শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

ছন্নছাড়া যোগ( মঙ্গল- রাহু)


ছন্নছাড়া যোগ (মঙ্গল - রাহু যোগ)

জ্যোতিষ শাস্ত্রে রাহু- মঙ্গল যোগ বা ছন্নছাড়া যোগের সাধারণ ফলাফল ( কেবলমাত্র জ্যোতিষ শিক্ষার্থীদের জন্যে আলোচিত )

জ্যোতিষ শাস্ত্র মতে মঙ্গল ও রাহু উভয়েই পাপগ্রহ এবং পরস্পর পরস্পরের শত্ৰু বলে রাশিচক্রে এদের সংযোগ সাধারণত শুভ সম্পর্ক সৃষ্টি না করে অশুভ ফলই প্রদান করে l রাশিচক্রে গ্রহদ্বয় পরস্পর একই রাশিতে অবস্থান করলে বা দৃষ্টির মাধ্যমে সম্পর্কিত হলে  --- গ্রহদ্বয় তাদের কারকতার মিলিত ফল প্রদান করে l রাশিচক্রে এই ধরণের যোগকে ছন্নছাড়া যোগ বলে অভিহিত করা হয় l

রাহু- মঙ্গল অশুভ যোগে জাতক জাতিকা উশৃঙ্খল স্বভাবের হয় l সব বিষয়ে adament ও desparate হয় l কারো কথা বিশেষ গ্রাহ্য করে না, স্বাধীনতাপ্রীয় নিজের মতানুসারে চলতে পছন্দ করে l এদের মনে ভয়ভীতি, লজ্জা ঘৃণার কোনো স্থান নেই l সৎ ইচ্ছা, সৎ প্রবৃত্তি, সৎ কামনা, সৎ কাজের স্থান এদের মধ্যে নেই বললেই চলে l কার্যসিদ্ধির জন্যে এরা অন্যের কাছে মাথা নত করতেও দ্বিধাবোধ করে না l এরা ভোগী, অত্যাচারী, পাপি হয় l ধর্ম, অধ্যাত্বিকতা, মনুষত্ব, সততা প্রভৃতি শব্দগুলির স্থান এদের মনের অভিধানে নেই l অন্যকে এরা মানসিক ও শারীরিক পীড়া প্রদান করে মানসিক পরিতৃপ্তি লাভ করে l অসৎ নৃশংস কাজ, খুন, জখম, শ্লীলতাহানি প্রভৃতি কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে l মস্তানি, গুন্ডাগিরি এদের স্বভাবসিদ্ধ l বিশেষ করে রাহু - মঙ্গল যোগ অষ্টম ভাবকে কেন্দ্র করে গড়ে উঠলে এই ধরণের অশুভ ফলগুলি প্রকাশ পায় l ইহা ব্যাতিত এই যোগ জীবনে বড় ধরণের ঝুকি, হটাৎ বিপদ, দুর্ঘটনা, আঘাত প্রাপ্তি প্রভৃতি নির্দেশ করে l

রাহু - মঙ্গলের এই অশুভ যোগ অনেকটা নিয়ন্ত্রণে আসে যদি বৃহস্পতি দ্বারা শুভ দৃষ্টিপ্রাপ্ত হয় l

এছাড়া সিংহরাশি, ধনুরাশি, মীনরাশি, কুম্ভরাশিতে এই যোগের অশুভ মাত্রা দমিত হয় l

লগ্নে ছন্নছাড়া যোগের ফলাফল ---

এই যোগে জাতক জাতিকার স্বভাব চরিত্র হয় উগ্র মানসিকতা সম্পন্ন ও উগ্র রুচিসম্পন্ন, রাগ- জেদ- তেজ হবে ভয়ঙ্কর, বেপরোয়া, উশৃঙ্খল l অগ্র পশ্চাৎ বিবেচনা না করে কাজ করে l

দ্বিতীয়ে ছন্নছাড়া যোগের ফলাফল ---

জাতক কথাবার্তায় rough language ব্যবহার করবে l উগ্রতার সহিত, চিৎকার করে বা গলাবাজি করে argumental tendency নিয়ে কথা বলবে, খাবার দাবার বিষয়ে অসংযমী হবে, উত্তেজক খাদ্য, মুখরোচক খাদ্য, মসলাদার খাদ্য খেতে পছন্দ করবে l অর্থ আয়ের ব্যাপারে হবে উদ্যোগী, সৎ-অসৎ যে কোনো উপায়ে উপার্জিত ধন নির্দেশ করে l ঝুঁকিপূর্ণ বিষয় থেকে উপার্জনের ঝোক থাকে l অর্থ ব্যায়ের ব্যাপারে বেহিসাবী ও অসংযমী হয় l হটকারী সীদ্ধান্তের ফলে ব্যায় নির্দেশ করে l

