rahu in Astrology লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
rahu in Astrology লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৯ নভেম্বর, ২০২০

RAHU IN ASTROLOGY ( Lesson 2 / part 4)




Most unpredictable planet in zodiac --- Rahu

LESSON - 2 / PART 4



দ্বাদশ ভাবের সহিত রাহুর সংযোগের ফলাফল

প্রিয় পাঠকবর্গের কাছে একান্ত অনুরোধ যে নিম্নলিখিত দ্বাদশ ভাবের সহিত সম্পর্কিত গ্রহদের যে বৈশিষ্ট্যাবলী দেওয়া হল তা সাধারণ বৈশিষ্ট, এই বৈশিষ্ট সকল অন্যান্য সম্পর্কিত গ্রহদের বৈশিষ্টের দ্বারা প্রভাবিত হয়ে সম্পূর্ণ নতুন বৈশিষ্টাবলী গঠন করে l উক্ত কারণে এই সাধারণ বৈশিষ্টাবলীকে কেউ final result বলে গণ্য করবেন না l আলোচ্য sub heading লক্ষ্য করুন --- যেমন লগ্ন ভাবের সহিত রাহুর সংযোগের ফলাফল l এক্ষেত্রে লগ্নের সহিত রাহু কি কি ভাবে সংযুক্ত হতে পারে ?

   * রাহু যদি লগ্নভাবে অবস্থিত গ্রহ হয়

  * রাহু যদি লগ্নভাবে অবস্থিত গ্রহের নক্ষত্রপতি হয়

  * রাহু যদি লগ্নভাবের সাবপতি গ্রহের নক্ষত্রপতি বা সাবপতি গ্রহ হয়

  * রাহু যদি লগ্নভাবের সাবপতি গ্রহের সহিত পেক্ষা দ্বারা সম্পর্কিত হয়

  * লগ্নভাবের সাবপতি গ্রহটি যদি রাহুর নক্ষত্রপতি বা সাবপতি গ্রহ হয়

  * লগ্নভাবের সাবপতি গ্রহটি যে গ্রহের নক্ষত্রে অবস্থিত, সেই গ্রহের নক্ষত্রে যদি রাহু অবস্থিত হয়

অনুরূপে প্রত্যেকটি ভাবের সহিত গ্রহদের সংযোগ একইভাবে বিচার্য l তাহলে এবার বুঝতে পারছেন যে কোনও একটি ভাবে এক বা একাধিক গ্রহ থাকলেই বা কোনও গ্রহ না থাকলেও সেই ভাবের বৈশিষ্ট কিভাবে নির্ণীত হয় l সুতরাং আপনার লগ্নে বা রাশিতে শনি বা রাহু বসে আছে, তার মানে সব গেলো - তা নয়, তারা বৈশিষ্ট নির্ধারণের একটা অংশ মাত্র l সঠিক অর্থে একটি ভাবের ফলাফল অনেকগুলি/একাধিক গ্রহের সমন্বয়ে গঠিত বা একটি গ্রহ অনেক ভাবের ফলাফল নির্ধারক l অতএব নিম্নলিখিত সাধারণ বৈশিষ্ট দেখে কখনো প্রভাবিত হবেন না l

এছাড়াও ভাবের সহিত রাহুর সংযোগ অর্থে রাহু বা কেতু যে ভাবে অবস্থিত সেই ভাবপতির প্রতিনিধি হিসাবেও ফল প্রদান করবে l


লগ্ন ভাবের সহিত রাহুর সংযোগের ফলাফল 

এই যোগে জাতক জাতিকা পার্থিব ইন্দ্রিয়জ ভোগ সুখে বিভোর থাকে l লোভী হয়, অসৎ প্রকৃতির, অসৎ ভাবে বাঁচার ইচ্ছা, নাস্তিক প্রকৃতির হয় l অসংযত ভোগ, অসংযম, আহারে বিহারে অপব্যায়িতা, উশৃংখলতা, বেপরোয়া, ব্যাভিচারী - এরা কাজকর্মে নিয়ম শৃঙ্খলতার ধার ধারে না, ব্যবহার রূঢ় হয়, শিষ্টাচারের অভাব থাকে l সৌন্দর্যবোধের অভাব, বিবেকহীন মনোভাব, দুর্নীতিপরায়ণ, পাপাচার, শঠতা, চালবাজি, প্রতারণা, নির্লজ্জ, মানসন্মান জ্ঞানের অভাব থাকে, গালিগালাজ করতে অভস্ত, এরা একটু বদমেজাজি, হটকারী, দুঃসাহসিক, ঝুকি নিতে ভালোবাসে, আগে পিছে চিন্তা ভাবনা না করে কাজ করে l এরা নিষ্ঠুর, অত্যাচারী, পাশব প্রকৃতির হয় l অতৃপ্ত ভোগের কারণে সর্বদাই অসন্তুষ্ট, অস্থিরচিত্ত্ব, উদ্দেশ্যহীনভাবে চলতে ভালোবাসে l অশ্লীল আচরণ, অশ্লীল বেশধারী/পোশাকআশাক l এরা সুচিতা, পবিত্রতা ও পরিচ্ছন্নতাকে ঘৃণা করে, এরা কৃতঘ্ন হয়, মিথ্যা ভাষণে অভস্থ হয় l আত্মসর্বস্বতা ও স্বার্থপরতা এদের চরিত্রের অন্যতম বৈশিষ্ট l আজেবাজে নিচ বন্ধুবান্ধব ও ব্যাক্তিবর্গের সহিত মেলামেশা ও চলাফেরা করতে ভালোবাসে l অন্যের সর্বনাশকারী ও উৎপীড়ক হয়, প্রবল ভোগ আকাঙ্খা, বিকৃত যৌনক্ষুধা, বিকৃত উপায়ে উপভোগ, অবৈধ সংসর্গ, লাম্পট্য, চারিত্রিক দোষ, মন্দ চিন্তাভাবনা, নিজেকে নষ্ট করে ফেলা, সবরকম অসৎ কর্ম অবৈধ ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত থাকতে ভালোবাসে l খারাপ বিষয়ের প্রতি ঝোক থাকে, অনিয়ম জনিত কারণে স্বাস্থহানী, অখাদ্য - কুখাদ্য, নেশারদ্রব্য গ্রহণ নির্দেশ করে l এদের জীবনে হঠাৎ হঠাৎ অদ্ভুত ধরণের ঘটনা ঘটে থাকে, হটাৎ করে যেকোনো উপায়ে বড়োলোক/ধনী হওয়ার বাসনা ও ফাটকা মূলক বিষয়ের প্রতি ঝোক এদের অন্যতম বৈশিষ্ট  l এরা নিজের খেয়াল খুশিতে চলে, ব্যাক্তিত্ববোধের বড়োই অভাব এদের মধ্যে পরিলক্ষিত হয় l

রাহুর প্রভাবে জাতকজাতিকার লম্বাটে গড়ন, উগ্র শারীরিক অভিব্যাক্তি, পুরুঠোঁট, মুখোগহ্ববরের হাঁ বড় হয়, দাঁত লম্বা ও বড় হয়, চুল খাড়া খাড়া হয়, চোখেমুখে ভোগাকাঙ্খার অভিব্যাক্তি লক্ষ্য করা যায় l sexual appearance উগ্র হয় l

