স্বরসতী যোগ বা জ্ঞানবুদ্ধি যোগ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
স্বরসতী যোগ বা জ্ঞানবুদ্ধি যোগ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১০ এপ্রিল, ২০২১

সরস্বতী যোগ বা বিদ্যাবুদ্ধি যোগ বা জ্ঞানবুদ্ধি যোগ

জ্যোতিষ শাস্ত্রে সরস্বতী যোগ বা বিদ্যাবুদ্ধি যোগ

বুধ বালক গ্রহ, তার মধ্যে বালক সুলভ চঞ্চলতা ও ব্যাক্তিত্বহীনতা লক্ষ্য করা যায় l বুধ বুদ্ধির পরিচয় জ্ঞাপক --- শুভ প্রভাবে জাতক জাতিকার বুদ্ধি বিশেষত উপস্থিত ভালো থাকে l বুধ বালক গ্রহ বলে সহজেই অন্যের দ্বারা প্রভাবিত হয়, এদের মধ্যে বিশ্লেষণী ক্ষমতা ভালো  হয় তবে অন্যকে অনুকরণ করা বুধের সহজাত ও স্বভাবসিদ্ধ আচরণ l বুধ কৌতূহলী, একসাথে অনেক বিষয় সে আয়ত্ব করতে চায় বা একই সময়ে একাধিক বিষয়ে সে মনোনিবেশ করতে সক্ষম অর্থাৎ একসাথে একাধিক কর্ম করা বা চিন্তা করার সহজাত দক্ষতা তার থাকে l মস্তিষ্কের নার্ভগুলি একই সাথে উত্তেজিত হওয়ার কারণে এটি ঘটে তবে একই কারণে sili mistake হওয়াটা অন্যতম কারণ l বুধ প্রভাবিত জাতককে দেখবেন অনায়াসে গান শুনতে শুনতে কঠিন অঙ্ক স্বাবলীলতার সাথে কষে ফেলে আবার ঐ একই জাতক পরীক্ষার সময় অতি দ্রুততার সঙ্গে উত্তরপত্র সম্পূর্ণ করে ফেললেও উত্তরপত্র পুনরায় মিলিয়ে দেখা তার ক্ষেত্রে অসম্ভব বিষয় অর্থাৎ পুনরায় মিলিয়ে দেখতে তার চূড়ান্ত অনীহা l বুধের জাতক মানেই ফাঁকি দিয়ে অল্প সময়ের মধ্যেই কোনো বিষয়/ পড়াশোনা কিভাবে করায়ত্ব করা যায় তার চূড়ান্ত নিদর্শন l বুধ মানেই কোনো বিষয়ে গভীরতা না থাকলেও অতি সহজেই কিভাবে এক বিষয় থেকে অন্য বিষয়ে switch over করা যায় তার জ্বলন্ত উদাহরণ l

আবার বুধের স্বভাবের ঠিক বিপরীত দেবগুরু বৃহস্পতি, সে বয়োঃবৃদ্ধ পৌঢ়, তার মধ্যে প্রবল ব্যাক্তিত্ববোধ ও গুরুগম্ভীর শান্ত মেজাজী ভাব প্রবল l বুধ নির্দেশ করে বাহ্যিক বুদ্ধি ও টুকরো টুকরো জ্ঞান এবং বৃহস্পতি নির্দেশ করে অভ্যন্তরীণ প্রকৃত বিশুদ্ধ জ্ঞান --- যার দ্বারা প্রতিটি জীব ঈশ্বরের উপলব্ধি লাভ করে l বৃহস্পতির জাতক কখনোই অন্যের দ্বারা প্রভাবিত হন না বরং সদবাক্যের মাধ্যমে অন্যকে প্রভাবিত করে সদুপদেশের মাধ্যমে তার জীবনকে সঠিক এবং ঈশ্বর অভিমুখী করে তোলেন l বৃহস্পতির জাতক অন্যকে অনুকরণ করতে জানে না বরং নিজেস্ব স্বত্তায় তারা প্রস্ফুটিত l বুধের ন্যায় মনে এক মুখে আরেক --- এই ধরণের গুণাবলীর স্থান বৃহস্পতির কাছে নেই l বুধ বালকসুলভ চঞ্চলতা ও দুষ্ট বুদ্ধির তাড়নায় অন্যকে বিপথগামী করতে পারে কিন্তু বৃহস্পতি অন্যকে সর্বদাই সদুপদেশের মাধ্যমে জীবনের সঠিক পথে চালিত করে l বুধের ব্যাবসায়িক মানসিকতা প্রবল হলেও বৃহস্পতির মধ্যে ব্যাবসায়িক মানসিকতা অত্যন্ত কম l

এই তুল্যমূল্য পার্থক্যের কারণে বুধের দৃষ্টিভঙ্গিতে বৃহস্পতি শত্ৰু হলেও জ্ঞানের আধার পৌঢ় বৃহস্পতি বালকসুলভ বুধকে শত্ৰু হিসাবে গণ্যই করে না l

বুধ ও বৃহস্পতি রাশিচক্রে পরস্পর সহাবস্থান বা পরস্পর দৃষ্টির মাধ্যমে সম্পর্কিত হয়ে শুভ সম্পর্ক করলে    ( বিষয়টি/ উপরিউক্ত বাক্যটি যতটা সহজ দেখতে লাগলো আদপে তা নয় ---  " আপনি তো বললেন কিন্তু এই যোগ থাকা স্বত্তেও আমি তো কোনো ফল পাই নি " বা " কোনো এক জাতক স্বরসতী যোগ থাকা স্বত্তেও সম্পূর্ণ বিপরীত গুণাবলী সম্পন্ন --- কোনো ব্যাক্তি হয়তো জন্ম রাশিচক্র সহ উদাহরণ দেখিয়ে দিলেন " কি ব্যাখ্যা দেবেন --- হয় আপনাকে চুপ থাকতে হবে আর নয়তো বোঝাবার দায়িত্ব নিলে নিজের মানসিক স্থিতি নষ্ট হবে এবং সময়ের অপব্যাবহার করা হবে কারণ কখনোই এরা সঠিক যুক্তি খুঁজে দেখবে না বা চেষ্টাও করবে না l একটি রাশিচক্র স্বাপেক্ষে সরস্বতী যোগ সৃষ্টি হলেও সেটি কোথায় সৃষ্ট, কিভাবে বা অন্যান্য গ্রহ ও ভাব দ্বারা নিয়ন্ত্রিত হয়ে কতটা ফলদাতা এবং লগ্নের বলবত্তা স্বাপেক্ষে সম্পর্কিত যোগটি কতটা কার্যকরী ভূমিকা পালন করবে সর্বাগ্রে সেটির মূল্যায়ন প্রয়োজন  )

আবার দেখবেন উপরিউক্ত নিয়মাবলী ব্যাতিত জাতক অনেক ক্ষেত্রেই রাশিচক্রে পৃথক স্থানে অবস্থান স্বত্বেও প্রত্যক্ষভাবে সম্পর্কিত বুধ- বৃহস্পতির সরস্বতী যোগের ফল পায়  --- কেন ও কিভাবে অন্যত্র আলোচনা করবো কারণ এক্ষেত্রে সরস্বতী যোগের সাধারণ ফলাফলই আলোচ্য বিষয় l

ফিরে আসি পূর্বোক্ত আলোচনায় ---

বুধ ও বৃহস্পতি রাশিচক্রে পরস্পর সহাবস্থান বা পরস্পর দৃষ্টির মাধ্যমে শুভ সম্পর্ক করলে --- জাতক জাতিকা বুধ- বৃহস্পতির প্রভাবে সঠিক চিন্তাধারা ও বিচার বুদ্ধি সম্পন্ন, বিচক্ষণ ও জ্ঞানী হবে l বহুমুখী প্রতিভা সম্পন্ন, জ্ঞানার্জনে উদ্যোগী, নিয়মানুবর্তী এবং সৃষ্টিশীল মানসিকতার হবে l সততা, নিষ্ঠা ও মানবতার ধর্মকে বজায় রেখে আত্মপ্রতিষ্টায় উদ্যোগী হবে l বিদ্যাবুদ্ধি সম্পন্ন এবং বাকচাতুর্যে পারদর্শী হওয়ার কারণে একাধিক বিষয়ে জ্ঞান থাকবে এবং বক্তা হিসাবে প্রতিষ্ঠা পাবে l সুন্দর ভাবে গুছিয়ে মর্যাদা সহকারে উপদেশ/ জ্ঞানের বাণী বলার কারণে অন্য ব্যাক্তিরা কখনোই তা অগ্রাহ্য করতে পারবে না l এরা অন্যের মতামত গুরুত্ব সহকারে শুনবে এবং সঠিক বিচার বিশ্লেষণ করে সঠিক উপদেশই প্রদান করবে l

আর অশুভ সম্পর্কে আবদ্ধ হলে  --- জাতক জাতিকার মধ্যে উপরিউক্ত সকল গুণাবলীর সমাহার ঘটলেও তার সঠিক প্রয়োগ করতে অসমর্থ হবেন l আত্মগর্বের কারণে বুদ্ধির ভুল করে বসবে, সর্বদা অহং ভাব তার বুদ্ধি নাশের কারণ হবে l গুরুজনদের সহিত মতপার্থক্য ও তর্ক হবে --- একে অপরকে নিয়মকানুন শেখাবে l উপস্থিত বুদ্ধির প্রয়োগ ও উপযুক্ত জ্ঞানের অভাবে আত্মমর্যাদা ও সম্মানহানি হবে l

লগ্নে অবস্থানকারী সরস্বতী যোগের ফলাফল ---

জাতক জাতিকা বিদ্যাবুদ্ধি সম্পন্ন জ্ঞানী হবে এবং বোধশক্তি ভালো হবে l

দ্বিতীয়ে অবস্থানকারী সরস্বতী যোগের ফলাফল ---

উচিত বক্তা, বাকচাতুর্যে পারদর্শিতা ও বুদ্ধির সহিত জ্ঞানপ্রদানকারী কথাবার্তার মাধ্যমে সহজেই অন্যের উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হবে l 

তৃতীয়ে অবস্থানকারী সরস্বতী যোগের ফলাফল ---

বিশ্লেষণাত্মক বুদ্ধি ও মেধাসম্পন্ন হবে l সর্বক্ষেত্রেই যুক্তি প্রয়োগ করবে l এই যোগ আইন ও তর্কবিদ্যা, সাংবাদিকতার নির্দেশক l একাধিক বিষয় প্রতিভাসম্পন্ন, বিচারশক্তি ও তীব্র অনুভূতি ক্ষমতা সম্পন্ন হবে l

চতুর্থে  অবস্থানকারী সরস্বতী যোগের ফলাফল ---

বিদ্যাশিক্ষার কারক গ্রহ বুধ ও বৃহস্পতি অর্থাৎ বিদ্যাশিক্ষায় স্বাভাবিক ঝোক এবং জাতক জাতিকা বিদ্যাবুদ্ধি জ্ঞানসম্পন্ন হবে l এই যোগ বিদ্যাকক্ষ, গ্রন্থাগার, পুস্তকের দোকান, বিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানের নিকট বসবাস, শিক্ষিত সমাজ বা পরিবেশে বসবাস নির্দেশ করে l এই যোগ বৃহৎ জমির অংশ নির্দেশ করে l

পঞ্চমে অবস্থানকারী সরস্বতী যোগের ফলাফল ---

এই যোগে উপস্থিত বুদ্ধি ও মেধা প্রখর হয় l একাধিক পুত্রসন্তান বা সন্তান নির্দেশ করে l একাধিক নারীর প্রতি তবে পবিত্র ভালোবাসা নির্দেশ করে l

ষষ্ঠে অবস্থানকারী সরস্বতী যোগের ফলাফল ---

এই যোগে বিদ্যাশিক্ষায় প্রতিযোগিতা, সন্তানের সহিত মামলা মোকদ্দমা/ শত্রুতা, একাধিক পেটের রোগ, stomach, liver, lungs এর সমস্যা নির্দেশ করে l 

সপ্তমে অবস্থানকারী সরস্বতী যোগের ফলাফল ---

এই যোগে স্ত্রী বুদ্ধিমতী ও শিক্ষিতা হবে l অপরকে জ্ঞান বিতরণ করার প্রবণতা থাকবে l ছোটোখাটো গোলগাল বা নির্মেদ বড়সড় চেহারা নির্দেশ করে l

অষ্টমে অবস্থানকারী সরস্বতী যোগের ফলাফল ---

এই যোগে জ্ঞানবুদ্ধির অপপ্রয়োগ, বুদ্ধির ভুলে আত্মমর্যাদা হানি, শিক্ষায় বাধা, প্রয়োজনীয় প্রমাণপত্র নষ্ট হয়ে যাওয়া নির্দেশ করে l

নবমে অবস্থানকারী সরস্বতী যোগের ফলাফল ---

উচ্চশিক্ষা - বিশেষতঃ আইনবিদ্যা, তর্কবিদ্যা, হিসাবশাস্ত্র নিয়ে উচ্চশিক্ষানির্দেশ করে l

দশমে অবস্থানকারী সরস্বতী যোগের ফলাফল ---

এই যোগ জাতক জাতিকাকে রাজনীতিতে আগ্রহী করে তুলতে পারে l পেশা হিসাবে শিক্ষক, উকিল, ব্যাঙ্কের করণিক, judge, transcriptionist, translator প্রভৃতি নির্দেশ করে l

একাদশে অবস্থানকারী সরস্বতী যোগের ফলাফল ---

বহুপ্রতিভার মাধ্যমে সাফল্য, জ্ঞান, বুদ্ধি, উপদেশ প্রদানের মাধ্যমে সাফল্য নির্দেশ করে l ধনবান-জ্ঞানী ব্যাক্তি নির্দেশ করে l

দ্বাদশে অবস্থানকারী সরস্বতী যোগের ফলাফল ---

বিদ্যাশিক্ষায় চ্ছেদ বা দূরবর্তী স্থানে বিদ্যাশিক্ষা বা বিদ্যাশিক্ষার শাখা পরিবর্তন নির্দেশ করে l


This is one of the stage of how to learn Vedic and Modified KP Astrology.

If you want to know more about Astrology lesson ---

Please comments and to get early notifications --- follow and share this article.