জাতক মিথ্যাভাসনে অভ্যস্ত হয় l

তৃতীয়ে ছন্নছাড়া যোগের ফলাফল ---

এই যোগে জাতকের রাগ, জেদ, তেজ সাহস বেশি থাকে l কাউকে মান্য করবে না l সাহসিকতার সঙ্গে যুক্ত কাজ নির্দেশ করে l ভাতৃস্থানীয়দের সহিত শত্রুতা ও পাড়াপ্রতিবেশীর সহিত ঝামেলা নির্দেশ করে l

চতুর্থে ছন্নছাড়া যোগের ফলাফল ---

এই যোগে ভাতৃস্থানীয়দের সাথে গৃহভূমি নিয়ে ঝামেলা, বেনামি জমি ভোগদখল ও স্বত্বাধিকার l বিদ্যাশিক্ষায় অহেতুক ঝামেলা, পড়তে না চাওয়া, জেদী ও বেপরোয়া হওয়ার জন্যে বিদ্যাশিক্ষায় আত্মক্ষতি l এদের বিদ্যাশিক্ষার প্রতি বিশেষ আগ্রহ থাকে না, বিদ্যাশিক্ষার বদলে মারদাঙ্গা, বদমায়েশি, দলবাজি প্রভৃতি অনৈতিক কর্মকান্ডের সঙ্গে যুক্ত থাকে l এদের মধ্যে দয়া, মায়া বোধ কম থাকে l মায়ের সহিত সম্পৰ্ক বিশেষ ভালো হয় না l অনেক সময় জাতকের মাতা উগ্র, রাগী ও জেদী প্রকৃতির হয় l জাতক গৃহপরিবেশে অশান্তির মধ্যে দিন অতিবাহিত করে l জাতকের বাসগৃহের নিকটবর্তী এলাকায় অসামাজিক ক্রিয়াকলাপ চলতে পারে এবং জাতক নিজে কিছুটা অসামাজিক প্রকৃতির হয়ে থাকে l

পঞ্চমে ছন্নছাড়া যোগের ফলাফল ---

এই যোগে সাধারণত পুত্রসন্তান নির্দেশ করে l প্রেম প্রীতির স্থান এদের হৃদয়ে নেই বললেই চলে l ভোগসর্বস্ব জীবন পছন্দ করে l প্রেমের ব্যাপারে বেপরোয়া স্বভাবের ও সাহসী হয় l খোলামেলা ভাবে অন্যায় পথে বা অবৈধ উপায়ে মেলামেশা পছন্দ করে l শরীরচর্চা বা ঝুঁকিপূর্ণ খেলাধুলার প্রতি আকর্ষণ থাকবে l

সন্তান সাধারণত বেপরোয়া প্রকৃতির হয় l

ষষ্ঠে ছন্নছাড়া যোগের ফলাফল ---

হঠাৎ করে উৎপন্ন রোগ নির্দেশ করে l অসংযমের ফলে বা উত্তেজক খাদ্য থেকে এদের রোগাক্রান্ত হওয়ার সম্ভবনা থাকে l রোগভোগের মধ্যে পেশিতে সমস্যা, পিত্ত্যাধিক্য, গ্যাসের সমস্যা, আঘাত জনিত পীড়া, তীব্র জ্বালা যন্ত্রনাদায়ক ব্যাধি, ঘা, পুড়ে যাওয়া, কলেরা, বসন্ত টাইফয়েড প্রভৃতি ব্যাধি নির্দেশ করে l

অন্যের সহিত অকারণে শত্রুতা, মামলায় জড়িয়ে পড়া নির্দেশ করে l

সপ্তমে ছন্নছাড়া যোগের ফলাফল ---

এই যোগে জেদী তেজী স্বভাব সম্পন্ন জীবনসঙ্গী/ সঙ্গিনী হবে, অকারণে বা অল্পেই ঝগড়া ও মনোমালিন্য হবে l উশৃঙ্খল যৌনজীবন বা যৌনতার ক্ষেত্রে সঙ্গী/ সঙ্গিনীকে জোর করা বা সঙ্গীর উপর পাশব অত্যাচার নির্দেশ করে l জীবনসঙ্গী/ সঙ্গিনী হবে স্বাধীনতাপ্রিয় ও বেপরোয়া প্রকৃতির l

