন্দ করেl এরা সদালাপী, নম্রভাষী, একটু টেনে শিল্পীসুলভ ভঙ্গিতে কথা বলে l সাধারণত গান, বাজনা, অভিনয়, শিল্পকলা ও সৌন্দর্য সংক্রান্ত বিষয়ে কথা বলতে পছন্দ করে l

শুক্র অশুভ না হলে আর্থিক সুখ সাচ্ছন্দ নির্দেশ করে l এদের জীবনে কখনও অর্থের অভাব হয় না, সহজেই অর্থ উপার্জনে সমর্থ হয় l বিলাসিতা, সখ সৌখিনতা, সাজপোশাক ও অলংকারের জন্যে অর্থব্যয় করে l

তৃতীয় ভাবের সহিত শুক্রের সংযোগের ফলাফল

এই যোগ জাতক জাতিকার ভগ্নি নির্দেশ করে l এরা সৌন্দর্য বিলাসী মানসিকতা, আধুনিকতার প্রতি ঝোক ও ভ্রমণ বিলাসী হয় l সুন্দর সুন্দর স্থানে ঘুরে বেড়াতে ভালোবাসে l লেখালেখি করলে শিল্পকলা, নাটক, সংগীত, অভিনয়, সিনেমা প্রভৃতি বিষয়ের উপর লেখালেখি পছন্দ করে l জাতক জাতিকা সাহিত্যিক, কবি, চিত্রকর, বাদ্যযন্ত্রবাদক, নৃত্যশিল্পী (শুক্র+বুধ) হতে পারে l জাতক জাতিকার ভাবভঙ্গি মনোহর হয়, হাতের লেখা সুন্দর হয়, হস্তশিল্পের সহিত যুক্ত থাকতে পারে l এদের হাত ও হাতের আঙ্গুল সুন্দর হয় l

চতুর্থ ভাবের সহিত শুক্রের সংযোগের ফলাফল

শুক্র অশুভ না হলে সুখে শান্তিতে জীবনযাপন নির্দেশ করে এবং জাতক জাতিকা গৃহপরিবেশে সুখশান্তি কামনা করে l এই যোগে সুন্দর, মনোরম, নিরিবিলি, শান্তিপূর্ণ ও পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বসবাস নির্দেশ করে l জাতক জাতিকার বাসগৃহ বিলাসবহুল ও আকর্ষণীয় হয় l ঘরবাড়ির ব্যাপারে বিশেষ স্বাচ্ছন্দ ও সৌন্দর্য্য লক্ষ্য করা যায় l সুন্দর বাড়ি বানানোর প্রতি ঝোক থাকে l ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর থাকে, ঘর নানাপ্রকার সৌখিন দ্রব্য দিয়ে সাজানো থাকে l বাড়ির সামনে ফুলের বাগান নির্দেশ করে l জাতক জাতিকার বাসগৃহ সুন্দর আসবাবপত্র দিয়ে সাজানো থাকে l এই যোগ বাহন নির্দেশ করে, সঙ্গে বুধের সম্পর্ক থাকলে একাধিক গাড়ি, বৃহস্পতির সম্পর্কে বড় গাড়ি, শনির সম্পর্কে পুরাতন গাড়ি, রবির সম্পর্কে branded company র গাড়ি প্রভৃতি নির্দেশ করে l শিক্ষা সংক্রান্ত বিষয়ে শিল্প, অঙ্কন, স্থাপত্য, জীববিজ্ঞান, রসায়ন শাস্ত্র, কম্পিউটার, ইলেকট্রনিক্স ইঞ্জিনারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট, ট্রাভেল এন্ড ট্যুরিজম, ফ্লিম, ফটো, অভিনয় প্রভৃতি বিষয়ে বিদ্যাশিক্ষা নির্দেশ করে l এরা গৃহপরিবেশে অতিথি আপ্যায়ন পছন্দ করে l বাড়িতে ঝুলবারান্দা ও দোলনা থাকে l বাসগৃহের নিকটবর্তী স্থানে সিনেমা হল, রেস্টুরেন্ট, এয়ারপোর্ট, বিউটি পার্লার থাকতে পারে l

পঞ্চম ভাবের সহিত শুক্রের সংযোগের ফলাফল

 এই যোগে জাতক জাতিকা আরামপ্রিয়, আমোদপ্রিয়, রুচিশীল, আদুরে হয় l সর্বদা ভালোবাসার মধ্যে ডুবে থাকতে চায়, অপরকে সঠিক ভালোবাসে এবং অন্যের কাছ থেকেও সঠিক ভালোবাসা কামনা করে l এদের মধ্যে রসবোধ ভালো থাকে l সাজগোজ প্রিয় হয়, সর্বদা আনন্দ স্ফূর্তি উৎসব পছন্দ করে, চলাফেরার মধ্যে স্টাইল ও শিল্পী সুলভ আচরণ দেখতে পাওয়া যায় l এই যোগে প্রেমজ সুখ নির্দেশ করে l জাতক জাতিকা সুশ্রী হয়, শরীরের সৌন্দর্যের প্রতি যত্নবান হয় এবং এদের মধ্যে একটা স্নিগ্ধ আকর্ষণী ক্ষমতা থাকে l এদের শারীরিক অভিব্যাক্তি সহজেই অন্যকে আকর্ষণ করে এবং এরা তা উপভোগও করে l এরা শিল্পকলা, অভিনয়, গানবাজনা, অঙ্কন প্রভৃতি বিষয়ের সঙ্গে যুক্ত থাকতে পারে l

শুক্র অশুভ হলে অতিরিক্ত যৌন সুখলাভের আকাঙ্খা থাকে l শারীরিক অভিব্যক্তির মধ্যে কামনা বাসনা, যৌনতার লক্ষণ প্রকাশ পায় l oposite sex এর প্রতি সহজেই আকর্ষিত হয় l

ষষ্ট ভাবের সহিত শুক্রের সংযোগের ফলাফল

এই যোগে অমিতাচার ও আমোদপ্রিয়তার কারণে শারীরিক অসুস্থতা নির্দেশ করে l রোগভোগের মধ্যে রসযুক্ত চর্মরোগ, চক্ষুরোগ, সুগার বা ডায়াবেটিস, থাইরয়েড, শুক্রজাত পীড়া, যৌনরোগ, হরমোন সংক্রান্ত ব্যাধি, অন্তঃক্ষরা গ্রন্থির রোগ, টনসিল, গলার রোগ, মূত্রাশয়- কিডনি -প্রোস্টেট গ্লান্ড -গর্ভাশয়- জরায়ু-ও স্ত্রী রোগ শুক্র নির্দেশ করে l প্রেমের ব্যাপারে ঝামেলা ও মহিলা দ্বারা শত্রুতা নির্দেশ করে l

সপ্তম ভাবের সহিত সম্পর্কিত শুক্রের ফলাফল

এই যোগে বিবাহ নির্দেশ করে l শুক্র পীড়িত বা অশুভ না হলে সুখী দাম্পত্য জীবন নির্দেশ করে l পরিণত বয়সের আগে অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে 18-28 বছরের মধ্যে বিবাহ নির্দেশ করে l স্বামী - স্ত্রীর মধ্যে বয়সের পার্থ্যক কম হয় l জাতক জাতিকা জীবনসঙ্গীর উপর অতিরিক্ত আসক্তি পরায়ণ হয় l এরা সর্বদাই oposite sex এর প্রতি আকর্ষিত হয় এবং মিশতে ভালোবাসে l

জাতক জাতিকার জীবনসঙ্গী সুশ্রী, কমনীয়, আকর্ষণীয়, নম্র ভদ্র, শান্তিপ্রিয় ও সাজগোজ প্রিয় হয় l এরা সৌখিনতা প্রিয়, আমুদে, বিলাসী, রুচিশীল ও মিশুকে হয় l মনোমুগ্ধকর ব্যবহারের অধিকারী ও সর্বদা আনন্দ স্ফুর্তির মধ্যে থাকতে পছন্দ করে l

শুক্র পীড়িত বা অশুভ হলে বিবাহিত জীবনে sexual dissatisfaction জনিত কারণে দাম্পত্য জীবন অশান্তিপূর্ণ হয় l জীবনসঙ্গীর কাম উত্তেজনা ভালো হয় না l

অষ্টম ভাবের সহিত শুক্রের সংযোগের ফলাফল

এই যোগ সর্বপ্রকার ভোগ ও সুখসাধনের মধ্যে দিয়ে ধ্বংস নির্দেশ করে l মাদকাসক্তি, যৌনাসক্তি, মাত্রাতিরিক্ত রতিক্রিয়া জনিত ক্ষয়, অবৈধ সম্পৰ্ক, যৌনপ্রেম নির্দেশ করে l সামাজিক বদনাম, যৌনঘটিত প্রতারণা বা ষড়যন্ত্রের শিকার ও তৎসংক্রান্ত কারণে আত্মহত্যার মানসিকতা, চারিত্রিক দোষ, লাম্পট্য, sexual harassment, নারী ঘটিত গুপ্ত কারণে মৃত্যু, জোর করে যৌন আনন্দ উপভোগ, যৌন অত্যাচার, ধর্ষণ, raging, যৌনকষ্ট প্রভৃতি নির্দেশ করে l শুক্র শনি দ্বারা পীড়িত বা অশুভ হলে যৌন তৃপ্তিতে বাধা নির্দেশ করে l শুক্র - মঙ্গল ও রাহু দ্বারা পীড়িত বা অশুভ হলে বলপূর্বক যৌন নিপীড়ণের মাধ্যমে আনন্দ নির্দেশ করে l

শুক্র পীড়িত বা অশুভ হলে অমিতাচার, আমোদপ্রিয়তা, বিলাসিতা ও অতিরিক্ত ভোগজনিত কারণে স্বাস্থহানী নির্দেশ করে l

রোগভোগের মধ্যে ডায়াবেটিস, থাইরয়েড, শুক্রজাত পীড়া, যৌনরোগ, হরমোন সংক্রান্ত ব্যাধি, অন্তঃক্ষরা গ্রন্থির রোগ, মূত্রাশয়, কিডনি, প্রোস্টেট গ্লান্ড, গর্ভাশয়, জরায়ু এবং যৌনাঙ্গে রোগ নির্দেশ করে l

নবম ভাবের সহিত সম্পর্কিত শুক্রের ফলাফল

এই যোগে জাতক ধার্মিক প্রকৃতির হবে l স্ত্রী পুত্র নিয়ে সুখের সংসার হবে l সৎকর্ম, অথিতিপরায়ণ এবং ধনসম্পদের মালিকানা থাকবে l শান্ত মেজাজ, সহানুভূতিশীলতার জন্যে সকলের কাছে শ্রদ্ধা পাবে l

দশম ভাবের সহিত শুক্রের সংযোগের ফলাফল

এই যোগে জাতক বিলাসিতাপূর্ণ কর্ম, সৌখিনতাপূর্ণ কর্ম, সৌন্দর্যপূর্ণ ও রুচিশীল কর্মে নিযুক্ত থাকবে l আরামপ্রদ কর্ম পছন্দ করবে l কর্মে বেশি পরিশ্রম থাকবে না  l জাতক জাতিকা তার সামাজিক শিষ্ট ব্যবহার, মধুর স্বভাবের কারণে অতি অল্প দিনের মধ্যেই কর্মে প্রতিষ্ঠা ও সন্মান অর্জন করে থাকে l

শুক্রের প্রভাবে জাতক জাতিকা শিল্পী, অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা, flim photo নিয়ে কাজ, সৌখিন দ্রব্য, বিনোদন মূলক দ্রব্য, প্রসাধনী সামগ্রী, খাদ্যদ্রব্য সংক্রান্ত বিষয়, হোটেল- বার-রেস্টুরেন্ট ব্যবসা, অলংকার ও রত্নের ব্যবসা, বস্ত্রদ্রব্য, সুগন্ধিদ্রব্য, ফুলফল বিক্রেতা, আসবাবপত্র বিক্রেতা, কাঁচ-প্লাস্টিক নিয়ে কাজ, beauty parlor, উপহার সামগ্রীর ব্যবসা,কেমিকেল, রং, ঔষধ, চন্দন কাঠ, তেল, পেট্রল জাত দ্রব্য, চিনি-দুধ-মিষ্টি নিয়ে কাজ নির্দেশ করে l

একাদশ ভাবের সহিত শুক্রের সংযোগের ফলাফল

জাতক সৌখিন হয়, সুন্দরের প্রতি আকৃষ্ট হয়, ভালো ব্যাবসায়ী, সঙ্গীতজ্ঞ, কলাবিদ্যায় পারদর্শী হয় অর্থাৎ জাতক গুণবান, রূপবান, ধনবান, বিদ্যান এবং ভ্রমণপ্রিয় হবেন l জাতক ভালো অভিনেতা হতে পারে এবং মহিলাদের দ্বারা উপকৃত হন এবং সাফল্য পান l গৃহে আনন্দ উৎসব লেগেই থাকবে l সাধারণত কন্যা সন্তানের পিতা হন l

দ্বাদশ ভাবের সহিত শুক্রের সংযোগের ফলাফল

এই যোগে অতিরিক্ত আমোদপ্রমোদের ব্যাপারে ক্ষতি, অবনতি, স্বাস্থহানী হতে পারে l স্ত্রীলোকের কারণে, বিলাসব্যসনে জাতকের ব্যায় হয় l স্ত্রীলোকের দ্বারা গুপ্তশত্রুতা, ক্ষতি হওয়াও অসম্ভব নয় l গুপ্ত প্রণয়ের স্বাস্থক্ষয় অপব্যয় বা স্ত্রীলোকের দ্বারা জাতক সর্বশান্ত হতে পারে l প্রেমের ব্যাপারে ব্যর্থতা ও বিচ্ছেদ নির্দেশ করে l অলংকার, জুয়েলারি দ্রব্য, বাহন চুরি হয়ে যাওয়া বা বিক্রয় হয়ে যাওয়া নির্দেশ করে l নারী ঘটিত কারণে জেল হাজতবাস নির্দেশ করে l

দ্বাদশ ভাবে শুক্রের অবস্থান থেকে জ্যোতিষশাস্ত্রে শয্যাসুখ বিচার করা হয় l দ্বাদশ ভাব বিচ্ছেদ স্থান, প্রতীক চিহ্ন শেষশয্যা l দৈহিক সুখের মাধ্যমেই আমাদের ব্রহ্মবীর্যের ক্ষয় হয় এবং মোক্ষলাভ থেকে বঞ্চিত হয়ে আমরা মৃত্যুর মুখে পতিত হই l এই কারণে দ্বাদশ ভাব থেকে শয্যাসুখ বা যৌনসুখ বিচার করা হয় l

This is one of the stage of how to learn Vedic and Modified KP Astrology.

If you want to know more about Astrology lesson ---

Please comments and to get early notifications --- follow and share this article.





Fortuna point --- আপনার সৌভাগ্যের দিশারী

   FORTUNA POINT বা সৌভাগ্য বিন্দু

আপনি কি জানেন আপনার সৌভাগ্য কখন --- কোন দিক থেকে উদয় হবে --- দেখুন আপনার সৌভাগ্য বিন্দু কি বলছে?



জ্যোতিষ সম্পর্কিত কৃষ্ণমূর্তি পদ্ধতির একটি অন্যতম বিষয় হল Fortuna point l এই Fortuna point থেকে জাতকের সৌভাগ্য কোন ভাব থেকে উদয় হবে তা জানা যায় l বর্তমান পরিস্থিতিতে মানুষ আজ মানসিক ও অর্থনৈতিক দিক থেকে বিপর্যস্থ  --- সঙ্গে যুক্ত হয়েছে সন্তানের বিদ্যাশিক্ষা সংক্রান্ত সমস্যা, চাকুরী সংক্রান্ত সমস্যা,সাংসারিক সমস্যা প্রভৃতি l কখন হবে আপনার হতাশার অবসান আর কোন দিক থেকে হবে আপনার সৌভাগ্যের সূচনা  --- তা নির্দেশ করে ফরচুনা (Fortuna)l  Fortuna র অপর নাম হল Pars Fortuna --- এটি রাশিচক্রের অন্যতম বিশেষ বিন্দু ও সাফল্যের দিশারী l Fortuna র অর্থ হল সৌভাগ্য l

Fortuna নির্ণয়ের পদ্ধতি ---

আমাদের জন্ম রাশিচক্র 12টি ভাব, নয়টি গ্রহ ও লগ্নবিন্দু নিয়ে গঠিত l সর্বপ্রথম রাশিচক্রের লগ্ন বিন্দুর sign, degree, minute এর সহিত চন্দ্রের sign, degree, minute যোগ করে তার থেকে রবির sign, degree, minute বিয়োগ করতে হবে l যদি লগ্নবিন্দু ও চন্দ্রের sign, degree, minute এর যোগফল রবি অপেক্ষা কম হয় তবে লগ্নবিন্দু ও চন্দ্রের যোগফলের সহিত 12 sign যোগ করে নিতে হবে l জ্যোতিষ মতে মেষ রাশিকে 0 sign ধরে পরবর্তী রাশিগুলিকে যথাক্রমে 1,2,3,4, --- হিসাবে, লগ্নবিন্দু/ লগ্নস্ফুট ও চন্দ্রোষ্ফুটের যোগফল থেকে রবিষ্ফুটের বিয়োগফলকে sign- degree-minute এ convert করলে যে স্ফুট আমরা পাবো, তাহাই Fortuna point বা সৌভাগ্য বিন্দু l এবার দেখতে হবে বিয়োগফলের স্ফুটটি কোন sign/ রাশিতে পড়েছে অর্থাৎ আপনার জন্ম রাশিচক্রের কোন ভাবে অবস্থিত এবং উক্ত ভাব থেকেই বিচার্য কোন বিষয়কে কেন্দ্র করে হবে আপনার ভাগ্যোদয় ?

উদাহরণ স্বরূপ ধরা যাক কোনও জাতকের জন্ম লগ্নস্ফুট মেষ রাশির 16° 37´, চন্দ্রস্ফুট বৃষ রাশির 11° 45´ এবং রৰিস্ফুট কন্যা রাশির 13° 46´

অর্থাৎ জাতকের Fortuna Point বা সৌভাগ্য বিন্দু হবে ধনু রাশির 14° 26´

এক্ষেত্রে জাতকের লগ্ন অনুসারে নবম ভাবে অবস্থিত Fortuna Point, নবম ভাব নির্দেশ করে ভাগ্য অর্থাৎ ভাগ্যের সহায়তা জাতক অনুকূল দশান্তর্দশায় সর্বদাই পাবেন l বিশেষ করে উচ্চশিক্ষার মাধ্যমে সাফল্য প্রাপ্তি নির্দেশ করছে l 

দ্বাদশ ভাব স্বাপেক্ষে Fortuna Point/সৌভাগ্য বিন্দু কিরূপ ফল প্রদান করে ?

*** সৌভাগ্য বিন্দু লগ্নে অবস্থিত হলে জাতক স্বীয় প্রচেষ্টায় উন্নতির শিখরে পৌঁছাবে l

*** সৌভাগ্য বিন্দু দ্বিতীয়ে অবস্থিত হলে জাতকের অর্থনৈতিক অবস্থা ভালো হবে l পরিবারের সাথে সুসম্পর্ক থাকবে l ধনসম্পত্তির মালিক হবে l ভালো বক্তৃতা দেবার ক্ষমতা থাকবে l

*** সৌভাগ্য বিন্দু তৃতীয়ে অবস্থিত হলে জাতক খুব অল্প সময়ের মধ্যে উচ্চমহলের সাথে যোগাযোগের মাধ্যমে জীবনে উন্নতি করবে l কোনও বিখ্যাত ব্যাক্তির সহিত যোগাযোগ ঘটে l এজেন্সি মূলক ব্যবসা থেকে বা ভাইবোনের সাহায্যে ভাগ্যোন্নতি ঘটে l

*** সৌভাগ্য বিন্দু চতুর্থে অবস্থিত হলে জাতকের প্রাথমিক শিক্ষায় উন্নতি ঘটে l মায়ের সহিত সুসম্পর্ক থাকে এবং মাতৃসূত্রে সম্পত্তি লাভ হয় l

*** সৌভাগ্য বিন্দু পঞ্চমে অবস্থিত হলে জাতক সন্তান সুখে সৌভাগ্যশালী হন l শেয়ার ও ফাটকা মূলক বিষয়াদি হতে লাভবান হতে পারেন l এছাড়া নাচ, গান, অভিনয়, ছবি আঁকা, শিল্প চর্চা প্রভৃতি বিষয়ে সাফল্য নির্দেশ করে l

*** সৌভাগ্য বিন্দু ষষ্ঠে অবস্থিত হলে জীবনে চাকুরীর মাধ্যমে উন্নতি l সহজেই লোন প্রাপ্তির সম্ভবনা l

*** সৌভাগ্য বিন্দু সপ্তমে অবস্থিত হলে জাতকের বিবাহের পর উন্নতি নির্দেশ করে l ব্যবসায়িক সাফল্য বা অংশীদারি ব্যাবসায় সাফল্য নির্দেশ করে l

*** সৌভাগ্য বিন্দু অষ্টমে অবস্থিত হলে জাতক উত্তরাধিকার সূত্রে লাভবান হন, বৈবাহিক সূত্রে প্রাপ্তি নির্দেশ করে, অপরিচিত ব্যাক্তির কাছ থেকে সাহায্য প্রাপ্তি, উইল সূত্রে প্রাপ্তিযোগ, বিনা পরিশ্রমের লাভবান হওয়া নির্দেশ করে l

*** সৌভাগ্য বিন্দু নবমে অবস্থিত হলে পিতার সহিত সুসম্পর্ক, জীবনে ভাগ্যের সহায়তা পাওয়া, উচ্চশিক্ষার মাধ্যমে, গুরুগিরির দ্বারা ও দার্শনিক সুলভ মানসিকতা জাতকের জীবনে সাফল্য আনয়ন করে l নবমে Fortuna র অর্থ হল ভাগ্যস্থানে ভাগ্যদেবী অর্থাৎ না চাইতেও জাতক জীবনে অনেক কিছু পেয়ে যায় এবং ঈশ্বরের আশীর্বাদ বা কৃপা বা অনুগ্রহ পেয়ে থাকেন --- যা তিনি অন্তরে অনুভব করেন l

*** সৌভাগ্য বিন্দু দশমে অবস্থিত হলে জাতক কর্মের মাধ্যমে নাম, যশ, খ্যাতি লাভ করবে l উচ্চপদস্থ ব্যাক্তির আনুকূল্য পাবে l জনপ্রিয়তা পাবে l

*** সৌভাগ্য বিন্দু একাদশে অবস্থিত হলে জাতক সর্বক্ষেত্রেই সফলতা পাবে বিশেষ করে বন্ধুদের সহায়তা জীবনে সাফল্যের অন্যতম সহায়ক হয়ে ওঠে l

*** সৌভাগ্য বিন্দু দ্বাদশে অবস্থিত হলে জাতক জন্মস্থান হতে দূরবর্তী স্থানে বা বিদেশে সাফল্য পান এবং বিনিয়োগে সাফল্য আসে l

এবার প্রশ্ন হল জাতক কখন পাবে সাফল্য ?

প্রথমেই দেখা যাক Fortuna Point, ধনু 14° 26´ অর্থাৎ Fortuna Point এর নক্ষত্রপতি ও সাবপতি উভয়েই শুক্র  l তাহলে জাতক কি শুক্রের দশা ও শুক্রের অন্তর্দশায় সাফল্য পাবে  --- না তার কোনও সম্ভবনা নেই কারণ জাতকের জন্ম চন্দ্রের দশায়, জাতকের শুক্রের দশা পাওয়ার সম্ভবনা এ জীবনে খুবই কম আর পেলেও সেই বয়সে সাফল্য পাওয়া  --- নৈব নৈব চ l Fortuna Point বা সৌভাগ্য বিন্দুর ফলাদেশের নিয়ম হল Fortuna Point এর নক্ষত্রপতি ও সাবপতির দশান্তর্দশায় জাতক জাতিকা সাফল্য পাবে --- যা এই জাতকের ক্ষেত্রে প্রায় অবাস্তব ব্যাপার এবং Fortuna Point এর ফলাদেশ না মেলার অন্যতম কারণ এটাই l এর ফলস্বরূপ জ্যোতিষশাস্ত্রের উপর মানুষের আস্থা হারিয়ে ফেলা l

আরও দেখুন ---How to learn Modified KP Astrology ?

https://modifiedkpastrology.blogspot.com/2020/11/how-to-learn-astrology.html

তাহলে আমরা Fortuna Point সংক্রান্ত ফলাদেশ কিভাবে করবো ?

প্রথমেই আসি গ্রহরা কিভাবে ফল দেয় এবং একটি গ্রহ কিভাবে অন্যান্য গ্রহদের সহিত সম্পর্কিত হয় ---আর আমরা একটি গ্রহের বলবত্তা বা শুভত্ব -অশুভত্ব কি ভাবে বুঝবো আর গ্রহটিই বা কিভাবে ফল দেবে ?

        একটি গ্রহ তা নৈসর্গিক শুভ বা অশুভ, নীচস্থ বা তুঙ্গস্থ যাই হোক না কেন - বিচার সর্বদা নিরপেক্ষ হতে হবে l শনি, রাহু মানেই অশুভ আর বৃহস্পতি মানেই শুভ তা কেন ? একটি বিষয় সর্বদাই মনে রাখবেন যে কোনো অঙ্কিত রাশিচক্রে প্রত্যেকটি গ্রহেরই কিছু শুভত্ব কিছু অশুভত্ব আছে, চূড়ান্ত শুভ বা অশুভ গ্রহ বলে কিছু হওয়া সম্ভবপর নয় l

   * সর্বপ্রথম দেখতে হবে বিচার্য গ্রহটি কোন গ্রহের নক্ষত্রে আছে, উক্ত নক্ষত্রপতির নক্ষত্রে আর কোনো গ্রহ আছে কি না ?

   * বিচার্য গ্রহটির নক্ষত্রে কোনো গ্রহ আছে কি না ?

   * বিচার্য গ্রহটি কোন কোন গ্রহদের সহিত পেক্ষা/দৃষ্টি .(সনাতন দৃষ্টি ও Western Aspects) আবদ্ধ ?

 *** সংশোধিত কৃষ্ণমূর্তি পদ্ধতির ক্ষেত্রে এর সঙ্গে যুক্ত হবে

   * বিচার্য গ্রহটি কোন কোন ভাবের সাবপতি ?

  * বিচার্য গ্রহটির নক্ষত্রে অবস্থিত গ্রহ কোন কোন ভাবের সাবপতি ?

  * বিচার্য গ্রহটির সাবে অবস্থিত গ্রহটি কোন কোন ভাবের সাবপতি ?

    অর্থাৎ একটি গ্রহের শুভত্ব-অশুভত্ব নির্ণয় করতে হলে বা গ্রহটির সঠিক নিদেশনামা পর্যবেক্ষণ করতে হলে অনেকগুলি পর্যায়কে বিচারের আওতায় আনতে হয় l

    ধরা যাক বিচার্য গ্রহটি বৃহস্পতি কন্যা রাশিতে, চন্দ্রের নক্ষত্রে শুক্রের সাবে অবস্থিত l চন্দ্রের নক্ষত্রে রবি আর বৃহস্পতির নক্ষত্রে চন্দ্র ও শনি অবস্থিত l বৃহস্পতি দ্বিতীয় ও একাদশ ভাবের সাবপতি, চন্দ্র পঞ্চম ও অষ্টম ভাবের সাবপতি, শুক্র দ্বাদশ ভাবের সাবপতি l

তাহলে বৃহস্পতি 2,11 র নির্দেশক হওয়া স্বত্তেও কি কেবলমাত্র শুভ ফলদাতা গ্রহ ? না তা নয়, কারণ বৃহস্পতির নক্ষত্রপতি চন্দ্র 5, 8 এবং সাবপতি শুক্র 12 ভাবের স্পন্দনযুক্ত/নির্দেশক l বৃহস্পতি যেহেতু চন্দ্র, শুক্র, বুধ, শনি, রবির সহিত সম্পর্কিত (বুধের অপর রাশি মিথুনে কোনো গ্রহ অবস্থিত হলে তাও বৃহস্পতির সঙ্গে সম্পর্কিত হতো এবং বৃহস্পতির সঙ্গে পেক্ষা দ্বারা যুক্ত গ্রহরাও সম্পর্কিত হতো) সেহেতু বৃহস্পতিকে আমরা কখনোই কেবলমাত্র শুভ ফলদাতা গ্রহ বলতে পারি না, কারণ সম্পর্কিত গ্রহ চন্দ্র 8 এর এবং শুক্র 12 এর নির্দেশক হওয়ায় বৃহস্পতির নির্দেশনামায় 2,11 স্পন্দন স্বাপেক্ষে 8,12 স্পন্দনও উপস্থিত l এরূপে যেকোনো রাশিচক্রের প্রায় প্রত্যেকটি গ্রহই অধিকাংশ গ্রহের সহিত সম্পর্কিত l সুতরাং প্রত্যেকটি গ্রহের মধ্যেই শুভাশুভ ফলদানের ক্ষমতা আছে - কোনো গ্রহই সম্পূর্ণ শুভ বা অশুভ হয় না বা সম্ভবপর নয় l এরূপে বৃহস্পতি যেমন অশুভ হতে পারে ঠিক একইভাবে রাহু বা শনি শুভ ফলদাতা গ্রহ হতেই পারে l

এবার আসি উপরিউক্ত জাতকের রাশিচক্রের গ্রহসন্নিবেশ সম্পর্কে, জাতকের মেষ লগ্ --- ,লগ্নে শনি শুক্রের নক্ষত্রে, দ্বিতীয় চন্দ্র নিজ নক্ষত্রে, পঞ্চমে শুক্র নিজ নক্ষত্রে এবং কেতু রবির নক্ষত্রে, ষষ্ঠে রবি, বুধ ও বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে, নবমে লগ্নপতি মঙ্গল কেতুর নক্ষত্রে, একাদশে রাহু বৃহস্পতির নক্ষত্রে l

দেখুন Fortuna Point এর নক্ষত্রপতি ও সাবপতি শুক্র, তাহলে শুক্রের সহিত সম্পর্কিত গ্রহগুলিকে দেখা দরকার l শনি শুক্রের নক্ষত্রে, শুক্রের নক্ষত্রে অন্য কোনও গ্রহ নেই, শুক্রের রাশিতে চন্দ্র,  শুক্র কেতুযুক্ত,  --- রবির রাশিতে, শনির রাশিতে রাহু অর্থাৎ শুক্রের সহিত সম্পর্কিত গ্রহরা হল শনি, কেতু, চন্দ্র ও রাহু l

শুক্রের নক্ষত্রে শনি অর্থাৎ শনির দশা বা অন্তর্দশা অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাহু শনির রাশিতে অর্থাৎ শনির প্রতিনিধি, রাহু বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির ফল রাহু প্রদান করবে l চন্দ্রের দশায় জাতকের জন্ম হলে সাফল্য পাওয়ার সময় কোনগুলি ?

 রাহু - বৃহস্পতি,

 রাহু - শনি,

রাহু  - কেতু

রাহু - শুক্র

রাহু - চন্দ্র

বৃহস্পতি - শনি

বৃহস্পতি - কেতু

বৃহস্পতি - শুক্র

বৃহস্পতি - চন্দ্র

শনি - শনি

শনি - কেতু

শনি -শুক্র

শনি - চন্দ্র

শনি - রাহু

শনি - বৃহস্পতি

এগুলি হল সম্ভাব্য দশান্তর্দশা, গ্রহের নির্দেশনামা ও গোচর স্বাপেক্ষে ফলাদেশ করলে তা মিলতে বাধ্য lগ্রহের নির্দেশনামা নির্দেশ করবে কোন দিক থেকে সাফল্য আসবে আর দশান্তর্দশা নির্দেশ করবে অনুকূল সময় l

আরও দেখুন ---

ভাবস্ফুট পদ্ধতির অনুশাসন অনুসারে একটি বিবাহ বিচার 

How to predict marriage in  Astrology  ---By Biswajit Paul

https://modifiedkpastrology.blogspot.com/2020/09/modified-kp-astrology-prediction-on.html

This is one of the stage of how to learn Vedic and Modified KP Astrology.

If you want to know more about Astrology lesson ---

Please comments and to get early notifications --- follow and share this article.







শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

Cuspal sublord and their significance (Lesson 1/part 3)

Modified KP Astrology  

        Astrology  Rullings

       Lesson 1 ---  ( Part -3 )

Modified KP Astrology Rullings





 Cuspal Sublord and their significance of forth house : ---

1 + 1 =

লগ্নের sublord লগ্নের significator হলে (KP Astrology- র ক্ষেত্রে) জাতক স্বাস্থ্যের ব্যাপারে যত্নবান হবে l রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে l স্বচেষ্টায় সাফল্য লাভ হবে l

সনাতন বা বৈদিক Astrology র ক্ষেত্রে ধরতে হবে লগ্নপতি লগ্নে অবস্থিত/থাকলে জাতক স্বাস্থ্যের ব্যাপারে যত্নবান হবে l রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে l স্বচেষ্টায় সাফল্য লাভ হবে l

     ***   ( আমি KP  ও  Modified KP Astrology - র rullings  বলছি, আপনারা প্রথমটার মত সব rullings- এর জন্যে --- সনাতন বা বৈদিক জ্যোতিষের ক্ষেত্রে sublord এর জায়গায় ভাবপতি ধরে নেবেন  )

 4 +1=

জাতকের শিক্ষার প্রতি ঝোক থাকবে, নিজেস্ব সম্পত্তি হবে, পৈতৃক সম্পত্তি থাকবে l মাতার সহিত সুসম্পর্ক থাকবে, নিজেস্ব গাড়ি হবে l জাতকের মধ্যে দয়া, মায়া, স্নেহ, মমতা থাকবে l

4+2=

এই যোগ জমি-জায়গা, বাড়ি, গাড়ি থেকে উপার্জন নির্দেশ করে l মায়ের থেকে অর্থলাভ, গৃহপালিত পশুপাখি, জীবজন্তু, খামার, মজুত শস্য  থেকে আয়, পুকুর - জলাশয় থেকে আয় নির্দেশ করে l মূল্যবান আসবাবপত্র নির্দেশ করে l

4+3=

বাসস্থান বা বাসগৃহের পরিবর্তন হবে, ভ্রাতা ভগ্নির বিদ্যাশিক্ষা, গৃহ ও বাহনের ক্ষেত্রে শুভ l জমি বাড়ি ঘর প্রভৃতির দালালি নির্দেশ করে l বিদ্যাশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট আগ্রহ ও কৌতূহলী মানসিকতা থাকবে l বাড়িঘর তৈরির ব্যাপারে আগ্রহ থাকবে l এই যোগে ভাতৃসম্পত্তি, জ্ঞাতির গৃহ, ভ্রাতার বাহন প্রভৃতি নির্দেশ করে l সাংবাদিকতা, হিসাবশাস্ত্র, গণিত প্রভৃতি বিষয়ে বিদ্যাশিক্ষা নির্দেশ করে l পাড়াপ্রতিবেশী বা বাড়ির আশেপাশের পরিবেশ নির্দেশ করে, বাড়িতে জলের পাইপ/লাইন, ইলেকট্রিক কানেকশন, টেলিভিশন, কেবল লাইন কানেকশন, ইন্টারনেট কানেকশন প্রভৃতির নির্দেশক l বাড়ির পাশে রাস্তা, ড্রেন প্রভৃতি নির্দেশ করে l ভ্রাতাভগ্নির সাথে মাতার সম্পৰ্ক, গৃহে দীর্ঘকালীন জ্ঞাতি বা আত্মীয়স্বজনের উপস্থিতি নির্দেশ করে l

4+4=

এই যোগে স্থাবর সম্পত্তি, বাড়ি, গাড়ি, জায়গাজমি প্রভৃতি নিজেস্ব ও সুরক্ষিত থাকবে l জাতক  স্বক্ষেত্রে বা জন্মকালীন এলাকায় বসবাসের পক্ষপাতী হবে l এই যোগ মাতার স্বাস্থ্য ও জাতকের বিদ্যাশিক্ষার ক্ষেত্রে শুভ l

