শনিবার, ১০ এপ্রিল, ২০২১

রাশিচক্র বিচারে কিভাবে অগ্রসর হবেন ?

রাশিচক্র বিচারে কিভাবে অগ্রসর হবেন ?

4+11+12+মঙ্গল= জমি ক্রয় করে বাড়ি নির্মাণ

4+8+11+মঙ্গল- শনি= উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি

উপরিউক্ত সাধারণ সূত্রাবলি সম্পর্কিত জ্যোতিষ অনুরাগীদের যে প্রশ্নগুলির সম্মুখীন আমাদের হতে হয়, তার মধ্যে অন্যতম প্রশ্ন হল এগুলো আমরা কোথায় পাবো বা কিভাবে এগুলোকে দেখতে হয় বা এভাবে হয় নাকি বা কিছুই তো বুঝতে পারছি না প্রভৃতি  ---

তাহলে দেখাই যাক কি এর অন্তর্নিহিত অর্থ বা কিভাবে আমরা পাই বা এগুলির প্রয়োজনীয়তাই বা কোথায় ?

দেখা যাক কোনো জাতকের জমিবাড়ি সংক্রান্ত প্রশ্ন স্বাপেক্ষে আমরা কিভাবে অগ্রসর হবো ?

চতুর্থ ভাব থেকে বিচার্য বিষয় প্রাথমিক শিক্ষা, জমিবাড়ি, বিষয়সম্পত্তি, বাহন ও মাতা l

একাদশভাব নির্দেশ করে সাফল্য, ইচ্ছাপূরণ l

অতএব আমরা বলতে পারি ---

চতুর্থপতি যদি একাদশে অবস্থিত হয় বা একাদশপতি যদি চতুর্থে অবস্থিত হয়

4+11= বিদ্যাশিক্ষায় সাফল্য

            মাতার সাফল্য/ সুসম্পর্ক

            বাহন লাভ

             জমিবাড়ি প্রাপ্তি

4+11+শনি=?


কি সর্বক্ষেত্রেই সাফল্য আসবে তো?

প্রথমেই আপনার মনে আসবে শনি delay র কারক, পাপগ্রহ, শনি দুঃখদাতা ---

*** অনেকেই হয়তো বলবেন সব গ্রহ ছেড়ে কেন শনিকেই রাখলেন  ---

মজার বিষয় হল জ্যোতিষ অনুরাগী অধিকাংশ মানুষের মনেই শনিকে নিয়ে ভয়মিশ্রিত শ্রদ্ধার একটি অনুভূতি বিদ্যমান --- সকলেই শনির দৃষ্টি এড়িয়ে চলতে আগ্রহী বা স্বচেষ্ট হন যাতে শনিদেব কুপিত না হন l কিন্তু বিষয় হল  সত্যিই কি শনিদেবকে নিয়ে এরূপ ভাবনার কোনো কারণ আছে ?

 না, এরূপ ভাবনা সম্পূর্ণ অমূলক  --- শনিদেব / গ্রহরাজ যাই বলুন না কেন, তার ভূমিকা হল  আপনার প্রথম জীবনে তিনি শিক্ষক, পরবর্তীতে তিনি আপনার জীবনের কর্মকান্ডের পর্যবেক্ষক এবং শেষ জীবনে তিনি আপনার জীবনতরীর মাঝি l একমাত্র তিনিই আপনাকে হাত ধরে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা ঈশ্বরের দ্বারে উপনীত করতে পারেন কিন্তু পারানি হিসাবে তিনি আপনার ইন্দ্রিয়জ ভোগসুখের নিয়ন্ত্রণের মাধ্যমে আপনার অন্তরে চেতনা ও উপলব্ধি বোধের সঞ্চারের মাধ্যমে আপনার জাগতিক ভোগসুখ স্পৃহাকে করায়ত্ব করে দুঃখ জ্বালা যন্ত্রণার কসাঘাতে শোধিত করে আপনার আত্মাকে করে তুলবে পরমাত্মার অংশ l শনিকে নিয়ন্ত্রণ করা মানে নিজের সাথে নিজের সাম্যতা রক্ষা /balance করা l এবিষয়ে পরে কোনো আলোচনায় বিশ্লেষণ করা যাবে এখন ফিরে আসি পূর্বোক্ত আলোচনায় l

এবার বলুন  ---

কি ধরবেন মাতার অসুস্থতা, না কি বিদ্যাশিক্ষায় সাফল্য আসবে না, না কি জীবনে বাড়ি গাড়ি হবে না?

ঠিক এই ধরণের প্রশ্নই তো বেশি দেখা যায় --- আমার মেষ লগ্ন চতুর্থে শনি

বাড়ি হবে কি না? বা গাড়ি হবে কি না?

বা ধরুন মেষ লগ্ন চতুর্থে মঙ্গল অর্থাৎ লগ্নপতি ও অষ্টমপতি মঙ্গল চতুর্থে

1+4+8+ মঙ্গল



একাদশের সংযোগ নেই --- তাহলে বাড়ি হচ্ছে না, না কি চতুর্থে মঙ্গল --- বাড়ি হবেই l

পরিষ্কার অর্থে কোনো ফলাদেশ সম্ভব নয় যদি না আপনি বিশেষ কোনো পদ্ধতি ব্যবহার করেন l

সঠিক জন্মসময় ও সঠিক তথ্য ব্যাতিত অর্থাৎ সম্পূর্ণ তথ্য ব্যাতিত ফলাদেশ বিভ্রান্তির সৃষ্টি করবে l

তাহলে এবার প্রশ্ন আসবে যাদের জন্মসময় ও তারিখ জানা নেই বা জন্মতারিখ জানা আছে  কিন্তু সময় জানা নেই, তারা কি তাদের প্রশ্নের উত্তর পাবেন না?

নিশ্চয়ই উত্তর পাবেন বরং প্রশ্ন স্বাপেক্ষে আরো সুনির্দিষ্ট উত্তর পাবেন l

কিন্তু কি ভাবে?

প্রশ্ন জ্যোতিষের মাধ্যমে ---

ফিরে আসি আলোচ্য বিষয়ে ---

ধরা যাক মেষ লগ্ন, চতুর্থে শনি

জাতকের প্রশ্ন বাড়ি হবে কি না?

মেষ লগ্ন স্বাপেক্ষে চতুর্থ ভাব কর্কট রাশি, কর্কট রাশিতে তিনটি নক্ষত্র আছে  --- পুনর্বসু, পুষ্যা ও অশ্লেষা, অধিপতি যথাক্রমে বৃহস্পতি, শনি ও বুধ l

শনি বৃহস্পতির নক্ষত্রে অবস্থিত হলে, বৃহস্পতি মেষ লগ্ন স্বাপেক্ষে নবম ও দ্বাদশ পতি হেতু

4+10+11+শনি+ 9+12+ বৃহস্পতি

অথবা 4+9+10+11+12+ শনি- বৃহস্পতি

বৃহস্পতি বিদ্যাশিক্ষার কারক গ্রহ ( secondary) হওয়ায় দ্বাদশভাব বিদ্যাশিক্ষায় বাধা নির্দেশ করলেও অর্থাৎ জাতকের বাধার মধ্যে দিয়েও বিদ্যাশিক্ষা হবে l

এবার নক্ষত্রপতি বৃহস্পতি না হয়ে শনি হলে শনি দশম ও একাদশ পতি হেতু

4+10+11+ শনি

যেহেতু চতুর্থ ভাব সম্পর্কিত বিচার --- আমরা বিদ্যাশিক্ষা বা বাহন বা জমিবাড়ি সংক্রান্ত সাফল্য বলতে পারবো না l

এবার নক্ষত্রপতি বুধ হলে ---

বুধ মেষ লগ্ন স্বাপেক্ষে তৃতীয় ও ষষ্ঠপতি হেতু

(4+10+11+ শনি)+( 3+6+ বুধ)

 অর্থাৎ 3+4+6+10+11+ শনি- বুধ

বিদ্যাশিক্ষার কারক গ্রহ বুধ

4+11+বুধবার শনি= বিদ্যাশিক্ষায় সাফল্য

3+ বুধ= চঞ্চলতা, স্মৃতিশক্তি

3+ শনি= ধৈর্য, স্থিরতা

ষষ্ঠ ভাব বিদ্যাশিক্ষার ক্ষেত্রে প্রতিযোগিতা মূলক বিষয়ে সাফল্য নির্দেশ করে

অর্থাৎ শনি বুধের নক্ষত্রে অবস্থিত হলে বিদ্যাশিক্ষায় সাফল্য আসবে l

এক্ষেত্রে 3 ভাবকে 4 ভাবের দ্বাদশ হেতু বিদ্যাশিক্ষায় চ্ছেদ ধরা যুক্তিযুক্ত নয় এবং 3+ শনি- বুধ জাতককে বিচক্ষণতা ও ধৈর্য প্রদান করবে l

এরপরেও কিন্তু আপনি জাতকের প্রধান প্রশ্নে পৌঁছাতে পারলেন না

কেন?