অষ্টমে ছন্নছাড়া যোগের ফলাফল ---

এই যোগে জাতক অসামাজিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত থাকবে, দাঙ্গাকারী বা অত্যাচারী হবে l ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে কাজ, গুণ্ডা মস্তান, আঘাত, দুর্ঘটনা, রক্তপাত, অস্বাভাবিক মৃত্যু নির্দেশ করে l নিচ প্রকৃতির, কলহপ্রিয়, পুলিশি ঝামেলা, বিবেকহীন, নৃশংস মনোভাব, অন্যকে উৎপীড়ন করা, খুন জখম, চারিত্রিক দোষ, মাদকাসক্ত অবস্থা, সংগ্রামময় জীবনযাপন, নিজের ভালোমন্দ বুঝতে না পারা, নাশকতামূলক কর্মে লিপ্ত থাকা, নোংরা মনোভাব, অবৈধ ক্রিয়াকলাপের সহিত যুক্ত থাকা নির্দেশ করে l

নবমে ছন্নছাড়া যোগের ফলাফল ---

জাতক অসাধু ও নাস্তিক প্রকৃতির হয়, গুরুজনদের সাথে বিবাদ, ভাগ্যের উত্থান পতন ও নিজ দোষে ভাগ্যবিপর্যয় নির্দেশ করে l

দশমে ছন্নছাড়া যোগের ফলাফল ---

অসৎ উপায়ে কর্মরত, নিচ মন্দ ও নিন্দনীয় প্রকৃতির কর্মে লিপ্ত, গুন্ডাগর্দি, ছিনতাই, রাহাজানি, black mailing, মিথ্যার আশ্রয়ে উপার্জন, চিট করা, অসাধু চোরা কারবার, পাচারকারী, কাটমানি, হপ্তাতলা/তোলাবাজি, ধারালো অস্ত্রশস্ত্রের কারবারি, মার্ডারার, নকল টাকা ছাপানো, অস্ত্র পাচার, সুপারি কিলার প্রভৃতি নির্দেশ করে l

এই যোগের সাথে পীড়িত শুক্র যুক্ত হলে মহিলা পাচারকারী, মাদকদ্রব্য পাচারকারী, নারীর দালাল, যৌনকর্মী  হওয়ার সম্ভবনা থাকে l

একাদশে ছন্নছাড়া যোগের ফলাফল ---

মঙ্গল-রাহু যোগ সাফল্য ও শুভ ফল প্রদান করে l

দ্বাদশে ছন্নছাড়া যোগের ফলাফল ---

এই যোগে ষড়যন্ত্রে লিপ্ত, রেপ ছিনতাই প্রভৃতি কর্মে লিপ্ত এবং পুলিশি ঝামেলায় জেল হাজতবাস নির্দেশ করে l

উপরিউক্ত ফলাফল ছন্নছাড়া যোগের সাধারণ ফলাফল l যে সকল ব্যাক্তির জন্মছকে ছন্নছাড়া যোগ বর্তমান তাহারা সবাই কিন্তু একইরকম ফলাফল পাবেন না l কোনো কোনো রাশিচক্রে দেখা যাবে ছন্নছাড়া যোগ থাকা স্বত্তেও জাতক সেই অর্থে অশুভ ফল পেলো না বরং জীবনে অসাধারণ উন্নতি সাধনে সমর্থ হল  বা কোনো ব্যাক্তির জীবন দুর্বিসহ হয়ে উঠলো l

কেন এই বৈপরীত্য ?

বিষয়টি হল একটি জন্মছকে ভালো বা খারাপ যেকোনো যোগ থাকার অর্থ কেবলমাত্র যোগের ফল জাতক ভোগ করবে তা নয়,  সম্পূর্ণ রাশিচক্রের গ্রহসন্নিবেশের উপর ফলাফল নির্ধারিত হয় যে কারণে একই রকম যোগ থাকা স্বত্তেও একজনের জীবন বিষময় হয়ে উঠলেও অন্যজনের ক্ষেত্রে তা জগৎবিখ্যাত করে তুলতে পারে l অর্থাৎ জন্মছকে শুভযোগ দেখেই যেমন উৎফুল্ল হওয়ার  কোনো কারণ নেই ঠিক তেমনই ছন্নছাড়া যোগ বা যে কোনো অশুভ যোগ দেখেই আতঙ্কিত হওয়াটাও অমূলক l পরবর্তীতে এধরণের আলোচনা বিস্তারিত ভাবে করার ইচ্ছা রইলো l



This is one of the stage of how to learn Vedic and Modified KP Astrology.

If you want to know more about Astrology lesson ---

Please comments and to get early notifications --- follow and share this article.



কোন মন্তব্য নেই: