Saturn- the most powerful planet of zodiac লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Saturn- the most powerful planet of zodiac লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ৭ নভেম্বর, ২০২০

Saturn --- the most powerful planet of zodiac

        Saturn --- the most powerful planet of zodiac

        LEARNING ASTROLOGY

                  Lesson - 2 / Part- 2




রাশিচক্রের দ্বাদশ ভাবের সহিত শনির সংযোগের ফলাফল

প্রিয় পাঠকবর্গের কাছে একান্ত অনুরোধ যে নিম্নলিখিত দ্বাদশ ভাবের সহিত সম্পর্কিত গ্রহদের যে বৈশিষ্ট্যাবলী দেওয়া হল তা সাধারণ বৈশিষ্ট, এই বৈশিষ্ট সকল অন্যান্য সম্পর্কিত গ্রহদের বৈশিষ্টের দ্বারা প্রভাবিত হয়ে সম্পূর্ণ নতুন বৈশিষ্টাবলী গঠন করে l উক্ত কারণে এই সাধারণ বৈশিষ্টাবলীকে কেউ final result বলে গণ্য করবেন না l আলোচ্য sub heading লক্ষ্য করুন --- যেমন লগ্ন ভাবের সহিত শনির সংযোগের ফলাফল l এক্ষেত্রে লগ্নের সহিত শনি কি কি ভাবে সংযুক্ত হতে পারে ?

   * শনি যদি লগ্নভাবে অবস্থিত গ্রহ হয়

  * শনি যদি লগ্নভাবে অবস্থিত গ্রহের নক্ষত্রপতি হয়

  * শনি যদি লগ্নের ভাবাদিপতি হয়

  * শনি যদি লগ্নভাবের সাবপতি গ্রহ হয়

  * শনি যদি লগ্নভাবের নক্ষত্রপতি গ্রহ হয়

  * শনি যদি লগ্নভাবের সাবপতি গ্রহের নক্ষত্রপতি বা সাবপতি গ্রহ হয়

  * শনি যদি লগ্নভাবের সাবপতি গ্রহের সহিত পেক্ষা দ্বারা সম্পর্কিত হয়

  * লগ্নভাবের সাবপতি গ্রহটি যদি শনির নক্ষত্রপতি বা সাবপতি গ্রহ হয়

  * লগ্নভাবের সাবপতি গ্রহটি যে গ্রহের নক্ষত্রে অবস্থিত, সেই গ্রহের নক্ষত্রে যদি শনি অবস্থিত হয়

অনুরূপে প্রত্যেকটি ভাবের সহিত গ্রহদের সংযোগ একইভাবে বিচার্য l তাহলে এবার বুঝতে পারছেন যে কোনও একটি ভাবে এক বা একাধিক গ্রহ থাকলেই বা কোনও গ্রহ না থাকলেও সেই ভাবের বৈশিষ্ট কিভাবে নির্ণীত হয় l সুতরাং আপনার লগ্নে বা রাশিতে শনি বা রাহু বসে আছে, তার মানে সব গেলো - তা নয়, তারা বৈশিষ্ট নির্ধারণের একটা অংশ মাত্র l সঠিক অর্থে একটি ভাবের ফলাফল অনেকগুলি/একাধিক গ্রহের সমন্বয়ে গঠিত বা একটি গ্রহ অনেক ভাবের ফলাফল নির্ধারক l অতএব নিম্নলিখিত সাধারণ বৈশিষ্ট দেখে কখনো প্রভাবিত হবেন না l



রাশিচক্রের দ্বাদশ ভাবের সহিত শনির সংযোগের ফলাফল নিম্নরূপ

লগ্ন ভাবের সহিত শনির সংযোগের ফলাফল

লগ্নভাবের উপর শুভ শনির প্রভাবে জাতক ধৈর্যশীল, অধ্যবসায়ী, মিতাচারী, শান্ত, ধীরস্হির হয় l এদের মধ্যে একনিষ্ঠতা, আত্মমগ্ন, একাগ্রচিত্ত, একটানা পরিশ্রম করার ক্ষমতা, কোনও কিছুতে লেগেপড়ে থাকার ক্ষমতা, সাবধানতা, নিয়মনিষ্ঠ, সততা, শৃঙ্খলাপরায়ণতা, আত্মসংযমশীলতা, দ্বায়িত্ব- কর্তব্যপরায়ণতা লক্ষ্য করা যায় l এদের মধ্যে ভোগবাসনার আকাঙ্খা কম হওয়ায় জাতক রক্ষনশীল, সঞ্চয়ী মনোভাবাপন্ন, দার্শনিক চেতনাসম্পন্ন, আধ্যাত্বিক মার্গের জ্ঞানী, তপস্বী বা সন্নাসীও হতে পারে l এরা ধর্মের অনুশাসন ও সংস্কার মেনে চলে l

সাধারণত শনির প্রভাবে জাতক জাতিকা শ্রমশীল, গোপনীয়তাপ্রিয়, একটু অলস, কুঁড়ে, নিসঃঙ্গতাপ্রিয়, একাকিত্ব - নিরাবতাপ্রিয়, গতানুগতিক অপরিবর্তনীয় জীবনে বিশ্বাসী, পুরানো বিষয় ভুলতে না পারা, একই মত ও পথের বিশ্বাসী, ত্যাগমূলক মানসিকতা সম্পন্ন হয় l

শনি পাপগ্রহ রূপে কল্পিত হওয়ায় অশুভ ফলের মাত্রাই বেশি হয় - সেই কারণে লগ্নভাবের সহিত সম্পর্কযুক্ত অশুভ বা পীড়িত শনির প্রভাবে জাতকের প্রতিকূল জীবনযাত্রা, দুঃখকষ্ট, বাধাবিঘ্ন, চরম দুর্দশাগ্রস্থ অবস্থা নির্দেশ করে l এরা পরাধীনতার মধ্যে থাকতে ভালোবাসে বা অন্যের আদেশ নির্দেশ মেনে চলে l এদের হৃদয়ে রসের উৎস শুস্ক, জীবনের আনন্দ, ভোগ আকাঙ্খা বিশেষ থাকে না l কল্পনার কোনও স্থান এদের মধ্যে নেই - চরম বাস্তবকেই মেনে নেয়, কিছুটা জড়সড় প্রকৃতির হয় l নতুনত্বকে গ্রহণ করতে পারে না l এদের মধ্যে বিশেষ আশা-আকাঙ্খা থাকে না --- অল্পেই সন্তুষ্ট থাকে l অন্যের প্রতি নির্ভরশীল থাকে, উদাসীন, আবেগহীন, অসতর্ক হয় l এদের মনের মধ্যে হতাশা, নৈরাশ্য, বিষাদ, নিরানন্দময় অবস্থা, অসন্তোষ, পরনিন্দা-পরচর্চা করা, অন্যের ভালো না চাওয়া, সবকিছু ধীরগতিতে সম্পন্ন করা, অবসাদ, অলসতা, গাধার খাটুনির কাজ করা, স্বার্থপরতা, হিংসা, কুটিলতা, অনিশ্চয়তা, ভয়, অসাফল্য, নিরুৎসাহ, উত্তেজনাহীন, স্থূলবুদ্ধি, স্বাভাবিক বোধবুদ্ধি কম থাকে, বোকামি, নির্বুদ্ধিতা, মূর্খ, বোবা, অন্ধ, পঙ্গু, ক্লীব, জড়ভাবাপন্ন, সহজাত চিন্তাভাবনাহীন হয়ে থাকে l জীবনে বিশেষ সুযোগ আসে না, সব ব্যাপারে একটা বাধা কাজ করে l

লগ্নভাবের সহিত অশুভ শনি সম্পর্কিত হলে শনির প্রভাবে দীর্ঘ রোগাটে গড়ন, রুগ্ন অপুষ্ট লাবণ্যহীন চেহারা, ত্রুটিযুক্ত শারীরিক গঠন, শিরা ও হাড় বের করা স্বাস্থহীন চেহারা, বিষাদক্লিষ্ট লাবণ্যহীন অথবা কুৎসিত মুখমন্ডল, কালো ফ্যাকাসে গাত্রবর্ণ, কোটরাগত চক্ষু, অঙ্গপ্রত্যঙ্গগুলো রোগা ও লম্বা, বয়সের তুলনায় এদের বেশি বৃদ্ধ দেখায় l এই ধরণের শারীরিক গঠনের লোকেদের অন্যেরা বিশেষ সন্মান ও গুরুত্ব দেয় না l শারীরিক অভিব্যক্তিতে কোনও আকর্ষণ থাকে না l জাতক অপরিছন্ন থাকতে ভালোবাসে l

দ্বিতীয় ভাবের সহিত শনির সংযোগের ফলাফল

জাতকের বাকজড়তা থাকবে, কম কথা বলবে, নীরবতা পছন্দ করবে l কণ্ঠস্বর আকষণীয় হবে না, বাক্যে পটু হবে না l নিরুৎসাহিত হয়ে কথা বলবে, স্বল্প কথায় জবাব দেবে l বাসি, ঠান্ডা, নিরামিষ খাবার পছন্দ করে, পরিবার ছোট হয় l

শনি পীড়িত হলে নির্ধন বা ধনকষ্ট নির্দেশ করে l অর্থব্যয়ের ব্যাপারে কৃপণ হয় l এরা মিতব্যয়ী, সঞ্চয়শীল হয় l আর্থিক সাফল্যে বাধা, ও হতাশা নির্দেশ করে l

পীড়িত শনি মুখমন্ডলের গঠনগত ক্রুটি/বিকৃতি, দাঁতের গঠনগত সমস্যা, দৃষ্টিশক্তির সমস্যা বা অন্ধত্ব নির্দেশ করে l

তৃতীয় ভাবের সহিত শনির সংযোগের ফলাফল

জাতক গতানুগতিক ধারা মেনে চলে, চট করে নতুন কোনও বিষয় বা অভিনব ধারণা গ্রহণ করতে পারে না, প্রাচীনপন্থী হয় l এরা কোনও মত বা ধারণা সহজে ছাড়তে পারে না l এদের ভাবভঙ্গি, নড়াচড়া বা কাজকর্ম ধীরগতির হয় তবে জাতক যে কোন বিষয়ে সহজেই মনোসংযোগ করতে পারে, স্মৃতিশক্তি ভালো হয় l জাতকজাতিকার ভ্রাতাভগ্নির সংখ্যা কম হয়, খুব কম সংখ্যক আত্মীয় স্বজনের সঙ্গে সম্পৰ্ক রাখে l জাতকজাতিকা সতর্ক, হিসেবিও ভীতু প্রকৃতির হয় l

এদের হাতের লেখা বিশেষ সুন্দর হয় না, লেখালেখির ব্যাপারে যোগ, অধ্যাত্মবাদ, দর্শন প্রভৃতি বিষয়ে প্রবন্ধ লেখা নির্দেশ করে l

এরা ধ্যৈর্যশীল, অধ্যবসায়ী, শান্ত, ধীরস্থির হয় l জাতক আত্মমগ্ন, একাগ্রচিত্ত, সাবধানী, নিয়মনিষ্ট, দায়িত্ব কর্তব্য পরায়ণ, আত্মসংযমশীল, শৃঙ্খলাপরায়ণ, রক্ষণশীল, সঞ্চয়শীল, ভাবলেশহীন,সৎ অথচ কিছুটা অলস বা কুঁড়ে প্রকৃতির হয়ে থাকে l

আর অশুভ শনির প্রভাবে জাতক উদাসীন, আবেগহীন, অসতর্ক, ভীত, দুর্বল মানসিকতাযুক্ত, নিরুৎসাহ, উত্তেজনাহীন, স্থূলবুদ্ধির হয়ে থাকে l জাতকের স্বাভাবিক বোধবুদ্ধি কম থাকে, সহজাত চিন্তাভাবনাহীন, বোকা, জরভাবাপন্ন হয়ে থাকে l

তৃতীয় ভাবের সহিত শুভ শনির সংযোগ দাবা খেলোয়াড়দের মধ্যে দেখা যায় l

চতুর্থ ভাবের সহিত শনির সংযোগের ফলাফল

জাতকের পুরাতন গৃহে বসবাস, অন্ধকারাচ্ছন্ন গলির মধ্যে বাড়ি, বাড়িতে থাকার কষ্ট বা ঘর ছোট হয় l বাড়িঘর অপরিষ্কার, নোংরা, গৃহে সাজসজ্জার অভাব থাকে বা বাড়ির গঠনে সৌন্দর্যের অভাব থাকে l এই যোগ basement/ undergrond ঘর নির্দেশ করে, ঘরবাড়িতে দারিদ্রতার লক্ষণ প্রকাশ পায় l সাধারণত পৈতৃক গৃহে বসবাস নির্দেশ করে, বাড়ি বা আশেপাশের পরিবেশ ভালো হয় না, বাড়ি নিচু জলজায়গায় বা ঐতিহাসিক স্থানের পাশে বা মন্দির, মার্জার, শশ্মানের,  তীর্থস্থানের কাছে বাড়ি নির্দেশ করে l বাড়িতে কুঁয়ো বা নলকূপের থাকার সম্ভবনা, বাড়ি অসম্পূর্ণ হয়ে পড়ে থাকতে পারে বা নির্জন এলাকায় বাড়ি নির্দেশ করে l

আর অশুভ শনির প্রভাবে জাতক নানারকম বাধা বা কষ্টের মধ্যে বাস করে, সাংসারিক বা পারিবারিক ব্যাপারে সুখী হয় না, বাসগৃহে স্বাচ্ছন্দের অভাব, পারিবারিক কারণে উন্নতিতে বাধা, পৈতৃক সম্পত্তি নাশ, ভাড়াবাড়িতে বসবাস, disput জমিতে বসবাস নির্দেশ করে l জাতক বাড়িতে নিজের মত একলা থাকতে পছন্দ করেl

শুভ যোগে মৃত ব্যাক্তির সম্পত্তি উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি নির্দেশ করে l

শনি শুভ হলে বিদ্যাশিক্ষায় কঠোর অধ্যবসায়, একাগ্রচিত্ত, মনোসংযোগ নির্দেশ করে l পড়াশোনার ক্ষেত্রে লেগেপড়ে থাকা থাকে, ধৈযশীল হয়, বিদ্যার বিষয়ে নিয়মনিষ্ঠ, শৃংখলাপরায়ণ হয় l কিন্তু অশুভ শনির প্রভাবে পড়াশোনায় ধীরগতিসম্পন্ন, পড়ার সময় অন্য ব্যাপারে আত্মমগ্ন থাকা, অলসতা, কুঁড়েমি, উদাসীনতা, বা পড়াশোনায় নিরুৎসাহ নির্দেশ করে l চট করে নতুন কোনও বিষয় বুঝতে পারে না, পড়াশোনায় স্থূলবুদ্ধি বা বোকামির পরিচয় দেয় l শনি অত্যন্ত অশুভ হলে মূর্খতা নির্দেশ করে, এরা বিলম্বে লেখাপড়া শেখে বা শুরুতেই বিদ্যাশিক্ষায় চ্ছেদ বা জীবনে বিদ্যালয়ের মুখ না দেখা নির্দেশ করে l

চতুর্থ ভাবের সঙ্গে সম্পর্কিত শনি জাতকের ইতিহাস, দর্শন, সাহিত্য, ভূগোল, প্রত্নতত্ত্ব, চামড়া, খনিজ পদার্থ, ধাতু সম্পর্কিত বিদ্যাশিক্ষা নির্দেশ করে l