কারণ জাতক জানতে চেয়েছিলেন --- বাড়ি হবে কি না?

জমি বাড়ির বিচার করা হয় চতুর্থ ভাব হতে এবং কারক গ্রহ মঙ্গল l

চতুর্থ ভাবের সহিত মঙ্গলের প্রত্যক্ষ সংযোগ ব্যাতিত গৃহসম্পত্তির বিচারে অগ্রসর হওয়া অসম্ভব l

অর্থাৎ রাশিচক্রে মঙ্গলের সহিত চতুর্থ ভাবের সম্পর্ক নির্ণয় করা প্রাথমিক কর্তব্য l --- মঙ্গল রাশিচক্রে কোথায় অবস্থিত এবং চতুর্থ ভাবের সহিত সম্পর্কিত কি না l 

এবার নিম্নোক্ত রাশিচক্রটি দেখুন --- মেষ লগ্ন, চতুর্থে শনি বৃহস্পতির নক্ষত্রে, বৃহস্পতি সপ্তমে তুলা রাশিতে মঙ্গলের নক্ষত্রে, মঙ্গল একাদশে কুম্ভরাশিতে বৃহস্পতির নক্ষত্রে l


রাশিচক্রে দেখা যাচ্ছে যে শনি ও মঙ্গল উভয় গ্রহই বৃহস্পতির নক্ষত্রে এবং মঙ্গল শনির ঘর কুম্ভে অবস্থিত অর্থাৎ মঙ্গল শনির সহিত সম্পর্কিত বা চতুর্থ ভাবের সহিত সম্পর্কিত l

মঙ্গল চতুর্থ ভাবের সহিত সম্পর্কিত হওয়ায় আমরা জাতকের গৃহসম্পত্তির বিচারে অগ্রসর হতে পারবো l

দশম ও একাদশ পতি শনি চতুর্থে ----

4+10+11+শনি

লগ্ন ও অষ্টমপতি মঙ্গল একাদশে বৃহস্পতির নক্ষত্রে শনির ঘর কুম্ভে ---

1+8+11+ মঙ্গল

অতএব, মঙ্গল-শনি- বৃহস্পতি 1+4+1+11+8+7+12 (লক্ষ্য করে দেখুন 11 ভাবের স্পন্দন 8 ভাব বা 12ভাব স্বাপেক্ষে অত্যন্ত জোরালো)

4+11+12+মঙ্গল= জমি কিনে বাড়ি নির্মাণ

4+8+11+9+ মঙ্গল- শনি=উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি ( মায়ের দিক থেকে প্রাপ্তিযোগ)

4+7+8+11+ মঙ্গল- শনি- বৃহস্পতি= স্ত্রীসূত্রে সম্পত্তি প্রাপ্তি

অর্থাৎ জাতকের গৃহ সম্পত্তি ভাগ্য অত্যন্ত শুভ l

তবে এপ্রসঙ্গে বিশেষভাবে মনে রাখতে হবে বা যে কোনো বিচারে অগ্রসর হওয়ার পূর্বে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হল  ---

লগ্নের বলবত্তার বিচার সর্বাগ্রে দেখা প্রয়োজন কারণ লগ্ন যদি বলবান না হয় এবং ঘটনার স্পন্দন যদি  লগ্নের সহিত প্রত্যক্ষভাবে সম্পর্কিত না হয়  তবে ঘটনা ঘটবে না l 

তবে মনে রাখতে হবে যে ---

শনি যেহেতু চতুর্থে অবস্থিত এবং একাদশের ফলদাতা --- সেই কারণে প্রাপ্তিযোগ থাকলেও সম্পর্কিত সকল ভাবের ফল বিশেষত এক্ষেত্রে বহু বাধা বিপত্তি বা বিষয়গত দুশ্চিন্তার পর প্রাপ্তিযোগ ঘটবে এবং প্রাপ্তির সম্পূর্ণ কৃতিত্ব শনিই নিতে চাইবে l ফলস্বরূপ শনির সহিত প্রত্যক্ষ ভাবে সম্পর্কিত গ্রহের বা শনির দশান্তর্দশায় বিশেষত শনির অন্তর্দশায় প্রাপ্তিযোগ ঘটবে যখন গোচরফলও অনুকূল হবে l

This is one of the stage of how to learn Vedic and Modified KP Astrology.

If you want to know more about Astrology lesson ---

Please comments and to get early notifications --- follow and share this article.



            


কোন মন্তব্য নেই: