Cuspal sublord and their significance (Lesson 1/ Part 6) লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Cuspal sublord and their significance (Lesson 1/ Part 6) লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

Cuspal Sublord and their significance (Lesson 1/Part 6)

 Modified KP Astrology  

        Astrology Rullings

       Lesson 1 ---  ( Part - 6)

Modified KP Astrology Rullings




 Cuspal Sublord and their significance of nineth  house : ---

1 + 1 =

লগ্নের sublord লগ্নের significator হলে (KP Astrology- র ক্ষেত্রে) জাতক স্বাস্থ্যের ব্যাপারে যত্নবান হবে l রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে l স্বচেষ্টায় সাফল্য লাভ হবে l

সনাতন বা বৈদিক Astrology র ক্ষেত্রে ধরতে হবে লগ্নপতি লগ্নে অবস্থিত/থাকলে জাতক স্বাস্থ্যের ব্যাপারে যত্নবান হবে l রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে l স্বচেষ্টায় সাফল্য লাভ হবে l

     ***   ( আমি KP  ও  Modified KP Astrology - র rullings  বলছি, আপনারা প্রথমটার মত সব rullings- এর জন্যে --- সনাতন বা বৈদিক জ্যোতিষের ক্ষেত্রে sublord এর জায়গায় ভাবপতি ধরে নেবেন)

9+1 =

জাতকের গুরুজন বা পিতার সহিত সুসম্পর্ক থাকবে l জাতক ধার্মিক, সৎ, উচ্চাদর্শ যুক্ত, সাত্ত্বিক, উদার, ন্যায়নীতি পরায়ণ, হবে l গুরুজনদের শ্রদ্ধা ও সন্মান করবে, অন্যকে শাসন ও নিয়ন্ত্রণ করবে, দূরে ঘুরতে যাওয়ার মানসিকতা থাকবে l উচ্চশিক্ষা, গবেষণা প্রভৃতি ব্যাপারে আগ্রহ থাকবে l আন্তর্জাতিক ব্যাপার বা রাজনৈতিক ব্যাপারের সাথে যুক্ত থাকবে l জাতক জ্ঞানী হবেন, অবচেতন মনের বিকাশ হবে, আধ্যাত্মিক চেতনার বিকাশ ও intution power ভাল থাকবে l

9+2 =

এই যোগে পিতার অর্থ থেকে লাভবান, ধর্মীয় বিষয় থেকে অর্থপ্রাপ্তি, বিদেশি বা অচেনা ব্যাক্তি হতে অর্থপ্রাপ্তি ঘটে l উচ্চশিক্ষার কারণে অর্থলাভ, কোনও কিছু আবিষ্কারের মাধ্যমে অর্থলাভ, আন্তর্জাতিক ব্যাপারে অর্থলাভ, গুরুগিরির মাধ্যমে অর্থলাভ নির্দেশ করে l

9+3 =

এই যোগ যোগাযোগে সফলতা, ভ্রমণের ব্যাপারে শুভ ফল, ভ্রাতাভগ্নির সহিত সুসম্পৰ্ক ও তাঁদের উন্নতিও শুভত্ব নির্দেশ করে l জাতক নিজ লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে l ভ্রাতাভগ্নি, আত্মীয়স্বজন, প্রতিবেশীর সহিত সুসম্পর্ক ও তাঁদের দ্বারা লাভবান হওয়া নির্দেশ করে l জাতকের জীবনে শুভ যোগাযোগ আসবে, আত্মপ্রচেষ্টায় উন্নতি, আলাপ আলোচনায় সাফল্য, ভ্রাতা ভগ্নির দ্বারা জীবনে উন্নতি নির্দেশ করে l

9+4 =

এই যোগে উচ্চশিক্ষালাভ, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, পিতৃ-মাতৃ সাহচর্যলাভ, ধর্ম, দর্শন, রাজনীতি, শাসন বিভাগ, আইন প্রভৃতি বিষয় নিয়ে পড়াশোনা করা ও পিতৃগৃহে বসবাস নির্দেশ করে l

9+5 =

এই যোগে ধর্মে মতি, দৈব আশীর্বাদ, স্বপ্নে ঈশ্বর দর্শন, মনের পবিত্রতা, উচ্চ আদর্শ, বেদ, সাহিত্য, দর্শন প্রভৃতি বিষয়ে আকর্ষণ, জাতক ধার্মিক হবে ও ঈশ্বরের প্রতি ভক্তি, বিশ্বাস, পূজার্চনা আগ্রহী হবে l শিল্প বা ক্রীড়া মূলক বিষয় নিয়ে উচ্চশিক্ষা নির্দেশ করে l নিজের থেকে বয়সে বড় কারো সাথে প্রেম বা গুরু বা বসের সাথে প্রেমজ সম্পর্ক হতে পারে l পুত্রের উচ্চশিক্ষা, দীক্ষা নেওয়া, বিদেশি ব্যাক্তির সহিত প্রেম, আধ্যাত্মিক চিন্তাভাবনার বিকাশ, শিল্পসংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক কোনও যোগাযোগ নির্দেশ করে l

9+6 =

এই যোগে পিতার অসুস্থতা, পিতার সহিত ঝামেলা বা শত্রুতা বা মতের অমিল, কোনও উচ্চপদে উপনীত হওয়ার জন্যে প্রতিযোগিতা মূলক ভাবে অংশগ্রহণ করা, কোনও অপরিচিত ব্যাক্তি বা বিদেশি ব্যাক্তি, উচ্চপদস্থ ব্যাক্তির সহিত শত্রুতা, ধর্মীয় ব্যাপারে দ্বন্দ্ব বা মতপার্থক্য, উচ্চশিক্ষা বা গবেষণার ক্ষেত্রে নিরলস পরিশ্রম, বংশানুক্রমিক রোগব্যাধি প্রভৃতি নির্দেশ করে l

9+7 =

এই যোগে দেখেশুনে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ, জীবনসঙ্গী ধার্মিক, সৎ, শিক্ষিত ও উচ্চ আদর্শের হবে l এই যোগে বিজাতীয় বা অন্য ধর্মের স্বামী বা স্ত্রী প্রাপ্তি হয়, বয়সের তুলনায় বড় স্বামী বা স্ত্রী লাভ নির্দেশ করে l দেশের মধ্যে দূরবর্তী স্থানে বিবাহ নির্দেশ করে l জীবনসঙ্গীর সহিত পিতার সুসম্পর্ক গুরুস্থানীয় কারো বিবাহ নির্দেশ করে l এই যোগে স্বামী স্ত্রীর দূরভ্রমণ ও আন্তর্জাতিক বাণিজ্য নির্দেশ করে l

9+8 =

এই যোগে জাতক গুরুজন কতৃক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারেন l উচ্চশিক্ষায় বাধা থাকবে l কোনও অপরিচিত ব্যাক্তি বা বিদেশি ব্যাক্তির দ্বারা বিপদগ্রস্থ হতে পারেন l ধর্মীয় কারণে, রাজনৈতিক কারণে বা আইনগত কারণে জাতকের বিপদে পড়ার সম্ভবনা থাকবে l এই যোগে জাতক পূর্বজন্মের কৃতকর্মের ফল ভোগ করবে l পিতার মৃত্যু, পিতার বিপদ, পিতার অপারেশন বা দারিদ্র যোগ নির্দেশ করে l এই যোগে আন্তর্জাতিক কোনও সংস্থার কোপদৃষ্টিতে জাতক ক্ষতিগ্রস্ত হতে পারেন l

9+9=

এই যোগে জীবনে সদ্গুরু লাভ, কোনও আবিষ্কার বা গবেষণা মূলক বিষয়ে উন্নতি বা সম্পৰ্ক নির্দেশ করে l এই যোগ উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ, রাজনৈতিক ক্ষেত্রে শুভ সংযোগ নির্দেশ করে, পূর্বজন্মের সুকৃতি, জীবনে কোনও আন্তর্জাতিক বিষয়ের সঙ্গে সংযোগ, আধ্যাত্মিক চেতনার বিকাশ, গুরুজনদের আশীর্বাদ লাভ ও যে কোনও প্রকার গুরু হওয়ার উপযুক্ত যোগ্যতা নির্দেশ করে l

9+10=

এই যোগে পিতৃকর্ম, যে সকল কর্মে অপরকে পরিচালনার বিষয় থাকে, গবেষণা মূলক কর্ম, গুরুগিরি, শিক্ষামূলক কর্ম, ধর্মীয় কর্ম, পুরোহিত, রাজনৈতিক কর্ম, প্রশাসনের সঙ্গে যুক্ত কর্ম, বিচার ব্যাবস্থার সঙ্গে যুক্ত কর্ম, আন্তর্জাতিক বিষয় সম্পর্কিত কর্ম প্রভৃতি নির্দেশ করে l

9+11=

এই যোগে উচ্চশিক্ষায় সফলতা, পিতা বা পিতৃতুল্য কোনও ব্যাক্তি কতৃক সফলতা, সরকার কতৃক সাহায্য লাভ নির্দেশ করে l

9+12=

এই যোগে বিদেশ গমন, অকালে পিতৃহানি, পিতার সহিত বিচ্ছেদ, উচ্চশিক্ষায় চ্ছেদ, উচ্চশিক্ষার কারণে বিদেশ যাওয়া, গুরুজন কতৃক গুপ্তশত্রুতা, সরকারের সহিত দ্বন্দ ও মোক্ষলাভ নির্দেশ করে l

 Cuspal Sublord and their significance of tenth  house : ---

10+1 =

জাতক নাম, যশ, খ্যাতির অধিকারী হবেন l সমাজে প্রতিষ্ঠা পাবেন, কর্মের ব্যাপারে মর্যাদা প্রাপ্তি হবে l জাতক সন্মান জনক কর্মে লিপ্ত হবেন এবং জনপ্রিয় হবেন l

10+2 =

কর্মের মাধ্যমে অর্থলাভ, আর্থিক প্রতিষ্ঠা-যশ-খ্যাতি-মর্যাদা প্রাপ্তি ঘটে l নাম-যশের কারণে অর্থলাভ, অর্থ ব্যবহারের/প্রয়োগের মাধ্যমে অর্থলাভ, বাক্য ব্যবহারের মাধ্যমে অর্থলাভ নির্দেশ করে l

10+3 =

এই যোগে জাতকের কর্মসংক্রান্ত সকল যোগাযোগ শুভ হবে l ব্যাবসার ক্ষেত্রে ডিলার বা ড্রিস্টিবিউটরশীপ নির্দেশ করে l সাংবাদিকতা বা লিখালিখির কাজে দক্ষ হয় l অধস্তনদের পরিচালিত করে কর্ম করিয়ে নেওয়ার সহজাত দক্ষতা জাতকের থাকবে l এছাড়া ভ্রাতাভগ্নির কর্মজীবন ও ভ্রমণ সংক্রান্ত সাফল্য নির্দেশ করে l

10+4 =

এই যোগে বাসস্থানের নিকটবর্তী এলাকায় কর্ম, বিদ্যাশিক্ষা মূলক কর্ম, শিক্ষকতা মূলক কর্ম, professional course বা কর্মমুখী প্রশিক্ষণ নির্দেশ করে l এই যোগে কর্মস্থল, কর্মের প্রতিষ্ঠান, কারখানা, বাহন সংক্রান্ত কর্ম, গৃহ হতে কর্ম, কৃষিকাজ, জমি-জায়গা-ঘর-বাড়ি-খামার-খনি-জলাশয়-পুকুর-কূপখনন সংক্রান্ত কর্ম নির্দেশ করে l

10+5 =

এই যোগে শিল্পকলা, অভিনয়, সৌখিন জাতীয় কাজ, বিনোদন মূলক দ্রব্য ও জুয়েলারি/অলংকার দ্রব্য বিষয়ক কাজ, ফাটকামূলক কাজ, বেকারত্ব, আরামদায়ক কাজ, ঝুঁকিপূর্ণ কাজ, গান বাজনা ছবি আঁকা ও নৃত্য বিষয়ক কাজ নির্দেশ করে l সন্তানের কর্ম, পূজার্চনা, জ্যোতিষশাস্ত্র, বুদ্ধিমত্তা সংক্রান্ত কর্ম নির্দেশ করে l কর্মের প্রতি বিশেষ ঝোক থাকে না l এছাড়াও fashion designing, hotel, bar, restaurant, beauty parlor, সর্বপ্রকার খেলাধুলা, দেবমূর্তি নির্মাণ, পূজার দ্রব্যাদি, ফুল-ফল বিক্রেতা, মনোরঞ্জনমূলক দ্রব্য, প্রসাধন সামগ্রী, ম্যাসাজ, ফিজিওথেরাপি, ঔষধ ও কৌতুক বিষয়ক কাজ নির্দেশ করে l জাতক সমাজসেবী ও জনগণের প্রিয় হয় l