বাহনের ক্ষেত্রে পুরাতন বাহন ক্রয় বা বাহন লাভ নির্দেশ করে l

পঞ্চম ভাবের সহিত শনির সংযোগের ফলাফল

জাতকের বিলম্বে সন্তানপ্রাপ্তি, বা সন্তানপ্রাপ্তিতে বাধাবিঘ্ন নির্দেশ করে l

অশুভ শনির প্রভাবে শারীরিক প্রতিবন্ধকতার কারণে নিঃসন্তান বা বন্ধ্যাত্ব নির্দেশ করে বা মৃত সন্তান প্রসব, বিকলাঙ্গ সন্তান প্রসব বা সন্তানের শারীরিক ত্রুটি নির্দেশ করে l তাছাড়া সন্তান ঘটিত ব্যাপারে দুঃখ, দুশ্চিন্তা, হতাশা আসতে পারে, সন্তান সংখ্যা সীমিত হয় l সন্তানের শারীরিক দুর্বলতা, ভগ্ন স্বাস্থ্য, রুগ্ন দেহ নির্দেশ করে l

প্রেমের ব্যাপারে নিরুৎসাহ হয়, প্রেম করতে চায় না করলেও মিশতে পারে না বা নিজেকে প্রকাশ বা ব্যাক্ত করতে পারে না l একনিষ্ঠ প্রেমের পক্ষপাতী হয় l এদের হৃদয়ে রসবোধের মাত্রা বিশেষ থাকে না l প্রেমের ব্যাপারে চাহিদা থাকে না, আত্মসংকোচের কারণে ও রসবোধের অভাবে প্রেম নিবেদন করতে পারে না l এই যোগ দীর্ঘকালীন প্রেমজ সম্পৰ্ক নির্দেশ করে l

আর শনি অশুভ হলে প্রেমে হতাশা, নৈরাশ্য, বৈৰাগ্য নির্দেশ করে l জাতকের বয়স্ক, অসুস্থ, বিধবা বা ভৃত্য, চাকরের সঙ্গে প্রেমজ সম্পর্ক নির্দেশ করে l এদের শারীরিক অভিব্যাক্তি বিশেষ আকর্ষণীয় হয় না l হৃদয়ে ভালোবাসার অভাব, গভীরতার অভাব বা প্রেমে তৃপ্তির অভাব থাকে l

গৃহে পুরাতন মন্দির বা মূর্তি থাকার সম্ভবনা, আধ্যাত্বিক চর্চা, যৌগিক ক্রিয়াকলাপের মধ্যে সুখ লাভ নির্দেশ করে l কোঠিন ও নিরস বিষয়ের মধ্য দিয়ে সুখ উপভোগ নির্দেশ করে l শনি অশুভ হলে উদাসীন, আবেগহীন হয়l জাতকের দুর্বল মানসিকতা, নিরুৎসাহ, স্ফুর্তির অভাব, উত্তেজনাহীন, স্বার্থপরতা হৃদয়হীনতা, সহানুভূতির অভাব নির্দেশ করে l জাতক স্নেহ প্রীতির ব্যাপারে মনোকষ্ট পাবেই - এটাই বিধির বিধান l

ষষ্ট ভাবের সহিত শনির সংযোগের ফলাফল

এই যোগ জাতকের স্বাস্থ্য সম্পর্কে বিশেষ শুভ যোগ নয় l পূর্ণ স্বাস্থ্য সুখ কখনোই পায় না l ভগ্ন স্বাস্থ্য, রুগ্ন দুর্বল স্বাস্থ্য নির্দেশ করে l শারীরিক অত্যাচার, পরিশ্রম জাতকের স্বাস্থহানির কারণ হতে পারে l যে কোনও পুরাতন রোগভোগ, উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত বংশগত রোগ, যে কোনও দীর্ঘস্থায়ী ক্রনিক ধরণের রোগব্যাধি শনি নির্দেশ করে l

রোগভোগের মধ্যে বাত, যক্ষা, হাঁপানি, চর্মরোগ, ক্লীবতাl অজীর্ণতা, হাড়ের রোগ, চুল ও দাঁতের রোগ, স্পন্ডেলাইসিস, joint pain, নার্ভের ক্রনিক রোগ, কোষ্ঠকাঠিন্য, আমাশয়, অপুষ্টি, অকারণে ভয়, ঠান্ডা লাগা, পোলিও, অঙ্গচ্ছেদ, শরীরের কোনও অংশে পাথর, কিডনির রোগ শনি নির্দেশ করে l

এই যোগ অন্যের অধীনে চাকরি করা, পরিশ্রমসাধ্য কাজ, ভৃত্য ও চাকর নির্দেশ করে, দীর্ঘদিন ধরে শত্রুতা, মামলা মকদ্দমা নির্দেশ করে l

সপ্তম ভাবের সহিত শনির সংযোগের ফলাফল

সাধারণত এই যোগ বিলম্বে বিবাহ, নিজের বয়সের তুলনায় অনেকটা বড়ো কারো সাথে বিবাহ বা স্বামী - স্ত্রীর বয়সের মধ্যে যথেষ্ট পার্থক্য থাকতে পারে, বয়স্ক কোনও নারী বা পুরুষের সাথে বিবাহ নির্দেশ করে l বিবাহিত জীবনে একনিষ্ঠতা থাকে, এই সংযোগে দ্বিবিবাহ যোগ নষ্ট হয়ে যায় l স্বামী - স্ত্রীর মধ্যে গতানুগতিক সম্পর্ক টিকে থাকে  তবে এরা কখনোই জীবনসঙ্গীকে ভুলতে পারে না l

আর অশুভ শনির প্রভাবে বিবাহ না হওয়া, দাম্পত্য জীবন দুঃখময় হওয়া, বিধবা হয়ে যাওয়া, বিবাহিত জীবনে রোমান্টিকতা না থাকা,  নির্দেশ করে l বিবাহিত জীবনে এরা জীবনসঙ্গীকে বিশেষ পরিতৃপ্ত করতে পারে না, যৌনক্ষমতা ভালো থাকে না, শারীরিক অভিব্যক্তির ব্যাপারে বিশেষ আকর্ষণ লক্ষ্য করা যায় না, জীবনসঙ্গী রুগ্ন, দুর্বল দেহের, ক্লীব, শারীরিক ত্রুটি যুক্ত হতে পারে l জীবনসঙ্গীর মনের মধ্যে হতাশা, নৈরাশ্য ও বৈরাগ্য কাজ করে, জীবনসঙ্গীকে দেখতে বিশেষ সুশ্রী ও আকর্ষণীয় হয় না l শিরা ও হাড় বের করা চেহারা, কুৎসিত মুখমন্ডল, রোগাটে - লম্বাটে, শরীরে লাবণ্যের অভাব, কোটরাগত চক্ষু, দাঁতের গঠন ত্রুটিযুক্ত, মাথায় চুলের পরিমান কম হয় l জীবনসঙ্গী পরিশ্রমী, কর্তব্যপরায়ণ, মিতব্যয়ী ও ধৈর্যশীল হয় l

অষ্টম ভাবের সহিত শনির সংযোগের ফলাফল

 অশুভ শনির প্রভাবে  প্রবল বাধাবিগ্ন, দেরি, চরম হতাশা, অপ্রাপ্তি, মহাদরিদ্র, দুর্ভাগ্য, অপরিপূর্ণতা, অসহায় অবস্থা, দুর্বলতা, বঞ্চিত হওয়া, শোক- দুঃখ, দুশ্চিন্তা নির্দেশ করে কোনও প্রকার দৈব কারণে ক্ষতি, মৃত্যুচিন্তা, ভয়, আত্মহত্যা করার প্রবণতা লক্ষ্য করা যায় l এই যোগে জন্মসময় থেকে পঙ্গুত্ব, অঙ্গবিকৃতি,  ত্রুটিপূর্ণ গঠন, দুর্ঘটনার কারণে অস্থিভঙ্গ, পঙ্গুত্ব নির্দেশ করে l কঠিন দীর্ঘস্থায়ী রোগ, দুরারোগ্য ব্যাধি ও তাহার ফলেই মৃত্যু নির্দেশ করে l অসহ্য শারীরিক ও মানষিক যন্ত্রনা নির্দেশ করেl

আর শুভ শনি জাতকের আয়ু বৃদ্ধি করে, বার্ধক্যজনিত কারণে মৃত্যু নির্দেশ করে l পূর্বপুরুষের বা মৃত ব্যাক্তির সম্পত্তি প্রাপ্তি নির্দেশ করে l নির্জন স্থানে মৃত্যু হতে পারে l

নবম ভাবের সহিত সম্পর্কিত শনির ফলাফল

জাতকের ধর্মের ব্যাপারে গভীর অনুরাগ, যোগ, ধ্যান আত্মসংযম প্রভৃতি ধর্মের সঙ্গে যুক্ত বিষয়গুলি জীবনের সাথে যোগসূত্র তৈরী করে l ধর্মের অনুশাসন, নিয়মনীতি, শৃঙ্খলতা মেনে চলে, ধর্মের ব্যাপারে প্রাচীনপন্থী - প্রচলিত আচার ব্যবহার সংস্কৃতিকে কখনোই ছাড়তে পারে না l সহজে নিজের ধর্মমত পরিবর্তন করতে চায় না l আধ্যাত্বিক প্রবণতা থাকে, দার্শনিক হয় l এই যোগ সৎসঙ্গ, ধর্মীয়স্থান, তীর্থক্ষেত্র, উত্তরাধিকার, বংশানুক্রমিক বিষয়, বৃদ্ধ জ্ঞানী ব্যাক্তির সাহচর্য বা ঘনিষ্ট সম্পর্ক নির্দেশ করে l জাতক বড়োদের মতামত মেনে চলে l

শনি পীড়িত হলে পিতৃহানি, দুর্ভাগ্য নির্দেশ করে l

দশম ভাবের সহিত সম্পর্কিত শনির ফলাফল

কর্মে আলস্য, জড়তা, ভারী ও পরিশ্রমসাধ্য কাজ, কর্মপ্রাপ্তিতে বিলম্ব, হওয়া কাজ না হওয়া, কর্মে হতাশা, নৈরাশ্য, ফলহানি, কর্মচ্ছেদ, কর্মচারী শ্রেণীর কাজ, নিচু মানের কাজ, কর্ম পরিবর্তন না করে একই গতানুগতিক কর্মে লেগে থাকা, কর্মে দায়িত্ববোধ, একনিষ্ঠতা, অধ্যাবসায় ও প্রচেষ্টা থাকে l

শনি নির্দেশিত কর্মের মধ্যে শ্রমিক, কঠোর ভারবাহী কাজ, কুলিমজুর, দাসত্ববৃত্তি, ভিক্ষাবৃত্তি, রাজমিস্ত্রি, মালি, ঝাড়ুদার, প্রহরী, কাঠুরে, কাঠমিস্ত্রি, কৃষিকার্য, মাটির তলার দ্রব্য, ধাতব পদার্থ নিয়ে কাজ, খনি ও খনিজ দ্রব্য নিয়ে কাজ, ভূত্বকের সঙ্গে যুক্ত কাজ - মাটি খোঁড়া, কূপ খনন, স্থূল ভারী পদার্থ নিয়ে কাজ - কাঠ, পাথর, মাটি, লোহা, কয়লা, কৃষ্ণবর্ণজাত পদার্থ  কালী, চামড়া প্রভৃতির সঙ্গে যুক্ত কাজ, কামার, লৌহ স্টিল এর যন্ত্রাংশ তৈরির কারখানা, পেট্রোলিয়ামজাত দ্রব্য, প্রাচীন বা ঐতিহাসিক বিষয়, শশ্মানের কর্মী, আধাভৌতিক কাজকর্ম, মেকানিকাল ইঞ্জনিয়ার, হাড় - দাঁত- চামড়া((skin), পোস্ট মর্টেম এর ডাক্তার নির্দেশ করে l

একাদশ ভাবের সহিত শনির সংযোগের ফলাফল

ধৈর্য অধ্যাবসায়ের দ্বারা সাফল্যলাভ l সংযম, আত্মরক্ষনশীলতার কারণে সাফল্য, আত্মত্যাগের মাধ্যমে সাফল্য ও তৃপ্তি, বিলম্বে সাফল্যে ও উন্নতি নির্দেশ করে l এই যোগ সঞ্চিত ধন- সম্পদ নির্দেশ করে l জাতকের বন্ধু সংখ্যা কম হয়, দু-একজন বন্ধু ছাড়া কারো কাছ থেকে সাহায্য পায় না বা আশা করে না l

দ্বাদশ ভাবের সহিত শনির সংযোগের ফলাফল

আত্মত্যাগ, নির্জন স্থানে বসবাস, নিঃস্বঙ্গতা, একাকীত্ত্ব, মোক্ষলাভের প্রতি ঝোক, গৃহত্যাগী বা উলঙ্গ সন্ন্যাসী, ভোগসুখে অনীহা, মর্মান্তিক বিচ্ছেদ, দেউলিয়া হয়ে যাওয়া, নিজের মতো থাকা নির্দেশ করে l শনি পীড়িত হলে অঙ্গহানি, পঙ্গুত্বের কারণে শয্যাশায়ী অবস্থা, রোগের কারণে হসপিটালে ভর্তি, পায়ের কোনোরূপ ত্রুটি নির্দেশ করে l

মোটামুটি এই হল রাশিচক্রের দ্বাদশ ভাবের সহিত শনির সংযোগের ফলাফল


উপরিউক্ত ফলাফল ভাবের সহিত গ্রহের সাধারণ ফলাফল বিশেষত জ্যোতিষ শাস্ত্রের শিক্ষার্থীদের জন্যে আলোচিত l প্রিয় পাঠকবর্গ অনুগ্রহ করে উপরিউক্ত বৈশিষ্ট সমূহকে চূড়ান্ত বলে বিবেচনা করবেন না কারণ ফলাফল সঠিক ভাবে অঙ্কিত সম্পূর্ণ রাশিচক্রের গ্রহদের সহিত সম্পর্কিত অন্যান্য গ্রহ, ভাব ও রাশির বৈশিষ্ট্যর সমন্বয়ে নির্ধারিত হয় l কেবলমাত্র কোনো একটি ভাবস্থ বা রাশিতে অবস্থিত গ্রহের সাধারণ ফল ফলাদেশের অংশবিশেষ হলেও সম্পূর্ণ ফল নয় অর্থাৎ বিষয়টি সহজেই অনুমেয় যে "আমার ক্ষেত্রে আংশিক মিললো বা আমার তো কিছুই মিললো না" --- এ প্রসঙ্গে এই ধরণের উক্তি অপ্রাসঙ্গিক বা অপ্রয়োজনীয় l

একই রাশিতে একই বিন্দুতে অবস্থিত একটি গ্রহ তাহার সহিত সম্পর্কিত অন্যান্য গ্রহের ও ভাবের সমন্বয়ে ( অন্যান্য গ্রহের অবস্থান বা ভাবসকল পরিবর্তিত হলে ) বা একটি ভাবে বিভিন্ন বিন্দুতে অবস্থিত একটি গ্রহের (অন্যান্য গ্রহ ও ভাবের অবস্থান অপরিবর্তিত থাকলেও )  সম্ভাব্য ফলের পরিবর্তন অসংখ্য হতে পারে ... সুতরাং রাশিচক্রে একই ভাবে বা একই রাশিতে একটি গ্রহ অবস্থান করলেও প্রত্যেক জাতক জাতিকার উক্ত গ্রহ সম্পর্কিত বৈশিষ্টবলীর বা ফলের তারতম্য হওয়াটাই স্বাভাবিক l

উদাহরণ স্বরূপ ধরা যাক একশত জাতক জাতিকার লগ্নে শনি অবস্থিত, তাহলে সকলের ক্ষেত্রে শনি কি একই ফল দেবে ?

না --- সাধারণ কিছু বৈশিষ্ট্যগত মিল থাকলেও, শনির ভাববিন্দুগত অবস্থান বা রাশিগত অবস্থানের তারতম্য এবং শনির সহিত সম্পর্কিত অন্যান্য গ্রহ ও ভাবের সম্পর্কের পার্থক্য হেতু প্রতিটি জাতক জাতিকার ক্ষেত্রে শনি প্রদেয় ফলের পার্থক্য থাকবেই ...


This is one of the stage of how to learn Vedic and Modified KP Astrology.


If you want to know more about Astrology lesson ---

Please comments and to get early notifications --- follow and share this article.