4+5=

এই যোগে জাতক সৌখিন বাড়িগাড়ি, সৌখিন দ্রব্যাদি, আসবাবপত্র, বস্ত্রাদি ব্যবহার করবে l মনোরঞ্জন মূলক পুস্তকাদি পাঠ, শিক্ষাগ্রহণ, শিল্পকলায় আকর্ষণ থাকবে এবং উক্ত বিষয়ে পঠন পাঠন নির্দেশ করে l শেয়ার মার্কেট, অভিনয় নিয়ে পড়াশোনায় আগ্রহী হবে l গৃহে সৌখিনতার ছাপ থাকবে, সুন্দর বেডরুম, ব্যালকনি, বাথরুম, সন্তানদের কক্ষ, গৃহজ সুখশান্তি নির্দেশ করে l এই যোগ ফুলের বাগান, হোটেল, বিশ্রামাগার, ডান্সিং হল, গৃহে মন্দির নির্মাণ, পার্ক, সুইমিং পুল, বার ও রেস্টুরেন্ট, সিনেমা হল, টিভি, music system, এয়ার কন্ডিশনার প্রভৃতি নির্দেশ করে l

4+6=

এই যোগে মাতার স্বাস্থহানী, মায়ের সঙ্গে শত্রুতা বা মায়ের দ্বারা শত্রুতা, জমিজমা সংক্রান্ত ব্যাপারে মামলা-মোকদ্দমা, প্রতিযোগিতামূলক বিষয়ে বা চাকরি সংক্রান্ত বিষয়ে পড়াশোনা নির্দেশ করে l এছাড়া ভাড়াবাড়িতে থাকা, গৃহে চুরি বা ভৃত্যদের থাকবার ঘর, জমি বাড়ি নিয়ে শত্রুতা, বাড়ি, গাড়ি, পুকুর, জায়গা-জমি লিজ বা নেওয়া  নির্দেশ করে l

4+7=

এই যোগে ব্যাবসার জায়গা, ব্যাবসার কারণে গৃহ নির্মাণ,  গৃহে ব্যবসা, ব্যাবসায়িক প্রতিষ্ঠান নির্দেশ করে l মাতা বা মাতৃস্থানীয়া কারোর ব্যবসা, পড়াশোনা/বিদ্যাশিক্ষা সংক্রান্ত ব্যবসা, বাসস্থানের নিকটবর্তী এলাকায় বিবাহ যোগ, জায়গা জমি, গাড়ি  বাড়ি সংক্রান্ত ব্যবসা, অন্যের সম্পত্তি, স্বামী বা স্ত্রীর সম্পত্তি নির্দেশ করে l মাতার সহিত বৌমা/জামাইয়ের সুসম্পর্ক থাকবে

4+8=

এই যোগে বিদ্যালাভে/বিদ্যাশিক্ষায় বাধাবিঘ্ন, গৃহ, বাড়ি বাসস্থানের সমস্যা, সাংসারিক বা পারিবারিক অশান্তি, মামলা-মোকদ্দমা, বাহন লাভে বাধা, বাহনের ক্ষয়ক্ষতি, বাহন দুর্ঘটনা, বাহন নিয়ে বিপদে পড়া, পুরাতন বাহন বা বাড়ি লাভ , মায়ের দুর্ঘটনা বা বিপদ, মায়ের কারণে অশান্তি, নিজ সম্পত্তি প্রাপ্তিতে বাধা, গৃহ থেকে বিতাড়িত, মায়ের অপারেশন, আঘাত প্রাপ্তি, বক্ষজো পীড়া, heart surgery, উত্তরাধিকার সূত্রে বা উইল সূত্রে সম্পত্তি প্রাপ্তি, অসামাজিক এলাকায় বসবাস, ভাঙাচোরা জীর্ণ অস্বাস্থকর দুর্গন্ধযুক্ত পরিবেশে বসবাস, বিপদজনক বাড়িতে বসবাস, গৃহে দুর্ঘটনা, ভূমিকম্পে ক্ষতি, যানবাহনের যন্ত্র বিকল হয়ে যাওয়া প্রভৃতি নির্দেশ করে l

4+9=

এই যোগে উচ্চশিক্ষালাভ, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, পিতৃ-মাতৃ সাহচর্যলাভ, ধর্ম, দর্শন, রাজনীতি, শাসন বিভাগ, আইন প্রভৃতি বিষয় নিয়ে পড়াশোনা করা ও পিতৃগৃহে বসবাস নির্দেশ করে l

4+10=

এই যোগে বাসস্থানের নিকটবর্তী এলাকায় কর্ম, বিদ্যাশিক্ষা মূলক কর্ম, শিক্ষকতা মূলক কর্ম, professional course বা কর্মমুখী প্রশিক্ষণ নির্দেশ করে l এই যোগে কর্মস্থল, কর্মের প্রতিষ্ঠান, কারখানা, বাহন সংক্রান্ত কর্ম, গৃহ হতে কর্ম, কৃষিকাজ, জমি-জায়গা-ঘর-বাড়ি-খামার-খনি-জলাশয়-পুকুর-কূপখনন সংক্রান্ত কর্ম নির্দেশ করে l

4+11

এই যোগে গৃহ, বাড়ি, ভূমি, বাসস্থান বা সম্পত্তি লাভ, সুন্দর/ভালো পরিবেশে বসবাস, সাধারণ শিক্ষায় সাফল্য ও উন্নতি, মায়ের সুস্বাস্থ বা মায়ের সহিত সুসম্পর্ক, বাহনলাভ, গৃহ, ভূমি, সম্পত্তি সংক্রান্ত আয়, গৃহস্থালির প্রয়োজনীয় উপকরণ লাভ, সাংসারিক উন্নত ও পৈতৃক সম্পত্তি লাভ -4 + 11 + শনি নির্দেশ করে l

4+12

এই যোগে বাসগৃহ বা বাসস্থান পরিবর্তন, বাসস্থান বা গৃহসম্পত্তির অপচয় বা ক্ষয়ক্ষতি, সম্পত্তি বিক্রয় করা, সম্পত্তি দান করা, গৃহ সম্পত্তি নষ্ট হয়ে যাওয়া, বাসস্থান ত্যাগ করা, অন্যের সম্পত্তি ছিনিয়ে নেওয়া বা দখল হয়ে যাওয়া, মাতার অসুস্থতা, বাড়ির পিছনে ব্যায়, গাড়ি বা আসবাবপত্রের কারণে ব্যায়, বিদ্যাশিক্ষায় চ্ছেদ বা ব্যার্থতা, বিদ্যাশিক্ষার কারণে দূরগমন বা বিদেশ ভ্রমণ, মাতার থেকে দূরে থাকা, মাতৃহানি, মায়ের সহিত মানষিক দূরত্ব/বিচ্ছেদ, মাতা নিরুদ্দেশ হয়ে যাওয়া, সারাজীবন জমি বাড়ি না হওয়া, বাহন চুরি যাওয়া (4+12+শুক্র+কেতু), গৃহস্থালির দ্রব্যাদি হারিয়ে যাওয়া বা বিক্রি করে দেওয়া, স্থানপরিবর্তন বা জন্মস্থান হতে অন্যত্র দূরে কোথায় চলে যাওয়া, গৃহসম্পত্তি বিক্রি করে দেওয়া নির্দেশ করে l


 Cuspal Sublord and their significance of fifth house : ---

5+1=

জাতকের খেলাধুলার প্রতি ও ফাটকা জাতীয় বিষয়ে আগ্রহ থাকবে l জাতক সৌখিনতাপ্রিয়, বিলাসী, রোমান্টিক, moody, সুন্দরের পূজারী, সুস্বাস্থের অধিকারী ও সুন্দর দেখতে হবে l জাতকের শিল্পী সুলভ মানসিকতা থাকবে l কোনও ব্যাপারে চিন্তা বা বিশেষ মাথাব্যাথা থাকবে না l

5+2=

সঙ্গীত, চলচ্চিত্র, অভিনয়, খেলাধুলা যে কোনো বিনোদনমূলক বিষয় থেকে অর্থলাভ, আয়ের সাচ্ছন্দ, সন্তান থেকে অর্থলাভ, সুন্দর মুখমন্ডল-নেত্র-বাচনভঙ্গি নির্দেশ করে l শিল্পের ব্যাপারে কণ্ঠের প্রয়োগ যেমন --- আবৃত্তিকার, সংগীতশিল্পী, ঘোষক, সংবাদপাঠক, উপস্থাপক প্রভৃতি নির্দেশ করে l ফাটকামূলক বিষয় থেকে অর্থলাভ, আর্থিক স্বাচ্ছন্দ, অর্থ নিয়ে বিশেষ চিন্তিত না হওয়া নির্দেশ করে l

5+3=

এই যোগে প্রেমজ যোগাযোগ, প্রেমজ সম্পৰ্ক থেকে মানষিক প্রশান্তি নির্দেশ করে l জাতক ছোটদের প্রিয় হবে এবং ভালোবাসবে, শিশুসুলভ মানসিকতা ও আচরণ যুক্ত হবে l অঙ্কনশিল্প, নাচ, গানবাজনা, অভিনয়, চলচ্চিত্র প্রভৃতি বিষয়ে আগ্রহ ও আকর্ষণ থাকবে l এই যোগ উপস্থিত বুদ্ধি, বিশ্লেষণী ক্ষমতা,  মনের প্রফুল্লময় অবস্থা, হাতের কারুকার্য, হাতের খেলা, তাস, লটারি, ফাটকামূলক খেলা প্রভৃতি নির্দেশ করে l জাতক ভাইদের প্রতি স্নেহশীল ও যত্নবান হয়, শিশুদের নিয়ে সময় কাটাতে পছন্দ করবে l সন্তানের সহিত যোগাযোগ, লটারি বা ফাটকামূলক বিষয়ের প্রতি ঝোক বা আগ্রহ, ভাই বোনের দ্বারা মানষিক তৃপ্তি বা আনন্দলাভ নির্দেশ করে l অনেক সময় অশুভ যোগে মানষিক রোগ নির্দেশ করে l

5+4=

এই যোগে জাতক সৌখিন বাড়িগাড়ি, সৌখিন দ্রব্যাদি, আসবাবপত্র, বস্ত্রাদি ব্যবহার করবে l মনোরঞ্জন মূলক পুস্তকাদি পাঠ, শিক্ষাগ্রহণ, শিল্পকলায় আকর্ষণ থাকবে এবং উক্ত বিষয়ে পঠন পাঠন নির্দেশ করে l শেয়ার মার্কেট, অভিনয় নিয়ে পড়াশোনায় আগ্রহী হবে l গৃহে সৌখিনতার ছাপ থাকবে, সুন্দর বেডরুম, ব্যালকনি, বাথরুম, সন্তানদের কক্ষ, গৃহজ সুখশান্তি নির্দেশ করে l এই যোগ ফুলের বাগান, হোটেল, বিশ্রামাগার, ডান্সিং হল, গৃহে মন্দির নির্মাণ, পার্ক, সুইমিং পুল, বার ও রেস্টুরেন্ট, সিনেমা হল, টিভি, music system, এয়ার কন্ডিশনার প্রভৃতি নির্দেশ করে l

5+5=

এই যোগে জাতক আরামপ্রিয়, রোমান্টিক, বিলাসী, সখ সৌখিনতা প্রিয়, আকর্ষণী ক্ষমতার অধিকারী হবে l জাতকের শিল্প কলার প্রতি ঝোক থাকবে ও প্রেমিক সুলভ আচরণ করবে, সর্বদা অপরের প্রতি আকর্ষণ অনুভব করবে l জাতকের মনে সদা প্রেম ভালোবাসা থাকবে, সামাজিকতা ও রুচিবোধের অধিকারী হবে l বুদ্ধি ভালো হবে, কর্মের প্রতি বিশেষ ঝোক থাকবে না l এই যোগে সন্তানলাভ নির্দেশ করে l জাতক আনন্দ স্ফূর্তি করে জীবন কাটাতে পছন্দ করবে, বুদ্ধি ভালো হবে, ঝুঁকিপূর্ণ বিষয়ে আগ্রহ থাকবে, সুন্দরের প্রতি আকর্ষণ অনুভব করবে, খেলাধুলার প্রতি ঝোক, প্রখর বুদ্ধি, অনুভূতি শক্তি ভালো হবে, artistik nature, গান বাজনা আনন্দ উৎসবের প্রতি ঝোক, ও পূজা পার্বনের দিকে ঝোক থাকবে l

5+6=

এই যোগে সন্তানের স্বাস্থ্য খারাপ হবে, জাতক বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত হবেন, মহিলা দ্বারা বা কতৃক শত্রুতা নির্দেশ করে l প্রেমজ সম্পর্কে চ্ছেদ বা শত্রুতা, সন্তানের সঙ্গে শত্রুতা-মামলা মোকদ্দমা, ভাড়াটিয়ার সহিত প্রেম, প্রেমের কারণে শত্রুতা, ভৃত্য বা কর্মচারীর সহিত প্রেম,(5+6+শনি), শিল্পকলা, মেধা, শিল্প, ক্রীড়া প্রভৃতি বিষয়ে প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা নির্দেশ করে l পঞ্চম ভাব যে সকল অঙ্গপ্রতঙ্গ নির্দেশ করে সেইসকল অঙ্গপ্রতঙ্গে ব্যাধি বা রোগভোগ যেমন পেটের রোগ, লিভার, পাকস্থলী, পিত্ত, অগ্ন্যাশয় সংক্রান্ত সমস্যা, মানষিক রোগ নির্দেশ করে l

5+7=

এই যোগে অন্যের সান্নিধ্যে মানসিক শান্তি ও আনন্দ, কারো সাথে প্রেমজ সম্পৰ্ক বা প্রেমজ বিবাহ, সুন্দর বিবাহিত জীবন বা সুখী দাম্পত্য জীবন, বিবাহিত জীবনে রোমান্টিকতা, পুনর্মিলন, স্ত্রী সূত্রে লাভ, বিপরীত লিঙ্গের প্রতি তীব্র আকর্ষণ, প্রেম নিবেদন, নিজেস্ব পছন্দে বিবাহ, বিবাহিত জীবনে মানসিক ও শারীরিক তৃপ্তি লাভ, বিবাহিত জীবনে পর্যাপ্ত রোমান্স, অপরের ভালোবাসা লাভ, সন্তানের বিবাহ, জাতক মিশুকে হবে অর্থাৎ অপরের সাথে খুব সহজেই মিশতে পারবে এবং সকলেই পছন্দ করবে l সন্তানের সহিত মাতাপিতার সম্পর্ক ভালো থাকবে l

5+8=

এই যোগে সন্তান প্রাপ্তিতে বাধা, পেটে অস্ত্রপ্রচার, পেটে কষ্ট, stomach, pancreas প্রভৃতির সমস্যা, সিজারিয়ান বেবি অর্থাৎ অপেরেশনের মাধ্যমে সন্তান লাভ, অবৈধ সন্তান, মনোকষ্ট, মানসিক ব্যাধি, অবসাদ, অপবিত্রতা, চারিত্রিক দোষ, যৌন আকর্ষণ, অবৈধ মেলামেশা, নেশার প্রতি আসক্তি, অবৈধ ক্রিয়াকলাপ, গোপন প্রণয়, শিল্পচর্চা-খেলাধুলায় বাধাবিঘ্ন, বেকারত্ব, অন্যের সম্পত্তিলাভ, হটাৎ প্রাপ্তি, বিনাপ্রচেষ্টায় প্রাপ্তি, ফাটকা-লটারি হতে লাভ, যৌতুক লাভ, সন্তানের কষ্ট, সন্তান অবাধ্য-অমানুষ, সন্তানের বিপদ-দুর্ঘটনা বা দুর্ভাগ্য, প্রেমে বাধা-অশান্তি, গুপ্ত প্রেম, প্রেমের কারণে মানসিক দুশ্চিন্তা, প্রেম না হওয়া, বয়সে ছোট কারোর সাথে সম্পর্ক, সন্তান না হওয়া, দেরিতে সন্তান প্রাপ্তি, মাদক দ্রব্য সেবন, নিজেকে নিম্নস্তরে নামিয়ে ফেলা, চূড়ান্ত যৌনতাবোধ নির্দেশ করে l

 5+9=

এই যোগে ধর্মে মতি, দৈব আশীর্বাদ, স্বপ্নে ঈশ্বর দর্শন, মনের পবিত্রতা, উচ্চ আদর্শ, বেদ, সাহিত্য, দর্শন প্রভৃতি বিষয়ে আকর্ষণ, জাতক ধার্মিক হবে ও ঈশ্বরের প্রতি ভক্তি, বিশ্বাস, পূজার্চনা আগ্রহী হবে l শিল্প বা ক্রীড়া মূলক বিষয় নিয়ে উচ্চশিক্ষা নির্দেশ করে l নিজের থেকে বয়সে বড় কারো সাথে প্রেম বা গুরু বা বসের সাথে প্রেমজ সম্পর্ক হতে পারে l পুত্রের উচ্চশিক্ষা, দীক্ষা নেওয়া, বিদেশি ব্যাক্তির সহিত প্রেম, আধ্যাত্মিক চিন্তাভাবনার বিকাশ, শিল্পসংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক কোনও যোগাযোগ নির্দেশ করে l

5+10=

এই যোগে শিল্পকলা, অভিনয়, সৌখিন জাতীয় কাজ, বিনোদন মূলক দ্রব্য ও জুয়েলারি/অলংকার দ্রব্য বিষয়ক কাজ, ফাটকামূলক কাজ, বেকারত্ব, আরামদায়ক কাজ, ঝুঁকিপূর্ণ কাজ, গান বাজনা ছবি আঁকা ও নৃত্য বিষয়ক কাজ নির্দেশ করে l সন্তানের কর্ম, পূজার্চনা, জ্যোতিষশাস্ত্র, বুদ্ধিমত্তা সংক্রান্ত কর্ম নির্দেশ করে l কর্মের প্রতি বিশেষ ঝোক থাকে না l এছাড়াও fashion designing, hotel, bar, restaurant, beauty parlor, সর্বপ্রকার খেলাধুলা, দেবমূর্তি নির্মাণ, পূজার দ্রব্যাদি, ফুল-ফল বিক্রেতা, মনোরঞ্জনমূলক দ্রব্য, প্রসাধন সামগ্রী, ম্যাসাজ, ফিজিওথেরাপি, ঔষধ ও কৌতুক বিষয়ক কাজ নির্দেশ করে l জাতক সমাজসেবী ও জনগণের প্রিয় হয় l

5+11=

এটি মূলত সন্তান প্রাপ্তির যোগ l রোগমুক্তি, সুস্বাস্থ, আশাপূরণ, মানষিক স্ফূর্তি, প্রেমজ সাফল্য, শিল্পকলা ও ক্রিয়াদি মূলক যে কোনও বিষয়ে সাফল্য, সন্তানের উন্নতি, সন্তানের সহিত সুসম্পর্ক, ভোগবিলাস প্রাপ্তি, ফাটকা মূলক বিষয়ে প্রাপ্তি, বুদ্ধির বিকাশ ও যৌন তৃপ্তি নির্দেশ করে l

5+12=

এই যোগে সন্তান বিচ্ছেদ, সন্তান হানি, সন্তান হারিয়ে যাওয়া, সন্তানের বিদেশযাত্রা বা দূর গমন, miscarriage, প্রেমবিচ্ছেদ,সন্তানের সহিত মানষিক দূরত্ব, সন্তান কিডন্যাপ হওয়া, সন্তানের কারণে ক্ষতি, অবনতি, সন্তান নষ্ট করে ফেলা, ভ্রূণ নষ্ট, সন্তানের অসুস্থতা, সন্তানের নিঃসঙ্গ অবস্থা প্রভৃতি নির্দেশ করে l এছাড়া প্রেমজ ব্যাপারে মনের টান হারিয়ে ফেলা, সঠিক ভালোবাসা ও যত্ন না পাওয়া এবং উদাসীন প্রকৃতি নির্দেশ করে l

This is one of the stage of how to learn Vedic and Modified KP Astrology.


If you want to know more about Astrology lesson ---

Please comments and to get early notifications --- follow and share this article.






Cuspal sublord and their significance (Lesson 1/part 2)

MODIFIED KP ASTROLOGY

        Astrology Rullings

       Lesson 1 ---  ( Part -2 )

Modified KP Astrology Rullings







 Cuspal Sublord and their significance of second house : ---

1 + 1 =

লগ্নের sublord লগ্নের significator হলে (KP Astrology- র ক্ষেত্রে) জাতক স্বাস্থ্যের ব্যাপারে যত্নবান হবে l রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে l স্বচেষ্টায় সাফল্য লাভ হবে l

সনাতন বা বৈদিক Astrology র ক্ষেত্রে ধরতে হবে লগ্নপতি লগ্নে অবস্থিত/থাকলে জাতক স্বাস্থ্যের ব্যাপারে যত্নবান হবে l রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে l স্বচেষ্টায় সাফল্য লাভ হবে l

     ***   ( আমি KP  ও  Modified KP Astrology - র rullings  বলছি, আপনারা প্রথমটার মত সব rullings- এর জন্যে --- সনাতন বা বৈদিক জ্যোতিষের ক্ষেত্রে sublord এর জায়গায় ভাবপতি ধরে নেবেন  )

2 + 1 =

দ্বিতীয় ভাবের সাবপতি ( second cuspal sublord) লগ্নের/ প্রথম ভাবের নির্দেশক হলে জাতক শুভ আর্থিক অবস্থা নিয়ে জন্মাবে l নিজ প্রচেষ্টায় ধনউপার্জন করতে সক্ষম হবে l পরিবারের সকলের সঙ্গে স্বদ্ভাব থাকবে l

2 + 2 =

দ্বিতীয় ভাবের সাবপতি দ্বিতীয় ভাবের নির্দেশক হলে জাতকের আর্থিক অবস্থা ভালো হবে l আয়ের মাত্রা সর্বদা ভালো থাকবে l পারিবারিক অবস্থা ভালো হবে l খাওয়া দাওয়ার অভ্যাস ও বাকশক্তি ভালো হবে l

2+ 3 =

জাতক ভাই বা অনুজের কাছ থেকে অর্থলাভ করবে l আয়ের ব্যাপারে মানসিক ঝোক, উৎসাহ ভালো হবে l আত্মীয়স্বজন, প্রতিবেশী থেকে অর্থলাভ করবে বা আর্থিক সহায়তা লাভ করবে l লেখালেখি, প্রকাশনা, বিজ্ঞাপন, সাংবাদিকতা, এজেন্সী, দালালি প্রভৃতির মাধ্যমে অর্থ উপার্জন করবে l এই যোগ অর্থ পাওয়ার ব্যাপারে কোনো যোগাযোগ বা সংযোগ নির্দেশ করে l সাহসিকতার কারণে অর্থলাভ/অর্থপ্রাপ্তি নির্দেশ করে l নাক, কান, গলার বিষয়ের নির্দেশক এই যোগ l

2+4=

এই যোগ জমি-জায়গা, বাড়ি, গাড়ি থেকে উপার্জন নির্দেশ করে l মায়ের থেকে অর্থলাভ, গৃহপালিত পশুপাখি, জীবজন্তু, খামার, মজুত শস্য  থেকে আয়, পুকুর - জলাশয় থেকে আয় নির্দেশ করে l মূল্যবান আসবাবপত্র নির্দেশ করে l

2+5=

সঙ্গীত, চলচ্চিত্র, অভিনয়, খেলাধুলা যে কোনো বিনোদনমূলক বিষয় থেকে অর্থলাভ, আয়ের সাচ্ছন্দ, সন্তান থেকে অর্থলাভ, সুন্দর মুখমন্ডল-নেত্র-বাচনভঙ্গি নির্দেশ করে l শিল্পের ব্যাপারে কণ্ঠের প্রয়োগ যেমন --- আবৃত্তিকার, সংগীতশিল্পী, ঘোষক, সংবাদপাঠক, উপস্থাপক প্রভৃতি নির্দেশ করে l ফাটকামূলক বিষয় থেকে অর্থলাভ, আর্থিক স্বাচ্ছন্দ, অর্থ নিয়ে বিশেষ চিন্তিত না হওয়া নির্দেশ করে l

2+6=

বাঁধাধরা স্থায়ী কাজের মাধ্যমে অর্থলাভ, অর্থের ব্যাপারে ঋণ পাবে/ঋণগ্রস্থ হবে, অর্থের ব্যাপারে পরিশ্রমী হবে শ্রমিক বা শ্রমবিভাগ থেকে অর্থলাভ, প্রতিযোগিতা মূলক বিষয় থেকে অর্থলাভ, অর্থের বিষয়ে/কারণে শত্রুতা নির্দেশ করে l

2+7=

ব্যাবসার মাধ্যমে উপার্জন নির্দেশ করে l বিবাহ সূত্রে আয়/আর্থিক উন্নতি,  partner সূত্রে আয় বা অর্থপ্রাপ্তি নির্দেশ করে l বিবাহে পরিবারের মতামত থাকবে l আর্থিক কারণে কোনও ব্যাক্তির সাথে লেনদেন সম্পৰ্ক তৈরী হবে l

2+8=

এই যোগে জাতক কম কথা বলবে, কথায় জড়তা/আড়ষ্ট ভাব থাকবে l অর্থ প্রাপ্তিতে বাধা, টাকা আটকে থাকা, অর্থ নষ্ট হওয়া, ঠিকমতো আয় না হওয়া, অর্থ নিয়ে গন্ডগোল নির্দেশ করে l দৃষ্টিশক্তির সমস্যা, চোখের সমস্যা, কম দেখা, গলার সমস্যা, বাক সমস্যা, মুখের গঠন কুৎসিত বা বিকৃত হতে পারে l দাঁতের সমস্যা, দাঁত ভেঙে যাওয়া, দাঁত পড়ে যাওয়া, মুখে কাঁটা দাগ, কালো দাগ/ছোপ, পোড়া দাগ, গুটি বসন্তের দাগ, আর্থিক সমস্যা, বলপূর্বক টাকা আদায় করা, মৃতের ধন প্রাপ্তি বা মৃত্যুসূত্রে অর্থলাভ, বীমার অর্থ ও অসামাজিক ক্রিয়াকলাপের মাধ্যমে অর্থলাভ নির্দেশ করে l

2+9=

এই যোগে পিতার অর্থ থেকে লাভবান, ধর্মীয় বিষয় থেকে অর্থপ্রাপ্তি, বিদেশি বা অচেনা ব্যাক্তি হতে অর্থপ্রাপ্তি ঘটে l উচ্চশিক্ষার কারণে অর্থলাভ, কোনও কিছু আবিষ্কারের মাধ্যমে অর্থলাভ, আন্তর্জাতিক ব্যাপারে অর্থলাভ, গুরুগিরির মাধ্যমে অর্থলাভ নির্দেশ করে l

2+10=

কর্মের মাধ্যমে অর্থলাভ, আর্থিক প্রতিষ্ঠা-যশ-খ্যাতি-মর্যাদা প্রাপ্তি ঘটে l নাম-যশের কারণে অর্থলাভ, অর্থ ব্যবহারের/প্রয়োগের মাধ্যমে অর্থলাভ, বাক্য ব্যবহারের মাধ্যমে অর্থলাভ নির্দেশ করে l

2+11=

আর্থিক সাফল্য নির্দেশ করে, অর্থের ব্যাপারে শুভ, আর্থিক উন্নতি, অর্থপ্রাপ্তি, অর্থসঞ্চয়, আর্থিক সচ্ছলতা নির্দেশ করে l বাকসিদ্ধ যোগ, সাধারণত ধনশালী থেকে খুব বড়মাপের ধনশালী হতে গেলে এই যোগ আবশ্যক l

2+12=

এই যোগে অর্থনাশ, বহু ব্যায়, হাতশুন্য অবস্থা নির্দেশ করে l লগ্নি, জেল, হাসপাতাল, অনাথ আশ্রম থেকে অর্থলাভ নির্দেশ করে l দৃষ্টিশক্তির সমস্যা, অর্থ দান করা, আর্থিক অসাফল্য, অর্থ হারিয়ে যাওয়া, পরিবার থেকে বিচ্ছিন্ন অবস্থা নির্দেশ করে l

 Cuspal Sublord and their significance of third house : ---

3+1 =

লগ্নের sublord তৃতীয় ভাবের নির্দেশক হলে জাতকের সুন্দর মানষিক বিকাশ হবে l ছোটোখাটো ভ্রমণ হবে l ভাই-বোন, আত্মীয় পরিজনদের সঙ্গে সুসম্পর্ক থাকবে l জাতক কৌতূহল প্রিয় - যে কোনও ব্যাপারে মানষিক ঝোক, উদ্যম থাকবে l জাতক হিসেবি ও সতর্ক এবং সন্দেহপ্রবন হবেন l গ্রহটি বুধ হলে জাতক চঞ্চল, মঙ্গল হলে সাহসী, শনি হলে ধৈর্যবান হবেন l

 3+2 =

জাতক ভাই বা অনুজের কাছ থেকে অর্থলাভ করবে l আয়ের ব্যাপারে মানসিক ঝোক, উৎসাহ ভালো হবে l আত্মীয়স্বজন, প্রতিবেশী থেকে অর্থলাভ করবে বা আর্থিক সহায়তা লাভ করবে l লেখালেখি, প্রকাশনা, বিজ্ঞাপন, সাংবাদিকতা, এজেন্সী, দালালি প্রভৃতির মাধ্যমে অর্থ উপার্জন করবে l এই যোগ অর্থ পাওয়ার ব্যাপারে কোনো যোগাযোগ বা সংযোগ নির্দেশ করে l সাহসিকতার কারণে অর্থলাভ/অর্থপ্রাপ্তি নির্দেশ করে l নাক, কান, গলার বিষয়ের নির্দেশক এই যোগ l

3+3=

এই যোগে ছোট ভাইবোনের সাথে সুসম্পর্ক থাকবে l জাতক সাহসী হবে l আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক থাকবে l প্রচেষ্টায় সাফল্য, যে কোনও বিষয়ে মানসিক ঝোক, দৃঢ়চেতা মনোভাব থাকবে l সাহসিকতাপূর্ণ ক্রিয়াকলাপের সহিত যুক্ত থাকবে l চঞ্চল বা ধৈর্যশীল, ভ্রমণপ্রিয় হবে, স্মৃতিশক্তি ভালো হবে l জাতক যোগাযোগের ক্ষেত্রে সাফল্য পাবে, পরিবর্তনপ্রিয় হবে l

3+4=

বাসস্থান বা বাসগৃহের পরিবর্তন হবে, ভ্রাতা ভগ্নির বিদ্যাশিক্ষা, গৃহ ও বাহনের ক্ষেত্রে শুভ l জমি বাড়ি ঘর প্রভৃতির দালালি নির্দেশ করে l বিদ্যাশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট আগ্রহ ও কৌতূহলী মানসিকতা থাকবে l বাড়িঘর তৈরির ব্যাপারে আগ্রহ থাকবে l এই যোগে ভাতৃসম্পত্তি, জ্ঞাতির গৃহ, ভ্রাতার বাহন প্রভৃতি নির্দেশ করে l সাংবাদিকতা, হিসাবশাস্ত্র, গণিত প্রভৃতি বিষয়ে বিদ্যাশিক্ষা নির্দেশ করে l পাড়াপ্রতিবেশী বা বাড়ির আশেপাশের পরিবেশ নির্দেশ করে, বাড়িতে জলের পাইপ/লাইন, ইলেকট্রিক কানেকশন, টেলিভিশন, কেবল লাইন কানেকশন, ইন্টারনেট কানেকশন প্রভৃতির নির্দেশক l বাড়ির পাশে রাস্তা, ড্রেন প্রভৃতি নির্দেশ করে l ভ্রাতাভগ্নির সাথে মাতার সম্পৰ্ক, গৃহে দীর্ঘকালীন জ্ঞাতি বা আত্মীয়স্বজনের উপস্থিতি নির্দেশ করে l

3+5=

এই যোগে প্রেমজ যোগাযোগ, প্রেমজ সম্পৰ্ক থেকে মানষিক প্রশান্তি নির্দেশ করে l জাতক ছোটদের প্রিয় হবে এবং ভালোবাসবে, শিশুসুলভ মানসিকতা ও আচরণ যুক্ত হবে l অঙ্কনশিল্প, নাচ, গানবাজনা, অভিনয়, চলচ্চিত্র প্রভৃতি বিষয়ে আগ্রহ ও আকর্ষণ থাকবে l এই যোগ উপস্থিত বুদ্ধি, বিশ্লেষণী ক্ষমতা, মনের প্রফুল্লময় অবস্থা, হাতের কারুকার্য, হাতের খেলা, তাস, লটারি, ফাটকামূলক খেলা প্রভৃতি নির্দেশ করে l জাতক ভাইদের প্রতি স্নেহশীল ও যত্নবান হয়, শিশুদের নিয়ে সময় কাটাতে পছন্দ করবে l সন্তানের সহিত যোগাযোগ, লটারি বা ফাটকামূলক বিষয়ের প্রতি ঝোক বা আগ্রহ, ভাই বোনের দ্বারা মানষিক তৃপ্তি বা আনন্দলাভ নির্দেশ করে l অনেক সময় অশুভ যোগে মানষিক রোগ নির্দেশ করে l

3+6=

আত্মীয়স্বজন বা প্রতিবেশীর সঙ্গে শত্রুতা, ভাইবোনের সঙ্গে শত্রুতা, কর্মের যোগাযোগ, নিকট স্থানে ভ্রমণ করতে গিয়ে অসুস্থ হয়ে পরা, মানষিক দ্বন্দ্ব, মানষিক উদ্বিগ্নতা, ভ্রাতাভগ্নির অসুস্থতা, বীরত্ব প্রদান করতে গিয়ে শত্রুতা, অপরকে অহেতুক সন্দেহ করা বা সন্দেহবাতিক মানসিকতা( বুধ+ 3+6) l তৃতীয় ভাব যে যে অঙ্গপ্রতঙ্গ নির্দেশ করে যেমন গলা, ফুসফুস, নাক, কান, ঘাড়  - প্রভৃতি ক্ষেত্রের রোগভোগ নির্দেশ করে l

3+7=

এই যোগে দেখেশুনে বিবাহ বা বিজ্ঞাপনের মাধ্যমে বিবাহ, চুক্তি বা সই এর মাধ্যমে বিবাহ, বিবাহের যোগাযোগ, এজেন্সী ব্যবসা, ভাইবোনের বিবাহ, ব্যাবসায়িক যোগাযোগ, লেনদেন বা কোনও ব্যাক্তির সহিত টেলিফোন, ডাকযোগের বা ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ বাণিজ্যিক যোগাযোগ প্রভৃতি নির্দেশ করে l জাতক জনসংযোগ মূলক কর্মের সাথে যুক্ত থাকতে পারে বা জাতকের জনসংযোগ ক্ষমতা ভালো হয় l এই যোগ স্ত্রী বা ব্যাবসায়িক পার্টনারের সাথে সব বিষয়ে খোলাখুলি আলোচনা নির্দেশ করে l ব্যাবসায় কাস্টমারের সহিত সুসম্পর্ক ও যোগাযোগ নির্দেশ করে l স্ত্রী সহ ভ্রমণ, break journey, পার্টনার এর মত বা সিদ্ধান্ত মেনে নেওয়া ও আত্মীয়পরিজন বা জ্ঞাতির মধ্যে বিবাহ নির্দেশ করে l

3+8=

এই যোগে ছোট ভাইবোন, আত্মীয়স্বজন, প্রতিবেশীর বিপদ বা তাঁদের সহিত সম্পর্কের অবনতি বা তাঁদের দ্বারা ক্ষতি নির্দেশ করে l প্রমাণপত্র নষ্ট হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, বুদ্ধির ভুলে ক্ষতি, documents এর কারণে বিপদে পড়া, movement এ বাধা, যোগাযোগে বাধাবিঘ্ন, মানষিক আঘাত, মনোকষ্ট, মনের ব্যাধি, দুর্বল স্মৃতিশক্তি, হীন মনোবল, উদ্দমে বাধা, মানষিক আগ্রহের অভাব, কানে না শোনা বা তৃতীয় ভাব নির্দেশিত অঙ্গপ্রতঙ্গের রোগভোগ বা অপারেশন নির্দেশ করে l এছাড়া ভ্রাতাভগ্নির বা আত্মীয়পরিজনের কোনোরূপ ক্ষতি, প্রতিবন্ধকতাময় অবস্থা, অস্ত্রপ্রচার বা অপঘাতজনিত ফাঁড়া নির্দেশ করে l