10+6 =

এই যোগে বাধাধরা কর্ম বা চাকুরী নির্দেশ করে l এছাড়া কর্মস্থলে শত্রুতা, কর্মের কারণে ঋণ, কর্মের কারণে শত্রুতা, কর্মের সঙ্গে ভাড়া দেওয়া বা নেওয়ার ব্যাপার, কর্মের কারণে অসুস্থতা, অতিরিক্ত পরিশ্রম, রোগব্যাধি চিকিৎসার সঙ্গে যুক্ত কর্ম, কর্মসংক্রান্ত কারণে মামলা মোকদ্দমা, কর্মে পরিশ্রমের কারণে অসুস্থতা নির্দেশ করে l

10+7 =

এই যোগে ব্যবসা নির্দেশ করে l এছাড়া স্বামী বা স্ত্রীর ব্যাক্তিগত কর্ম, কর্মসূত্রে বিবাহ, বিবাহের কারণে সমাজে নাম যশ প্রাপ্তি, আভিজাত্যপূর্ণ বনেদি বংশে বিবাহ এবং কর্মে অংশীদার নির্দেশ করে l

10 +8 =

এই যোগে জাতক জীবনে পছন্দসই কর্ম পাবে না l এই যোগ নির্দেশ করে বেকারত্ব, কর্মের কারণে প্রবল দুশ্চিন্তা, কর্মের স্থলে বাধা, অসামাজিক কর্মের কারণে বদনাম, পদোন্নতিতে বাধা, ঘুষ নেওয়া, গুপ্তপথে উপার্জন, ফাটকা বা জুয়ায় লাভবান এবং গুপ্ত বিদ্যা দ্বারা উপার্জন নির্দেশ করে l

10+9 =

এই যোগে পিতৃকর্ম, যে সকল কর্মে অপরকে পরিচালনার বিষয় থাকে, গবেষণা মূলক কর্ম, গুরুগিরি, শিক্ষামূলক কর্ম, ধর্মীয় কর্ম, পুরোহিত, রাজনৈতিক কর্ম, প্রশাসনের সঙ্গে যুক্ত কর্ম, বিচার ব্যাবস্থার সঙ্গে যুক্ত কর্ম, আন্তর্জাতিক বিষয় সম্পর্কিত কর্ম প্রভৃতি নির্দেশ করে l

10+10=

এই যোগে কর্মজীবনে প্রতিষ্ঠা প্রাপ্তি হবে, জাতক নাম, যশ, মর্যাদা লাভ করতে পারবে, কর্মের কারণে উচ্চমহলে প্রশংসিত হবে, জাতক সাধারণের প্রিয় হবে অর্থাৎ জাতকের প্রতি ভালো জনসমর্থন থাকবে l

10+11=

এই যোগে কর্মপ্রাপ্তি বা কর্মের ক্ষেত্রে উন্নতি/promotion, পছন্দসই বা মনমতো কর্মলাভ ও নাম যশ খ্যাতি ও প্রতিষ্ঠা পাবে l জাতক কর্মের মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে এবং সকলের সাথে সুসম্পৰ্ক থাকবে l

10+12=

এই যোগে কর্মচ্ছেদ, কর্মের কারণে দূরবর্তী স্থানে গমন বা বিদেশ যাত্রা, কর্ম পরিবর্তন, কর্মস্থল পরিবর্তন, মান সন্মান নাম যশের হানি, কর্মের কারণে আত্মত্যাগ, কর্মহীনতা, কর্মের কারণে দূরবর্তী স্থানে একাকী বা নিঃসঙ্গ থাকা নির্দেশ করে l

আরও দেখুন ---

Fortuna point --- আপনার সৌভাগ্যের দিশারী

https://modifiedkpastrology.blogspot.com/2020/12/fortuna-point.html


This is one of the stage of how to learn Vedic and Modified KP Astrology.