দ্বিতীয় ভাবের সহিত রাহুর সযোগের ফলাফল

এই যোগ নির্দেশ করে যে কোন উপায়ে উপার্জিত ধন/সম্পদ, রাতারাতি হটাৎ করে যেকোনো উপায়ে আর্থিক লাভবান হওয়া বা বড়োলোক হওয়া, অনিশ্চয়তামূলক আয় বা আর্থিক ব্যাপারে অনিশ্চয়তা, ফাটকা আয় বা ফাটকা আয়ের প্রতি ঝোক, অবৈধ অন্যায় পথে নিন্দিত কর্মের মাধ্যমে উপার্জন l জাতকের আর্থিক চাহিদার আকাঙ্খা কখনোই মেটে না  l অর্থের ব্যাপারে বড় বড় ঝুকি নিতে ভালোবাসে l অর্থের ব্যাপারে প্রতারণা, চালবাজি, চিটিং করা প্রভৃতি নির্দেশ করে l এরা পরধন হারক হয়, ফেরতযোগ্য অর্থ নিলে তা ফেরত দেবে না l নিজের ভোগের পিছনে অর্থব্যয় করে, অর্থের ব্যাপারে স্বার্থপর হয় - যেখানে লাভ নেই সেখানে অর্থব্যয় করে না l অর্থের ব্যাপারে লোভী ও ভোগী হয়, আয়ব্যয়ের সামঞ্জস্য থাকে না l অতিরিক্ত ভোগ-আকাঙ্খা পরিপূরণের জন্যে ঝুঁকি নিয়ে অর্থ ব্যায় করে, এরা হিসেব করে অর্থব্যয় করে না l হঠকারিতার বশবর্তী হয়ে দুমদাম সিদ্ধান্ত নিয়ে অর্থ ব্যায় করে বসে, অর্থের ব্যাপারে একদমই সঞ্চয়শীল হয় না l

ধনভাবের সহিত সম্পর্কিত রাহু যদি শুভ হয় তবে জাতক প্রভূত ধনশালী হতে পারে l

জাতক মিথ্যাভাসনে অভ্যস্থ হয়, কথাবার্তায় চালবাজি, শঠতা, প্রতারণা প্রকাশ পায় l কথা ও কাজের মধ্যে কোনও সামঞ্জস্য থাকে না l এরা প্রায়ই কথার দাম দিতে পারে না, কথাবার্তায় অশ্লীল ভাষা, কুবাক্য - গালাগালির মাধ্যমে প্রকাশ পায় l জাতকের কথাবার্তায় উগ্র মেজাজ প্রকাশ পায়, রেগে গেলে চিৎকার করে কারো সন্মান না রেখে কথা বলবে, কথাবার্তায় অন্যায় উপায়ের আশ্রয় নেবে, কথাবার্তায় রূঢ় ব্যবহার প্রকাশ পায়, কথাবার্তায় অসংলগ্নতা, যা খুশি বলে দেওয়া  - অর্থাৎ কথাবার্তায় পটু হয় না বা গুছিয়ে কথা বলতে পারে না l কোনও কথা এদের চাপা থাকে না, কণ্ঠস্বর কর্কশ অর্থাৎ সুমিষ্ট হয় না l

খাদের ব্যাপারে এরা অখাদ্য - কুখাদ্য ভক্ষণ করে, যা পায় তাই খায় - কোনও বাদবিচার করে না l আমিষ খাদ্য, তামসিক খাদ্য, উত্তেজক খাদ্য, মাদকদ্রব, মাংস, ঝালমশলা জাতীয় গুরুপাক খাদ্য পছন্দ করে l খাদ্যের ব্যাপারে প্রচন্ড লোভী হয়, খাওয়া - দাওয়ায় অনিয়ম করে, খাওযার ব্যাপারে কখনোই তৃপ্ত হয় না l

তৃতীয় ভাবের সহিত রাহুর সযোগের ফলাফল

এই যোগে জাতক অতিরিক্ত ঝুঁকিপ্রবণ মানসিকতা, অতিরিক্ত সাহস ও বদমেজাজী হয়, জটিল ও কূটবুদ্ধির বিপথগামী হয় l ভ্রাতাভগ্নি, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সাথে ঝামেলা - তাঁদের দ্বারা প্রতারিত হওয়া বা তাঁদেরকে প্রতারিত করা নির্দেশ করে l উদভ্রান্তের মত উদ্দেশ্যহীন ভ্রমণ, ভাবভঙ্গি ও চলাফেরায় উশৃঙ্খল ভাব লক্ষ্য করা যায় l শিষ্টাচার, নিয়মশৃঙ্খলতার অভাব, শঠতা, চালবাজি, প্রতারণা, হঠকারী, অস্থিরচিত্ত ও খারাপ বিষয়ের প্রতি ঝোক নির্দেশ করে l বুদ্ধিবিবেচনা ভালো হয় না, বদভ্যাস বা মুদ্রাদোষ থাকতে পারে l হাতের লেখা ভালো হয় না, লেখায় কাটাকাটি ও নোংরা হয়, লেখা অসংলগ্ন, বড় বড়, আকর্ষণীয় হয় না l লেখালেখির ব্যাপারে অশ্লীল বিষয়, শেয়ার বা ফাটকা বিষয় নিয়ে লেখালেখি পছন্দ করে l

চতুর্থ ভাবের সহিত রাহুর সংযোগের ফলাফল

এই যোগে জাতক পারিবারিক বা গৃহপরিবেশে কখনোই শান্তি শৃঙ্খলতা আনতে সমর্থ হয় না l বিশৃঙ্খল পরিবেশের মধ্যে বসবাস বা এক জায়গায় স্থিরভাবে বসবাস করতে পারে না l সাংসারিক সুখ বিশেষ পায় না l নিজ গৃহ থাকলেও পরগৃহে বসবাস করতে হয় অর্থাৎ ভাড়াবাড়িতে বসবাস নির্দেশ করে, গৃহপরিবেশের স্বাচ্ছন্দ থাকে না, ঘরবাড়ি বিশেষ পরিষ্কার - পরিছন্ন হয় না l নোংরা, জঞ্জাল, আবর্জনাপূর্ণ এলাকায় বসবাস নির্দেশ করে l বাড়িতে অসামাজিক কাজকর্ম বা অসামাজিক পরিবেশে বসবাস নির্দেশ করে l বাড়িতে ঢোকার মুখে ভ্যাট বা জঞ্জাল, ময়লা, আবর্জনা ফেলার জায়গা থাকে l এমন কোনও সম্পত্তির যোগ থাকতে পারে যার পিছনে প্রতারণা, ঠগবাজি, জুয়াচুরি সংক্রান্ত বিষয় জড়িত l

রাহুর শুভ যোগে হঠাৎ করে ফাটকার মাধ্যমে বা দালালির মাধ্যমে গৃহসম্পত্তি জায়গাজমি প্রাপ্তির যোগ থাকে l

বিদ্যাশিক্ষার ক্ষেত্রে বেশির ভাগ সময় বিদায় অমনোযোগ, বন্ধুবান্ধব নিয়ে ব্যাস্ত, পড়ার সময় অন্য ব্যাপার নিয়ে চর্চা করা ও পড়াশোনার পরিবেশ ভালো হয় না l বাজেসঙ্গে বিদ্যাজীবন নষ্ট হওয়ার সম্ভবনা থাকে l শুভ যোগে ইলেকট্রিকাল বা শেয়ার বা ফাটকা বিষয় সংক্রান্তবিদ্যাশিক্ষা নির্দেশ করে l

পঞ্চম ভাবের সহিত রাহুর সংযোগের ফলাফল

এই যোগে জাতক খোলামেলা প্রেম করতে ভালোবাসে, প্রেমের ব্যাপারে কোনও বাদবিচার মানে না l নিচু জাতপাতের নরনারীর সহিত প্রেম নির্দেশ করে l প্রেমের ব্যাপারে সাহসী, বেপরোয়া, উশৃঙ্খল ও সদাউৎসাহী হয় l প্রধানতঃ দৈহিক প্রেমের প্রতি তীব্র আকর্ষণ থাকে l ভোগে অতৃপ্ত থাকায় একাধিক যৌন প্রেমে লিপ্ত হয়, বিকৃতরুচি, বিকৃত উপায়ে উপভোগ, বিকৃত কামনা, উশৃঙ্খলতার মাধ্যমে সুখ করায়ত্ব করায় মানষিক তৃপ্তি নির্দেশ করে l এদের যৌনতাবোধ চরম মাত্রায় থাকে l এই যোগে অসৎ সঙ্গে সুখলাভ, অবৈধ প্রেম, প্রতারণা মূলক প্রেম বা প্রেমে প্রতারিত হওয়া, ভালোবাসায় হৃদয়হীনতা, প্রেমে অশীলতা প্রদর্শন, জাতক ঝোকের মাথায় প্রেম করে বসে বা প্রেমের ব্যাপারে ঝুকি নিতে ভালোবাসে, বিবেচনার অভাবে কোনও প্রেমজ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়তে পারে l জাতক জাতিকা শারীরিক নির্যাতনের মাধ্যমে সুখ উপভোগ করে আনন্দ পায় l

এই যোগে ফাটকার প্রতি আকর্ষণ থাকে, ঝুকি নিতে ভালোবাসে, মাদক দ্রব্যের প্রতি আকর্ষণ থাকে, মন সর্বদা বিক্ষিপ্ত থাকে, জাতক মানষিক দিক থেকে বিশেষ সুস্থ থাকে না l

এই যোগ পুত্রসন্তান নির্দেশ করে, সন্তান উশৃঙ্খল, বেপরোয়া ও অবাধ্য হতে পারে l অশুভ রাহু abortion বা অবৈধ সন্তান নির্দেশ করে l

ষষ্ঠ ভাবের সহিত রাহুর সংযোগের ফলাফল

এই যোগ অত্যাচার, অনিয়ম, অবহেলা ও উশৃঙ্খলতার কারণে শারীরিক অসুস্থতা নির্দেশ করে l চোর, প্রতারক, বিশ্বাসঘাতক দ্বারা ক্ষতিগ্রস্থ অবস্থা নির্দেশ করে l অপরাধ মূলক কারণে মামলা-মোকদ্দমা সংক্রামক ব্যাধি, বায়ুপীড়া, হজমের সমস্যা, অম্বল, ফোঁড়া, কুষ্ঠ, শ্বাসপ্রশ্বাসে কষ্ট, অঙ্গহানি, পচন নির্দেশ করে l শরীরে বিষ প্রবেশের কারণে পীড়া ও অকারণে শত্রুতা নির্দেশ করে l

সপ্তম ভাবের সহিত রাহুর সংযোগের ফলাফল

এই যোগে জাতকের পাত্রপাত্রী নির্বাচনে বাদবিচার থাকবে না l এই যোগ অসবর্ণ বিবাহ বা নীচকূলে বিবাহ নির্দেশ করে l সপ্তম ভাবের সহিত সম্পর্কিত রাহু অশুভ হলে কোনও প্রকার কেলেঙ্কারিতে বা সামাজিক বদনামে জড়িত হয়ে বিবাহ নির্দেশ করে l Emotional blackmail করে বিবাহ, oposite sex এর সহিত লিভ টুগেদার করা নির্দেশ করে l বিবাহের ব্যাপারে দাম্পত্য সুখে বিশৃঙ্খলা, অশান্তি বা বিবাহিত জীবনে নানারকম সমস্যা এসে উপস্থিত হয় l এছাড়া সমাজে নিন্দিত ধরণের বিবাহও নির্দেশ করে l এই যোগ অবৈধ মেলামেশার রাস্তা প্রশস্ত করে l নিচু শ্রেণীর মানুষদের প্রতি বিশেষ আকর্ষণ বোধ করে, অশুভ রাহুর কারণে অপর কোনও ব্যাক্তির দ্বারা প্রতারণা বা স্ত্রী কতৃক প্রতারিত হওয়া নির্দেশ করে l

জীবনসঙ্গীর শারীরিক গঠন হবে লম্বাটে ও অত্যন্ত আকর্ষণীয়, উগ্র শারীরিক অভিব্যাক্তি, পুরু ঠোঁট - বিশেষত উপরের তুলনায় নিচের ঠোঁট পুরু ও ঝোলা, মুখের হাঁ বড়, দাঁত লম্বা ও বড় বড়, চোখে মুখে ভোগাকাঙ্খার অভিব্যাক্তি লক্ষ্য করা যায় l sexual appearance উগ্র হয় l

অষ্টম ভাবের সহিত রাহুর সংযোগের ফলাফল

এই যোগে উশৃখলতা, অত্যাচার, অবহেলা ও অনিয়ম জাতকের মৃত্যুর কারণ হতে পারে l মার-দাঙ্গায় জড়িয়ে পড়া, শত্রুতার সৃষ্টি হওয়া, শত্রুদ্বারা ক্ষতি ও বাধার সৃষ্টি হওয়া, কোনও প্রকার দুর্নীতি, প্রতারণা, জুয়োচুরি প্রভৃতির মধ্যে জড়িয়ে পড়া নির্দেশ করে l জাতক জাতিকা অন্যায়পথে চলে নিজেকে নষ্ট করে দিতে পারে l এই যোগ বিদ্যুত, বিষাক্ত জীবজন্তু, চোর-ডাকাত, বিষাক্ত গ্যাস, অ্যাসিড দ্বারা বিপদ নির্দেশ করে l অষ্টম ভাবের সহিত রাহু শুভ যোগে আবদ্ধ হলে হটাৎ বড়োলোক হয়ে যাওয়া, লটারি, জুয়া, শেয়ার, ফাটকা প্রভৃতি থেকে লাভবান হওয়া নির্দেশ করে l অশুভ যোগে অন্যায়পথে অর্থলাভ, নৃশংস ভাবে কোনও হত্যা হওয়া বা করা, খুন বা অবৈধ ক্রিয়াকলাপের জন্যে জেল বা হাজতবাস নির্দেশ করে l অসংযম, ভোগ, মাদক দ্রব্য সেবন, বেপরোয়া, ব্যাভিচার, হটকারী, দুঃসাহসী, উশৃখল, প্রতারণা, অবৈধ ক্রিয়াকলাপ নির্দেশ করে l

নবম ভাবের সহিত রাহুর সংযোগের ফলাফল

এই যোগে জাতকের ধর্মীয় চেতনা কম, জাতক নাস্তিক প্রকৃতির, নিজ ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করতে পারে l গুরুজনের প্রতি অশ্রদ্ধা, অভক্তি, অত্যাচার, অবিবেচনা, তাঁদের অমান্য করা, গুরুবিদ্ধেষী হওয়া নির্দেশ করে l জাতক গুরুজনকে বিশেষ মেনে চলবে না, সন্মান করবে না, তোয়াক্কা করবে না, আইন- শৃঙ্খলা বিশেষ মেনে চলবে না l আইন সংক্রান্ত ব্যাপারে জড়িয়ে পড়তে পারে l গুরু, গুরুজন বা প্রভাবশালী ব্যাক্তির সহায়তা পায় না l কোনও বিষয়েই এদের বিশেষ বিশ্বাস থাকে না l মন উদার বা উচ্চ হয় না l পূজা-পার্বন, মন্ত্র-তন্ত্রে বিশ্বাসী হয় না, উদ্দেশ্যহীন ভ্রমণ করে, এদের ভাগ্যের উত্থান-পতন ঘটে l রাহু অশুভ হলে পিতার জন্যে দুর্ভাগ্য, পিতাকে নিয়ে ঝঞ্ঝাট হয়, নৈতিক অধঃপতন নির্দেশ করে l

দশম ভাবের সহিত রাহুর সংযোগের ফলাফল

এই যোগে জাতকের কর্মের কোনও বাদবিচার থাকে না, সৎ-অসৎ যেকোনো উপায় অর্থ উপার্জন করে l ঝুঁকিপূর্ণ কর্ম, অসম্মান জড়িত কাজ, নিচু মানের কাজ, স্বল্পপরিশ্রমে বেশি উপার্জনের প্রতি ঝোক থাকে l রাহু শুভ হলে কর্মে অপ্রত্যাশিত উন্নতি নির্দেশ করে l

বিদ্যুত নিয়ে কাজকর্ম, ক্লিনার, এজেন্সি, দালালি, ঘটকালি, শেয়ার ফাটকা মূলক কাজ, যৌনকর্মী, কসাই, ডাকাত, হত্যাকারী, ধোপা, তরল মাদক দ্রব্য সংক্রান্ত কাজ, জেলকর্মী, জেলের ইনফর্মার, জাল নোট ছাপা, অস্ত্র পাচারকারী, স্মাগলিং, প্রতারণা মূলক কর্ম, অন্ধকার জগতের সঙ্গে যুক্ত কর্ম নির্দেশ করে l

একাদশ ভাবের সহিত রাহুর সংযোগের ফলাফল

এই যোগে জাতকের বন্ধুসংখ্যা প্রচুর হয়, ধূর্ত ও শঠ ব্যাক্তির সহিত বন্ধুত্ব হয় এবং তাঁদের থেকে আর্থিক লাভবানও হয় l জাতক অর্থের ব্যাপারে ভূতের বর পেয়ে থাকে অর্থাৎ অত্যন্ত প্রয়োজনীয় মুহূর্তে  যদি জাতকের কাছে অর্থ না থাকে বা অর্থের কারণে কোনও কাজ আটকে গিয়ে থাকে তখন অপ্রত্যাশিতভাবে কেউ না কেউ তাকে অর্থ দিয়ে সাহায্য করে l অর্থাৎ বুজতেই পারছেন কোনো জাতক-জাতিকার একাদশ ভাবের ফলদাতা গ্রহদের মধ্যে শুভ রাহুর সংযোগ থাকলে তার বুদ্ধিমত্তার সাথে পেরে উঠা সাধারণের অসাধ্য - এটা নির্ভর করে একাদশের অন্যান্য ফলদাতা গ্রহ ও লগ্নের ফলদাতা গ্রহদের উপর, তবে এই যোগে জাতক তুলনামূলকভাবে কানে কম শোনে ও কোনও কোনও ক্ষেত্রে জাতকের নাকের হাড় বাকা হতে পারে ফলস্বরূপ অল্পেই ঠান্ডা লাগার প্রবণতা দেখা যায় l

দ্বাদশ ভাবের সহিত রাহুর সংযোগের ফলাফল

এই যোগে জাতকের অতিরিক্ত ব্যায়ের ফলে দৈনদশা প্রাপ্ত হওয়ার সম্ভবনা থাকে অর্থাৎ জাতক জীবনে যতই অর্থ উপার্জন করুক না কেন শেষমুহূর্তে তার কাছে কানাকড়িও থাকে না, দ্বাদশে সম্পর্কিত রাহুর বৈশিষ্টই হলো যা দেবে তা নিয়েও নেবে --- এটাই অদৃষ্টের পরিহাস l তবে দ্বাদশে শুভ রাহুর প্রভাবে জাতক সন্ন্যাসী বা উচ্চমার্গের যোগীও হতে পারেন বা বিদেশে জাতকের ভাগ্যোন্নতি ঘটার সম্ভবনা থাকে l

সাধারণভাবে এই হল দ্বাদশ ভাবের সহিত রাহুর সংযোগের ফলাফল


This is one of the stage of how to learn Vedic and Modified KP Astrology.


If you want to know more about Astrology lesson ---

Please comments and to get early notifications --- follow and share this article.