3+9=

এই যোগ যোগাযোগে সফলতা, ভ্রমণের ব্যাপারে শুভ ফল, ভ্রাতাভগ্নির সহিত সুসম্পৰ্ক ও তাঁদের উন্নতিও শুভত্ব নির্দেশ করে l জাতক নিজ লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে l ভ্রাতাভগ্নি, আত্মীয়স্বজন, প্রতিবেশীর সহিত সুসম্পর্ক ও তাঁদের দ্বারা লাভবান হওয়া নির্দেশ করে l জাতকের জীবনে শুভ যোগাযোগ আসবে, আত্মপ্রচেষ্টায় উন্নতি, আলাপ আলোচনায় সাফল্য, ভ্রাতা ভগ্নির দ্বারা জীবনে উন্নতি নির্দেশ করে l

3+10=

এই যোগে জাতকের কর্মসংক্রান্ত সকল যোগাযোগ শুভ হবে l ব্যাবসার ক্ষেত্রে ডিলার বা ড্রিস্টিবিউটরশীপ নির্দেশ করে l সাংবাদিকতা বা লিখালিখির কাজে দক্ষ হয় l অধস্তনদের পরিচালিত করে কর্ম করিয়ে নেওয়ার সহজাত দক্ষতা জাতকের থাকবে l এছাড়া ভ্রাতাভগ্নির কর্মজীবন ও ভ্রমণ সংক্রান্ত সাফল্য নির্দেশ করে l

3+11=

জাতক সবপ্রকার যোগাযোগের ক্ষেত্রে সফল হবে এবং তার জীবনে একাধিকবার শুভ যোগাযোগ আসবে l যেসকল ক্ষেত্রে লক্ষ্যে পৌঁছতে সাহায্যের/সহযোগিতার প্রয়োজন হয় যেমন আত্মীয়স্বজন দ্বারা উপকৃত হওয়া, ভাইবোনের জীবনে উন্নতি ও সৌভাগ্য এই যোগ নির্দেশ করে l এই যোগে জাতক সাহসিকতার সঙ্গে নিজের প্রচেষ্টায় জীবনে প্রভূত উন্নতি করে l

3+12

এই যোগে স্থানপরিবর্তন, ভ্রাতাভগ্নি, আত্মীয়পরিজনদের থেকে বিচ্ছিন্ন হওয়া, বিদেশ যাত্রা, সম্পৰ্ক হানি/চ্ছেদ, বৈদেশিক ব্যাপারে যোগাযোগ, স্মৃতিশক্তি লোপ পাওয়া, জীবনে বহু ভ্রমণ যোগ, ভ্রাতাভগ্নির নিরুদ্দেশ হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া, হীনমন্যতায় ভোগা, প্রমাণপত্র হারিয়ে যাওয়া, আত্মবিশ্বাস হারিয়ে ফেলা, মনোবল ভেঙে যাওয়া, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া, গুপ্ত ক্ষতি নির্দেশ করে l

This is one of the stage of how to learn Vedic and Modified KP Astrology.


If you want to know more about Astrology lesson ---

Please comments and to get early notifications --- follow and share this article.










মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

How to learn Modified kp Astrology Lesson 4

 How to learn Modified Kp Astrology

      সংশোধিত কৃষ্ণমূর্তি পদ্ধতি

   (Modified  KP Astrology Rullings)

     


                                                                    Lesson 4
               

  রাশিচক্রে দ্বাদশ ভাবের কারকতা



রাশিচক্রে লগ্নভাবের গুরুত্ব

জাতচক্র বিচারের ক্ষেত্রে প্রথম ঘরটি হলো লগ্ন l লগ্ন জাতকের ইহজন্মের পৃথিবীতে আবির্ভাবের দ্বারবিন্দু রূপে কল্পিত l Astronomy অনুসারে জন্মসময়ে জন্মগ্রহণ স্বাপেক্ষে যে গাণিতিক বিন্দুটি রবিমার্গের পূর্বদিগন্তে উদিত হয় সেই বিন্দুটিই লগ্নবিন্দু রূপে পরিগণিত হয় l প্রাচীন ভারতীয় দর্শন অনুসারে পূর্বজন্মের কর্মফল অনুসারে পার্থিব জগতে আবির্ভূত হয়ে কর্মফল সংশোধনের উদ্দেশ্যে অর্থাৎ আত্মোন্নতি বা ঈশ্বর উপলব্ধির উদ্দেশ্যে, বিধাতা পুরুষের লিখন অনুসারে বিভিন্ন ধরণের ঘাত-প্রতিঘাত স্বরুপ ঘটনাবলীর ছন্দ অনুসারে জাতক আবির্ভুত হয় l জগতের সকলেই যদি একই সময়ে ব্রহ্মমুখী চিন্তাধারায় আগ্রহী হয় তবে ঈশ্বরের লীলার কোনও প্রয়োজন থাকবে না অর্থাৎ হাসি-কান্না-প্রাপ্তি-সাফল্য-ব্যার্থতা কিছুই থাকবে না, সম্ভবত এই কারণেই প্রতিটি ব্যাক্তি জীবনে আলাদা আলাদা ভাগ্যস্বরূপ ঘটনাবলী ভোগ করে l আর জোতিষ শাস্ত্রে এই ভাগ্যগণনার প্রধান মাধ্যমগুলি হলো রাশি, গ্রহ, ভাবও নক্ষত্র l এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো ভাব বা বিষয় l জ্যোতিষে লগ্ন থেকে শুরু করে মোট 12টি ভাব রয়েছে, ভাবগুলি জাতকের সারাজীবনের বিভিন্ন ঘটনাবলীর নির্দেশক l ভাবগুলিকে কেন্দ্র করেই প্রধানত জোতিষশাস্ত্রে ফলাদেশ করা হয় l যেহেতু দ্রুত পরিবর্তনশীল ভাবগুলি ভাগ্যের পরিবর্তন ঘটায় সেহেতু লগ্ন স্বাপেক্ষে দ্বাদশ ভাববিভাজন এত গুরুত্বপূর্ণ l এছাড়া লগ্ন স্বাপেক্ষে দ্বাদশ ভাবের প্রতিটি ভাববিন্দু জন্মমুহূর্তে fixed কারণ বিগত জন্মের কর্মফল স্বরূপ বর্তমান জীবনের ভাগ্য, যা পূর্বনির্ধারিত এবং বিশেষ মুহূর্তের প্রতিচ্ছবি স্বরূপ  l গ্রহ, নক্ষত্র, ভাব হলো ভাগ্যের প্রতিনিধি l জাতকের জন্মমুহূর্তের লগ্ন নির্ণয় করার কারণ --- ঐ বিশেষ মুহূর্তে কোনও জাতকের জীবনের নির্দিষ্ট ঘটনাবলী যা গ্রহ-নক্ষত্রের প্রভাব বা time of space function অনুসারে তৈরি হয় এবং এই একই কারণে প্রশ্ন জ্যোতিষ বা Horary Astrology তে time of space function এর উপর গুরুত্ব আরোপ করা হয় l প্রশ্ন জ্যোতিষে  কোনও একটি বিশেষ সময়ে কোনও ব্যাক্তির মনে  যে  প্রশ্নের উদয় হয় বা অবচেতন স্বত্তায় ঘটনাবলীর যে স্পন্দন থাকে, সেই মুহূর্তের গ্রহ-নক্ষত্র-ভাব যা জ্যোতিষে মহাজাগতিক শক্তির প্রতিনিধি অর্থাৎ space function স্বাপেক্ষেই জাতকের প্রশ্নছক অঙ্কন করা হয় l

লগ্ন অর্থাৎ জাতকের অস্তিত্ব, এই অস্তিত্বের পরিণতি বিভিন্ন ঘটনার মাধ্যমে পরিসমাপ্তি ঘটে l সুতরাং লগ্নই হলো ভাগ্য, সংশোধিত কৃষ্ণমূর্তি পদ্ধতিতে লগ্ন বিন্দুর সাবই হলো genetic code বা ভাগ্যনিয়ন্তা l এই লগ্ন বিন্দুর sublord ই মূল শক্তির ধারক ও বাহক --- যেটি ক্রমান্বয়ে সময়ের সাথে সাথে সংযোগ ও সংস্কার সাধনে পরিবর্তনশীল হতে সমর্থ l এই লগ্নই আনুসাঙ্গিক ও পারস্পরিক ঘটনাবলীর প্রকাশবিন্দু l Genetic code স্বরূপ এই ভাগ্যনিয়ন্তা লগ্ন  সংশোধিত কৃষ্ণমূর্তি পদ্ধতিতে বা জ্যোতিষে অত্যন্ত সংবেদনশীল l লগ্নের sublord যদি বলবান হয় তবে অন্যান্য ভাবগুলি যতই প্রতিকূল হোক না কেন জাতক তা অতিক্রম করবে অর্থাৎ সৌভাগ্যের সূচক হবে পক্ষান্তরে লগ্ন দুর্বল হলে অন্যান্য ভাবগুলি যতই শুভ হোক না কেন ভালো ফলের আশা করা করা সম্ভব নয় অর্থাৎ জাতক দুর্ভাগ্য বা প্রতিকূলতার সম্মুখীন হবে তুল্য- মূল্য সাফল্য কখনোই পাবে না l

জীবনের  প্রতিটি ঘটনাবলী সময় স্বাপেক্ষে কিভাবে প্রকাশিত হবে তা লগ্নের শুভাশুভত্বের উপরই নির্ধারিত হয় l

লগ্নভাবের কারকতা

লগ্ন জাতকের পৃথিবীতে আবির্ভাব ও অস্তিত্বকে নির্দেশ করে, সেই কারণে লগ্ন থেকে আয়ু, জীবনীশক্তি, দেহ, শরীরস্বাস্থ, দৈহিক গঠন বৈশিষ্ট ও আকৃতি, গাত্রবর্ণ, আত্মা-মন, মানষিক স্বভাব/অবস্থা, আচার-আচরণ, ব্যবহার, ভাবভঙ্গি, স্বাভাবিক প্রবণতা, চিন্তাশক্তির বৈচিত্র, পার্থিব দৃষ্টিভঙ্গি, প্রচেষ্টা, সৌভাগ্য-দুর্ভাগ্য, সামগ্রিক জীবনের রূপরেখা, সাধারণ অবস্থা বা পরিস্থিতি, সফলতা-বিফলতা, উন্নতি-অবনতি, জীবনের বিবিধ পরিবর্তন অর্থাৎ জীবনধারাকে আরও কতখানি উন্নতি সাধন বা সংস্কার সাধন করা যায় তা লগ্ন নির্দেশ করে l শরীরের অঙ্গ হিসাবে head, brain, চুল, মাথার খুলি, সমস্ত শরীর, skin, কপালও মন নির্দেশ করে l

রাষ্ট্রায়ত্ত জ্যোতিষে লগ্ন থেকে সরকার, দেশ বা স্থান, দেশের জনসাধারণ, স্থানীয় এলাকা ও সামগ্রিক অবস্থা নির্দেশ করে l

প্রশ্ন জ্যোতিষে প্রশ্নকর্তা বা প্রশ্নস্বরূপ ভাগ্য নির্দেশ করে l

জ্যোতিষে লগ্ন নির্দেশ করে মাতৃভূমি বা স্থান, সেই কারণে কোনও জাতকের দেশে না বিদেশে উন্নতি হবে তাও লগ্ন থেকে বিচার্য l

দ্বিতীয় ভাবের কারকতা

দ্বিতীয় ভাব অর্থ ও আর্থিক অবস্থা, অর্থজাত সবকিছু বিচার করা হয়, আর্থিক সঙ্গতি, আর্থিক পরিস্থিতি বা আর্থিক ক্ষমতা এই ঘর থেকে বিচার করা হয় l সম্পদ-সম্পত্তি, গহনা-অলংকার, মূল্যবান ধাতু-রত্ন, মূল্যবান জিনিসপত্র, শেয়ার, বন্ড, প্রমাণপত্র, যে কোনও ধরণের security, বন্ধক, ব্যাংকে গচ্ছিত অর্থ, পরিবর্তনশীল সম্পত্তি, পরিবারের সদস্যগণ, আত্মীয়স্বজন, চিন্তাশক্তি প্রকাশের ক্ষমতা, মুখগহব্বর, মুখমন্ডল, বাচনভঙ্গি, কথাবার্তার মিষ্টতা-কর্কশতা, দৃষ্টিশক্তি, চক্ষু (ডান চোখ), দাঁত, গাল, ঠোঁট, থুতনি, জিহ্বা ও গলা নির্দেশ করে l এছাড়া ভোগ্যপণ্য, খাদ্য, খাওয়ার অভ্যাস, পোশাক-পরিচ্ছদ, সুগন্ধি দ্রব্য এবং আয়ুর ক্ষেত্রে দ্বিতীয় ভাব মারক স্থান l

তৃতীয় ভাবের কারকতা

তৃতীয় ভাব হতে বিচার্য মানষিক প্রবণতা, মানষিক ঝোক, সামর্থ, মানষিক শক্তি, স্মৃতিশক্তি, ধারণ করার ক্ষমতা, সাহস, বীরত্ব, শক্তি, দৃঢ়তা, কনিষ্ঠ ভ্রাতা-ভগ্নি, প্রতিবেশী, আত্মীয়, movement, পরিবর্তন, স্থানান্তর, রাস্তাঘাট, ভ্রমণ- ছোটোখাটো ভ্রমণ, গতিময়তা, সকলপ্রকার যোগাযোগ মাধ্যম --- টেলিফোন, টেলিগ্রাম, রেডিও, টিভি, telecommunication, যানবাহন, লেখালেখি, পেন-কাগজ, চিঠি, হিসাবনিকাশ, বিবরণ, সংবাদ, প্রচার, সহি, চুক্তি, দরদাম, পাঠাগার প্রভৃতি নির্দেশ করে l শরীরের অঙ্গপ্রতঙ্গ হিসাবে --- মন ও মনের ক্রিয়া প্রতিক্রিয়া, চিন্তা, অস্থিরতা, আগ্রহ, কৌতূহল, নার্ভাস সিস্টেম, হাত, কাঁধ, গলা, গলার নালী, কণ্ঠা, ফুসফুস l

পেশা হিসেবে --- লেখালেখি, চুক্তি ভিত্তিক কাজ, চিঠিপত্র, post and telegraph department, telephone department, ইলেকট্রিক বিভাগ, প্রেস-প্রিন্টিং, প্রকাশনা, প্রবন্ধ রচনা, seals man, এজেন্সি, দালালি, কমিশন ভিত্তিক ব্যবসা, দূত, বার্তাবাহক, পোস্টাল কাজকর্ম, স্টেনো-টাইপিস্ট প্রভৃতি নির্দেশ করে l

চতুর্থ ভাবের কারকতা

চতুর্থ ভাব থেকে বিচার্য বিষয়গুলি হলো --- মাতা, মাতৃস্থানীয়া, মাতৃকুল, সংসার, সাংসারিক অবস্থা, পরিবার, পারিবারিক অবস্থা, গৃহপরিবেশ, লোকালিটি, স্থানীয় পরিবেশ, নিজেস্ব বাড়ি, বসবাসের স্থান, জমিজমা, স্থাবর সম্পত্তি, যে কোনও স্থায়ী প্রতিষ্ঠান, দোকানঘর, নিজেস্ব বাহন, মাঠ, কৃষিক্ষেত্র, গোলাঘর, খামার বাড়ি, বাগান, খনি, জলাশয়, জল, দুধ, সাধারণ শিক্ষা, বিদ্যাজীবন, কারখানা, উৎপাদন, স্কুল-কলেজ, গুপ্তধন, প্রাচীন বস্তু, জনসাধারণ, জীবনের শেষ অবস্থা, যে কোনও কাজের শেষ পরিণতি, মায়া, মমতা, স্নেহ-ভালোবাসা, মাতৃত্ববোধ, সহানুভূতি প্রভৃতি l

শারীরিক অঙ্গপ্রতঙ্গ হিসাবে --- বক্ষ, হৃদপিন্ড, ফুসফুস l

পঞ্চম ভাবের কারকতা

পঞ্চম ভাব থেকে বিচার্য মন-মানসিকতা, কল্পনা, সাধারণ মন, শখ-সৌখিনতা, রুচি, সৌন্দর্য বা সুন্দরতা, আরামপ্রিয়তা, অলসতা, আমোদ-প্রমোদ, স্ফূর্তি, হাসিখুশি ভাব , রোমান্টিকতা, প্রেম-ভালোবাসা, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, আনন্দ-উৎসব, বিলাসিতা, গান-বাজনা, শিল্পকলা, অভিনয়, নৃত্য, অঙ্কন, প্রতিভা, বুদ্ধিমত্তা, অতীন্দ্রিয় ক্ষমতা, মনের ভাব-মেজাজ, উদ্ভাবনী শক্তি, ঝুঁকিপূর্ণ মানসিকতা, শেয়ার-ফাটকা-জুয়া, লটারি, রেস-ঘোড়দৌড়, খেলাধুলা, শরীরচর্চা, সুস্বাস্থ, রোগমুক্তি, ঔষধ, চিকিৎসা, নতুন উদ্যোগ, কর্মে অনিশ্চয়তা, লাগাতার কর্ম না করা, সমাজ ও সামাজিক অবস্থা, বিচারবুদ্ধি, বিচক্ষণতা, পূজাআর্চা, পবিত্র ও ধার্মিক কাজকর্ম, দেবদেবী, মন্দির, আনন্দ বা বিনোদনমূলক ক্রিয়াকলাপ, অনিশ্চয়তামূলক ক্রীড়া, speculation, মানষিক বা শারীরিক আনন্দ, শিশুর জন্ম, সন্তান, স্ত্রীসূত্রে ধনলাভ ও অংশীদারি কর্মে সাফল্য  প্রভৃতি নির্দেশ করে l

ভাবটি অশুভ ভাব ও গ্রহ দ্বারা সম্পর্কিত হলে জাতক কামুক, লম্পট হতে পারে বা জাতকের অবৈধ আকর্ষণ ও সম্পৰ্ক থাকতে পারে l

শারীরিক অঙ্গপ্রতঙ্গ হিসাবে --- পেট, মন, স্নায়ু, liver, stomach, অগ্ন্যাশয়, পিত্ত ও জরায়ু l

ষষ্ঠ ভাবের কারকতা

ষষ্ঠ ভাব থেকে বিচার্য অসুস্থতা, রোগ, রোগের প্রকৃতি, রোগের অবস্থা, শত্রুতা, প্রতিযোগিতা, মামলা-মোকদ্দমা, ঋণ, চুরি, পরিশ্রম, শ্রম করার মানসিকতা, লেগেপড়ে থাকা, বাঁধাধরা কাজ, চাকুরী, promotion, শ্রমিক, কর্মচারী, ভাড়াটে, ভাড়া, উদ্বাস্তু, প্রজা, দখলকারী, বিশ্বস্ততা, অপরের জন্যে স্বার্থত্যাগ, গৃহপালিত জীবজন্তু, খাওয়া দাওয়ার অভ্যাস, বীরত্ত্ব, দুশ্চিন্তা, negetive thinking, বিবাহ বিচ্ছেদ, বিবাহে অসুবিধা, রোগীর চিকিৎসা, সেবা-সুশ্রসার সঙ্গে যুক্ত ব্যাক্তি l

শারীরিক অঙ্গপ্রত্যঙ্গ --- নাভি তলদেশ, তলপেট, অন্ত্র, হার্নিয়া, এপেন্ডিসাইটিস l

সপ্তম ভাবের কারকতা

জাতক ব্যাতিত অপর কোনও ব্যাক্তি অর্থাৎ প্রতিপক্ষ নির্দেশ করে l এই ভাব থেকে বিবাহ, ব্যবসা, ব্যাবসার অংশীদার, প্রতিদ্বন্ধী, প্রতিযোগী, সমাজে খোলামেলা ভাবে মেলামেশা, বন্ধু-বান্ধব, সামাজিক বন্ধন, যে কোনও ব্যাক্তি - যার সঙ্গে লেনদেন হয় বা সম্পর্কে উৎসাহ থাকে, স্বামী-স্ত্রী, সমাজে স্বাভাবিক মেলামেশা নির্দেশ করে l

শারীরিক অঙ্গপ্রতঙ্গ --- মূত্রাশয়, কিডনি, প্রজনন তন্ত্র, female organs, semen প্রভৃতি l

সপ্তম ভাব আয়ুর ক্ষেত্রে মারকস্থান l

অষ্টম ভাবের কারকতা

অষ্টম ভাব হতে জীবনীশক্তি, আয়ু ও মৃত্যুর প্রকৃতি ও কারণ, মৃত্যুর সঙ্গে যুক্ত অন্যান্য বিষয় যেমন উত্তরাধিকার সূত্রে বা উইল সূত্র প্রাপ্ত সম্পত্তি, বীমা, সুদের অর্থ, গোপন আয়, ব্যাক্তিগত গোপন সম্পত্তি, বিনা পরিশ্রমের আয়, চেষ্টা বিনা প্রাপ্তি, উপার্জনহীনতা, বিবাহে প্রাপ্ত পণ বা যৌতুক, অন্যের সহায়তায় লাভ, নিজের দুর্বলতা-বাধা-সংগ্রাম-অপরিপূর্ণতা-দেরি-না হওয়া-আটকে থাকা-রুদ্ধ অবস্থা-বন্ধন-হতাশা-কোনও কিছু থেকে বঞ্চিত হওয়া-দুর্ভাগ্য-দুর্ঘটনা-আকস্মিক বিপদ-আত্মহত্যা-ভুল পদক্ষেপ প্রভৃতি নির্দেশ করে l এছাড়া fatal disease, অপারেশন, রক্তপাত, কাঁটা-ছেড়া, ধারালো অস্ত্রশস্ত্র, আগ্নেয়অস্ত্র, যুদ্ধ, মারামারি, ঝামেলা, কলহ, বিবাদ, খুন, ডাকাতি, দাঙ্গা-হাঙ্গামা, অত্যাচার, উৎপীড়ণ, শোক, নাশকতামূলক কাজকর্ম, মানষিক যন্ত্রনা, অপমান, দুঃখ, বদনাম, কলঙ্ক, অপবিত্রতা, গোপনীয়তা, অবৈধ ক্রিয়াকলাপ, গোপন অভিসন্ধি, সব ধরণের নীচতা ও নোংরামি, অজানা আশঙ্খা, ভয়, ভীতি, কারাবরণ, উন্নতিতে বাধা, দুর্বল পরিস্থিতি, জীবন সংগ্রাম প্রভৃতি নির্দেশ করে l

শারীরিক অঙ্গপ্রতঙ্গ --- বস্তিপ্রদেশ, গুহ্যস্থান, মূত্র, রক্ত, genetal organs প্রভৃতি l

নবম ভাবের কারকতা

নবম ভাব হতে ধর্ম, ভাগ্য, পিতা, গুরু, গুরুজন, উচ্চশিক্ষা, দূরভ্রমণ, জ্ঞান, দেবদ্বিজে ভক্তি, শ্রদ্ধা, সন্মান, অভিভাবক, শিক্ষাগুরু, শ্রদ্ধাশীল ব্যাক্তি, পুরোহিত, উচ্চাকাঙ্খা, প্রভাব বিস্তার, দর্শন, আইন, রাজনীতি, উচ্চচিন্তা, উচ্চপদ, মন্দির, মসজিদ, গির্জা প্রভৃতি ধর্মীয় প্রতিষ্ঠান, আবিষ্কার, গবেষণা মূলক কাজকর্ম, মহোৎকাজ, আদর্শ, ন্যায়-নীতি, বিচার, মানসন্মান, মানবিকতা, উদার মানসিকতা, দেবদেবী, আধ্যাত্মিক প্রবণতা, বিদেশি ব্যাক্তি, দৈবশক্তি, অতীন্দ্রিয় ক্ষমতা, সৎ সঙ্গ, ধর্মস্থান, মানষিক শুদ্ধতা, আন্তর্জাতিক বিষয়, পূজার্চনা, তীর্থক্ষেত্র প্রভৃতি নির্দেশ করে l

শারীরিক অঙ্গপ্রতঙ্গ --- রক্তবাহী শিরা-উপশিরা, nerve, উরু l

দশম ভাবের কারকতা

দশম ভাব থেকে কর্ম, জীবিকা, নাম-যশ-খ্যাতি-প্রতিষ্ঠা, আভিজাত্য, status, প্রভুত্ত্ব, মালিকানা, শ্রেষ্টত্ব, কতৃত্ব, মর্যাদা, নিরাপত্তা, প্রভাবশালী ব্যাক্তি, পার্থিব দায়-দায়িত্ব, সামর্থ, পেশা, নিয়োগকর্তা, কতৃপক্ষ, পেশার সঙ্গে সম্পর্কিত সকল বিষয়, পদাধিকার, আদেশ, গুন, ক্ষমতা, উচ্চাকাঙ্খা, আত্মসম্মান, জনপ্রিয়তা, সমাজের উচ্চপদস্থ ব্যাক্তি, নিয়োগ কর্তা, সরকার, প্রভু প্রভৃতি নির্দেশ করে l

শারীরিক অঙ্গপ্রতঙ্গ --- হাটু, শরীরের হাড় ও মাংস l

একাদশ ভাবের কারকতা

এই ভাব হতে আয়, লাভ, অর্জিত সম্পদ, প্রাপ্তি, ইচ্ছাপূরণ, অভীষ্টসিদ্ধি, সাফল্য, উন্নতি, রোগমুক্তি, সুস্বাস্থ, সুচিকিৎসা, যে কোনও বন্দিদশা থেকে মুক্তি নির্দেশ করে l

শারীরিক অঙ্গপ্রতঙ্গ --- হাঁটুর পর থেকে পায়ের অংশ l

এটি চর লগ্নের বাধক স্থান l

দ্বাদশ ভাবের কারকতা

এই ভাব হতে ব্যায়, অসাফল্য, বিচ্ছেদ, বিদেশ যাত্রা, শেষ শয্যা, ক্ষতি, স্থানান্তর, লগ্নি, নিঃসঙ্গ থাকা, হাসপাতাল, ভীতি, হাজতবাস, গুপ্ত শত্রুতা, ষড়যন্ত্র, ত্যাগ করা, পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাওয়া, প্রবাস জীবন, নার্সিং হোম, মানষিক হাসপাতাল, নীরবে কষ্টভোগ, আত্মৎসর্গ, স্বীয় বন্ধনমুক্তি, মন সংক্রান্ত গবেষণা, আত্মার সাক্ষাৎ প্রভৃতি নির্দেশ করে l

শারীরিক অঙ্গপ্রতঙ্গ --- পায়ের পাতা ও পদদ্বয় l


This is one of the stage of how to learn Vedic and Modified KP Astrology.


If you want to know more about Astrology lesson ---

Please comments and to get early notifications --- follow and share this article.







সোমবার, ৯ নভেম্বর, ২০২০

RAHU IN ASTROLOGY ( Lesson 2 / part 4)




Most unpredictable planet in zodiac --- Rahu

LESSON - 2 / PART 4



দ্বাদশ ভাবের সহিত রাহুর সংযোগের ফলাফল

প্রিয় পাঠকবর্গের কাছে একান্ত অনুরোধ যে নিম্নলিখিত দ্বাদশ ভাবের সহিত সম্পর্কিত গ্রহদের যে বৈশিষ্ট্যাবলী দেওয়া হল তা সাধারণ বৈশিষ্ট, এই বৈশিষ্ট সকল অন্যান্য সম্পর্কিত গ্রহদের বৈশিষ্টের দ্বারা প্রভাবিত হয়ে সম্পূর্ণ নতুন বৈশিষ্টাবলী গঠন করে l উক্ত কারণে এই সাধারণ বৈশিষ্টাবলীকে কেউ final result বলে গণ্য করবেন না l আলোচ্য sub heading লক্ষ্য করুন --- যেমন লগ্ন ভাবের সহিত রাহুর সংযোগের ফলাফল l এক্ষেত্রে লগ্নের সহিত রাহু কি কি ভাবে সংযুক্ত হতে পারে ?

   * রাহু যদি লগ্নভাবে অবস্থিত গ্রহ হয়

  * রাহু যদি লগ্নভাবে অবস্থিত গ্রহের নক্ষত্রপতি হয়

  * রাহু যদি লগ্নভাবের সাবপতি গ্রহের নক্ষত্রপতি বা সাবপতি গ্রহ হয়

  * রাহু যদি লগ্নভাবের সাবপতি গ্রহের সহিত পেক্ষা দ্বারা সম্পর্কিত হয়

  * লগ্নভাবের সাবপতি গ্রহটি যদি রাহুর নক্ষত্রপতি বা সাবপতি গ্রহ হয়

  * লগ্নভাবের সাবপতি গ্রহটি যে গ্রহের নক্ষত্রে অবস্থিত, সেই গ্রহের নক্ষত্রে যদি রাহু অবস্থিত হয়

অনুরূপে প্রত্যেকটি ভাবের সহিত গ্রহদের সংযোগ একইভাবে বিচার্য l তাহলে এবার বুঝতে পারছেন যে কোনও একটি ভাবে এক বা একাধিক গ্রহ থাকলেই বা কোনও গ্রহ না থাকলেও সেই ভাবের বৈশিষ্ট কিভাবে নির্ণীত হয় l সুতরাং আপনার লগ্নে বা রাশিতে শনি বা রাহু বসে আছে, তার মানে সব গেলো - তা নয়, তারা বৈশিষ্ট নির্ধারণের একটা অংশ মাত্র l সঠিক অর্থে একটি ভাবের ফলাফল অনেকগুলি/একাধিক গ্রহের সমন্বয়ে গঠিত বা একটি গ্রহ অনেক ভাবের ফলাফল নির্ধারক l অতএব নিম্নলিখিত সাধারণ বৈশিষ্ট দেখে কখনো প্রভাবিত হবেন না l

এছাড়াও ভাবের সহিত রাহুর সংযোগ অর্থে রাহু বা কেতু যে ভাবে অবস্থিত সেই ভাবপতির প্রতিনিধি হিসাবেও ফল প্রদান করবে l


লগ্ন ভাবের সহিত রাহুর সংযোগের ফলাফল 

এই যোগে জাতক জাতিকা পার্থিব ইন্দ্রিয়জ ভোগ সুখে বিভোর থাকে l লোভী হয়, অসৎ প্রকৃতির, অসৎ ভাবে বাঁচার ইচ্ছা, নাস্তিক প্রকৃতির হয় l অসংযত ভোগ, অসংযম, আহারে বিহারে অপব্যায়িতা, উশৃংখলতা, বেপরোয়া, ব্যাভিচারী - এরা কাজকর্মে নিয়ম শৃঙ্খলতার ধার ধারে না, ব্যবহার রূঢ় হয়, শিষ্টাচারের অভাব থাকে l সৌন্দর্যবোধের অভাব, বিবেকহীন মনোভাব, দুর্নীতিপরায়ণ, পাপাচার, শঠতা, চালবাজি, প্রতারণা, নির্লজ্জ, মানসন্মান জ্ঞানের অভাব থাকে, গালিগালাজ করতে অভস্ত, এরা একটু বদমেজাজি, হটকারী, দুঃসাহসিক, ঝুকি নিতে ভালোবাসে, আগে পিছে চিন্তা ভাবনা না করে কাজ করে l এরা নিষ্ঠুর, অত্যাচারী, পাশব প্রকৃতির হয় l অতৃপ্ত ভোগের কারণে সর্বদাই অসন্তুষ্ট, অস্থিরচিত্ত্ব, উদ্দেশ্যহীনভাবে চলতে ভালোবাসে l অশ্লীল আচরণ, অশ্লীল বেশধারী/পোশাকআশাক l এরা সুচিতা, পবিত্রতা ও পরিচ্ছন্নতাকে ঘৃণা করে, এরা কৃতঘ্ন হয়, মিথ্যা ভাষণে অভস্থ হয় l আত্মসর্বস্বতা ও স্বার্থপরতা এদের চরিত্রের অন্যতম বৈশিষ্ট l আজেবাজে নিচ বন্ধুবান্ধব ও ব্যাক্তিবর্গের সহিত মেলামেশা ও চলাফেরা করতে ভালোবাসে l অন্যের সর্বনাশকারী ও উৎপীড়ক হয়, প্রবল ভোগ আকাঙ্খা, বিকৃত যৌনক্ষুধা, বিকৃত উপায়ে উপভোগ, অবৈধ সংসর্গ, লাম্পট্য, চারিত্রিক দোষ, মন্দ চিন্তাভাবনা, নিজেকে নষ্ট করে ফেলা, সবরকম অসৎ কর্ম অবৈধ ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত থাকতে ভালোবাসে l খারাপ বিষয়ের প্রতি ঝোক থাকে, অনিয়ম জনিত কারণে স্বাস্থহানী, অখাদ্য - কুখাদ্য, নেশারদ্রব্য গ্রহণ নির্দেশ করে l এদের জীবনে হঠাৎ হঠাৎ অদ্ভুত ধরণের ঘটনা ঘটে থাকে, হটাৎ করে যেকোনো উপায়ে বড়োলোক/ধনী হওয়ার বাসনা ও ফাটকা মূলক বিষয়ের প্রতি ঝোক এদের অন্যতম বৈশিষ্ট  l এরা নিজের খেয়াল খুশিতে চলে, ব্যাক্তিত্ববোধের বড়োই অভাব এদের মধ্যে পরিলক্ষিত হয় l

রাহুর প্রভাবে জাতকজাতিকার লম্বাটে গড়ন, উগ্র শারীরিক অভিব্যাক্তি, পুরুঠোঁট, মুখোগহ্ববরের হাঁ বড় হয়, দাঁত লম্বা ও বড় হয়, চুল খাড়া খাড়া হয়, চোখেমুখে ভোগাকাঙ্খার অভিব্যাক্তি লক্ষ্য করা যায় l sexual appearance উগ্র হয় l

দ্বিতীয় ভাবের সহিত রাহুর সযোগের ফলাফল

এই যোগ নির্দেশ করে যে কোন উপায়ে উপার্জিত ধন/সম্পদ, রাতারাতি হটাৎ করে যেকোনো উপায়ে আর্থিক লাভবান হওয়া বা বড়োলোক হওয়া, অনিশ্চয়তামূলক আয় বা আর্থিক ব্যাপারে অনিশ্চয়তা, ফাটকা আয় বা ফাটকা আয়ের প্রতি ঝোক, অবৈধ অন্যায় পথে নিন্দিত কর্মের মাধ্যমে উপার্জন l জাতকের আর্থিক চাহিদার আকাঙ্খা কখনোই মেটে না  l অর্থের ব্যাপারে বড় বড় ঝুকি নিতে ভালোবাসে l অর্থের ব্যাপারে প্রতারণা, চালবাজি, চিটিং করা প্রভৃতি নির্দেশ করে l এরা পরধন হারক হয়, ফেরতযোগ্য অর্থ নিলে তা ফেরত দেবে না l নিজের ভোগের পিছনে অর্থব্যয় করে, অর্থের ব্যাপারে স্বার্থপর হয় - যেখানে লাভ নেই সেখানে অর্থব্যয় করে না l অর্থের ব্যাপারে লোভী ও ভোগী হয়, আয়ব্যয়ের সামঞ্জস্য থাকে না l অতিরিক্ত ভোগ-আকাঙ্খা পরিপূরণের জন্যে ঝুঁকি নিয়ে অর্থ ব্যায় করে, এরা হিসেব করে অর্থব্যয় করে না l হঠকারিতার বশবর্তী হয়ে দুমদাম সিদ্ধান্ত নিয়ে অর্থ ব্যায় করে বসে, অর্থের ব্যাপারে একদমই সঞ্চয়শীল হয় না l

ধনভাবের সহিত সম্পর্কিত রাহু যদি শুভ হয় তবে জাতক প্রভূত ধনশালী হতে পারে l

জাতক মিথ্যাভাসনে অভ্যস্থ হয়, কথাবার্তায় চালবাজি, শঠতা, প্রতারণা প্রকাশ পায় l কথা ও কাজের মধ্যে কোনও সামঞ্জস্য থাকে না l এরা প্রায়ই কথার দাম দিতে পারে না, কথাবার্তায় অশ্লীল ভাষা, কুবাক্য - গালাগালির মাধ্যমে প্রকাশ পায় l জাতকের কথাবার্তায় উগ্র মেজাজ প্রকাশ পায়, রেগে গেলে চিৎকার করে কারো সন্মান না রেখে কথা বলবে, কথাবার্তায় অন্যায় উপায়ের আশ্রয় নেবে, কথাবার্তায় রূঢ় ব্যবহার প্রকাশ পায়, কথাবার্তায় অসংলগ্নতা, যা খুশি বলে দেওয়া  - অর্থাৎ কথাবার্তায় পটু হয় না বা গুছিয়ে কথা বলতে পারে না l কোনও কথা এদের চাপা থাকে না, কণ্ঠস্বর কর্কশ অর্থাৎ সুমিষ্ট হয় না l

খাদের ব্যাপারে এরা অখাদ্য - কুখাদ্য ভক্ষণ করে, যা পায় তাই খায় - কোনও বাদবিচার করে না l আমিষ খাদ্য, তামসিক খাদ্য, উত্তেজক খাদ্য, মাদকদ্রব, মাংস, ঝালমশলা জাতীয় গুরুপাক খাদ্য পছন্দ করে l খাদ্যের ব্যাপারে প্রচন্ড লোভী হয়, খাওয়া - দাওয়ায় অনিয়ম করে, খাওযার ব্যাপারে কখনোই তৃপ্ত হয় না l

তৃতীয় ভাবের সহিত রাহুর সযোগের ফলাফল

এই যোগে জাতক অতিরিক্ত ঝুঁকিপ্রবণ মানসিকতা, অতিরিক্ত সাহস ও বদমেজাজী হয়, জটিল ও কূটবুদ্ধির বিপথগামী হয় l ভ্রাতাভগ্নি, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সাথে ঝামেলা - তাঁদের দ্বারা প্রতারিত হওয়া বা তাঁদেরকে প্রতারিত করা নির্দেশ করে l উদভ্রান্তের মত উদ্দেশ্যহীন ভ্রমণ, ভাবভঙ্গি ও চলাফেরায় উশৃঙ্খল ভাব লক্ষ্য করা যায় l শিষ্টাচার, নিয়মশৃঙ্খলতার অভাব, শঠতা, চালবাজি, প্রতারণা, হঠকারী, অস্থিরচিত্ত ও খারাপ বিষয়ের প্রতি ঝোক নির্দেশ করে l বুদ্ধিবিবেচনা ভালো হয় না, বদভ্যাস বা মুদ্রাদোষ থাকতে পারে l হাতের লেখা ভালো হয় না, লেখায় কাটাকাটি ও নোংরা হয়, লেখা অসংলগ্ন, বড় বড়, আকর্ষণীয় হয় না l লেখালেখির ব্যাপারে অশ্লীল বিষয়, শেয়ার বা ফাটকা বিষয় নিয়ে লেখালেখি পছন্দ করে l

চতুর্থ ভাবের সহিত রাহুর সংযোগের ফলাফল

এই যোগে জাতক পারিবারিক বা গৃহপরিবেশে কখনোই শান্তি শৃঙ্খলতা আনতে সমর্থ হয় না l বিশৃঙ্খল পরিবেশের মধ্যে বসবাস বা এক জায়গায় স্থিরভাবে বসবাস করতে পারে না l সাংসারিক সুখ বিশেষ পায় না l নিজ গৃহ থাকলেও পরগৃহে বসবাস করতে হয় অর্থাৎ ভাড়াবাড়িতে বসবাস নির্দেশ করে, গৃহপরিবেশের স্বাচ্ছন্দ থাকে না, ঘরবাড়ি বিশেষ পরিষ্কার - পরিছন্ন হয় না l নোংরা, জঞ্জাল, আবর্জনাপূর্ণ এলাকায় বসবাস নির্দেশ করে l বাড়িতে অসামাজিক কাজকর্ম বা অসামাজিক পরিবেশে বসবাস নির্দেশ করে l বাড়িতে ঢোকার মুখে ভ্যাট বা জঞ্জাল, ময়লা, আবর্জনা ফেলার জায়গা থাকে l এমন কোনও সম্পত্তির যোগ থাকতে পারে যার পিছনে প্রতারণা, ঠগবাজি, জুয়াচুরি সংক্রান্ত বিষয় জড়িত l

রাহুর শুভ যোগে হঠাৎ করে ফাটকার মাধ্যমে বা দালালির মাধ্যমে গৃহসম্পত্তি জায়গাজমি প্রাপ্তির যোগ থাকে l

বিদ্যাশিক্ষার ক্ষেত্রে বেশির ভাগ সময় বিদায় অমনোযোগ, বন্ধুবান্ধব নিয়ে ব্যাস্ত, পড়ার সময় অন্য ব্যাপার নিয়ে চর্চা করা ও পড়াশোনার পরিবেশ ভালো হয় না l বাজেসঙ্গে বিদ্যাজীবন নষ্ট হওয়ার সম্ভবনা থাকে l শুভ যোগে ইলেকট্রিকাল বা শেয়ার বা ফাটকা বিষয় সংক্রান্তবিদ্যাশিক্ষা নির্দেশ করে l

পঞ্চম ভাবের সহিত রাহুর সংযোগের ফলাফল

এই যোগে জাতক খোলামেলা প্রেম করতে ভালোবাসে, প্রেমের ব্যাপারে কোনও বাদবিচার মানে না l নিচু জাতপাতের নরনারীর সহিত প্রেম নির্দেশ করে l প্রেমের ব্যাপারে সাহসী, বেপরোয়া, উশৃঙ্খল ও সদাউৎসাহী হয় l প্রধানতঃ দৈহিক প্রেমের প্রতি তীব্র আকর্ষণ থাকে l ভোগে অতৃপ্ত থাকায় একাধিক যৌন প্রেমে লিপ্ত হয়, বিকৃতরুচি, বিকৃত উপায়ে উপভোগ, বিকৃত কামনা, উশৃঙ্খলতার মাধ্যমে সুখ করায়ত্ব করায় মানষিক তৃপ্তি নির্দেশ করে l এদের যৌনতাবোধ চরম মাত্রায় থাকে l এই যোগে অসৎ সঙ্গে সুখলাভ, অবৈধ প্রেম, প্রতারণা মূলক প্রেম বা প্রেমে প্রতারিত হওয়া, ভালোবাসায় হৃদয়হীনতা, প্রেমে অশীলতা প্রদর্শন, জাতক ঝোকের মাথায় প্রেম করে বসে বা প্রেমের ব্যাপারে ঝুকি নিতে ভালোবাসে, বিবেচনার অভাবে কোনও প্রেমজ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়তে পারে l জাতক জাতিকা শারীরিক নির্যাতনের মাধ্যমে সুখ উপভোগ করে আনন্দ পায় l

এই যোগে ফাটকার প্রতি আকর্ষণ থাকে, ঝুকি নিতে ভালোবাসে, মাদক দ্রব্যের প্রতি আকর্ষণ থাকে, মন সর্বদা বিক্ষিপ্ত থাকে, জাতক মানষিক দিক থেকে বিশেষ সুস্থ থাকে না l

এই যোগ পুত্রসন্তান নির্দেশ করে, সন্তান উশৃঙ্খল, বেপরোয়া ও অবাধ্য হতে পারে l অশুভ রাহু abortion বা অবৈধ সন্তান নির্দেশ করে l

ষষ্ঠ ভাবের সহিত রাহুর সংযোগের ফলাফল

এই যোগ অত্যাচার, অনিয়ম, অবহেলা ও উশৃঙ্খলতার কারণে শারীরিক অসুস্থতা নির্দেশ করে l চোর, প্রতারক, বিশ্বাসঘাতক দ্বারা ক্ষতিগ্রস্থ অবস্থা নির্দেশ করে l অপরাধ মূলক কারণে মামলা-মোকদ্দমা সংক্রামক ব্যাধি, বায়ুপীড়া, হজমের সমস্যা, অম্বল, ফোঁড়া, কুষ্ঠ, শ্বাসপ্রশ্বাসে কষ্ট, অঙ্গহানি, পচন নির্দেশ করে l শরীরে বিষ প্রবেশের কারণে পীড়া ও অকারণে শত্রুতা নির্দেশ করে l

সপ্তম ভাবের সহিত রাহুর সংযোগের ফলাফল

এই যোগে জাতকের পাত্রপাত্রী নির্বাচনে বাদবিচার থাকবে না l এই যোগ অসবর্ণ বিবাহ বা নীচকূলে বিবাহ নির্দেশ করে l সপ্তম ভাবের সহিত সম্পর্কিত রাহু অশুভ হলে কোনও প্রকার কেলেঙ্কারিতে বা সামাজিক বদনামে জড়িত হয়ে বিবাহ নির্দেশ করে l Emotional blackmail করে বিবাহ, oposite sex এর সহিত লিভ টুগেদার করা নির্দেশ করে l বিবাহের ব্যাপারে দাম্পত্য সুখে বিশৃঙ্খলা, অশান্তি বা বিবাহিত জীবনে নানারকম সমস্যা এসে উপস্থিত হয় l এছাড়া সমাজে নিন্দিত ধরণের বিবাহও নির্দেশ করে l এই যোগ অবৈধ মেলামেশার রাস্তা প্রশস্ত করে l নিচু শ্রেণীর মানুষদের প্রতি বিশেষ আকর্ষণ বোধ করে, অশুভ রাহুর কারণে অপর কোনও ব্যাক্তির দ্বারা প্রতারণা বা স্ত্রী কতৃক প্রতারিত হওয়া নির্দেশ করে l

জীবনসঙ্গীর শারীরিক গঠন হবে লম্বাটে ও অত্যন্ত আকর্ষণীয়, উগ্র শারীরিক অভিব্যাক্তি, পুরু ঠোঁট - বিশেষত উপরের তুলনায় নিচের ঠোঁট পুরু ও ঝোলা, মুখের হাঁ বড়, দাঁত লম্বা ও বড় বড়, চোখে মুখে ভোগাকাঙ্খার অভিব্যাক্তি লক্ষ্য করা যায় l sexual appearance উগ্র হয় l

অষ্টম ভাবের সহিত রাহুর সংযোগের ফলাফল

এই যোগে উশৃখলতা, অত্যাচার, অবহেলা ও অনিয়ম জাতকের মৃত্যুর কারণ হতে পারে l মার-দাঙ্গায় জড়িয়ে পড়া, শত্রুতার সৃষ্টি হওয়া, শত্রুদ্বারা ক্ষতি ও বাধার সৃষ্টি হওয়া, কোনও প্রকার দুর্নীতি, প্রতারণা, জুয়োচুরি প্রভৃতির মধ্যে জড়িয়ে পড়া নির্দেশ করে l জাতক জাতিকা অন্যায়পথে চলে নিজেকে নষ্ট করে দিতে পারে l এই যোগ বিদ্যুত, বিষাক্ত জীবজন্তু, চোর-ডাকাত, বিষাক্ত গ্যাস, অ্যাসিড দ্বারা বিপদ নির্দেশ করে l অষ্টম ভাবের সহিত রাহু শুভ যোগে আবদ্ধ হলে হটাৎ বড়োলোক হয়ে যাওয়া, লটারি, জুয়া, শেয়ার, ফাটকা প্রভৃতি থেকে লাভবান হওয়া নির্দেশ করে l অশুভ যোগে অন্যায়পথে অর্থলাভ, নৃশংস ভাবে কোনও হত্যা হওয়া বা করা, খুন বা অবৈধ ক্রিয়াকলাপের জন্যে জেল বা হাজতবাস নির্দেশ করে l অসংযম, ভোগ, মাদক দ্রব্য সেবন, বেপরোয়া, ব্যাভিচার, হটকারী, দুঃসাহসী, উশৃখল, প্রতারণা, অবৈধ ক্রিয়াকলাপ নির্দেশ করে l

নবম ভাবের সহিত রাহুর সংযোগের ফলাফল

এই যোগে জাতকের ধর্মীয় চেতনা কম, জাতক নাস্তিক প্রকৃতির, নিজ ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করতে পারে l গুরুজনের প্রতি অশ্রদ্ধা, অভক্তি, অত্যাচার, অবিবেচনা, তাঁদের অমান্য করা, গুরুবিদ্ধেষী হওয়া নির্দেশ করে l জাতক গুরুজনকে বিশেষ মেনে চলবে না, সন্মান করবে না, তোয়াক্কা করবে না, আইন- শৃঙ্খলা বিশেষ মেনে চলবে না l আইন সংক্রান্ত ব্যাপারে জড়িয়ে পড়তে পারে l গুরু, গুরুজন বা প্রভাবশালী ব্যাক্তির সহায়তা পায় না l কোনও বিষয়েই এদের বিশেষ বিশ্বাস থাকে না l মন উদার বা উচ্চ হয় না l পূজা-পার্বন, মন্ত্র-তন্ত্রে বিশ্বাসী হয় না, উদ্দেশ্যহীন ভ্রমণ করে, এদের ভাগ্যের উত্থান-পতন ঘটে l রাহু অশুভ হলে পিতার জন্যে দুর্ভাগ্য, পিতাকে নিয়ে ঝঞ্ঝাট হয়, নৈতিক অধঃপতন নির্দেশ করে l

দশম ভাবের সহিত রাহুর সংযোগের ফলাফল

এই যোগে জাতকের কর্মের কোনও বাদবিচার থাকে না, সৎ-অসৎ যেকোনো উপায় অর্থ উপার্জন করে l ঝুঁকিপূর্ণ কর্ম, অসম্মান জড়িত কাজ, নিচু মানের কাজ, স্বল্পপরিশ্রমে বেশি উপার্জনের প্রতি ঝোক থাকে l রাহু শুভ হলে কর্মে অপ্রত্যাশিত উন্নতি নির্দেশ করে l

বিদ্যুত নিয়ে কাজকর্ম, ক্লিনার, এজেন্সি, দালালি, ঘটকালি, শেয়ার ফাটকা মূলক কাজ, যৌনকর্মী, কসাই, ডাকাত, হত্যাকারী, ধোপা, তরল মাদক দ্রব্য সংক্রান্ত কাজ, জেলকর্মী, জেলের ইনফর্মার, জাল নোট ছাপা, অস্ত্র পাচারকারী, স্মাগলিং, প্রতারণা মূলক কর্ম, অন্ধকার জগতের সঙ্গে যুক্ত কর্ম নির্দেশ করে l

একাদশ ভাবের সহিত রাহুর সংযোগের ফলাফল

এই যোগে জাতকের বন্ধুসংখ্যা প্রচুর হয়, ধূর্ত ও শঠ ব্যাক্তির সহিত বন্ধুত্ব হয় এবং তাঁদের থেকে আর্থিক লাভবানও হয় l জাতক অর্থের ব্যাপারে ভূতের বর পেয়ে থাকে অর্থাৎ অত্যন্ত প্রয়োজনীয় মুহূর্তে  যদি জাতকের কাছে অর্থ না থাকে বা অর্থের কারণে কোনও কাজ আটকে গিয়ে থাকে তখন অপ্রত্যাশিতভাবে কেউ না কেউ তাকে অর্থ দিয়ে সাহায্য করে l অর্থাৎ বুজতেই পারছেন কোনো জাতক-জাতিকার একাদশ ভাবের ফলদাতা গ্রহদের মধ্যে শুভ রাহুর সংযোগ থাকলে তার বুদ্ধিমত্তার সাথে পেরে উঠা সাধারণের অসাধ্য - এটা নির্ভর করে একাদশের অন্যান্য ফলদাতা গ্রহ ও লগ্নের ফলদাতা গ্রহদের উপর, তবে এই যোগে জাতক তুলনামূলকভাবে কানে কম শোনে ও কোনও কোনও ক্ষেত্রে জাতকের নাকের হাড় বাকা হতে পারে ফলস্বরূপ অল্পেই ঠান্ডা লাগার প্রবণতা দেখা যায় l

দ্বাদশ ভাবের সহিত রাহুর সংযোগের ফলাফল

এই যোগে জাতকের অতিরিক্ত ব্যায়ের ফলে দৈনদশা প্রাপ্ত হওয়ার সম্ভবনা থাকে অর্থাৎ জাতক জীবনে যতই অর্থ উপার্জন করুক না কেন শেষমুহূর্তে তার কাছে কানাকড়িও থাকে না, দ্বাদশে সম্পর্কিত রাহুর বৈশিষ্টই হলো যা দেবে তা নিয়েও নেবে --- এটাই অদৃষ্টের পরিহাস l তবে দ্বাদশে শুভ রাহুর প্রভাবে জাতক সন্ন্যাসী বা উচ্চমার্গের যোগীও হতে পারেন বা বিদেশে জাতকের ভাগ্যোন্নতি ঘটার সম্ভবনা থাকে l

সাধারণভাবে এই হল দ্বাদশ ভাবের সহিত রাহুর সংযোগের ফলাফল


This is one of the stage of how to learn Vedic and Modified KP Astrology.


If you want to know more about Astrology lesson ---

Please comments and to get early notifications --- follow and share this article.











কেতু--- দ্বাদশ ভাবের সহিত কেতুর সংযোগের ফলাফল

 



LESSON - 2 / PART - 3

How to learn Modified KP Astrology ---
দ্বাদশ ভাবের সহিত কেতুর সংযোগের ফলাফল

প্রিয় পাঠকবর্গের কাছে একান্ত অনুরোধ যে নিম্নলিখিত দ্বাদশ ভাবের সহিত সম্পর্কিত গ্রহদের যে বৈশিষ্ট্যাবলী দেওয়া হল তা সাধারণ বৈশিষ্ট, এই বৈশিষ্ট সকল অন্যান্য সম্পর্কিত গ্রহদের বৈশিষ্টের দ্বারা প্রভাবিত হয়ে সম্পূর্ণ নতুন বৈশিষ্টাবলী গঠন করে l উক্ত কারণে এই সাধারণ বৈশিষ্টাবলীকে কেউ final result বলে গণ্য করবেন না l আলোচ্য sub heading লক্ষ্য করুন --- যেমন লগ্ন ভাবের সহিত কেতুর সংযোগের ফলাফল l এক্ষেত্রে লগ্নের সহিত কেতু কি কি ভাবে সংযুক্ত হতে পারে ?

   * কেতু যদি লগ্নভাবে অবস্থিত গ্রহ হয়

  * কেতু যদি লগ্নভাবে অবস্থিত গ্রহের নক্ষত্রপতি গ্রহ হয়

  * কেতু যদি লগ্নবিন্দুর নক্ষত্রপতি গ্রহ হয়

  * কেতু যদি লগ্নবিন্দুর সাবপতি গ্রহের নক্ষত্রপতি বা সাবপতি গ্রহ হয়

  * কেতু যদি লগ্নবিন্দুর সাবপতি গ্রহের সহিত পেক্ষা দ্বারা সম্পর্কিত হয়

  * লগ্নবিন্দুর সাবপতি গ্রহটি যদি কেতুর নক্ষত্রপতি বা সাবপতি গ্রহ হয়

  * লগ্নবিন্দুর সাবপতি গ্রহটি যে গ্রহের নক্ষত্রে অবস্থিত, সেই গ্রহের নক্ষত্রে যদি কেতু অবস্থিত হয়

এছাড়া ভাবের সহিত কেতুর সংযোগ অর্থে রাহু বা কেতু যে ভাবে অবস্থিত সেই ভাবপতির প্রতিনিধি হিসাবেও ফল প্রদান করবে l 

অনুরূপে প্রত্যেকটি ভাবের সহিত গ্রহদের সংযোগ একইভাবে বিচার্য l তাহলে এবার বুঝতে পারছেন যে কোনও একটি ভাবে এক বা একাধিক গ্রহ থাকলেই বা কোনও গ্রহ না থাকলেও সেই ভাবের বৈশিষ্ট কিভাবে নির্ণীত হয় l সুতরাং আপনার লগ্নে বা রাশিতে শনি বা রাহু বসে আছে, তার মানে সব গেলো - তা নয়, তারা বৈশিষ্ট নির্ধারণের একটা অংশ মাত্র l সঠিক অর্থে একটি ভাবের ফলাফল অনেকগুলি/একাধিক গ্রহের সমন্বয়ে গঠিত বা একটি গ্রহ অনেক ভাবের ফলাফল নির্ধারক l অতএব নিম্নলিখিত সাধারণ বৈশিষ্ট দেখে কখনো প্রভাবিত হবেন না l

লগ্নভাবের সহিত কেতুর সংযোগের ফলাফল

সাধারণত কেতুর প্রভাবে জাতকের গোপনীয় স্বভাব, প্রকাশের অভাব, চাপা স্বভাব, আত্মমগ্ন, নিজেকে গুটিয়ে  রাখার প্রবণতা, ভীতু প্রকৃতির হয় l এরা নিজেকে ঠিকমতো ব্যাক্ত করতে পারে না l বাহ্যিক অভিব্যাক্তি শূন্য বলে এদের অনুভূতি শূন্য ও হৃদয়হীন বলে মনে হয় l এরা চুপচাপ থাকতে ভালোবাসে, অন্যের সাথেপাছে থাকে না l নিজের মত থাকতে, নিঃসঙ্গ থাকতে পছন্দ করে l অন্যের পক্ষে এরা কখনোই ক্ষতিকারক হয় না l নিজের দুর্বলতাগুলোকে সর্বদা ঢেকে রাখে l এদের মহৎ হওয়ার আকাঙ্খা, ভোগ-সুখ আকাঙ্খা কম থাকে l অল্পেই সন্তুষ্ট থাকে, ঝুট-ঝামেলা দাঙ্গা পছন্দ করে না l

কেতু অশুভ হলে ( অশুভ গ্রহ ও অশুভ ভাবের সঙ্গে সম্পর্কিত হয়ে কেতুর নির্দেশনামা যদি অশুভ হয় বা কেতুর নিদেশনামা শুভ হলেও যদি কেতুর সহিত সম্পর্কিত গ্রহদের নিদেশনামা অশুভ হয় ) জাতককের বৈশিষ্ট হবে জড়সড় ভাব, আলস্য, নির্জীবতা, অবসাদ, ঔদাসীন্য, শক্তিহীনতা, হৃদয়হীনতা, স্বার্থপর l স্নেহ-দয়া-মায়া  খুব কম হয় l

কেতু শুভ হলে জাতকের মধ্যে ধার্মিকতা, দর্শন, অধ্যাত্বিকতার জ্ঞান প্রবল হয় l ত্যাগমূলক মানসিকতা লক্ষ্য করা যায়, প্রচন্ড আভ্যন্তরীন অনুভূতি শক্তি সম্পন্ন হয়, রহস্যময় প্রকৃতির হয়, রহস্যময় জীবনযাপন পছন্দ করে l ধর্ম ও ঈশ্বরের প্রতি প্রবল বিশ্বাস থাকে l এদের মধ্যে রসবোধ, স্নেহা-দয়া-মায়া-মমতা থাকলেও তা অপ্রকাশিত l মানষিক শক্তি প্রবল হয়, সংযমী হয়, এদের সহজে বুঝে উঠা কঠিন l

শারীরিক অভিব্যাক্তি আকর্ষণীয় হয় না, সামান্য কুঁজো হয়ে চলে, গুটিসুটি মেরে নির্জিবের মত বসে থাকে l এদের মধ্যে তাপ-উত্তাপ বোধ কম থাকে, ব্যাক্তিত্ববোধের অভাব থাকে l বাইরে থেকে শক্তি প্রয়োগ করে এদের সাময়িক পরিবর্তন করা গেলেও আবার পূর্বের অবস্থায় ফিরতে সময় লাগে না, অপরিচ্ছন্ন থাকতে ভালোবাসে, ভালোবাসা-রোমান্টিকতা কোনও মূল্য এদের কাছে নেই l আনন্দ, স্ফূর্তি, ইয়ার্কি, ঠাট্টা করা পছন্দ করে না l এককথায় কেতুর জাতক হল ছদ্মবেশী l

দ্বিতীয় ভাবের সহিত  কেতুর সংযোগের ফলাফল

এই যোগে জাতকের বাকজড়তা, বোবা, তোতলা হয়, কথা বলার অভিব্যাক্তি আকর্ষণীয় হয় না, অন্যকে ভালো ভাবে বোঝাতে পারে না l বাকসংযমী হয়, চুপচাপ থাকতে ভালোবাসে, কথা বলায় বিশেষ পারদর্শী হয় না, সহজে মুখ খোলে না, কথাবার্তায় চাপা প্রকৃতির হয় l

গুপ্তপথে আয়, আয় গোপন করা, গুপ্তধন পাওয়া, অর্থ চুরি যাওয়া, পকেটমার হওয়া, ঔদাসীন্য, আলস্য বা অবহেলার কারণে অর্থকষ্ট পাওয়া অসম্ভব নয় l অর্থের ব্যাপারে কৃপণ হয় সহজে ব্যায় করতে চায় না, টাকা-পয়সা সর্বদা লুকিয়ে রাখবে l

কেতু শুভ হলে স্বাত্তিক খাবার, নিরামিষ খাবার পছন্দ করবে l আর অশুভ হলে খাদ্যে বিষক্রিয়া হতে পারে, মাদক দ্রব্য সেবন, উপোস করে থাকা, বা খাদ্যের ব্যাপারে বিশেষ আগ্রহ থাকবে না l

তৃতীয় ভাবের সহিত কেতুর  ফলাফল

জাতক জাতিকা ভীতু জড়সড় প্রকৃতির হয় l ভাইবোনের সংখ্যা কম হয় l আত্মীয়স্বজন, ভাইবোনদের সাথে মিশতে চায় না l এরা উদাসীন, অলস,নির্জীব,  অভিব্যাক্তি শূন্য হয় l এদের সহজে বুঝে উঠা কঠিন l কেতু শুভ হলে আত্মসংযম, মানষিক দৃঢ়তা, মনস্থির করার ক্ষমতা প্রবল হয়, এরা আত্মমগ্ন, ধীরস্থির হয়ে থাকে, চুপচাপ থাকতে ভালোবাসে l এদের যোগ, প্রাণায়াম প্রভৃতি চর্চায় উন্নতি নির্দেশ করে, এদের মানষিক ঝোক রহস্যপূর্ণ হয়ে থাকে, intuition power ভালো হয় l

চতুর্থ ভাবের সহিত কেতুর সংযোগের ফলাফল

এই যোগে নিজের বাড়ি থাকা স্বত্তেও পরগৃহে বাস অবশ্যম্ভাবী l অন্ধকারাচ্ছন্ন গলির মধ্যে বাড়ি, বাড়িতে থাকার কষ্ট, থাকার ঘর ছোট হয় l বাড়ি অপরিচ্ছন্ন, সাজসজ্জার অভাব দেখা যায় l বাড়ির নিকটবর্তী স্থানে মন্দির, পোড়োবাড়ি, ভুতুড়ে বাড়ি থাকা নির্দেশ করে l কেতু অশুভ হলে বাড়িতে বাস্তুদোষ বা বাড়িতে চুরি হওয়া বা ভৌতিক উপদ্রব নির্দেশ করে l জাতক পারিবারিক জীবনযাপনে বিশেষ সুখী হয় না, এরা নির্জন গৃহপরিবেশে থাকতে পছন্দ করে l

পঞ্চম ভাবের সহিত কেতুর সংযোগের ফলাফল

কেতু শুভ হলে গুপ্তপ্রেম বা অবৈধ প্রেম নির্দেশ করে l এরা প্রেমের ব্যাপারে উদাসীন ও নিরুৎসাহ হয়ে থাকে l কেতু অশুভ হলে প্রেম ভালোবাসা স্নেহ প্রীতি অপাত্রে অর্পিত হয় l যৌনপ্রেমে আশাভঙ্গ হয়, এরা ভালোবাসা-ভালোলাগা ব্যাক্ত করতে পারে না বা বলতে পারে না l প্রেমে গোপনীয়তা বজায় রাখে l

কেতু অশুভ হলে সন্তান সংক্রান্ত ব্যাপারে বিশেষ শুভ নয়, অনেক সময় নিঃসন্তান বা পোষ্যপুত্র গ্রহণ করা নির্দেশ করে l

কেতু শুভ হলে আধ্যাত্মিক চেতনা সম্পন্ন হয় l জাতক জাতিকা বিশেষ ভোগবিলাসী হয় না, এদের আকাঙ্খা বিশেষ তীব্র হয় না  l জাতক আধ্যাত্মিক সাধনায় সিদ্ধিলাভ করতে পারে l পূজাপার্বন, ধর্মচর্চায় মন থাকে, আধিভৌতিক বিদ্যা অধ্যয়ন করে, intuition power ভালো হয় l

কেতু পীড়িত হলে আজীবন আশাভঙ্গের দুঃখ পেতে হয় l

ষষ্ঠ ভাবের সহিত কেতুর সংযোগের ফলাফল

এই যোগে জাতক অজানা রোগভোগে ভুগবে, চিকিৎসক সহজে রোগ নির্ণয় করতে পারবে না  l এই যোগে ভুল চিকিৎসা, ভুল ঔষধ প্রয়োগ, ভয়ভীতি থেকে রোগভোগ, ভুতুড়ে উপদ্রব হেতু অসুস্থতা, জটিল ব্যাধি ও গুপ্ত শত্রুতা নির্দেশ করে l

সাধারণত সুষুম্নাকান্ডের সমস্যা, এলার্জি, খোসপাঁচড়া, বিষাক্ত কীট বা জীবজন্তুর দংশন, বীজাণু আক্রমণ প্রভৃতি রোগভোগ নির্দেশ করে l

সপ্তম ভাবের সহিত কেতুর সংযোগের ফলাফল

এই যোগে জাতক গোপনে বিবাহ করতে পারে বা বিবাহ গোপন রাখতে পারে, নিম্নবর্ণের নারী বা পুরুষের সাথে সম্পৰ্ক বা বিবাহ নির্দেশ করে l কারো সাথে কোনোপ্রকার গোপনীয় সম্পর্ক নির্দেশ করে l বিবাহ নিয়ে বা বিবাহিত জীবনে কোনোপ্রকার রহস্য থাকতে পারে l কেতু অশুভ হলে রহস্যময়ভাবে বিবাহে বাধাবিঘ্ন আসে বা জাতক আজীবন অবিবাহিত থাকতে পারে বা দাম্পত্যজীবন অত্যন্ত প্রতিকূল হয় l

জীবনসঙ্গীর শারীরিক অভিব্যাক্তি বিশেষ ভালো হয় না, short hight, সামান্য ন্যুয়ে চলা বা কুঁজো হয়ে চলে, জড়সড় প্রকৃতির হয় l

অষ্টম ভাবের সহিত কেতুর সংযোগের ফলাফল

এই যোগে জাতকের গোপনীয় কারণে বিপদ, ভয়-ভৌতিক উপদ্রব থেকে বিপদ, তান্ত্রিক ক্রিয়াকলাপের শিকার হওয়া, চরম আতঙ্কদায়ক ভয়াবহ মুহূর্তের শিকার হওয়া, গুপ্ত শত্রুতা থেকে ক্ষতি, দৈব দুর্বিপাক, বিষাক্ত কীট ও সর্পদংশন, রহস্যময় কারণে আত্মহত্যা বা রহস্যময় মৃত্যু, চুরির কারণে বিপদগ্রস্ত হওয়া নির্দেশ করে l অজানা রোগভোগ হেতু বিপদ বা মৃত্যু, নির্জনস্থানে মৃত্যু নির্দেশ করে l

কেতু শুভ হলে গুপ্ত উপায়ে অর্থলাভ, গুপ্তধন প্রাপ্তি, অপ্রত্যাশিত অর্থ বা সম্পত্তি প্রাপ্তি নির্দেশ করে l এরা রহস্যের অনুসন্ধানকারী হয়, আধ্যাত্মিক চর্চা বা গুপ্তবিদ্যায় পারদর্শী হয় l

নবম ভাবের সহিত কেতুর সংযোগের ফলাফল

জাতক জাতিকা ধার্মিক ও দার্শনিক চেতনাসম্পন্ন হয় l এই যোগে প্রভূত পরিমানে আধ্যাত্মিক উন্নতি বা বিকাশ নির্দেশ করে, প্রখর intuition power থাকে l উচ্চমহলের সাথে কোনোপ্রকার গোপন সম্পৰ্ক, পিতৃ সংক্রান্ত ব্যাপারে কোনও গুপ্ত রহস্য থাকা অসম্ভব নয় l

কেতু যে সকল বিদ্যাশিক্ষা নির্দেশ করে যেমন ম্যাজিক, সন্মোহন বিদ্যা, তন্ত্রবিদ্যা, যোগ প্রভৃতিতে যথেষ্ট জ্ঞান ও পারদর্শিতা নির্দেশ করে l স্বপ্নে কোনও গুপ্তজ্ঞান অর্জন, গুপ্তসংকেত প্রাপ্তি, ঈশ্বর দর্শন, প্রভৃতি নির্দেশ করে l

কেতু অশুভ হলে ভুতুড়ে স্বপ্ন, কোনও আন্তর্জাতিক চক্রের সাথে গোপন সম্পর্ক, রাজনৈতিক মহল বা সরকারি মহল থেকে গুপ্তভাবে ক্ষতি, দুর্গমস্থানে ভ্রমণ, ধর্মীয়স্থানে ভ্রমণ নির্দেশ করে l জাতক গোয়েন্দা বিভাগের সঙ্গে যুক্ত থাকতে পারে l

দশম ভাবের সহিত কেতুর সংযোগের ফলাফল

এই যোগে জাতকের কর্মে অলসতা, ঔদাসীন্য, জড়সড় ভাব নির্দেশ করে l কর্মে উৎসাহ কম থাকে, বেকারত্ব নির্দেশ করে, কর্মের ব্যাপারে গোপনীয়তা বা গোপন ক্রিয়াকলাপ নির্দেশ করে l জাতক বিশেষ লোকপ্রিয় ও উচ্চমর্যাদা সম্পন্ন হতে পারে না বা তাতে লক্ষ্যও থাকে না l যাদুবিদ্যা, সন্মোহনবিদ্যা, তন্ত্রসাধনা, ওঝা, সাপুড়ে, গোয়েন্দা, গুপ্তচর, পকেটমার, পাচারকারী, ছিনতাইবাজ, চোর, কিডন্যাপার প্রভৃতি অবৈধ ক্রিয়াকলাপ নির্দেশ করে l

একাদশ ভাবের সহিত কেতুর সংযোগের ফলাফল

এই যোগে জাতক ধর্ম, দর্শন, যোগ এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে সাফল্য পায় l আত্মসংযমশীলতার মাধ্যমে সাফল্য প্রাপ্তি ও তৃপ্তি নির্দেশ করে l অপ্রত্যাশিত অর্থ বা সম্পত্তি লাভ বা গুপ্তধন পাওয়ার সম্ভবনা থাকে l

দ্বাদশ ভাবের সহিত কেতুর সংযোগের ফলাফল

এই যোগে মোক্ষলাভ, আধ্যাত্মিকতার বিকাশ, ভোগে অনীহা, তাগপ্রবণ মানসিকতা, সন্ন্যাস গ্রহণ, নিরুদ্দেশ হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, কোনও কারণে আত্মগোপন করা, গোপনীয় কারণে অর্থব্যয় নির্দেশ করে l ব্যবহার্য সামগ্রী, দামী রত্ন বা ধাতু চুরি হয়ে যাওয়া, গুপ্ত শত্রুর ষড়যন্ত্র বা তার থেকে ক্ষতি, রহস্যময় কারণে সম্পর্কচ্ছেদ, উদাসীনতার কারণে ক্ষতি নির্দেশ করে l জাতক নিঃসঙ্গ ও একাকী থাকতে পছন্দ করে বা নির্জনে বসবাস পছন্দ করে l কেতু অশুভ হলে কারাবাস নির্দেশ করে l

This is one of the stage of how to learn Vedic and Modified KP Astrology.


If you want to know more about Astrology lesson ---

Please comments and to get early notifications --- follow and share this article.